PDA

View Full Version : রিয়েল একাউন্ট ভেরিফিকেশিনে সমস্যা



Shariar
2015-10-16, 12:32 PM
আমি ইন্সটা ফরেক্স -এ ফোরাম-এর রেফারাল দিয়ে রিয়েল একাউন্ট খুলেছি। কিন্তু একাউন্ট ভেরিফাই করতে গিয়ে কিছু সমস্যার সমুক্ষিন হয়েছি। ভেরিফিকেশনের জন্য ২টা লেভেল আছে। ১নং লেভেলে আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ২নং লেভেলে ভোটার আইডির ব্যাক সাইড আপলোড করেছি। তবুও ভেরিফিকেশন কম্পলিট হয়নি।
আমার পাসপোর্ট নেই, বাড়ির বিদ্যুৎ বিলের কাগজও আমার বাবার নামে আছে। তাহলে আমি কিভাবে ভেরিফিকেশন করতে পারি? অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাই, ধন্যবাদ।

Momen
2015-10-16, 06:44 PM
আপনার যদি কোন ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে আপনি সেকেন্ড লেভেল ভেরিফিকেশন করতে পারবেন। যেহেতু আপনার কাছে বিদ্যুৎ বিলের কোন ডকোমেন্ট নেই তাই আপনি চাইলে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করতে পারেন।

Shariar
2015-10-16, 10:58 PM
ভেরিফিকেশনের ১ম- লেভেলে কি আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ২টাই আপলোড করবো নাকি শুধু ছবিযুক্ত সাইড আপলোড করলেই হবে?
ভেরিফিকেশনের ফুল প্রসেসটা যদি কোন সিনিয়ার মেম্বার বলতেন তাহলে নতুন ট্রেডার হিসেবে আমার খুব উপকার হতো।

hasan019
2015-10-20, 01:23 PM
ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তবে আমি ভেরিফিকেশনের ১ম- লেভেলে দুইতাই আপলোড দিছিলাম আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আর ব্যাংক স্টেটমেন্ট। তারপর ভেরিফিকেশনের ২য়- লেভেলে শুধু ব্যাংক স্টেটমেন্ট আপলোড দিছিলাম অইতা হয় নাই কারন ব্যাংক স্টেটমেন্ট নাকি স্পষ্ট না। ব্যাংক যা দিছে তাই তো দিছি। পরে আবার আইডি কার্ড দিছি ২য়- লেভেলে তারপর ভেরিফাই হইছে।
আপনার ২ টা জিনিশ লাগবে।
১। আইডি কার্ড
২। ব্যাংক স্টেটমেন্ট/ পাসপোর্ট / বিদ্যুৎ বিলের কাগজ

mlbasumata
2015-10-21, 06:43 PM
একাউন্ট খোলার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে রেসিডেন্টাল প্রূফ হিসেবে আপনি কি দিবেন। আমাদের মত সাধারণ লোকের জন্য ব্যাঙ্ক একাউন্ট সট্যাটমেন্টই সবচেয়ে সহজলভ্য। কাজেই আপনার ব্যাঙ্ক একাউন্টে যে ঠিকানা দেওয়া আছে ঠিক সেই ঠিকানা দিয়েই একাউন্ট খুলুন অসুবিধা হবে না। আর আইডি প্রূফেরতো অনেক অপশন থাকেই।

maziz6989
2015-11-20, 06:26 PM
ভেরিফিকেশনের ১ম- লেভেলে কি আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ২টাই আপলোড করবো নাকি শুধু ছবিযুক্ত সাইড আপলোড করলেই হবে?
ভেরিফিকেশনের ফুল প্রসেসটা যদি কোন সিনিয়ার মেম্বার বলতেন তাহলে নতুন ট্রেডার হিসেবে আমার খুব উপকার হতো।

আপনার আইডি কার্ডের দুই সাইডের স্ক্যান কপিই লাগবে তবে গ্রফিকালী মডিফাইড হলে হবে না। ২নং লেভেল এর জন্য আপনাকে আইডিকার্ড হাতে নিয়ে একটা ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি যার বয়স ছয় মাসের বেশি নয় আপলোড করতে হবে।

iqbalearth
2015-11-23, 01:30 AM
আমি ইন্সটা ফরেক্স -এ ফোরাম-এর রেফারাল দিয়ে রিয়েল একাউন্ট খুলেছি। কিন্তু একাউন্ট ভেরিফাই করতে গিয়ে কিছু সমস্যার সমুক্ষিন হয়েছি। ভেরিফিকেশনের জন্য ২টা লেভেল আছে। ১নং লেভেলে আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ২নং লেভেলে ভোটার আইডির ব্যাক সাইড আপলোড করেছি। তবুও ভেরিফিকেশন কম্পলিট হয়নি।
আমার পাসপোর্ট নেই, বাড়ির বিদ্যুৎ বিলের কাগজও আমার বাবার নামে আছে। তাহলে আমি কিভাবে ভেরিফিকেশন করতে পারি? অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাই, ধন্যবাদ।

iqbalearth
2015-11-23, 09:51 AM
ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তবে আমি ভেরিফিকেশনের ১ম- লেভেলে দুইতাই আপলোড দিছিলাম আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আর ব্যাংক স্টেটমেন্ট। তারপর ভেরিফিকেশনের ২য়- লেভেলে শুধু ব্যাংক স্টেটমেন্ট আপলোড দিছিলাম অইতা হয় নাই কারন ব্যাংক স্টেটমেন্ট নাকি স্পষ্ট না। ব্যাংক যা দিছে তাই তো দিছি। পরে আবার আইডি কার্ড দিছি ২য়- লেভেলে তারপর ভেরিফাই হইছে।
আপনার ২ টা জিনিশ লাগবে।
১। আইডি কার্ড
২। ব্যাংক স্টেটমেন্ট/ পাসপোর্ট / বিদ্যুৎ বিলের কাগজ

amdad123
2015-11-29, 10:42 AM
আমার মতে ইন্সটা ফরেক্স ই সবচেয়ে সচ্ছ পদ্ধতিতে ভেরিফাই করে । তাই আমি ইন্সটা ফরেক্সকে স্যালুট জানাই । এতে করে কেউ কোন ধরনের ফেক কিছু করতে পারেনা । তবে আপনার যেই সমস্যা এতে পাসপোর্ট লাগবেনা । আপনার আইডি কার্ডের ১ম পেজ ও ২য় পেজ আলাদা স্ক্যান করে আলাদা আপলোড করবেন, আবার আইডি কার্ড হাতে রেখে নিজের ফেইস সহ ছবি তুলে সাথে আপলোড করবেন । ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই যেন ব্যাংকের করমকত্তার সিল ও স্বাক্ষর থাকে । ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করে তাতে কোন কাজ করবেন না । ঠিক যেইভাবে আছে সেই ভাবেই আপলোড করবেন । আশা করি আপ্রুপড করবে । আর তাতেও যদি না করে তাহলে ইন্সটা ফরেক্স এর সাপোর্টে মেইল পাঠাবেন ।

resmi
2015-12-02, 11:05 AM
ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তবে আমি ভেরিফিকেশনের ১ম- লেভেলে দুইতাই আপলোড দিছিলাম আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আর ব্যাংক স্টেটমেন্ট। তারপর ভেরিফিকেশনের ২য়- লেভেলে শুধু ব্যাংক স্টেটমেন্ট আপলোড দিছিলাম অইতা হয় নাই কারন ব্যাংক স্টেটমেন্ট নাকি স্পষ্ট না। ব্যাংক যা দিছে তাই তো দিছি। পরে আবার আইডি কার্ড দিছি ২য়- লেভেলে তারপর ভেরিফাই হইছে।
আপনার ২ টা জিনিশ লাগবে।
১। আইডি কার্ড
২। ব্যাংক স্টেটমেন্ট/ বিদ্যুৎ বিলের কাগজ

rubby12767
2015-12-02, 01:14 PM
কোন প্রয়োজন যাচাইকরণ, মাত্র দুই অ্যাকাউন্টের মধ্যে একই নাম ও ঠিকানা করা
Insta জানতে যদি আপনার অ্যাকাউন্ট, তারা যাচাই করার জন্য আপনাকে বিভিন্ন নাম জিজ্ঞাসা করবে করেছে

iqbalearth
2015-12-03, 12:25 PM
ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তবে আমি ভেরিফিকেশনের ১ম- লেভেলে দুইতাই আপলোড দিছিলাম আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আর ব্যাংক স্টেটমেন্ট। তারপর ভেরিফিকেশনের ২য়- লেভেলে শুধু ব্যাংক স্টেটমেন্ট আপলোড দিছিলাম অইতা হয় নাই কারন ব্যাংক স্টেটমেন্ট নাকি স্পষ্ট না। ব্যাংক যা দিছে তাই তো দিছি। পরে আবার আইডি কার্ড দিছি ২য়- লেভেলে তারপর ভেরিফাই হইছে।
আপনার ২ টা জিনিশ লাগবে।
১। আইডি কার্ড
২। ব্যাংক স্টেটমেন্ট/ পাসপোর্ট / বিদ্যুৎ বিলের কাগজ

AbuRaihan
2015-12-07, 08:50 PM
আপনি যেভাবে বর্ণনা করেছেন সে ক্ষেত্রে আপনার প্রক্রিয়া সম্পূর্ণরূপে ভুল ৤ কারণ আপনি বলেছেন যে আপনি ভোটার আইডি কার্ডের ফন্ট সাইড প্রথম ভেরিপিকেশন এবং বেক সাইড ২ নাম্বার ভেরিপিকেশন লেবেলে আপলোড করেছেন ৤ আপনার ভুল হচ্ছে যে আপনাকে আইডি কার্ডের বেক সাইড এবং ফ্রন্ট সাইড এটাচ করে একই সাথে প্রথম লেবেল ভেরিপিকেশন এর জন্য আপলোড করতে হবে ৤ এতে করে আপনি সব ঠিক থাকলে এপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে ৤

yasir arafat
2016-04-06, 09:40 PM
এটাতো একদমই সোজা ।আপনি প্রথম ধাপে আইডি কার্ড দিয়েছেন।এবার দ্বিতীয় ধাপে আপনার বিদ্যুত্* বিলের ফটোকপি বা পাসর্পোট দিয়ে দিন।আর এসব ডকুমেন্টের ঠিকানা এবং নাম আপনার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে।তা না হলে ভেরিফিকেশন পাবেন না।সুতরাং তা দেখে নিতে হবে সবকিছু ঠিকটাক আছে কি না।

askam
2016-04-16, 10:43 AM
আপনাকে প্রথমেই যে কাজ টি করতে হবে তা হল সব ধররনের ইনফরমেশন এক ই হতে হবে । যেমন আই ডি কার্ডের ঠিকানা এবং ফরামে দেওয়া ঠিকানা এক হতে হবে । ২ ধাপে আপনি যেকোনো একটি ব্যাংক একাউন্ত এর সুধু স্টেটমেন্ট লাগবে , কোন টরানজেকশন দেখানর দরকার নেই । ভ্যালিড এ মেইল দিতে হবে ,যেন আপনাকে ইনফরমেশন দিতে কোন সমস্যা না হয় । তবে একজন এক্সপার্ট ত্রেদারের সহযোগিতা নিলে সবচাইতে ভালো হয় ।

Tazul Islam
2016-04-20, 07:17 PM
প্রথম লেভেলের জন্য আপনার আপলোড করা ডুকুমেন্ট এার সাথে আরো একটি ছবি আপলোড করতে হবে আর তা হল এনআইডি হাতে নিয়ে মুখের ডান গালের পাশে ধরে ছবি তুলে সেই টা আপলোড করতে হবে। আর দ্বিতীয় লেভেলের জন্য আপনি একটা ব্যাংক একাউন্ট খুলে সেই ব্যাংক এর স্টেটমেন্ট নিয়ে স্ক্যান করে আপলোড করে দেন হয়ে যাবে।

basaki
2016-04-24, 10:17 PM
আপনি যদি একাউন্ট করতে গিয়ে আপিনার ভেরিফিকেশনে সমস্য হয় তবে আপনি যে কম্পানিতে একাউন্ট করেছেন সেই কম্পানিতে সরা সরি চেট করে আপিনি আপনার সমস্য সমাধান করতে পারেন। কারন কি কারনে আপনার ভেরিফাই হচ্ছে না এক মাত্র তারাই আপনাকে বলে দিতে পারবে।

Sahed
2016-07-23, 03:01 PM
ইন্সটা ফরেক্স ব্রোকারে একাউন্ট ভেরিফাই করা খুবই সহজ একটি ব্যাপার । এর জন্য প্রথম লেভেলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের দুপিট স্ক্যান কপি এবং আপনার ফেইসের সাথে আপনার আইডিকার্ড ধরে ফেইস মেচিং একটি ছবি আপলোড করতে হবে । দ্বিতীয় লেভেলে আপনাকে আপনার ঠিকানা সম্বলিত ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল অথবা পানির বিলের স্ক্যান কপি *আপলোড করতে হবে । ধন্যবাদ ।