View Full Version : একজন আদর্শ ট্রেডার এর গুন
IFXmehedi
2021-02-16, 09:01 PM
একজন আদর্শ ট্রেডার জানে কেন এবং কখন ট্রেড তার অনুকুলে যাবে, সে জানে মার্কেট এ পিপ্স কতটুকু উথবে এবং কখন তার টেক প্রফিত নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে এবং তার কিছু নির্দিষ্ট লক্ষও থাকে যা পুরন হুয়ার আগ প্রজন্ত সে তার ট্রেড বন্ধ করে না। সে শপ্তাহে বা মাসে ১০ থেকে ১৫ বারের বেশি অর্ডার দেই না।
ফরেক্স মার্কেটে একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য একজন মানুষের অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে । কারণ পৃথিবীর যেকোনো কাজেই যে কোনো মানুষই কখনোই আদর্শ হয়ে উঠতে পারে না । একজন মানুষকে আদর্শ হতে হলে অবশ্যই তার কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হয় । ফরেক্স মার্কেটে একজন ট্রেডার ঠিক তখনই আদর্শ ট্রেডার হয়ে উঠতে পারে যখন সে খুব ভালোভাবে ফরেক্স এর যাবতীয় বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, ডেমো অ্যাকাউন্ট প্রাকটিসের মাধ্যমে নিজের অভিজ্ঞতার লেভেল বাড়াতে পারে এবং সঠিকভাবে এনালাইসিস করে ও মানি ম্যানেজমেন্ট বুঝে ট্রেড করতে পারে । আর এগুলোই হল একজন আদর্শ ট্রেডারের বৈশিষ্ট্য বলে আমি মনে করি
samun
2021-02-20, 12:04 PM
আদর্শ ট্রেডারের প্রধান গুণাবলী হল মার্কেট সম্পর্কিত সকল ধরনের জ্ঞান তথ্য সংগ্রহ করে থাকে প্রতিবার ট্রেডিং এর পূর্বে মার্কেট খুব ভালোভাবে এনালাইসিস করে থাকে মার্কেটের সকল কারেন্ট নিউজ দেখে ফরেক্স মার্কেটে কোন ধরনের লোক প্রকাশ করে না আবেগ দিয়ে কোন কাজ করে না টেকনিক্যাল অ্যানালাইসিস কে বেশি প্রাধান্য দেয় এবং মার্কেটে আয় করার থেকে টিকে থাকার প্রতি প্রাধান্য দেয় এগুলো একজন ভালো ট্রেডারের আদর্শ
EmonFX
2021-02-20, 03:10 PM
একজন আদর্শ ট্রেডার জানে কেন এবং কখন ট্রেড তার অনুকুলে যাবে, সে জানে মার্কেট এ পিপ্স কতটুকু উথবে এবং কখন তার টেক প্রফিত নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে এবং তার কিছু নির্দিষ্ট লক্ষও থাকে যা পুরন হুয়ার আগ প্রজন্ত সে তার ট্রেড বন্ধ করে না। সে শপ্তাহে বা মাসে ১০ থেকে ১৫ বারের বেশি অর্ডার দেই না।
ফরেক্স মার্কেটে একজন আদর্শ বা সফল ট্রেডারের অনেকগুলো বৈশিষ্ট্য থাকা দরকার। একজন সফল ট্রেডারের বৈশিষ্ট্যকে নির্দিষ্ট কোন ফ্রেমে আবদ্ধ করা অসম্ভব।নিম্নে একজন আদর্শ ট্রেডারের কতিপয় বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
১। ফরেক্স সম্পর্কে প্রাথমিক অভিজ্ঞতা থাকতে হবে।
২। ধৈর্যশীল হতে হবে।
৩। লোভ নিয়ন্ত্রন করতে হবে।
৪। কঠোর পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হবে।
৫। সর্বদা জানা ও শেখার আগ্রহ থাকতে হবে।
৬। সর্বপরি নিজের উপর আস্থা রাখতে হবে।
৭। একজন ভাল ট্রেডার কখনো মার্কেট এনালাইসিস না করে হুট হাট ট্রেড নেন না।
Mas26
2021-02-20, 09:57 PM
আদর্শ ট্রেডার হতে গেলে আপনার যে গুনগুলো থাকা উচিত তার মধ্যে অন্যতম হল আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। ট্রেড করার সময় বিষয়বস্তুর প্রতি খেয়াল রাখতে হবে। লোভ না করে পরিশ্রমী হয়ে ট্রেড করতে হবে।সে সর্বদা মানি ম্যানেজমেন্ট ফলো করে । মার্কেট এর প্রপার আনাল্যসিস করে তারপর অর্ডার দেই।
mohd.Salahuddin
2021-02-21, 04:17 AM
একজন আদর্শ ট্রেডার হতে গেলে যে সকল গুণের কথা থাকতে হবে টা হলো:
০ ১/ ট্রেডের ক্ষেত্রে নিজের একটি সুন্দর ট্রেড প্ল্যান তৈরি করা ,
০২/ মানি ম্যানেজমেন্টের মাধ্যমে ট্রেড করা
০৩/ প্রতিটি ট্রেডে টেক প্রফিটসহ স্টপ লস করে ট্রেড করা
০৪/ ট্রেডের মাঝামাঝি ট্রেড প্লান পরিবর্তন না করা
০৫/ যে ট্রেডের স ফলতা দেখাবে এর সাথে ঝুঁকি পা বারানো যাবে না
আপনি যদি এই ব্যবসা হতে ভাল পরিমান অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে এই ব্যবসার সকল নিয়ম কানুন সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে। আপনাকে জানতে হবে কিভাবে অর্থ ব্যবস্থাপনা করতে হবে। আপনাকে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ভালভাবে বিশ্লেষণ করতে হবে।এ গুণের মধ্যে আছে ট্রেডারকে অবশ্যই লোভ সংবরণশীল এবং ধৈর্য্যশীল হতে হবে। এছাড়া ট্রেডারকে পরিশ্রমি এবং ফরেক্স সম্পর্কে জানার একান্ত ইচ্ছা এবং প্রফিট করার জন্য দৃঢ় মানসিকতা থাকতে হবে।
samun
2021-07-29, 08:40 AM
সফলতার জন্য যে গুনাগুন থাকা দরকার, সে সব গুনাগুন যে ট্রেডারের ভিতরে আছে তাকে আমরা আদর্শ ট্রেডার বলে থাকি। আদর্শ ট্রেডারের সবথেকে বড় গুনাগুন হল সব সময় ধৈর্য্য ধরে, মাথা ঠান্ডা রেখে অল্প রিক্স এ ট্রেড করা। আর এই ট্রেড করতে গেলে তাকে ভালভাবে মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করতে হয়। শুধু তাই নয়, সে কখনোই লোভের কারনে বড় ধরনের ঝুকি নেয় না।একজন আদর্শ ট্রেডার সে সবকিছু সম্পর্কে ধারনা রাখে কখন মার্কেট কোন দিকে মোর ঘুরবে এই সব কিছু সে বুঝতে পারে। একজন আদর্শ ট্রেডার রা কখনো লোভ করে না লোভ করলে ফরেক্স ব্যবসা হবে না আপনি হয়ত বা প্রথম প্রথম কিছু আয় করতে পারলেন কিন্তু কিছুদিন পর দেখবেন আপনার একাউন্ট জিরো হয়ে গেছে । তাই একজন আদর্শ ট্রেডার হতে চাইলে ভালো ভাবে জ্গ্যন অর্জন করুন ফরেক্স সম্পর্কে এবং ধৈর্য সহকারে কাজ করুন তাহলেই ভার কিছু পা্ওয়া সম্ভব।
FRK75
2021-09-21, 10:42 AM
একজন অভিজ্ঞ ট্রেডার কখনও কনফিউসানে ট্রেড ওপেন করে না। আর আর মার্কেট তার বিপরিতে গেলেই ট্রেড ক্লোজ করে না। সে মার্কেটের নিউজ এবং প্রতিদিনের সাপোর্ট রেসিস্টান্স সম্পর্কে ধারনা রাখবে। আর একটা গুন তাহলো প্রতি দিন ট্রেড করতে হবে এমন মানসিকতা থাকবে না।
sss21
2021-10-23, 09:12 AM
একজন আর্দশ ট্রেডারের নুন্যতম কিছু গুণ না থাকলে কখনও প্রফিট করা সম্ভব না। এ গুণের মধ্যে আছে ট্রেডারকে অবশ্যই লোভ সংবরণশীল এবং ধৈর্য্যশীল হতে হবে। এছাড়া ট্রেডারকে পরিশ্রমি এবং ফরেক্স সম্পর্কে জানার একান্ত ইচ্ছা এবং প্রফিট করার জন্য দৃঢ় মানসিকতা থাকতে হবে। এসব গুণাবলী অটুট থাকলে অবশ্যই দক্ষ ট্রেডার গড়ে উঠা সম্ভব বলে আমি মনে করি।
নিজেকে একজন আদর্শ ট্রেডার হিসেবে গড়ে তুলা যায় । এর জন্য আমাদের দরকার পরিশ্রম , মেধা বিকাশ। এবং ধৈর্য। এক জন আদর্শ ট্রেডার এর যে গুন গুল থাকে তার মধ্যে অন্যতম একটা হল উনি কখনও লোভী হন না , আর উনি সব সময় নিজের মেধা দ্বারা মার্কেটিং অবস্থা বুঝে ট্রেড করেন। আপনি এখানে লাভ ও করতে পারবেন না, সুতরাং আপনাকে বিভিন্ন দিকে খেয়াল রাখতে হবে, আপনার অনুভুতি আপনার সবচেয়ে বড় শত্রু। তিনি ভুল সিদ্ধান্ত খুব কম নেন। তার নির্দিষত ট্রেডিং স্ট্র্যাটেজি আছে।
samun
2022-02-14, 11:06 AM
ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করতে হবে এছাড়া টাকে ভালো এনালাইসিস করতে শিখতে হবে, ধৈর্য্য, সতর্কতা, পূর্বপরিকল্পনা গ্রহন,মানি ম্যানেজমেন্ট ঠিক করে ব্যবসা করা,ভুল থেকে শিক্ষা গ্রহন করে নতুন উদ্দ্যমে কাজ করা ক্ষমতা ইত্যাদি উল্লেখযোগ্য । তাই একজন আদর্শ ট্রেডার হতে হলে উক্ত গুনগুলো থাকা একান্ত দরকার । এছাড়া ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হবে এছাড়া সে ট্রেড করে বেশি লোভ করবে না তাহলেই ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করা সম্ভব।
FRK75
2022-04-04, 02:03 PM
আমার মনে হয় একজন আদর্শ বিজনেস মেন এর গুন গুলো হল তার ধরঝ থাকতে হবে লোভ থাকবে না ,বেশি বেশি মানে অভার ট্রেড করবে না আর টাইম ফ্রেম ফলো করা আর নিজে কে ফরেক্স এর মানে লস এর জন্য ও রেডি রাখা মানে শুদু সব সময় লাভ হবে ওই রকম মানসিকতা ভাদ দিতে হবে
FRK75
2022-09-17, 10:14 PM
আদর্শ ট্রেডার এর বড় গুন হচ্ছে সে সব সময় বুঝে শুনে ট্রেড অপেন করে এবং ক্লোস করে। সে সব সময় মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স এর ব্যবসা করে। কোন লোভ না করে ধৈর্য সহকারে এবং পরিশ্রম করে ফরেক্স এর মার্কেটে ট্রেড করে। এবং সফলতা অর্জন করে। মুভিং এবারেজ দেখে ট্রেড করে এবং আরএসআই দেখে অপ করে। এগুলো হচ্ছে একজন আদর্শ ট্রেডার এর গুন।আদর্শ ট্রেডারের গুণের মধ্যে যা যা থাকা দরকার বলে আমার মনে হয় তা হলো: তাকে অনেক ধৈর্যশীল হতে হবে, সে কোনো প্রকার লোভ করতে পারবে না, তাকে মনোযোগী হতে হবে, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার সাহস থাকবে হবে এবং মোকাবেলা করতে হবে, সবমসয়ই তাকে আশাবাদী থাকতে হবে, আর সবসময় এগিয়ে যাওয়ার সাহস থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। এইসকল গুণই হচ্ছে একজন আদর্শ ট্রেডারের গুণ, আমার মতে।
FRK75
2023-12-04, 12:40 PM
ফরেক্স মারকেট এ একজন ভালো বা আদর্শ ট্রেডার এর বড় গুন হচ্চে সে সব সময়ই ঠাণ্ডা মাথাই ট্রেড করে।সে কখোন বেসি লোভ করেনা ।ফরেক্স মার্কেট এর ট্রেডারদেড় সম্পর্কে আমার মত হচ্ছে তারা জেন স্টোপ্লস বা টেক প্রপিত না দিয়ে মার্কেট এ ট্রেড না করে।আর একজন ভাল ট্রেডার সবসময়ই তার ট্রেড কে বেশি দীণ রাখে না।যদি ফরেক্স মারকেট এ তার লস থাকে বা -এ থাকে তখন সে অর্ডার ক্লোস করেনা জতক্ষন না তার অর্ডার লাভ এর দিকে জাই।ফরেক্স মার্কেটে অনেক ভাল ভাল আদর্শ ট্রেডার আছে জারা ফরেক্স মারকেট কি হতে বলতে পারে তারা মার্কেট মুভমেন্ট বুঝতে পারে মার্কেটে সকল ধারনা রাখতে পারে ফরেক্স সম্পরকে তাদের জ্ঞান অনেক অভিজ্ঞতা অনেক ।
Mas26
2023-12-04, 09:30 PM
একজন আদর্শ ট্রেডার এর বড় গুন হচ্ছে সে সব সময় বুঝে শুনে ট্রেড অপেন করে এবং ক্লোস করে।সে সব সময় মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স এর ব্যবসা করে।কোন লোভ না করে ধৈর্য সহকারে এবং পরিশ্রম করে ফরেক্স এর মার্কেটে ট্রেড করে। এবং সফলতা অর্জন করে।ভালো ট্রেডার এর ধৈর্য, চিন্তা করার ক্ষমতা, উপকার করার মানসিকতা থাকতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.