PDA

View Full Version : এদিকে লক্ষ্য করুন



FxAhsan
2015-10-17, 11:11 AM
সবাই ফোরাম পোস্টিং নিয়ে ব্যস্ত,কিন্তু কেউ কি সেই বোনাস দিয়ে ট্রেড করে লাভ তুলতে পারছেন,এমন একটা পোস্ট এখনো পেলাম না,বরং অনেকে বলেছেন প্রফিট তুলতে গিয়ে একাউন্ট ব্লক হয়ে গেছে।কেউ যদি বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করে তুলতে পারেন,আমাদের সাথে শেয়ার করেন।আর ব্রোকার একাউন্ট ব্লক কেন করা হয় সেটা ইনস্টাগ্রুপের কাছে জানতে চাচ্ছি।

basaki
2016-02-06, 09:17 AM
না আমি দেখেছি যে ফরেক্স ফোরাম দিয়ে ট্রেড করে অনেক ফরেক্স ট্রেডার অনেক টাকা ইনকাম করেছে বা অনেক লাভবান হয়ে টাকা উত্তলোন করেছে। ভাই তাই আপনি চিন্তা না করে আপনি আগে পোস্ট করে যান এবং লাভ করে উত্তোলন করার চেস্টা করেন দেখবেন একদিন না একদিন আপনি সফল হবেন।

md mehedi hasan
2016-02-06, 09:50 AM
সবাই ফোরমে পোষ্টিং করে বোনাস পাবার জন্য।কিন্তু বোনাসের টাকা ব্যতিত আমরা ফোরাম থকে ফরেক্স বিষয়ে অনেক মূল্যান জিনিশ যানে পারি যা আমাের ফরেক্স টেডিং এর ক্ষেতে খুবগুরুত্বপূর্ণ কাজে লাগে।ভাই আমি এক্সেনেসে ৫০ ডালার লস খাওযার পর ফোাম থেকে পোষ্ট করে প্রথমে 2 তারপর ৫ ও তারপর ৩ ডলর নিয়ে লস খাই।এরপর এক মাস পর আবার ফোরামে পোষ্ট করে ৪২ ড নেই।এবং এই ৪২ ডলার থকে আমি ৭০ ডারের মতলাভ করি এবং ৩০ ডলার বিক্রি করেছি।

MotinFX
2016-02-08, 11:27 AM
আসলে আমি কিছু লাভ করছিলাম প্রায় ৫০ ডলারের মত কিন্তু তখন আমার একাউন্ট হাই লেভেল বেরিফাই হয়নি তাই তুলতে পারিনাই যখন বেরিফাই হয়েছে তখন আমার একাউন্ট লুজার হয়েগেছে। কারন আমি একাদিক ট্রেড করেছিলাম তার ফলে আমার একাউন্ট জিরো হয়ে যায় এখন থেকে চেস্টা করছি অতিরিক্ত ট্রেড থেকে দুরে থাকার জন্য। প্রপিট করলে ধরে রাখার জন্য কি করা দর কার। আপনাদের মাতামত চাই।

Marufa
2016-02-08, 06:25 PM
আমি নিজে ফোরাম পোষ্টের বোনাস দিয়ে ট্রেড করে যে প্রফিট করেছি তা উত্তোলন করেছি । এ বিষয়ে পোষ্টও দিয়েছি । আমি দুইবার উত্তোলন করেছি । দুইবারই আমার স্ক্রিল একাউন্টে এসেছে । আমি মনে করি আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে অবশ্যই আপনি ডলার উত্তোলন করতে পারবেন । এখানে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে ।

Vision
2016-02-08, 07:35 PM
আমি গত মাসে মাত্র কিছু ডলার বোনাস পেয়েছি । কিন্ত আমি এখনো ভালভাবে ট্রেড করতে পারি না বলে অল্প অল্প সেন্ট দিয়ে ট্রেড করছি । তবে আপনার কি ক্ষেত্রে একাউন্ট ব্লক হয়েছে আপনি তা জানার জন্য ইন্সটাব্রোকার এর ওয়েবে গিয়ে সরাসরি কথা বলতে পারেন এবং বিষয়ে তাদের অবস্থান জানতে পারবেন । আমার পরিচিত এক ভাইয়া ফোরাম পোস্টিং বোনাস দিয়ে ট্রেড করে প্রায় ১২০০০/= টাকা মত উত্তলোন করেছে । তাই এ বিষয়ে কোন ধরনের সন্দেহ আমার নেই ।

Fxaziz
2016-02-09, 03:47 PM
আসলে ভাই আমিও ফোরাম পোস্টিং এর মাধ্যমে যে ডলার আয় করি তাদিয়ে আমি কিছু টাকা আয় করি।কিন্তু কিছুদিন পরে দেখতে পাই আমার একাউন্ট খালি হয়েগেছে।জানি না এর সমস্যা কি।কেন একাউন্ট খালি হই।আমরা ফোরাম থেকে অনেক কষ্টের বিনিময় ডলার আয় করি কিন্তু এই ডলার আমরা টিকে রখাতে পারি না।আমি এখন আবার নতুন করে ফোরাম এ পোস্টিং করতেছি।দেখি এবার আমার কষ্টের ডলার কই যাই।একটু কেয়ারফুল ভাবে ট্রেড করবো।

Realifat
2016-02-13, 05:12 PM
ফোরামের পোস্টিংয়ের বোনাস কাজে লাগিয়ে প্রফিট করে সেই প্রফিট উঠানো যায়।ফোরামের অনেকেই তা পেয়েছে। যদি না পেত তবে কেউই ফোরামে পোস্টিং করতো না।তবে হ্যা, বোনাস অ্যাকাউন্টে অনেক ব্লক হয়ে থাকে। তবে ব্লক হওয়ারও কারন হচ্ছে নিয়ম না মানা।বোনাস দিয়ে ট্রেডের অনেক শর্ত বা নিয়ম আছে যা অনেকেই লংঘন করে বলে অ্যাকাউন্ট ব্লক হয়।

Hafizur Rahman
2016-02-13, 06:20 PM
আমি এখনো ফরাম বোনাস দিয়ে ট্রেড করি নাই । কারন আমি ফোরাম সাইটে প্রথম ।
তবে আমি ইন্সতাফরেক্স এর অন্ন একাউন এ প্রথম লেবেল ভেরিফাই করে অনেক উইথদ্রও দিয়েছি ।
এবং পেয়েচি।

MoinFX
2016-02-13, 07:02 PM
ভাই আপনার লিখা পড়ে ভয় লাগছে কেউ যদি ফরেক্স করে লাভ করতে না পারে তাহলে ফোরামে কাজ করে আমাদের অনেক লস হবে কারন আমাদের পক্ষে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করা সম্ভব হয়না ।ফরেক্স সম্পর্কে অনেক দিন পড়ে পোরামে পোস্ট করছি ।

maziz6989
2016-02-13, 07:15 PM
আসলে একাউন্ট ব্লক হবার প্রথম এবং প্রধান কারণ হল একই আইপি থেকে একাধিক একাউন্ট খোলা। তাই একটা জিনিস খেয়াল করবেন যেন বেশি খেতে গিয়ে সব না হারান। আর একটা কারণ হল অনেকেই বোনাসের ডলার দিয় ট্রেড করেন ডেমোর মত করে ফলাফল একাউন্ট জিরো। তবে আমি কিছু লাভ তুলতে পেরেছি।

Sahed
2016-03-20, 09:52 PM
ভাই আমি এই ফোরামের বোনাস নিয়ে ট্রেড করে লাভের টাকা উত্তোলন করেছি । তাছাড়া এই বিষয়ে অনেক পোস্টও রয়েছে আমি সেখানে কমেন্টস করেও জানিয়েছি । এই ব্যাপারে *আপনি নিশ্চিন্ত থাকতে পারেন । তবে যাদের একাউন্ট ব্লক হয়েছে তারা হয়তো ব্রোকারের নিয়মকানুনগুলোর কোন পরিপন্তি কাজ করেছে ।

RUBEL MIAH
2017-04-28, 01:40 PM
আমি একাধিক ট্রেড করেছিলাম তার ফলে আমার একাউন্ট জিড়ো হয়ে যায় । ফরেক্স সম্পর্কে অনেক দিন পড়ে ফোরামে পোস্ট করছি । কিন্তু কিছুদিন পরে দেখতে পাই আমার একাউন্ট খালি হয়ে গেছে । ইন্সটা ব্রোকার এর ওয়েবে গিয়ে সরাসরি কথা বলতে পারেন ।

uzzal05
2017-05-23, 05:47 AM
ধরুন আপনি বোনাস ১০০ ডলার দিয়ে ট্রেড শুরু করেছেন। এখন আপনি এই একাউন্ট এ ২০ ডলার লাভ করেছে। এখন আপনি তা উঠাবেন। আপনাকে ২০ ডলার উত্তোলন করতে দিবে। আপনি যদি ১৩০ ডলার উত্তোলন করতে চান তাহলে আপনার একাউন্ট ব্লক হবে। কারন এটা বোনাস একাউন্ট।

Competitor
2017-06-25, 08:53 PM
আমরা ফোরাম পোস্টিং করে লাভবান হতে পারি তবে তাই বলে সেটা রাতারাতি কোন ব্যাপার নয় । ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে । যার ধৈর্য্য যত বেশি সে তত তাড়াতাড়ি সফল হতে পারে বলেই আমার বিশ্বাস । আর ফরেক্স এমন একটা মার্কেট যেটাতে নিরন্তর প্রচেষ্টা অব্যহত রাখার কোন বিকল্প নেই । তাই চেষ্টা করুন অবিরত ।

morshed naim
2017-06-26, 12:13 AM
ফরেক্স ফোরাম দিয়ে ট্রেড করে অনেক ফরেক্স ট্রেডার অনেক টাকা ইনকাম করেছে কিন্তু আমি এই খানে নতুন আমি ইন্সতাফরেক্স এর অন্ন একাউন এ ভেরিফাই করেছি।

Mamun13
2018-01-30, 08:42 PM
সবাই ফোরাম পোস্টিং নিয়ে ব্যস্ত,কিন্তু কেউ কি সেই বোনাস দিয়ে ট্রেড করে লাভ তুলতে পারছেন,এমন একটা পোস্ট এখনো পেলাম না,বরং অনেকে বলেছেন প্রফিট তুলতে গিয়ে একাউন্ট ব্লক হয়ে গেছে।কেউ যদি বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করে তুলতে পারেন,আমাদের সাথে শেয়ার করেন।আর ব্রোকার একাউন্ট ব্লক কেন করা হয় সেটা ইনস্টাগ্রুপের কাছে জানতে চাচ্ছি।

নিঃসন্দেহে আপনার কথার দিকে সবার লক্ষ্য করা উচিৎ৷আমরা সদস্যগণ সবাই শুধু কষ্ট করে পোষ্ট লিখেই যাবো আর বোনাসও জমা হবে অথচ সেই বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট উত্তোলন করতে পারবো না-এটা কেমন কথা ? প্রফিটই যদি উত্তোলন না করা যায় তবে কী কোনো সদস্য পোষ্ট লিখতে চাইবে ? তাই মাথা ঠান্ডা করে পোষ্ট লিখে যান-অবশ্যই প্রফিট তোলা যায়৷নিয়মমতো কাজ করুন তাহলে প্রফিট উত্তোলন করতে পারবেন 100% নিশ্চিত৷

Syed Moinul
2018-01-30, 09:01 PM
ভাই, মিনিমাম কত ডলার হলে ট্রেড করা উচিত? একাউন্ট ভেরফাই বোনাস পাওয়ার পরে করলেও হবে? ফাস্ট এবং সেকেন্ড ২ লেভেল ভেরফাই প্রয়োজন?? ভাই

iloveyou
2018-02-08, 08:42 PM
ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে ফোরামের প্রদত্ত বোনাস দিয়ে ট্রেড করে সেই টাকা তোলা যায় কি না। হ্যা ভাই টাকা তোলা যায় এটা সত্য তবে এখানে আপনার যদি একটার বেশি ফোরাম একাউন্ট থাকে তাহলে আপনার প্রফিট তোলার সময় যখন উইথড্রো করবেন তখন আপনার দুটো একাউন্টি ডিজ্যেবল হয়ে যাবে, কারন একি কম্পিউটার দিয়ে একই আইপি দিয়ে দুটো ফোরাম একাউন্ট থাকা এটা ফোরামের নিয়ম বর্হিভূত।

Amiforex
2018-02-08, 08:56 PM
অনেকে একাধিক একাউন্ট করে কাজ করে তারা হয়তো যানে না যে একের অধিক একাউন্ট করা নিষেধ আছে আর যদি কেউ করে তবে সে যদি ধরা পরে তবে তাকে অবশ্যই ব্লক করে দেওয়া হবে। আর এমন যদি হয় যে কেউ একাধিক একাউন্ট করেছে কিন্তু তারপরও তাকে ব্লক করে দেওয়া হয়েছে তবে তার অবশ্যই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে কি কারণ তা জানতে হবে বলে মনে হয়। কোন কারণ ছাড়া এই ব্রোকার আমার মতে কাউকে ব্লক করে না বলে আমার মনে হয় নিশ্চই কোন কারণ আছে।

samun
2021-12-18, 04:05 PM
গত তিন বছর যাবত আমি ফরেক্স মার্কেটে যত টাকা ইনকাম করছি তার সবটাই বোনাস ধারা প্রয়োগ করেই আয় করেছে ফরেক্স মার্কেট এ ব্লক খাওয়াটা খুব অস্বাভাবিক কিছু না কারন অনেকেই একই আইপি নাম্বার দিয়ে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে এবং ভুল তথ্য দিয়ে একাউন্ট ভেরিফাই করে সহ আরো বিভিন্ন ধরনের সমস্যার কারণে কারণ গুলো সাধারণত ব্লক হয়ে থাকে আমার মতো অসংখ্য মানুষ আছে যারা ফরেক্স এর মাধ্যমে বোনাস দিয়ে ট্রেড করে ফরেক্স মার্কেটে আয় করছে

FRK75
2022-02-02, 03:31 PM
ফোরামের পোস্টিংয়ের বোনাস কাজে লাগিয়ে প্রফিট করে সেই প্রফিট উঠানো যায়।ফোরামের অনেকেই তা পেয়েছে। যদি না পেত তবে কেউই ফোরামে পোস্টিং করতো না।তবে হ্যা, বোনাস অ্যাকাউন্টে অনেক ব্লক হয়ে থাকে। তবে ব্লক হওয়ারও কারন হচ্ছে নিয়ম না মানা।বোনাস দিয়ে ট্রেডের অনেক শর্ত বা নিয়ম আছে যা অনেকেই লংঘন করে বলে অ্যাকাউন্ট ব্লক হয়।

Mas26
2022-02-02, 11:56 PM
ভাই আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে আমরা এখান থেকে পোস্টিং এর মাধ্যমে বোনাস পাইছি বোনাস দিয়ে অনেকেই আছে যে প্রফিট করতে পারি না। কিন্তু আমি মোটামুটি বেশ কিছুদিন যাবৎ ফরেক্স মার্কেটে আছি এবং এখানে অভিজ্ঞতা অর্জন করাটা খুব কঠিন একটা ব্যাপার এবং ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করাটা অনেক কঠিন।কিন্তু যদি আপনি ভালভাবে এনালাইসিস করার মাধ্যমে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তাহলে আপনি কিছুটা হলেও প্রফিট করতে পারবেন।আমি অবশ্য অল্পকিছুদিন ফরেক্স মার্কেটে বোনাস পোস্টিং এর মাধ্যমে আমি প্রফিট করতে পেরেছি এবং সেই প্রফিট আমি উত্তোলন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা ট্রেডারের উচিত তার কষ্ট সঠিকভাবে কাজে লাগানো। আসলে আমরা ফরেক্স মার্কেটে যারা পোস্ট করি এবং পোস্টিং এর মাধ্যমে বোনাস নিয়ে তারা অনেক বেশি কষটো করার মাধ্যমেই বোনাস পেয়ে থাকে। কারণ এখানে যদি আপনার পোস্টটি গুরুত্বপূর্ণ না হয় তাহলে কিন্তু আপনার বোনাসের পরিমাণ অনেক কম থাকে সেক্ষেত্রে আমাদের অনেক পরিশ্রম করতে হয় বোনাসের জন্য।