PDA

View Full Version : ফরেক্সে আপনি কতদন ধরে আছেন ?



mhorrom777
2015-10-06, 05:27 PM
আপনি ফরেক্স ব্যবসা শুরু করেছেনকবে থেকে ? নতুনদের জন্য আপনার পরামর্শ কি ?

AbuRaihan
2015-10-06, 05:35 PM
আমি ফরেক্স ব্যবসা শুরু করেছি এই বছরের জুলাই মাস থেকে । এখন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি । ফোরাম হতে প্রাপ্ত বোনাসের মাধ্যমে আমি প্রথম ট্রেড শুরু করি এবং এখনো একটু একটু লাভ করছি আল্লাহর রহমতে । নতুনদের উদ্দেশ্য আমার তেমন কিছু বলার নেই কারণ আমিও একজন নতুন সদস্য । তবে একটা কথা বলব তা হল কখনো হাল ছাড়বেন না । ফরেক্স অনেকধরনের প্রতিকূল অবস্থা ফেস করে আপনি দক্ষ হতে পারবেন একসময় ।

MotinFX
2015-10-06, 08:12 PM
ফরেক্স মার্কেটে আমি এই বছরের আগস্ট মাস থেকে ট্রেড করি। আমি এখনো লসেরর মধ্যে আছি। আশা করি লস কভার করে প্রপিট করতে পারব। আমি নতুন তাই আমাকে পারামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

Mukta Pearls
2015-10-06, 09:01 PM
ফরেক্স একটি ভাল ব্যবসা। আমি গতকাল থেকে শুরু করেছি ১ম কষ্ট হচ্ছে কিন্ত আমার ভাললাগে। কখনো হাল সারা যাবে না এটা একটি কারন । নতুন দের জন্য কিছু বলার নেই আমি নতুন। তবু বলি এটা করলে ফল পওয়া যাবে।বসে থাকা যাবে না। আস্তে আস্তে এগিয়ে যেতে চাই তার জন্য কাজ করতে হবে। এটা ছারব না আর ছারা যাবে না আর ছারলে কিছু হবে না। এটা করতে হলে একটু কষ্ট করতে হবে কষ্ট করবো কিন্তু ছারবনা।

BD ONLINE
2015-10-07, 01:15 AM
আমি দীর্ঘ ৪ বছরের ও বেশি সময় ফরেক্স করে আসছি। ফরেক্স এ সফল হতে হলে আপনাকে আগে অভিজ্ঞ হতে হবে। ফরেক্স ব্যবসায় অভিজ্ঞতার শেষ নাই। এখানে যে যত বেশি অভিজ্ঞ সে তত বেশি সফল। নতুনদের বলার মত আমার এখনো তেমন কোন অভিজ্ঞতা হয়নি। তবে আমি আমার এই ৪ বছরের সামান্য অভিজ্ঞতা হলে এটুকুই বলতে পারব যে, ফরেক্স এ শেখার কোন শেষ নাই। এখানে ধৈর্য্য নিয়ে আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন।

raihanuddin
2015-10-07, 01:20 AM
ফরেক্স মাকেটে আমি প্রায় ৬ মাস ধরে আছি।তবে নতুনদের জন্য আমি বলতে চাই ফরেক্স মাকেটে টিকে থাকতে হলে আপনাকে প্রচুর পরিশ্রমি হতে হবে।ধৈয সহকারে ট্রেড করতে হবে।লোভকে পরিহার করতে হবে।মানি ম্যনেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে।ধন্যবাদ

skemon5747
2015-10-07, 01:21 AM
ফরেক্স মার্কেটপ্লেসে আমি আজ ২ বছর ধরে কাজ করছি ফোরামে আমি ৬ মাস হল কাজ করছি আমি মূলত ফরেক্সে ডলার ডিপোর্জিট করে তার পর স্ক্যাল্পিং ট্রেড করি। আমি সব সময় চেষ্টা করি মার্কেট ভাল করে অ্যানালাইসিস করে তার পর ট্রেড করতে যার কারনে অন্যদের মত আমার লসের তেমন একটা ভয় থাকে না এবং আমি বেশ ভাল প্রফিট আয় করতেও সক্ষম হই।

Rina akter
2015-10-13, 08:09 PM
আমি ফরেক্সে একজন নতুন ছাএী। মাএ এক সপ্তহ হলাে আমি ফরেক্স ফোরামে কাজ করছি। তবে আমার পরিবারে অনেকেই ফরেক্সে ট্রড করে অনেক আগে থেকে।আমি তাদের কাছ থেকেই আগ্রহ পেয়েছি। আপনারা আমার জন্য দােয়া করবেন আমি যেন তাদের সকলের মত উন্নতি করতে পারি।আমি যেন জ্ঞান ওদক্ষতা শ্রম দিয় ফরেক্সে উন্নতি করতে পারি।আমি দেখেছি এই ফরেক্স এ যে যত বেশি অভিজ্ঞ সে ততই সফল জীবন।নতুনদের বলার মত আমার কােন অভিজ্ঞতা হয়না। তবে আমি এইটুকুই বলব ফরেক্স শেখার কােন শেষ নেই। ধন্যবাদ

shakawath
2015-10-16, 11:00 PM
ফরেক্সে এ আমার টোটাল সময় প্রায় তিন বছর। প্রথমে প্রায় বছর দুয়েক ফরেক্স মার্কেটে ট্রেড করেছি ও শিখেছি। পরে বছর খানেক পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকার কারনে আর ব্যালেন্স এর অভাবে ট্রেড করা সম্ভব হয়নি। এখন আবার নতুন করে শুরু করেছি। কিছুটা সময় লাগবে গুছিয়ে উঠতে। ট্রেডিং এর অভিজ্ঞতাটুকু কাজে লাগাতে পারলে সফলতা আশার সম্ভাবনা বেশি।

basaki
2016-01-03, 05:09 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে আমি শুনেছি প্রায় এক বছর হবে।কিন্তু ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করছি বেশ কয়েক মাস ধরে। তবে আমার রিয়াল একাউন্ট এখন পর্যন্ত খোলা হয় নাই। আসা করছি এই মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে লাইভ ট্রেড করতে পারব।মার্কেটে অনেকদি থাকা বড় কথা নয় বরং মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করাটাই মূল বিষয়।

selena
2016-01-03, 07:34 PM
ফরেক্স
ব্যবসায় অভিজ্ঞতার শেষ নাই। এখানে যে যত
বেশি অভিজ্ঞ সে তত বেশি সফল। নতুনদের
বলার মত আমার এখনো তেমন কোন অভিজ্ঞতা
হয়নি।

Rakhisarker
2016-01-03, 07:59 PM
ফরেক্স এ আমি নতুন।
আমি ফরেক্স থেকে উনতি করতে চাই।আমাকে সবাই হেল্প করবেন।

HKProduction
2016-01-03, 08:03 PM
আমি নিজেই ফরেক্সে নতুন। মাত্র দুই মাস চলছে। আমি প্রথমে ফরেক্স এর বেসিক সম্পর্কে ধারনা নেই। তারপরে বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে ডেমোতে প্রাকটিস করি ও করছি। বর্তমানে টেকনিক্যাল এনালাইসিসের উপরে ডেমোতে প্রাকটিস করে প্রফিট বের করার চেষ্টা করছি।

kawsar302
2016-01-03, 10:50 PM
আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি তাই অবশেষে আমি ফরেক্সে ক্জ করার জন্য এসেই পড়লাম কারন ফরেক্স মার্কেটে কাজ াররার মজাই আলাদা যারা এটা বুঝে তারা অনেক বেশি মার্কেেটে কাজ করতে চায়। আর আমি ফরেক্সে কাজ করছি মাস দুয়েক হবে।

owalith
2016-01-04, 12:02 AM
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল বিজনেস। ফরেক্স এক প্রকার রিক্সি বিজনেস একানে বিজনেস করার চেয়ে বিসিনেসস এ তিকে থাকাটাই কঠিন। এটা ভয় বা থ্রেদ নই আবার ফরেক্স বিজনেস ভাল ভাবে শিখে করলে অনেক পরিমান লাভবান হওয়া যাবে। এবং ফরেক্স সম্পরকে নিউজ সর্বদা রাখতে হবে।

Realifat
2016-01-04, 08:03 AM
আমি ফরেক্স ব্যবসায় বেশ নতুন ট্রেডার। গত ১০ মাস পূর্বে ফরেক্সে জয়েন করেছিলাম। তাও আবার মাঝে তিনমাস ফরেক্সের বাইরে ছিলাম। সবমিলিয়ে ৭ মাসের ট্রেডিং অভিজ্ঞাত নিয়ে আবার ট্রেডে প্রবেশ করেছি। এবং বর্তমানে বুঝেশুনে ভালোভাবে ট্রেড করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Marufa
2016-01-04, 01:22 PM
আমি গত আগস্ট মাস থেকে ফরেক্স ট্রেডিং এর সাথে আছি । গত পাচঁ মাস ধরে চেষ্টা করে যাচ্ছি । এ পযর্ন্ত আল্লাহর রহমতে দুইবার উইথড্র দিতে পেরেছি । আগামী মাস গুলোতে আর ভাল করার ইচ্ছা রয়েছে । আমি ভুল থেকে খুব তাড়াতাড়ি শিক্ষা নিতে জানি ।

Hamza
2016-01-05, 04:39 PM
ফরেক্স মার্কেটে আমি দীর্ঘ ১ বছর যাবৎ ধরে ট্রেড করতেছি।প্রথমে ৬ মাস ডেমোতে ট্রেড করেছিলাম ।কিন্তু বর্তমানে ইন্সেটা ফরেক্সে রিয়াল ভাবে ট্রেড করতেছি এবং পাশাপাশি ফোরাম সাইডেও পোষ্ট করি।ধন্যবাদ

RUBEL MIAH
2016-04-30, 12:24 PM
ফরেক্স ব্যবসায় আমি প্রায় ৩ বছর ধরে আছি । আমি ফরক্সে ব্যবসা দিয়ে বুঝতে পারলাম যে বেশী বেশী অধ্যয়ন করতে হবে । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আপনারা ভালোভাবে এই ফরেক্স ব্যবসাকে প্রাধান্য দিয়ে থাকেন তাহলেই লাভবান হতে পারবেন ।

Md Sanuwar Hossain Hossai
2016-04-30, 01:23 PM
ফরেক্সে আমি ৫ মাস যাবত আছি।। এর মাঝে ৪ মাস ডেমো করেছি আর ১ মাস যাবত ফোরাম পোস্ট এর বোনাস দিয়ে ট্রেডিং করতেছি। প্রথম মাসে আমার প্রফিট ৪০ ডলার।। আর এটা দিয়ে ট্রেড করে যা প্রফিট হয়েছে আমি তাতেই খুশি।। এখানে ৯০% ট্রেডার লস করে তাই আমি মুটামুটি ভালই অভিজ্ঞতা লাভ করেছি বুঝলাম।।।

jessoreit
2016-04-30, 03:15 PM
আমি ফরেক্স ট্রেড ব্যবসার সাথে আছি বসর ৪ হবে, শুরু থেকেই ইন্সতাফরেক্স এর সাথে কাজ করে আসছি, শুরুর দিকে অনেক লচ করেছি, আছতে আছতে ট্রেড শিখেছি, এখন আর আগের মত বড় কোন লচ হয় না, তাই এখন আমার প্রতি মাসে ৫০ থেকে ৬০ ডলার আয় হয়, এতে আমি অনেক খুশি আছি, আগে বেশি লোভ করতাম, এখন আমার মনে হয় সেই লোভ আর নাই।

basaki
2016-05-11, 07:07 AM
ফরেক্স মার্কেটে আমি গত ছয় থেকে আট মাস ধরে আছি কিন্তু আমি ফরেক্স মার্কেটে খুব একটা ভাল কিছু করতে পারছি না কারন আমি আমার মানি মেনেজমেন্ট ঠিক মত না করেই ফরেক্স মার্কেটে ট্রেড করে যাচ্ছি যার কারনে আমার শুধু লস হয়ে যাচ্ছে তাই আগে মানি মেনেজমেন্ট তারপর ফরেক্স।

dwipFX
2016-05-11, 09:26 AM
ফরেক্স মার্কেটে আমি কয়েক মাস যাবত আছি এখন ফরেক্স সম্পর্কে শিখছি কারন ফরেক্স মার্কেট অনেক বিশাল মার্কেট। এটা সম্পর্কে ভাল করে জানতে হলে আপনাকে কয়েক বছর সময় দিতে হবে তাহলে ফরেক্স সম্পর্কে আমরা সঠিক ভাবে জানতে পারব।

sharifulbaf
2016-05-11, 11:32 AM
ফরেক্স মার্কেটে আমি প্রায় ২ বছর যাবত আছি এবং ট্রেডিং করে যাছি,অনেক বার ফরেক্স মার্কেট হতে ছিটকে পরে ছি তার পরেও ফরেক্স থেকে চলে না গিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যাচ্ছি,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যদি কোনদিন সফল হতে পারব সেই দিন নিজেকে ভাল ট্রেডার মনে করতে পারব,এবং ট্রেড করতে পারব।

জ্যাক কয়েন
2016-05-11, 03:59 PM
আমি ফরেক্স মার্কেট এ কিছু দিন ধরে ট্রেড করতেছি। আমি গত ছয় থেকে সাত মাস ধরে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে থাকি। তবে আমি আরও অনেক আগে জানতে পেরেছিলাম ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব। এখান থেকে আমি ফরেক্স এ কাজ করার জন্য বেশি উৎসাহিত হই এবং এর পর থেকেই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে থাকি।

Moon
2016-05-11, 06:16 PM
ফরেক্স মার্কেটে আমি সম্পূর্ণরুপে একজন নতুন ট্রেডার । আর আমার ফরেক্স ট্রেডিং বয়স মাত্র এক হতে দুই মাস যদিও আমি একজন নিজেকে শিক্ষানবিশ হিসেবে ভাবতে খুব পছন্দ করি । কারণ ফরেক্স একটা বিশাল জগৎ এখানে শিখার কোন শেষে নেই । যত বেশি শিখা যাবে তত বেশি এগিয়ে যাওয়া যাবে । আর ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে সফলতা পেতে হলে পরিশ্রম করতে হবে ।

Emon Khan
2016-05-12, 12:05 PM
আমি প্রায় ১ বছর ধরে ফরেক্সের সাথে আছি .আমি ভবিষ্যতে ফরেক্সের সাথে থাকতে চায়। কারণ এখানে থেকে আমি খুব সহজে প্রতি মাসে ১০০০০-১২০০০. টাকা অনায়াসে ইনকাম করতে পারছি। ফরেক্স করে আমি অনেক খুশি

syed_rana
2016-05-12, 12:19 PM
ফরেক্স মার্কেটের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের । আজ থেকে প্রায় তিন বছর আগ থেকেই এই মার্কেটে আমার পরিচয় । তবে পেশাগত ভাবে ফরেক্স করছি আজ এক বছর যাবৎ । এখন বিভিন্ন স্ট্র্যটেজি নিয়ে পড়াশুনা করি এবং সময় ও সুযোগ অনুযায়ী ট্রেড করি ।

basaki
2016-07-06, 10:51 PM
ফরেক্স মার্কেটে আমি প্রায় ছয় মাস ধরে কাজ করছি আর ফরেক্স মার্কেটে কাজ করতে আমার অনেক ভাল লাগে কারন ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল করে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি আপনারো অনেক ভাল লাগবে আর আপনি অনে টাকা ইনকাম করতে পারবেন বলে মনেবকরি।

Mamun13
2017-07-16, 01:44 PM
আমি ফরেক্স মার্কেটে স্টাডি করছি,পাশাপাশি নিয়মিত ট্রেড করছি সারে তিন বছর হয়ে গেল৷নতুন ট্রেডারদের পরামর্শ একটাই বলবো-অনেক লেখাপড়া করে,অনেক কষ্ট করে,ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং যদি ভালো ভাবে শিখতে পারেন তাহলে প্রফিট আপনার পেছনে ছায়ার মত দৌড়াবে৷কোনো সন্দেহ নাই৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷তাই ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷

motiar
2017-07-16, 06:08 PM
আমি ফরেক্সে আছি প্রায় ১ বছর কিন্ত এখন পর্যন্ত প্রফিট তুলতে পারি নাই । লাভ করেছি আবার লস করেছি লাভ লস মিলিয়ে লসএ আছি । তবে লস করেছি অনেক প্রায় ৫০০ ডলার । তার পরও আমি লেগে আছি । এজন্ন ধইর্য ধরে শিখুন এবং অভিজ্ঞতা অরজন করে সামনে এগিয়ে যান একদিন সফল হবেন ।

Shadhin
2017-07-16, 06:54 PM
আমি ফরেক্স ব্যবসা প্রায় গত ৩মাস ধরে করছি আমিও ফরেক্স ব্যবসায় একজন নতুন ট্রেডার ফরেক্স ট্রেড ব্যবসায় আমার ও তেমন কোন ধারনা নেই বা ছিলনা আমি ফরেক্স ট্রেদ করে প্রথমে সাবলম্বলি হয়েছি তবে একন পযন্ত আমার কোন নতুন একাউন্ট খলা হয়নি আশা করছি সামনে মাসের প্রথম সপ্তাহে আমার একাউন্ত খুলব আর আমি মনে করি ফরেক্স এ দক্ষ হওয়া টাই সব থেকে বড় কথা ।

simcard
2017-07-19, 03:31 PM
ব্যক্তিগতভাবে আমি ফরেক্স মার্কেট এ কিছু দিন ধরে ট্রেড করতেছি। আমি গত ছয় থেকে সাত মাস ধরে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে থাকি। তবে আমি আরও অনেক আগে জানতে পেরেছিলাম ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব। এখান থেকে আমি ফরেক্স এ কাজ করার জন্য বেশি উৎসাহিত হই এবং এর পর থেকেই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে থাকি।

Mahidul84
2017-09-14, 01:27 PM
আমি ফরেক্স মার্কেটে অনেক দিন ধরে আছি। এবং কয়েক বছর ধরে এই মার্কেটে ট্রেড করে আমি বেশ লাভবান হয়ে উঠেছি। তবে আমি বলতে চায় এই মার্কেটে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে, তাহলে আপনি এই মার্কেটে ভাল কিছু অর্জন করতে পরবেন। আর আমি ফরেক্স কাজ করে বেশ উৎসাহিত ও প্রণোদিত হয়েছি পাশাপাশি আমার আর্থিক অবস্থাও পরিবর্তন করতে পারছি।

01797733223
2017-09-14, 04:55 PM
ফরেক্সে আমার প্রায় ৪ বছর হয়ে আসছে। এর পূর্বে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলাম এবং প্রায় ৬ বছর আমি ধরে আমি ইকুইটি মার্কেটে ছিলাম কিন্তু যখন ফরেক্স এ জয়েন করলাম তখন থেকে আমার জীবন এক নতুন রুপ ধারন করলো আমি ফরেক্স থেকে যত উপার্জন করেছি তা ৬ বছরে ইকুইটি মার্কেটে উপার্জন করতে পারিনি। তাই আমার ইচ্ছা আমি আমার ক্যারিয়ার ফরেক্সে গড়তে চাই।

Mahidul84
2017-09-15, 07:28 PM
ফরেক্স এ আমি প্রায় ৬ বছর যাবৎ আছি। আর এই মার্কেট থেকে আমি প্রচুর পরিমাণ মুনাফা ইনকাম করছি। বিশেষ করে এই মার্কেটে এসে আমি অনেক বেশি শিক্ষামূলক জ্ঞান অর্জন করতে পেরেছি। ফরেক্স এ না আসলে হয়তো বা এত অভিজ্ঞতা অর্জন করতে পারতাম না। আর এটা বুঝেছি যে আপনি যত ফরেক্স নিয়ে চর্চা করবেন তত বেশি শিক্ষামূলক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমনকি উক্ত জ্ঞান ও অভিজ্ঞতা ফরেক্স এ ব্যবহার করেও আপনি আপনার প্রাত্যহিক জীবনের বিভিন্ন কাজের ব্যবহার করতে পারবেন। এজন্য আমি ফরেক্স কে এত বেশি ভালবাসি যা আমার জীবনে চলার সঙ্গী হয়ে আছে। শুধুতাই নয় যত দিন সম্ভব আমি ফরেক্সই জীবন কাটাতে চাই। ধন্যবাদ ফরেক্স।

KANIZFATEMA1997
2019-08-27, 12:22 AM
আমি ফরেক্স পরিবারে একেবারে নতুন তা না আবার একে বারে পুরাতন তাও নয়।আমি ফরেক্স কাজ করছি মাএ পাচঁ মাস হবে।পাচঁ মাস বেশী সময় নয়।খুব কম সময়।এই কম সময়ে আমি ভালো প্রফিট অর্জন করতে পেরেছি।

KaziBayzid162
2019-08-27, 01:06 AM
আমি ফরেক্সে পাঁচ মাস যাবত কাজ করে আসছি, তবে প্রথম অবস্থায় শুধুমাত্র ফোরামে সময় দিয়ে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি পোস্ট আপডেট করে বোনাস অর্জনের মাধ্যমে ব্যালেন্স সংগ্রহ করেছি, কিন্তু বর্তমানে ফরেক্স সম্বন্ধে আমার বেশ কিছু ধারনা অভিজ্ঞতা তৈরি হয়েছে,পাশাপাশি প্রতিমাসে ফরেক্স থেকে মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারছি, আর নতুনদের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার নেই কারণ আমি নিজেকেই এখনো নতুন মনে করি, তার পরেও আমার কাছে যেটা মনে হয় নতুন এবং পুরাতন সকল ট্রেডার এর শেখার আগ্রহ থাকতে হবে এবং সময় নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবেই সবাই ফরেক্স থেকে খুব ভাল প্রফিট করতে পারবে।

Rokibul7
2019-08-27, 01:19 AM
আমি ফরেক্স ভূবনে একেবারেই নতুন১/২মাস হবে হয় তো।আমার ক্যাশ নেই তাই ফরেক্স ফোরামের বোনাস দিয়ে টেড করবো ভাবছি।ফরেক্স করতে ইদানিং আমার আগ্রহ বেড়ে যাচ্ছে।চেষ্টা করবো ফরেক্স এ টিকে থাকতে।

Mazharul777
2019-09-05, 02:51 PM
আমি ফরেক্স মার্কেটে স্টাডি করছি,পাশাপাশি নিয়মিত ট্রেড করছি সারে তিন বছর হয়ে গেল৷নতুন ট্রেডারদের পরামর্শ একটাই বলবো-অনেক লেখাপড়া করে,অনেক কষ্ট করে,ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং যদি ভালো ভাবে শিখতে পারেন তাহলে প্রফিট আপনার পেছনে ছায়ার মত দৌড়াবে৷কোনো সন্দেহ নাই৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷তাই ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷

expkhaled
2020-01-27, 04:08 PM
ফরেক্স আমি গত ৩ বছর যাবত আছি। এখনও শিখছি আশা রাখি এই বছরের মধ্যে রিয়েল ট্রেড করতে শুরু করবো। আমি এতদিন আসলে ডেমোতে ট্রেড করেছি কারন অনেক রিস্কি মার্কেট তাই আগের প্রিপারেশন না থাকলে লস করতে হবে। তাই আমি প্রিপেয়ার্ড হয়ে তারপর মার্কেট এ প্রবেশ করতে চাই যা বুঝে ট্রেড করতে পারি। আমাদের বেশীর ভাগে সময়ই না বুঝেই ট্রেড দেই যে, কারনে লস হলেও কোন শেখা হয় না। তাই নতুন যারা অবশ্যই ভাল ভাবে প্র্যাকটিস করে তার রিয়েল ট্রেড করবেন।

souravkumarhazra6763
2020-01-27, 07:22 PM
ফরেক্স এ আমি ৫ বছর ধরে আছি,আমি ২০১৩ সাল থেকে ফরেক্স শুরু করি এবং এখনো এই বিজিনেস করছি,আমি অনলাইন এ অনেক বিজিনেস দেখছি তারা মানুষ এর সাথে প্রতারণা করে থাকে,কিন্তু ফরেক্স তা নয়,এটি সব থেকে ভিন্ন বিজিনেস,আপনি যদি ভালো শিখতে পারেন তাহলে ভালো ইনকাম করতে পারবেন।

SHARIFfx
2020-01-27, 07:27 PM
আমি ফরেক্সে ২০১২ সাল থেকে আছি। প্রথমেই বোকার মতো ডিমো ট্রেডিং এ সময় না দিয়ে রিয়েল ট্রেডে অনেক লস করেছি। পরে ডিমো করে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছি। রিস্ক মেনেজমান্ট শিখে গেছি। টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগানো চেষ্টা করছি। আমি ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করি। আর প্রতিদিন নিউজ প্রকাশ হবার পরে ট্রেড করি।

TanjirKhandokar1994
2020-01-27, 09:04 PM
আমি ফরেক্স ট্রেডিং করছি প্রায় একবছর হলো। তবে আমি ফরেক্স মার্কেটে যখন আমি প্রথম কাজ শুরু করি তখন আমি কিছুই জানতাম না এখানে কাজ করে অনেক বিষয় সম্পর্কে জানতে পারছি যা আমার জ্ঞানকে আরও প্রতিফলিত করেছে। আমি মনে করি ফরেক্স মার্কেট যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস সেহেতু এখানে ক্যারিয়ার গড়তে পারলে প্রচুর পরিমাণ প্রফিট অর্জন করা যায় তবে তার জন্য অবশ্যই ভালো দক্ষ ও অবিজ্ঞ হতে হবে। ধন্যবাদ

Grimm
2020-01-27, 09:55 PM
আমি অনেক বছর হতে এই ব্যবসার সাথে সংযুক্ত আছি এবং এই পর্যন্ত অনেক লসের সম্মুখীন হয়ে আছি। আমি মনে করি এই ব্যবসা এতটা সহজ নয় যা আমাদেরকে সহজভাবে মুনাফা দিতে পারে। কারণ এখন পর্যন্ত আমি এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারি নাই। তবে আমি মনে করি আমরা যদি সঠিকভাবে এবং অধিক পরিশ্রমের সহিত এই ব্যবসা করতে পারি তাহলে আমরা এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবো। তাই বর্তমানে আমি অধিক পরিশ্রম করে যাচ্ছি।

MdRubelShaikh
2020-01-28, 08:56 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় আমি নতুন। ফরেক্স ব্যবসায় আমি প্রায় তিন মাস ধরে আছি।আমি এখুন ডেমো ট্রেড করি।ভাবছি কিছু ডিপজিট করে রিয়েল ব্যবসা শুুরুু করব।ফরেক্স ব্যবসা অনেক ভালো একটা ব্যবসা।ফরেক্স ব্যবসাকে আমি পেশা হিসেবে নিতে চাই।

saraa
2020-03-15, 11:17 AM
যখনই নতুন ব্যক্তি ফরেক্স মার্কেটে প্রবেশ করেন তখন বাজার সম্পর্কে তাঁর কোনও জ্ঞান এবং অভিজ্ঞতা নেই তবে তিনি এমটি প্ল্যাটফর্মটি কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে শুরুতে এটি কাজ করবেন তা দেখেন না তারা দেখায় যে তারা বেশ কঠিন হয়ে পড়েছে তাই তাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই show এটি কারণ প্রতিটি নতুন ব্যক্তির বাজার সম্পর্কে কোনও জ্ঞান নেই এবং একই সমস্যাগুলির মুখোমুখিফরেক্স ট্রেডিং বিশেষত নবাগত ব্যবসায়ীদের পক্ষে সহজ নয় কারণ নবাবি ব্যবসায়ীদের জ্ঞান এবং দক্ষতার অভাব থাকে এবং জ্ঞান ব্যতীত কোনও ব্যবসায়ী ফরেক্স ব্যবসায়ে টিকে থাকতে পারে না। সুতরাং ট্রেডারকে অবশ্যই শেখার জন্য ভাল সময় ব্যয় করতে হবে কারণ শিখাই না করে ব্যবসায়ের সহজ সরল উপায় নেই ফরেক্সে.ডেমো অ্যাকাউন্টগুলি নতুন জ্ঞাতার্থীদের জন্য ভাল জ্ঞান অর্জনের জন্য আরও সহায়ক।

Hredy
2020-03-15, 11:23 AM
ফরেক্স মার্কেটে আমি এই বছরের আগস্ট মাস থেকে ট্রেড করি। আমি এখনো লসেরর মধ্যে আছি। আশা করি লস কভার করে প্রপিট করতে পারব। আমি নতুন তাই আমাকে পারামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

Kane
2020-03-15, 11:28 AM
ফরেক্স একটি ভাল ব্যবসা। আমি গতকাল থেকে শুরু করেছি ১ম কষ্ট হচ্ছে কিন্ত আমার ভাললাগে। কখনো হাল সারা যাবে না এটা একটি কারন । নতুন দের জন্য কিছু বলার নেই আমি নতুন। তবু বলি এটা করলে ফল পওয়া যাবে।বসে থাকা যাবে না। আস্তে আস্তে এগিয়ে যেতে চাই তার জন্য কাজ করতে হবে। এটা ছারব না আর ছারা যাবে না আর ছারলে কিছু হবে না। এটা করতে হলে একটু কষ্ট করতে হবে কষ্ট

saraa
2020-03-15, 11:32 AM
যখনই নতুন ব্যক্তি ফরেক্স মার্কেটে প্রবেশ করেন তখন বাজার সম্পর্কে তাঁর কোনও জ্ঞান এবং অভিজ্ঞতা নেই তবে তিনি এমটি প্ল্যাটফর্মটি কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে শুরুতে এটি কাজ করবেন তা দেখেন না তারা দেখায় যে তারা বেশ কঠিন হয়ে পড়েছে তাই তাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই এটি কারণ প্রতিটি নতুন ব্যক্তির বাজার সম্পর্কে কোনও জ্ঞান নেই এবং একই সমস্যাগুলির মুখোমুখিফরেক্স ট্রেডিং বিশেষত নবাগত ব্যবসায়ীদের পক্ষে সহজ নয় কারণ নবাবি ব্যবসায়ীদের জ্ঞান এবং দক্ষতার অভাব থাকে এবং জ্ঞান ব্যতীত কোনও ব্যবসায়ী ফরেক্স ব্যবসায়ে টিকে থাকতে পারে না। সুতরাং ট্রেডারকে অবশ্যই শেখার জন্য ভাল সময় ব্যয় করতে হবে কারণ শিখাই না করে ব্যবসায়ের সহজ ও সরল উপায় নেই ফরেক্সে.ডেমো অ্যাকাউন্টগুলি নতুন জ্ঞাতার্থীদের জন্য ভাল জ্ঞান অর্জনের জন্য আরও সহায়ক।

Fardin02
2020-03-25, 10:12 PM
ফরেক্স মাকেটে আমি প্রায় ৬ মাস ধরে আছি।তবে নতুনদের জন্য আমি বলতে চাই ফরেক্স মাকেটে টিকে থাকতে হলে আপনাকে প্রচুর পরিশ্রমি হতে হবে।ধৈয সহকারে ট্রেড করতে হবে।লোভকে পরিহার করতে হবে।মানি ম্যনেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে।ধন্যবাদ

martin
2020-03-26, 08:00 PM
ফরেক্স ব্যবসায় আমি প্রায় ৩ বছর ধরে আছি । আমি ফরক্সে ব্যবসা দিয়ে বুঝতে পারলাম যে বেশী বেশী অধ্যয়ন করতে হবে । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আপনারা ভালোভাবে এই ফরেক্স ব্যবসাকে প্রাধান্য দিয়ে থাকেন তাহলেই লাভবান হতে পারবেন ।

amreta
2020-03-29, 02:47 PM
আপনি ফরেক্স ব্যবসা শুরু করেছেনকবে থেকে ? নতুনদের জন্য আপনার পরামর্শ কি ?

প্রিয় সদস্য মেইন পিছুলে ফরেক্সে যোগ দেন এবং মূলধারার সোহতা কি কি জাহান ভী জাটা হূন মেহনাত এবং মূল বাংলাদেশ ফার্ক ফর্মে যোগদান করেন, পিচ্লে মাহিনে মূল চাহা হুন কি মুখ্য ইয়াহান ক্ষেত্র বনে। বাংলাদেশ এবং ফরেক্স ফরেক্স ফর্মটি করার জন্য দয়া করে সময় দিন

smbiplob
2020-04-21, 01:51 AM
ফরেক্স ট্রেডিং বয়স মাত্র এক হতে দুই মাস যদিও আমি একজন নিজেকে শিক্ষানবিশ হিসেবে ভাবতে খুব পছন্দ করি কারণ ফরেক্স একটা বিশাল জগৎ এখানে শিখার কোন শেষে নেই যত বেশি শিখা যাবে তত বেশি এগিয়ে যাওয়া যাবে এই মার্কেটে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে, তাহলে আপনি এই মার্কেটে ভাল কিছু অর্জন করতে পরবেন আর আমি ফরেক্স কাজ করে বেশ উৎসাহিত ও প্রণোদিত হয়েছি পাশাপাশি আমার আর্থিক অবস্থাও পরিবর্তন করতে পারছি

Hredy
2020-04-28, 03:46 PM
আমি ফরেক্স ব্যবসা শুরু করেছি এই বছরের জুলাই মাস থেকে । এখন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি । ফোরাম হতে প্রাপ্ত বোনাসের মাধ্যমে আমি প্রথম ট্রেড শুরু করি এবং এখনো একটু একটু লাভ করছি আল্লাহর রহমতে । নতুনদের উদ্দেশ্য আমার তেমন কিছু বলার নেই কারণ আমিও একজন নতুন সদস্য । তবে একটা কথা বলব তা হল কখনো হাল ছাড়বেন না । ফরেক্স অনেকধরনের প্রতিকূল অবস্থা ফেস করে আপনি দক্ষ হতে পারবেন একসময় ।

Mas26
2020-04-28, 03:48 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে আমি শুনেছি প্রায় এক বছর হবে।কিন্তু ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করছি বেশ কয়েক মাস ধরে। তবে আমার রিয়াল একাউন্ট এখন পর্যন্ত খোলা হয় নাই। আসা করছি এই মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে লাইভ ট্রেড করতে পারব।মার্কেটে অনেকদি থাকা বড় কথা নয় বরং মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করাটাই মূল বিষয়।

Fxxx
2020-04-28, 05:09 PM
ফরেক্স মার্কেটে আমি প্রায় ২ বছর যাবত আছি এবং ট্রেডিং করে যাছি,অনেক বার ফরেক্স মার্কেট হতে ছিটকে পরে ছি তার পরেও ফরেক্স থেকে চলে না গিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যাচ্ছি,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যদি কোনদিন সফল হতে পারব সেই দিন নিজেকে ভাল ট্রেডার মনে করতে পারব,এবং ট্রেড করতে পারব।

SR12
2020-04-28, 05:20 PM
ফরেক্স করি আমি প্রায় ছয় মাসের মত যদিও এখনো ফরেক্সে নতুন বললেই চলে কারন ছয় মাসে ফরেক্সে দক্ষ হওয়া সম্ভব নয় এখানে আমাকে আরো বেশি সময় ব্যায় করতে হবে যাতে করো আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি।

KGF3010
2020-05-06, 11:30 AM
ফরেক্স মার্কেটে আমি গত ছয় থেকে আট মাস ধরে আছি কিন্তু আমি ফরেক্স মার্কেটে খুব একটা ভাল কিছু করতে পারছি না কারন আমি আমার মানি মেনেজমেন্ট ঠিক মত না করেই ফরেক্স মার্কেটে ট্রেড করে যাচ্ছি যার কারনে আমার শুধু লস হয়ে যাচ্ছে তাই আগে মানি মেনেজমেন্ট তারপর ফরেক্স।

Rion83
2020-05-06, 11:36 AM
আমি নিজেই ফরেক্সে নতুন। মাত্র দুই মাস চলছে। আমি প্রথমে ফরেক্স এর বেসিক সম্পর্কে ধারনা নেই। তারপরে বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে ডেমোতে প্রাকটিস করি ও করছি। বর্তমানে টেকনিক্যাল এনালাইসিসের উপরে ডেমোতে প্রাকটিস করে প্রফিট বের করার চেষ্টা করছি।

Lubna1212
2020-05-23, 07:57 PM
আমি এই বছরের জুলাই থেকে ফরেক্স এক্সচেঞ্জ শুরু করেছি। বর্তমানে আমি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জমায়েত থেকে প্রাপ্ত পুরষ্কারের সাথে আমি প্রথমে আদান প্রদান শুরু করি এবং আমি এখনও আল্লাহর সৌন্দর্যে একটি বাড়া বাড়িয়ে চলেছি। নতুনদের পিছনে অনুপ্রেরণা কিছু বর্ণনা করার নয় কারণ আমি একইভাবে অন্য একটি অংশ। যাইহোক, আমি একটি কথা বলব তা কখনই আত্মসমর্পণ নয়। একবার আপনি অসংখ্য ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে ফরেক্সের দক্ষ হয়ে উঠবে।

Hridoy6763
2020-05-24, 09:52 AM
ফরেক্স এ আমি ২০১৭ সাল থেকে জইন করি,আমি প্রায় ৩ বছর এই বিজিনেস এ,আমি একটানা ২ বছর ডেমো তে অনুশীলন করে থাকি,আমি এখন ও ফরেক্স এর ছাত্র,আমি প্রতিনিয়ত ট্রেড শিখছি,আমি যানি ফরেক্স বিজিনেস থেকে সফল হতে হলে লং টাইম সময় লাগে,তাই আমি ফরেক্স বিজিনেস এ সফল হবার জন্য চেষ্টা চালিয়ে যাছি,দেখা যাক কত সময় লাগে।

Mas26
2020-05-24, 10:26 AM
ফরেক্সে আপনি কতদন ধরে আছেন ?
C bbbb
আপনি ফরেক্স ব্যবসা শুরু করেছেনকবে থেকে ? নতুনদের জন্য আপনার পরামর্শ কি ?

KF84
2020-06-16, 06:25 PM
ফরেক্স মার্কেটে আছি প্রায় ৭ বছর হল । আমি ফরেক্স মার্কেটে যখন আমি প্রথম কাজ শুরু করি তখন আমি কিছুই জানতাম না এখানে কাজ করে অনেক বিষয় সম্পর্কে জানতে পারছি যা আমার জ্ঞানকে আরও প্রতিফলিত করেছে । আমি মনে করি ফরেক্স মার্কেট যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস সেহেতু এখানে ক্যারিয়ার গড়তে পারলে প্রচুর পরিমাণ প্রফিট অর্জন করা যায় তবে তার জন্য অবশ্যই ভালো দক্ষ ও অভিজ্ঞ হতে হবে ।

Hredy
2020-06-16, 06:32 PM
ফরেক্স মার্কেটে আমি এই বছরের আগস্ট মাস থেকে ট্রেড করি। আমি এখনো লসেরর মধ্যে আছি। আশা করি লস কভার করে প্রপিট করতে পারব। আমি নতুন তাই আমাকে পারামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

muslima
2020-06-18, 03:11 AM
আমি প্রিপেয়ার্ড হয়ে তারপর মার্কেট এ প্রবেশ করতে চাই যা বুঝে ট্রেড করতে পারি। আমাদের বেশীর ভাগে সময়ই না বুঝেই ট্রেড দেই যে, কারনে লস হলেও কোন শেখা হয় না। তাই নতুন যারা অবশ্যই ভাল ভাবে প্র্যাকটিস করে তার রিয়েল ট্রেড করবেন। ফরেক্স ব্যবসায় একজন নতুন ট্রেডার ফরেক্স ট্রেড ব্যবসায় আমার ও তেমন কোন ধারনা নেই বা ছিলনা আমি ফরেক্স ট্রেদ করে প্রথমে সাবলম্বলি হয়েছি ।

FATEMAKHATUN
2020-06-18, 06:43 AM
ফরেক্স আমি মাত্র এক মাস কাজ করছি। সবেমাত্র শিখছি আর ডেমোতে প্র্যাকটিস করছি।

FATEMARUMA
2020-06-18, 06:51 AM
আমি ফরেক্সে নতুন কাজ শুরু করেছি। এখনও ডেমো অ্যাকাউন্টেই প্র্যাকটিস করছি।

HASIBURRAHMAN
2020-06-18, 07:21 AM
আমি ফরেক্সে সব মিলে দুই মাস কাজ করছি। ট্রেড করা শুরু করেছি এই এক সপ্তাহ হলো।

Mahmud1984fx
2020-06-18, 09:42 AM
ফরেক্সে বেশ অনেকদিন ধরেই আছি, প্রায় ১০ বছর । তবে বর্তমানে যেভাবে ফরেক্সে সময় দিচ্ছি প্রথমদিকে সেভাবে সময় দিইনি। দক্ষতা-অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেছি। এখনো শিখছি এবং দক্ষতার ঝুলি আরো বড় করার চেষ্টা করছি। যারা নতুন তাদের জন্য বলবো- ফরেক্স সম্পর্কে ভালভাবে জানুন,বুঝুন,মানুন। ডেমোতে যতদিন সম্ভব ট্রেড করে দক্ষতা বাড়ান। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন,লোভকে দূরে রাখুন। প্রথম দিকে ফোরামের বোনাস দিয়েই রিয়েল ট্রেড করুন। সময়ই বলে দিবে কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। ধন্যবাদ।

Soh1952
2020-06-18, 10:05 AM
ফরেক্স সম্পর্কে জানতে পারি ৩ বছর আগে থেকে কিন্তু আামি তখন ফরেক্সে যোগ দিতে পারি নাই তবে আমি প্রায় ২ বছর যাবত ফরেক্সের সাথে যুক্ত আছি।আমি এখন মোটামুটি ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতা অর্জন করতে পেরেছি।এই ফরেক্সে আসার মাধ্যম আমার কাছের এক বন্ধু ওকে আমি ধন্যবাদ জানাই এমন একারা জায়গায় আমাকে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য।

IFXmehedi
2020-06-19, 12:45 AM
আপনি ফরেক্স ব্যবসা শুরু করেছেনকবে থেকে ? নতুনদের জন্য আপনার পরামর্শ কি ?

ভাই ফরেক্স মার্কেটে দীর্ঘ তিন থেকে চার বছর ধরে আছি । তবে সত্যি কথা বলতে কি এখনো আমি ফরেক্স মার্কেট থেকে বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে পারিনি তবে হ্যাঁ ফরেক্স মার্কেটে থেকে আমি ট্রেডিং করে লাভ করি কিন্তু আসলে আমি এটাকে সাফল্য বলে মনে করি না । ফরেক্স ট্রেডিং নিয়ে আমার অনেক স্বপ্ন আছে আমি যখন আমি যখন আমার স্বপ্ন পূরণ করতে পারব তখনই আমি নিজেকে ফরেক্স মার্কেটে সফল বলে বিবেচিত করব । নতুনদের জন্য আমার পরামর্শ হলো না শিখে তারা যেন ফরেক্স ট্রেডিং করতে না আসে ।

Md.shohag
2020-06-19, 12:47 AM
আমি ফরেক্স ব্যবসা শুরু করেছি এই বছরের জুলাই মাস থেকে । এখন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি । ফোরাম হতে প্রাপ্ত বোনাসের মাধ্যমে আমি প্রথম ট্রেড শুরু করি এবং এখনো একটু একটু লাভ করছি আল্লাহর রহমতে । নতুনদের উদ্দেশ্য আমার তেমন কিছু বলার নেই কারণ আমিও একজন নতুন সদস্য । তবে একটা কথা বলব তা হল কখনো হাল ছাড়বেন না । ফরেক্স অনেকধরনের প্রতিকূল অবস্থা ফেস করে আপনি দক্ষ হতে পারবেন একসময় ।

konok
2020-07-03, 06:20 PM
ফরেক্স ব্যবসা শুরু করেছি এই বছরের জুলাই মাস থেকে । এখন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি । ফোরাম হতে প্রাপ্ত বোনাসের মাধ্যমে আমি প্রথম ট্রেড শুরু করি এবং এখনো একটু একটু লাভ করছি আল্লাহর রহমতে । নতুনদের উদ্দেশ্য আমার তেমন কিছু বলার নেই কারণ আমিও একজন নতুন সদস্য । আসা করছি এই মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে লাইভ ট্রেড করতে পারব।মার্কেটে অনেকদি থাকা বড় কথা নয় বরং মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করাটাই মূল বিষয়।

Devdas
2020-07-03, 06:31 PM
ফরেক্স এ আমি কনিষ্ট সদস্য। আমি ফরেক্স এই বছর এ জয়েন করেছি। আমি এই পর্যন্ত ৩ মাস হল আমি ফরেক্স এ জয়েন করেছি। আমি ফরেক্স ফোরাম এ জয়েন করেছি গত মাসের 30 তারিখ এ। আমি এখন বর্তমান এ ফরেক্স ফোরাম এ টাইপ করছি এবং অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে জ্ঞান নিচ্ছি যে কী ভাবে ফরেক্স থেকে সাফলতা অর্জন করা যায় এবং আয় করা যায়।

Suriya Sultana Hira
2020-07-03, 06:37 PM
আমি এই ফরেক্স মার্কেটে ২০২০ সালের মার্চ মাসে জয়েন্ট করেছি এবং সেই থেকে নিয়মিত কাজ করে যাচ্ছি । মাঝে কিছুদিন ব্যস্ততা থাকার কারনে একটু কম কাজ করেছি তবে এখন থেকে আবার নিয়মিত কাজ করার চেষ্টা করছি । আর আমি এই ফরেক্স মার্কেট থেকে খুব একটা ভালো ফলাফল এখনো পাইনি তার কারন হলো আমার সামান্য একটা ভুলের কারনে আমি আমার একাউন্ট জিরো করে ফেলেছি । তাই আমি আগামী বোনাসের আসায় অপেক্ষা করছি,,,, ধন্যবাদ ।

milu
2020-07-03, 10:27 PM
আমি ফরেক্স মার্কেট এ কিছু দিন ধরে ট্রেড করতেছি। আমি গত ছয় থেকে সাত মাস ধরে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে থাকি। তবে আমি আরও অনেক আগে জানতে পেরেছিলাম ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব।সেন্টিমেন্ াল এনালাইসিস কাজে লাগানো চেষ্টা করছি। আমি ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করি। আর প্রতিদিন নিউজ প্রকাশ হবার পরে ট্রেড করি।

Starship
2020-07-03, 11:04 PM
আমি ফরেক্স এ গত এক বছর ইংরেজি ফোরামে ছিলাম। বাংলা ফোরামে একদম নতুন। ফরেক্স হল একটা বিশাল জ্ঞানের ভান্ডার। এখানে শেখার কোন শেষ নেই। প্রতিনিয়ত ফরক্স ট্রেডিং বিষয়ে এনালাইসিস করার চেষ্টা করছি। ডেমো একাউন্টে অনুশীলন করছি। ফরেক্স এ সফল হতে হলে অভিজ্ঞতা অর্জনের বিকল্প কিছু নাই।

Devdas
2020-07-04, 08:57 AM
ফরেক্স এ জয়েন করার আগে আমি প্রায় ২০১৮ সালে আমার এক স্যার এর মধ্যেমে শুনেছি যে এখন থেকে হিউস পরিমান এ টাকা আয় করা যায়। তারপর আমি ফরেক্স সম্পর্কে ই-বুক পড়া শুরু করলাম। ২০১৯ এ আমি ফরেক্স ডেমো একাউন্ট করা শুরু করলাম। এখন ২০২০ জুন এ আমি ফরেক্স ফোরাম এ জয়েন করলাম। তাই আমি বলব ফরেক্স আমি এখন প্রবীন। প্রায় ১ বছর হল আমি ফরেক্স এ আছি। ধন্যবাদ।

Devdas
2020-07-18, 07:13 PM
ফরেক্স এ আমি প্রায় ২ বছর ৩ মাস ধরে আছি। আমি যখন ২০১৮ সাল এ ডিমেম্বর মাসে ডেমো একাউন্ট খোলে ফরেক্স এ ট্রেড করা শুরু করি এবং মার্কেট এর সকল বিষয় অনুশীলন করা শুরু করি। তারপর গত ২০১৯ সাল এ নভেম্বর মাসে ডেমো একাউন্ট প্রাকটিস শেষ করে রিয়েল একাউন্ট খোলি। আমার রিয়েল একাউন্ট এ ব্যালেন্স ছিল ৫০ ডলার। এই ৫০ ডলার দিয়ে আমি ১৪ ডলার এর মত আয় করেছিলাম। এখন আমি অনেকটা কম লটে ট্রেড করে কম আয় করে থাকি। তবে আমি আমার অনেক ব্যালেন্স হলে আমি ট্রেড করব। ধন্যবাদ।

Devdas
2020-08-01, 12:27 AM
আমি ফরেক্স এ প্রায় ২ বছর ধরে আছি। আমি ফরেক্স এ অনেক ধৈর্য্য ধরে পরিশ্রম করে এই পযর্ন্ত এসেছি। তবে আমি ডেমো প্রাকটিস করে অনেক সাফলতা অর্জন করেছি। আমি প্রায় দের বছর ডেমো প্রাকটিস করে এখন বর্তমান এ রিয়েল একাউন্ট খোলে রিয়েল এ ট্রেড করে আয় করছি। আমার টার্গেট অনুযায়ী অনেকটা সাফলতা পাই। আমি ফরেক্স এ আছি ভবিষ্যতে ফরেক্স থেকে ভাল কিছু পাবার জন্য ফরেক্স করে যাচ্ছি।

Smd
2020-08-01, 12:30 AM
ফরেক্স ব্যবসা শুরু করেছি এই বছরের জুলাই মাস থেকে । এখন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি । তবে আমার রিয়াল একাউন্ট এখন পর্যন্ত খোলা হয় নাই। আসা করছি এই মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে লাইভ ট্রেড করতে পারব।মার্কেটে অনেকদি থাকা বড় কথা নয় বরং মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করাটাই মূল বিষয়।

FREEDOM
2020-08-30, 05:50 AM
আমি ফরেক্স মার্কেট এ কিছু দিন ধরে ট্রেড করতেছি। আমি গত ছয় থেকে সাত মাস ধরে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে থাকি। তবে আমি আরও অনেক আগে জানতে পেরেছিলাম ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব। এখান থেকে আমি ফরেক্স এ কাজ করার জন্য বেশি উৎসাহিত হই এবং এর পর থেকেই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে থাকি।

forexmastersharif
2020-08-30, 06:43 AM
ফরেক্স একটা মানসম্মত বিজনেস। আর এখানে সবাই আসতে আগ্রহী কিন্তু ঠিকে থাক মুসকিল। ফরেক্স এর সাথে আমার পরিচয় বেশি দিনের না। এই অল্প দিনের মধ্যে ফরেক্স এ আমি মগ্ন হয়ে গেছি। আমার ক্যারিয়ার ফরেক্স সেট করেত চাই। ফরেক্স শিক্ষার শেষ নাই। আমি প্রতিনিয়ত ফরেক্স এনালাইসিস করে ট্রেড ওপেন করি।

Smd
2020-08-30, 07:09 AM
ফরেক্সে আমি 4 থেকে 5 মাস ধরে কাজ করছি। ফরেক্স ব্যবসায় অভিজ্ঞতার শেষ নাই। এখানে যে যত বেশি অভিজ্ঞ সে তত বেশি সফল। নতুনদের বলার মত আমার এখনো তেমন কোন অভিজ্ঞতা হয়নি। তবে আমি আমার এই ৪ মাসের সামান্য অভিজ্ঞতা হলে এটুকুই বলতে পারব যে, ফরেক্স এ শেখার কোন শেষ নাই।

samun
2020-08-30, 07:57 AM
ফরেক্স মার্কেটের সঙ্গে আমার সম্পর্ক অল্প দিনের সম্পর্ক । প্রায় তিন বছর যাবৎ ফরেক্স মার্কেটের সাথে আমার পথচলা । তবে পেশাগত ভাবে ফরেক্স করছি আজ এক বছর যাবৎ । এখন বিভিন্ন স্ট্র্যটেজি নিয়ে পড়াশুনা করি এবং সময় ও সুযোগ অনুযায়ী ট্রেড করি। ফরেক্সের বিভিন্ন সময় প্রকাশিত নিউজগুলো পড়ি। ফরেক্স সাইটের খুটিনাটি বিষয় নিয়ে গবেষণা ও আলোচনা করে থাকি। ফোরামে নিজেকে আর ভালো দক্ষ ট্রেডার হলে রিয়েল ট্রেডিং এ মুভ করব।

anikhasan
2020-08-30, 08:00 AM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার্স। ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন কিছু জানিনা। যত টুকো জানি নিয়মিত চর্চা করতেছি।আর এই সম্পর্কে ভালো ধারণা আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করতেছি। কষ্ট করতে পারলে অবশ্যই সামনে উন্নতি করতে পারবো।

jimislam
2020-08-30, 12:15 PM
আমি ফরেক্সে ২০১২ সাল থেকে আছি। প্রথমেই বোকার মতো ডিমো ট্রেডিং এ সময় না দিয়ে রিয়েল ট্রেডে অনেক লস করেছি। পরে ডিমো করে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছি। রিস্ক মেনেজমান্ট শিখে গেছি। ফরেক্স ব্যবসায় একজন নতুন ট্রেডার ফরেক্স ট্রেড ব্যবসায় আমার ও তেমন কোন ধারনা নেই বা ছিলনা আমি ফরেক্স ট্রেদ করে প্রথমে সাবলম্বলি হয়েছি ।

zakia
2020-08-30, 03:36 PM
আমি ফরেক্স ব্যবসা প্রায় গত ৩মাস ধরে করছি আমিও ফরেক্স ব্যবসায় একজন নতুন ট্রেডার ফরেক্স ট্রেড ব্যবসায় আমার ও তেমন কোন ধারনা নেই বা ছিলনা আমি ফরেক্স ট্রেদ করে প্রথমে সাবলম্বলি হয়েছি প্রথমেই বোকার মতো ডিমো ট্রেডিং এ সময় না দিয়ে রিয়েল ট্রেডে অনেক লস করেছি। পরে ডিমো করে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছি। রিস্ক মেনেজমান্ট শিখে গেছি। টেকনিকাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগানো চেষ্টা করছি। আমি ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করি। আর প্রতিদিন নিউজ প্রকাশ হবার পরে ট্রেড করি।

sss21
2020-08-30, 03:48 PM
আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি তাই অবশেষে আমি ফরেক্সে ক্জ করার জন্য এসেই পড়লাম কারন ফরেক্স মার্কেটে কাজ াররার মজাই আলাদা যারা এটা বুঝে তারা অনেক বেশি মার্কেেটে কাজ করতে চায়। আর আমি ফরেক্সে কাজ করছি মাস দুয়েক হবে।

FRK75
2020-12-20, 11:39 AM
ফরেক্স ট্রেডিং করছি প্রায় একবছর হলো। তবে আমি ফরেক্স মার্কেটে যখন আমি প্রথম কাজ শুরু করি তখন আমি কিছুই জানতাম না এখানে কাজ করে অনেক বিষয় সম্পর্কে জানতে পারছি যা আমার জ্ঞানকে আরও প্রতিফলিত করেছে। আমি মনে করি ফরেক্স মার্কেট যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস সেহেতু এখানে ক্যারিয়ার গড়তে পারলে প্রচুর পরিমাণ প্রফিট অর্জন করা যায় তবে তার জন্য অবশ্যই ভালো দক্ষ ও অবিজ্ঞ হতে হবে।

Sid
2020-12-20, 04:29 PM
ফরেক্স মার্কেটে আমি এই বছরের আগস্ট মাস থেকে ট্রেড করি। আমি এখনো লসেরর মধ্যে আছি। আশা করি লস কভার করে প্রপিট করতে পারব। আমি নতুন তাই আমাকে পারামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

sss21
2021-02-28, 10:56 PM
ফরেক্স ট্রেডিং করছি প্রায় দুই বছর হলো। তবে আমি ফরেক্স মার্কেটে যখন প্রথম কাজ শুরু করি তখন আমি কিছুই জানতাম না এখানে কাজ করে অনেক বিষয় সম্পর্কে জানতে পারি যা আমার জ্ঞানকে আরও প্রসারিত করেছে। আমি মনে করি ফরেক্স মার্কেট যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস সেহেতু এখানে ক্যারিয়ার গড়ার চেষ্টা করলে প্রচুর পরিমাণ প্রফিট অর্জন করা যায় তবে তার জন্য অবশ্যই ভালো দক্ষতাও অবিজ্ঞতার কোন বিকল্প নেই ।

Smd
2021-05-13, 09:04 PM
ফরেক্স এক প্রকার রিক্সি বিজনেস একানে বিজনেস করার চেয়ে বিসিনেসস এ তিকে থাকাটাই কঠিন। এটা ভয় বা থ্রেদ নই আবার ফরেক্স বিজনেস ভাল ভাবে শিখে করলে অনেক পরিমান লাভবান হওয়া যাবে। আমি ফরক্সে ব্যবসা দিয়ে বুঝতে পারলাম যে বেশী বেশী অধ্যয়ন করতে হবে । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।

Mas26
2021-05-14, 11:24 PM
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ মার্কেট ।এ মার্কেটে আমি থাকার মাধ্যমে আমার নিজেকে অনেক ধন্য মনে করি আসলে ফরেক্স মার্কেটে আমি প্রায় এক থেকে দেড় বছরের মত আছি।

Devdas
2021-07-20, 04:46 PM
ফরেক্স ফোরাম এ আমি প্রায় ৩ বছর হল আমি ফরেক্স এ জয়েন করে ফরেক্স এ লেগে আছি। আমি ফরেক্স এ প্রতিদিন সময় দিয়ে ফরেক্স এ করে যাচ্ছি। আমার ইচ্ছে যে আমি ফরেক্স করে ফরেক্স থেকে ভাল একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হব। আমি সেই আশা ও প্রত্যাশা নিয়ে ফরেক্স করে যাচ্ছি। আমার বিশ্বাস যে আমি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারব। আমি আমার কলেজ চলাকালীন সময়তে আমি তেমন সময় দিতে পারতাম না। এখন লক ডাউন এ কলেজ বন্ধ তাই আমি পুরো সময়ই ফরেক্স এ সময় দিয়ে ফরেক্স করে যাচ্ছি।

Smd
2021-10-25, 12:57 PM
আমি এতদিন আসলে ডেমোতে ট্রেড করেছি কারন অনেক রিস্কি মার্কেট তাই আগের প্রিপারেশন না থাকলে লস করতে হবে। তাই আমি প্রিপেয়ার্ড হয়ে তারপর মার্কেট এ প্রবেশ করতে চাই যা বুঝে ট্রেড করতে পারি। আমাদের বেশীর ভাগে সময়ই না বুঝেই ট্রেড দেই যে, কারনে লস হলেও কোন শেখা হয় না। আমি মনে করি এই ব্যবসা এতটা সহজ নয় যা আমাদেরকে সহজভাবে মুনাফা দিতে পারে। কারণ এখন পর্যন্ত আমি এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারি নাই। তবে আমি মনে করি আমরা যদি সঠিকভাবে এবং অধিক পরিশ্রমের সহিত এই ব্যবসা করতে পারি তাহলে আমরা এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবো।

Smd
2022-01-24, 06:29 PM
আমার পরিবারে অনেকেই ফরেক্সে ট্রড করে অনেক আগে থেকে।আমি তাদের কাছ থেকেই আগ্রহ পেয়েছি। আপনারা আমার জন্য দােয়া করবেন আমি যেন তাদের সকলের মত উন্নতি করতে পারি।আমি যেন জ্ঞান ওদক্ষতা শ্রম দিয় ফরেক্সে উন্নতি করতে পারি।আমি দেখেছি এই ফরেক্স এ যে যত বেশি অভিজ্ঞ সে ততই সফল জীবন।নতুনদের বলার মত আমার কােন অভিজ্ঞতা হয়না। আমি মূলত ফরেক্সে ডলার ডিপোর্জিট করে তার পর স্ক্যাল্পিং ট্রেড করি। আমি সব সময় চেষ্টা করি মার্কেট ভাল করে অ্যানালাইসিস করে তার পর ট্রেড করতে যার কারনে অন্যদের মত আমার লসের তেমন একটা ভয় থাকে না।

samun
2022-04-12, 11:00 AM
ফরেক্স মার্কেটের সঙ্গে আমার সম্পর্ক অল্প দিনের সম্পর্ক । প্রায় ০৪ (চার) বছর যাবৎ ফরেক্স মার্কেটের সাথে আমার পথচলা । তবে পেশাগত ভাবে ফরেক্স করছি আজ এক বছর যাবৎ । এখন বিভিন্ন স্ট্র্যটেজি নিয়ে পড়াশুনা করি এবং সময় ও সুযোগ অনুযায়ী ট্রেড করি। ফরেক্সের বিভিন্ন সময় প্রকাশিত নিউজগুলো পড়ি। ফরেক্স সাইটের খুটিনাটি বিষয় নিয়ে গবেষণা ও আলোচনা করে থাকি। ফোরামে নিজেকে আর ভালো দক্ষ ট্রেডার হলে রিয়েল ট্রেডিং শুরু করব বলে নিজেকে প্রস্তুত করছি।

FRK75
2023-01-12, 09:47 PM
ফরেক্স আমি গত ৩ বছর যাবত আছি। এখনও শিখছি আশা রাখি এই বছরের মধ্যে রিয়েল ট্রেড করতে শুরু করবো। আমি এতদিন আসলে ডেমোতে ট্রেড করেছি কারন অনেক রিস্কি মার্কেট তাই আগের প্রিপারেশন না থাকলে লস করতে হবে। তাই আমি প্রিপেয়ার্ড হয়ে তারপর মার্কেট এ প্রবেশ করতে চাই যা বুঝে ট্রেড করতে পারি। আমাদের বেশীর ভাগে সময়ই না বুঝেই ট্রেড দেই যে, কারনে লস হলেও কোন শেখা হয় না। তাই নতুন যারা অবশ্যই ভাল ভাবে প্র্যাকটিস করে তার রিয়েল ট্রেড করবেন।তিনি এমটি প্ল্যাটফর্মটি কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে শুরুতে এটি কাজ করবেন তা দেখেন না তারা দেখায় যে তারা বেশ কঠিন হয়ে পড়েছে তাই তাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই এটি কারণ প্রতিটি নতুন ব্যক্তির বাজার সম্পর্কে কোনও জ্ঞান নেই এবং একই সমস্যাগুলির মুখোমুখিফরেক্স ট্রেডিং বিশেষত নবাগত ব্যবসায়ীদের পক্ষে সহজ নয় কারণ নবাবি ব্যবসায়ীদের জ্ঞান এবং দক্ষতার অভাব থাকে এবং জ্ঞান ব্যতীত কোনও ব্যবসায়ী ফরেক্স ব্যবসায়ে টিকে থাকতে পারে না। সুতরাং ট্রেডারকে অবশ্যই শেখার জন্য ভাল সময় ব্যয় করতে হবে কারণ শিখাই না করে ব্যবসায়ের সহজ ও সরল উপায় নেই ফরেক্সে.ডেমো অ্যাকাউন্টগুলি নতুন জ্ঞাতার্থীদের জন্য ভাল জ্ঞান অর্জনের জন্য আরও সহায়ক।

FRK75
2023-06-01, 12:18 PM
গত ৩ বছর যাবত আছি। এখনও শিখছি আশা রাখি এই বছরের মধ্যে রিয়েল ট্রেড করতে শুরু করবো। আমি এতদিন আসলে ডেমোতে ট্রেড করেছি কারন অনেক রিস্কি মার্কেট তাই আগের প্রিপারেশন না থাকলে লস করতে হবে। তাই আমি প্রিপেয়ার্ড হয়ে তারপর মার্কেট এ প্রবেশ করতে চাই যা বুঝে ট্রেড করতে পারি। আমাদের বেশীর ভাগে সময়ই না বুঝেই ট্রেড দেই যে, কারনে লস হলেও কোন শেখা হয় না। তাই নতুন যারা অবশ্যই ভাল ভাবে প্র্যাকটিস করে তার রিয়েল ট্রেড করবেন।নতুন ব্যক্তি ফরেক্স মার্কেটে প্রবেশ করেন তখন বাজার সম্পর্কে তাঁর কোনও জ্ঞান এবং অভিজ্ঞতা নেই তবে তিনি এমটি প্ল্যাটফর্মটি কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে শুরুতে এটি কাজ করবেন তা দেখেন না তারা দেখায় যে তারা বেশ কঠিন হয়ে পড়েছে তাই তাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই এটি কারণ প্রতিটি নতুন ব্যক্তির বাজার সম্পর্কে কোনও জ্ঞান নেই এবং একই সমস্যাগুলির মুখোমুখিফরেক্স ট্রেডিং বিশেষত নবাগত ব্যবসায়ীদের পক্ষে সহজ নয় কারণ নবাবি ব্যবসায়ীদের জ্ঞান এবং দক্ষতার অভাব থাকে এবং জ্ঞান ব্যতীত কোনও ব্যবসায়ী ফরেক্স ব্যবসায়ে টিকে থাকতে পারে না। সুতরাং ট্রেডারকে অবশ্যই শেখার জন্য ভাল সময় ব্যয় করতে হবে কারণ শিখাই না করে ব্যবসায়ের সহজ ও সরল উপায় নেই ফরেক্সে.ডেমো অ্যাকাউন্টগুলি নতুন জ্ঞাতার্থীদের জন্য ভাল জ্ঞান অর্জনের জন্য আরও সহায়ক।

Mas26
2023-12-29, 07:20 PM
আমি দীর্ঘ ৪ বছরের ও বেশি সময় ফরেক্স করে আসছি। ফরেক্স এ সফল হতে হলে আপনাকে আগে অভিজ্ঞ হতে হবে। ফরেক্স ব্যবসায় অভিজ্ঞতার শেষ নাই। এখানে যে যত বেশি অভিজ্ঞ সে তত বেশি সফল। নতুনদের বলার মত আমার এখনো তেমন কোন অভিজ্ঞতা হয়নি। তবে আমি আমার এই ৪ বছরের সামান্য অভিজ্ঞতা হলে এটুকুই বলতে পারব যে, ফরেক্স এ শেখার কোন শেষ নাই। এখানে ধৈর্য্য নিয়ে আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন।