PDA

View Full Version : একাউন্ট ভেরিফিকেশনে নিজের ভোটার আইডি দেয়



mhorrom777
2015-10-06, 09:10 PM
ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশনের জন্য কি নিজের ভোটার আইডি কার্ড যদি না থাকে তাহলে করণীয় কি?

raihanuddin
2015-10-07, 01:43 AM
আপনার যদি ভোটার আইডি কাড না থাকে তাহলে আপনি আপনার পরিবারের কারো আইডি কাড দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে পারেন।তবে আপনি যার আইডি কাড দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করবেন সেই ব্যক্তির নামেই একাউন্ট করতে হবে।ধন্যবাদ।

AbuRaihan
2015-10-07, 07:52 AM
বেশিরভাগ ক্ষেত্রেই ভেরিপিকেশন করা হয় ভোটার আইডি কার্ডের মাধ্যমে । তবে অনেকের ভোটার আইডি কার্ড না থাকায় তাদের ভেরিপিকেশন করতে একটু বিড়ম্বনায় পরতে হয় । ভোটার আইডি কার্ডের বিকল্প হল পাসপোর্ট । আমার নিজেরও ভোটার আইডি কার্ড নেই তাই আমি পাসপোর্ট এর মাধ্যমে করার কথা ভাবছি । এছাড়াও আপনি চাইলে পরিবারের কারো নামে একাউন্ট খুলে তার আইডি কার্ড দিয়ে ভেরিপিকেশন করতে পারবেন ।

basaki
2016-01-22, 04:50 PM
একাউন্ট ভেরিফাই করতে আপনাকে আপনার নিজের ভোটার আইডি কার্ড দেওয়া অনেক ভাল হয়। আর যদি আপনি তা না পারেন তবে আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড বানিয়ে নিতে পারেন এতে করে আপনার অনেক উপকারে আসবে। তাই নিজের টা অনেক ভাল।

Sahed
2016-01-22, 08:24 PM
ইন্সটা ফরেক্স এ আপনাকে একাউন্ট অবশ্যই ভেরিফিকেশন করতে হয় । তার জন্য আপনার ভোটার আইডি অবশ্যই প্রযোজন । আপনার ভোটার আইডি বা পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনার পরিবারের কার ভোটার আইডি দিয়ে আপনি একাউন্ট ভেরিফিকেশন করে নিতে পারবেন । তবে মনে রাখবেন ভোটার *আইডি এবং একাউন্ট হোল্ডারের নাম একই হতে হবে । ধন্যবাদ ।।

Marufa
2016-02-14, 09:39 AM
ফরেক্স ব্রোকারের নিয়ম অনুযায়ী আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তবে ড্রাইভিং লাইসেন্স , পাসপোর্ট ইত্যাদি কাগজপত্র ব্যবহার করতে পারেন । যদি কছুই না থাকে তবে যত দ্রুত সম্ভব তৈরি করে নিন । কারন এগুলো ছাড়া আপনি কিছুই করতে পারবেন না । এমনি টা্কা উত্তোলন করতে গেলেও এগুলোর প্রয়োজন হবে ।

Realifat
2016-02-14, 09:45 AM
ফরেক্সে জয়েন করতে হলে সবাইকে প্রাপ্তবয়স্ক হতে হবে।আর প্রাপ্তবয়স্ক সবাই ন্যাশনাল আইডি কার্ডের মালিক হওয়ায় ইন্সটাফরেক্সে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টের ভেরিফিকেশন করতে হয়।তবে অনেকই হয়তো সঠিক সময়ে আইডি হাতে পেতে দেরি হয়। এজন্য নিজের আইডি না থাকার জন্য অনেকেই ভেরিফিকেশন নিয়ে চিন্তিত।তাদের বলছি পরিবারের অন্য কারও আইডি এবং ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং ভেরিফিকেশন করতে পারেন এবং ট্রেডও করতে পারেন।

RUBEL MIAH
2016-03-25, 05:38 PM
এ্যাকাউন্ট ভেরিফিকেশন্স সর্বদা নিজের ভোটার আইডি কার্ড দিয়ে করতে হয় । কিন্তু এই ফরেক্স ব্যবসা করে স্বাবলম্বী হতে হলে অবশ্যই একজন ট্রেডারকে আঠারো বছরের উপরে বয়স হতে হবে । যে ট্রেডারের যত বেশী অভিজ্ঞতা অর্জন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।

Tazul Islam
2016-03-25, 06:45 PM
আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে পাসপোর্ট দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে পারেন। আর যদি পাসপোর্ট না থাকে তাহলে মাতা পিতা বা ভাইবন্ধুর ভোটার আইডি কার্ড ব্যবহার করে একাইন্ট করতে পারেন। একটা একাউন্ট সারা জিবন চালাতে হবে এমন নয় । যখন আপনার ভোটার আইডি কার্ড হবে তখন নিজের নামে একাউন্ট করে নিবেন।

raju0000
2016-03-25, 09:11 PM
একাউন্ট ভেরিফিকেশন এর ক্ষেত্রে সব চেয়ে ভালো হয় ভোটার আইডি কার্ড থাকলেই.কিন্তু তা যদি না থাকে তবে আপনি পাসপোর্ট এর মাধ্যমে এই ভেরিফিকেশন করতে পারেন.আপনার পাসপোর্ট এর স্ক্যান কপি এর মাধ্যমে আপনি একাউন্ট ভেরিফিকেশন করতে পারেন.আর এই কপি ক্লিয়ার হতে হবে তাই এইদিকে লক্ষ্য রাখবেন.

Ajobja12
2016-09-30, 02:47 AM
না আমি দেখেছি যে ফরেক্স ফোরাম দিয়ে ট্রেড করে অনেক ফরেক্স ট্রেডার অনেক টাকা ইনকাম করেছে বা অনেক লাভবান হয়ে টাকা উত্তলোন করেছে। ভাই তাই আপনি চিন্তা না করে আপনি আগে পোস্ট করে যান এবং লাভ করে উত্তোলন করার চেস্টা করেন দেখবেন একদিন না একদিন আপনি সফল হবেন।

Mamun13
2017-09-20, 07:45 AM
আপনার নামে একটি পাসপোর্ট অনুমোদন করে নিবেন৷এটি বাকী জীবনভর কাজে লাগবে৷আপনার n.i.d কার্ড যদি এই মূহূর্তে হাতে না থাকে তাহলে এই কার্ড তোলার ব্যাবস্হা করবেন৷পাসপোর্ট ইস্যু না করতে পারলে একটি ড্রাইভিং লাইসেন্স কার্ড অনুমোদন করে নিবেন,এতেও অনেক কাজ হবে৷