PDA

View Full Version : Ichimoku ক্লাউড ব্রেকআউট ফরেক্স স্ট্রাটেজি



Arnob
2015-10-07, 08:27 AM
Ichimoku ক্লাউড ব্রেকআউট ফরেক্স স্ট্রাটেজি :
এটা কে ফরেক্স ট্রেডিং সিস্টেম Ichimoku ক্লাউড ব্রেকআউট ফরেক্স স্ট্রাটেজি বলা হয় (অথবা Kumo ব্রেকআউট)
প্রয়োজনীয় ফাইল ডাউনলোড এবং কপি করার পর, প্রধান কারেন্সি পেয়ার গুলোতে প্রয়োগ করবেন যথা : EUR/USD, GBP/USD, USD/CAD or USD/CHF এবং M5 (৫ মিনিট) টাইম ফ্রেম এ সেট করবেন।
এটি একটি স্কালপিং কৌশল, তাই আমাদের এই ধরনের ছোট টাইম ফ্রেম ব্যবহার করা উচিত।
Ichimoku ক্লাউড স্ট্রাটেজি লাভজনক এবং ট্রেডিং সিগন্যাল অনুসরণ করা খুব সহজ।
Kumo ব্রেকআউট ট্রেডিং স্ট্রাটেজি মাদ্যমে এন্ট্রি নেয়া সহজ,
যখন প্রাইস ক্লোস হয় Kumo এর above/below থে , ট্রেডাররা তখন ট্রেড নিতে পারবে যে দিকে ব্রেকআউট হয়।
অর্থাৎ শুধুমাত্র আপনার চার্ট ক্যান্ডেল এর রং অনুসরণ করুন. এখানে একটি উদাহরণ দেখানো হলো :
Ichimoku ক্লাউড ব্রেকআউট ফরেক্স স্ট্রাটেজি ট্রেডিং এর নিয়মাবলী:
১. আমরা লং পশিসন নিবো যখন ক্যান্ডেল সবুজ রং এ পরিবর্তন হয়।
২.আমরা শর্ট পশিসন নিবো যখন ক্যান্ডেল রেড রং এ পরিবর্তন হয়।
টার্গেট হবে ১০-১৫ পিপস এবংপাশাপাশি স্টপ লস ও সেট করে দিবেন ১০-১৫ পিপস।

maziz6989
2015-10-07, 10:11 PM
আমরা যারা সাধারণ বাঙ্গালী ট্রেডার আছি তারা চাই একদিনে বড়লোক হতে। তাই আমরা সব সময় খুজি স্ক্যাল্পিং সিস্টেম। আরে ভাই কয়জন বাংলাদেশি ট্রেডারের একাউন্টে স্ক্যাল্প করার মত ব্যলান্স আছে। স্ক্যাল্প ট্রেডে দশ পনের পিপ টিপি সেই রকম বড় ব্যপার হয়ে গেল না , একটু ভেবে দেখবেন। যাক আপনি যদি স্ক্যাল্প করে কোটিপতি হতে পারেন তবে একটু আওয়াজ দেবেন। ধন্যবাদ।

Momen
2015-10-18, 01:16 PM
আমি ফরেক্স এ নতুন। আমার জন্যে এই স্ট্রেটেজিটি অনেক উপকারে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্যে। সবার জন্যই শুভ কামনা রইল।

maziz6989
2016-01-14, 11:52 AM
ধন্যবাদ শেয়ার করার জন্য। তবে ইনডিকেটর সব সময় প্রফিট দিতে পারে না তাই যারা ইনডিকেটর বেজড ট্রেডিং সিস্টেম ব্যবহার করেন আরও ভাল ভাবে ঝালাই করে নেন। আমি অবশ্যই ইনডিকেটর এর বিরুদ্ধে বলছি না। ইনডিকেটর বেশ দরকারী একটা টুল যা ছাড়া আমাদের চলা সম্ভবও নয়।

Sahed
2016-07-29, 03:00 PM
ভাই ফরেক্স মার্কেটের *মাধ্যমে আমি কখনও বড়লোক হওয়ার সপ্ন দেখি না । তাই মার্কেটে *আমি এই সকল ইন্ডিকেটর ব্যবহারের পক্ষে না । আমি চাই যে আমার নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কষ্ট করে যদি মার্কেট থেকে কিছু আয় করা যায় । এতে লাভ বা লস যাই হোক তাতে আমি খুশি ।

milonkhanfx1993
2016-10-01, 09:46 PM
আমরা যারা সাধারণ বাঙ্গালী ট্রেডার আছি তারা চাই একদিনে বড়লোক হতে। তাই আমরা সব সময় খুজি স্ক্যাল্পিং সিস্টেম। আরে ভাই কয়জন বাংলাদেশি ট্রেডারের একাউন্টে স্ক্যাল্প করার মত ব্যলান্স আছে। স্ক্যাল্প ট্রেডে দশ পনের পিপ টিপি সেই রকম বড় ব্যপার হয়ে গেল না , একটু ভেবে দেখবেন। যাক আপনি যদি স্ক্যাল্প করে কোটিপতি হতে পারেন তবে একটু আওয়াজ দেবেন। ধন্যবাদ।

স্কাল্প করে বড় লটে লাভ আর বড় পরিসরে লস করা খুব সহজ আর আমারা সহজে লস করতে খুব ভালবাসি কারন বেশি ভাগ ই দেখা যায় স্কাল্প করার সময় আমাদের মাথায় থাকে না ট্রেন্ড কোন দিকে আর তাই উলটা ট্রেড ওপেন করি

shariful
2016-10-02, 01:04 PM
আমি এর আগে এই স্ট্রাটেজি টার কথা শুনেছিলাম তবে পুরাপুরি বিশয় টা জানিনা যারা এই স্ট্রাটেজি ব্যাবহার করে থাকেন তারা যদি দয়া করে পুরো বিষয় টা পিডিএফ করে লিখে দিতেন তাহলে ভাল হয়

md mehedi hasan
2016-11-03, 07:11 AM
আমি ফরেক্স মর্কেটে কিছুদিন এ ব ভাইয়ের শিখানো পদ্ধতি দিয়ে স্কাল্পিং করে অনেক লস করেছিলাম।পরে বুঝত পারলাম আমার জন্য স্কাল্পিং নয়।তবে আপনা পোষ্টকৃত স্ট্রেজি পরে আমার স্ট্রেজিটি অনেক পছন্দ হল।আমি আপনার স্ট্রেজিটি ডেমো একাউন্টে এপ্লাই করবো।

RUBEL MIAH
2017-04-28, 02:25 PM
বাংলাদেশি ট্রেডারের একাউন্টে স্ক্যাল্পিং করার মত ব্যলান্স আছে । স্ট্রেজিটি ডেমো একাউন্টে এপ্লাই করবো । ইন্ডিকেটর বেশ দরকারী একটা টুল যা ছাড়া আমাদের চলা সম্ভবও নয় । আমাদের মাথায় থাকে না ট্রেন্ড কোন দিকে আর তাই উলটা ট্রেড ওপেন করি ।

uzzal05
2017-06-11, 06:07 AM
Ichimoku ইন্ডিকেটর টি জাপান্ দের বানানো একটই ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর টি খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর। এটা অনেক ট্রেডার প্রফেশনাল ভাবে ব্যবহার করে থাকে। আমি ও কিছুদিন এই ইন্ডিকেটর টি ব্যবহার করেছি। এটি ট্রেণ্ডিং ইন্ডিকেটর।

Mamun13
2017-11-19, 09:53 PM
আমি এসব ইনডিকেটর দেখলে কিছুটা ভয়ই পাই কারন আমার ট্রেডিং চার্ট হলো লং টাইমফ্রেম যেখানে এসব ইনডিকেটরের কোনো প্রয়োজনই নাই৷যে কোনোও ইনডিকেটর আমার ট্রেডিং এনালাইসিসকে ঘোলা করে দেয়৷তাই আমি আমার ট্রেডিং চার্ট রাখি একদম ইনডিকেটর মুক্ত পরিষ্কার ঝঁকঝঁকা৷শুধুমাত্র কেন্ডেলস্টীক এনালাইসিস করি এবং ট্রেন্ড ও সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখে বুঝে এন্ট্রী করি৷অল্প করে প্রফিটও পাই এবং পূর্বের তুলনায় লস অনেক কমে গেছে৷তাই কোনোও ইনডিকেটরের প্রয়োজন বোধ করি না৷

Grimm
2018-02-07, 11:45 PM
আমি আসলে ইচিমকো দিযৈ কখনই ট্রেড করি নাই। আর এতে আমার অভিজ্ঞতা নেই বললেই চলে, তবে দেখা যাচ্ছে যে, আপনি খুব সহজেই এই কৌশল নিয়ে বিস্তারিত কথা বলেছেন কিন্তু এটা ভালভাবে বুঝতে পারতাছি না, আপনি কি এই কৌশল ব্যবহার করে মুনাফা করেছেন? তাছাড়া আপনি যদি চার্ট এর মাধ্যমে বিস্তারিত আরো বলতেন তাহলে আমার মনে হয় আমরা আর সুন্দরভাবে বুঝতে পারতাম। আশা করি আপনি আরো বিস্তারিত বলবেন।

riponinsta
2018-03-18, 11:12 AM
আমি নিজেই ফরেক্স মার্কেট এ এই ইনডিকেটর দিয়ে ট্রেড করি কারন এই ইনডিকেটর দিয়ে ট্রেড অনেক ভাল বুঝা যায় আর অনেক অনেক ডলার লাভ করা যায় কেও যদি একবার ভাল করে এই ইনডিকেটর দিয়ে ভাল করে ট্রেড করা শিখতে পারে আর ভাল করে বুঝতে পারে তাহলে সে অনেক লাভ করতে পারে আমি এখন এই ইনডিকেটর দিয়ে ট্রেড করি ফরেক্স মার্কেট এ