PDA

View Full Version : টেক প্রফিট কি বা কিভাবে এটা কাজ করে?



Biplob
2015-10-05, 04:54 PM
আমি জানতে চাই,টেক প্রফিট কি? যদি কেউ জানেন বলেন।

AbuRaihan
2015-10-05, 08:01 PM
টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট । টেক প্রফিট ব্যবহারের যখন মার্কেট আপনার অনুকূলে থাকবে তখন আপনার বেঁধে দেওয়া সীমার মধ্যই অর্ডারটি লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে ।

raihanuddin
2015-10-06, 01:17 AM
আমরা যখন কোন ট্রেড অপেন করি তখন অনেক সময় সেই ট্রেডের সামনে থাকতে পারি না।সেই পরিস্হিতিতে তখন আমরা একটা সীমান নিধারন করে দেই তাকেই ট্রেক প্রফিট বলা হয়।আপনি যখন টেক প্রফিট সেট করে দিবেন তখন মাকেট যদি এই সীমানায় এসে টাচ করে তাহলে আপনার অপেন করা ট্রেডটি লাভে ক্লোজ হয়ে যাবে।

skemon5747
2015-10-06, 04:51 AM
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। আপনি একটি ট্রেড ওপেন করার পর কত পিপস পরিবর্তন হলে আপনি চান যে ট্রেড আপনা আপনি ভাবে ক্লোজ হয়ে প্রফিট আপনার ব্যালেন্সের সাথে অ্যাড হবে সেই প্রাইজ ট্রেক প্রফিট অপশনে সেট করে দিয়েই আপনি খুব সহজে মার্কেটে না থেকেও প্রফিট লাভ করতে পারেন।

mhorrom777
2015-10-06, 11:17 AM
টেক প্রফিট হলো আপনি ইচ্ছা করলে আপনার ট্রেডের প্রফিট আপনআপনিই আপনার একাউন্টে যোগ হয়ে যাবে । দেখা যায় অনেক সময় আমরা দীর্ঘ সময় ধরে মার্কেট ওয়াচ করতে পারিনা তাই টেক প্রফিট অপশনে গিয়ে টেক প্রফিট দিয়ে রাখলে আমরা যদি মার্কেটে থাকতে নাও পারি তাহলেও কোন সমস্যা নাই কারন নিদৃষ্ট স্থানে গিয়ে ট্রেড নিযেনিযেই ক্লোজ হয়ে যাবে এবং প্রফিট হবে ।

shakawath
2015-10-27, 02:48 PM
আপনি যে কয় পিপ লাভ করতে চান বা যে প্রাইস পর্যন্ত লাভ নিতে চান, সেইখানে প্রাইস হিট করলে ট্রেড বন্ধ হয়ে যাবে এমন কমান্ড দিয়ে রাখাই হল টেক প্রফিট। পিসির সামনে না থাকতে পারলে বা শর্ট টাইমেই টার্গেট এচিভ হতে পারে এমন সময়ে টেক প্রফিট সেট করা অত্যন্ত জরুরী। অনেক সময় প্রাইস টার্গেট ক্রস করে আবার রিভার্স করে, টেক প্রফিট সেট করা থাকলে এই বিপত্তি এড়ানো যায়।

TselimRezaa
2015-10-27, 08:17 PM
টেক প্রফিট ফরেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। আমরা ট্রেড নিয়ে সবসময় মার্কেটে নজর রাখতে পারি না। কিন্তু মার্কেট সবসময় গতিশীল থাকে। অনেক সময় মার্কেত এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে আম্বার মার্কেট ঘুরে অনেক বিপরীতে যায়। অথচ মার্কেটে না থাকার দরুন আমরা ট্রেড ক্লোজ করতে পারি না। টেক প্রফিট দেয়া থাকলে আমরা কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ করতে পারি।

hasan019
2015-10-28, 12:33 AM
টেক প্রফিট হল যে কয় পিপ লাভ করতে চান। আপনার হয়ত সময় নেই সারাদিন বসে থাকার। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন। টেক প্রফিট সেট করা থাকলে আপনার কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ হয়ে যাবে।

mlbasumata
2015-10-28, 12:48 AM
মনে করুন আপনি একটি বায় ট্রেড ওপেন করেছেন ১.৩৫০০ তে, এই ট্রেড থেকে যদি আপনি ৫০ পিপস প্রফিট করেন তাহলে আপনাকে ১.৩৫৫০ আসার পর ক্লোজ করতে হবে, এখন এমন অবস্থা যে আপনার ট্রেডের সামনেও বসে থাকার মত সময় নেই ঠিক তখন আপনাকে ট্রেডটি মডিফাই করে ১.৩৫৫০ তে একটা সীমারেখা সেট করে দিতে হবে, ব্যাশ এবার আপনাকে আর ম্যানুয়ালি ট্রেডটি ক্লোজ করতে হবে না, প্রাইস যখনই আপনার টার্গেট রেট টাচ করবে ট্রেডটি ৫০ পিপস প্রফিট নিয়ে নিজে নিজে ক্লোজ হয়ে যাবে। একেই বলে টেক প্রফিট।

Fxaziz
2015-10-28, 06:09 AM
ফরেক্স মার্কেট এ আমরা সবাই সাধারণত বেশি সময় দিতে পারি না।তাই আমরা যখন অন্য কাজ করি তখন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টেকপ্রপিট ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা যদি আমাদের একাউন্ট না দেখি তাহলে টেকপ্রপিট আমাদের ট্রেড কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পোঁছে দেই।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা টেকপ্রপিট এবং স্টপ লস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।তাই টেকপ্রপিট ফরেক্স মার্কেট এর গুরুত্বপূর্ণ বিষয়।

Ali77
2015-10-28, 07:24 AM
টেক প্রফিট হোল আপনি যখন টেক প্রফিট সেট করে দিবেন যেমন মার্কেট ধরেন ১.২৩৪৫০ আছে কিন্তু মনে হচ্ছে মার্কেট বাই যাবে আমি তখন টেক প্রফিট দিয়ে রাখবো ১.২৩৪৬০ তখন মাকেট যদি এই সীমানায় এসে টাচ করে তাহলে অটোমেটিকলি ট্রেডটি লাভে ক্লোজ হয়ে যাবে এইভাবে অর্ডার দেওয়াই সময় বেধে দেওয়াই হল টেক প্রফিট।

tonmoy7
2015-12-14, 11:41 PM
আমি মনে করি আমিদের প্রত্যেকটা ট্রেডে টেক প্রফিট ব্যবহার করা উচিৎ।টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট ।

Realifat
2015-12-15, 12:57 PM
প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমাদের চিন্তা থাকে যে এটাতে কত প্রফিট করবো। এজন্য আমরা একটা সেটআপ দিয়ে থাকি যে ওই প্রাইসে গেলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। যদিনা মার্কেটে থাকি তবু মার্কেটে সেটআপ করা প্রাইসে গেলে ট্রেড আপনাআপনি ক্লোজ হবে। এটাকে টেকপ্রফিট বলে। আমাদের প্রতিটি ট্রেডে টেকপ্রফিট ব্যববহার করা উচিত।

RUBEL MIAH
2015-12-20, 08:47 PM
ফরেক্স মার্কেটে টেক প্রফিটের গুরুত্ব অপরিসীম । কেননা টেক প্রফিট ফরেক্স মার্কেটের একটি অপশন । এই অপশন যদি কোন ট্রেডার ব্যবহার করে তাহলে তারা চিন্তায় কম থাকবে । এর কারণ হল ট্রেডাররা সব সময়তো আর মার্কেটের সামনে থাকতে পারে না । সুতরাং তারা যদি এই টেক প্রফিট দিয়ে রাখি অবশ্যই চিন্তামুক্ত থাকতে পারি ।

basaki
2015-12-20, 09:04 PM
ফরেক্স মার্কেটে একটি কমন শব্ধ হচ্ছে টেইক প্রফিট। টেইক ফ্রফিট হচ্ছে একজন ফরেক্স ট্রেডার একটি ট্রেড থেকে কি পরিমান লাভ করতে চায় এবং ওই দামে প্রাইচ বসানো হচ্ছে তার ফ্রফিট।যেমন আপনি একটি আইটেম ৫ তাকায় কিনে ৬ টাকা বিক্রয় করতে চান তাহলে আপনার টেয়াইক প্রফিট ৬ এ বসাতে হবে।

Marufa
2015-12-20, 09:08 PM
আপনি যখন একটি ট্রেড নিবেন আপনার অবশ্যই নিদির্ষ্ট একটি লক্ষ্য থাকবে যে মার্কেট কতটুকু মুভ করতে পারে । যদি মার্কেট আপনার ট্রেডের পক্ষে মুভ করে তবে আপনি কত পিপস্ লাভ নিয়ে ট্রেড ক্লোজ করতে চান তা টেক প্রফিটের মা্ধম্যে সেট করা যায় ।

uzzalbd
2015-12-20, 09:12 PM
ফরেক্স এ প্রতিটি ট্রেড ওপেন করার সাথে আপনাকে টেক প্রফিট ব্যভার করা উচিত। তা না হলে আপনি বড় ধরনের লসে পড়তে পারেন। টেক প্রফিট হছে আপনি যে দামে প্রাইচ আর আপনি আপনার টড়েড রানিং রাখতে চান না। একটা নিরদিস্ট প্রাইচে আপনার ট্রেড হল্ড করাকে টেক প্রফিট বলা হয়।

mukter
2015-12-20, 09:12 PM
টেইক ফ্রফিট হচ্ছে একজন ফরেক্স ট্রেডার একটি ট্রেড থেকে কি পরিমান লাভ করতে চায় এবং ওই দামে প্রাইচ বসানো হচ্ছে তার ফ্রফিট।যেমন আপনি একটি আইটেম ৫ তাকায় কিনে ৬ টাকা বিক্রয় করতে চান তাহলে আপনার টেয়াইক প্রফিট ৬ এ বসাতে হবে।

sharifulbaf
2015-12-20, 09:23 PM
ফরেক্স মার্কেট এ আমরা যখন একটি ট্রেড অপেনিং করি যেমন বাই করলাম আমরা কি পরিমান প্রফিট করব যেমন ধরেন ৫০ কিংবা ১০০ পিপস লাভ করব সেই নির্দিষ্ট উপরে ট্রেড খোলার পরে যদি মার্কেট উপরে উঠেতাহতাহলে অটোমেটিক ভাবে ক্লোজ হবে একেই টেক প্রফিট বলা হয়।

WALID HASAN
2015-12-20, 09:32 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা টেকপ্রপিট এবং স্টপ লস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।তাই টেকপ্রপিট ফরেক্স মার্কেট এর গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা যখন অন্য কাজ করি তখন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টেকপ্রপিট ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা যদি আমাদের একাউন্ট না দেখি তাহলে টেকপ্রপিট আমাদের ট্রেড কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পোঁছে দেই।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা টেকপ্রপিট এবং স্টপ লস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।

lima1
2015-12-20, 09:36 PM
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করার সময় টেক প্রফিট ব্যবহার করা জায় টেক প্রফিট হল ফরেক্স ট্রেড ওপেন করার পর যদি মার্কেট আমার ট্রডের পক্ষে জায় তাহলে এই টেক প্রফিট দেয়া থাকলে আমার ট্রেড প্রফিট নিয়ে নিজে নিজে ক্লজ হয়ে জায় তাই এই টেক প্রফিট অনেক গুরুত্ব পুরন একটি বিসয় কারন মার্কেট অনেক সময় পক্ষে জেয়ে আবার বিপরিত দিকে জেতে পারে ।

Talha
2015-12-20, 10:58 PM
আমি জানতে চাই,টেক প্রফিট কি? যদি কেউ জানেন বলেন।

টেক প্রফিট হল আপনি একটা ট্রেডে এন্ট্রি নিলেন এখান থেকে কত পিপস প্রফিট নিতে চান সেখান পর্যন্ত আপনাকে টেকপ্রফিট দিতে হবে তারপরে আপনার প্রফিট হয়ে গেলে ট্রেড অটোম্যাটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে আপনার এ্যাকাউন্টে ব্যলেন্স জমা হয়ে যাবে।

AbiR
2015-12-21, 03:22 AM
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট ।

Rahat015
2015-12-21, 08:05 AM
ফরেক্স মার্কেট এ টেক প্রফিট বিষয় টা খুবই গুরুত্ব বহন করে। আপনি কোন পেয়ার এ ট্রেড করার পর মার্কেট যদি আপনার অনূকুলে থাকে তাহলা আপনি প্রফিট এ থাকবেন। কিন্তু মুল কথা হল মার্কেট কতক্ষন আপনার অনূকুলে আছে আর আপনি কতক্ষন মার্কেট এ থাকতে পারছেন। এই অবস্থায় আপনি আপনার প্রফিট এর জন্য একটা সীমারেখা দিয়ে চলে যেতে পারেন। যেটাকে ফরেক্স এর ভাষায় টেক প্রফিট বলে। ধন্যবাদ।

Selim BU
2015-12-21, 02:46 PM
টেক প্রফিট ফরেক্সের একটি অতি গুরুত্বপূর্ন ট্রেদিং টুল। ফরেক্স মার্কেট সবসময় গতিশীল। কিন্তু আমরা ট্রেড নিয়ে সবসময় ফরেক্স মার্কেটে থাকতে পারিনা। আমাদের অনুপস্থিতিতে মার্কেট হয়তো অনেক পজিটিভ হয়ে আবার ঘুরে আসতে পারে। আমরা এতে করে কাঙ্খিত লাভে ট্রেড ক্লোজ করতে পারবো না। কিন্তু টেক প্রফিট সেট করা থাকলে ওই প্রাইসে মার্কেট পৌছালে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।

Harun1650
2015-12-21, 02:59 PM
ফরেক্স মার্কেটে টেক প্রফিট এই টুলসি বেশি ব্যবহারিত হয়ে থাকে। এখন টেক প্রফিট হল আপনি ইউরো/ইউএসডি পেয়ারে ১.০৮০০ তে ০.১ ট্রেড ওপেন করেছেন এখন আপনি এই ট্রেড থেকে ২ ডলার লাভ করবেন চিন্তা করছেন এখন মার্কেট যদি ২০ পিপ্স উপরে উঠে তাহলে আপনি এই ট্রেডটাকে বসে থেকে ক্লোস করতে হবে। এমতাবস্থায় আপনি যদি মার্কেট এর সামনে বসে থাকতে না পারেন তাহলে ১.০৮২০ এ ট্রেড মডিফাই করে টেক প্রফিট এর ঘরে বসিয়ে দিবেন তাতে করে আপনি না থাকলেও মার্কেটটি যখন এই পয়েন্ট টাচ করবে তখন অটোমেটিকাল্লি অখানে ক্লোস হয়ে যাবে। আর এটাকে টেক প্রফিট বলে।

monorom
2015-12-21, 04:42 PM
টেক প্রফিট বলতে আপনার নির্দিষ্ট লাভ টুকু সংরক্ষন করা । আপনি যখন একটি ট্রেড ওপেন করেন তখন আপনাকে এনালাইসিস করে বুঝতে হবে মার্কেট এখন কি পরিমান আগাবে এবং সে অনুযায়ী আপনাকে টেক প্রফিট সেট করতে হবে । আপনি যখন একটি ট্রেড এ নির্দিষ্ট পরিমান টেক প্রফিট সেট করবেন এবং মার্কেট যখন আপনার টেক প্রফিট হিট করবে তখন আপনার ট্রেডটি নির্দিষ্ট পরিমান লাভ নিয়ে ক্লোজ হয়ে যাবে ।

shihab
2015-12-21, 04:56 PM
টেঁক প্রফিট ব্যাবহার এর মাদ্ধমে আপনি মার্কেট এ না থাকলেও আপনি মার্কেট থেকে প্রফিত নিতে পারবেন, টেঁক প্রফিট কিভাবে নিতে হয় তা ইতিমদ্ধে আপনি আগের কমেন্তগুল থেকে জেনে গেছেন। আমি শুধু এর গুরত্ত সম্পর্কে বলছি, ফরেক্স এ টেঁক প্রফিট ও স্তপ লস এর গুরুত্ত অপরিসীম। নির্দিষ্ট প্লান ছাড়া সফল হউয়া জায় না এবং এটি তারি একটি অংশ।

Sahed
2016-02-21, 09:43 AM
ফরেক্স মার্কেটে টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । ফরেক্স একটি গতিশীল মার্কেট । আমরা ম্যানুয়ালী মার্কেটে আমাদের টার্গেটকৃত পিপসে আমাদের ট্রেডটি ক্লোজ করতে পারি না । তাই আমরা যদি টেক প্রফিট ব্যবহার করি তাহলে আমরা আমাদের টার্গেটকৃত জায়গায় ট্রেড ক্লোজ করতে পারব । ধরুন আপনি ১.৪৫০০ তে একটি ট্রেড বাই করলেন আর আপনার টার্গেট হচ্ছে ২০ পিপস । তাহলে আপনি ১.৪৫২০ এ আপনার টেক প্রফিট বসিয়ে রাখতে পারেন । *মার্কেট আপনার টার্গেটকৃত জায়গায় হিট করলে আপনার ট্রেডটি ২০ পিপস লাভে ক্লোজ হয়ে যাবে । :dance:

Vision
2016-02-25, 09:56 AM
টেক প্রফিট হল প্রফিট নেওয়ার একটা সীমা নির্ধরণ করে দেওয়া । ফরেক্স মার্কেটে আমর যারা কাজ করি তারা অনেক বেশি প্রত্যশা করি লাভের জন্য । কিন্ত আমরা জানি যে মার্কেটে সর্বদা পরিবর্তনশীল । তাই যে কোন সময় মার্কেট লাভের দিকে গিয়ে আবার যে কেনি মুহুর্তে নেমে যেতে পারে । তাই এমন একটা স্বয়ংক্রীয় সিস্টেম হল টেক প্রফিট যার মাধ্যেমে কতটুকু লাভ আমরা নিতে চায় তার একটা সীমা করে দেওয়া যায় । তবে সেটা আমাদের জন্য অনেক বেশি লাভজনক ।

razu777
2016-02-25, 10:03 AM
আমি যতটুকু বুঝি টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট । টেক প্রফিট ব্যবহারের যখন মার্কেট আপনার অনুকূলে থাকবে তখন আপনার বেঁধে দেওয়া সীমার মধ্যই অর্ডারটি লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে ।

syed_rana
2016-02-25, 10:04 AM
টেক প্রফিটের বাংলা হল লভ্যাংশ নেয়া । আর ফরেক্স মার্কেটে এই লভ্যাংশ নেয়া বলতে বুঝানো হয় যে , আপনার ট্রেড গুলো একটা নির্দিষ্ট লাভের পর আপনা-আপনি ক্লোজ হয়ে যাবে । সাধারনত ওপেঙ্কৃত ট্রেড গুলি যতক্ষন না আপনি ক্লোজ করছেন তার আগে ক্লোজ হবেনা । এক্ষত্রে যদি আপনি কম্পিউটারের সামনে না থাকতে পারেন,তাহলে ব্যাপক লসের সম্মুখিন হতে পারেন । সেই লসটি যেন না হয় , তার জন্য অটো সিস্টেমে লাভের পর ট্রেড ক্লোজ হওয়াকে ফরেক্সে টেক প্রফিট বলে ।

MotinFX
2016-02-25, 12:31 PM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন রকমের ট্রেড করে থাকি তার মধ্যে একটি হল টেক প্রপিট। আর টেক প্রপিট হল অামরা যখন একটা বাই বা সের করে থাকি সেই বাই বা সেল নির্দিস্ট একটি প্রপিট সেট করে দেওয়া হয় তাকে টেক প্রপিট বলে থাকে। eur/usd তে ১.১০০০ বাই করে ৫০ পিপস প্রপিটে টাক প্রপিট সেট করা।

nitta
2016-02-25, 12:42 PM
আসলে টেক প্রফিট হল ফরেক্সের একটা টুলস এখানে আপনি এই টুলস ব্যবহার করে আপনি আপনার মার্কেট কে একটা অবস্থাতে নিয়া যেতে পারেন । ধরেন আপনি প্রতিদিন ফরেক্স মার্কেটে সময় দিতে পারেন না । আপনি এই টেক প্রফিট টুলস টা ব্যবহার করে আপনার মার্কেট টা নিয়ন্ত করতে পারেন ।

nitta
2016-02-25, 12:45 PM
আপনি ট্রেড করার সময় আপনি যদি মনে করেন এই টুলস টা ব্যবহার করবেন তাইলে আপনি করতে পারেন । ফরেক্স মার্কেট কিন্তু সব সময় এক রকম থাকে না ফরেক্স মার্কেট সব সময় আপ ডাউন করে । তাই আপনাকে আগে ভাল করে ফরেক্স এর ট্রেড কে জানতে হবে তার পরে আপনি এই টুলস টা ব্যবহার করতে পারেন ।

majidiqbal
2016-02-25, 01:21 PM
টেক প্রফিট হল অামরা যখন একটা বাই বা সেল করে থাকি সেই বাই বা সেল নির্দিস্ট একটি প্রফিট সেট করে দেওয়া হয় তাকে টেক প্রপিট বলে থাকে।টেক প্রফিটের বাংলা হল লভ্যাংশ নেয়া । ধরেন আপনি প্রতিদিন ফরেক্স মার্কেটে সময় দিতে পারেন না । আপনি এই টেক প্রফিট টুলস টা ব্যবহার করে আপনার মার্কেট টা নিয়ন্ত্রন করতে পারেন ।

raju0000
2016-02-25, 02:11 PM
একটি ট্রেড ওপেন করার পর তার লাভ নির্ধারণ করাটাই হলো টেক প্রফিট.অর্থাত কত লাভ এ ট্রেড বন্ধ হবে তা নির্ধারণ করা হয়.অনেক সময় ট্রেড আমাদের কাঙ্ক্ষিত লাভ থেকে ও আগুয়ে আবার ফেরত চলে আসে যেসময় আমরা অনুপস্থিত থাকি.তাই আমাদের অনুপথিতিতে যেন এমন না হয় তাই আমরা টেক প্রফিট নির্ধারণ করে দিতে পারি.

Chor01
2016-02-25, 03:50 PM
টেক প্রফিট হল একধরনের কাজ যা হল আমরা যখন কাজ করি তখন আমারা বেসি সময় ধরে কাজ করতে পারি না। তাই আমারা এই জন্য টেক প্রফিট ব্যবহার করি । এর সুবিধা হল আপনি যখন কাজ করবেন তখন আপনি যদি টেক প্রফিট ব্যবহার করেন তাহলে আপনি নিচ্চিন্তে থাকতে পারবেন যখন আপনি কাজ করবেন তার মানে আপনার নিরধারিত সময় প্রফিট হয়ে ক্লোজ হয়ে যাবে এতে লসস হয় না ।

nelson
2016-02-25, 04:37 PM
আপনি একটা ট্রেড এ এনিট্র নিয়েছেন। মনে করি আপনি একটি বাই ট্রেড নিয়েছেন। এখন আপনার ধারনা মতে মারকেট আরো ১০০-১৫০ পিপস উঠতে পারে। এখন আপনার পক্ষে তো আর সম্ভব না সব সময় পিসি বা আপনি যেটা দিয়ে মারকেট দেখেন সেটা দেখা , তো এখন আপনি কি করবেন। হয়ত মারকেট আপনার কাঙ্খিত জাযগায় গেল ঠিকই আবার নিচে চলে আসলো । এখন আপনার লস আছে ।তো এই সমস্য থেকে মুকিাত পাওয়ার জন্য মেটা ট্রেডার এ একটা ব্যবস্থা রাখা হইছে যার নাম টিপি। আপনার সেখানে মনে হয় মারকেট যেতে পারে ঠিক সেই খানে আপনার লাভের অংশ টাকে সেট করা কেই টিপি বলে।

udaydebnath
2016-11-06, 07:04 PM
ট্রেড ওপেন করে যদি মার্কেটের সামনে অর্থাৎ চার্টের সামনে না থাকতে পারেন বা না চান তাহলে আপনি টেক প্রফিট সেট করে রাখতে পারেন। তারপর প্রাইস যখন টেক প্রফিট যেখানে সেট করেছিলেন সেখানে যাবে তখন ট্রেড এমনিতেই লাভে ক্লোজ হয়ে যাবে। ইহাই টেক প্রফিট বা টিপি।

sohrab
2016-11-06, 07:34 PM
ফরেক্স মার্কেটে আপনার জর*্য টেক প্রফিট একটি গুরুত্পূর্ন বিষয় । কেউ যদি ট্রেড ওপেন করার পর মনে করে সে মার্কেটর সামনে বসে থাকবে না । তার ধারনা মত নির্দিষ্ট বিপ সিলেক্ট করে চলে গেল এবং মার্কেট কখনো সেই বিপে পৌছালে অটো ক্লোজ হয়ে যাবে । এটাকে টিপি বা টেক প্রোপিট বরা হল ।

hafijur rahman
2016-11-27, 02:51 PM
টেক প্রফিট মানিম্যানেজমেন্টের একটি অংশ।টেক প্রফিট হল আপনা নির্দিষ্ট যে কয় পিপস লাভ করতে চান। আপনার হয়ত সময় নেই সারাদিন বসে থাকার। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন। টেক প্রফিট সেট করা থাকলে আপনার কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ হয়ে যাবে।

shaminfx
2016-11-27, 03:03 PM
ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে অনেক কাজ শিখতে হয় তার পর ফরেক্স মার্কেট থেকে টাকা আই করা যাই, মেটা ৪ টার্মিনাল বা প্লাটফরম সব একি জিনিষ বঝাই, আর এই মেটা ৪ এর ভিতর যে কতো রকম কাজ আছে টা একজন ভালো ফরেক্স ট্রেডার ও জানে না, ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস প্রফিট ২ টাই হয়, আর লস প্রফিট হওয়ার একটা নির্ধারিত ফিক্সড করে দিয়া যাই ফরেক্স মারকেতে,যেমন টেক প্রফিট দিয়া রাখতে পারেন আপনে,টেক প্রফিট হচ্ছে আপনে ০৫ ডলার পর্যন্ত প্রফিট করে অটোমেটিক আপনার ট্রেড ক্লজ হইয়ে কেটে যাবে, এটা কে বলা হয় টেক প্রফিট।

riponhosen
2016-11-27, 03:04 PM
ফরেক্স মার্কেট এ আপনি আপনার ইচ্ছা অনুসারে একটা ট্রেড ওপেন করার পরে সেই ট্রেড থেকে আপনি কি পরিমান লাভ হলে ট্রেড টা আপনি বন্ধ করতে চান তা আগে থেকে ঠিক করে রাখতে পারবেন আর এই ঠিক করে রাখাকে টেক প্রফিট বলে ।টেক প্রফিট এ অনেক সুবিধা কারন ধরেন আপনি চাকরী করেন সে ক্ষেত্রে আপনি টেক প্রফিট এ নির্দিস্ট পরিমান লাভ হলে আপনা আপনি ট্রেড বন্ধ হয়ে যাবে ।যার কারনে আপনার সারা দিন ধরে মার্কেটের সামনে বসে থাকতে হবে না।

Competitor
2016-11-27, 03:09 PM
টেক প্রফিট এমন একটা সিস্টেমের নাম যেখানে আপনি সুবিধামত সময়ে আপনার প্রত্যশিত মুনফা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবেন । ফরেক্সে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে সফল হতে পারি যদি আমরা সিস্টেমে সিস্টেমে কাজ করতে পারি । ফরেক্সে সফল হতে হলে বেশি প্রয়োজন আমাদের জানা ও মানা । আর এ জন্য নিজেকে বিনিয়োগ করতে হবে ।

shimul77ss
2016-11-27, 05:30 PM
টেক প্রফিত হল কোন কারেন্সিতে যদি ট্রেড করা হয় তাহলে ঐ ট্রেড যদি আপনার পক্ষে কাজ করে তাহলে আপনি নির্দিস্ট লাভ নিয়ে ট্রেড অটোমেটিকলি ক্লোজ করতে চান তাহলে টেক প্রফিট ব্যবহার করতে হবে।

ONLINE IT
2016-11-27, 06:27 PM
আমাদের সব সময় কম্পিউটারের সামনে বসে থাকা হয় না। ট্রেড ওপেন করে কখনো কখনো কম্পিউটারের সামনে হতে উঠে যেতে হয়। কিংবা প্রফিট আসতে অনেক সময় লাগে। যখন আমাদের প্রফিট আসে তখন আমরা কম্পিউটারের সামনে বসে থাকতে পারি না। তখন যদি আমরা টেক প্রফিট অর্ডার দিয়ে রাখি, এবং অর্ডার করা ঘরে মার্কেট হিট করে তাহলে আমাদের ট্রেডটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

sujon30
2016-11-27, 06:32 PM
ফরেক্স এর ট্টেড প্রফিট হল যে ফরেক্স মার্কেট এ লাভ করে থাকে তাকে ট্টেড প্রফিট বলে। ট্টেড প্রফিট তখনই হয় যখন সঠিক মত করে ট্টেড করা হয় এবং তা থেকে আয় করা হয় তাকে।

জ্যাক কয়েন
2016-11-28, 12:17 AM
আমি ফরেক্স একজন নতুন ট্রেডআর আমার জানা মতে টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

uzzal05
2017-06-22, 01:43 PM
টেক প্রফিট যদি না দেন তাহলে আপনি ট্রেডটি ক্লোজ না করা পর্যন্ত ট্রেড ওপেন থাকবে। আর আপনি ট্রেড করবে অব্যশই প্রফিট করার জন্য। সেজন্য আপনি একটা নির্দিষ্ট লাভ এ ট্রেড ক্লোজ করে দিবেন। সাধারন ফরেক্স এ এটাই টেক প্রফিট।

morshed naim
2017-07-29, 11:24 PM
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন।যে কোন সময় মার্কেট লাভের দিকে গিয়ে আবার যে কেনি মুহুর্তে নেমে যেতে পারে।তাই এমন একটা স্বয়ংক্রীয় সিস্টেম হল টেক প্রফিট যার মাধ্যেমে কতটুকু লাভ আমরা নিতে চায় তার একটা সীমা করে দেওয়া যায়।তবে সেটা আমাদের জন্য অনেক বেশি লাভজনক।

mahbubhb
2017-08-15, 11:24 PM
ফরেক্সে টেকপ্রফিট একটি অসাধারণ পদ্ধতি। যদি কোন ট্রেডার মনে করে যে কোন একটি ট্রেড করার পর সে তার বাই/সেল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ প্রফিট গ্রহন করবে তখন সে সেই ট্রেড এর মধ্যে টেকপ্রফিট এর ভিতরে সংখ্যা বসিয়ে দিবে। যদি তার মুল্য সেই পরিমাণে পৌঁছায় তাহলে অটো ক্লোজ হয়ে যাবে। এটাকে টেক প্রফিট বলা হয়।

martin
2017-08-30, 09:28 PM
প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমাদের চিন্তা থাকে যে এটাতে কত প্রফিট করবো। এজন্য আমরা একটা সেটআপ দিয়ে থাকি যে ওই প্রাইসে গেলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। যদিনা মার্কেটে থাকি তবু মার্কেটে সেটআপ করা প্রাইসে গেলে ট্রেড আপনাআপনি ক্লোজ হবে। এটাকে টেকপ্রফিট বলে। আমাদের প্রতিটি ট্রেডে টেকপ্রফিট ব্যববহার করা উচিত।

kashi93
2017-09-07, 01:43 PM
ফরেক্স মার্কেট থেকে সহজে আয় করা যায় তবে আমাকে অনেক বেশি করে জারতে এনালাইসিস করা জানতে হবে।ফরেক্স মার্কেটে থেকে আয় করতে হলে লোভ পরিহার করতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে উপকৃত হব।

01797733223
2018-01-20, 08:46 PM
এখানে ফরেক্স মার্কেটে টেক প্রফিট হল আপনি একটা ট্রেডে কতটুকু প্রফিট নিতে চান সেটার পূর্ব নির্ধারণ করে রাখা। মনে করেন আপনি একটা ট্রেডে ১০ ডলার ইনকাম করতে চান, তো সে অনুযায়ী আপনি মানি ম্যানেজম্যান্ট করে একটা ট্রেড ওপেন করে দিলেন যে আমার স্টপ লস ৫ ডলার এবং টেক প্রফিট ১০ ডলার এভাবে সবকিছু সেট করে রাখলেন, তো ঘটনা হল মার্কেট যদি আপনার টার্গেটের দিকে মুভ করে তাহলেইতো আপনি লাভবান হবেন, এটাকেই এখানে টেক প্রফিট বলা হয়।

ankus
2018-03-19, 12:57 PM
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমাদের চিন্তা থাকে যে এটাতে কত প্রফিট করবো। এজন্য আমরা একটা সেটআপ দিয়ে থাকি যে ওই প্রাইসে গেলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। যদিনা মার্কেটে থাকি তবু মার্কেটে সেটআপ করা প্রাইসে গেলে ট্রেড আপনাআপনি ক্লোজ হবে। এটাকে টেকপ্রফিট বলে। আমাদের প্রতিটি ট্রেডে টেকপ্রফিট ব্যববহার করা উচিত।

nahida
2018-03-19, 03:59 PM
টেক প্রফিট হলো আপনি একটি ট্রেড ওপেন করার পর কি পরিমান লাভে ট্রেডটি ক্লোজ করতে চান সেটি সেট করে দেওয়া।আসলে মার্কেট তো প্রতিনিয়তই মুভমেন্ট করে অনেকসময় দেখা যায় মার্কেট ১০০ পিপস উঠে আবার নেমে গেলো ২০০ পিপস তাহলে আপনি লদভটা ধরে রাখতে পারলেন না উল্টো ট্রেডটি লসে থাকলো তখন।এজন্য আমাদের টেক প্রফিট ব্যাবহার করা উচিত লাভ ধরে রাখার জন্য।

iloveyou
2018-03-19, 08:05 PM
ভাই ফরেক্স মার্কেটে টেক প্রফিট হল আপনার ট্রেডিং লভ্যাংশ। অর্থাৎ* আপনি একটা ট্রেডের মধ্যে কত টাকা ইনকাম করতে চান, সেটার পূর্ব নির্ধারণ আগের থেকেই এখানে সেট করে দেওয়া রাখার একটা প্রক্রিয়া মাত্র। তবে আপনি চাইলে এটাকে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন। সুতরাং এখানে একজন টেডারের টার্গেট নিয়ে অল্প সময়ে কিংবা নির্ধারিত সময়ে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই টেক প্রফিট বলে।

Mahidul84
2018-03-19, 08:13 PM
টেক প্রফিটটা হচ্ছে আপনি এই মার্কেটে কোন ট্রেড ওপেন করছেন আর সেটা কি পরিমান মুনাফা গ্রহণ করতে ইচ্ছুক সেই পরিমাণে একটা এমাউন্ট সেট করে দেওয়াটাকে টেক প্রফিট বলা হয়। অর্থাৎ আপনি ইউরোইউএসডি তে একটি ট্রেড ওপেন বাই মুডে ওপেন করছেন আর সেটা হচ্ছে ১.২৩২৩ এখন আপনি এর টেক প্রফিট দিতে চাচ্ছেন ১০০পিপস তাহলে এর টেক প্রফিট মুড হবে ১.২২২৩। আর আমি মনে করি এই মার্কেটে লস এড়ানোর জন্য প্রত্যেক ট্রেডারের উচিত প্রতিটি ট্রেডে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা। তাহলে নিজেকে খুব সহজেই এই মার্কেটে লোভের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব হয়।

cane
2018-03-19, 09:08 PM
কি পরিমান লাভ হলে আপনি ট্রেডটি ক্লোজ করতে চান সেটি পূর্ব থেকে সেট করার নামই টেক প্রফিট এতে করে আপনি প্রফিট করতে পারবেন আমাদের সকলেরই টেক প্রফিট ব্যবহার করা উচিত।

expkhaled
2018-03-20, 12:20 PM
টেক প্রফিট হলো এমটি ৪ এর একটি অটোমেটিক অপশন যার মাধ্যেমে চলমান ট্রেড লাভজনক অবস্থায় বন্ধ করা যায়। আমরা সব সময় মার্কেট এ থাকতে পারি না তাই যখন কোন ট্রেড অপেন করি তখন আমার আমাদের ট্রেড গুলো কিছু অটোমেটিক অপশনের মাধ্যে বন্ধ করতে পরি যেমন : স্টপলস এবং টেক প্রফিট। মার্কেট যদি বিপরীত দিকে যায় তাহলে অনাকাংখিত লসের হাত থেকে রক্ষা করবে স্টপলস আর যদি মার্কেট লাভের দিকে যায় তাহলে পূর্ব নিধারিধ লাভ নিয়ে ট্রেডকে ক্লোজ করে দিতে ব্যবহার করা হয় টেক প্রফিট।

al amin
2018-03-20, 12:54 PM
টেক প্রফিট মানিম্যানেজমেন্টের একটি অংশ।টেক প্রফিট হল আপনা নির্দিষ্ট যে কয় পিপস লাভ করতে চান। আপনার হয়ত সময় নেই সারাদিন বসে থাকার। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন। টেক প্রফিট সেট করা থাকলে আপনার কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ হয়ে যাবে।

Mamun13
2018-03-20, 08:05 PM
একটি নির্দিষ্ট এরিয়াতে নির্দিষ্ট পরিমাণ profit নিয়ে আপনার running ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে এজন্য নির্দিষ্ট একটি সিস্টেম আমরা ব্যাবহার করে থাকি৷এর নাম টেক প্রফিট৷আমরা যখন কোন এরিয়াতে entry করি তখন এনালাইসিস করে নিশ্চিত হয়ে থাকি যে কোথায় এই টেক প্রফিট সেট করলে পরে কমবেশি profit অর্জন হতে পারে, সেটা 50 pips হতে পারে,আবার সেটা 70 pips হতে পারে আবার সেটা 90 pips হতে পারে৷এভাবে আমরা টেক প্রফিট সেট করে থাকি৷টেক প্রফিট সেট করতে হলে অবশ্যই আমাদের trading চার্টগুলোতে support/resistance level গুলো পরিষ্কারভাবে চিনতে হবে৷কারন যেকোন সাপোর্ট বা রেসিসটেন্স লেভেল গুলোতেই আমরা এই নির্দিষ্ট পরিমান profit নেওয়ার উদ্দেশ্যে এটি সেট করে থাকি৷আমরা যদি পিসির সামনে বসে নাও থাকতে পারি তাহলেও এই টেক প্রফিটের সুবিধার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত profit অর্জন করতে পারব৷এটা অবশ্যই একটা দারুণ সুবিধা ৷

marjahan
2018-03-20, 08:47 PM
এমন অনেকেই আছি যারা হয়তো খুব বেশি সময় মার্কেটে থাকেন না বা মার্কেটে সময় দিতে পারে না ।এরূপক্ষেত্রে টেকপ্রফিট ব্যাবহার করলে রানিং ট্রেডটি যদি টেক প্রফিট হিট করে তবে আপনি এর মাধ্যমে আপনার প্রফিটটি ধরে রাখতে পারবেন ।

riponinsta
2018-03-21, 11:07 AM
আপনি ফরেক্স মার্কেট এ একটা ট্রেড চালু করলেন তারপর সেই ট্রেড স্টপ লস আর টিপি দিয়ে দিলেন টিপি মানে হল আপনি এই ট্রেড থেকে এতো লাভ হলে আপনার সেই ট্রেড অটো বন্ধ হয়ে যাবে আর স্টপ লস হল আপনার এই ট্রেড এ এতো লস হলে আপনার ট্রেড বন্ধ হয়ে যাবে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে

sofi
2018-03-22, 11:49 AM
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট ।

hasem79
2018-03-22, 11:35 PM
মনে করি আপনি ৩ টাকা দরে আলু কিনলেন এবং তা একজন ব্যবসায়ীর গুদামে রেখে দিলেন। আপনি সেই ব্যবসায়ীকে বলে দিলেন যদি আমার আলুর দাম ৪ টাকাতে যায় তবে আপনি সব গুলো বিক্রি করে দিবেন। এখানে আপনার যে গোল টা আপনি সেট করে দিয়েছেন সেটােই টেক প্রফিট।

শিমুলআক্তার
2018-03-23, 08:37 AM
প্রিয় বন্ধু, টেক প্রফিট হল ট্রেডিং টার্মিনালের একটা ট্রেডিং সাপোর্ট টুলস যা আপনাকে আপনার মার্কেটে অনুউস্থিতি থাকা কালীন আপনার ট্রেডটি আপনার কাংখিত প্রাইসে নির্দিষ্ট পরিমান প্রফিটে ক্লোজ করে দেয় অর্থাৎ আপনি ট্রেড ওপেন করে মার্কেট থেকে বেরিয়ে গেলেন এবং টেক প্রফিট যে প্রাইসে সেট করেছেন আপনি মার্কেটে না থাকলেও ঐ প্রাইওস গেলেই টার্মিনাল অটোমেটিক আপনার ট্রেডটি ক্লোজ করে দিবে।

Md_MhorroM
2018-12-26, 12:43 AM
ফরেক্স মার্কেটে টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট ।

Panna1989
2018-12-26, 12:46 AM
টেক প্রফিট হলো আপনি ইচ্ছা করলে আপনার ট্রেডের প্রফিট আপনআপনিই আপনার একাউন্টে যোগ হয়ে যাবে । দেখা যায় অনেক সময় আমরা দীর্ঘ সময় ধরে মার্কেট ওয়াচ করতে পারিনা তাই টেক প্রফিট অপশনে গিয়ে টেক প্রফিট দিয়ে রাখলে আমরা যদি মার্কেটে থাকতে নাও পারি তাহলেও কোন সমস্যা নাই কারন নিদৃষ্ট স্থানে গিয়ে ট্রেড নিযেনিযেই ক্লোজ হয়ে যাবে এবং প্রফিট হবে

Mazharul777
2018-12-26, 12:46 AM
টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট । টেক প্রফিট ব্যবহারের যখন মার্কেট আপনার অনুকূলে থাকবে তখন আপনার বেঁধে দেওয়া সীমার মধ্যই অর্ডারটি লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে ।

ruman
2018-12-26, 01:25 AM
ফরেক্স এ প্রতিটি ট্রেড ওপেন করার সাথে আপনাকে টেক প্রফিট ব্যভার করা উচিত। তা না হলে আপনি বড় ধরনের লসে পড়তে পারেন। টেক প্রফিট হছে আপনি যে দামে প্রাইচ আর আপনি আপনার টড়েড রানিং রাখতে চান না। একটা নিরদিস্ট প্রাইচে আপনার ট্রেড হল্ড করাকে টেক প্রফিট বলা হয়।

fardin
2018-12-26, 01:10 PM
টেক প্রফিট ফরেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। আমরা ট্রেড নিয়ে সবসময় মার্কেটে নজর রাখতে পারি না। কিন্তু মার্কেট সবসময় গতিশীল থাকে। অনেক সময় মার্কেত এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে আম্বার মার্কেট ঘুরে অনেক বিপরীতে যায়। অথচ মার্কেটে না থাকার দরুন আমরা ট্রেড ক্লোজ করতে পারি না। টেক প্রফিট দেয়া থাকলে আমরা কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ করতে পারি।

fxjaman
2018-12-26, 03:07 PM
ভাই সোজা বাংলায় টেক প্রফিট হলো আপনি যখন মার্কেটে একটা ট্রেডিং- এর জন্য এন্ট্রি নিবেন তো সেই এন্ট্রি লেবেল থেকে আর কতটুকু লাভ নিতে আগ্রহী সেই প্রাইজটাই হলো এখানে টেক প্রফিট। এবং এটাকে আপনি দুভাবে সেট করতে পারবেন, একটা হলো নিউ ওর্ডারে যায় ওখানে লিখে দিতে পারেন অথবা এন্ট্রি পয়েন্ট থেকে মাউস পয়েন্টার দিয়ে টানাটানি করে।

Rider
2018-12-26, 04:14 PM
টেক প্রফিট বলতে আপনার নির্দিষ্ট লাভ টুকু সংরক্ষন করা । আপনি যখন একটি ট্রেড ওপেন করেন তখন আপনাকে এনালাইসিস করে বুঝতে হবে মার্কেট এখন কি পরিমান আগাবে এবং সে অনুযায়ী আপনাকে টেক প্রফিট সেট করতে হবে । আপনি যখন একটি ট্রেড এ নির্দিষ্ট পরিমান টেক প্রফিট সেট করবেন এবং মার্কেট যখন আপনার টেক প্রফিট হিট করবে তখন আপনার ট্রেডটি নির্দিষ্ট পরিমান লাভ নিয়ে ক্লোজ হয়ে যাবে ।

jasminbd
2018-12-26, 06:30 PM
টেক প্রফিট এর অর্থ হল আপনি কত পিপ্স লাভ করার পর আপনার ট্রেডটি বন্ধ করতে চান সেটি। আমরা যখন ট্রেড করি আমাদের পক্ষে সারাদিন ট্রেড ওপেন করে কম্পিউটার বা মোবাইল হাতে নিয়ে বস থাকা সম্ভব নয় কিন্তু আমরা চাই যে ট্রেডটি একটি নিদিষ্ট পিপ্স লাভ করার পর স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে ঠিক এই কাজটি করার জন্য আমরা টেক প্রফিট(Take ProfiT) ব্যবহার করে থাকি। ধরুন আপনি EUR/USD পেয়ারে একটি বাই ট্রেড ওপেন করলেন ১.১৪০০ তে এখন আপনি চাইছেন যে আপনি ৫০ পিপ্স প্রফিটে ট্রেডটি ক্লোজ করবেন তখন আপনি ট্রেড ওপেন করার সময় টেক প্রফিট(Take ProfiT) যদি ১.১৪৫০ তে সেট করে তাহলে আপনার ট্রেডটি ১.১৪৫০ তে এসে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। এতে আপনার পিসি বা ইন্টারনেট না থাকলেও ১.১৪৫০ তে এসে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে।

Ronesh186
2018-12-27, 12:53 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার যেখানে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়। কিন্তু ফরেক্স এর এই বাজার সবসময় সমান থাকে না। শেয়ার বাজারের মত ওঠা নাম করে। কখনো কমে আবার কখনো বাড়ে। কিন্তু এটা সবসময় কম্পিউটারে বসে মনিটরিং করা সম্ভব নয়। যেমন ধরুন এমন কিছু সময় আসে হঠাৎ বাজার লাভে অবস্থান করছে কিন্তু আপনি তা জানেন না তাহলে আপনার বড় একটি লাভ হাতছাড়া হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি টেক প্রফিট অফশনটা চালু রেখে ওখানে একটা এমাউন্ট উল্লেখ করে রাখেন যখন বাজার ওই এমাউন্ট এ অবস্থান করবে তখন লাভ হয়ে আপনার ট্রেডটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটাকেই বলে টেক প্রফিট এবং এটা এইভাবে কাজ করে।

TanjirKhandokar1994
2019-01-25, 09:42 AM
টেক প্রফিট হলো আপনি কত পিপ্স লাভ করার পর আপনার ট্রেড বন্ধ করতে চান এটিই এর মূল অর্থ ।আর আমরা যখন ট্রেড করি তখন আমাদের পক্ষে সারাদিন ট্রেড ওপেন করে কম্পিউটার /মোবাইল হাতে নিয়ে বসে থাকা সম্ভব হয় না।তবে আমরা চাই যে ট্রেডটি একটি নিদিষ্ট পিপ্স লাভ করার পর স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে আর ঠিক এই কাজটি করার জন্যই আমরা টেক প্রফিট ব্যবহার করে থাকি। ধন্যবাদ

KamalKumar14184721Das
2019-01-25, 09:49 AM
আামার মতে টেক প্রফিট হলো আপনি ইচ্ছা করলে আপনার ট্রেডের প্রফিট আপনআপনিই আপনার একাউন্টে যোগ হয়ে যাবে । দেখা যায় অনেক সময় আমরা দীর্ঘ সময় ধরে মার্কেট ওয়াচ করতে পারিনা তাই টেক প্রফিট অপশনে গিয়ে টেক প্রফিট দিয়ে রাখলে আমরা যদি মার্কেটে থাকতে নাও পারি তাহলেও কোন সমস্যা নাই কারন নিদৃষ্ট স্থানে গিয়ে ট্রেড নিযেনিযেই ক্লোজ হয়ে যাবে এবং প্রফিট হবে ।

mdsakil
2019-01-28, 07:43 AM
টেকপ্রফিট হল একটা সীমা যেখানে আপনি নির্ধারণ করে দিবেন যে আপনি কতটুকু প্রফিট নিতে চান। আপনি মার্কেটে না থাকলেও ঐ পরিমান লাভ হলে আপনার ট্রেড প্রফিটে ক্লোজ হয়ে যাবে। ধরুন আপনি একটা ট্রেড ওপেন করলেন যেটাতে আপনি আশা করছেন ১০০ পিপস লাভ করবেন তাই ১০০ পিপস টিপি দিয়ে রাখলেন। এখন ১০০ পিপস লাভ হলেই ট্রেডটা নিজেনিজে ক্লোজ হয়ে যাবে।

Grimm
2019-01-28, 10:28 AM
টেকপ্রফিট বিষয়টা হচ্ছে আপনি একটি নির্দিষ্ট সীমার মধ্যে মুনাফা উপার্জন করতে চান অর্থাৎ আপনি কত পিপস পর্যন্ত মুনাফা উপার্জন করতে চান সেটা নির্দিষ্ট পর্যন্ত যাওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে টেক প্রফিটের কাজ। অর্থাৎ আপনি যদি উক্ত সময়ের মধ্যে বাজারে অবস্থান নাও করেন তবুও আপনার ওপেনকৃত ট্রেডটি অটোমেটিক বন্ধ করে দিবে এই টেক প্রফিট সিস্টেম। আর এই ধরনের পদ্ধতি ব্যবহার করাটা আমার মতে সকল ট্রেডারের উচিত। কারণ এতে করে আপনার লোভ লালসা অনেকটা নিয়ন্ত্রণে থাকে।

samirarman
2019-11-12, 09:32 AM
আমার জানা মতে, টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট।

abilkis7
2019-11-12, 09:52 AM
ফরেক্স মার্কেটে যখন ব্যবসার জন্য আমরা ট্রেড ওপেন করি তখন ষ্টপ লস এবং ট্রেক প্রফিট নামে দুইটি অপসন রয়েছে। আর সঠিক এ্যানালাইসিস করে আপনি ট্রেক প্রফিট ব্যবহার করতে পারেন। যার ফলে আপনি ট্রেডের সামনে না থাকলেও অটো আপনার ট্রেড লাভে ক্লোজ হয়ে যাবে। এভাবে ট্রেড করলে আমাদের সময়ও বাঁচবে এবং ভাল লাভও করতে পারব।

Rion
2019-11-13, 11:23 AM
টেক প্রফিট হল আপনি একটা ট্রেডে এন্ট্রি নিলেন এখান থেকে কত পিপস প্রফিট নিতে চান সেখান পর্যন্ত আপনাকে টেকপ্রফিট দিতে হবে তারপরে আপনার প্রফিট হয়ে গেলে ট্রেড অটোম্যাটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে আপনার এ্যাকাউন্টে ব্যলেন্স জমা হয়ে যাবে।

ARD
2019-11-13, 05:49 PM
দুর্বল পরিকল্পনা করার পাশাপাশি অর্থের পরিচালনাও কম হয়। ফরেক্স ট্রেডিংয়ে আপনার ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করতে আপনার অবশ্যই ভাল অর্থ পরিচালনার পরিকল্পনা থাকতে হবে যা আপনার অ্যাকাউন্টকে উচ্চ ঝুঁকি থেকে সুরক্ষিত করতে সহায়তা করবে এবং আপনার ক্ষতি হ্রাস করতে পারে। পরিকল্পনায় ব্যর্থতা ব্যর্থ হওয়ার পরিকল্পনার একটি নিশ্চিত আশ্বাস। আপনি যদি পরিকল্পনা করেন তবে আপনি নিজের অ্যাকাউন্টটি পরিচালনা করতে এবং এটি অযাচিত ক্ষতি থেকে রোধ করতে পারেন

KGF
2019-11-13, 09:50 PM
টেক প্রফিট ফরেক্সের একটি অতি গুরুত্বপূর্ন ট্রেদিং টুল। ফরেক্স মার্কেট সবসময় গতিশীল। কিন্তু আমরা ট্রেড নিয়ে সবসময় ফরেক্স মার্কেটে থাকতে পারিনা। আমাদের অনুপস্থিতিতে মার্কেট হয়তো অনেক পজিটিভ হয়ে আবার ঘুরে আসতে পারে। আমরা এতে করে কাঙ্খিত লাভে ট্রেড ক্লোজ করতে পারবো না। কিন্তু টেক প্রফিট সেট করা থাকলে ওই প্রাইসে মার্কেট পৌছালে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।

ARD
2019-11-13, 09:59 PM
ব্যবসায়ীর সর্বদা গুণমানের তুলনায় গুণমানের সন্ধান করা উচিত, অর্থ উপার্জনের সন্ধানের আগে তার উচিত সর্বদা ভাল ব্যবসায়ের সন্ধান করা, কারণ এটি তাকে লাভ অর্জনে সহায়তা করবে, যদি তিনি সঠিক ট্রেডিং না করে অর্থ উপার্জনের জন্য সন্ধান করেন তবে তিনি অর্থ উপার্জন করতে পারবেন না , তবে যদি তিনি কীভাবে ভাল বাণিজ্য করতে শিখেন তবে তিনি দেখতে পাবেন যে ফরেক্স ট্রেডিং থেকে অর্থোপার্জন করা সহজ নয়।

Hredy
2020-01-16, 10:11 AM
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট।

MdRubelShaikh
2020-01-16, 11:11 AM
টেক প্রফিট হলো একটা নিদেষ। আপনি যখুন ফরেক্স ট্রেডিং এ একটা ট্রেড এন্টি দিবেন তারপর আপনি টেক প্রফিট সেট করে দিতে পারেন।টেক প্রফিট সেট করে দিলে যতটুকু আপনি প্রফিট চেয়েছেন ঠিক সেই জায়গাই গিয়ে আপনার ট্রেড ক্লজ হয়ে যাবে।

Rad96
2020-01-16, 11:54 AM
ফরেক্স মার্কেট এ আমরা সবাই সাধারণত বেশি সময় দিতে পারি না।তাই আমরা যখন অন্য কাজ করি তখন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টেকপ্রপিট ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা যদি আমাদের একাউন্ট না দেখি তাহলে টেকপ্রপিট আমাদের ট্রেড কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পোঁছে দেই।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা টেকপ্রপিট এবং স্টপ লস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।তাই টেকপ্রপিট ফরেক্স মার্কেট এর গুরুত্বপূর্ণ বিষয়।

MINARULRFL100
2020-01-16, 02:16 PM
মানিম্যানেজমেন্ট এর গুরুত্বপূর্ণ পার্ট একটা টেক প্রফিট।টেক প্রফিট কি করে সেট করবো এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ।মার কেট এনালাইসিস করে মার্কেট কতটুকু উঠানামা করতে পারে এর সম্ভাব্য লাভ সেট করে দিওয়ার নাম টেকপ্রফিট।তবে টেক প্রফিট সেট করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে এবং সেই অনুযায়ী মার্কেটের সম্ভাব্য লাভ সেট করে রাখতে হবে।এখন টেকপ্রফিট সেট করলে আমাদের কি লাভ হবে? টেক প্রফিট সেট করলে যদি আপনি মার্কেট না থাকেন তাহলে মার্কেট আপনার টেকপ্রফিট পর্যন্ত উঠলেই সাথে সাথে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।তাই টেকপ্রফিট সেট কি করে করতে হবে এই জিনিসটা আমাদের জানা খুব দরকার।

IFXmehedi
2020-01-16, 11:59 PM
টেক প্রফিট ফরেক্স মার্কেটে ট্রেড স্বয়ংক্রিয়ভাবে কেটে যাওয়ার একটা অপশন । ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা চালু থাকে , এই দীর্ঘ সময়ে মার্কেটে নজর রাখা আমাদের সম্ভব নয় । তাই আমরা ট্রেড ওপেন করে একটা নির্দিষ্ট পরিমাণে লাভের জন্য টেক প্রফিট সেট করে দিতে পারি । তখন আমরা যদি মার্কেটে নাও থাকি আমাদের ট্রেড যদি ওই পয়েন্ট কে স্পর্শ করে তাহলে লাভ সহ ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে , এটাই হল টেক প্রফিট এর কাজ ।

amreta
2020-01-17, 06:33 PM
আমি ইতিমধ্যে একটি বিয়ারিশ জড়িত জাপানি ক্যান্ডলাস্টিক চার্ট প্যাটার্ন ফর্মটি এখানে এই চার্টে দেখেছি যা আপনি eur / jpy ফরেক্স ট্রেডিং জুটির জন্য আপলোড করেছেন। এই জুটিটি 128.14 এ রয়েছে এবং এটি অবশ্যই বিক্রয়ের জন্য একটি ট্রিগার। আমি বিশ্বাস করি যে এখন এবং শুক্রবার ট্রেডিং সপ্তাহের শেষের মধ্যে এই জুটিতে মোট 80 - 100 পিপস ডাউনট্রেন্ড রেকর্ড করা হবে। এটি একটি দোল ব্যবসা।

Emarif1992
2020-01-17, 06:58 PM
টেক প্রফিট এমন একটা কৌশল যেটাকে এক প্রকার ফিরিজ/রেফিজারেটরও বলা যায়। যে কৌশল আপনার প্রফিট কে ফিরিজ করে দিবে মানে টেক প্রফিট বা tp সেট করলে আপনি যত পিপস লাভ নিতে চান, ঠিক তত পিপস এ গিয়ে ট্রেড ক্লোজ হয়ে যাবে। মনে করেন আপনি একটি ট্রেড এন্ট্রি দেওয়ার জন্য প্রস্তুত eurusd পেয়ারে এবং এই এন্ট্রিতে আপনি ১০ পিপস লাভ নিতে ইচ্ছুক কিন্তু ট্রেড এন্ট্রি দেওয়ার পর আপনি কোন একটি ইমারজেন্সি কাজের জন্য অনলাইনে থাকতে পারবেন না। সেক্ষেত্রে মনে করেন আপনি ট্রেডটি এন্ট্রি দিয়েছেন ১.১১২০ এ এবং এই পয়েন্ট থেকে বাই এ ১০ পিপস লাভ নেওয়ার জন্য আপনাকে ১.১১৩০ এ tp সেট করতে হবে। তাহলেই যখনই মার্কেট ১.১১৩০ তে পৌছাবে সজ্ঞে সজ্ঞেই আপনার ট্রেডটি ১০ পিপস লাভে tp হিট করবে মানে ১০ পিপস লাভে আপনার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে।

PK_SHIKDER
2020-01-17, 07:36 PM
টেক প্রফিট হলো ফরেক্স মার্কেটে কোনো ট্রেড ওপেন করে নির্দিষ্ট একটা লাভ নির্ণয় করে টেক প্রফিট সেট করে দেওয়া । যাতে করে ট্রেড ওপেন করে মার্কেটে পড়ে না থাকলে ও নির্দিষ্ট স্থানে গিয়ে সেটা ক্লোজ হয়ে যায়,,,, ধন্যবাদ ।

fxarif
2020-01-17, 08:01 PM
টেক প্রফিট হলো একটা নির্দিষ্ট রেঞ্জে সেট করা আপনার ট্রেড প্রফিটে ক্লোজ হয়ে যাওয়া।।।

Fxhuman
2020-01-22, 04:31 PM
টেক প্রফিট হল যে কয় পিপ লাভ করতে চান। আপনার হয়ত সময় নেই সারাদিন বসে থাকার। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন। টেক প্রফিট সেট করা থাকলে আপনার কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ হয়ে যাবে।

Fxxx
2020-02-06, 04:25 PM
টেক প্রফিট এমন একটা সিস্টেমের নাম যেখানে আপনি সুবিধামত সময়ে আপনার প্রত্যশিত মুনফা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবেন । ফরেক্সে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে সফল হতে পারি যদি আমরা সিস্টেমে সিস্টেমে কাজ করতে পারি । ফরেক্সে সফল হতে হলে বেশি প্রয়োজন আমাদের জানা ও মানা । আর এ জন্য নিজেকে বিনিয়োগ করতে হবে ।

Shohedulla
2020-02-06, 08:15 PM
টেক প্রফিট আসলে আমাদের মতন লোকের জন্য যারা সর্বদা কম্পিউটার বা ফোনের পর্দার সামনে বসে ট্রেডিং করার সুযোগ পায় ন। যার জন্য আমরা যদি কোন একটাকে ধারণা করে যে এখানে মার্কেট উঠবে কিংবা এখন তোমার নাম্বারে সেখানে আমাদের কিছুটা লাভ হলেও হবে তখন আমরা এখানে টেক প্রফিট আমাদের পয়েন্ট সেট করে রাখলে যদি আমাদের টার্গেট পর্যন্ত মার্কেট নামের কিংবা উঠে তাহলে ওই পর্যন্ত আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে।

Mas26
2020-02-06, 08:25 PM
ফরেক্স মার্কেট এ আমরা সবাই সাধারণত বেশি সময় দিতে পারি না।তাই আমরা যখন অন্য কাজ করি তখন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টেকপ্রপিট ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা যদি আমাদের একাউন্ট না দেখি তাহলে টেকপ্রপিট আমাদের ট্রেড কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পোঁছে দেই।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা টেকপ্রপিট এবং স্টপ লস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।তাই টেকপ্রপিট ফরেক্স মার্কেট এর গুরুত্বপূর্ণ বিষয়।

টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট । টেক প্রফিট ব্যবহারের যখন মার্কেট আপনার অনুকূলে থাকবে তখন আপনার বেঁধে দেওয়া সীমার মধ্যই অর্ডারটি লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে ।

Rion83
2020-02-06, 09:56 PM
টেক প্রফিট মানিম্যানেজমেন্ট র একটি অংশ।টেক প্রফিট হল আপনা নির্দিষ্ট যে কয় পিপস লাভ করতে চান। আপনার হয়ত সময় নেই সারাদিন বসে থাকার। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন। টেক প্রফিট সেট করা থাকলে আপনার কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ হয়ে যাবে।

Fardin02
2020-02-06, 10:17 PM
আসলে টেক প্রফিট হল ফরেক্সের একটা টুলস এখানে আপনি এই টুলস ব্যবহার করে আপনি আপনার মার্কেট কে একটা অবস্থাতে নিয়া যেতে পারেন । ধরেন আপনি প্রতিদিন ফরেক্স মার্কেটে সময় দিতে পারেন না । আপনি এই টেক প্রফিট টুলস টা ব্যবহার করে আপনার মার্কেট টা নিয়ন্ত করতে পারেন ।

KGF3010
2020-02-06, 10:28 PM
ফরেক্সে টেকপ্রফিট একটি অসাধারণ পদ্ধতি। যদি কোন ট্রেডার মনে করে যে কোন একটি ট্রেড করার পর সে তার বাই/সেল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ প্রফিট গ্রহন করবে তখন সে সেই ট্রেড এর মধ্যে টেকপ্রফিট এর ভিতরে সংখ্যা বসিয়ে দিবে। যদি তার মুল্য সেই পরিমাণে পৌঁছায় তাহলে অটো ক্লোজ হয়ে যাবে। এটাকে টেক প্রফিট বলা হয়।

Rajib_Biswas
2020-02-06, 11:28 PM
যে সিস্টেমের মাধ্যমে কোন ট্রেড থেকে অটোমেটিক্যালি প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করা যায় সেই সিস্টেমকে টেক প্রফিট বলে। ট্রেডে টেক প্রফিট ব্যবহার করলে প্রফিট নেওয়ার জন্য আমাদেরকে সব সময় মার্কেটে থাকতে হয় না। টেক প্রফিট ব্যবহার করার পর আমরা নিশ্চিন্তে আমাদের কাজকর্ম করতে পারি।
টেক প্রফিট হল একটি সেট করা মান যে মানে মার্কেট পৌঁছালে অটোমেটিক্যালি ট্রেড ক্লোজ হয়ে যায়। আপনি একটি ট্রেড থেকে কি পরিমান পিপস প্রফিট নিতে চান সে পরিমাণ পিপস টেক প্রফিটে সেট করে দিতে হয়। বাকি কাজটা সিস্টেম নিজে নিজেই করে।

KF84
2020-04-27, 11:02 PM
আমরা সব সময় মার্কেট এ থাকতে পারি না তাই যখন কোন ট্রেড অপেন করি তখন আমার আমাদের ট্রেড গুলো কিছু অটোমেটিক অপশনের মাধ্যে বন্ধ করতে পরি যেমন : স্টপলস এবং টেক প্রফিট । মার্কেট যদি বিপরীত দিকে যায় তাহলে অনাকাংখিত লসের হাত থেকে রক্ষা করবে স্টপলস আর যদি মার্কেট লাভের দিকে যায় তাহলে পূর্ব নিধারিধ লাভ নিয়ে ট্রেডকে ক্লোজ করে দিতে ব্যবহার করা হয় টেক প্রফিট ।

zakia
2020-06-08, 06:26 PM
টেক প্রফিট এমন একটা কৌশল যেটাকে এক প্রকার ফিরিজ/রেফিজারেটরও বলা যায়। যে কৌশল আপনার প্রফিট কে ফিরিজ করে দিবে মানে টেক প্রফিট বা tp সেট করলে আপনি যত পিপস লাভ নিতে চান, ঠিক তত পিপস এ গিয়ে ট্রেড ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি উক্ত সময়ের মধ্যে বাজারে অবস্থান নাও করেন তবুও আপনার ওপেনকৃত ট্রেডটি অটোমেটিক বন্ধ করে দিবে এই টেক প্রফিট সিস্টেম। আর এই ধরনের পদ্ধতি ব্যবহার করাটা আমার মতে সকল ট্রেডারের উচিত। কারণ এতে করে আপনার লোভ লালসা অনেকটা নিয়ন্ত্রণে থাকে।

Md.shohag
2020-06-08, 07:40 PM
টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট । টেক প্রফিট ব্যবহারের যখন মার্কেট আপনার অনুকূলে থাকবে তখন আপনার বেঁধে দেওয়া সীমার মধ্যই অর্ডারটি লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে ।

Mas26
2020-06-08, 07:46 PM
প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট । টেক প্রফিট ব্যবহারের যখন মার্কেট আপনার অনুকূলে থাকবে তখন আপনার বেঁধে দেওয়া সীমার মধ্যই অর্ডারটি লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে ।

Pavel66
2020-06-09, 05:21 PM
ক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট ।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা টেকপ্রপিট এবং স্টপ লস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।তাই টেকপ্রপিট ফরেক্স মার্কেট এর গুরুত্বপূর্ণ বিষয়।

FATEMAKHATUN
2020-06-10, 06:23 AM
টেক প্রফিট একটি অপশনের নাম। এই অপশনটি দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি কতটুকু পর্যন্ত লাভ করতে চান এর চেয়ে বেশি মার্কেট উঠে গেলে অটোমেটিক্যালি আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

FATEMARUMA
2020-06-10, 06:30 AM
টেক প্রফিট এবং স্টপ লস অপশন দুটি খুবই গুরুত্বপূর্ণ। এখন দুটো চালু করে ট্রেড করলে আপনার নির্ধারিত স্থান পর্যন্ত মার্কেট উঠলে বা নামলে ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ এতে আপনার বড় ধরনের লস এর ঝুঁকি থেকে আপনি মুক্ত থাকতে পারেন।

Hridoy6763
2020-06-10, 09:40 AM
টেক প্রফিট হলো মেটা ট্রেডিং প্ল্যাট ফর্ম এর একটি গুরুত্বপূর্ণ টুলস,এটি যদি আপনি আপনার ট্রেড এর সাথে দিয়ে রাখেন তাহলে মার্কেট উক্ত লেভেল এ গেলে অটোমেটিক এন্ট্রি ক্লোজ হয়ে যাবে,এটি আপনি যেই লেভেল এ দিয়ে রাখবেন,আপনি,মার্কে ট এ না থাকলেও উক্ত লেভেল এ গেলে ট্রেড টি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে,সবার টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা উচিৎ ট্রেড এ।

SHARIFfx
2020-06-10, 10:02 AM
টেক প্রফিট হচ্ছে আপনি কতোটুকো মুনাফা নিবেন। আর সেই হিসাব করে চলমান প্রাইজ থেকে ভবিষ্যতে দাম বাড়তে থাকলে সেই দাম হিসাব করে সেই পরিমাণ প্রফিট বের করে সেট করে রাখাটা হচ্ছে টেক প্রফিট। আর আপনি চাইলে ব্রকারের মধ্যে এটি সেট করে রাখতে পারেন।

konok
2020-06-26, 06:08 PM
ফরেক্স মার্কেট এ আমরা সবাই সাধারণত বেশি সময় দিতে পারি না।তাই আমরা যখন অন্য কাজ করি তখন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টেকপ্রপিট ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা যদি আমাদের একাউন্ট না দেখি তাহলে টেকপ্রপিট আমাদের ট্রেড কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পোঁছে দেই।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা টেকপ্রপিট এবং স্টপ লস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।

NEWVISION2020
2020-06-26, 06:24 PM
টেক প্রফিট ফরেক্স মার্কেটে ব্যবহৃত এক ধরনের টুলস। সাধারণত মার্কেটের একটি নির্দিষ্ট পজিশনে ট্রেড ক্লোজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।কোন ট্রেডারের পক্ষেই সর্বদা মার্কেটের দিকে নজর রাখা সম্ভব না তাই একজন ট্রেডার ট্রেড ওপেন করার সময় বা ওপেন করার পরে মার্কেটের একটি নির্দিষ্ট পজিশনে টেক প্রফিট নির্ধারণ করে দেয় যাতে করে সে যদি মার্কেটে একটি নাও থাকে কিন্তু মার্কেট যখন তার পজিটিভ দিকে গিয়ে ওই পজিশনে পৌঁছাবে তখন অটোমেটিক ভাবে বা আপনা-আপনিই ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ নির্ধারিত সময়ে ট্রেড ক্লোজ করার জন্যই টেক প্রফিট ব্যবহার করা হয়ে থাকে।

muslima
2020-06-30, 03:23 AM
টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন।যে কোন সময় মার্কেট লাভের দিকে গিয়ে আবার যে কেনি মুহুর্তে নেমে যেতে পারে । মার্কেট সবসময় গতিশীল থাকে। অনেক সময় মার্কেত এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে আম্বার মার্কেট ঘুরে অনেক বিপরীতে যায়। অথচ মার্কেটে না থাকার দরুন আমরা ট্রেড ক্লোজ করতে পারি না।

FREEDOM
2020-06-30, 11:29 AM
আমি জানতে চাই,টেক প্রফিট কি? যদি কেউ জানেন বলেন।

টেক প্রফিট মান নির্দিষ্ট প্রফিটে ট্রেড অটো ক্লোজ হয়ে যাওয়া। মনে করেন আপনি জিবিপি-িইউএসডি পেয়ারটিতে একটি বাই ট্রেড করেছেন ১.২৩৫০ থেকে এখন আপনি টেক প্রফিট সেট করে দিলেন ১.২৪৫০ তাহলে আপনি যদি মার্কেট দেখতে নাও পারেন কোন কারনেআর মার্কেট যদি ১.২৪৫০ লেভেলে পৌছায় তাহলে আপনার ট্রেডটি অটো ক্লোজ হয়ে যাবে সেখানে।

samun
2020-06-30, 01:50 PM
টেক প্রফিট (tp) হল আমরা অনেক সময় মার্কেটে সময় দিতে পারি না বা সব সময় মার্কেটে চোখ রাখাও সম্ভব নয়। তাই নির্দিষ্ট পিপ্স উঠে সেখান থেকে মার্কেট ব্রেক করে আবার বিপরীতমুখী হতে পারে। ফলে লাভের সুযোগ হাত ছাড়া হয়ে লসে পরিণত হয়। এই সমস্যার সমাধান সরূপ টেক প্রফিট অপশনটি ব্যবহৃত হয়। টেক প্রফিট অপশনটি ব্যবহারের মাধ্যমে মার্কেটের নির্দিষ্ট লাভের পরিমাণ হলেই অটোম্যাটিক ট্রেড বন্ধ হয়ে যাবে।

milu
2020-06-30, 02:15 PM
আসলে টেক প্রফিট হল ফরেক্সের একটা টুলস এখানে আপনি এই টুলস ব্যবহার করে আপনি আপনার মার্কেট কে একটা অবস্থাতে নিয়া যেতে পারেন । ধরেন আপনি প্রতিদিন ফরেক্স মার্কেটে সময় দিতে পারেন না।অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট । টেক প্রফিট ব্যবহারের যখন মার্কেট আপনার অনুকূলে থাকবে তখন আপনার বেঁধে দেওয়া সীমার মধ্যই অর্ডারটি লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে।

jimislam
2020-08-14, 02:33 PM
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন। ধরুন আপনি একটা ট্রেড ওপেন করলেন যেটাতে আপনি আশা করছেন ১০০ পিপস লাভ করবেন তাই ১০০ পিপস টিপি দিয়ে রাখলেন। এখন ১০০ পিপস লাভ হলেই ট্রেডটা নিজেনিজে ক্লোজ হয়ে যাবে।

Soh1952
2020-08-14, 02:57 PM
টেক প্রফিট মানিম্যানেজমেন্ট র একটি অংশ।টেক প্রফিট হল আপনা নির্দিষ্ট যে কয় পিপস লাভ করতে চান। আপনার হয়ত সময় নেই সারাদিন বসে থাকার। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন। সেজন্য আপনি একটা নির্দিষ্ট লাভ এ ট্রেড ক্লোজ করে দিবেন। সাধারন ফরেক্স এ এটাই টেক প্রফিট।

Sid
2020-10-29, 04:59 PM
আমরা যখন কোন ট্রেড অপেন করি তখন অনেক সময়
সেই ট্রেডের সামনে থাকতে পারি না।সেই
পরিস্হিতিতে তখন আমরা একটা সীমান নিধারন
করে দেই তাকেই ট্রেক প্রফিট বলা হয়।আপনি যখন
টেক প্রফিট সেট করে দিবেন তখন মাকেট যদি এই
সীমানায় এসে টাচ করে তাহলে আপনার অপেন
করা ট্রেডটি লাভে ক্লোজ হয়ে যাবে।

sss21
2020-10-29, 07:47 PM
টেক প্রফিট বলতে আপনার নির্দিষ্ট লাভ টুকু সংরক্ষন করা । আপনি যখন একটি ট্রেড ওপেন করেন তখন আপনাকে এনালাইসিস করে বুঝতে হবে মার্কেট এখন কি পরিমান আগাবে এবং সে অনুযায়ী আপনাকে টেক প্রফিট সেট করতে হবে । আপনি যখন একটি ট্রেড এ নির্দিষ্ট পরিমান টেক প্রফিট সেট করবেন এবং মার্কেট যখন আপনার টেক প্রফিট হিট করবে তখন আপনার ট্রেডটি নির্দিষ্ট পরিমান লাভ নিয়ে ক্লোজ হয়ে যাবে ।

ABDUSSALAM2020
2020-10-29, 09:22 PM
টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট । টেক প্রফিট ব্যবহারের যখন মার্কেট আপনার অনুকূলে থাকবে তখন আপনার বেঁধে দেওয়া সীমার মধ্যই অর্ডারটি লাভ হয়ে ক্লোজ হয়ে যাবে ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

zakia
2020-11-05, 07:03 PM
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । টেক প্রফিট এ অনেক সুবিধা কারন ধরেন আপনি চাকরী করেন সে ক্ষেত্রে আপনি টেক প্রফিট এ নির্দিস্ট পরিমান লাভ হলে আপনা আপনি ট্রেড বন্ধ হয়ে যাবে ।যার কারনে আপনার সারা দিন ধরে মার্কেটের সামনে বসে থাকতে হবে না।

zakia
2020-11-06, 10:04 AM
টেঁক প্রফিট ব্যাবহার এর মাদ্ধমে আপনি মার্কেট এ না থাকলেও আপনি মার্কেট থেকে প্রফিত নিতে পারবেন, টেঁক প্রফিট কিভাবে নিতে হয় তা ইতিমদ্ধে আপনি আগের কমেন্তগুল থেকে জেনে গেছেন। আমি শুধু এর গুরত্ত সম্পর্কে বলছি, ফরেক্স এ টেঁক প্রফিট ও স্তপ লস এর গুরুত্ত অপরিসীম। নির্দিষ্ট প্লান ছাড়া সফল হউয়া জায় না এবং এটি তারি একটি অংশ। আসলে টেক প্রফিট হল ফরেক্সের একটা টুলস এখানে আপনি এই টুলস ব্যবহার করে আপনি আপনার মার্কেট কে একটা অবস্থাতে নিয়া যেতে পারেন । ধরেন আপনি প্রতিদিন ফরেক্স মার্কেটে সময় দিতে পারেন না । আপনি এই টেক প্রফিট টুলস টা ব্যবহার করে আপনার মার্কেট টা নিয়ন্ত করতে পারেন ।

Sid
2020-11-22, 05:55 PM
টেক প্রফিট হলো আপনি ইচ্ছা করলে আপনার ট্রেডের প্রফিট আপনআপনিই আপনার একাউন্টে যোগ হয়ে যাবে । দেখা যায় অনেক সময় আমরা দীর্ঘ সময় ধরে মার্কেট ওয়াচ করতে পারিনা তাই টেক প্রফিট অপশনে গিয়ে টেক প্রফিট দিয়ে রাখলে আমরা যদি মার্কেটে থাকতে নাও পারি তাহলেও কোন সমস্যা নাই কারন নিদৃষ্ট স্থানে গিয়ে ট্রেড নিযেনিযেই ক্লোজ হয়ে যাবে এবং প্রফিট হবে

FRK75
2020-11-22, 11:14 PM
টেকপ্রফিট বিষয়টা হচ্ছে আপনি একটি নির্দিষ্ট সীমার মধ্যে মুনাফা উপার্জন করতে চান অর্থাৎ আপনি কত পিপস পর্যন্ত মুনাফা উপার্জন করতে চান সেটা নির্দিষ্ট পর্যন্ত যাওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে টেক প্রফিটের কাজ। অর্থাৎ আপনি যদি উক্ত সময়ের মধ্যে বাজারে অবস্থান নাও করেন তবুও আপনার ওপেনকৃত ট্রেডটি অটোমেটিক বন্ধ করে দিবে এই টেক প্রফিট সিস্টেম। এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।তাই টেকপ্রপিট ফরেক্স মার্কেট এর গুরুত্বপূর্ণ বিষয়।

Smd
2020-11-22, 11:59 PM
আপনি একটি ট্রেড ওপেন করার পর কত পিপস পরিবর্তন হলে আপনি চান যে ট্রেড আপনা আপনি ভাবে ক্লোজ হয়ে প্রফিট আপনার ব্যালেন্সের সাথে অ্যাড হবে সেই প্রাইজ ট্রেক প্রফিট অপশনে সেট করতে হয়। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন।

Suriya Sultana Hira
2020-11-23, 12:07 AM
টেক প্রফিট হলো ফরেক্স ট্রেডিং মার্কেটের মেটা ট্রেডার 4 এর একটা টুলস,,, যেটাকে ব্যবহার করে একজন ট্রেডার তার ধারণকৃত ট্রেডের সামনে বা মার্কেটের সামনে বসে না থেকে ও প্রফিট অংশ তার একাউন্ট ব্যালেন্সে যোগ করে নিতে পারবে যদি কিনা ধারণকৃত ট্রেডটি লচের সম্মুখীন ন হয় তাহলে । টেক প্রফিট ব্যবহারের সঠিক নিয়ম হলো যে প্রাইস থেকে আপনি ট্রেডটি ওপেন করতে চান সেখান থেকে শুরু করে কতো পিপস পর্যন্ত লাভ করতে পারলে আপনি সন্তুষ্টি থাকবেন সেই স্থান পর্যন্ত সেট করে দেওয়াটাই হলো ট্রেক প্রফিট ব্যবহারের নিয়ম,,,,ধন্যবাদ ।

Tariq
2020-11-23, 12:19 AM
ফরেক্স মার্কেটে টেক প্রফিট এই টুলসি বেশি ব্যবহারিত হয়ে থাকে। এখন টেক প্রফিট হল আপনি ইউরো/ইউএসডি পেয়ারে ১.০৮০০ তে ০.১ ট্রেড ওপেন করেছেন এখন আপনি এই ট্রেড থেকে ২ ডলার লাভ করবেন চিন্তা করছেন এখন মার্কেট যদি ২০ পিপ্স উপরে উঠে তাহলে আপনি এই ট্রেডটাকে বসে থেকে ক্লোস করতে হবে। এমতাবস্থায় আপনি যদি মার্কেট এর সামনে বসে থাকতে না পারেন তাহলে ১.০৮২০ এ ট্রেড মডিফাই করে টেক প্রফিট এর ঘরে বসিয়ে দিবেন তাতে করে আপনি না থাকলেও মার্কেটটি যখন এই পয়েন্ট টাচ করবে তখন অটোমেটিকাল্লি অখানে ক্লোস হয়ে যাবে। আর এটাকে টেক প্রফিট বলে।

zakia
2020-11-23, 09:52 PM
টেক প্রফিট মানিম্যানেজমেন্ট র একটি অংশ।টেক প্রফিট হল আপনা নির্দিষ্ট যে কয় পিপস লাভ করতে চান। আপনার হয়ত সময় নেই সারাদিন বসে থাকার। কিন্তু মার্কেট সবসময় গতিশীল তাই অধিক লস থেকে বাচার জন্ন আপনি স্তপ লস আর টেক প্রফিট ইউজ করবেন। টেক প্রফিট সেট করা থাকলে আপনার কাঙ্খিত লাভে ট্রেড অটোমেতিক ক্লোজ হয়ে যাবে। যখন আমাদের প্রফিট আসে তখন আমরা কম্পিউটারের সামনে বসে থাকতে পারি না। তখন যদি আমরা টেক প্রফিট অর্ডার দিয়ে রাখি, এবং অর্ডার করা ঘরে মার্কেট হিট করে তাহলে আমাদের ট্রেডটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

Starship
2021-02-27, 10:54 PM
ফরেক্সে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বা পরিচিত পদ্ধতি। সাধারণত আমরা যে লেভেল পর্যন্ত প্রফিট করতে চাই সেই লেভেল সেট করার প্রক্রিয়ায় হলো টেক প্রফিট। সেটা আমরা উপস্থিত থাকলেও কিংবা না থাকলেও সেই লেভেলে হিট করলে টেক প্রফিট নিয়ে নিবে। আরে স্টপ লস হলো যে লেভেল পর্যন্ত আমরা লস স্বীকার করতে চাই সেই লেভেলের হিট করলে অটোমেটিক ভাবে ট্রেড ক্লোজ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা অনলাইনে থাকি বা না থাকি সে ক্ষেত্রে সেই লেভেলের হিট হলে অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যাবে ট্রেড।

Smd
2021-05-11, 08:06 AM
টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না ।তা না হলে আপনি বড় ধরনের লসে পড়তে পারেন। টেক প্রফিট হছে আপনি যে দামে প্রাইচ আর আপনি আপনার ট্রেডিং রানিং রাখতে চান না।

Mas26
2021-05-11, 02:38 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে কাজ করি তারা অনেক সময় টেক প্রফিট ব্যবহার করি আসলে টেক প্রফিট টা ব্যবহার করার অনেকটা সুবিধা আছে। আসলে আমরা অনেক সময় ফরেক্স মার্কেট এ সময় দিতে পারি না। কিন্তু দেখা গেল আমি ফরেক্স মার্কেটে ট্রেড নিয়ে বসে আছি এবং আমার ট্রেডটি লাভ আছে এবং কিছুদূর যাওয়ার পর আবার মার্কেট ব্যাক করতে পারে সে ক্ষেত্রে আমি একটা সম্ভাব্য যে পর্যন্ত মার্কেট যেতে পারে তার চাইতে একটু নিচে আমি একটি টেক প্রফিট দিয়ে রাখলাম।সে ক্ষেত্রে আমার সুবিধা হলো আমি যদি মার্কেটে নাও থাকি তখন মার্কেট ওই পর্যন্ত গেলে মার্কেট অটো কেটে যাবে আমার প্রফিট নিয়ে।সেক্ষেত্রে মার্কেট ব্যাগ করলেও লস হওয়ার সম্ভাবনা থাকলো না।

Smd
2021-08-31, 10:01 PM
ফরেক্স মার্কেটে এই লভ্যাংশ নেয়া বলতে বুঝানো হয় যে , আপনার ট্রেড গুলো একটা নির্দিষ্ট লাভের পর আপনা-আপনি ক্লোজ হয়ে যাবে । সাধারনত ওপেঙ্কৃত ট্রেড গুলি যতক্ষন না আপনি ক্লোজ করছেন তার আগে ক্লোজ হবেনা । এক্ষত্রে যদি আপনি কম্পিউটারের সামনে না থাকতে পারেন,তাহলে ব্যাপক লসের সম্মুখিন হতে পারেন ।এখন আপনার পক্ষে তো আর সম্ভব না সব সময় পিসি বা আপনি যেটা দিয়ে মারকেট দেখেন সেটা দেখা , তো এখন আপনি কি করবেন। হয়ত মারকেট আপনার কাঙ্খিত জাযগায় গেল ঠিকই আবার নিচে চলে আসলো । এখন আপনার লস আছে ।তো এই সমস্য থেকে মুকিাত পাওয়ার জন্য মেটা ট্রেডার এ একটা ব্যবস্থা রাখা হইছে যার নাম টিপি।

FRK75
2022-01-15, 03:13 PM
এ কাজ করতে হলে অনেক কাজ শিখতে হয় তার পর ফরেক্স মার্কেট থেকে টাকা আই করা যাই, মেটা ৪ টার্মিনাল বা প্লাটফরম সব একি জিনিষ বঝাই, আর এই মেটা ৪ এর ভিতর যে কতো রকম কাজ আছে টা একজন ভালো ফরেক্স ট্রেডার ও জানে না, ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস প্রফিট ২ টাই হয়, আর লস প্রফিট হওয়ার একটা নির্ধারিত ফিক্সড করে দিয়া যাই ফরেক্স মারকেতে,যেমন টেক প্রফিট দিয়া রাখতে পারেন আপনে,টেক প্রফিট হচ্ছে আপনে ০৫ ডলার পর্যন্ত প্রফিট করে অটোমেটিক আপনার ট্রেড ক্লজ হইয়ে কেটে যাবে, এটা কে বলা হয় টেক প্রফিট।

samun
2022-01-30, 04:26 PM
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে ঝামেলায় থাকতে হয়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন । এ ক্ষেত্রে অনেকসময় আপনি অর্ডার দিয়ে সারাক্ষণ সেটা পর্যবেক্ষণ করতে পারেন না । সেই পরিস্থিতিতে অর্ডার দেওয়ার সময় প্রফিটের সীমা নির্ধারণ করে দেওয়াই হল টেক প্রফিট ।

FREEDOM
2022-04-07, 02:26 PM
আমি জানতে চাই,টেক প্রফিট কি? যদি কেউ জানেন বলেন

FRK75
2022-09-01, 06:37 PM
ফরেক্স মার্কেটে এই লভ্যাংশ নেয়া বলতে বুঝানো হয় যে , আপনার ট্রেড গুলো একটা নির্দিষ্ট লাভের পর আপনা-আপনি ক্লোজ হয়ে যাবে । সাধারনত ওপেঙ্কৃত ট্রেড গুলি যতক্ষন না আপনি ক্লোজ করছেন তার আগে ক্লোজ হবেনা । এক্ষত্রে যদি আপনি কম্পিউটারের সামনে না থাকতে পারেন,তাহলে ব্যাপক লসের সম্মুখিন হতে পারেন । সেই লসটি যেন না হয় , তার জন্য অটো সিস্টেমে লাভের পর ট্রেড ক্লোজ হওয়াকে ফরেক্সে টেক প্রফিট বলে ।এখন আপনার পক্ষে তো আর সম্ভব না সব সময় পিসি বা আপনি যেটা দিয়ে মারকেট দেখেন সেটা দেখা , তো এখন আপনি কি করবেন। হয়ত মারকেট আপনার কাঙ্খিত জাযগায় গেল ঠিকই আবার নিচে চলে আসলো । এখন আপনার লস আছে ।তো এই সমস্য থেকে মুকিাত পাওয়ার জন্য মেটা ট্রেডার এ একটা ব্যবস্থা রাখা হইছে যার নাম টিপি। আপনার সেখানে মনে হয় মারকেট যেতে পারে ঠিক সেই খানে আপনার লাভের অংশ টাকে সেট করা কেই টিপি বলে।

md mehedi hasan
2022-09-02, 06:00 AM
ফরেক্স মার্কেটে টেক প্রফিট হলো আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তখন কতটুকু লাভ নিবেন তার একটি নির্দিষ্ট মার্জন এবং আপনি মার্কেটে না থাকলে মার্কেট প্রাইস যখন আপনার টেক প্রফিট হিট করবে তখন আপনার প্রফিট অটোমেটিক আপনার ব্যলেন্স এ যোগ হবে।ফরেক্স মার্কেটে টেকপ্রফিট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।যা ফরেক্স মার্কেটে ট্রেডারদের ট্রেড করা সহজ ও সময় বাঁচিয়ে দিয়েছে।

FRK75
2023-12-14, 08:59 AM
ফরেক্সে টেকপ্রফিট একটি অসাধারণ পদ্ধতি। যদি কোন ট্রেডার মনে করে যে কোন একটি ট্রেড করার পর সে তার বাই/সেল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ প্রফিট গ্রহন করবে তখন সে সেই ট্রেড এর মধ্যে টেকপ্রফিট এর ভিতরে সংখ্যা বসিয়ে দিবে। যদি তার মুল্য সেই পরিমাণে পৌঁছায় তাহলে অটো ক্লোজ হয়ে যাবে। এটাকে টেক প্রফিট বলা হয়।পরিমান লাভ হলে আপনি ট্রেডটি ক্লোজ করতে চান সেটি পূর্ব থেকে সেট করার নামই টেক প্রফিট এতে করে আপনি প্রফিট করতে পারবেন আমাদের সকলেরই টেক প্রফিট ব্যবহার করা উচিত।

Mas26
2023-12-14, 03:07 PM
মনে করুন আপনি একটি বায় ট্রেড ওপেন করেছেন ১.৩৫০০ তে, এই ট্রেড থেকে যদি আপনি ৫০ পিপস প্রফিট করেন তাহলে আপনাকে ১.৩৫৫০ আসার পর ক্লোজ করতে হবে, এখন এমন অবস্থা যে আপনার ট্রেডের সামনেও বসে থাকার মত সময় নেই ঠিক তখন আপনাকে ট্রেডটি মডিফাই করে ১.৩৫৫০ তে একটা সীমারেখা সেট করে দিতে হবে, ব্যাশ এবার আপনাকে আর ম্যানুয়ালি ট্রেডটি ক্লোজ করতে হবে না, প্রাইস যখনই আপনার টার্গেট রেট টাচ করবে ট্রেডটি ৫০ পিপস প্রফিট নিয়ে নিজে নিজে ক্লোজ হয়ে যাবে। একেই বলে টেক প্রফিট।