PDA

View Full Version : পেন্ডিং ট্রেড কি ?



mhorrom777
2015-10-10, 12:15 PM
পেন্ডিং ট্রেড কি , আপনারা কি পেন্ডিং ট্রেড করেন । এই সম্পর্কে যারা অভিজ্ঞ তারা দয়া করে জানাবেন তাহলে আমরা যারা এই বিষয় সম্পর্কে না জানি তারাঅনক উপকৃত হব । কিভাবে ট্রেড পেন্ডিং করতে হবে ?

মো: রিরিফাত
2015-10-10, 03:18 PM
পেন্ডিং ট্রেড হল অগ্রিম ট্রেড ওপেন করা। আমরা সকল ট্রেডারই সবসময় চব্বিশ ঘন্টা মার্কেটের সামনে উপস্থিত থাকতে পারি না। এজন্য আমরা নিজেদের প্লান অনুযায়ী একটা নির্দিষ্ট প্রাইসে ট্রেড অপেন করার জন্য যে অর্ডার করি সেটাই পেন্ডিং ট্রেড অর্ডার। পেন্ডিং ট্রেড অর্ডারের গুরুত্ব ফরেক্স মার্কেটে খুবই স্বাভাবিক।

FxAhsan
2015-10-10, 11:30 PM
পেন্ডিং ট্রেড হল আপনি এমন একটি পয়েন্ট নির্ধারণ করে দিবেন যেখানে মার্কেট পৌছা মাত্র অটোমেটিক ট্রেড ওপেন হয়ে যাবে।আপনি মনিটর অফ করে রাখলেও তাতে ট্রেড শুরু হয়ে যাবে।

raihanuddin
2015-10-12, 12:37 AM
আমরা অনেক সময় ট্রেডের সামনে থাকতে পারি না।তখন আমরা ভালোভাবে মাকেট অ্যনালাইসিস করে একটি পয়েন্ট নিধারন করে রাখি। সে পয়েন্টে মাকেট যখন টার্চ করবে তখনই অটোমেটিক ট্রেড অপেন হয়ে যায়।এটাকেই পেন্ডিং ট্রেড বলা হয়।ধন্যবাদ

shakawath
2015-10-28, 04:03 PM
ধরুন বর্তমান মার্কেট প্রাইসে আপনি বাই সেল দিতে চান না। কিছু উপরে বা নিচে নামলে হয়ত বাই বা সেল দিবেন। আপনার এনালাসিস অনুযায়ী অই প্রাইস টা চারটা এংগেলে হতে পারে। বাইয়ের ক্ষেত্রে কিছুটা উপরে উঠলে বাই (বাই স্টপ), কিছুটা নিচ থেকে বাই (বাই লিমিট), সেলের ক্ষেত্রে কিছুটা উপর থেকে সেল (সেল লিমিট), কিছুটা নিচ থেকে সেল (সেল স্টপ)। এই বিষয়গুলো প্রাক্টিক্যালি বোঝার জন্য ডেমো একাউন্টে যান।

MotinFX
2015-10-28, 04:53 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি। আমার পেন্ডিং ট্রেড সম্পর্কে ধারনা নেই। ফরেক্স মার্কেটে পেন্ডিং ট্রেড সম্পর্কে ধারনা রাখলে ভাল। কারন মার্কেটে অনেক সময় আমরা থাকতে পারিনা কিন্তু পেন্ডিং ট্রেড দিলে আমাদের আশানরুপ ট্রেড করতে পারব। তাই আপনাদের অভিজ্ঞাতা শেয়ার করুন।

yasir arafat
2015-10-30, 11:32 PM
পেন্ডিং নাম থেকে পেন্ডিং ট্রেডের সংঙ্গা পাওয়া যায়।এটি এমন একটি নতুন ট্রেডের অডার যেখানে আপনি প্রাইস টিক করে দিবেন এবং মার্কেট যখন এ প্রাইসে আসবে তখন আপনার ট্রেডটা আপনার সেট করা প্রাইসে খুলবে ।সেখানে আপনি চা ইলে স্টপলস আর টেক প্রফিট ব্যবহার করতে পারবেন।পেন্ডিং অডার বিভিন্ন টাইপের হয়ে থাকে।আপনি যখন নতুন অডার সেটিংসে যাবেন তখন দেখবেন।

maziz6989
2015-11-23, 08:33 AM
যারা পজিশনাল ট্রেডার মুলত তাদের জন্য হল পেন্ডিং ট্রেড। যেমন আপনার সিস্টেম বলছে অমুক পয়েন্ট খেকে মার্কেট পুল করবে বা ফল করতে পারে তখন আপনি ঐ প্লেসে একটা পেন্ডিং অর্ডার সেট করে দিলেন। যখন প্রাইস আপনার লেভেল এ আসল তখনই আপনার ট্রেডটা ট্রিগার হয়ে গেল।

golam0000
2015-11-29, 12:02 AM
যে ট্রেড অগ্রিমভাবে ওপেন করা হুয় তাকে পেন্ডিং ট্রেড বলে.অনেক ত্রাদের কেবল ট্রেড করে থাকেননা.....তাদের বেক্তিগত অনেক কাগ ও হয়ে থাকে.তাই তাদের পেন্ডিং ট্রেড করে এগিয়ে যেতে হয়..এবং ট্রেড এর পাশা-পাশি যাতে অন্য কাজ ও করতে পারে তাই তারা পেন্ডিং ট্রেড করে থাকে.এইটার ভ্যালু ট্রেডিং মার্কেট এ অনন্য ট্রেড এর মত একই.

hasan019
2015-11-29, 12:14 AM
পেন্ডিং ট্রেড বলতে বোঝায় অগ্রিম ট্রেড ওপেন করা। এটা পজিশনাল ট্রেডার দের জন্য। আমরা অনেক সময় ট্রেডের সামনে থাকতে পারি না তাই আমরা ভালোভাবে মাকেট অ্যনালাইসিস করে একটি পয়েন্ট নিধারন করে রাখি সেখানে মার্কেট গেলে ট্রেড টা ওপেন হয়।

Marufa
2015-12-29, 08:26 PM
পেন্ডিং ট্রেড মানে একটা ট্রেড সাথে সাথে ওপেন না করে আপনি চাচ্ছেন একটি নির্দিস্ট লেভেল পযর্ন্ত প্রাইস গিয়ে ট্রেড স্বয়ংক্রিয় ভাবেই ওপেন হয়ে যাবে । পেন্ডিং ট্রেড অনেক কার্যকরী । বাই স্টপ সেল স্টপ এর মাধম্যে পেন্ডিং ট্রেড দেয়া যায় ।

sharifulbaf
2015-12-29, 08:54 PM
ফরেক্স মার্কেট এ আমরা দুই ধরনের পেন্ডিং ট্রেড দিয়ে থাকি,অনেক সময় মনে করি যে মার্কেট আমার টার্গেট পর্যন্ত নামতে পারে,তাই সেই খানে একটি বাই ট্রেড পেন্ডিং বসিয়ে দেই,সে রকম আবার মার্কেট অনেক উপরে উঠে নামতে পারে সেখানে সেল পেন্ডিং ট্রেড বসিয়ে দেই।

maziz6989
2016-01-17, 12:44 PM
আসলে অনেকে জানেনে না কিভাবে পেন্ডিং অর্ডার প্লেস করতে হয়। আমরা যখন নিউ অর্ডার অপশনে ক্লিক করি তখন এখানে অর্ডার টাইপ বলে একটা কথা আছে। সেখানে যদি ইন্সট্যান্ট এক্সিকিউশন সেট না করে পেন্ডিং অর্ডার সেট করুন। এবার লক্ষ্য করে দেখুন এখানে পেন্ডিং অর্ডার সেট করতে পারেন বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ ইত্যাদি।

mim191
2016-01-20, 04:30 PM
আমরা হয়ত নেক সময় ট্রেডের সামনে থাকতে পারি না।তখন আমরা ভালোভাবে মাকেট অ্যনালাইসিস করে একটি পয়েন্ট নিধারন করে রাখি। সে পয়েন্টে মাকেট যখন টার্চ করবে তখনই অটোমেটিক ট্রেড অপেন হয়ে যায়।এটাকেই পেন্ডিং ট্রেড বলা হয়।

Selim BU
2016-01-20, 10:04 PM
ফরেক্সে পেন্ডিং ট্রেড একটি গুরুত্বপূর্ন টার্ম। আপনি হয়তো আশা করবেন মার্কেট একটি নির্দিষ্ট প্রাইসে গেলে আপনি ট্রেড নিবেন। কিন্তু মার্কেট সেই প্রাইসে যখন যাবে তখন হয়তো আপনি মার্কেটে নাও থাকতে পারেন। আপনি যদি পেন্ডিং ট্রেডে প্রাইস সেট করে দেন তবে আপনার অনুপস্থিতিতে মার্কেট সেখানে গেলে অটোমেটিক ট্রেড ওপেন হবে।

razu777
2016-02-12, 07:22 PM
আমি যতটুকু জানি পেন্ডিং ট্রেড হল অগ্রিম ট্রেড ওপেন করা। আমরা সকল ট্রেডারই সবসময় চব্বিশ ঘন্টা মার্কেটের সামনে উপস্থিত থাকতে পারি না। এজন্য আমরা নিজেদের প্লান অনুযায়ী একটা নির্দিষ্ট প্রাইসে ট্রেড অপেন করার জন্য যে অর্ডার করি সেটাই পেন্ডিং ট্রেড অর্ডার। পেন্ডিং ট্রেড অর্ডারের গুরুত্ব ফরেক্স মার্কেটে খুবই স্বাভাবিক।

biswas90
2016-02-12, 10:33 PM
ফরেক্স মার্কেটে পেন্ডিং অর্ডার হচ্ছে কোন নির্দিষ্ট প্রাইসে অগ্রিম কোন ট্রেডের জন্য এন্ট্রি দিয়ে রাখা । যখন মার্কেট ওই প্রাইসে গিয়ে হিট করবে তখট অটোমেটিক ট্রেড ওপেন হবে বা ক্লোজ হয়ে যাবে । আমরা সাধারনত টেক-প্রফিটের জন্য বা স্টপ লসের জন্যও মার্কেট অ্যানালাইসিস করে নির্দিষ্ট একটা প্রাইসে অগ্রিম এন্ট্রি দিয়ে রাখি । এটাও পেন্ডিং অর্ডারই অংশ । অথবা আমরা চাই যে মার্কেট আজ ওই প্রাইসে গিয়ে আমার একটি বাই বা সেল ওপেন হউক । ঠিক এটিই হচ্ছে পেন্ডিং অর্ডার ।

Md Sanuwar Hossain Hossai
2016-02-12, 10:46 PM
পেন্ডিং অর্ডার হচ্ছে একটি নির্দিষ্ট মার্কেটে অর্ডার দেয়ার জন্য পেন্ডিং অর্ডার দেয়া হয়৤ নিউজ ট্রেড করার জন্য পেন্ডিং অর্ডার অনেক কাজে লাগে৤ আপনি মার্কেটে যে অবস্থায যাওয়ার পর ট্রেড করতে চান তা আগে থেকেই সেট করা যায় পেন্ডিং অর্ডার এর মাধ্যমে৤ আপনি যখন মার্কেটে থাকবেন না তখনও টেক প্রফিট ব্যবহার করে আপনার প্রফিট নিয়ে নিতে পারেন ৤

nitaichandro
2016-02-12, 11:17 PM
আমি যতটুকু জানি পেন্ডিং অর্ডার হচ্ছে মার্কেটে নির্দিষ্ট একটা প্রাইস বেধে দেওয়া।কারন াামরা তো সবসময় মার্কেটের সামনে বসে থাকি না তাই নির্দিষ্ট প্রাইস বেধে দিই মার্কেটে যখন এই প্রাইস এ যাবে তখন নিজে থেকে ওপেন হয়ে যাবে।আমার জানামতে এটাই হল পেন্ডিং অর্ডার।

MdMintuHossen2016
2016-02-12, 11:36 PM
পেন্ডিং ট্রেড বা পেন্ডি অর্ডার হল ফরেক্স ট্রেড সহায়ক এমন একটি অপশন যা ব্যাবহার করে আপনি খুব সহজে ফরেক্সে অটোমেটিক্যালি ভাবে ট্রেড ওপেন করতে পারবেন। মার্কেট একটি নিদিষ্ট স্থানে গিয়ে উপনিত হওয়ার সাথে সাথে আপনার ট্রেডটি সেই মার্কেট প্রাইজ থেকে আপনি চাইলে ফরেক্স মার্কেটে না থেকেও এই অপশনের মাধ্যমে খুব সহজে করতে পারবেন।

basaki
2016-02-13, 09:31 AM
ফরেক্স মার্কেটে ভাল করতে হলে একজন সদস্যকে অনেক কিছুই জানতে কিছুই জানতে হয় আর বেশি বেশি পড়া শুনা করতে হয় ফরেক্স মার্কেটে যে যেমন সময় দিবে সেই বেশি কিছু ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে।আর পেন্ডিং অডার এর মধ্যমে আপনি আগে তেকেই ট্রেড ওপেন করতে পারেন।

poly khatun900
2016-02-13, 11:23 AM
ফরেক্স মার্কেটে ভাল করতে হলে একজন সদস্যকে অনেক কিছুই জানতে কিছুই জানতে হয় আর বেশি বেশি পড়া শুনা করতে হয় ফরেক্স মার্কেটে যে যেমন সময় দিবে সেই বেশি কিছু ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে।আর পেন্ডিং অডার এর মধ্যমে আপনি আগে তেকেই ট্রেড ওপেন করতে পারেন।

Md Sanuwar Hossain Hossai
2016-02-13, 11:51 AM
পেন্ডিং অর্ডার হচ্ছে আমরা যখন কোন নির্দিষ্ট সময় নির্দিষ্ট মার্কেটে ট্রেড ওপেন করতে চাই তখন আগে থেকেই অর্ডার দেয়ার জন্য পেন্ডিং অর্ডার দেয়া হয়৤ পেন্ডিং অর্ডার সাধারনত নিউজ ট্রেডের ক্ষেত্রে অনেক কারযকরি৤ কারন নিউজ ট্রেডের সময় ট্রেড ওপেন করা অনেক কষ্ট আর এখানে ট্রেড বুঝতে পাড়াও অনেক কষ্ট৤ তাই এ অবস্থায় পেন্ডিং অর্ডার দেয়া জরুরী৤

maziz6989
2016-02-13, 11:57 AM
আসলে পেন্ডিং ট্রেড হল এমন একটা বিষয় যা একটা নির্দিষ্ট লেভেল এ গেলে ট্রেড টা এক্টিভ হবে। মুলত তিন ধরনের চার ধরনের পেন্ডিং ট্রেড সেট করা যায়। তা হল বাই লিমিট সেল লিমিট বাই স্টপ সেল স্টপ ইত্যাদি। আমরা পজিশন ট্রেড করার ক্ষেত্রে পেন্ডিং অর্ডার ব্যবহার করে থাকি।

MotinFX
2016-02-13, 12:00 PM
পেন্ডিং ট্রেড কি , আপনারা কি পেন্ডিং ট্রেড করেন । এই সম্পর্কে যারা অভিজ্ঞ তারা দয়া করে জানাবেন তাহলে আমরা যারা এই বিষয় সম্পর্কে না জানি তারাঅনক উপকৃত হব । কিভাবে ট্রেড পেন্ডিং করতে হবে ?

ফরেক্স মার্কেটে দুই ধরনের ট্রেড রয়েছে এক, ইনস্টেন্ড ট্রেড
দুই, পেন্ডিং বা এক্সিকিইশান ট্রেড। ইনস্টেন্ড ট্রেড হল ফরেক্স মার্কেটে আমরা সাথেসাথে যে ট্রেড করি সেটাকে বলে ইনস্টেন্ড ট্রেড।আর পেন্ডিং ট্রেড হল ফরেক্স মার্কেটে আমার নির্দিস্ট লক্ষে ট্রেড দেওয়ার জন্য ট্রেড করা সেটা কে পেন্ডিং ট্রেড বলে।আমি একটি বাই দিতে চাই eurusd 1.1350 সেটা এখন 1.1390 আমি 1.1350বাই দিয়ে রাখলাম সেটা কে পেন্ডিং ট্রেড বলে।

Md Sanuwar Hossain Hossai
2016-02-13, 12:07 PM
পেন্ডিং অর্ডার হচ্ছে আমরা যখন কোন নির্দিষ্ট সময় নির্দিষ্ট মার্কেটে ট্রেড ওপেন করতে চাই তখন আগে থেকেই অর্ডার দেয়ার জন্য পেন্ডিং অর্ডার দেয়া হয়৤ পেন্ডিং অর্ডার সাধারনত নিউজ ট্রেডের ক্ষেত্রে অনেক কারযকরি৤ কারন নিউজ ট্রেডের সময় ট্রেড ওপেন করা অনেক কষ্ট আর এখানে ট্রেড বুঝতে পাড়াও অনেক কষ্ট৤ তাই এ অবস্থায় পেন্ডিং অর্ডার দেয়া জরুরী৤

Realifat
2016-02-13, 02:53 PM
ভবিষ্যত প্রাইসে পূর্বেই ট্রেড ওপেন করে রাখাকে পেন্ডিং ট্রেড বলে। আমরা আমাদের প্লানঅনুযায়ী এবং সাপোর্টে রেসিসটেন্স বিবেচনায় কোথা থেকে ট্রেড ওপেন করবো তার একটা প্লান করে থাকি।কিন্তু সবসময়ই তো মার্কেটের সামনে বসে থাকা সম্ভব না। এজন্য আশানুরূপ প্রাইসে অগ্রিম ট্রেড ওপেন করাকেই পেন্ডিং ট্রেড বলে।

Sahed
2016-07-22, 05:15 PM
পেন্ডিং ট্রেড হল আপনি *মার্কেটের এমন একটি জায়গায় ট্রেড নিতে চান কিন্ত মার্কেট এখনও সেখানে আসেনি । তবে আপনি ধারনা করলেন যে মার্কেট এখানে আসবে এবং এখানে আসার সাথে সাথে যেন আপনার একটি ট্রেড বাই অথবা সেলে ওপেন হোক । তখন আপনি নির্দিষ্ট এই জায়গায় পেন্ডিং ট্রেড ওপেন করে রাখতে পারেন ।

MdImranHossain917
2016-07-22, 05:20 PM
পেন্ডিং অর্ডার হল এমনই একটি ট্রেড সহায়ক অপশন যার মাধ্যমে আমরা একটি নিদিষ্ট প্লাইজে মার্কেট উঠলে যেন ট্রেড অটোমেটিক্যালি ভাবে খুলে যায় তা নিশ্চিত করা হয়। ফলে সব সময় মার্কেটে বসে থাকার প্রয়োজন হয় না । তাই আমি মনে করি পেন্ডিং অর্ডার আমাদের ট্রেডিংকে অনেকাংশে সহজতর করে দিয়েছে।

alamin6969
2016-07-26, 01:56 AM
আমি যতটুকু জানি পেন্ডিং ট্রেড হল অগ্রিম ট্রেড ওপেন করা। আমরা সকল ট্রেডারই সবসময় চব্বিশ ঘন্টা মার্কেটের সামনে উপস্থিত থাকতে পারি না। এজন্য আমরা নিজেদের প্লান অনুযায়ী একটা নির্দিষ্ট প্রাইসে ট্রেড অপেন করার জন্য যে অর্ডার করি সেটাই পেন্ডিং ট্রেড অর্ডার। পেন্ডিং ট্রেড অর্ডারের গুরুত্ব ফরেক্স মার্কেটে খুবই স্বাভাবিক।

abdulguffer
2016-07-26, 04:12 AM
আপনি যদি পজিশন ট্রেডার হতে চান তাহলে আপনাকে পেন্ডিং অর্ডার সম্পর্কে জানতে ও শিখতে হবে। একটি কারেন্সি পেয়ারের প্রাইস একটি নির্দিষ্ট স্থানে অর্থাৎ সাপোর্ট বা রেজিস্টানস লেভেলে একটি নির্দিষ্ট প্রাইস এ গেলে বাই বা সেল অর্ডার অটো ওপেন হবে, তা অগ্রিম সেট করাটাই হচ্ছে পেন্ডিং অর্ডার।

RUBEL MIAH
2017-03-11, 10:05 PM
ফরেক্স মার্কেটে পেন্ডিং অডার বিভিন্ন টাইপের হয়ে থাকে । আমরা যখন নতুন অর্ডার করব তখন দেখতে পারব যে কোন দিকে মুভমেন্ট করবে । পেন্ডিং ট্রেড হল আপনি এমন একটি পয়েন্ট নির্ধারণ করে দিবেন যেখানে মার্কেট পৌছা মাত্র অটোমেটিক ট্রেড ওপেন হয়ে যাবে । যখন প্রাইস আপনার লেভেল এ আসল তখনই আপনার ট্রেড হয়ে যাবে ।

asaa
2017-03-11, 10:14 PM
ফরেক্স মার্কেটে পেন্ডিং ট্রেড হল অগ্রিম ট্রেড ওপেন করা। আমরা সকল ট্রেডারই সবসময় চব্বিশ ঘন্টা মার্কেটের সামনে উপস্থিত থাকতে পারি না। এজন্য আমরা নিজেদের প্লান অনুযায়ী একটা নির্দিষ্ট প্রাইসে ট্রেড অপেন করার জন্য যে অর্ডার করি সেটাই পেন্ডিং ট্রেড অর্ডার। পেন্ডিং ট্রেড অর্ডারের গুরুত্ব ফরেক্স মার্কেটে খুবই স্বাভাবিক।

riponinsta
2017-03-12, 12:15 PM
আপনি ফরেক্স মার্কেট এ পেন্ডিং ট্রেড করে লাভ করতে পারবেন একটা আপনি পেন্ডিং ট্রেড চালু করে রাখলেন সাথে আপনি টিপি আর স্টপ লস দিয়ে রাখলেন মার্কেট যদি ওই জাইগাই জাই তা হলে আপনার ওই ট্রেড চালু হবে টিপি পর্যন্ত জাই তা হলে মার্কেট এ আপনার লাভ হবে ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার পেন্ডিং ট্রেড করে থাকে তবে বেশির ভাল পেন্ডিং ট্রেড করে থাকে নিউজ ট্রেড করার সময় পেন্ডিং ট্রেড করে থাকে

DhakaFX
2020-05-10, 06:08 PM
10904
পেন্ডিং অর্ডার হলো- একটি চমৎকার,নিরাপদ,সহজত র ও সংক্রিয় ট্রেডিং পদ্ধতি৷যে পদ্ধতি দিয়ে যেকোন সময় যেকোন কারেন্সি পেয়ারে আগেই এন্ট্রি সেট করে রেখে দেওয়া যায়৷ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের প্রাইস সব সময়ই উঠা-নামা করে৷পূর্বেই সেট করে রাখা সেই পেন্ডিং অর্ডার অনুযায়ী সংশ্লিষ্ট পেয়ারটির প্রাইস সেখানে আসা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে ট্রেড ওপেন হয়ে যায়৷
## আমরা সব সময় পিসির সামনে বসে থাকতে পারিনা,নিত্য-প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকি,সেজন্য সময়-সুযোগ বুঝে এনালাইসিস করে যথাযথ স্থানে এই পেন্ডিং অর্ডার সেট করে রেখে দিতে পারি৷এই পেন্ডিং অর্ডার সেট করে রাখার ফলে যখন স্বয়ংক্রিয়ভাবে ট্রেড ওপেন হয় তখন একদিকে যেমন আমাদের অনেক সময় বাঁচে তেমনি অন্যদিকে আমাদের মেধা-শ্রম সবই বাঁচে,বিশ্রাম নিতে পারি৷
## তবে পেন্ডিং অর্ডার ব্যবহার করতে হলে ট্রেডিং সিস্টেম খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে৷যদি ভুল এরিয়ায় পেন্ডিং অর্ডার সেট করি তাহলে নিশ্চিত লস হবে৷আর যদি সঠিকভাবে এনালাইসিস করে যথাযথ স্থানে সেট করি তাহলে ঘুমিয়ে থাকলেও প্রফিট আসবেই। অধিকাংশ পেশাদার ট্রেডার তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে এইভাবে পেন্ডিং অর্ডার সেট করে নিয়মিত প্রফিট করছেন।