PDA

View Full Version : নবশিক্ষার্থীদের ফোরাম অভিজ্ঞতা .......



AbuRaihan
2015-10-09, 11:34 PM
ফরেক্স নব শিক্ষার্থীদেরকে এই সেকশনে স্বাগতম । যারা নতুন ফোরামে কাজ শুরু করেছেন তারা অনেকে ফোরাম নিয়ে নানা ধরনের চিন্তায় চিন্তিত আছেন এবং বোনাস এর ব্যাপার নিয়ে দ্বিাধা দ্বন্ধে আছেন ! তাদের উদ্দেশ্য আমি বলব আপনারা কোন ধরনের টেনশন করবেন না । কারণ আমি ফোরামে বেশ কিছুদিন যাবত যুক্ত থাকার কারণে বলতে পারি যে ফরেক্স বাংলাদেশ ফোরাম হল ফরেক্স শিখার অন্যতম উৎস । এছাড়া ফোরামের নিয়ম অনুযায়ী পোস্ট করলে আপনার বোনাস ঠিক সময়ে দিয়ে দেওয়া হবে ।

Shariar
2015-10-11, 12:53 PM
আমি ফরেক্স ফোরামে নতুন। অনেক জানার বিষয় রয়েছে ফরেক্স সম্প্ররকে সেগুলো আমি জানতে চাই।

selena
2015-10-20, 05:27 PM
আমি ফরেক্স ফোরামে নতুন। অনেক জানার বিষয় রয়েছে ফরেক্স সম্প্ররকে সেগুলো আমি জানতে চাই। কি করে আমি এ সব ভাল করা জানতি পারব ।

mlbasumata
2015-10-21, 03:21 PM
ভাল জানা না জানার কোন ব্যাপার নেই। ফোরাম আপনার মতামত চায়। ফোরামের বিভিন্ন বিভাগে আপনার মতামত দিতে থাকুন, আপনার আয় নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন।

Sahed
2016-07-24, 04:34 PM
হ্যা আমি আপনার সাথে একমত । ফোরামে আমরা বোনাসের জন্য পোস্ট না করে এখান থেকে কিছু শেখার চেষ্ট করি । এতে আমাদের উভয় দিকে লাভ হবে । *অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে আমরা যেমন মার্কেটে পাকাপুক্ত হয়ে উটব তেমনি মাস শেষে *আমরা বোনাস ও পাব ।

basaki
2016-07-24, 04:54 PM
এই ফরেক্স মার্কেটে যারা নরুন করে ফরেক্স ব্যবসায় আসছেন আমি মনে করি তারা যেন ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান নিয়ে এবং বেশি বেশি ডেমো ট্রেড করার পর যেন ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসেন না হলে ফরেক্স মার্কেট আপনাকে ফকির বানাতেও দিদা বোধ করবেন না।

Realifat
2016-07-29, 05:09 PM
আপননি অনেক ভালো বলেছেন। ফরেক্স বাংলা ফোরাসে আমরা ভালোভাবে বাংলা ভাষায় ফরেক্সে বিভিন্নন বিষয় শিখতে পারি।আবার ফরেক্সের বিভিন্ন বিষয় শেখার পাশাপাশি নিয়ম মেনে পোস্টিং করার বদৌলতে যথাসময় পোস্টিং বোনাস পেতে পারি যা আমাদেরকে ট্রেড করে প্রফিট এনে দিতে পারে এবং ফরেক্স শেখার সম্ভবও করে তুলদে পারে।

fatema begum
2016-07-31, 03:07 AM
আমি এই ফোরামে এসে অনেককিছু শিখতে পেরেছি।ফরেক্স শেখার জন্য বাংলা ফোরাম খুব জরুরী একটা দিক ।আর বাংলা ফোরামে নিজেদের কার্যকলাপের মাধ্যমে আমরা সহজে যেকোন বিষয় জানতে পারি।যা আমাদের জন্য একটি আবশ্যিক বিষয়ের মত বটে।ফরেক্স এমন একটি ব্যবস্থা যার জন্য নিজ নিজ ভাষার ফোরাম থাকা ভাল।

rohit
2016-08-11, 10:52 PM
বাংলাদেশী কিছু ব্লগিং সাইট এর দৌলতে ফরেক্স নামটির সাথে পরিচিত হই.তারপর এর প্রতি আগ্রহ আসে এবং ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করি বিষয়টি ভালোভাবে বোঝার জন্যে. দু একটি বই ও পেয়ে যায় বাংলাভাষায় .সাথে সাথে খুঁজে পায় বাংলাভাষার ফরেক্স ফোরাম যা ফরেক্স সম্পর্কে অনেক কিছুই আমাকে জানতে সহায়তা করেছে এখনো যদিও আমি শিক্ষানবীশের পর্যায়েই আছি .আশা করছি এখান থেকে জ্ঞান আহরণ করে রিয়েল মার্কেট এ নামতে পারবো