PDA

View Full Version : ট্রেডকে ইনজয় করুন..!



AbuRaihan
2015-10-19, 08:02 AM
আসলে আমরা যে কাজটাই করিনা কেন সে কাজটাকে আমরা যদি ইনজয় না করি তবে সে কাজের ফলাফলটা আমাদের জন্য খুব একটা ইতিবাচক হবে না । তাই ফরেক্স ট্রেডিংটাকে ইনজয় করুন । অনেক ট্রেডার আছে যারা লসের পর লস করে হতাশ হয়ে ট্রেড করে । কিন্ত আপনি ট্রেডটাকে একবার ইনজয় করে দেখুন দেখবেন কোন ধরনের ক্লান্তি , অবসাদ কিংবা হতাশা আপনাকে ধরে রাখতে পারবেন না । কাজের প্রতি ভালবাসা থাকলে তার মূল্য কাজই আপনাকে দেবে । তাই একজন ভাল ট্রেডারের অন্যতম গুণ ট্রেডটাকে ইনজয় করা ।

mlbasumata
2015-10-21, 06:01 PM
কেনা বেঁচা কাজটা বরাবর এঞ্জয় করার কাজ তার সাথে যদি লাভ লোকসানের ব্যাপার থাকে। ঘরে বসে যেকোন সময় ট্রেড করাটা সত্যিই নতুন অভিজ্ঞতা এবং এঞ্জয় করার মত। অবশ্য যদি লাভের হারটা বেশি হয় তবেই উপভোগ্য হবে।

MotinFX
2015-11-26, 07:17 PM
অামরা যে কাজ টা করিনা কেন সেকাজ ইনজয় হিসাবে নিলে আমাদের অনেক ভাল লাগবে। কারন কাজের পর এনজয় না করেন আপনার থেকে ভাল লাগবেনা। ফরেক্স ব্যাবসা কে ইনজয় হিসাবে নিলে মানসিক ভাবে সতেজ থাকা যায়।

amdad123
2015-11-27, 03:41 PM
ফরেক্স ট্রেডে একদিকে যেমন লাভ করা কঠিন, অন্যদিকে লাভ করতে পারলে সেটি অত্যান্ত আনন্দজনক, তাই ট্রেড করার আগে নিজের মন মানশিকতা ভালো রাখা জরুরী । কারন লাভ লস হবেই, তবে সবসময় ট্রেডের প্রতি আন্তরিক হতে হবে । আপনি আপনার ক্যাপিটাল টিকিয়ে রেখে কিছু লাভ করতে পারলেই মনে করবেন আপনি সফল ।

sayem11
2015-11-27, 04:25 PM
ব্যবসায় সফল তো সবই সফল, সুতরাং ফরেক্স ট্রেড আমাদের ব্যবসা এখানে সফল হতে অয়ারলে আমরা সো যায়গায় আশা করি সফল হতে পারবো । আমাদের সকলের উচিৎ প্রত্যেক দিন ট্রেড করার আগে একটু ভেবে চিন্তে ফরেক্সের সকল রুলস পালন করে ট্রেড করতে পারলে লাভ অবশ্যই হবে, আর লাভ করতে পারলেই এবং নিজের ক্যাপিটাল সথিকভাবে ধরে রাখতে পারলে ফরেক্স ট্রেডটাকে ইনজয় করা যায় ।

Marufa
2015-11-27, 04:32 PM
ট্রেডিং খুবই ইনজয় করি । বিশেষ করে যখন প্রফিট হয় তখন খুবই ভাল লাগে । লস হলেও এখন স্বাভাবিকভাবে মেনে নেই । আসলে আমি খুব কম ট্রেড করি আর খুব বেশি রিস্ক নেই না । এতে টেনশন কম থাকে ।

RUBEL MIAH
2016-02-21, 10:09 PM
অবশ্যই আমাদের প্রত্যেকেরই সঠিকভাবে ট্রেড করে ট্রেডকে উপভোগ করতে হবে । যে যত বেশী এই ট্রেড করবে সে তত বেশী উন্নতি আশা করতে পারে ।সুতরাং আমাদের সকলকে এই ব্যবসা সঠিকভাবে করতে হবে তাহলেই সফলকাম হওয়া যাবে ।

fatemaakhter
2016-02-23, 11:40 AM
ব্যবসায় সফল তো সবই সফল, সুতরাং ফরেক্স ট্রেড আমাদের ব্যবসা এখানে সফল হতে পারলে আমরা সো যায়গায় আশা করি সফল হতে পারবো । আমরা যে কাজই করি না কেন তা যদি আনন্দ সহকারে করি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে পারব ।

basaki
2016-03-19, 01:30 PM
ফরেক্স মার্কেটে টা আসলেই আমি মনে করি একাটা এঞ্জয় করার মত জায়গা কারন আপনি যখন ট্রেড করে অনেক লাভ করতে পারবেন তখন আপনি দেখবেন আপনার কাছে ফর্ক্স মার্কেট টা কত ভাল লাগছে আর এইভভাল লাগাটাই আপনি অনেক এঞ্জয় করতে পারবেন বলে আমি মনে করি।

yasir arafat
2016-04-07, 12:41 AM
আসলে আমরা যে কাজটাই করিনা কেন সে কাজটাকে আমরা যদি ইনজয় না করি তবে সে কাজের ফলাফলটা আমাদের জন্য খুব একটা ইতিবাচক হবে না । তাই ফরেক্স ট্রেডিংটাকে ইনজয় করুন । অনেক ট্রেডার আছে যারা লসের পর লস করে হতাশ হয়ে ট্রেড করে । কিন্ত আপনি ট্রেডটাকে একবার ইনজয় করে দেখুন দেখবেন কোন ধরনের ক্লান্তি , অবসাদ কিংবা হতাশা আপনাকে ধরে রাখতে পারবেন না । কাজের প্রতি ভালবাসা থাকলে তার মূল্য কাজই আপনাকে দেবে । তাই একজন ভাল ট্রেডারের অন্যতম গুণ ট্রেডটাকে ইনজয় করা ।

শুধু ট্রেডকে নয় বরং আপনি আপনার ট্রেডিং প্রক্রিয়াটাকে ইনজয় করেন।দেখবেন ফরেক্স মার্কেটের সবকিছু ধীরে ধীরে ভাল লাগতে শুরু করেছে।আসলে আপনি যদি কোন বিষয়ে কাজ করেন এবং সেটা যদি ইনজয় করতে না পারেন,তাহলে সেখান থেকে কিছু পাওয়া অনেক কষ্টকর হয়ে পড়বে।

dwipFX
2016-05-14, 11:48 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদের কে ট্রেড কে ইনজয় করতে হবে কারন ফরেক্স মার্কেটে যে যত মজা করে ট্রেড করতে পারে সে ততবেসি ট্রেড করতে পারবে।। ারর সফলতা পেতে হলে আমাদের কে ইনজয় করতে হবে।ফরেক্স মার্কেটে সহজ মনে করলে কিছুনা।

sharifulbaf
2016-05-17, 04:59 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করাকে ইনজয় করতে হয়।ফরেক্স মার্কেটে ট্রেডিং করার পরে যদি লস হয় তাহলে মন ভেঙে পড়া যাবেনা,তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমাদের ট্রেডিং কে ইনজয় করতে হয়।ফরেক্স মার্কেটে ট্রেডিং করে হলে আমাদের আলোচনা করতে হবে।

md mehedi hasan
2016-11-09, 02:12 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ লস যাই হকনা কেন সেটাকে আমরা উপভোগ করার চেষ্টা করবো।তাহলেই ফরেক্স মার্কেটে আমাদের সফলতা আসবে।আপনি যে কাজি করেন না কেন যদি আপনি উক্ত কাজে অনন্দ না পান তাহলে আপনি বেশি দিন কাজটি করতে পারবেন না।

Shimul77
2016-11-14, 06:42 PM
পৃথিবিতে এমন কোন ট্রেডার নেই যে ট্রেড করে চিন্তায় পড়ে না।ট্রেড করলে ওই ট্রেড লাভের দিকে গেলেও চিন্তা হয় আবার লস করলেই চিন্তা হয়।ট্রেড এ যখন আপনার লাভ হয় তখন ট্রেড যদি কেতে দেন তাহলে মনে হবে যে মার্কেট হয়ত আরো উপরে যেত।আর ট্রেড লস হলে আমরা হতাশ হয়ে যাই যে একাউন্ট যা হবার হক আর তখনই উলটা পালটা ট্রেদ করি।কিন্তু একজন ট্রেডার এর সব সময় মাথা ঠান্ডা রাখা উচিত।

nbfx
2016-11-15, 10:15 AM
আমি নিয়ম মেনে চলি , তাই ফরেক্স এর প্রতিটি ট্রেডকে আমি ইনজয় করি। আমার সব ট্রেড লাভ হয় না তারপরও টেনশন থাকে না।এইকারনে যে লসের একটা সীমারেখা থাকে। মোট কথা গড় লাভ করি। আপনারাও পারবেন ।

Mamun13
2017-10-26, 07:18 PM
অবশ্যই আমি আমার প্রতিটি ট্রেডকে এনজয় করি৷লস হবেই তাতে কখোনোও মন খারাপ করি না বরং লসের কারনগুলো পরিষ্কার ভাবে বুঝতে চেষ্টা করি৷আর লাভ হলেও ধৈর্য্য ধরে অপেক্ষায় বসে থাকি পরবর্তী ট্রেডের জন্য৷লাভ হলে সবার মনটাই চাঙ্গা হয়ে উঠে এটাই স্বাভাবিক৷আর লস হলে মন খারাপ করার কোনোও মানে নাই কারন আপনি একসময় ঠিকই নিয়মিত প্রফিট করতে পারবেন,কোনোও সন্দেহ নাই৷তাই নিয়মিত দীর্ঘদিন ব্যাপী শিখুন,প্র্যাকটিস করতে থাকুন,কচ্ছপের মতো লেগে থাকুন আর প্রতিটা ট্রেডকে এনজয় করুন৷