PDA

View Full Version : ট্রেড করার সময় টেনশন ..!



AbuRaihan
2015-10-11, 11:17 PM
যখন আপনি ট্রেড অবস্থায় থাকবেন তখন আপনার সম্পূর্ণ মনযোগকে ট্রেডের দিকে এবং চার্টের দিকে দিয়ে দিন । মাথা সম্পূর্ণ ঠান্ডা রাখুন এবং বাড়তি চাপ নিবেন না । আপনি যদি ট্রেড করার সময় টেনশন করেন তবে আপনার টেনশনের নেতিবাচক প্রভাব আপনার ট্রেডের উপর পড়বে যা ট্রেডের লস বয়ে আনতে পারে । এছাড়াও টেনশন করার মাধ্যমে কিছু যায় আসে না শুধুমাত্র নিজের সময়ের অপচয় হয় এবং পাশাপাশি ট্রেডের উপর প্রভাব পড়ে । তাই চিন্তামু্ক্ত ট্রেড করার শপথ করুন । এটা আপনার জন্যই মঙ্গলজনক ।

Shariar
2015-10-11, 11:59 PM
121916131218 17141217 1618 121813161715 1713141719 17141814 121211 11161717 121916131218 121617121217,121916131218 1211171312 191417171312 1713141719 171418 1512191218

basaki
2015-12-28, 08:44 PM
যে কোন ব্যবসা করতে হলেই মাথায় টেনশন কপ্রা লাগে। আর ফরেক্স মার্কেট হচ্ছে খুবই জটিল একটি মার্কেট। এই মার্কেটে একটা ট্রেড ভুল করলে টেনশনের শেষ নেই। তাই চিন্তা ভাবনা করে ট্রেড অপে করতে পারলে টেনশন্টা কম হবে।

Marufa
2015-12-28, 09:36 PM
আসলে লাইভ ট্রেডিং এ টেনশন হবে এটাই স্বাভাবিক তবে ওভার টেনশন করা যাবে না । বেশি টেনশন করলে এর নেতিবাচক প্রভাব পড়বে ট্রেডের ওপর ফলে ভুল স্বীদ্ধান্ত নেয়ার সম্ভাবনা বেশি থাকবে । তাই টেনশন মুক্ত থাকার চেষ্টা করতে হবে ।

Talha
2015-12-29, 12:18 AM
আসলে রানিং ট্রেড নিয়ে সবাই একটু চিন্তা করে কারন ফরেক্স মার্কেট কোন সময় কোন দিকে যায় তা কখনোই নিশ্চিত করে বলা যায় না তাই আমি মনে করি সবাই চিন্তিত থাকে তারপরেও জানিনা এমন কোন ব্যক্তি আছে কিনা যে ট্রেড নিয়ে চিন্তা করেনা আসলে আমাদের চিন্তা গুলো গঠনমূলক হওয়টা আবশ্যক তখন কাজও মন বসবে উল্টা পল্টা চিন্তা করলে কাজের মজা নষ্ট হয়ে যায়।

HKProduction
2015-12-30, 02:31 PM
মন ভাল না থাকলে ট্রেড না করাই ভাল। কেননা এতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে ফরেক্স ট্রেড করার জন্য সব সময় একটি নিরিবিলি স্থান ঠিক করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কোলাহল মুক্ত পরিবেশ ফরেক্সে ট্রেডের জন্য অতীব জরুরী।

gazigazi
2016-01-01, 11:37 PM
টরেড করার সময় কখনই মাথা গরম করতে নেই। মাথা ঠান্ডা রেখে ট্রেড ওপেন না করলে লসের সম্ভবনা থাকে বেশি। কেননা মাথা গরম করে ট্রেড করলে আপনি সঠিক ট্রেড ওপেন করতে ভুলও করতে পারেন।

MotinFX
2016-01-02, 11:53 AM
আপনি সুন্দর একটি পরামর্শ দিয়েছেন আমার ট্রেড করার আগে এখনো টেনশনে থাকি আমি টেনশন কে এরিয়ে চলার অনেক চেস্টা করছি। আপনাদের পারামর্শ আমার অনেক কাজে আসবে কারন অনেক কারো উপদেশ দ্বারা আমরা অনেক বিছু শিখতে পারি।

HKProduction
2016-01-02, 07:52 PM
আসলেই সুন্দর একটি মন না হলে ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্ভব নয়। তাই আমাদেরকে সর্ব প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন মন মানসিকতা নিয়ে ট্রেড করা উচিৎ। সুস্থ দেহে যেমন সুস্থ মন, তেমনি সুস্থ মনে সুস্থ প্লান কাজ করে। সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি।

amiami
2016-01-02, 10:59 PM
হ্যা ভাই আপনি ঠিক বলছেন। কোন কাজ করার সময় যেমন আপনি সেই কাজের দিকে লক্ষ রেখে কাজ করেন তেমনি ফরেক্স করার সময় ও ফরেক্স এর দিকে খেয়াল দিয়ে ট্রেড করবেন। কোন টেনশন নিবেননা। টেনশন নিছেন তো উলটা পালটা ট্রেড খুলবেন। তাই কখন টেনশন মাথায় নিয়ে ফরেক্স এ আসবেন না।

Rahat015
2016-01-03, 09:44 AM
ভাল কিছু পেতে হলে আগে ট্রেডগুলোকে আমাদের ইনজয় করা উচিত ।তা না হলে আমরা লাভের বদলে আরো লস করে বসবো।সেজন্য নিজের স্ট্রাটেজিটার উপর আস্থা রাখা ভাল। আর যে বিষয় টা গুরিইত্বপূর্ন তা হল লস হলে যাতে মাথা ঠান্ডা রাখতে পারি।।

real80
2016-02-15, 11:37 PM
যখন আমরা ট্রেডিং করি তখন আমাদের সম্পূর্ণ মনোযোগ থাকা উচিত চার্ট এর উপর ও ট্রেড এর দিকে। অন্য কোন দিকে তখন মনোযোগ দেয়ার দরকার নেই। টেনশন করলে ভালভাবে ট্রেডিং করা যায় না। টেনশন একজন ট্রেডারের মনোযোগ নস্ট করে দেয়। ট্রেড করার সময় তাই বাড়তি মানসিক চাপ নেয়ার দরকার নেই। টেনশন করলে এর নেতিবাচক প্রভাব আমাদের ট্রেডিং এর উপর পড়ে যা আমাদের জন্য ক্ষতিকারক। এতে করে লস ট্রেড হওয়ার সম্ভাবনা থাকে।

arvi
2016-02-19, 08:57 AM
যেকন কাজের সময়ে আমাদের মনের মধ্যে বিভিন্য ধরনের টেনশন কাজকরে । ফরেক্স এ ট্রেড করার সময়ও ঠিক একি রকম টেনশন কাজ করে মনের মধ্যে । না জানি ঠিক ভাবে ট্রেড হচ্ছে কিনা । ফলে আমরা প্রায় লসের মধ্যে পড়ি। তাই যখন আমরা ট্রেড করব স্মপুরন মনযোগ ট্রেড এর দিকে রাখার চেষ্টা করব । মনোযোগ না থাকলে ভুল হতে পারে । তাই মাথা ঠাণ্ডা রেখে ভালভাবে বুঝে ট্রেড করতে হবে অবশ্যই টেনশনকে দূরে রেখে ।

RUBEL MIAH
2016-02-21, 05:21 PM
ট্রেড করার সময় অবশ্যই টেনশন করা যাবে না । যে যত বেশী টেনশন করবে সে ততই ক্ষতির মধ্যে পড়বে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য টেনশন করা যাবে না । তাহলেই সফলকাম হওয়া সম্ভব না ।

fatemaakhter
2016-02-23, 11:46 AM
আপনি যখন ট্রেড করতে বসবেন তখন সমস্ত চিন্তা ভাবনা দূরে সরিয়ে রাখবেন ।লক্ষ্য এগুলোর প্রভাব যেন ট্রেডের উপর না পড়ে ।ট্রেডের সময়ে আপনি যদি ইমশনাল থাকেন তাহলে ট্রেড ভুল হবার সম্ভাবনা বেশি থাকে ।

MoinFX
2016-02-23, 08:40 PM
ফরেক্স মার্কেটে ট্র্রেড করার সময় আমাদের টেনশন কাজ করে এটাই ফরেক্স মার্কেটে মুল কয়েক টি সমস্রার মধ্যে এটি একটি । ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে আমাদের কে সাপ মুক্ত ট্রেড করতে হবে । আমাদের অর্থনৈতিক ভাবে যে ব্যাবসা গুলো এই সকল ব্যাবসাতে টেনশন কাজ করবে ।

abdulguffer
2016-03-12, 08:25 PM
টেনশন ছাড়া ফরেক্স ট্রেড ! অসম্ভব। দক্ষ ট্রেডাররাও ট্রেড করতে গেলে টেনশনে মাথা গরম করে, তাতে লাভ এর ট্রেড টি লস এ ক্লোজ করে। আমরা ফরেক্স ট্রেড করতে গেলে যখন দেখি মার্কেট বিপরীতে যাচ্ছে তখন ঐ দিকে ট্রেড এন্ট্রি দিয়ে বসি, কিছুক্ষন পর মার্কেট আবার আগের দিকে ফিরে আসে ,এখনতো টেনশনে মাথা পুরো গরম , দিয়ে ববসি আরেকটি এন্ট্রি। এভাবে টেনশনে উল্টোপাল্টো ট্রেড এন্ট্রি নিতে নিতে কখন যে মুলধন শেষ হয়ে যায় বলতেই পারিনা। এই টেনশন এর কোনো ট্রিটমেন্ট আছে বলে আমার মনে হয় না।

Md Akter Hossain
2016-03-12, 08:35 PM
অনেকেই বলে থাকেন যে ট্রেড করার সময় টেনশন দূরে রাখতে । তবে সেটা নতুন ট্রেডারদের জন্যে খুব কঠিন কাজ । তবে এটা যে অসম্ভব তা কিন্তু নয় । এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে । সত্যি বলতে কি টেনশন নিয়ে ট্রেড করলে ট্রেডে ভুল হবার সম্ভাবনা বেশি থাকে । তাই যতটা সম্ভব ট্রেড করার সময় টেনশন না নেয়াই ভাল ।

yasir arafat
2016-04-01, 12:50 PM
ট্রেড করার সময় বিভিন্ন চিন্তা এবং টেনশন আপনাকে দ্বিধা দ্বন্দে ফেলতে পারে।এর ফলে আপনি ইমোশনাল হয়ে পড়বেন।যার ফলাফল আরো খারাপ।সুতরাং ভাল কিছু পেতে হলে আগে ট্রেডগুলোকে আমাদের ইনজয় করা উচিত ।তা না হলে আমরা লাভের বদলে আরো লস করে বসবো।সেজন্য নিজের স্ট্রাটেজিটার উপর আস্থা রাখা ভাল।

sharifulbaf
2016-05-20, 02:43 PM
ফরেক্স মার্কেটের ট্রেড করার সময় আমরা টেনশন করে থাকি,দক্ষ ট্রেডাররা ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় টেনশন করেনা,আমাদের মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করতে পারলে ভাল করা যাবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমরা এনালাইসিস করে ট্রেড করব,ট্রেড অপেনিং করার সময় স্টপ লস ব্যাবহার করব।

maziz6989
2016-05-30, 12:32 PM
আহ তাই যদি আমি পারতাম! যখন একটা ট্রেড নিয়ে নেওয়া শেষ হয় তখন মনে মনে ভাবি দেখি তো বড় টাইম ফ্রেম কি বলছে। সেটা দেখার পরে মনে হয় আমি এত বড় ভূল করতে পারলাম! এখন না পারি ক্লোজ করতে না পারি চার্টের সামনে থেকে উঠে যেতে। এভাবে একসময় লসটা বড় হতে হতে আমার একাউন্ট এর ৫০% শেষ। সেটা রিকভার করার জন্য আবার একটা ট্রেড নেই। সেটা বাকীটুুকু শেষ করে দেয়।

Moon
2016-06-07, 07:56 PM
আসলে টেনশন মাথায় যে কোন কাজে ভুল হওয়ার পরিমাণ শতভাগ । কেননা টেনশন এমন একটা জিনিস যেটার প্রভাব সরাসরি আমাদের ট্রেডের উপরে পড়া কোন ব্যাপার নয় । তাই আমদের উচিত হবে ট্রেডের দিকে খেয়াল রেখে নিজেকে ঠান্ডা রাখা । আর ট্রেড করার জন্য নিরিবিলি স্থান যতটা সম্ভব পছন্দ করতে হবে। আর কোলাহলমুক্ত পরিবেশ ট্রেড করার অনুকুল ।

dwipFX
2016-06-09, 10:36 AM
ট্রেড করার সময় আমার কাছে অনেক টেনশন মনে হয় কারন মার্কেট উঠবে না কমবে সেটা নিশ্চিত ভাবে বলা যায়না। ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে তারা বলতে পারবেনা মার্কেটে আপে যাবেনা ডাউনে যাবে।সেটা আমাদের কে এনালাইসিস কর বের করতে হবে। যে সঠিক ভাবে এনালাইসিস করতে পারে সে ফরেক্স মার্কেটে সফল ট্রেড করতে পারে।

Realifat
2016-06-16, 08:51 AM
অনেক ভালো বলেছেন আপনি। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে কোনো প্রকার ইমোশন তখা ভয়ভিতী অথবা টেনশন নেগেটিভ ইফেক্ট বহন করতে পারে।তাই ট্রেড করার সময় কোনো টেনশন করবেন না। বুঝেশুনে ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড এন্টি নিন এবং টেনশনমুক্ত থেকে স্বাভাবিকভাবেই ট্রেড করার চেষ্টা করুরুন।

Md. Tariqul Islam
2016-06-21, 05:15 PM
সবাই একটু চিন্তা করে কারন ফরেক্স মার্কেট কোন সময় কোন দিকে যায় তা কখনোই নিশ্চিত করে বলা যায় না তাই আমি মনে করি সবাই চিন্তিত থাকে তারপরেও জানিনা এমন কোন ব্যক্তি আছে কিনা যে ট্রেড নিয়ে চিন্তা করেনা আসলে আমাদের চিন্তা গুলো গঠনমূলক হওয়টা আবশ্যক , মাথা ঠান্ডা রেখে ট্রেড ওপেন না করলে লসের সম্ভবনা থাকে বেশি।

Sahed
2016-07-25, 03:46 PM
ভাই ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে আপনি লাইভ ট্রেডিং করতে গেলেই টেনশনে ভুগবেন । তবে মার্কেটে ট্রেডিং এর সময় যাতে অতিরিক্ত টেনশন না করেন সেদিকে খেয়াল রাখতে হবে । ট্রেডিং এ আপনি অভিজ্ঞ হয়ে উটলে টেনশন এমনিতে কমেই যাবে । ধন্যবাদ ।

nisho5533
2016-08-19, 09:45 PM
আমরা যখন ফরেক্স ডলার লাগাই তখন আমাদের টেনশন হয়া সাভাবিক আপনি থিক বলেছেন মাথা সম্পূর্ণ ঠান্ডা রাখুন এবং বাড়তি চাপ নিবেন না | তাহলে আপনার অনেক বর ক্ষতি হলে পারে ফরেক্স আপনাকে টেনশন করাতে বাধ করবে আপনাকে নাথা থান্ডা রেখে কাজ করতে হবে|

md mehedi hasan
2016-11-29, 08:44 AM
ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড ওপেন করি তখন আমরা স্বাভাবিক ভাবে একটু টেনশনে থাকি যে ট্রেডটি আমাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে।তবে আমাদের উচিত হবে টেনশন ফ্রি থাকা।সবকিছু স্বাভাবিক ভাবে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে।তবেই আমারা ফরেক্স মার্কেটে সফল হব।

sohrab
2016-11-29, 09:02 AM
ফরেক্স ট্রেডিং এ টেনশন থাকতে পারে ,তবে এটা নতুনদের জন্য অনেক বেশী । কেননা ফরেক্স একটি ব্যবসা এবং লাভ লস আছে । ট্রেড করার পর যদি সেটা পক্ষে থাকে তাহলে লাভ আর যদি বিপক্ষে যায় সেটা লস হয় । তাই দক্ষতার সাথে এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং টেনশন মুক্ত থাকতে হবে ।

MADADEE
2016-11-29, 11:16 PM
রানিং ট্রেড থাকলে টেনশন হতেই পারে আমি মনে করি ফরেক্স মাকেটে আপনার টাকা রয়েছে তাই আপনার টেনশন হতে পারে আমার ও হয় | আমি এই ভেবে ফরেক্স করি রিক্সি না নিলে ফরেক্স থেকে আয় করা সম্ভব না তাই ফরেক্স করি |

Mamun13
2017-11-07, 10:41 PM
ফরেক্স মার্কেটে নতুন অবস্হায় সবারই প্রচন্ড টেনশন থাকবে কারন এখানে সবকিছুই অজানা এবং নতুন বিষয়৷নতুন ও অজানা বিষয়ে স্বাভাবিক ভাবে সবারই ভয় থাকবে,তার উপর আবার নগদ টাকা হারানোর ভয়৷লাভের জন্যও অনেক সময় টেনশন থাকে,বুকে,চোখে ও মাথায় একটা প্রেসার অনুভূত হবেই হবে৷ধীরে ধীরে মার্কেটের সাথে যখন আমরা এডজাষ্ট হয়ে যাবো তখন আমাদের মাথাও থাকবে ঠান্ডা,বুকেও থাকবে আত্নবিশ্বাস আর চোখেও থাকবে ঘুম আর ঘুম,পকেট থাকবে গরম !

morshed naim
2017-12-05, 03:33 AM
দক্ষ ট্রেডাররাও ট্রেড করতে গেলে টেনশনে মাথা গরম করে, তাতে লাভ এর ট্রেড টি লস এ ক্লোজ করে। আমরা ফরেক্স ট্রেড করতে গেলে যখন দেখি মার্কেট বিপরীতে যাচ্ছে তখন ঐ দিকে ট্রেড এন্ট্রি দিয়ে বসি তবে এটা নতুনদের জন্য অনেক বেশী । কেননা ফরেক্স একটি ব্যবসা এবং লাভ লস আছে । ট্রেড করার পর যদি সেটা পক্ষে থাকে তাহলে লাভ আর যদি বিপক্ষে যায় সেটা লস হয় । তাই দক্ষতার সাথে এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং টেনশন মুক্ত থাকতে হবে।আসলে আমাদের চিন্তা গুলো গঠনমূলক হওয়টা আবশ্যক,মাথা ঠান্ডা রেখে ট্রেড ওপেন না করলে লসের সম্ভবনা থাকে বেশি।

expkhaled
2017-12-20, 11:38 AM
আসলে কোন কাজেই অতিরিক্ত টেনশন করলে সেখান থেকে ভাল কিছু আশা করা যায় না। ফরেক্স ট্রেড করার জন্য মাথা থাকতে হবে ঠান্ডা দুশ্চিন্তহীন তবে আমাদের এটা একটা প্র্যাকটিস এর বিষয় দুশ্চিন্তহীন থাকা। দুশ্চিন্তা আসে ফরেক্স এর বিষয়ে জ্ঞান কম থাকলে অর্থাত প্রথমদিক দিয়ে বেশী পরিমানে টেনশন থাকে তাই আমি সবসময় নবাগত ট্রেডারদের একটা কথা বলি ডেমো ট্রেড করুন কারন ডেমো এর উপকার আছে। আপনি যখন ডেমো ট্রেড করবেন তখন এত চিন্তা থাকবে না কারন আপনার কোন লস হবে না। তবে সব সময় শেখার চেষ্টা করবেন। তাহলে আপনি ডেমো থেকে উপকৃত হবেন।

Grimm
2018-01-16, 12:33 AM
আমার মনে হয় কমবেশি প্রায় সকল নতুন ট্রেডাররা ট্রেড করার সময় টেনশন করে থাকেন। আমিও আমার ট্রেড খোলার পর অনেক টেনশনে থাকি। আর আমি মনে করি এটা হয় কারণ আমাদের পর্যাপ্ত পরিমানের জ্ঞান নাই আর আমরা ঠিকমত বাজার বিশ্লেষণ করতে পারি না। যদি আমরা অধিক সময় এই ব্যবসার পিছনে ব্যয় করি তাহলে পরবর্তীতে আমরা অনেক কিছু শিখতে পারবো আর এর ফলে আমরা আমাদের ট্রেড খোলার পর আর কোন টেনশন করবো না।

amreta
2020-01-25, 06:12 PM
অগত্যা, আমি মনে করি যে কোনও ব্যবসায়ীকে উন্নতির জন্য ভাল বাণিজ্য করা দরকার, ব্যবসা হারাতে হতাশা কেবল বাড়িয়ে তোলে এবং আত্মবিশ্বাস নষ্ট করে দেয়, এটি কোনও ব্যবসায়ীর পক্ষে ভাল নয়, হতে পারে কোনও ব্যবসায়ী তার ক্যারিয়ারের শুরুতে কিছুটা হারাতে পারে তবে খুব শীঘ্রই এগুলি হতে পারে লোকসানগুলি ব্যবসায়ীকে সঠিকভাবে শিখতে এবং অনুশীলন করতে বাধ্য করবে যাতে সে বেশি ক্ষতি করতে না পারে,

FREEDOM
2020-04-15, 11:43 PM
হ্যা ট্রেড করার সময় আমার ভিতর খুব বেশি টেনশন কাজ করতো প্রথম প্রথম। ভাবতাম সবসময় লস হবে নাকি লাভ হবে শুধু এই টেনশনই করতাম। আর যখন লসে পড়তাম তখন ট্রেড নিয়ে ঝুলে থাকতাম তখন আরো বেশি টেনশন কাজ করতো। কিন্তু এখন আর হয় না কারন এখন মার্কেট অনেকটাই বুজে ট্রেড করার চেষ্টা করি এবং একটি নির্দিষ্ট টার্গেটেই লাভ বা লসে ক্লোজ করে দেই তাই খুব বেশি টেনশন হয় না এখন।

Rokibul7
2020-05-03, 11:20 AM
রানিং টেড নিয়ে চিন্তা সবাই করে।তবে টেড করার আগে সুস্ট এনালাইসিস করে মাথা ঠান্ডা করে টেড ওপেন করা উচি। আর টেড লস লসে মাথা গরম না করাই ভাল।যেহুতো ফরেক্স মাকেট এ কখন কি হবপ কোথায় যাবে তা কেওই বলতে পারে না,তাই টেড ওপেন এর আগে ভাল ভাবে ধয ধরে এনালাইসিস করতে হবে

FREEDOM
2020-08-25, 08:17 PM
হ্যা ভাই আপনি ঠিক বলছেন। কোন কাজ করার সময় যেমন আপনি সেই কাজের দিকে লক্ষ রেখে কাজ করেন তেমনি ফরেক্স করার সময় ও ফরেক্স এর দিকে খেয়াল দিয়ে ট্রেড করবেন। কোন টেনশন নিবেননা। টেনশন নিছেন তো উলটা পালটা ট্রেড খুলবেন। তাই কখন টেনশন মাথায় নিয়ে ফরেক্স এ আসবেন না।

waleed
2020-08-26, 02:41 PM
ফরেক্স এ লসের মুল কারন হল নিয়ম বর্হিভুত ট্রেড করা আপনি ফরেক্স এর যাবতীয় নিয়ম মানুন কখনও লস হবে না হলেও সেটার পরিমান অনেক কম হবে আর প্রফিট আর লস মিলিয়ে আপনি প্রফিটে থাকতে পারবেন। তাই নিয়মগুলি মানতে শুরু করুন দেখবেন আপনিও ফরেক্স এ নিয়মিত প্রফিট করতে পারছেন। তাই কেন আমরা ফরেক্স করতে এসে এর নিয়মগুলি মানি না এর মুল কারন হল বেশি প্রফিটের আশায় বেশি লেভারেজ নিয়ে বড় লট ব্যবহার করা। ফলে আমরা বার বার লস করে একাউন্ট শুন্য করে ফেলি তাই আর নয় নিয়মের বাইরে ট্রেড আমরা সকলে ফরেক্স থেকে আয় করতে চাই সেটা নিয়ম মেনেই।

sss21
2020-08-30, 04:52 PM
মন ভাল না থাকলে ট্রেড না করাই ভাল। কেননা এতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে ফরেক্স ট্রেড করার জন্য সব সময় একটি নিরিবিলি স্থান ঠিক করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কোলাহল মুক্ত পরিবেশ ফরেক্সে ট্রেডের জন্য অতীব জরুরী।

sagar0835
2020-08-30, 07:16 PM
আমি এখনো বোনাস ডলার দিয়ে ট্রেড করছি এফবিএস ৫ডলার দিয়ে আজকে ২৩ ডলার পূর্ন করলাম এখনো রিয়েল ডলার ডিপোজিট করিনি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার ফরেক্স জ্বর হবে ।প্রচুর প্রেশার সর্ট টাইম ট্রেড

arifmunshi
2020-08-30, 07:28 PM
ট্রেড করার সময় টেনশন :-
যত ছোট কাজই করেন না কেন কমবেশি আপনাকে টেনশন করতেই হবে। আর ফরেক্স মার্কেটে আপনাকে টেনশন করতেই হবে টেনশন করলে বুঝতে হবে আপনি কাজটাকে গুরুত্ব দিয়ে করছেন। ফরেক্স করে টেনশন করা ভাল এতে আপনি ভাল কিছু করতে পারবেন।

Sid
2020-08-31, 04:27 PM
আসলে লাইভ ট্রেডিং এ টেনশন হবে এটাই স্বাভাবিক তবে ওভার টেনশন করা যাবে না । বেশি টেনশন করলে এর নেতিবাচক প্রভাব পড়বে ট্রেডের ওপর ফলে ভুল স্বীদ্ধান্ত নেয়ার সম্ভাবনা বেশি থাকবে । তাই টেনশন মুক্ত থাকার চেষ্টা করতে হবে ।

Md.shohag
2020-09-12, 08:20 AM
আসলে রানিং ট্রেড নিয়ে সবাই একটু চিন্তা করে কারন ফরেক্স মার্কেট কোন সময় কোন দিকে যায় তা কখনোই নিশ্চিত করে বলা যায় না তাই আমি মনে করি সবাই চিন্তিত থাকে তারপরেও জানিনা এমন কোন ব্যক্তি আছে কিনা যে ট্রেড নিয়ে চিন্তা করেনা আসলে আমাদের চিন্তা গুলো গঠনমূলক হওয়টা আবশ্যক তখন কাজও মন বসবে উল্টা পল্টা চিন্তা করলে কাজের মজা নষ্ট হয়ে যায়।

Tariq
2020-11-24, 06:35 PM
আমরা যখন ফরেক্স ডলার লাগাই তখন আমাদের টেনশন হয়া সাভাবিক আপনি থিক বলেছেন মাথা সম্পূর্ণ ঠান্ডা রাখুন এবং বাড়তি চাপ নিবেন না | তাহলে আপনার অনেক বর ক্ষতি হলে পারে ফরেক্স আপনাকে টেনশন করাতে বাধ করবে আপনাকে নাথা থান্ডা রেখে কাজ করতে হবে|

OLIYOURRAHMAN2021
2020-11-25, 11:11 AM
আমি মনে করি ট্রেড ওপেন করার পর টেনশন করা একদমই বাজে একটা বিষয়। ট্রেড ওপেন করার পর নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে এবং টেনশন কমিয়ে রিলাক্সে থেকে ট্রেড ওপেন এবং ক্লোজ করতে হবে। তাহলে লস কমিয়ে a5 মার্কেট থেকে ভালোভাবে পড়া সম্ভব আর নয়তো অনেক লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই চ্যাট করার সময় টেনশন করা একদমই ঠিক না এটা একদম বোকামি।