PDA

View Full Version : লট/ভলিউম সম্পর্কে



Arnob
2015-10-09, 09:08 AM
লট/ভলিউম সম্পর্কে :
১লট দিয়ে ট্রেড অপেন করলে প্রতি পিপ্সে ১০ ডলার লাভ কিংবা লজ হবে, এর মানে ১০ পিপ্স আপানার অনুকুলে গেলে ১০*১০= ১০০ ডলার লাভ আর প্রতিকূলে গেলে তার বিপরীত ১০০ডলার লজ। এখন কথা হচ্ছে প্রতি পিপ্সে ১০ডলার লাভ কিংবা হয়, এখানে অনেকটা জুয়ার মত মনে হয়, যে আমি ব্রোকারের সাথে বাজি ধরলাম মারকেট এখন আপ যাবে তার জন্য প্রতি পিপ্সে ১০ ডলার ধরলাম, এখন আপে গেলে আমি উইনার আর ডাউনে গেলে ব্রোকার জিতে যাবে আর আমি খাব বাঁশ!!!
কিন্তু আসলে এটা না,বিস্তারিত বলার আগে উদাহারণ স্বরুপ ধরাযাক আপনি আজকে ১০০টাকা মণ ধরে ৮ মণ ধান কিনলেন ৮০০টাকায় আগামিকাল মণ প্রতি ১টা বেড়েগেল এখন এখন আপনি সেটা বিক্রি করে পাবেন ৮০৮ টাকা আর যদি ১০০ মণ ধান কিতেন তাহলে লাভ হত ১০০ টাকা। লটের হিসাবটা ঠিক এরকম
স্ট্যান্ডার্ড লট এর ক্ষেত্রে
স্ট্যান্ডার্ড লট এর ক্ষেত্রে 0.01 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে 0.10 সেন্ট লাভ কিংবা লজ হবে এর মানে আপনি 1,000$ ডলার ক্রয়/বিক্রয় করছেন। That is 0.01 Lot Is = 1,000$ For standard
0.09 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে ৯০সেন্ট লাভ কিংবা লজ হবে এর মানে আপনি 9,000$ডলার ক্রয়/বিক্রয় করেছেন। That is 0.09 Lot Is = 9,000$ For standard
0.10 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে ১ডলার লাভ/লজ হবে এর মানে আপনি 10,000$ ডলার ক্রয়/বিক্রয় করতেছেন। That is 0.10 Lot Is = 10,000$
0.90 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে ৯ডলার লাভ/লজ হবে এর মানে আপনি 90,000$ ডলার ক্রয়/বিক্রয় করেছেন। That is 0.90 Lot Is = 90,000$
অনরুপ standard 1.00 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে ১০ ডলার লাভ কিংবা লজ হবে, এর মানে আপনি 100,000 $ ডলার ক্রয়/বিক্রয় করেছেন। That will be Standard 1 Lot is = 100,000 $। যেহেতু প্রতি ১০০০০ ডলারে ১পিপ্স করে কমলে ১ডলার লজ হয় সেহেতু ১০০০০০ ডলার ক্রয় করলে প্রতি পিপ্সে ১০ ডলার লাভ কিংবা লজ হয়।
প্রশ্নঃ প্রতি পিপ্সে ১০০ ডলার লাভ হলে আপনি কত লটে ট্রেড দিছেন আর কত ডলার বাই করেছিলেন?
মিনি ব্রোকারের ক্ষেত্রেঃ-
যখন আপনি 0.01 লটে ট্রেড দিবেন তখন প্রতি পিপ্সে 0.01$ (০.০১সেন্ট) লাভ কিংবা লজ হবে এর মানে হচ্ছে আপনি ১০০ডলার কিনছেন ।
আর যখন 0.10 দিয়ে ট্রেড দিচ্ছেন এর মানে হচ্ছে আপনি ১০০০ডলার কিনছেন যার জন্য আপনার প্রতি পিপ্সে ১০সেন্ট লাভ কিংবা লজ হচ্ছে।
যখন আপনি 0.9 লটে ট্রেড দিচ্ছেন এর মানে হচ্ছে আপনি ৯০০০ ডলার ক্রয় করতেছেন আর যখন আপনি 1.00 লটে ট্রেড করতেছেন এর মানে আপনি ১০০০০ ডলার ক্রয় কিবংবা বিক্রয় করতেছেন।
এই জন্য প্রতি পিপ্সে আপনার ১০০ সেন্ট লাভ হচ্ছে কারন আপনি ১০০০০ডলার কিনেছেন।
মনে রাখবেন ১০০ পিপেটিসে ১পিপ্স আর ১০০ পিপ্সে ১সেন্ট এবং ১০০ সেন্টে ১ডলার।
প্রশ্নঃ-
মাইক্রো লট ব্রোকারেঃ
১ মাইক্রো লট = $০.১০/পিপস
০.১ মাইক্রো লট = $০.০১/পিপস
০.০১ মাইক্রো লট = $০.০০১/পিপস
১০ মাইক্রো লট = $১/পিপস
হলে ১ মাইক্রো লটে আপনি কত ডলার ক্রয়/বিক্রয় করতেছেন?
পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ।

maziz6989
2015-10-09, 07:21 PM
সবই ঠিক আছে ভাই , অনেক জ্ঞান গর্ভ আলোচনা করলেন। এখন একটু কষ্ট করে বলবেন কি আমরা যারা কিছুই না বিনিয়োগকারী আছি অর্থ হল যাদের একশত ডলার বা তার কম বা তার বেশি বা এক হাজার ডলারের নিচে আছে তারা কত বড় লটে ট্রেড করা টা যৌক্তিক। দয়া করে একটু বুঝিয়ে বলবেন কেননা এটা নিয়ে বেশ প্যরায় আছ। এই টুকু উপকার করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব।

AbuRaihan
2015-10-09, 11:51 PM
একটা জটিল বিষয় নিয়ে অনেক বিস্তরিত আলোচনা করেছেন । তবে আপনার যে উদাহরণগুলো দিয়েছেন তা বেশি অংকের ডলার এর ক্ষেত্রে প্রযোজ্য বলেই মনে হয় । আমরা সাধারণত অল্প ডলার দিয়ে ট্রেড করি তাই লট/ভলিউম এর হিসাবটা ১০০ ডলার দিয়ে বুঝিয়ে দিলে এখানে আগত নতুন ট্রেডারদের পক্ষে বুঝতে অনেক সুবিধা হত এবং সহজেই তারা বিস্তারিত ধারণা পেত । ফরেক্স মার্কেট এর ট্রেড এর ক্ষেত্রে লট/ভলিউম ভালভাবে বুজার কোন বিকল্প নেই ।

dinner
2015-12-05, 01:18 AM
লট ব্যাপারটি অনেক সহজ। কিন্তু আপনি যখন ইউনিটের হিসাবে যাবেন, তখন তা আপনার কাছে জটিল মনে হবে। তাই আমরা এখানে ইউনিটের হিসাবে যাব না বরং সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবো। ইউনিটের ক্যালকুলেশন জানতে বেবীপিপসে দেখুন।ফরেক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্টে লাভ করতে পারি। অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে। লট/ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে।ফরেক্স ব্রোকারদের আমরা সুবিধার জন্য ৩ ভাগে ভাগ করছি।


স্ট্যান্ডার্ড লট ব্রোকার
মিনি লট ব্রোকার
মাইক্রো লট ব্রোকার

hasan019
2015-12-27, 05:23 PM
আমরা জদি লিভারেজ বেসি নেই তাহলে আমরা বড় লটে ট্রেড ওপেন করতে পারি। আর তাছারা জদি আমাদের ক্যাপিটাল কম হয় তাহলে তো আমাদের বড় লটে ট্রেড ওপেন করাই উচিত না। লাভ হইলে বেসি হবে কিন্তু লসের কারনেও আপনার অ্যাকাউন্ট এর ১২ টা বাজবে।

Marufa
2015-12-27, 05:44 PM
লট লাইজের ওপর নির্ভর করে ট্রেডের সফলতা এবং ব্যার্থতা । আমরা অনেক ব্যালেন্স চলে গেছে শুধু সঠিকভাবে লট সাইজ ব্যবহার না করার কারনে । না বুঝে উল্টা প্লাটা ট্রেড করে নিজের সব ব্যালেন্স শেষ পর্যায়ে নিয়ে এসেছি ।

Sahed
2016-01-22, 09:58 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভলিউম নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ । ভলিউম বা লট নির্বাচন সম্পূর্নভাবে নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর । মার্কেটের মুভমেন্ট দেখে লট নির্বাচন করা উচিত বলে আমি মনে করি । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে ব্যলেন্স শূন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে ।

MotinFX
2016-02-07, 11:48 AM
আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখি কিন্তু আমাদের গুরুত্বপুর্ন কিছু কাজ হল ফরেক্স সম্পর্কে বেসিক ধারনা গুলো অর্জন করা তার মধ্যে একটি হল লট বা ভলিউম। আমাদের দেশের ট্রেডারদের ক্যাপিটাল কম তাকে কম টাকা দিয়ে মার্কেটে কাজ করতে হবে। আমাকে ট্রেড করার আগে লট সেট করতে হবে। কত ভলিউমে ট্রেড করলে আমাদের লাভ বা লস একটা সীমার মধ্যে থাকবে। ০.১ভলিউমে ট্রেড করলে আমাদের প্রতিপিপস লাভ বা লস হবে ১০ পিপস।

yasir arafat
2016-04-07, 01:31 AM
লট/ভলিউম সম্পর্কে :
১লট দিয়ে ট্রেড অপেন করলে প্রতি পিপ্সে ১০ ডলার লাভ কিংবা লজ হবে, এর মানে ১০ পিপ্স আপানার অনুকুলে গেলে ১০*১০= ১০০ ডলার লাভ আর প্রতিকূলে গেলে তার বিপরীত ১০০ডলার লজ। এখন কথা হচ্ছে প্রতি পিপ্সে ১০ডলার লাভ কিংবা হয়, এখানে অনেকটা জুয়ার মত মনে হয়, যে আমি ব্রোকারের সাথে বাজি ধরলাম মারকেট এখন আপ যাবে তার জন্য প্রতি পিপ্সে ১০ ডলার ধরলাম, এখন আপে গেলে আমি উইনার আর ডাউনে গেলে ব্রোকার জিতে যাবে আর আমি খাব বাঁশ!!!
কিন্তু আসলে এটা না,বিস্তারিত বলার আগে উদাহারণ স্বরুপ ধরাযাক আপনি আজকে ১০০টাকা মণ ধরে ৮ মণ ধান কিনলেন ৮০০টাকায় আগামিকাল মণ প্রতি ১টা বেড়েগেল এখন এখন আপনি সেটা বিক্রি করে পাবেন ৮০৮ টাকা আর যদি ১০০ মণ ধান কিতেন তাহলে লাভ হত ১০০ টাকা। লটের হিসাবটা ঠিক এরকম
স্ট্যান্ডার্ড লট এর ক্ষেত্রে
স্ট্যান্ডার্ড লট এর ক্ষেত্রে 0.01 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে 0.10 সেন্ট লাভ কিংবা লজ হবে এর মানে আপনি 1,000$ ডলার ক্রয়/বিক্রয় করছেন। That is 0.01 Lot Is = 1,000$ For standard
0.09 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে ৯০সেন্ট লাভ কিংবা লজ হবে এর মানে আপনি 9,000$ডলার ক্রয়/বিক্রয় করেছেন। That is 0.09 Lot Is = 9,000$ For standard
0.10 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে ১ডলার লাভ/লজ হবে এর মানে আপনি 10,000$ ডলার ক্রয়/বিক্রয় করতেছেন। That is 0.10 Lot Is = 10,000$
0.90 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে ৯ডলার লাভ/লজ হবে এর মানে আপনি 90,000$ ডলার ক্রয়/বিক্রয় করেছেন। That is 0.90 Lot Is = 90,000$
অনরুপ standard 1.00 লটে ট্রেড দিলে প্রতি পিপ্সে ১০ ডলার লাভ কিংবা লজ হবে, এর মানে আপনি 100,000 $ ডলার ক্রয়/বিক্রয় করেছেন। That will be Standard 1 Lot is = 100,000 $। যেহেতু প্রতি ১০০০০ ডলারে ১পিপ্স করে কমলে ১ডলার লজ হয় সেহেতু ১০০০০০ ডলার ক্রয় করলে প্রতি পিপ্সে ১০ ডলার লাভ কিংবা লজ হয়।
প্রশ্নঃ প্রতি পিপ্সে ১০০ ডলার লাভ হলে আপনি কত লটে ট্রেড দিছেন আর কত ডলার বাই করেছিলেন?
মিনি ব্রোকারের ক্ষেত্রেঃ-
যখন আপনি 0.01 লটে ট্রেড দিবেন তখন প্রতি পিপ্সে 0.01$ (০.০১সেন্ট) লাভ কিংবা লজ হবে এর মানে হচ্ছে আপনি ১০০ডলার কিনছেন ।
আর যখন 0.10 দিয়ে ট্রেড দিচ্ছেন এর মানে হচ্ছে আপনি ১০০০ডলার কিনছেন যার জন্য আপনার প্রতি পিপ্সে ১০সেন্ট লাভ কিংবা লজ হচ্ছে।
যখন আপনি 0.9 লটে ট্রেড দিচ্ছেন এর মানে হচ্ছে আপনি ৯০০০ ডলার ক্রয় করতেছেন আর যখন আপনি 1.00 লটে ট্রেড করতেছেন এর মানে আপনি ১০০০০ ডলার ক্রয় কিবংবা বিক্রয় করতেছেন।
এই জন্য প্রতি পিপ্সে আপনার ১০০ সেন্ট লাভ হচ্ছে কারন আপনি ১০০০০ডলার কিনেছেন।
মনে রাখবেন ১০০ পিপেটিসে ১পিপ্স আর ১০০ পিপ্সে ১সেন্ট এবং ১০০ সেন্টে ১ডলার।
প্রশ্নঃ-
মাইক্রো লট ব্রোকারেঃ
• ১ মাইক্রো লট = $০.১০/পিপস
• ০.১ মাইক্রো লট = $০.০১/পিপস
• ০.০১ মাইক্রো লট = $০.০০১/পিপস
• ১০ মাইক্রো লট = $১/পিপস
হলে ১ মাইক্রো লটে আপনি কত ডলার ক্রয়/বিক্রয় করতেছেন?
পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ।


বিস্তারিত এখানে দেওয়ার জন্য বুঝতে অনেক সুবিধা হল।আসলে লট বা ভলিউম হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা একটা সংখ্যার মান নির্ধারণ করি এবং সে সংখ্যার মান অনুযায়ী আমাদের ট্রেডগুলোর প্রফিট বা লসের পরিমাণ বাড় কিংবা কমে।লট সাধারণত মিনি,মাইক্রো এবং স্ট্যান্ডার্ড হয়ে থাকে।

ASADUR RAHMAN
2016-04-07, 10:05 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভলিউম নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ । ফরেক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্টে লাভ করতে পারি। অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে। লট/ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে।

ফরেক্স ব্রোকারদের আমরা সুবিধার জন্য ৩ ভাগে ভাগ করছি।

১।স্ট্যান্ডার্ড লট ব্রোকার
২।মিনি লট ব্রোকার
৩।মাইক্রো লট ব্রোকার

dwipFX
2016-05-11, 11:50 AM
ফরেক্স মার্কেটেট্রেড করতে হলে আমাদের কে লট বা ব্রোকার সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে না হয় একবার লাভ করব আরেক বার একাউন্ট জিরো করতে সময় লাগবেনা। তাই আমাদের কে স্ট্যান্ডার্ড এবং মাইক্রো লট সম্পর্কে জানতে হবে।

sharifulbaf
2016-05-18, 03:43 PM
ফরেক্স মার্কেটে আমরা লট বা ভলিউম বলে থাকি,ফরেক্স মার্কেটে আমরা সর্বনিম্ন লট দেখি ০.০১ লট,তাই আমরা যদ এই লটকে বাড়াতে চাই তাহলে তাকে ভলিউম বলে,তাই ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করতে হলে আমাদের অনেক কিছু জানতে হবে,তাই ট্রেডিং করতে হলে জানিতে হবে।

md mehedi hasan
2016-12-04, 09:11 AM
ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড করি তখন বিভিন্ন লট বা ভলিয়ম দিয়ে ট্রেড করি।ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে লট বা ভলিয়ম খুবি গুরুত্বপূর্ণ বিষয়।ফরেক্স মার্কেটে ব্রোকাররা ট্রেডারের সুবিধার জন্য তিন ধরনের একাউন্টের ব্যবস্থা করেছেন।

kumarkhali
2016-12-04, 03:24 PM
লট ভলিউম সম্পরকে আমি যতটুকও জানি আর কি? ফরেক্স মার্কেটে একটা ট্রেড ওপেন করার আগে সিদ্ধান্ত নিতে হবে কত পরিমান লট ভলিউম রেখে ট্রেড ওপেন করতে হবে,বেলেন্স এর পরিমানে মানিমেনেজমেন্ট ফ্লও করে লট ভলিউম নিতে হবে,এছারা লট ভলিউম এর আরও কাজ আছে, সেটা হচ্ছে আমরা যখন একাউন্ট খুলে থাকি তখন যে কোন এক রকম লট ভলিউম এর টাইপ করে একাউন্ট খুলি, যেমন> ১।স্ট্যান্ডার্ড লট ব্রোকার
২।মিনি লট ব্রোকার ৩। মাইক্রো লট ব্রোকার, লট ভলিউম এই তিন প্রকার আছে।

shimul77ss
2016-12-07, 05:39 PM
লট বা ভলিয়ম হল আপনার ট্রেড ওপেন করার ক্ষমতাকে বোঝাই যে আপনি কত লটে ট্রেড ওপেন করতে চান।ফরেক্স মার্কেটে কারেন্সির জন্য ০.০১ থেকে ১০.০ পর্যন্ত আছে আছে তবে আপনাকে অবশ্যই মানি ম্যানেজম্যান্ট বজাই রেখে ট্রেড ওপেন করতে হবে।

FXBD
2019-07-01, 04:37 PM
লট ভলিউমের হিসাব নিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন এই হিসাব না জানলে আপনি কোন ট্রেডই ম্যানেজ করতে পারবেন না। কারন ট্রেড ওপেন করতে গেলে লট ভলিউম সেট করতেই হবে। আর এর হিসাব না জানলে আপনি বুঝতেই পারবেন না যে ঠিক কত ডলার লাভ বা লস করতে যাচ্ছেন আপনি! এমনও হতে পারে, এই লট ভলিউমের হিসাব না জানার কারনে নিমিষেই একাউন্ট ডাম্প হয়ে যেতে পারে! এমন অনেক হয়েছে বলেই প্রমাণিত!!
তাহলে আসুন জেনে নেওয়া যাক এই লট ভলিউমের হিসাব সম্পর্কেঃ একাউন্ট সচরাচর ৩ ধরনের দেখতে পাই আমরা। ১) স্ট্যান্ডার্ড একাউন্ট। সকল ইসিএন একাউন্ট স্ট্যান্ডার্ড একাউন্ট সিস্টেম ফলো করে। সেন্ট একাউন্টও এটি ফলো করে। পার্থক্য শুধু ডলার এখানে সেন্ট হিসেবে থাকে।২) মিনি একাউন্ট। ৩) মাইক্রো একাউন্ট।
এবার আসি স্ট্যান্ডার্ড একাউন্টের লট ভলিউম হিসাবেঃ এমন একাউন্টে-
=> ০.০১ লট ভলিউম সেট করলে প্রতি ১০ পিপ্সে ১ ডলার উঠানামা করবে।
=>০.১০ লট ভলিউম সেট করলে প্রতি ১ পিপ্সে ১ ডলার উঠানামা করবে।
=> ১.০০ লট ভলিউম সেট করলে প্রতি ১ পিপ্সে ১০ ডলার উঠানামা করবে।

এখানে উঠানামা বলতে আপনি বাই ট্রেড প্লেস করলে ১ পিপ্স উপরে উঠলে আপনার প্রফিট হবে।
আর সেল ট্রেড প্লেস করলে ১ পিপ্স নিচে নামলে আপনার প্রফিট হবে। এর উল্টোটা হলে আপনার লস হবে। এই প্রফিট/লসকে আমি উঠানামা হিসেবে মেনশন করলাম।

এবার আসি মিনি একাউন্টে- এমন একাউন্টে
=> ০.০১ লট ভলিউম সেট করলে প্রতি ১০০ পিপ্সে ১ ডলার উঠানামা করবে
=>০.১০ লট ভলিউম সেট করলে প্রতি ১০ পিপ্সে ১ ডলার উঠানামা করবে
=> ১.০০ লট ভলিউম সেট করলে প্রতি ১ পিপ্সে ১ ডলার উঠানামা করবে

এবার মাইক্রো একাউন্টঃ এমন একাউন্টে-
=>০.০১ লট ভলিউম সেট করলে প্রতি ১০০০ পিপ্সে ১ ডলার উঠানামা করবে
=>০.১০ লট ভলিউম সেট করলে প্রতি ১০০ পিপ্সে ১ ডলার উঠানামা করবে
=> ১.০০ লট ভলিউম সেট করলে প্রতি ১০ পিপ্সে ১ ডলার উঠানামা করবে

এবার একটু সময় নিয়ে হিসেবটা ভালভাবে বুঝে নিজের চার্টে মিলিয়ে নিন। আসা করা যায় আগামীতে আর লট ভলিউম নিয়ে কোন অসুবিধায় পড়তে হবে না। পরিশেষে, অফিসিয়াল ট্রেডিং এর কাজে ব্যস্ত থাকায় হাতে খুব বেশি সময় থাকেনা আমার। তার উপর এই আইডিতে অনেক বাজে বাজে ইনবক্স আসায় আমি কারও ইনবক্সেই রিপ্লে দেই না সাধারণত। সময় পেলে শুধু দেখি আর ভুলে যাই। তাই অনুগ্রহ করে খুব জরুরি কোন বিষয় না হলে আমায় ইনবক্স করবেন না।
আপনার যা কিছু জানার সব এই গ্রুপেই জানতে পাবেন আশা করছি। আগামীতে আরও ভাল ভাল বিষয় নিয়ে লেখা আসছে। আপনারা নতুন ট্রেডার হলে বেশি বেশি পড়ুন ও জানার চেষ্ঠা করুন। আপনার মত আরও নতুন ট্রেডার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন গ্রুপটিকে সঠিক জানার অন্যতম প্লাটফর্ম হিসেবে।
আর মোটামুটি অভিজ্ঞতা থাকলে তা যাচাই করতে বেশি বেশি পোস্ট করুন। সবাই তাতে জানতে পারবে, আর তা নিয়ে আলোচনা করতে পারবে। তাতে আরও নতুন অনেক বিষয় জানা হয়ে যাবে।
সবাই অনেক ভাল থাকবেন, গ্রুপ আপনারই। তাই নিজ দায়িত্বে গ্রুপের পরিবেশ শান্ত ও সুন্দর রাখতে সহায়তা করবেন। এই অনুরোধ ও কামনা করে আজকের লেখা শেষ করছি।

Rokibul7
2019-08-13, 03:04 AM
আমি আপনাদের মাঝে নতুন।লট/ভলিয়াম বুঝতে মেলা কষ্ট হচ্ছে।কঠিন মনে হচ্ছে, অনব ভাইয়ের পোষ্টটা সহজে নিতেই পারছি না।তাই আজকে আর কিছু করবো না, আজ শুধু লট/ভলিয়াম ঘাটবো।আপনাদের মতামত প্রকাশের জন্য সবাইকে ধন্যবাদ

amreta
2020-01-25, 12:01 PM
আমি আশা করি আপনি ভাল থাকবেন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে সপ্তাহান্তে উপভোগ করবেন। অপরিশোধিত তেল সম্পর্কে আপনার বিশ্লেষণ চিহ্ন পর্যন্ত এবং আমি সংযুক্ত চিত্রে প্রদর্শিত আপনার চার্টের সাথে সম্পূর্ণ সম্মত। সপ্তাহের শেষ তিন দিনে তেল অবিচ্ছিন্ন র্ধ্বমুখী গতিবেগ দেখায় তাই এটি 60.00 চিহ্ন পর্যন্ত বাড়তে থাকবে। গতকাল এটি 57.45 এর মূল্যে বন্ধ হয়েছে। আমি আশা করি আপনি ফোরামের সদস্যদের সাথে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান ভাগ করে নিবেন। শুভ থাকুন সপ্তাহান্তে উপভোগ করুন এবং পরের সপ্তাহের জন্য কৌশল তৈরি করুন।

FREEDOM
2020-06-18, 12:19 AM
আপনি অনেক সুন্দর করে লট বা ভলিউম সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন। যদিও নতুন ট্রেডারদের পক্ষে বোঝাটা কিছুটা কষ্টকর বলেই আমার মনে হচ্ছে। তবে সহজ ভাষায় বলতে যেটা বুঝায় আমরা লট বা ভলিউম বলতে কত লটে ট্রেড করছি সেটাই বুঝায়। আমরা ১ পিপসের বিপরীতে কত লট দিবো সেটাই মুখ্য বিষয়।