PDA

View Full Version : প্রাইস এ্যাকশন কৌশল ব্যাবহার করুন



Arnob
2015-10-06, 09:42 AM
কেন প্রাইস একশন কৌশল ব্যবহার করা প্রয়োজন
৩টি গুরুত্বপূর্ণ কারনে প্রাইস একশন ব্যবহার দরকার:
১।প্রাইস একশন দ্বারা সামস্টিকভাবে মানবিক আচড়নের প্রকাশ ঘটে । এ মানবিক আচড়ন মার্কেট এ বিভিন্ন প্যাটার্ণ গঠন করে।উক্ত প্যাটার্ণসমুহ পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ কারনেই রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস বাউন্স করে নীচে নামে এবং সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উর্দ্ধমূখী হয়।
২। প্রাইস একশন ফরেক্স মার্কেটে বিভিন্ন কাঠামো তৈরী করে। এ কাঠামোগুলো পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারনা পাওয়া যায়। এ ধারনা শতভাগ সত্য না হলেননও ৬০ ভাগ হতে ৮০ ভাগ ক্ষেত্রে সত্য হয়।
৩। প্রাইস একশন মিথ্যা সংকেত হৃাস করে। stochastic অথবা CCI indicator এর মত অনেক ইন্ডিকেটর মিথ্যা সংকেত প্রদান করে।সেক্ষেত্রে প্রাইস একশন চার্টের ব্যবহার অনেক বেশী নির্ভরযোগ্য।

আসলে প্রাইস একশান হল এমন একটা সিস্টেম যেটাকে বলা হয় যেখানে সব সিস্টেম ফেইল করে সেখান থেকেই প্রাইস একশান এর শুরু। এই সিস্টেম যে ধরতে পারবে তার কাছে ফরেক্স এর হলি গ্রেইল আর খুজতে হবে না। কেননা এ্টাই হল একমাত্র সিস্টেম যার উপর চোখ বন্ধ করে নির্ভর করা যায়। শিখার চেষ্ট করছি কিন্তু এখনও আগামাথা ধরতে পারছি না।
ফরেক্স এ প্রাইস একশন অনেক গুরুত্ত,কারন প্রাইস একশন না বুজলে মার্কেট সম্পরকে ভাল ধারনা থাকে থাকবেনা।আমি মনে করি ফরেক্স এ প্রাইস একশন অনেক জুরুরি,ফরেক্স মার্কেট কি হছে খকন করলে ভাল হবে কখন করলে ভাল হবে না ঈত্যাদি সম্পরকে ধারনা থাকে।

joynew
2015-10-12, 02:12 AM
প্রাইস অ্যাকশন হল একটি স্মার্ট ট্রেডিং পদ্ধতি যেখানে ট্রেডার চার্ট দেখে বুঝতে পারে অনুধাবন করতে পারে বর্তমান মার্কেট অবস্থা কি এবং কোন সময়ে কোন পেয়ারটির অবস্থা কি হতে পারে ইত্যাদি। আসলে প্রাইস অ্যাকশন একটা নাম মাত্র আপনি চার্ট দেখে কতটুকু বুঝতে পারছেন কিংবা আরেকজন ট্রেডার ঠিক একই চার্ট দেখে কি অনুধাবন করল এবং সেই মোতাবেক কতটুকু সঠিক ট্রেড করতে পারলো তাই বোঝায়।

শুধুমাত্র একটি পরিষ্কার Candlestick Chart এ মার্কেট প্রাইজ উঠানামার ভিত্তিতে করা ট্রেডিং সিস্টেমকে Price Action Trading বলে । অর্থাৎ এক্ষেত্রে Moving Average এবং Support - Resistance ছাড়া আপনাকে দ্বিধায় ফেলে দিতে পারে এমন কোন Indicator ব্যবহার করা যাবে না । চার্টে প্রদর্শিত মার্কেটের গতিবিধিই এর পরবর্তী দিক- নির্ধারণের জন্য যথেষ্ট । প্রয়োজনে নেই কোন Fundamental Analysis এর।

mazharfx
2015-10-14, 07:46 PM
ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রয়োজন নেই এতে আমি পুরোপুরি একমত নই ... প্রাইস একশন ট্রেডিং এর সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস কে যোগ করতে পারলে সফলতার হার অনেক বেড়ে যাবে বলেই বিশ্বাস করি... অনেক গুলো ফ্যাক্টর এক হলে ট্রেডের সফলতার সম্ভাবনা কে বাড়িয়ে দেয়... তাই চার্টের সাথে ফান্ডামেন্টাল কে যোগ করলে কনফিডেন্ট ট্রেড করা সম্ভব...

Fxaziz
2015-10-18, 12:00 PM
প্রাইস অ্যাকশন হল এমন একটি সিস্টেম যে খানে আপনি চাট দেখে কাজ করতে পারবেন । তবে আমার মতে এই খানে ফান্ডামেন্টাল এনেলাইসিস এর কোন দরকার নাই ।তবে আপনি যদি ফান্ডামেন্তাল এনেলাইসিস এর শাথে প্রাইস সিস্টেম টা যোগ করে দিতে পারেন ।তাহলে আপনার আপনার প্রফিত হবে বলে আমি মনে করি। প্রাইস সিস্টেম টা দিয়ে আপনি অনেক ভালো ভাবে কাজ করতে পারবেন। এটা দিয়ে কাজ করলে আপনি এটার পাশাপাশি চাট দেখেও কাজ করতে পারবেন।

Momen
2015-10-18, 01:12 PM
আমি এটার বেপারে তেমন একটা জানতাম না। শেয়ার করার জন্যে ধন্যবাদ আপনাকে। এখন মোটামোটি ক্লিয়ার হইলাম এই বেপারে।

HasanXM
2015-11-03, 01:17 PM
আমি মনে করি যে ভাল ট্রেডার হতে হলে ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রয়োজন আছে., প্রাইস একশন ট্রেডিং এর সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস কে যোগ করতে পারলে সফলতার হার অনেক বেড়ে যাবে যা অনেক বড় লাভে সুযোগ তৈরী করে দিতে পারে, ফান্ডামেন্তাল এনেলাইসিস শাথে প্রাইস সিস্টেম টা যোগ করে দিতে পারেন ।প্রাইস সিস্টেম টা দিয়ে আপনি অনেক ভালো ভাবে কাজ করতে পারবেন।

iqbalearth
2015-11-24, 11:26 AM
প্রাইস একশন ট্রেডিং এর সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস কে যোগ করতে পারলে সফলতার হার অনেক বেড়ে যাবে যা অনেক বড় লাভে সুযোগ তৈরী করে দিতে পারে, ফান্ডামেন্তাল এনেলাইসিস শাথে প্রাইস সিস্টেম টা যোগ করে দিতে পারেন ।প্রাইস সিস্টেম টা দিয়ে আপনি অনেক ভালো ভাবে কাজ করতে পারবেন।

iqbalearth
2015-11-26, 01:23 AM
প্রাইস অ্যাকশন হল এমন একটি সিস্টেম যে খানে আপনি চাট দেখে কাজ করতে পারবেন । তবে আমার মতে এই খানে ফান্ডামেন্টাল এনেলাইসিস এর কোন দরকার নাই ।তবে আপনি যদি ফান্ডামেন্তাল এনেলাইসিস এর শাথে প্রাইস সিস্টেম টা যোগ করে দিতে পারেন ।তাহলে আপনার আপনার প্রফিত হবে বলে আমি মনে করি। প্রাইস সিস্টেম টা দিয়ে আপনি অনেক ভালো ভাবে কাজ করতে পারবেন।

AbuRaihan
2015-11-30, 08:25 PM
যেকানে অন্য সব সিস্টেমের ব্যার্থতা হয় ঠিক সেখানেই প্রাইস এ্যাকশনের একশেন শুরু ৤ আমি সম্পূর্ণরূপে আলোচ্য উক্তিটির সাথে সহমত পোষণ করছি ৤ ফরেক্স রোবট এবং ইন্ডিকেটর এর চেয়ে আমি সবসময় বেশি মূল্যয়ন করি প্রােইস এ্যাকশনকে ৤ প্রাইস এ্যাকশন মূলত মার্কেটের গতিবিধি তথা মুভমেন্ট সম্পর্কে ধারণা প্রদান করে ৤ এই ধারণা শতকরা ৬০-৮০ ভাগ ক্ষেত্রেই সত্যি হয়ে থাকে যা আমাদেরকে মার্কেট বুঝতে সহয়তা করে ৤

HKProduction
2015-12-12, 07:27 PM
:rules:এখানে সবাই প্রাইস অ্যাকশনের গুণ-কীর্তন গেয়েছেন। আসলে কোন একটি বিষয়ের ভাল শুনলে ভালই লাগে। ভাল লাগে না শুধু একটাই। আসলে প্রাইস অ্যাকশন কি? এটা কিভাবে চেনা যায় সেই বিষয়টি নিয়ে কেহ আলোকপাত করেন নি। আসলে এসব বিষয় আমাদের খুবই ভাল করে শিখা উচিত। বড় ভাইদের উচিত আমাদেরকে একটু খোলাসা করে লিখে শেখার সুযোগ করে দেয়া।

sharifulbaf
2015-12-13, 01:46 PM
ভাল ট্রেডাররা ফরেক্স মার্কেট এ প্রাইস অ্যাকশন ব্যাবহার করে ট্রেড করে থাকে। সবসময় মার্কেট চার্ট দেখে ট্রেডিং করে।আমরা ফরেক্স মার্কেট এ যে সব সিগনাল বা ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করে থাকি কিছু সময় ইন্ডিকেট র ঠিক মত সিগনাল না দিয়ে ভূল সিগনাল দিতে পারে।তাই প্রাইস অ্যাকশান ব্যাবহার করে ট্রেড করা ভাল।

hamim1980
2016-02-04, 12:57 PM
প্রাইস একশন আর ক্যান্ডেল স্টিক কি এক ? শুধু মাত্র ক্যান্ডেল স্টিক শিখে কি ট্রেড করা যাবে? বা সফলতা পাওয়া যাবে?

nelson
2016-02-04, 01:59 PM
আমাদের বাংলাদেশে প্রাউস এ্যাকশন নিয়ে অনেকের অনেক ভূল ধারনা আছে। যাই হোক প্রাইস এ্যাকশন এর ইন্ডিকেটর বেস ট্রেড এর মধ্যে অনেক পাথক্য আছে। ইনন্ডিকেটর বেস ট্রেড করলে আমি অনেক পিপস হারানোর পর ট্রেড এ এন্ট্রি নিবেন। কারন ইনডিকেটর মারকেট এর ক্যান্ডেল শেষ হলে তার রেজাল্ট দেয়। আবার অনেক সময় ভূল সিগনাল দেয়। এটা ওর দোষ না। কারন ওকে তো একটা নিদিষ্ট কডিং করে সৃষ্টি করা হইছে। আর আপনি প্রাইস এ্যাকশন যদি জানেন আর বুজেন তাহলে আপনি খালি চাট দেখলেই বুজতে পারবেন মারকেট কি চায়।

MotinFX
2016-02-06, 11:29 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের ট্রেন্ডের সাথে কাজ করতে হবে কারন আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ট্রেন্ড ধরে আমাদের ট্রেড করতে হবে। মার্কেট যখন সাপোর্টে থাকে তখন আমরা মনে করি মার্কেট আবার আপ ট্রেন্ড আসবে আবার মার্কেট যখন রেজিসটেন্স আসে তখন মার্কেট মুব করবে ডাউন ট্রেন্ড।

biswas90
2016-02-07, 12:30 AM
আমার মতে প্রাইস অ্যাকশান সম্পর্কে ভাল ধারনা রাখা এটি গুরত্বপূর্ন বিষয় । প্রাইস অ্যাকশান জানলে আমাদের ইন্ডিকেটরের উপর একনায়কতান্ত্রিক ভাবে নির্ভরশীল হয়ে থাকতে হবেনা । কারন, ইন্ডিকেটর অনেকসময় ভুল সিদ্ধান্ত প্রদান করে থাকে । তাই প্রাইস অ্যাকশান সম্পর্কে ধারনা থাকেলে দুই মিলে সিদ্ধান্ত নেয়াটা অনেকটাই ঝুঁকিহীন বলে আমি মনে করি ।

nbfx
2017-02-17, 11:51 AM
প্রাইস এ্যাকশন ্েট্রডিং
ফরেক্স মার্কেটে তিন ধরনের চার্ট আছে । লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডল স্টিক চার্ট । এই তিনটি চার্টের মধ্যে ক্যান্ডল স্টিক চার্ট প্যাটর্ন বেশি তথ্যবহুল এবং জনপ্রিয়। অনেক ট্রেডার আছেন যারা শুধু ক্যান্ডল স্টিক চার্ট দেখে ট্রেড করে ভাল প্রফিট করে থাকে।এটাকেই প্রাইস এ্যাকশন ট্রেডিং বলে। কোন ধরনের টেকনিক্যাল এনালাইসিসের প্রয়োজন পড়ে না শুধুমাত্র ফান্ডামেন্টাল এনালাইসিসের সাহায্য নেয়া হয় প্রাইস এ্যাকশন ট্রেডিং সিস্টেমে। তবে ক্যান্ডলস্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে ভাল জ্ঞান অর্জন না করতে পারলে এই পদ্ধতিতে ট্রেড করে লাভবান হওয়া যায় না।

shohanjacksion
2017-03-04, 06:53 PM
ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রয়োজন নেই এতে আমি পুরোপুরি একমত নই ... প্রাইস একশন ট্রেডিং এর সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস কে যোগ করতে পারলে সফলতার হার অনেক বেড়ে যাবে বলেই বিশ্বাস করি... অনেক গুলো ফ্যাক্টর এক হলে ট্রেডের সফলতার সম্ভাবনা কে বাড়িয়ে দেয়... তাই চার্টের সাথে ফান্ডামেন্টাল কে যোগ করলে কনফিডেন্ট ট্রেড করা সম্ভব...

প্রকৃতপক্ষে ফরেক্স মার্কেটে কারেন্সী ওঠানামার পেছনে ফান্ডামেন্টাল মূল কারণ। তারপরও আমরা টেকনিক্যাল এনালাইসিস করে থাকি। টেকনিক্যাল এনালাইসিস ব্যাতিত আমরা শুধুমাত্র ফান্ডামেন্টালের উপর এনালাইসিস করতে পারিনা। বাই সেল করার জন্য আমাদেরকে একটি পেয়ার চার্ট দেখতেই হবে। আমি মনে করি প্রাইজ একশন দেখে ট্রেড করলে সফলতার সম্ভবনাই বেশি থাকবে।

RUBEL MIAH
2017-03-07, 10:39 AM
আমরা ফরেক্স ব্যবসা করার জন্য প্রাইস-এ্যাকশন কৌশল ব্যাবহার করব । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আসলে এসব প্রাইস-এ্যাকশন কৌশল ব্যাবহার আমাদের খুবই ভাল করে শিখা উচিত । আমরা সব সময় দক্ষতা সহকারে এই ফরেক্স ব্যবসা করব ।

riponinsta
2017-03-13, 12:06 PM
ফরেক্স মার্কেট এ অনেক জনপিয় ট্রেডিং সিস্টেম এর নাম হল প্রাইস এ্যাকশন ফরেক্স মার্কেট এ অনেকে প্রাইস এ্যাকশন এ ট্রেড করতে চাই । প্রাইস এ্যাকশন এ ট্রেড করলে ফরেক্স মার্কেট খুব কম রিস্ক নিয়ে অনেক অনেক ডলার লাভ করা আমি এখন ফরেক্স মার্কেট এ ইনডিকেটর ব্যবহার করে ট্রেড করি আমি চাচ্ছি প্রাইস এ্যাকশন এ ট্রেড করতে কারন প্রাইস এ্যাকশন এ ট্রেড করলে অনেক অনেক ডলার লাভ করা জাই ফরেক্স মার্কেট এ

Mamun13
2017-03-22, 10:52 PM
আমার সারে তিন বছরের নিয়মিত বাস্তব অভিজ্ঞতায় দেখেছি ও প্রমাণও পেয়েছি একমাত্র "প্রাইস একশান স্ট্র্যাটেজী" ই হলো অন্যতম সফল ও কার্যকরী স্ট্র্যাটেজী৷অন্য সকল স্ট্র্যাটেজী বাস্তব প্রফিটের ক্ষেত্রে ফেইল করে৷এই স্ট্র্যাটেজীতে কোনো প্রকার দ্বিধা জড়িত রংচং মার্কা ইনডিকেটরের বোঝা থাকবেনা৷ঝকঁঝকা পরিষ্কার চার্টে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক গুলোই দেখবেন খালি চোখে৷ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলোই হচ্ছে এই স্ট্র্যাটেজীর মূল কৌশল৷

FREEDOM
2020-08-31, 05:29 PM
প্রাইস অ্যাকশন হল এমন একটি সিস্টেম যে খানে আপনি চাট দেখে কাজ করতে পারবেন । তবে আমার মতে এই খানে ফান্ডামেন্টাল এনেলাইসিস এর কোন দরকার নাই ।তবে আপনি যদি ফান্ডামেন্তাল এনেলাইসিস এর শাথে প্রাইস সিস্টেম টা যোগ করে দিতে পারেন ।তাহলে আপনার আপনার প্রফিত হবে বলে আমি মনে করি। প্রাইস সিস্টেম টা দিয়ে আপনি অনেক ভালো ভাবে কাজ করতে পারবেন।

sss21
2020-08-31, 05:55 PM
ভাল ট্রেডাররা ফরেক্স মার্কেট এ প্রাইস অ্যাকশন ব্যাবহার করে ট্রেড করে থাকে। সবসময় মার্কেট চার্ট দেখে ট্রেডিং করে।আমরা ফরেক্স মার্কেট এ যে সব সিগনাল বা ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করে থাকি কিছু সময় ইন্ডিকেট র ঠিক মত সিগনাল না দিয়ে ভূল সিগনাল দিতে পারে।তাই প্রাইস অ্যাকশান ব্যাবহার করে ট্রেড করা ভাল।