PDA

View Full Version : মুভিং এভারেজের ব্যাবহার



Arnob
2015-10-12, 09:30 AM
মুভিং এভারেজের ব্যাবহার :
সবচেয়ে সহজভাবে মুভিং এভারেজের ব্যাবহার হল ১টা মুভিং এ্যাভারেজ ব্যাবহার করা। এর দ্বারা আপনারা ট্রেন্ড দেখতে পাবেন। যখন প্রাইস মুভিং এভারেজের উপরে যাবে, বাই করবেন আর যখন প্রাইস মুভিং এ্যাভারেজের নিচে যাবে সেল করবেন। এর একটা বড় সমস্যা হল এটা খুবই সাধারন আর আপনি অনেক ফেকআউটের সম্মুখীন হবেন।
একাধিক মুভিং এ্যাভারেজের ব্যাবহার

আমরা যদি কয়েকটা মুভিং এ্যাভারেজ ব্যাবহার করি তাহলে আমরা অনেক ফলস সিগন্যাল থেকে রেহাই পেতে পারি। আমরা জানি যে, আপট্রেন্ডে দ্রুত মুভিং এভারেজ ধীরগতির মুভিং এভারেজের উপরে চলে যাবে আর ডাউনট্রেন্ডে নিচে থাকবে। চলুন আমরা sma ১০, ৫০ এবং ২০০ চার্টে ব্যাবহার করে দেখি।
যখন ট্রেন্ড বদলায় তখন দ্রুত মুভিং এভারেজটা আগে তার ধারা বদলায়।
মুভিং এভারেজ ক্রসওভার

আপনি কি বলতে পারেন যে কিভাবে ট্রেন্ড নির্ধারন করতে হয়? আপনি কি বলতে পারেন যে কখন ট্রেন্ড শেষ হচ্ছে অথবা রিভার্স করছে? আশা করি এতক্ষনে আপনারা এই সম্পর্কে ভালভাবে বুঝতে পেরেছেন।

আপনি যদি আগের চার্টগুলো ভালভাবে লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন যে একসময় মুভিং এ্যাভারেজ একটা আরেকটাকে ক্রস করে। এটা আপনারা ভাল একটি এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যাবহার করতে পারেন। উপরের চার্টে আমরা এবার শুধু sma ৫০ আর sma ২০০ ব্যাবহার করব।
আপনার চার্টে দেখুন কয় জায়গায় মুভিং এ্যাভারেজ ক্রস করেছে। সেইসব জায়গা খেকে যদি ট্রেডে এন্টার করতেন তাহলে অনেক পিপ পকেটে ভরতে পারতেন। এথানে যদি ভাল এক্সিট পয়েন্ট নির্ধারন করতে চান তাহলে sma ২০০ এর উপরের ও নিচের জায়গাটা ভাল একটা এক্সিট পয়েন্ট হিসেবে কাজ করত। আবার যখন ২টা মুভিং এভারেজ ক্রস করছে তখন আপনি আপনার ট্রেড ক্লোজ করতে পারেন। বিভিন্ন ধরনের টেকনিক বের করে মার্কেট থেকে লাভ করা হল আপনার কাজ।
আপনাদের কি এটা মনে আছে যে মুভিং এভারেজ বিলম্ব করে থাকে? আর সেই কারনে আপনার ফলস সিগন্যালের ফাদেও পড়তে পারেন?
মার্কেটে আপনারা সবসময় লাভ করতে পারবেন না আর তাই লসের কথাও চিন্তা করবেন। মুভিং এ্যভারেজ আপনাকে ট্রেন্ডিং মার্কেটে ভাল সিগন্যাল দিবে, কিন্তু রেঞ্জিং মার্কেটে মুভিং এ্যাভারেজ অনেকবার ক্রস করতে পারে যার কারনে আপনি লসের সম্মুখীন হতে পারেন ।

hasan019
2015-12-27, 05:21 PM
আমি মুভিং এভারেজ ইউজ করি আর আমি সে পদ্ধতি ইউজ করি তার নাম হল মুভিং এভারেজ টানেল। এখন পর্যন্ত আমার কাছে এই পদ্ধতি ভালো লাগছে। আমি এভাবে অনেক ফলস সিগন্যাল থেকে বেচে গেছি। তবে আপনাকে সিগন্যাল এর জন্ন অয়েট করতে হবে।

Marufa
2015-12-27, 05:57 PM
মুভিং এভারেজ ইন্ডিকেটরটি ফরেক্স ট্রেডিং এ অনেক ভাল ফলাফল দেয় । তবে মুভিং এভারেজ ব্যবহার করার অনেক ধরনের সিস্টেম রয়েছে । আপনার ট্রেডিং প্লান এর ওপর নির্ভর করে মুভিং এভারেজ রেসিও ঠিক করে নিতে হবে ।

basaki
2015-12-27, 06:03 PM
মুভিং এভারেজ ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূন্য বিষয়।ফরেক্স মার্কেটে যদি কেউ মুভিং এভারেজের ব্যবাহার ভাল করে করতে পারে তাহলে ফরেক্স ট্রেড করে ভাল ফল পাবে। যোওডীও ফরেক্স ট্রেডে আর অনেক ইডিকেটর আছে।

yasir arafat
2016-04-07, 01:13 AM
মুভিং এভারেজ ফরেক্স মার্কেটে বহুল ব্যবহৃত একটি ইন্ডিকেটর।আপনি মেটা ট্রেডার যখন প্রথম ইনস্টল করবেন তখই এটা দেখতে পারবেন এবং সাথে এর নামের সাথে সম্পৃক্ত একটি ইএ বা এক্সপার্ট এডভাইজর আপনি দেখবেন।এটার সিগনাল খুব ভাল এবং মার্কেটের ট্রেড বুঝতে গুরুপূর্ণ ভূমিকা রাখে।

dwipFX
2016-05-12, 10:05 AM
ফরেক্স মার্কেটে বিভিন্ন ইনডিকেটর রয়েছে তার মধ্যে মুভিং এভারেজ খুবই জনপ্রিয়। মুভিং এভারেজ সম্পর্কে সঠিক ভাবে ব্যাবহার করতে পারড় আমরা লাহবান হব কারন মুভিং এভারেজ কিছুটা সঠিক ভাবে ট্রেড সিগনাল দিয়ে থাকে।আপনাদের মতামত কি আমাদের সাথে শেয়ার করেন।

sharifulbaf
2016-05-17, 10:17 PM
ফরেক্স মার্কেটে আমরা অনেক ট্রেডিং টুলস ব্যাবহার করি তার মধ্যে একটি হল মুভিং এভারেজ,আমরা এই মুভিং এভারেজ ব্যাবহার করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে থাকি,অনেক ট্রেডার অনেক ভাবে এই মুভিং এভারেজ ব্যাবহার করে ট্রেডিং করে থাকে,ফরেক্স মার্কেটে আমরা মুভিং।এভারেজ ব্যাবহার করে ভাল পপ্রফিট করতে পারি।

md mehedi hasan
2016-12-04, 09:55 AM
ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ একটি খুব গুুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর।এটাকে টেকনিক্যাল এনালাইসসের টুলসও বলা হয়।আমি ফরেক্স মার্কেটে সেম্পল মুভিং এভারেজ দেখে ট্রেড করে থাকি।

kumarkhali
2016-12-04, 02:48 PM
মেটা ৪ এর জন্য হাজার রকম ইনডিকেটর আছে, কিন্তু আমি দেখেছি সব ইনডিকেটর এর ফলাফল প্রাই একি, তার ভিতর একটু কম বেশ আছে আর কি?আমার জানামতে মুভিং এভারেজের অনেকে ইউস করে থাকে,কিন্তু আমি নিজে ইউস করি না, আসলে যে যেটা ইউস করে তার কাছে সেই টা ভাল হইয়ে থাকে,তবে মুভিং এভারেজের এর ব্যাবহার করে মার্কেটের ট্রন্ড ভাল বুঝা যাই,।

vampire
2016-12-05, 05:15 PM
ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ট্রেডিং করতে অনেক সুবিধা করে।তাছাড়া আমরা মার্কেট টেকনিকাল এনালাইসিস করার সময় এই টুলটি ব্যবহার করা হয়ে থাকে।আমি মউভিং এভারেজ ইন্ডিকেটরের সাথে চার্ট মিল্যে ট্রেড ওপেন করে থাকি।

RUBEL MIAH
2016-12-05, 10:58 PM
অামরা ফরেক্স মার্কেটে যারা রয়েছি তাদের জ্ঞাত রয়েছে যে হাজার ইন্ডডেটরের মধ্যে মুভিং এভারেজ অন্যতম কারণ এই এভারেজ দিয়ে মার্কেটে নিয়ম বোঝা যায় । সুতরাং আমরা সব সময় ট্রেড এপেন করার সাথে সাথে মুভিং এভারেজ ব্যবহার করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর অাপনারা্ চেষ্টা করে মুভিং এভারেজ ব্যবহার করার ।

nbfx
2016-12-18, 08:34 PM
বেশিরভাগ ট্রেডাগণ মুভিং এভারেজ ব্যবহার করে থাকেন। মুভিং এভারেজ মোটামুটি ভাল সিগন্যাল দিয়ে থাকে। আমি ব্যবহার করি মুভিং এভারেজ ক্রসিং। সিগন্যাল পেতে দেরি হয় কিন্ত পারফেক্ট সিগন্যাল পাই। ২বৎসর যাবত ভালফল পাচ্ছি তাই এই সিস্টেম পরিবর্তন করতে চাই না।

riponinsta
2016-12-21, 12:44 PM
মুভিং এভারেজ ইনডিকেটর একটি ভাল ইনডিকেটর । আমার একটি পসন্দের ইনডিকেটর হল মুভিং এভারেজ ইনডিকেটর । আমি দেখছি অনেক বড় বড় টেড আর মুভিং এভারেজ ইনডিকেটর দিয়ে টেড করে হাজার হাজার ডলার ইনকাম করছে তাই আমি ও মুভিং এভারেজ ইনডিকেটর দিয়ে টেড করে ভাল লাভ পাইছি আপনি মুভিং এভারেজ ইনডিকেটর ব্যবহার করে দেখতে পারেন ।

Md Masud
2017-05-25, 04:43 PM
মার্কেটে আপনারা সব সময় লাভ করতে পারবেন না আর তাই লসের কথাও চিন্তা করবেন । মুভিং এ্যভারেজ আপনাকে ট্রেন্ডিং মার্কেটে ভাল সিগন্যাল দিবে , কিন্তু রেঞ্জিং মার্কেটে মুভিং এ্যাভারেজ অনেকবার ক্রস করতে পারে যার কারনে আপনি লসের সম্মুখীন হতে পারেন । মার্কেট টেকনিকাল এ্যানালাইসিস করার সময় এই টুলটি ব্যবহার করা হয়ে থাকে ।

Montu Zaman
2019-10-15, 04:48 PM
আপনার ট্রেডিং প্লাটফর্মে মুভিং এভারেজ ইন্ডিকেটর সেট করে নেবার সুবিধা রয়েছে। তার আগে এই ইন্ডকেটরের ব্যবহার সম্পর্কে জেনে নেই-
১) মুভিং এভারেজ ২০০ বা ১০০, এই লেভেলকে অনেকেই গুরুত্ব সহকারে দেখে থাকেন মার্কেটে।
মার্কেট এই লেভেলে টাচ করলেও এন্ট্রি নিয়ে থাকেন। এই লেভেল ব্রেক করলেও অনেকে সেই পয়েন্টেই এন্ট্রি নিয়ে থাকেন। আবার অনেকে লেভেলটি ব্রেক হবার পর রিটেস্ট করলে তখন এন্ট্রি নিয়ে থাকেন।
২) মুভিং এভারেজ ২১ কে ট্রেন্ড চিহ্নকারী হিসেবে অনেকে ধরে নিয়ে থাকেন। মার্কেট এভারেজ লাইনের উপরে থাকলে আপট্রেন্ড, আর নিচে গেলে ডাউনট্রেন্ড হিসেবে টাচিং পয়েন্ট, ক্রস পয়েন্ট, বা রিটেস্ট পয়েন্টকে এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকেন অনেকেই।
৩) মুভিং এভারেজ ২৬ ও ৫০ নিয়ে ক্রস পয়েন্টকেও অনেকে এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকেন। আবার ক্রস করে ট্রেন্ড কন্টিনিউ করার মত হাইয়ার হাই বা লোয়ার লো ধরেও এন্ট্রি নিয়ে থাকেন কেউ কেউ।

FX7
2019-11-21, 12:05 AM
আমি নতুন,তাই মুভিং এভারেজ সম্পকে তেমন ধারনা নেই। তবে আমি দুইটা মুভিং এভারেজ ব্যাবহার করি আর সে গুলো হল১০/৫০।ই দুইটাই বোঝার চেষ্টায় আছি।মোটা মুটি একটা ক্লিলিয়ার ধারনার দিকে অগ্রশর হচ্চি আরকি।

amreta
2020-01-25, 11:48 AM
নীচের দৈনিক চার্টে যেমন পরিষ্কার, ইসিবি তার মুদ্রানীতি ঘোষণা করার পরে ইউরোর উপর চাপ আরও তীব্র হওয়ার সাথে সাথে বুলিশ ধারার এক নতুন ব্রেক রয়েছে যেখানে এটি সুদের হারকে শূন্য দশমিক ০.০০% অপরিবর্তিত রেখে দিয়েছে এবং বর্তমান মাসিক ক্রয়ের গতি রয়েছে। ব্যাংকের মুদ্রানীতির বিবৃতি এবং ব্যাংকের গভর্নর মারিও দ্রাঘির মন্তব্য অনুসারে, ব্যাংক তার বর্তমান আর্থিক নীতিটি বর্ধিত সময়ের জন্য বজায় রাখবে, এক্সচেঞ্জের হার পর্যবেক্ষণ করবে এবং বৈশ্বিক বাণিজ্য বিরোধ ও ক্রমবর্ধমান সুরক্ষাবাদের আশঙ্কা করবে।

Rokibul7
2020-05-09, 12:33 AM
আমি জানি না কোন মুভিং এভারেজ ভাল কাজ করে বা কোন কোন মুভিং এভারেজ ভাল সিগনাল দেয়।আমি শুধু মুভিং এভারেজ ১৪ ব্যাবহার করি।আমাকে কেও কি বলতে পারেন দু একটা মুভিং এভারেজ এর নাম,যেগুলা আপনারা প্রায় টেডাররা ব্যাবহার করেন।এবং ও সব মুভিং এভারেজ এর লক্ষন।

Rakib Hashan
2020-05-20, 06:31 PM
11050
সিম্পল মুভিং এভারেজ 8&21 এর ক্রসিং এর সাহায্যে h1 &h4 চার্ট এ 75% প্রফিটেবল ট্রেড করা যায়।সিম্পল মুভিং এভারেজ 8 যদি 21 কে নিচ থেকে ক্রস করে উপরের দিকে যায় তাহলে বাই ট্রেড এবং উপর থেকে ক্রস করে নিচ দিকে যায় তাহলে সেল ট্রেড দিতে হবে।যে ক্যান্ডেলে ক্রসিং হবে তার পরবর্তী ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে ট্রেড দিতে হবে এবং স্টপ লস হবে ট্রেডিং পয়েন্ট হতে 10 পিপ্স

FREEDOM
2020-06-15, 01:27 AM
মুভিং এভারেজ ফরেক্স ট্রেডারদের কাছে একটি কমন ইন্ডিকেটর প্রায় সকল ট্রেডারই মুভিং এভারেজ সম্পর্কে ধারনা রাখে এবং ট্রেডিং সহায়ক হিসেবে মুভিং এভারেজ ব্যাবহার করে । লং ট্রেড এবং শর্ট ট্রেড দু ক্ষেত্রেই মুভিং এভারেজ সহায়ক হতে পারে। সাধারনত লং টাইম ট্রেডিং এর ক্ষেত্রে ১০০/২০০ ইমএ এবং শর্ট টাইম ট্রেডের ক্ষেত্রে ১০/২০ মুভিং এভারেজ কমনলি ব্যাবহার হয়ে থাকে। মুভিং এভারেজ অনেক সময়ই মেজর সাপোর্ট রেজিস্টান্স হিসেবে কাজ করে থাকে।

Sakib42
2020-06-27, 04:36 PM
ফরেক্স ট্রেডিংয়ে মুভিং এভারেজ হ'ল চার্টের একটি ট্রেন্ড লাইন যা বেশিরভাগ সময় বাজারের দিক নির্দেশ করতে সহায়তা করে তবে এটি অন্যান্য সূচক এবং সঠিক মোমবাতি স্টিক বিশ্লেষণের সাথে একত্রে সবচেয়ে ভাল ব্যবহৃত হয়। যদি সঠিকভাবে চলন্ত গড় ব্যবহার করা হয় তবে দ্রুত নতুন ট্রেন্ড শনাক্ত করতে সহায়তা করতে পারে আমি চলন্ত গড়ও ব্যবহার করি এবং এটি আমাকে ভাল ফলাফল দেয় এবং আমি আপনাকে বলছি কীভাবে এটি সেট করতে হয় এবং প্রথমে আপনাকে চার্টে চলন্ত গড় সূচক স্থাপন করতে হবে এবং তারপরে আপনি সেটিংসে যান এবং আপনি এই সূচকটি 3 বার সেট করতে হবে এবং প্রথমে আপনি 13 এবং 2 য় সময়কাল নির্বাচন করুন 8 এবং 3 য় নির্বাচন করুন 5 এবং তারপরে 5 লাইন ক্রস 8 করে আপনি একটি বাণিজ্য খুলতে পারেন এবং এটি ব্যবহারের চেষ্টা করতে পারেন এটি আরও ভাল ফলাফল দেয়।

Devdas
2020-06-28, 09:09 PM
মুভিং এভারেজ ফরেক্স মার্কেট এর একটি চমৎকার কাজ করে। মুভিং এভারেজ এর মাধ্যেমে ফরেক্স মার্কেট এর প্রায় 70% এর মত কাজ করে থাকে। তরে সব পেয়ার এর ক্ষেত্রে না। কিছু কিছু পেয়ার আছে যে মুভিং এভারেজ অনেক সুন্দর ভাবে কাজ করে থাকে। আমি নিজেই যে সমস্ত পেয়ারে ট্রেড করে থাকি সেই সমস্ত পেয়ার এ মুভিং এভারেজ ব্যবহার করে থাকি।