PDA

View Full Version : অর্থনৈতিক আলোচনা



RUBEL MIAH
2015-10-05, 02:49 PM
আমাদের দেশ বাংলাদেশ । এ দেশের অনেকে মানুষ বেকার্* । তাই ফরেক্স এর মাধ্যমে অনেকে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে ।অদূর ভবিষ্যতে ফরেক্স দিয়ে এ দেশ অনেক উন্নতি আশা করা যায় ।

selena
2015-11-12, 09:44 AM
আমাদের এ দেশে অনেক মানুষ বেকার। আর তাদের এই প্রব্লেম সবার মাঝে ছড়িয়ে পরছে। ফলে আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে পরছি। আর তাই আমরা যদি ফরেক্স করি তবে আমরা মুক্তি পাব বলে মনে করি।

Shah Md. Saiful Islam
2015-11-16, 10:49 PM
আমাদেরকে ফরেক্সের কথা সবাইকে জানাতে হবে।

Furkan
2015-11-17, 01:22 AM
আমাদের দেশ বাংলাদেশ অরথনৈতিক দিক দিয়ে অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে । আর আমাদের দেশের বেশির ভাগ লোক অহংকারি আর হিংশুক টাইপের যার কারণে কেউ উন্নতি করতে পারতেছে না। আর অন্যান্য দেশে একজনে যা জানে তা অন্যদেরকে বলে দেয় । আমি মনে করি ফরেক্র মারকেট সম্পরকে যারা ভাল যানে তারা চাইলে অনেক বৈদেশীক মুদ্রা অরজন করতে পারে। তবে যারা ফরেক্র করে তারা চাইলে আমাদের দেশের অনক উন্নত করতে পারে।

AbuRaihan
2015-11-30, 12:13 PM
বাংলাদেশে এখনো ফরেক্স এর ব্যাপক প্রসারতা দেখা যাচ্ছে না ৤ এর কারণ হল আমাদের দেশের সরকার এখনো এই ব্যবসাকে আনুষ্টানিক স্বিকৃতি দিতে পারেনি ৤ তাই ফরেক্স্ মার্কেটে এ দেশের হাজারো বেকার যুবকের কর্মসংস্থান করতে হলে ব্যাক্তিপর্যায়ের উদ্যগ নিতে হবে ৤ ফরেক্স প্রকৃত অর্থে যথেষ্ট সম্ভবনাময় একটা ক্ষেত্র ,কিন্ত আমাদের অদূরদর্শিতার কারণে আমরা এই সম্ভাবনাটাকে বুঝতে পারছিনা ৤ ফরেক্স মার্কেটে একজন অভিজ্ঞ ট্রেডার অনেক বেশি প্রফিট অর্জনকরার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বি হতে পারে ৤

sharifulbaf
2015-12-04, 10:35 AM
ফরেক্স মার্কেট হল অর্থনৈতক আয়ের অন্যতম মাধ্যম।আমদের দেশের অনেক লোকজন বেকার তারা ফরেক্স করে আয় করিতে পারে।ফরেক্স মার্কেট থেকে আয় করে দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করা য়ায়।এতে দেশ ও জাতি উন্নত হতে পারে।

yasir arafat
2016-04-06, 12:35 PM
আমরা আমাদেরকে অর্থনৈতিক দিক দিয়ে দক্ষ এবং প্রতিষ্টিত করতে পারি এই ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে ।যা আমাদের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।সুতরাং আমরা যদি আস্থা রাখি এর উপর তাহলে আমরা অবশ্যই এর থেকে খুব ভাল কিছু একটা পাব বলে মনস্থ করতে পারি।ফরেক্সের অর্থনৈতিক গুরুত্ব অনেক।

dwipFX
2016-05-18, 08:37 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে আমাদের দেশে অনেক বেকার লোক তাদের বেকারত্ব দুর করতে সক্ষম হয়েছে। আমি মনে করি অামাদের দেশ একদিন এই ফরেক্স দিয়ে রেমিটেন্স আসতে থাকবে এখনো গার্মেন্টস এর পর আউট সোর্সিং।

Realifat
2016-06-18, 01:54 PM
আপনি অনেক ভালো বলেছেন। ফরেক্স একটা স্বাধীন ব্যবসা যেখানে যে কেউ ট্রেডিং করতে পারে। তাই যারা ফরেক্স ট্রেডিংয়ে আগ্রহী তারা নিজের ইচ্ছামত ফরেক্স ট্রেডিং করতে পারে। বাংলাদেশে প্রচুর বেকার রয়েছে যারা চাইলেই ফরেক্স ট্রেডিং শিখে ফরেক্সের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে।