PDA

View Full Version : ফরেক্স মার্কেট স্পিড কাকে বলে?



Biplob
2015-10-06, 05:30 PM
আমি নতুন ট্রেডার,আমি জানতে চাই স্পিড কি?

AbuRaihan
2015-10-06, 06:17 PM
ফরেক্স মার্কেটে স্পিড হল ব্রোকারের কমিশন । যদি আপনি কোন অর্ডার ওপেন করেন তখন সেখান থেকে ব্রোকার প্রথমেই তার প্রাপ্য কমিশন কেটে নিবে এবং তার পরবর্তীতে আপনার লভ্যাংশ হিসাব করা হবে । একেক ব্রোকারের একেক ধরনেরস্পিড রয়েছে কোন ব্রোকার কম এবং কোন ব্রোকর বেশি এভাবে নিয়ে থাকে ।

MotinFX
2015-10-06, 07:51 PM
স্পীড হল ব্রোকার কমিশন। প্রত্যেক ব্রোকার এই কমিশন নিয়ে থাকে। যখন আমি একটি ট্রেড অপেন করার পর কয়েক পিপস মাইনাস দেখাই এটাই স্পীড। কোন ব্রোকার কম আবার কোন ব্রোকার বেশি নিয়ে থাকে। ব্রোকার গুলো এই টাকা দিয়ে চলে।

basaki
2016-01-22, 12:41 PM
ফরেক্স মার্কেটে স্পেড হচ্ছে আপনি যে পিয়ারটি ক্রয় করবে তার মধ্য যত লসে আপনার ক্রয়টি ওপেন হয় তাই হচ্ছে স্পেড। তবে কোন কোন ব্রোকারে কম বেশি হয়ে থাকে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে যারা ভাল তারা এইসব চিন্তা করে না। তারা নিয়ম মেনে ট্রেড করে থাকে।

sharifulbaf
2016-01-22, 02:26 PM
ফরেক্স মার্কেট এ স্প্রেড বলতে আমি মনেকরি কারেন্সিতে আস্ক প্রাইস আর বাইড প্রাইসের মধ্যে পার্থ্যক্যে আমরা স্প্রেড বলি এই স্প্রেড ফরেক্স এর বিভিন্ন ব্রোকারে বিভিন্ন হতে পারে,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেট এ একাউন্ট করে ফরেক্স ট্রেডিং করতে হবে।

raju0000
2016-01-29, 02:31 PM
আমার অনে হয় আপনি স্প্রেড কে বুঝছেন. স্প্রেড হলো ফরেক্স এ ব্রোকার দের লাভ, ফরেক্স এ যে ব্রোকার আপনাকে এত ট্রেড করার সুযোগ করে দিছে, আপনার জন্য একাউন্ট মানাগে করছে, আপনি যার মাধমে ট্রেড করছেন তাকে তো কিছু লাভ দিতে হবে, এই স্প্রেড তাই হলো তার লাভ, প্রতিটি পেয়ার এর ই ব্রোকার কতৃক নির্ধারিত স্প্রেড থাকে.

Realifat
2016-01-29, 02:35 PM
আপনি যেটাকে স্পিড বলছেন সেটা আসলে স্পিড নয় সেটা হচ্ছে স্প্রেড।ফরেক্সে স্প্রেড হচ্ছে ব্রোকারের পাওনা।ব্রোকারের মাধ্যমেই আমরা ফরেক্স ট্রেডিং করি।এজন্য ব্রোকার আমাদের নিকট থেকে পাওনাস্বরূপ প্রতিটি ট্রেডে স্প্রেডের মাধ্যমে চার্জ কর্তন করে। এজন্য আমরা প্রতিটি ট্রেড ওপেনের সাথে সাথে দু তিন পিপস লস দেখতে পারি।

md mehedi hasan
2016-01-29, 03:39 PM
ফরেক্স মার্কেটে স্প্রেড হল আপনি যখন কোন পিয়ারে ট্রেড ওপেন করবেন তখনন ট্রেড ওপেন করার সাথ সাথে ব্রোকার কিছু কমিশন কেটে নিবে।ব্রোকার সাইড বিভিন্ন পিয়ার আনুযাযী কমিশন কম ও বেশি কেটে নেয়।যেমন মেজর কারেন্সিতে স্প্রেড কম কাটে এবং ক্রস কারেন্সিতে স্প্রেড বেশি কাটে।

Marufa
2016-02-19, 06:26 PM
কথাটা স্পিড না । কথাটা হবে স্প্রেড । ফরেক্স মার্কেট এ মেটা ট্রেডার বা অন্য কোন ট্রেডিং সফটওয়্যার দিয়ে আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন তখন ব্রোকার আপনার থেকে কিছু পিপস্ কমিশন হিসেবে নিয়ে নিবে । আপন লাভ করেন আর লস করেন ব্রোকারকে কমিশন দিতেই হবে । একেই স্প্রেড বলা হয় ।কম স্প্রেড অনেক ভাল একটি বিষয় বলে আমি মনে করি ।

Sahed
2016-02-20, 04:56 PM
এক কথায় স্প্রেড হচ্ছে কমিশন । ফরেক্স মার্কেটে আপনি যে ব্রোকারের অধিনে আপনি একাউন্ট খুলে থাকেন সেই ব্রোকারকে প্রতিটি ট্রেড ওপেন করার জন্য কমিশন দিতে হবে । আপনি খেয়াল করলে দেখবেন আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তা কয়েক পিপস লসে ওপেন হবে ॥ এটাই হচ্ছে স্পেড বা ব্রোকারের কমিশন । আপনি ট্রেডে লাভ করেন আর লস করেন ব্রোকারের কমিশন *আপনাকে দিতেই হবে ।

udaydebnath
2016-11-01, 11:26 PM
স্পিড মানেতো বাংলাং গতি। তবে আমার মনে হয় ওটা স্পিড নয় স্প্রেড হবে। স্প্রেড হল ব্রোকারের লাভ। ব্রোকার ভেদে স্প্রেড কম বা বেশি হতে পারে। এটা বেশি হলে ট্রেডারের লাভ করার ক্ষমতা কমে যায়। তাই স্প্রেড কম হলেই ভাল।

RUBEL MIAH
2017-04-27, 06:00 PM
ধরনের স্পিড রয়েছে কোন ব্রোকার কম এবং কোন ব্রোকর বেশি এভাবে নিয়ে থাকে । আপনি ট্রেডে লাভ করেন আর লস করেন ব্রোকারের কমিশন আপনাকে দিতেই হবে । মেজর কারেন্সিতে স্প্রেড কম কাটে এবং ক্রস কারেন্সিতে স্প্রেড বেশি কাটে ।

uzzal05
2017-05-23, 04:03 PM
আপনার বানান হয়তো ভুল হয়েছে। কারন আপনার বানান্টি হবে স্প্রেড। ফরেক্স এ ট্রেড করলে আমাদের থেকে ব্রোকার কিছউ চার্জ কেটে নেয়। ফরেক্স এর ভাষায় একে স্প্রেড বলা হয়। প্রত্যক ব্রোকার এ কম বেশী স্প্রেড কাটে।

Mamun13
2017-11-30, 09:59 PM
এটা স্পীড নয়,এটা হলো স্প্রেড যা ব্রোকারদের সার্ভিস চার্জ রূপে গন্য হয়ে থাকে৷আমরা ট্রেডারগণ ফরেক্স মার্কেটে ট্রেড করি এই ব্রোকারের মাধ্যমে৷তাই ব্রোকার প্রত্যেক ট্রেডে এন্ট্রী করার সময়েই খুব সামান্য পরিমান মাত্র ৩/৪ পিপস কমিশন বা ফী কেটে নেয়৷এটাই হলো তাদের স্প্রেড৷

abdul malek
2017-12-02, 11:23 PM
স্পীড হল ব্রোকার কমিশন।প্রত্যেক ব্রোকার এই কমিশন নিয়ে থাকে।যখন আমি একটি ট্রেড অপেন করার পর কয়েক পিপস মাইনাস দেখাই এটাই স্পীড।কোন ব্রোকার কম আবার কোন ব্রোকার বেশি নিয়ে থাকে।আপনি খেয়াল করলে দেখবেন আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তা কয়েক পিপস লসে ওপেন হবে এটাই হচ্ছে স্পেড বা ব্রোকারের কমিশন।আপনি ট্রেডে লাভ করেন আর লস করেন ব্রোকারের কমিশন আপনাকে দিতেই হবে।

morshed naim
2017-12-02, 11:35 PM
ফরেক্স মার্কেটে স্পিড হল ব্রোকারের কমিশন।যদি আপনি কোন অর্ডার ওপেন করেন তখন সেখান থেকে ব্রোকার প্রথমেই তার প্রাপ্য কমিশন কেটে নিবে এবং তার পরবর্তীতে আপনার লভ্যাংশ হিসাব করা হবে।ফরেক্স মার্কেট এ মেটা ট্রেডার বা অন্য কোন ট্রেডিং সফটওয়্যার দিয়ে আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন তখন ব্রোকার আপনার থেকে কিছু পিপস্ কমিশন হিসেবে নিয়ে নিবে।আপন লাভ করেন আর লস করেন ব্রোকারকে কমিশন দিতেই হবে।একেই স্প্রেড বলা হয়।কম স্প্রেড অনেক ভাল একটি বিষয় বলে আমি মনে করি।

Maria17
2017-12-03, 01:08 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

01797733223
2017-12-04, 11:27 AM
ভাই এখানে স্প্রেড বলতে ব্রোকারের চার্জ বা কমিশনকে বোঝানো হয় । প্রত্যেকটি ব্রোকারের ভিন্ন ভিন্ন স্প্রেড কারও কম কারও আবার অনেক বেশি, যেমন ফরেক্স টাইমের স্প্রেড সাধারণত অনেক বেশি । কিন্তু ইনস্টা ফরেক্সের স্প্রেড অনেক কম । এখন আপনি যতগুলো ট্রেড ওপেন করবেন, আপনার লাভ লস যাই হোক না কেন, প্রত্যেকটি ট্রেডের জন্য আপনাকে তিন পিপস কমিশন দিতে হবে সেটাই এখানে স্প্রেড । এটা সবার জন্য বাধ্যতামূলক ।

FREEDOM
2020-06-21, 09:26 PM
আমি নতুন ট্রেডার,আমি জানতে চাই স্পিড কি?

স্প্রেড হলো ব্রোকারের কমিশন যার দ্বারা ব্রোকার প্রফিট করে থাকে। আমরা যখন ট্রেড করি তখন ট্রেডটা দুই তিন পিপস নিচ থেকে এন্ট্রি নেয় আর সেটা মুলত ব্রোকারের কমিশন হিসেবেই কেটে নেয়। আপনি যে ভলিউমে ট্রেড করবেন সেই ভলিউমের তিনগুন প্রথমে লস দেখাবে এটাই মুলত স্প্রেড বা সোজা কথায় বলতে বিড ও আসকের মধ্যে যে পার্থ্যক্য সেটাই স্প্রেড হিসেবে ধরা হয়ে থাকে।

konok
2020-06-23, 02:23 PM
ফরেক্স মার্কেটে স্পেড হচ্ছে আপনি যে পিয়ারটি ক্রয় করবে তার মধ্য যত লসে আপনার ক্রয়টি ওপেন হয় তাই হচ্ছে স্পেড। তবে কোন কোন ব্রোকারে কম বেশি হয়ে থাকে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে যারা ভাল তারা এইসব চিন্তা করে না। তারা নিয়ম মেনে ট্রেড করে থাকে। ব্রোকার সাইড বিভিন্ন পিয়ার আনুযাযী কমিশন কম ও বেশি কেটে নেয়।যেমন মেজর কারেন্সিতে স্প্রেড কম কাটে এবং ক্রস কারেন্সিতে স্প্রেড বেশি কাটে।

NEWVISION2020
2020-06-23, 08:46 PM
ফরেক্স মার্কেটে আপনি যদি কোন ট্রেড ওপেন করে থাকেন তাহলে দেখবেন যে আপনি যে প্রাইসে ট্রেড ওপেন করেছেন আপনার ট্রেডটি তার থেকে কিছু কম বা বেশি প্রাইসে ওপেন হয়েছে। অর্থাৎ কোয়াটো কারেন্সি এবং বেস কারেন্সি মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকেই স্প্রেড বলা হয়ে থাকে। আবার একে ব্রোকারের কমিশনও বলা হয়ে থাকে।কেননা আমাদের প্রতিটা ট্রেড থেকে ব্রোকার একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন কেটে নিয়ে থাকে আর এই কমিশনের পরিমাণ হয় কোয়াটো কারেন্সি এবং বেস কারেন্সি মধ্যে যে পার্থক্য থাকে সেই পরিমান।

Starship
2020-06-23, 10:29 PM
আমরা ফরেক্স মার্কেটে স্পেড বলতে বুঝি, আমরা যে ব্রোকারের মাধ্যমে ট্রেড করে থাকি, তার পাওয়া স্বরূপ ট্রেড চার্জকে বুঝায়। আরা ট্রেড ক্লোজ করার সময় যে পরিমাণ পিপস মুনাফা বা ক্ষতি হয় তা হতে যে অংশ কেটে নেওয়া হয় তাকেই স্পেড বলা হয়ে থাকে।

DEARMUM100
2020-06-30, 08:36 PM
স্প্রেড হলো কমিশন দেওয়া।ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।যখন একটি ট্রেড ওপেন করা হয় তখন ট্রেডটি কিছু টা লসে ওপেন করা হয় এটাকেই স্প্রেড বলে।বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয় আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশী হতে পারে।

Mas26
2020-06-30, 08:39 PM
ফরেক্স মার্কেটে স্প্রেড হল আপনি যখন কোন পিয়ারে ট্রেড ওপেন করবেন তখনন ট্রেড ওপেন করার সাথ সাথে ব্রোকার কিছু কমিশন কেটে নিবে।ব্রোকার সাইড বিভিন্ন পিয়ার আনুযাযী কমিশন কম ও বেশি কেটে নেয়।যেমন মেজর কারেন্সিতে স্প্রেড কম কাটে এবং ক্রস কারেন্সিতে স্প্রেড বেশি কাটে।

muslima
2020-08-20, 01:42 AM
আপনি কোন অর্ডার ওপেন করেন তখন সেখান থেকে ব্রোকার প্রথমেই তার প্রাপ্য কমিশন কেটে নিবে এবং তার পরবর্তীতে আপনার লভ্যাংশ হিসাব করা হবে । একেক ব্রোকারের একেক ধরনের স্প্রেড রয়েছে কোন ব্রোকার কম এবং কোন ব্রোকর বেশি এভাবে নিয়ে থাকে । আমরা ট্রেডারগণ ফরেক্স মার্কেটে ট্রেড করি এই ব্রোকারের মাধ্যমে৷তাই ব্রোকার প্রত্যেক ট্রেডে এন্ট্রী করার সময়েই খুব সামান্য পরিমান মাত্র ৩/৪ পিপস কমিশন বা ফী কেটে নেয়৷এটাই হলো তাদের স্প্রেড৷

Sid
2020-08-20, 08:07 AM
ফরেক্স মার্কেট এ স্প্রেড বলতে আমি মনেকরি কারেন্সিতে আস্ক প্রাইস আর বাইড প্রাইসের মধ্যে পার্থ্যক্যে আমরা স্প্রেড বলি এই স্প্রেড ফরেক্স এর বিভিন্ন ব্রোকারে বিভিন্ন হতে পারে,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেট এ একাউন্ট করে ফরেক্স ট্রেডিং করতে হবে।

IFXmehedi
2020-08-20, 02:03 PM
আমি নতুন ট্রেডার,আমি জানতে চাই স্পিড কি?

ভাই মার্কেট এর স্পিড বলে কিছু নেই সেটা হতে পারে স্প্রেড । মার্কেটের স্প্রেড সেটা তো একটা ব্রোকার উপর নির্ভর করে । ব্রোকার ভেদে মার্কেটের স্প্রেড ভিন্ন ভিন্ন । ইন্সটাফরেক্সের স্প্রেড হল ৩ পিপস্ তবে সবগুলো পেয়ারে আবার একই স্প্রেড থাকে না । বিভিন্ন বিভিন্ন পেয়ারে স্প্রেড ভিন্ন ভিন্ন । আসলে স্প্রেড বিষয়গুলো ফরেক্সের খুব ব্যাসিক জিনিস । আপনি ফরেক্স মার্কেটে বেসিক বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করলেই এসব খুঁটিনাটি জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন ।

Md.shohag
2020-12-15, 06:07 AM
ফরেক্স মার্কেটে স্পেড হচ্ছে আপনি যে পিয়ারটি ক্রয় করবে তার মধ্য যত লসে আপনার ক্রয়টি ওপেন হয় তাই হচ্ছে স্পেড। তবে কোন কোন ব্রোকারে কম বেশি হয়ে থাকে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে যারা ভাল তারা এইসব চিন্তা করে না। তারা নিয়ম মেনে ট্রেড করে থাকে।

sss21
2020-12-17, 05:39 PM
ধরনের স্পিড রয়েছে কোন ব্রোকার কম এবং কোন ব্রোকর বেশি এভাবে নিয়ে থাকে । আপনি ট্রেডে লাভ করেন আর লস করেন ব্রোকারের কমিশন আপনাকে দিতেই হবে । মেজর কারেন্সিতে স্প্রেড কম কাটে এবং ক্রস কারেন্সিতে স্প্রেড বেশি কাটে ।

Happy1212
2020-12-17, 06:03 PM
ফরেক্স মার্কেটে ছড়িয়ে দিয়ে আমি অর্থ জিজ্ঞাসা মূল্য এবং অফারের ব্যয়ের মধ্যে পার্থক্য বোঝায়। আমরা ছড়িয়ে পড়ে রাজ্য। এই স্প্রেডটি বিভিন্ন বিদেশী প্রতিনিধিদের মধ্যে বিভিন্নভাবে সাজানো যেতে পারে, তাই আমাদের যদি ফরেক্স ট্রেডিং করতে হয় তবে আমাদের ফরেক্স মার্কেটে রেকর্ড সহ ফরেক্স ট্রেডিং করতে হবে।

KF84
2020-12-28, 09:21 PM
ফরেক্স মার্কেটে স্প্রেড বলতে বুঝায় আসলে ব্রোকারের কমিশন । যেমন ধরুন আপনি একটি ট্রেড ওপেন করতে চান তখন দেখবেন যে মার্কেট এ পেয়ারের পজিশন যত দেখাচ্ছে তার চেয়ে কয়েক পিপ্স বেশি বা কম পজিশন এ ট্রেড ওপেন হচ্ছে । যে কয়েক পিপ্স বেশি বা কম এ ট্রেড ওপেন হচ্ছে ঐ কয়েক পিপ্স হল ব্রোকারের কমিশন । আপনি প্রাইস কোটেশন দেখলে বুঝতে পারবেন যে ঐ খানে বাই এর জন্য এক প্রাইস আর সেল এর জন্য এক প্রাইস দেয়া আছে আর নিচে স্প্রেড কত পিপ্স তা লেখা আছে ।

FRK75
2021-01-20, 10:53 AM
এটা হলো স্প্রেড যা ব্রোকারদের সার্ভিস চার্জ রূপে গন্য হয়ে থাকে৷আমরা ট্রেডারগণ ফরেক্স মার্কেটে ট্রেড করি এই ব্রোকারের মাধ্যমে৷তাই ব্রোকার প্রত্যেক ট্রেডে এন্ট্রী করার সময়েই খুব সামান্য পরিমান মাত্র ৩/৪ পিপস কমিশন বা ফী কেটে নেয়৷এটাই হলো তাদের স্প্রেড৷ব্রোকার সাইড বিভিন্ন পিয়ার আনুযাযী কমিশন কম ও বেশি কেটে নেয়।যেমন মেজর কারেন্সিতে স্প্রেড কম কাটে এবং ক্রস কারেন্সিতে স্প্রেড বেশি কাটে।

Rony1122
2021-01-20, 11:51 AM
স্পেড হচ্চে ব্রকার কমিশন।প্রতিটা টেড ওপেন এর বিনিময়ে টেডার আপনার কাছ থেকে একটা চাজ বা কমিশন নিবে যেটা কে স্পেড বলে।

EmonFX
2021-01-20, 12:14 PM
আমি নতুন ট্রেডার,আমি জানতে চাই স্পিড কি?

ফরেক্স মার্কেটে স্প্রেড বলতে ব্রোকারের লভ্যাংশ বা কমিশন কে বোঝায়। ব্রোকার এই কমিশন হলো বিট প্রাইস এবং আস্ক প্রাইস এর মধ্যবর্তী পিপস। আপনি ট্রেড ওপেন করার পরে দেখবেন প্রতিটি ট্রেড কিছুটা মাইনাস বা লস দিয়ে শুরু হয়। বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ারে ভিন্ন ভিন্ন স্প্রেড নির্ধারিত থাকে। কিছু কিছু পেয়ারে 3 টিপস আবার কিছু পেরে 6 টিপস স্প্রেড কেটে নেয়া হয়। গোল্ড মেটালে ৮০ পিপস, সিলভারে ৪০ পিপস করে স্প্রেড কাটা হয়।

ধরুন, আপনি একটি ট্রেড ওপেন করলেন যার বিট প্রাইস ১.২০২১ এবং আস্ক প্রাইস ১.২০২৪। তাহলে এই মধ্যবর্তী ৩ টিপস হলো ব্রোকারের কমিশন বা লভ্যাংশ যেটাকে আমরা স্প্রেড বলে থাকি।

EK092
2021-01-20, 01:06 PM
আপনার বানান ভুল হতে পারে। যেহেতু আপনার বনতি ছড়িয়ে থাকবে। ফরেক্স বিনিময় করার সময়, এজেন্টটি আমাদের কাছ থেকে কয়েকটি চার্জ কেটে দেয়। ফরেক্সের ভাষায় একে স্প্রেড বলা হয়। প্রতিটি ডিলার বেশ প্রসারণ কাটা।

Smd
2021-04-15, 09:06 PM
আপনি যে পিয়ারটি ক্রয় করবে তার মধ্য যত লসে আপনার ক্রয়টি ওপেন হয় তাই হচ্ছে স্পেড। তবে কোন কোন ব্রোকারে কম বেশি হয়ে থাকে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে যারা ভাল তারা এইসব চিন্তা করে না। আপনি যে ব্রোকারের অধিনে আপনি একাউন্ট খুলে থাকেন সেই ব্রোকারকে প্রতিটি ট্রেড ওপেন করার জন্য কমিশন দিতে হবে । আপনি খেয়াল করলে দেখবেন আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তা কয়েক পিপস লসে ওপেন হবে ।

muslima
2021-04-17, 06:02 PM
ফরেক্স মার্কেটে আপনি যদি কোন ট্রেড ওপেন করে থাকেন তাহলে দেখবেন যে আপনি যে প্রাইসে ট্রেড ওপেন করেছেন আপনার ট্রেডটি তার থেকে কিছু কম বা বেশি প্রাইসে ওপেন হয়েছে। অর্থাৎ কোয়াটো কারেন্সি এবং বেস কারেন্সি মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকেই স্প্রেড বলা হয়ে থাকে। আবার একে ব্রোকারের কমিশনও বলা হয়ে থাকে। আমরা ট্রেডারগণ ফরেক্স মার্কেটে ট্রেড করি এই ব্রোকারের মাধ্যমে৷তাই ব্রোকার প্রত্যেক ট্রেডে এন্ট্রী করার সময়েই খুব সামান্য পরিমান মাত্র ৩/৪ পিপস কমিশন বা ফী কেটে নেয়৷এটাই হলো তাদের স্প্রেড৷

samun
2021-04-25, 11:16 AM
ফরেক্স মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় আমরা সাধারণত যে মাইনাস কমিশন দেখতে পাই সেটি আসলে ব্রোকার কমিশন অর্থাৎ এটি এক একটি কারেন্সিতে একেক ধরনের স্প্রেড থাকে যার উপর কমিশন কাটা হয় যেমন জিবিপি ইউএসডি তে প্লীজ স্প্রেড কাটা হয় এতে করে যদি আপনি আনুমানিক 10 শ্রেণির ট্রেড ওপেন করে থাকেন তবে আপনার -30 দেখাবে এটি হল মার্কেট স্প্রেড

Smd
2021-08-24, 02:29 PM
যখন আমি একটি ট্রেড অপেন করার পর কয়েক পিপস মাইনাস দেখাই এটাই স্পীড।কোন ব্রোকার কম আবার কোন ব্রোকার বেশি নিয়ে থাকে।আপনি খেয়াল করলে দেখবেন আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তা কয়েক পিপস লসে ওপেন হবে এটাই হচ্ছে স্পেড বা ব্রোকারের কমিশন। আপনি যে পিয়ারটি ক্রয় করবে তার মধ্য যত লসে আপনার ক্রয়টি ওপেন হয় তাই হচ্ছে স্পেড। তবে কোন কোন ব্রোকারে কম বেশি হয়ে থাকে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে যারা ভাল তারা এইসব চিন্তা করে না। তারা নিয়ম মেনে ট্রেড করে থাকে।