PDA

View Full Version : আপনার টার্গেট কত পিপস....?



AbuRaihan
2015-10-08, 12:37 AM
ফরেক্স নবীবণদেরকে উদ্দেশ্য করেই বলছি নিজেদের ট্রেড এর ক্ষেত্রে একটা টার্গেট রাখবেন । টার্গেটটা হবে আপনি প্রতিদিন কত পিপস অর্জন করতে চান সে অনুযায়ী ট্রেড করতে হবে । একজন নতুন ট্রেডারকে এভাবে টার্গেট নির্ধারণ এর মাধ্যমে অল্প অল্প করে এগিয়ে যেতে হবে । এছাড়া মাসিক একটা টার্গেট রাখতে হবে যাতে প্রতিদিন যে পরিমাণ টার্গেট অর্জিত হয় তা যেন মূল টার্গেট এর সাথে সামন্জস্য থাকে । তবে মনে রাখবেন অতিরিক্ত পিপস এর লোভ করবেন না ।

mlbasumata
2015-10-21, 03:42 PM
আমার টার্গেট প্রতি দিন ১৫ ডলার এবং মাসে ৩৫০ ডলার। তাই আমি একটু বেশি লটে কম পিপসের ট্রেড দিই এবং চেষ্টা করি ছয়টি কারেন্স পেয়ারে দিনে অন্তত একটা ট্রেড দেওয়ার।

maziz6989
2015-11-19, 06:42 PM
আমার টার্গেট প্রতি দিন ১৫ ডলার এবং মাসে ৩৫০ ডলার। তাই আমি একটু বেশি লটে কম পিপসের ট্রেড দিই এবং চেষ্টা করি ছয়টি কারেন্স পেয়ারে দিনে অন্তত একটা ট্রেড দেওয়ার।
কিছু মনে করবেন না, আপনার ব্যালান্স কত জানতে পারি? যেখানে আপনার টার্গেট হল ১৫০ পিপ। আশা করি উত্তর দিবেন।

maziz6989
2015-11-19, 06:44 PM
তবে আমার মতে আপনার একাউন্টের এর ২% এর অধিক রিক্স নেওয়াটা ঠিক হবে না কেননা আমি অনেক বড় বড় ট্রেডার দেখেছি যাদের মাসিক টার্গেট ২০% এর কম। আমার টার্গেট হল মাসিক ৪০%। তবে এক মাসে ৩০০% ও করেছি। ১০০% করতে গেলে বেশ ঝুকি নিতে হয়ে যাতে ড্র ডাউন লেভেল অনেক কমে যায়।

Realifat
2016-01-23, 02:37 PM
এটা অনেকটা ঠিকই বলেছেন। তবে আমি মনে করি একটা টার্গেট বুঝে ট্রেড করবেন ঠিক আছে কিন্তু টার্গেট কখনও পূরন করার জন্য নিজের মনগড়া সিধান্তে ট্রেড করবেন না। মার্কেট বুঝে ট্রেড করুন আর নিজের টার্গেট যে দৈনিকই পূরন করতে হবে তা নয়। মার্কেটের পরিস্তিতির ওপর নির্ভর করে ট্রেড করলেই ভালো হবে বলে মনে করি।

Md Akter Hossain
2016-01-23, 04:22 PM
আমি যখন ফরেক্স করা শুরু করি তখন আমার প্রদি দিনের টাগের্ট ছিলো ১০০ পিপস । পরে দেখলাম আমি পতিদিন লস খাই ২০০ পিপস । হা হা হা । আমি যদি ৫০০ পিপসও এস এল নিতাম, মাকের্ট ৫০০ পিপসের এস এল ও হিট করতো । খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছি আমি । এখন আমার প্রতিদিনের টার্গেট থাকে ১০০ -১২০ পিপস ।

ASADUR RAHMAN
2016-04-07, 12:06 AM
আমি নতুন তাই আমার টার্গেট পতিদিন ৬০ পিপিস ।ফরেক্স নবীবণদেরকে উদ্দেশ্য করেই বলছি নিজেদের ট্রেড এর ক্ষেত্রে একটা টার্গেট রাখবেন । টার্গেটটা হবে আপনি প্রতিদিন কত পিপস অর্জন করতে চান সে অনুযায়ী ট্রেড করতে হবে ।তা না হলে আপনার কাজ করা এলো মেলো হয়ে আবে। তাই আমাদের উচিত একাটা টার্গেট নিয়ে কাজ করা।

Md. Tariqul Islam
2016-06-20, 04:08 PM
তবে আমি মনে করি একটা টার্গেট বুঝে ট্রেড করবেন ঠিক আছে কিন্তু টার্গেট কখনও পূরন করার জন্য নিজের মনগড়া সিধান্তে ট্রেড করবেন না। মার্কেট বুঝে ট্রেড করুন আর নিজের টার্গেট যে দৈনিকই পূরন করতে হবে তা নয়। আমি যদি ৫০০ পিপসও এস এল নিতাম, মাকের্ট ৫০০ পিপসের এস এল ও হিট করতো । খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছি আমি ।

Md. Tariqul Islam
2016-06-20, 05:58 PM
মি নতুন তাই আমার টার্গেট পতিদিন ৬০ পিপিস ।ফরেক্স নবীবণদেরকে উদ্দেশ্য করেই বলছি নিজেদের ট্রেড এর ক্ষেত্রে একটা টার্গেট রাখবেন । টার্গেটটা হবে আপনি প্রতিদিন কত পিপস অর্জন করতে চান সে অনুযায়ী ট্রেড করতে হবে ।তা না হলে আপনার কাজ করা এলো মেলো হয়ে আবে।

Mhk
2016-07-19, 09:45 AM
পিপস্ এর ব্যাপারে বলবো নতুনদের জন্য বলবো- আপনি কত পিপস দৈনিক টার্গেট করবেন সেটা আপনার বেলায় অর্জিত নাও হতে পাবে। নতুন হিসাবে আপনাকে মাইক্রো পিপস টার্গেট করতে হবে। যা হবে রিস্ক ফ্রি।তবে শরু থেকেই পিপস টার্গেট এর ক্ষেত্রে মার্কেট নিউজ অনুসরন করা উচিত।

Sahed
2016-07-24, 03:21 PM
ফরেক্স মার্কেটে স্ট্রেট্রেজি ছাড়া আপনি সফলতা পাবেন না । মার্কেটে আপনি সফলতা পেতে হলে একটি সুন্দর প্লান তৈরী করুন্ । একটি ট্রেডে আপনি কত পিপস নিতে চান সেটি আগে থেকেই সিলেক্ট করে রাখুন । সেই অনুসারে আপনি মানি ম্যানেজমেন্ট করে লট বা ভলিউম নির্ধারণ করুন ।

fatema begum
2016-07-31, 05:07 AM
আমার টার্গেটে কোন পিপস নেই।কারণ আমি ডে ট্রেডিং করে থাকি ।সেজন্য পিভট স্ট্রাটেজি ফলো করি ।প্রতিদিনের হিসাবে যা পায় ।অথাত্* ডেইলি পিভট যা আমার জন্য রাখতে পারবে তা আমার লাভকৃত পিপস।আর মাঝে মাঝে ২৫ পিপসের বেশি রাখি না।লাভ লস মিলে প্রফিট থাকলে খুশি।আর না থাকলে ধৈর্য ধরি।কারণ লোভ করতে গিয়ে আবার কি করে বসে থাকি।আমরা যদি রেগুলার প্রফিট করতে না পারি তাহলে আমাদের ধৈর্য ধরা উচিত।পরবর্তীতে আমাদের অবশ্যই প্রফিট হবে।

milonkhanfx1993
2016-09-19, 04:07 PM
পিপ্স টারগেট কত সেটা এভাবে বলা সম্ভব না,তবে মারকেট অ্যানালাইসিস করে বলা যাবে যে কোন সময় টারগেট কত রাখা যাবে,নিজের মত করে বানিয়ে নিলে হবে না।

Eefatali
2017-01-24, 01:43 PM
আপনি কিছুটা ভালো বলেছেন। ফরেক্স ট্রেডিং মার্কেটে নতুন ট্রেডাররদের উচিত আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। প্রথমে অল্প থেকে শুরু করতে হবে আর আস্তে আস্তে বেশি লাভের চেষ্টা করতে হবে। তবে কখনই জোড় করা যাবেনা।মার্কেট যেভাবে মুভ করবে সেভাবে বুঝেশুনে প্রফিট করার চেষ্টা করতর হবে।

Grimm
2018-01-30, 03:46 PM
আমি বর্তমানে কোন টার্গেট করছি না, কারণ আমি এই ব্যবসায় নতুন। তাই আমি টার্গেট ছাড়া এই ব্যবসা করে যাচ্ছি। তবে আমার মনে হয় আমাদের এখানে যদি টার্গেট করতেই হয় তাহলে বেশি যেন না করি, আর প্রতিটি টার্গেট পূরণের জন্য অবশ্যই আমরা অর্থ ব্যবস্থাপনা অনুসরণ করবো। কারণ এই ব্যবসা এতটা সহজ নয় যে আমরা খুব সহজেই আমাদের টার্গেট পূরণ করতে পারবো।