PDA

View Full Version : আপনি যে ভাবে eurUsd বাই এবং সেল দিবেন



Kawsar700
2015-10-06, 12:03 PM
ধরুন আপনার বর্তমান ডিপোজিট আছে ৫০
ডলার। আপনি একটি eurusd বাই দিলেন
১.৫২০০ তে এবং লট সাইজ সেট করলেন ১
তারপর ট্রেডের একপর্যায়ে দাম বেড়ে দাড়ায়
১.৫২৫০ তে। তার মানে (১.৫২০০+১.৫২৫০)=
৫০ পিপ লাভ হয়েছে। আপনার লাভ ৫০পিপx
$১=৫০ ডলার আর আপনার ব্যলেন্স হবে
৫০+৫০=১০০। একই হিসাবে সেল অর্ডার দিলে
তাহলে ৫০ ডলার লস হতো।

arian
2015-10-06, 12:12 PM
আমি ফরেক্সে নতুন কাজ শুরু করেছি । আমি এই বিষয়ে তেমন কিছুই জানি না । কীভাবে ইউরো ইউ এস ডি বাই ও সেল করতে হয় ? দয়া করে জানাবেন ।

Kawsar700
2015-10-06, 12:27 PM
আমি ফরেক্সে নতুন কাজ শুরু করেছি । আমি এই বিষয়ে তেমন কিছুই জানি না । কীভাবে ইউরো ইউ এস ডি বাই ও সেল করতে হয় ? দয়া করে জানাবেন ।

মনে করেন আপনার কাছে ১০০ ডলার ডিপোজিট আছে। এখন আপনি ১০০ ডলারের পরিবর্তে ৮০ ইউরো নিছেন । এক পর্যায়ে ৮০ ইউরোর দাম বেড়ে দাড়াল ১২০ ডলার। ইউরো গুলো সেল করে দিলেন। তাহলে আপনার লাভ হল ১২০-১০০ = ২০ ডলার। এভাবে বাই সেল করবেন।

shakawath
2015-10-27, 02:28 PM
একটু তথ্যের ঘাটতি আছে। যে কোন পরিমান আর লিভারেজ থাকলেই আপনি ইচ্ছেমত ভলিউম বা লট কিনতে পারবেন না। ৫০$ এর একটা একাউন্টে ১:১০০০ লিভারেজ দিয়ে ১ লট কিনতে পারবেন কিনা তা আগে জেনে নিন ইনস্টাফরেক্সের ট্রেড ক্যালকুলেটর ব্যবহার করে। লিভারেজ হল ধারের অনুপাত। আর যা আপনার একাউন্ট থেকে নেয়া হবে তাকে বলা হয় মার্জিন। ট্রেড ক্যালকুলেটর এ এসব দেখলেই বুঝতে পারবেন।

TselimRezaa
2015-10-27, 08:25 PM
সবই ঠিক আছে। কিন্তু ৫০ ডলার ডিপোজিটে ১ লট ব্যবহার করা অনেক বেশি রিস্কি হয়ে যায়। আমি তো মনে করি এত লট ব্যবহার করা উচিতই না। কারন মাত্র ৫০ পিপস মার্কেট বিপরীতে গেলেই আপনার একাউন্ট ভ্যানিশ হয়ে যাবে। ইউরো ইউএসডি তে বাই সেল করা বা অন্য পেয়ারে বাই সেল করা সবাই জানে বলে আমি মনে করি, কিন্তু লট ব্যবহার, পজিশন ইত্যাদি সবাই জানে না।

sharifulbaf
2016-01-16, 05:35 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা বাই বা সেল ট্রেড করে থাকি,তাই আমাদের মনে রাখতে হবে ট্রেডিং করতে হলে ফরেক্স মার্কেট এনালাইসিস করে নিতে হয়,তাই আমি ফরেক্স মার্কেট এ ইউরো/ইউএসডি বাই বা সেল করি এর জন্য ব্যাবহার করি আর এস আই,,২০ এর নিচে বাই ৮০ এর উপরে সেল।

Md Akter Hossain
2016-01-16, 06:09 PM
আপনার পোষ্টের শিরোনাম দেথে মনে হয়েছিল আপনি বোধই কোনো স্টেটেজি শেয়ার করতে যাচ্ছেন আমাদের সামনে । খুব আগ্রহ নিয়ে আপনার পোষ্টটা ওপেন করলাম ।হাহাহা । বেতরে তো অন্য কিছূ । যাক । খুব ভালো লেখেছেন । নতুন ট্রেডারদের জন্যে অনেক কাজে দেবে আপনার পোষ্টটা ।

basaki
2016-01-16, 06:14 PM
আপনার দৃস্টিতে আপিনার পদ্ধতি টা খুব ভাল হতে পারে। তবে আমি মনে করি যে আপনার দেওয়া লট সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। তাই আপনার একাউন্টে যত বেশিই হোক্না কেন আপনি আত বড় লট না নিয়ে কম করে লট নিয়ে ট্রেড করতে পারলে অনেক রিক্স কম হবে বলে আমি মনে করি। কম লাভ কম রিক্স।

Realifat
2016-01-16, 07:40 PM
আপনার মতামত আমার পছন্দ হলো না। কারন আপনি এমন একটা ক্ষুদ্র বিষয়ের আলোচনা করতে গিয়ে বৃহৎ বিষয়েঅদক্ষতা দেখাচ্ছেন। যেমন কিভাবে বাই সেল করতে হবে সেটা সবাই জানে কিন্তু আপনি তা বোঝাতে গিয়ে মানি মানেজমেন্ট ভুলে যাচ্ছেন। ছোট অ্যাকাউন্ট বড় রিস্ক নিয়ে ফেলছেন যা ধ্বংসের কারন।

MotinFX
2016-01-16, 11:49 PM
আপনি আমাদের কে মার্কেটে লস করার সহজ পদ্ধতি শিখিয়েছেন কারন ৫০ ডলার দিয়ে এত সহজে লাভ করা যেত তাহলে ফরেক্স মার্কেটে সবাই অনেক ধনি হয়ে যেত। ৫০ ডলার দিয়ে ট্রেড করলে আমাদের কে মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করতে হবে তাহলে মার্কেট আমাদের বিপরীতে গেলে কম লস হবে সেই লস সহজে কভার দেওয়া যাবে। পারামর্শ টা যেন সাবার উপকারে আসে সেটাই আসা করি।

Marufa
2016-02-08, 08:41 PM
আপনি যে হিসাব দেখিয়েছে তা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছেন পরিষ্কার নয় । আসলে বিষয়টা আমার কাছে সম্পূর্ণ রূবে পরিষ্কার না । আপনি আরও বিস্তারিত ভাবে বুঝিয়ে বলতে পারেন । এতে সবার আরও বুঝতে সুবিধা হবে । হয়ত আমি এত ভাল বুঝি না । কিছু মনে করবেন না ।

razu777
2016-02-09, 08:27 AM
আমারআমার মনে হয় একটু তথ্যের ঘাটতি আছে। যে কোন পরিমান আর লিভারেজ থাকলেই আপনি ইচ্ছেমত ভলিউম বা লট কিনতে পারবেন না। ৫০$ এর একটা একাউন্টে ১:১০০০ লিভারেজ দিয়ে ১ লট কিনতে পারবেন কিনা তা আগে জেনে নিন ইনস্টাফরেক্সের ট্রেড ক্যালকুলেটর ব্যবহার করে। লিভারেজ হল ধারের অনুপাত। আর যা আপনার একাউন্ট থেকে নেয়া হবে তাকে বলা হয় মার্জিন। ট্রেড ক্যালকুলেটর এ এসব দেখলেই বুঝতে পারবেন।

md mehedi hasan
2016-02-10, 08:12 AM
ভাই আপনার এই পদ্ধতিটি আমার কাছে সুবিধার ম হলো না।আপনার পদ্ধতি অনুসরণ করে আমরা যদি ট্রেড করি তাহলে পথে বসতে আমাদের একদিনও সময় লাগবেনা।আপনর মানিম্যনেজমেন্ট সম্পর্কে ধারার াটতি রয়েছে।মাত্র ১০০ ডলারের একাউন্টে আপনি যদ ১০০ ভাগ রিক্স নিয়ে ট্রেড করেন আর যদি ট্রেডট আপনারবিপক্ষে যায় তাহে আপি ো একাউন্ট জিরো কর ফেলবেন।

uzzal05
2016-05-31, 09:51 AM
প্রতিটি ট্রেড নেওয়ার আগে আপনাকে মার্কেট এনালাইসিস করে নিতে হবে। মার্কেট এনালসিস করে যা আপনাকে মার্কেট ডিরেকশন দিবে আপনি সেই ভাবে ট্রেড ওপেন করবেন। ফরেক্স এ আপনি না বুঝে ট্রেড অপেন করলে আপনি বেশিদিন টিকে থাকতে পারবেন না।

RUBEL MIAH
2017-04-27, 06:04 PM
লিভারেজ হল ধারের অনুপাত। আর যা আপনার একাউন্ট থেকে নেয়া হবে তাকে বলা হয় মার্জিন। ট্রেড ক্যালকুলেটর এ এসব দেখলেই বুঝতে পারবেন । ৫০ ডলার দিয়ে ট্রেড করলে আমাদের কে মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করতে হবে তাহলে মার্কেট আমাদের বিপরীতে গেলে কম লস হবে সেই লস সহজে কভার দেওয়া যাবে ।

Mamun13
2017-04-27, 10:02 PM
শিরোনামে দক্ষতা আর ভিতরে লিখলেন অদক্ষতা,হাস্যকর,৫০ ডলারের পুজিঁ হারানোর সহজ পদ্ধতি৷নতুন ট্রেডারগণ সাবধান!মাত্র ৫০ ডলারের পুজিঁর ক্ষেত্রে কখোনোও এধরনের লট সাইজে ট্রেডের চিন্তাও করবেন না৷আমি আপনাকে বলছি আপনি নিজে প্রথমে ভালো ভাবে শিখুন মানি ম্যানেজমেন্ট কী ও কেন গুরুত্ত্বপূর্ণ৷

H M R Al Amin
2017-04-29, 01:14 PM
আপনার কথাশুনে আমি হতবম্ভ না হয়ে পারলাম না । আপনার একাউন্টে ডিপোজিট আছে ৫০ আর আপনি ট্রেড করবেন ১ টাকা দিয়ে বাহ !!!! চমৎকার এভাবে হলে তো অনেক আগেই কোটি টাকার মালিক হয়ে যেতাম । আপনি যত কম লিভারেজ নিয়ে কাজ করবেন ততই আপনার একাউন্ট সেইভে থাকবে । আমি আশা করবো আপনারা আমাদের ভাল কিছু পরামর্শ দিবেন । এবং মার্কেট কিভাবে ভাল করে বুঝবো তার পরামর্শ দিবেন ।

rafiqul
2017-04-29, 10:05 PM
আপনার প্রক্রিয়া ঠিক আছে তবে আপনার দেওয়া লট সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। তাই আপনার একাউন্টে যত বেশিই হোক্না কেন আপনি আত বড় লট না নিয়ে কম করে লট নিয়ে ট্রেড করতে পারলে অনেক রিক্স কম হবে বলে আমি মনে করি। কম লাভ কম রিক্স।

aysha
2017-04-30, 09:34 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক কারেঞ্ছি রয়েছে তার মধ্যে ইউরো ইউ এস ডি একটি ভাল কারেঞ্ছি । আমি সব সময় এই কারেঞ্ছি দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি । আমি আমার অন্য ফরেক্স বন্ধুদের বলি ইউরো ইউ এস ডি কারেঞ্ছি দিয়ে ট্রেড করার জন্য । কিন্তু ইউরো ইউ এস ডি কারেঞ্ছি দিয়ে ট্রেড করতে হলে আমাদের অনেক এনালাইসিস করে অ ইন্ডিকেটর ব্যবহার করেই ট্রেড করতে হবে তা না হলে আমরা কিন্তু খুব সহজেই লস করে ফেলবো ।

Tauhid12
2017-04-30, 02:25 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা বাই বা সেল ট্রেড করে থাকি,তাই আমাদের মনে রাখতে হবে ট্রেডিং করতে হলে ফরেক্স মার্কেট এনালাইসিস করে নিতে হয়,তাই আমি ফরেক্স মার্কেট এ ইউরো/ইউএসডি বাই বা সেল করি এর জন্য ব্যাবহার করি আর এস আই,,২০ এর নিচে বাই ৮০ এর উপরে সেল।

:woo:
Can you please tell the time frame (ie) 1 Minutes, 15 Minutes 30 Minutes or 1 H or 1 Day ??? which one is best ?

shohanjacksion
2017-04-30, 04:23 PM
ফোরামে পোষ্ট করা অনেকগুলো বিষয় খুব ভালভাবে অনেকেই উপস্থাপন করতে না পারায় কোন প্রশ্নের সঠিক উত্তরটি পুরোপুরি সঠিক না হয়ে কিছুটা বিকৃতি হওয়ায় নতুনদের জন্য কিছু সমস্যা হয়। বাংলা ফোরামে আমাদের সুবিদাগুলো সঠিকভাবে বঝে উঠার সহযোগীতা সবার কাছেই চাই। ফরেক্স মার্কেটে একটি করেন্সী দিয়ে অপর একটি কারেন্সী বাই অথবা সেল করার জন্য অনেক ধরনের স্ট্র্যাটেজি রয়েছে। হয়ত একই স্থানে কউ বাই দিয়ে লাভ করবেন আবার ঠিক ঐ বাই করা স্থান থেকেই একই পেয়ারে সেল দিয়েও লাভ করতে পারেন। এই বিষয়গুলো ট্রেডিং স্ট্যাটেজীতে আলোচনা করলেই ভাল হয়।

riponinsta
2017-05-06, 03:45 PM
আমি আমার ট্রেডিং সিস্টেম মত এই পেয়ার এ যে ট্রেড পাই সেই ট্রেড করি আমি ফরেক্স মার্কেট এ মার্কেট রিড করার চেচটা করি মার্কেট যদি সেল মুড এ থাকে তা হলে সেল করি আর মার্কেট যদি বাই মুড এ থাকে তা হলে আমি বাই ট্রেড করি তাই আপনি যেই পেয়ার এ ট্রেড করেন না কেন আপনাকে আগে বুঝতে হবে মার্কেট কোন দিকে আছে বা কি ট্রেড চলছে আপনি সেই দিকে ট্রেড করলে আপনি ফরেক্স মার্কেট বেশি লাভ করবেন লস করবেন কম

Md Masud
2017-05-24, 04:27 PM
ইনস্টা ফরেক্সের ট্রেড ক্যালকুলেটর ব্যবহার করে । ৫০ ডলার দিয়ে ট্রেড করলে আমাদের কে মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করতে হবে তাহলে মার্কেট আমাদের বিপরীতে গেলে কম লস হবে সেই লস সহজে কভার দেওয়া যাবে । ছোটএ্যাকাউন্ট বড় রিস্ক নিয়ে ফেলছেন যা ধ্বংসের কারন । ৫০ পিপস মার্কেট বিপরীতে গেলেই আপনার এ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যাবে ।