PDA

View Full Version : রেজিস্ট্যান্স কি?



Momen
2015-09-30, 09:34 PM
ফরেক্স এ রেজিস্ট্যান্স বিষয় টা কি?

MotinFX
2016-02-08, 01:02 PM
ফরেক্স মার্কেটে সবসময় একটা কথা বলি সাপোর্ট এবং রেজিসটেন্স। রেজিসটেন্স হল মার্কেটে এর আগে কতটুকু হাইলেভেলে উটছে বতর্মানে সেই হাই লেভেলে আসলে আমরা তাকে রেজিসটেন্স বলি। এর মাধ্যমে আমরা সেল করতে প্রস্তুত হয় এই ভাবে মার্কেটে যখন সাপোর্ট যায় তখন আমরা বাই করি মার্কেট মুভমেন দেখে।

Marufa
2016-02-12, 06:29 PM
যেখান থেকে প্রাইস বাধা প্রাপ্ত হয়ে আবার ফিরে আসতে পারে সে প্রাইসকে রেসিসটেন্স বলা হয় । যখন কোন বাই এন্ট্রি নিবেন তখন দেখতে হবে কাছাকাছি রেসিটেন্স কোথায় আছে । রেসিসটেন্স এর কয়েকপিপস ওপরে স্টপ লস ব্যবহার করতে হবে । রেসিটেন্স যখন ব্রেক করে তখন প্রাইস আরও উপরে উঠতে থাকে এবং রেসিসটেন্স তখন সাপোর্ট হিসাবে কাজ করে ।

basaki
2016-03-24, 07:24 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অনেক কিছুই শিখতে হবে কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি যদি আওব কিছু না জেনে ফরেক্স ট্রেড করতে চান তবে আমি মনে করি আপনি লসের উপর লস করবেন আর রেসিস্টেন্ট আপনি যদি ভাল জানেন তবে আপনি অনেক লাভ করতে পারবেন।

yasir arafat
2016-04-07, 12:27 AM
রেসিসটেন্স হচ্ছে পিভটের একটা অংশ ।যেখানে পিভট হিসাব করার সময় আমরা দুইটা পার্ট পেয়ে থাকি।একটা সার্পোট এবং অন্যাটা রেসিসেটেন্স।সুতরাং রেসিসটেন্স হচ্ছে পিভট পরেন্টের একটা অংশ।আগের দিনের হাই,লো,ক্লোজ থেকে এটা নির্ধারণ করা হয়।যা ফরেক্স মার্কেটে বহুশ প্রচলিত।

ASADUR RAHMAN
2016-04-07, 12:42 AM
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে।
এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে।
বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।

dwipFX
2016-05-14, 11:46 AM
ফরেক্স মার্কেটে আসার পর আমাদের কে ট্রেড করা সম্পর্কে সিকতে হয় এবং কিভাবে এনালাইসিস করতে হয় সেটা সম্পর্কে আমাদের সঠিক ধারনা থাকতে হয়।কয়েকটি গুরুত্বপুূর্ণ এনালাইসিস এর মধ্যে একটি হল রেজিস্টেন্স কিবাবে ধরতে হয় সেটা আমাদের বের করতে হবে।

sharifulbaf
2016-05-17, 05:09 PM
ফরেক্স মার্কেটে আমরা রেজিস্টেন্স কে সিমানা বলতে পারি,যদি আমাদের এই সিমানা পেরিয়ে যায় তাহেলে কোন দিকে যাবে তা বলা যাবেনা,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের অনেক কিছু দেখে নিয়ে ট্রেডিং করতে হয়,তাই আমাদের ট্রেডিং করতে রেজিস্টেন্স দেখিতে হবে।

md mehedi hasan
2016-12-04, 10:07 AM
ফরেক্স মার্কেটে যেখান থেকে প্রাইস বাধা প্রাপ্ত হয়ে আবার ফিরে আসতে পারে সে প্রাইসকে রেসিসটেন্স বলা হয়।অর্থাৎ প্রাইসের হাই লেভেল গুলো হচ্ছে রেজিসটেন্স লেভেল।ফরেক্স মার্কেটে রেজিসটেন্স লেভেল ব্রেক করলে সাধারনত বাই এন্ট্রি নিতে হয়।

kumarkhali
2016-12-04, 02:17 PM
খুব ভাল একটা প্রশ্ন করেছেন ভাই, রেজিস্ট্যান্স কি? ফরেক্স মার্কেটের সিগ্নাল ধরার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপ্নে যদি ফরেক্স এর সিগ্নাল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স এর কাজ গুলো জানতে হবে,রেজিস্ট্যান্স হচ্ছে সব থেকে উপরের প্রাইস, আর সাপোর্ট হচ্ছে সব থেকে নিচের প্রাইস।

vampire
2016-12-05, 05:19 PM
মার্কেটে টেকনিকাল এনালাইসিস বুঝতে গেলে সাপোর্ট আর রিজিস্ট্যান্স জানা জরুরি।রেজিস্ট্যান্স এর বাংলা শব্দ হল বাধা।রেজিস্ট্যান্স হল মার্কেট কত উপরে ঊথে বাধা পেয়ে আবার নিছের দিকে চলে এসেছে।মার্কেটের ঐ উপর বিন্দু কে রেজিস্ট্যান্স বলে।

Mamun13
2017-11-22, 09:03 PM
ফরেক্স মার্কেটে রেসিসট্যান্স হলো টেকনিক্যাল এনালাইসিসের একটা গুরুত্বপূর্ণ বিষয়৷মার্কেট প্রাইস বৃদ্ধি পেয়ে যখন কোনো এরিয়ায় বা লেভেলে একাধিকবার বাধা প্রাপ্ত হয়ে নিচের দিকে ধাবমান হতে থাকে তখন ঐ এরিয়ায় বা লেভেলকে রেসিসট্যান্স বলে চিহ্নিত করা হয়৷এই রেসিসট্যান্স লেভেলগুলোতেই ট্রেডারগণ Sell করে থাকেন৷

amreta
2020-01-25, 07:17 PM
সবার আগে তাদের ফরেক্স শিক্ষাটি এখানে এমটি 5 ফোরামে সম্পূর্ণ করতে হবে কমপক্ষে তাদের অবশ্যই ফরেক্স ট্রেডিং দক্ষতা শিখার পাশাপাশি নিয়মিত ভিত্তিতে ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেড করার ক্ষেত্রে প্রতিদিন 6 ঘন্টা সময় ব্যয় করতে হবে। তাদের এগুলিও নিশ্চিত করতে হবে যে তাদের প্রতিদিনের শিডিং এবং ক্রিয়াকলাপের ক্রিয়াকলাপের জন্য নিয়মানুবর্তিতা বাধ্যতামূলক। এবং আমি বিশ্বাস করি যে এটি সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তবে ধৈর্য সহ তারা ফরেক্স মার্কেটের সফল ব্যবসায়ী হিসাবে পরিণত হবে।

Fxxx
2020-01-31, 03:17 PM
মুলত মার্কেট পুর্বে কোন হাই পজিশন থেকে ব্যাক করেছিলো সেটাই রেজিস্টান্স। মুলত মার্কেট যখন কোন একটি হাই পজিশন থেকে বারবার বাধা পেয়ে ফিরে আসে তখন সেটাকে স্ট্রং রেজিস্টান্স বলে। স্ট্রং রেজিস্টান্সের দ্বারা ট্রেডে এন্ট্রি নেয়া প্রফিটেবল হয়ে থাকে তবে রেজিস্টান্স ব্রেক হওয়ার চান্স কতটুকু সেটাও আপনাকে দেখতে হবে।

Sarder
2020-03-30, 06:14 AM
সমর্থন ও প্রতিরোধের কথা বলার পয়েন্টগুলি

সমর্থন এবং প্রতিরোধের ধারণাটি ফরেক্স বিশেষায়িত পরীক্ষার ভিত্তি তৈরি করে।

বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা আশা প্রকাশের ক্ষেত্রে সম্ভাব্য সহায়তার লক্ষণীয় ডিগ্রিগুলির অঞ্চলগুলি কিনে বা তাদের কাছে যাওয়ার আশা করছেন

বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা আশা করছেন একটি ডাউনট্রেন্ডে সম্ভাব্য প্রতিরোধের বিশাল ডিগ্রির অঞ্চলগুলিতে বিক্রয় বা যোগাযোগ করতে হবে।

আপনি পুরানো ব্যবসায়ের পুরানো প্রাচীন জিনিস "ক্রয় কম এবং উচ্চ বিক্রয়" সম্পর্কে জেনে থাকতে পারেন। বেশিরভাগ অংশের জন্য নতুন ফরেক্স ব্যবসায়ীরা তদন্তটি পোষ্ট করেন যে কীভাবে কম হবে এবং কীভাবে উচ্চতর হবে inquiry এই স্তরের মূল্যায়ন করার একটি উপায় হ'ল সেই অঞ্চলগুলিকে ব্যবহার করা যেখানে ব্যয়টি বন্ধ হয়েছে এবং কোর্সটি পরিবর্তন হয়েছে। যে অঞ্চল যেখানে মান অগ্রসর হওয়ার পরে এবং পরে পিভটগুলি থামায় তাকে প্রতিরোধ বলে। দামের আরও বিকাশের শীর্ষে প্রতিরোধ একটি "ছাদ" হিসাবে চলেছে es প্রতিরোধটি কেবল কয়েকটি স্বেচ্ছাসেবী অঞ্চল নয় যেখানে মান পিভট। এমন সম্ভাব্য ডিলার, ব্যবসায়ীরা আছেন যারা একবার আগে ফরেক্স মানি জুটি বিক্রি করেছিলেন এবং মানকে কমিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রিক প্রভাবটি স্মরণ করুন। একইভাবে ক্রেতারা রয়েছেন যারা সমর্থনে দীর্ঘ সময় নিয়ে গিয়েছিলেন এবং হতাশ হয়েছিলেন যে ব্যয় আরও বেশি হয়নি এবং ব্যয় একটি ভাল গতির ছাদ খুঁজে পাওয়ার আগে তাদের বিক্রয় কেনাবেচা বন্ধ করে দেয় বা খুব বেশিদিন আগে নয়।

প্রতিরোধ গড়ে তোলা অন্য সমাবেশটি হ'ল যেগুলি প্রতিরোধ কেনে বা কাছে যায় এবং যখন প্রতিরোধের দিকে মূল্য পড়ে তখন ধরা পড়ে। এই ব্যবসায়ীরা ব্রেক ব্রেক এনে তাদের আবার বেরিয়ে আসার জন্য আবারও ব্যয় জিজ্ঞাসা করছে। এই সমাবেশগুলি ব্যয় কম পাঠাতে এবং বাজারের সুদের অবস্থাতে "সরবরাহ" করতে সহায়তা করে cooperate অনুরোধের চেয়ে বেশি স্টক, মূল্য হ্রাস, সরবরাহ মানের চেয়ে বেশি সুদ; প্রতিরোধ = সাপ্লাই।

FREEDOM
2020-04-14, 08:02 PM
ফরেক্স এ রেজিস্ট্যান্স বিষয় টা কি?

ফরেক্স মার্কেটে আমরা কয়েকটা বেসিক বিষয়ের উপর ভিত্তি করেই অনেক সময় ট্রেড করি তার মধ্যে সাপোর্ট রেজিস্টান্স অন্যতম। মার্কেট যখন কোনো একটি রেন্জের মধ্যে বারবার বাধাপ্রাপ্ত হতে থাকে তখন আমরা দেখেই বুজতে পারি মার্কেট সাপোর্ট এবং রেজিস্টান্সে বাধাপ্রাপ্ত হচ্ছে আর মার্কেট যখন সাপোর্ট বা রেজিস্টান্স ব্রেক করে ফেলে তখন মার্কেটের মুভমেন্ট অনেক বেড়ে যায়। http://forex-bangla.com/customavatars/524110902.png

Rokibul7
2020-05-03, 11:24 AM
প্রাইজ যেখান থেকে বাধা হয়ে ফিরে আসে সেটাকে রেসিস্টেন্স লেভেল বলে।ফরেক্স মাকেটে সাপোর্ট এবং রেসিস্টেন্স চিনতে পারলে টেড ওপেন করতে সহজ হয়

Md.shohag
2020-12-02, 11:00 PM
ফরেক্স মার্কেটে যেখান থেকে প্রাইস বাধা প্রাপ্ত হয়ে আবার ফিরে আসতে পারে সে প্রাইসকে রেসিসটেন্স বলা হয়।অর্থাৎ প্রাইসের হাই লেভেল গুলো হচ্ছে রেজিসটেন্স লেভেল।ফরেক্স মার্কেটে রেজিসটেন্স লেভেল ব্রেক করলে সাধারনত বাই এন্ট্রি নিতে হয়।

Mas26
2021-05-29, 10:52 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অনেক কিছুই শিখতে হবে কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি যদি আওব কিছু না জেনে ফরেক্স ট্রেড করতে চান তবে আমি মনে করি আপনি লসের উপর লস করবেন আর রেসিস্টেন্ট আপনি যদি ভাল জানেন তবে আপনি অনেক লাভ করতে পারবেন।

sss21
2021-10-17, 10:07 AM
ফরেক্স মার্কেটে আমরা রেজিস্টেন্স কে সিমানা বলতে পারি,যদি আমাদের এই সিমানা পেরিয়ে যায় তাহেলে কোন দিকে যাবে তা বলা যাবেনা,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের অনেক কিছু দেখে নিয়ে ট্রেডিং করতে হয়,তাই আমাদের ট্রেডিং করতে রেজিস্টেন্স দেখিতে হবে।