PDA

View Full Version : মানলে সুফল পাবেন না মানলে দুর্ভোগে পড়তে ø



HELPINGHAND
2015-09-29, 09:38 AM
১। লোন করে ট্রেড করবেন না।
২। টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
৩। লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
৪। Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
৫। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
৬। কম্পিটিশন করবেন না।
৭। সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
৮। পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
৯। মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
১০। ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

MotinFX
2015-09-29, 10:32 PM
উপরের সব গুলো পড়ে খুব ভাল লাগল। আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। আপনার পরামর্শ গুলো আমাদের মত নতুন ট্রেডারদের কাজে লাগবে এবং মেনে চলতে পারলে ভাল প্রপিট করা যাবে।

Momen
2015-09-30, 07:38 PM
আপনি সঠিক কথায় বলেছে। আপনার কথা মেনে ট্রেড করতে পারলে হয়তো প্রফিট করতে পারবো। তবে আমাদের তো সবারই লোভটা একটু বেশি তাই আগে সেইটা বর্জন করতে হবে।

AbuRaihan
2015-10-01, 09:37 PM
আপনার দেয়া পরামর্শগুলো পড়ে খুব ভালো লাগল । তাই আপনাকে অনেক ধন্যবাদ । আশা করি ভবিষ্যৎ-এ এই ধরনের উপকারি পেস্টের মাধ্যমে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন । আসলে ফরেক্স করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয়না শুধু মাত্র সঠিক পরিকল্পনা মাফিক ধৈর্য্য সহকারে ট্রেড করলে এখান থেকে অনেক সুফল পাওয়া যায় । পাশাপাশি ভালো মার্কেট এনালাইসিস করার দক্ষতা বৃদ্ধি করতে পারলে ফরেক্স মার্কেট হতে পারে আমাদের জন্য সর্বোত্তম আর্নিং সোর্স । ধন্যবাদ ।

Kawsar700
2015-10-01, 10:12 PM
আমি আপনার কথার সাথে একমত। লেখা টা পড়ে অনেক ভাল লাগল। কিন্তু কবে যে ট্রেড করা শুরু করব জানিনা। এখনো ট্রেড সম্পর্কে ভাল করে জানিনা

basaki
2015-12-27, 08:59 PM
আপনার দেওয়া উপরের কথা গুলো আমার কাছে খুবই ভাল লেগেছে। আপনার কথাগুলো যদি একজন ফরেক্স ট্রেডার নিয়মিত পালন করে তাহলে সে ফরেক্স মার্কেটে খুবই ভাল করবে বলে আমার ধারনা। আপনার উপদেশ আমি মেনে চলব।

real80
2016-02-08, 06:51 PM
উপরের লেখাগুলো পড়ে খুবই ভাল লাগল। সব গুলো কথার সাথে আমি সম্পুরনভাবেই একমত। ফরেক্স ট্রেডিং শেখার জন্য ডেমো ট্রেডিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। রিয়েল ট্রেডিং যত টাকা দিয়ে শুরু করতে চান ঠি তত পরিমান এমাউন্ট দিয়েই ডেমো ট্রেডিং করতে থাকুন। নিজের ব্যালেন্স ৩গুন করার চেষ্টা করুন। টাকা ধার করে ফরেক্স ট্রেডিং করা একদমই উচিত নয়। কারন ফরেক্স বিজনেসে লাভ-লস সবারই হয়।অনেক অভিজ্ঞ ট্রেডাররাও লস করে থাকেন। লোভ সামলাতে হবে নাহয় মার্কেটে টিকে থাকা কঠিন হবে।

Fxaziz
2016-02-12, 03:46 PM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনি আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ণ তথ্য দিয়েছেন।হ্যাঁ ভাই আপনি সঠিক কথা বলেছেন ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু আইন মেনে ট্রেড করতে হবে।না হয় আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো না।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমার সব বাজে অব্বাস দুর করেছি।আমি জানি না হয় আমি ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করতে পারবোনা। ধন্যবাদ

Marufa
2016-02-12, 05:59 PM
আমি আপনার সবগুলো পয়েন্ট এর সাথে একমত শুধুমাত্র শেষের পয়েন্ট ছাড়া । আমার মতে আপনি বলেছেন কোন ট্রেড ওপেন করার আগে ৫ মিনিট চার্ট বিশ্লেষণ করতে । আমি মনে করি কোন ট্রেড ওপেন করার আগে মিনিমাম ১ ঘন্টা শুধু চার্ট দেখতে হবে । অবশ্য এটা নির্ভর করে যার যার ট্রেডিং প্লান এর ওপর । কার ট্রেডিং প্লান যেরকম সে সেভাবেই ট্রেড নিবে ।

RUBEL MIAH
2016-02-21, 04:05 PM
কথাটা আসলেই সত্য । মানার ভেতরেই কামিয়াবী । যে এই ব্যবসার নিয়ম কানুন ঠিক ঠিক মত মানবে এবং সেই অনুযায়ী কাজ করবে তাহলে অবশ্যই সে সফরকাম হতে পারবে । আর যে এই ব্যবসার নিয়ম কানুন মানবে না সে কোনদিন ও লাভবান হতে পারবে না ।

yasir arafat
2016-04-07, 01:51 AM
আপনার উপদেশগুলো শুনে ভাল লাগল।আমার নীতির সাথে একদম মিল আছে।আসলে ফরেক্স রিস্কি বিজনেস হওয়াতে আমাদেরকে এ সব নিয়ম মেনে চলা উচিত।এতে করে কিছুটা হলেও আমরা ট্রেডগুলো থেকে লাভবান হতে পারব।আর আমাদেরকে আমাদেরকে আমাদের স্ট্রাটেজিটা অবশ্যই মেনে চলতে হবে ।

dwipFX
2016-05-10, 06:31 PM
আমি মনে করি ফরেক্স কেন আমাদের কে যেকোন কাজ করতে হলে সে কাজের কিছু নিয়ম মানতে হয় ।কারন আপনাকে সফলতা পেতে হলে সেই সব নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলে ফরেক্স থেকে সফলতা পাবেন না হয় লস করবেন। তাই অামাদের কে ফরেক্স মার্কেটে সে সব নিয়ম মেনে ট্রেড করতে পারড় ভাল হবে।

sharifulbaf
2016-05-18, 07:02 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের অনেক নিয়ম মেনে যদি ট্রেডিং করতে পারি তাহলে আমরা অনেক ভাল প্রফিট করতে পারব,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের টার্গেট। নিয়ে ট্রেড করতে হবে,অভার ট্রেডিং পরিহার করতে হবে,ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে।

fatema begum
2016-07-31, 10:23 PM
১। লোন করে ট্রেড করবেন না।
২। টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
৩। লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
৪। Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
৫। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
৬। কম্পিটিশন করবেন না।
৭। সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
৮। পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
৯। মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
১০। ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

আমরা তখন আমাদের ট্রেডের লট বাড়িয়ে দিই তাড়াতাড়ি লস রিকোভারি করার জন্য।সুতরাং পরে দেখা যায় আরো বেশি লস হয়ে গেছে।এতে আমর ধৈর্য ধরব নাকি কান্না করব বুঝতে পারি না।আমাদের প্রায় এখনো আমরা যদি নিজেদের মন মানসিকতাটা পাল্টাতে না পারি তাহলে আমরা ফরেক্সে উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তুলতে পারব না।

fardin222333
2016-08-02, 10:40 AM
আপনি যুক্তি সঙ্গত কথা লিখেছেন আপনাকে ধন্বাদ। আমাদের সবার এই কাজগুলো মেনে চলা উচিত। যে যত বেশি অনুশিলন করবে তত বেশি মুনাফা আয় করতে পারবে। :rules:

md mehedi hasan
2016-11-30, 09:38 AM
ভাই ফরেক্স মার্কেট আমি এই সব শর্ত পরেছি।এসকিছু আমি জানি কিন্তু সমস্যা হল মানিনা।যখন ট্রেড করে লস খাই তখন আমাদের হুস হয়।কিন্তু কিছুদিন পরে আবার এসব শর্ত ভুলে যায়।কারন আমরা ফরেক্স মার্কেট রাতারাতি বড়লোক হতে চাই।লোভের কারণে শর্তগুলো সঠিকভাবে পালন করতে পারছিনা।

Mamun13
2017-11-08, 08:44 PM
১#ট্রেড করার পূর্বে অবশ্যই কমপক্ষে আপনার ট্রেডিং চার্টে ১ ঘন্টা মার্কেট সেন্টিমেন্ট এনালাইসিস করে নেওয়া জরুরী৷২#প্রতিদিনই ট্রেড করার পূর্বে অবশ্যই নিউজ ইমপেক্টগুলো দেখে নিতে হবে৷৩#ট্রেন্ড ও সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখে বুঝে এন্ট্রী করতে হবে৷৪#সঠিকভাবে মানি ও রিস্ক মেনেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে৷৫#স্টপলস ও টেকপ্রফিট যথাস্হানে সেট করতে হবে৷৬#লিভারেজ অবশ্যই কম নিয়ে ট্রেড করা উচিৎ৷৭#কখোনোই ওভারট্রেড করা উচিৎ হবেনা৷৮#সর্বদা লং টাইমফ্রেমে ট্রেড করার অভ্যাস করুন৷৯#দীর্ঘদিনব্যাপী ডেমোতে প্র্যাটিস করে করে দক্ষতা অর্জন করার পরে রিয়েল ট্রেড করবেন৷১০#অবশ্যই স্ট্রং রেগুলেটেড ব্রোকারের ফ্লাটফর্মে ট্রেড করবেন৷