PDA

View Full Version : ফরেক্স এনালাইসিস ...



AbuRaihan
2015-10-05, 04:11 PM
ফরেক্সে সাধারণত সবাই বাই/সেল করলেও সবাই লাভ করতে পারেনা । শুধুমাত্র এনালাইসিস না করে অর্ডার দেওয়ার কারণে । ফরেক্সে মার্কেট মুভমেন্ট বুঝার জণ্য তিন ধরনের এনালাইসিস রয়েছে এবং তা হল :
১. টেকনিকেল এনালাইসিস
২. ফান্ডামেন্টাল এনালাইসিস
৩. এবং সেন্টিমেন্টাল এনালাইসিস
উক্ত এনালাইসিস গুলো করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন মার্কেট কি অবস্থায় রয়েছে এবং এর মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন । ধন্যবাদ ।

RUBEL MIAH
2015-10-05, 11:37 PM
ফরেক্স একটি ধৈর্যশীল ব্যবসা ।সেন্টিমেন্টাল হয়ে ট্রেড করা যাবেনা ।সেন্টিমেন্টাল হয়ে ট্রেড করা যাবে না ।

mlbasumata
2015-10-21, 03:48 PM
ট্রেডের লাভ বা লস নির্ভর করবে টেকনিক্যাল ও ফান্ডামেন্টার এনালাইসিসের পর আপনার সঠিক সিদ্ধান্তের উপর, অর্থাৎ সেন্টিমেন্টাল এনালাইসিসের উপর। কাজেই নিজের উপর নিয়ন্ত্রণ খুবই জরুরী। নিজের উপর নিয়ন্ত্রণ থাকলে লাভের সম্ভাবনা বাড়বে, কোন তাড়াহৃড়ো করবেন না।

maziz6989
2015-11-19, 06:26 PM
বুঝলাম কিন্তু একটু ক্লিয়ার করে বলা উচিত ছিল না কোনটা কোন এনালাইসিস এবং কেমনে করতে হয়।
টেকনিক্যাল হল চার্ট রিড করে যেমন বিভিন্ন প্যাটার্ন বা ইনডিকেটর নির্ভর করে , ইকোনমিক ডাটা এবং নিউজ এর উপর নির্ভর করে যে এনালাইসিস করা হয় তা ফান্ডামেন্টাল আর এই দুইয়ের সমন্বয় করে যে এনালাইসিস করা হয় তাই সেন্টিমেন্টাল।

dinner
2015-12-11, 02:03 AM
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)
আপনি প্রশ্ন করতে পারনে কোন ধরনের অ্যানালাইসিস ভাল? কিন্তু ৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ।

Realifat
2016-03-24, 12:41 AM
আমি আপনার সাথে একমত।ফরেক্সের মত মার্কেটে অ্যানালাইসিস করে ট্রেড করা্ প্রয়োজন।কেননা ফরেক্সে হচ্ছে একটা খুবই রিস্কি বিজনেসে। এর পরবর্তীতে ক্যান্ডেল কোথায় যাবে তার নিশ্চয়তা কেউই দিতে পারবে না। তাই খুবই ভালোভাবে অ্যানালাইসিস করে আগে মার্কেটের সঠিক অবস্থা বুঝার চেষ্টা করতে হবে এবং পরে সে অনুযায়ী ট্রেড করার চেষ্টা করতে হবে।

ASADUR RAHMAN
2016-04-06, 11:23 PM
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)

yasir arafat
2016-04-07, 07:46 PM
যেহেতু এটা ফরেক্স মার্কেট এবং এখানে মার্কেট অ্যানালাইসিস বা টাইমফ্রেম ভিত্তিক অ্যানালাইসিস ছাড়া তেমন কিছু করা সম্বভ না।সেহেতু যারা নতুন আছে তাদের অবশ্যই এব্যাপারে সকল টাইমফ্রেম ব্যবহার করা উচিত।এর ফলে মার্কেট এবং চার্ট প্যাটান সর্ম্পকে ভাল আইডিয়া হবে।

Royal
2016-04-26, 11:30 AM
ফরেক্সে মার্কেট মুভমেন্ট বুঝার জণ্য তিন ধরনের এনালাইসিস আছে । ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিকেল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস এই সব এনালাইসস এর মাধ্যমে বোঝা যায় যে, মার্কেট কোন দিকে মোড় নিবে।

Moon
2016-06-14, 12:45 AM
ফরেক্সে এনালাইসিস ব্যাতিত ট্রেড করলে সে ট্রেডে সফলতার হার শুণ্য । তাই আমাদেরকে ট্রেড করতে হবে অনেক কিছূ চিন্তাভাবনা করেই । আর সেখানে এনালাইসিসটাকে অনেক বেশি করে ফোকাস করতে হবে । কেননা ভাল এনালাইসিস ব্যাতিত কোন ট্রেডই সফলতার মুখ দেখে না । আর টেকনিকেল এনালাইসিসকে অবশ্যই গুরুত্ব দিয়ে করা উচিত ।

Md. Tariqul Islam
2016-06-20, 05:58 PM
ফরেক্সে এনালাইসিস ব্যাতিত ট্রেড করলে সে ট্রেডে সফলতার হার শুণ্য । তাই আমাদেরকে ট্রেড করতে হবে অনেক কিছূ চিন্তাভাবনা করেই । আর সেখানে এনালাইসিসটাকে অনেক বেশি করে ফোকাস করতে হবে । কেননা ভাল এনালাইসিস ব্যাতিত কোন ট্রেডই সফলতার মুখ দেখে না ।

Sahed
2016-07-24, 03:24 PM
ফরেক্স মার্কেটে এ্যানালাইসিসের গুরুত্ব অনেক । মার্কেটে এ্যনালাইসিসকে ট্রেডিং এর প্রাণ বলা যেতে পারে । মার্কেটে এ্যানালাইসিস সাধারনত তিন প্রকার । যথা ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল । এদের যে কোন একটি কে বাদ দিযে মার্কেটে ট্রেড নিলে আপন লসের সম্মুকিন হতে পারেন ।