PDA

View Full Version : ফরেক্সে লসের কারন শুধু সাইকোলোজিক্যাল



FOREXTRADER
2015-10-21, 12:34 AM
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে,,,

FOREXTRADER
2015-10-21, 12:35 AM
অভিজ্ঞতার অভাবঃ প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন,,,,,

FOREXTRADER
2015-10-21, 12:36 AM
সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে,,

FOREXTRADER
2015-10-21, 12:37 AM
সিগন্যালের ওপর নির্ভরশীলতাঃ অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,

FOREXTRADER
2015-10-21, 12:38 AM
কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞেস করুন,,

FOREXTRADER
2015-10-21, 12:39 AM
উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে। প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে। এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন। মার্কেট অ্যানালাইসিস করতে চেষ্টা করুন,,

FOREXTRADER
2015-10-21, 12:40 AM
উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে। প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে। এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন। মার্কেট অ্যানালাইসিস করতে চেষ্টা করুন,

FOREXTRADER
2015-10-21, 12:40 AM
বিডিপিপস ফরেক্স স্কুলের ইন্ডিকেটর সেকশনে দেখুন কিছু বেসিক ইন্ডিকেটর সম্পর্কে দেয়া আছে। এগুলো এবং সাথে অন্য ইন্ডিকেটর নিয়ে গবেষনা করুন। টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন। আস্তে আস্তে সব কিছুই আপনার কাছে সহজ হয়ে যাবে,

FOREXTRADER
2015-10-21, 12:41 AM
বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে,,,

FOREXTRADER
2015-10-21, 12:41 AM
দেখা যায় অ্যাকাউন্টে $১০০ আছে, কিন্তু $১ পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে। ১০০ পিপস আপনার বিপরিতে মুভ করলেই আপনি ফকির হয়ে যাবেন। সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন,

FOREXTRADER
2015-10-21, 12:42 AM
ট্রেডিং স্ট্রাটেজি না থাকাঃ আপনার অবশ্যই একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত। আপনি কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই সেট করে রাখা উচিত। এবং আপনার সব ট্রেডেই তা ফলো করা উচিত,,,

FOREXTRADER
2015-10-21, 12:45 AM
তা নাহলে দেখা যাবে একটি ট্রেডে আপনার প্রফিট ৫০ পিপসে $৫, আরেকটি বড় রিস্ক নিয়ে করা ট্রেডে লস ৫০ পিপসে $৫০. তাই সবার প্রথমে আপনার ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করুন। অন্যদের ট্রেডিং স্ট্রাটেজি দেখুন, তারপর যেটা ভাল লাগে, পরিবর্তন করে নিজের পছন্দমত নিজের ট্রেডিং সিস্টেম তৈরি করুন,

FOREXTRADER
2015-10-21, 12:46 AM
নিজের ওপর আত্মবিশ্বাস থাকাঃ অনেক ট্রেডার অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে। তারা মনে করে প্রাইস এখন বাড়বে বা কমবে এবং সেই অনুসারে ট্রেড করে কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া। কিন্তু মানুষই মানুষের শত্রু। নিজেকে বিশ্বাস করবেন না। মার্কেট কি বলে তা দেখুন,,,

TselimRezaa
2015-10-21, 01:29 PM
ফরেক্সে ৯৫% ট্রেডার লস করে মতবাদ টির সাথে আমি মোটেও এক মত নই। কারন এখানে যদি ৯৫% ট্রেডার লস করতো তবে ফরেক্সের প্রতি কেউ আগ্রহী হত না। হ্যা তবে অধিকাংশ বিগিনার ট্রেডার এখানে লস করে। এর কারনও আছে। বিগিনিং পর্যায়ে কোনো ট্রেডারেরই ফরেক্স নিয়ে ভালো ধারনা থাকে না। তাই অধিকাংশ বিগিনার ট্রেডার লস করে। অনভিজ্ঞতাই মূল কারন।

BD ONLINE
2015-10-21, 06:01 PM
ফরেক্স এ লসের কারন বলতে অনেক কারনই বলতে হয়। তার মধ্যে উল্লেখ যোগ্য কারন গুলো হল--
# ঝুকি বেশি নেয়া
# মানি ম্যানেজমেন্ট ঠিক না রাখা
# লোভ করা
# এ্যানালাইসিস না করা
# মনগড়া ট্রেড করা
#

M M RABIUL ISLAM
2015-11-18, 09:13 PM
আসলে ফরেক্স এ লস করার অনেক কারন রয়েছে। অপর্যাপ্ত অবিজ্ঞতাই ফরেক্স এ লস করার আসল কারন।তাছারাও আর কারন রয়েছে। যেমন লুভ, ফরেক্স এর কেত্রে লোভ করলেন তো মরলেন। তাই ককনই লোভ করা যাবে না। অনেক নুতন ট্রেডার ই না বুজে শুনে ট্রেড করে তাই তারা লস করে। তাই সবার ই উছিত বুজে শুনে ট্রেড করা। ধন্যবাদ

selena
2015-11-18, 10:15 PM
না বুজে ট্রেড করা। আন্ন কারো কথাই ট্রেড করা। তাছাড়া অভিজ্ঞাতা ছাড়া ট্রেড করা। এসব কারনে সাধারণত লস হয়ে থাকে।

dinner
2015-11-18, 10:24 PM
ফরেক্স এমন একটি মাকেট প্লেস যেখানে ঘরে বসে অনেক মুনাফা আয় করা যায় । তবে যারা নতুন ট্রেডার তারা বেশীর ভাগ লস করে থাকে । কারণ লোভে পড়ে তারা ফরেক্স সম্পকে ভালো জ্ঞান অজন না করে আবেগের বসত টাকা ইনবেষ্ট করে থাকে । ফরেক্স আবেগ দিয়ে আর লোভ দিয়ে হয় না থাকতে হয় দক্ষতা আর সঠিক জ্ঞান । আর একটি বিষয় হলো অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । উক্ত সিগন্যালের গুলো বুঝ কাজ করতে হবে । তবেই আমরা লসের হাত থেকে রক্ষা পাবো ।

Alif777
2015-11-18, 10:30 PM
আমার মনে হয় ফরেক্সে আমাদের লস করার কারনগুলো হলো আমাদের অতিরিক্ত লোভ, না শিখে ফরেক্সে ট্রেড করা, রাতারাতি বড়লোক হবার ইচ্ছা, অতিরিক্ত ভলিওম দিয়ে ট্রেড করা ইত্যাদি। আমাদের ফরেক্স থেকে সফল হতে হলে এই বিষয়গুলো সবসময় পরিহার করে চলা উচিৎ। আপনারা যারা অভিজ্ঞ আপনাদের মতামত কি?

RAIHAN MOLLAH
2015-11-18, 10:35 PM
ফরেক্সে লসের পরিমান অনেক বেশি। এর প্রধান কারন হচ্ছে না জেনে না বুজে ফরেক্স এ ট্রেড করা। আপনি ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জেনে, এনালাইসিস করে ফরেক্সে ট্রেড করতে লাভবান হতে পারবেন। তাছাড়া নই।আর এই জন্যই ফরেক্সে লাভের চেয়ে লসের পরিমান অনেক বেশি।

Md Mamun Khan
2015-11-19, 12:21 PM
ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়।

sayem11
2015-11-20, 02:57 PM
ফরেক্সে লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।

maziz6989
2015-11-20, 03:12 PM
ফরেক্স মার্কেট এ লস হওয়ার সব থেকে বড় কারণ হল নিয়ম না মানা। উল্টাপাল্টা ট্রেড করা বা ওভার ট্রেড করা। সঠিক জায়গায় এন্ট্রি না নিয়ে ভূল জায়গায় এন্ট্রি নেওয়া। নিউজের প্রতি খেয়াল না রাখা। সর্বোপরি হাজারটা কারণ আছে লস করার। তাই আগে কারণ চিহ্নিত করুন। তার পরে ট্রেডিং করুন।

WALID HASAN
2015-11-20, 09:28 PM
কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞেস করুন.

hasan019
2015-11-20, 09:50 PM
আমার মতে ১০০% বিগেনার ট্রেডাররা লস করে কারন সবাই লস করে ফরেক্স এ। টেকনিক্যাল অ্যানালাইসিস না করা, না বুঝে ট্রেড করা, স্টপ লস না দেওয়া, ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করা এই সকল কারনে আমরা লস করি।

palash
2015-11-21, 09:36 PM
উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে।বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে।নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,

MD SHAKHAWAT HOSSAIN
2015-11-23, 09:37 PM
কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞেস করুন.অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপ

Mintuhossen93
2015-11-24, 03:13 AM
ফরেক্সে যারা অভিজ্ঞ ট্রেডার তারা ট্রেডে খুব কমই লস করে থাকে তবে যারা ফরেক্স ট্রেডিংয়ে অদক্ষ এবং ভাসা ভাসা জ্ঞান নিয়ে এখানে এসে ট্রেড করে লসের কবলে গিয়ে পরে তাদের অধিকাংশই দেখা যায় অধিক প্রফিট বা লাভ করার লোভের বসে গিয়ে ট্রেড করে থাকে যার ফলে দেখা যায় মার্কেট তার ট্রেডের প্রতিকূলে কিছু দূর অগ্রসর হওয়ার সাথে সাথেই তার অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পূর্ন ভাবে জিরো হয়ে যায়।

mzkhanom
2015-11-24, 11:15 AM
ফরেক্স এ লস এর কারন হল আমরা না জেনে না বুঝে ফরেক্স নিয়ে কাজ করি এবং ট্রেড করি আর তখনই লস করি । আমাবের উচিত আগে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হওয়া । অভিজ্ঞতা নিয়ে না কাজ করলে, না বুঝে কাজ করলে লস খেতেই পারি । আগে লান্তে হবে তারপর কাজ করতে হবে ।

Ekram
2015-11-24, 05:09 PM
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে,,,

আমার ও তাই মনে হয়। ফরেক্সে ৯৫% ট্রেডার নয় । ৯৫ % বিগেনারের লস হয় বলে আমার মনে হয়। ৯৫% যদি লস করে তাহলে ফরেক্সে এত ট্রেড আর ই থাকত না বলে আমার মনে হয়। আর মুল কারন তারা ফরেক্সের রুলস গুলু ফলো করেনা।তাছারা ও ভাল করে ফরেক্স না শিখে ট্রেড করে বলে সমস্যা গুলু হয় ।

majidiqbal
2015-11-24, 05:55 PM
অতিমাত্রায় লোভ ও লিভারেজ গ্রহণ।

sumon37
2015-11-24, 06:51 PM
ফরেক্স একটি কারেন্সি ক্রয় বিক্রয় এর মার্কেট। এখানে সবাই আসে ফরেক্স থেকে আয় করতে। কিন্তু অনেক ট্রেডার বেশি লোভের কারনে ফরেক্স থেকে লস করে ছিটকে পড়ে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার কিছু রুলস আছে। ফরেক্স এ ট্রেড করতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পরকে ভালোভাবে বেসিক কিছু নিয়ম কানুন জানতে হবে। অনেকে ট্রেডার ফরেক্স এ খুব তারাতারি লাভ করতে চাই। আর অতি লোভের কারনে তারা লস করে। বিভিন্ন এনালাইস এর মাধ্যমে ফরেক্স এ ট্রেড করলে ফরেক্স থেকে আপনি লাভ করতে পারবেন।

AbuRaihan
2015-11-24, 07:23 PM
ফরেক্স একটা ব্যবসা এবং সে হিসেবে এখানে লাভ লস হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ৤ তবে বেশিরভাগ ট্রেডার এখানে আসে অনেক আশা নিয়ে যে এখানে ট্রেড করে অনেক টাকা ইনকাম করবে সে আাশাতে ৤ তবে ফরেক্সে ৯৫% নতুন ট্রেডার শুরুতে এসেই লস করে ৤ যার কারণে তাদের মাঝ থেকে আগ্রহ হারিয়ে যায় এবং পরবর্তীতে তারা ফরেক্সে এর মত বিশ্বব্যাপি একটা ব্যবসার সমালোচনা করে ৤ তবে মূল কথা হল আমরা হলাম হুজুগে ৤ অর্থ্যাৎ কেউ বলল যে ফরেক্সে ইনকাম করা যায় তারপরেই আমরা যাচাই না করেই চলে আসলাম টাকা কামাতে ৤ সঠিক দৃষ্টিভঙ্গির অভাবেই মূলত আমরা লস করে থাকি ৤ ফরেক্সে লাভ করতে হলে অবশ্যই পরিশ্রম, চেষ্টা,ধৈর্য্য এবং একাগ্রতার প্রযোজন ৤ এসবের সমন্বযেই অর্জিত হবে দক্ষতা ৤

abu
2015-11-24, 08:18 PM
লাভ ও লস নিয়ে ব্যবসা। ফরেক্স কারও জন্য লস আবার কার জন্য লাভ। কাদের জন্য লস যারা ,মার্কেট সম্পর্কে অনভিজ্ঞ, অদক্ষ তাদের জন্য ফরেক্স হল লসের কারন বা জাইগা। অপর দিকে যারা মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ তারাই হল ফরেক্সে লাভবান। এলোমেলো ভাবে যারা ট্রেড ওপেন করে তাদের জন্য লসের জাইগা।

tanzilfx
2015-11-24, 08:30 PM
যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন।

sumekus
2015-12-07, 12:02 AM
শোনা গিয়ে থাকে,ফরেক্সে ৯৫% ট্রেডার লস করে । পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। উদ্দেশবিহীন ট্রেডিং করার ফলে অধিকাংশ ট্রেডার লস করে। মার্কেট অ্যানালাইসিস করে কাজ না করার দরুনেও অনেক ট্রেডার লস করে।

iqbalearth
2015-12-07, 12:38 PM
সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞেস করুন,,

Mdalam
2015-12-07, 12:44 PM
ফরেক্সে লসের মূল কারন লোভ করা ও ভুল সিদ্ধান্ত নেওয়া। যারা ফরেক্সের কাজ করে তারা যদি লোভ করে থাকে তাহলে সে ভুল করবে। এবং যারা ভুল ট্রেডিং করে থাকে তারা যদি কি কারনে ভুল হল সেটা বের করতে পারে তাহলে সে লসের সম্মুখীন কম হবে।

sharifulbaf
2015-12-07, 12:45 PM
ফরেক্স মার্কেটএ লসের কিছু কারন হল যথা,আমরা ট্রেড করার সময় বেশি লোভে পরেয়াই ফলে আমরা লস করে ফেলি, অনেক সময় অতিরিক্ত অভার ট্রেড করি, অনেক সময় আমরা সেন্টিমেন্টাল ট্রেড করি,অনেক সময় কম ব্যালেন্স নিয়ে বেশি বর লটে ট্রেড দেই, এই সব কারনে আমরা লস করে ফেলি।

Talha
2015-12-07, 03:18 PM
19141717131217 16121116 171314171918141418 10171019 1612 171417 1318171716 17181416 1218141714 16121116 11101213131811 1218141714 171212121316 10171019 13181717 1114161313 1218141714 12161714 1117121417 13171817 111810 121617 121217 12181418 181816131918 1218131811 121916131218 1618 171417 171314171917 11161317131419 16191117 19171617 1218141714 131814 191617 12181418 16121714 1019171814 1316 171715 171715 1218141714 1713141719 101313181617161312 131814191117 1213101413101018161312 131117 101217 131817171618

lima1
2015-12-26, 12:39 PM
ফরেক্স মার্কেটে যেকোনো ট্রেডে লস হতে পারে বলা যাবে না যে আমার এই ট্রেডে কোন দিন লস হবে না তাই তাই লস হয়ার যে কারন আছে কিছু কিছু সেই লারন গুল দেখতে হবে যে আমার এই ট্রেডে লস হোল কেন আর কি কারনে যে লস হয়ছে ফরেক্স মার্কেটে জেমম্ন লস হতে পারে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকলে লস হতে পারে ।

Harun1650
2015-12-26, 02:48 PM
ব্যাবসা করতে হলে কিছু নিয়ম কানুন আছে যা মেনে চলা খুবই দরকার তা না হলে এই ব্যাবসা আমাদের কান্নার কারন হতে পারে । লস করাটা খুবই সাধারন কারন লস ছাড়া ব্যাবসা হয় না এটা আমি আপনি সকলেই মেনে নিতে হবে । কিন্তু ফরেক্স এ এটা একটু বেশি হয় কারন সবাই না বুজে ট্রেড করে না বুজে না নিয়ম কানুন মেনে কাজ করলে এটা হবেই । তাছারা একটু লাভের ছোয়া দেখলে সকলে আর লোভ সাম্লাতে পারে না ফলে উলটা পালটা ট্রেড ধরে এবং একসাথে অনেক গুলা ট্রেড ধরার কারনে লস হয়।

kawsar302
2015-12-26, 03:02 PM
ফরেক্সে লসের একটি অন্যতম কারন হল ফরেক্সের উপর থেকে লোভ সামলাতে না পারা। আর অনেকাংশই ফরেক্স মার্কেটে কাজ করে লাভ করছে আর যারা লস করছে তাদের বেশির ভাগই না বুঝে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করে তারাই মুলত বেশি লস খায়।

FOREXTRADER
2015-12-26, 04:51 PM
। কিন্তু ফরেক্স এ এটা একটু বেশি হয় কারন সবাই না বুজে ট্রেড করে না বুজে না নিয়ম কানুন মেনে কাজ করলে এটা হবেই । তাছারা একটু লাভের ছোয়া দেখলে সকলে আর লোভ সাম্লাতে পারে না ফলে উলটা পালটা ট্রেড ধরে এবং একসাথে অনেক গুলা ট্রেড ধরার কারনে লস হয়।

HKProduction
2015-12-26, 05:01 PM
অনেক পুরানো কথা নতুন করে শুনলাম। খুব একটা ভাল লাগল না। বর্তমান যুগের ট্রেডাররা অনেক সচেতন। তারা অনেক সচেতন হয়ে ট্রেড শিখছে, ট্রেড করছে এবং প্রফেশনাল ট্রেডার তৈরি হচ্ছে। আমাদেরকে সেই পুরানো কৃষ্ণ গীতি ভুলে নতুন ফরেক্স গীতি গেয়ে জয়ের জয় গান গাইতে হবে।

Ekram
2015-12-26, 05:09 PM
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে,,,

ফরেক্সে আসলে ৯৫% ট্রেডার লস করে কথাটা অনেকে উল্লেখ করে থাকেন । আসলে ৯৫ % বিগেনার লস করে থাকতে পারেন। এই টা অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারনা থাকতে পারে। যদি ৯৫ % ই লস করে থাকে তাহলে আজকে ফরেক্সে এত ট্রেডার ট্রেড করতেন না । বিষয় টা একান্তই ভুল তথ্য থেকে পাওয়া বলে আমি মনে করি। আশা করি যারা আজকে নতুন তারা তাদের দক্ষতাকে আর মেধাকে কাজে লাগিয়ে সফলতার দার প্রান্তে পৌঁছুবে।

monorom
2015-12-26, 05:12 PM
ফরেক্স মার্কেট এ লস এর কারন ভালো দক্ষতার অভাব । আপনি যদি সঠিক জ্ঞান অর্জন করতে না পারেন তাহলে আপনার লস হবেই । আপনি যত দিন না ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারছেন আপনি তত দিন এই ফরেক্স মার্কেট এ লস করবেন । সেই জন্য ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । এবং সঠিক অনুশীলনী আপনাকে ফরেক্স মার্কেট এ দক্ষ করে তুলবে । এই জন্য আপনাকে সঠিক নিয়ম কানুন মেনে ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হবে ।

Selim BU
2015-12-26, 06:51 PM
ফরেক্সে লসের অন্যতম কারন হলো ভুল করা। আপনি যত ভুল করবেন আপনার লসের পরিমান তত বাড়বে। এছাড়াও মার্কেট এনালাইসিস না করে ট্রেড নিলে লস হবে। কারন এনালাইসিস খুবই গুরুত্বপূর্ন। না বুঝে শুনে এলোপাথাড়ি ট্রেড নিলে লস তো টানতেই হবে।

Vision
2016-02-29, 07:55 AM
আমিও একজন বিগিনার । আর সেই হিসেবে ওই ৯৫% এর তালিকায় আমিও আছি । তবে আমি আমার অভিজ্ঞতার আলোকে মনে করি যে এই বিশাল নতুন ট্রেডার লসের বেশ কিছু কারণ আছে । তার মধ্য অন্যতম কিছু কারণ হলঃ
-নতুন ট্রেডাররা সঠিক সিদ্ধান্ত নিতে বেশিরভাগ সময়ে পারে না ।
- ওভার ট্রেডিং করে ।
- না বুঝে ট্রেডিং করে ।
- লোভ করে ।
- ধৈর্য্য একদম কম । আমরা রাতারাতি ফরেক্স করে কোটিপতি হতে চায় ।

real80
2016-02-29, 11:49 AM
ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের সবচেয়ে প্রফিটেবল বিজনেসগুলোর মধ্যে একটি। তবে, ফরেক্স মার্কেটে লাভ করা যতটা কঠিন, লস করা ঠিক ততটাই সহজ। ফরেক্স মার্কেটে লস করার পিছনে বেশ কিছু কারন রয়েছে। প্রথমেই বলতে হয় যথেষ্ট পরিমাণের অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতা ছাড়া এই মার্কেটে লাভ করা সম্ভব নয়। মার্কেট এনালাইসিস না করে যদি ট্রেডিং করা হয় তাহলে সেই ট্রেডিং এর কারনে লস ছাড়া কিছুই হবে না। নিজের দক্ষতা না বিড়িয়ে ট্রেডিং করতে আসলে লস হওয়া স্বাভাবিক।

Fxaziz
2016-02-29, 12:06 PM
অনেকেই বলে থাকেন ফরেক্স মার্কেট এ নাকি ৯৫% ট্রেডার লস করে।হ্যাঁ ভাই সব বিজনেস এ লাব লস উভইটি রয়েছে।তাই ফরেক্স মার্কেট এ লাব লস রয়েছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু আইন মেনে ট্রেড করতে হবে।আমরা যদি এই আইন গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা আয় করতে পারবো।যেমন-ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড করতে হবে,বুজে শুনে ট্রেড করতে হবে,বেশি বেশি ট্রেড করা জাবেনা,লোব করা জাবেনা।

raju0000
2016-02-29, 04:58 PM
ফরেক্স এ ত্রাদের রা অনেক কারণে লস করে থাকে.অনেক ত্রাদের ই অন্দাগে ট্রেড করে লস করে থাকে অর্থাত তারা ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড করে থাকে.আবার অনেকে মার্কেট এনালাইসিস না করার ফলে মার্কেট বুঝতে পারেনা তাই লস করে.অনেকে আবার ইমোশনাল হবার কারণে লস করে,আবার অনেকে লোভ এর ফলে লস করে.ইত্যাদি অনেক কারণে লস করে থাকে ত্রাদের রা.

fatemaakhter
2016-02-29, 07:03 PM
আমারও অবস্থা আপনার মতই ।আমিও প্রথম দিকে ভাব তাম ফরেক্সে খুব সহজেই ইনকাম করা যাবে ।কিন্তু পরে আমার সে ভুল ভেঙ্গে যায় ।আমি এ মাসে প্রথম ট্রেড শুরু করেছিলাম ,লাভও করেছিলাম কিন্তু পরে সামান্য একটি ভুল ট্রেডের কারনে আমার ব্যালেন্স জিরো হয়ে যায় ।আসলে ফরেক্সে টিকতে হলে দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে ।

Md Akter Hossain
2016-02-29, 08:48 PM
ফরেক্ম মার্কেটে বিভিন্ন কারণে লস হতে পারে । নিদিষ্ট করে বলা আসলেই অনেক মুসকিল যে কোন কারণে তার লস হচ্ছে । যেমন আপনি যদি মাসি ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে আপনি লস করবেন । আপনার যদি ফরেক্স এর উপর কোনো ধরনের দক্ষতা না থাকে তাহলে আপনি লস করবেন ।

hkabirshas
2016-02-29, 09:01 PM
হ্যা আপনার কথাটি অবশ্যই সত্যি যে, অনেক বিগেনার ফরেক্স ট্রেডারেই ফরেক্সে লস করে থাকে, একাউন্ট জিরো করে বসে থাকে এবং আরো বেশী টেনশন করতে থাকে। আবার অনেকে লোভের কারণেও লস করে থাকে। অনেকে অধৈর্য হয়ে লস করে থাকে। অনভিজ্ঞতার করণেও লস করে থাকে।

nitta
2016-02-29, 11:56 PM
সব থেকে বেশী ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে লোভ করার জন্য । আসলে আপনি যদি ফরেক্স মার্কেটে লোভ না করেন তাইলে আপনার লস হবে না বরং লাভ হবে । আপনাকে আগে ভাল করে ফরেক্স মার্কেট নিয়া আলচনা করতে হবে । পরে আপনি ভাল করে সব কিছুই জানতে পারবেন । তাই আপনি ফরেক্সে কখনো লোভ কইরেন না ।

MdMintuHossen2016
2016-03-01, 12:07 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করার পেছনে বিবিধ কারন রয়েছে তবে আমার কাছে মনে হয় এর পেছন সব থেকে বেশি প্রধান কারন হল ওভার কনফিডেন্স,লোব এবং ট্রেডিং কেৌশলের আলোকে ট্রেড না করা। যার কারনে অধিকাংশ ট্রেডাররাই ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করে থাকে।

golam0000
2016-03-01, 01:09 AM
ফরেক্স এ লস একজন ত্রাদের অনেক কারণে করতে পারে.যেমন-মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার মাধ্যমে লস করতে পারে অর্থাত ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা,মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা,স্টপ লস,টেক প্রফিট না বেবহার করার ফলেও লস করতে পারে.ইমোশনাল হবার ফলেও লস করতে পারে.আবার অনেকে লস করার পর রিভেঞ্জ ট্রেড করার মাধ্যমে আবার লস করে.

MotinFX
2016-03-01, 09:42 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর প্রতি বার একাউন্ট জিরো করেছি তাজন্য এখনো ফরেক্স মার্কেটে আছি না হয় চলে যেতাম। ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেটে সম্পর্কে চুল পরিমান ভুল করা যাবেনা তাহলে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারব। আমার কয়েকটি সমস্যা রয়েছে তার মধ্যে একটি হল অতিরিক্ত ট্রেড এবং স্টপ লস ব্যাবহার না করা।

basaki
2016-03-06, 07:48 AM
ফরেক্স মার্কেটে লসের অনেক কারন থাকতে পারে বলে আমি মনে করি তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে বঝতে হবে কি কারনে আপনার লস হচ্ছে আর কি করলে আপনার লস টিক মত উশল হয়ে উটবে। আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন তারাই বেশি লোভের কারনে লস করি।

Fxaziz
2016-03-06, 07:55 PM
আসলেই সত্য কথা অনেকেই আছে ফরেক্স মার্কেট এ লস করে।ফরেক্স মার্কেট এ তারা তাদের কিছু সাধারণ ভুল এর কারনে লস করে।যেমন-ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় তারা বেসি আয় করার আসা করে,অর্থাৎ ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় তারা লোভ করে,এনালাইসিস ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করে।অতিরিক্ত ভলিউম দিয়ে তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে।এছাড়াও আরও বিভিন্ন কারনে তারা ফরেক্স মার্কেট এ লস করে।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাঁচতে হলে আমাদের কে আমাদের এই অভ্যাস গুলো পরিবর্তন করতে হবে।

rahmot255
2016-03-07, 06:05 AM
আমি বলব অভিজ্ঞতার অভাবঃ প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখনো বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন,,,,,

gmgmgm
2016-03-07, 06:36 AM
ফরেক্স মার্কেটে যদি ৯৫% ট্রেডার লস খেত তবে ফরেক্স এর জনপ্রীয়তা অনেক আগেই হারাত। কিন্তু ফরেক্স এর জনপ্রিয়তা দিন দিন বাড়তেই আছে। তারমানে ফরেক্স এ শুধু লসই হয়না। তবে হ্যা সত্যি যে ফরেক্স মার্কেটে ৯৫% বিগেনার ট্রেডার লস খায়। কারন তারা প্রথম প্রথম ফরেক্স ট্রেডিং এর নিয়মাবলী ঠিক মতো ফলো করেনা। কেউ আছে যারা ফরেক্স এর নিয়মাবলী ঠিকমত জানেই না। কিন্তু যারা অভিজ্ঞ তারা ঠিকই ফরেক্স থেকে ভাল লাভ নিয়ে আসে নিজের পকেটে।

basaki
2016-07-03, 08:56 PM
ফরেক্স মার্কেটে অনেক কারনে লস হতে পারে আর এর মধ্য প্রধান কারন হচ্ছে অতিরিক্ত লোভ কারন আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করতে শিখি আরাই বেশি লোভ করে থাকি আমরা চাই রাতারাতি অনেক ডলার ইনকাম করতে আর এর ফলে বড় ট্রেড ওপেন করি আর লস্টা বেশি হয়।

Moon
2016-07-03, 09:57 PM
ফরেক্সের লস একটা অপ্রত্যশিত জিনিস যে কোন ট্রেডারের কাছেই । কেননা কোন ট্রেডারই চায় না যে সে লস করুক ! যদিও ব্যবসা হিসেবে লাভ লস উভয়ে বলা যায় যে ব্যবসার মৈলিক অংশ তথাপি অামি মনে করি যে লস করার কারণ হল আমাদের অজ্ঞতা । কেননা আমরা যদি পুর্ণাঙ্গ ফরেক্স জ্ঞান নিয়ে ট্রেড করি তবে বেশির ভাগ ক্ষেত্রেই আমরা লাভবান হব ।

motiar
2016-07-04, 10:10 PM
ফরেক্সে লসের কারন এলো পাতাড়ি ট্রেড করা । নিয়ম নিতি না মানা । মানি ম্যানেজমেন্ট না মানা । অসময়ে ট্রেড করা । মার্কেট এনালাইসেস না বুঝা । লোভ বেশি কর ।

fxinfo
2016-07-05, 04:02 PM
ফরেক্স ট্রেডিং এ লসের অনেক রকম কারন রয়েছে । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লসের অন্যতম বড় একটি কারন হল না বুঝে ট্রেড করা । বেশিরভাগ ট্রেডারই নিজেদের ইচ্ছে মত ট্রেড নয় ফলে বেশিরভাগ ট্রেডেই লস করে । তাই না বুঝে নিজের ইচ্ছে মত ট্রেড নেয়া উচিত নয় বলে আমি মনে করি ।

RUBEL MIAH
2016-07-20, 03:32 PM
ফরেক্সে লসের কারণ হল অধিকাংশ ট্রেডারগণই উদ্দেশ্যবিহীন ট্রেড করে থাকে । অামরা সেই রকম সমস্যা থেকে দূরে থাকব । তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য উদ্দেশ্যবিহীন ট্রেড পরিহার করুন ।

mdshowkat
2016-07-20, 03:43 PM
ফরেক্স ট্রেডিং এ লসের মূল কারন হচ্ছে অভিজ্ঞতার এবং ধৈয্যের অভাব। বেশির ভাগ ট্রেডারই অল্প কিছু শিখে রিয়েল ট্রেড করা শুরু করে প্রথমে কিছু লাভ হওয়ার পর তারা মনে করে ট্রেড সম্পর্কে তাদের ভাল ধারনা হয়ে গেছে এবং তারা বড় ধরনের রিক্স নেয় ফলে ট্রেডে লস খায়। ট্রেডে লস সমলাতে হলে প্রথমে ফরেক্স ট্রেডিং সম্বন্ধে ভালভাবে অভিজ্ঞতা অর্জন ও প্রচুর ডেমো ট্রেড করতে হবে।

maziz6989
2016-07-20, 04:04 PM
ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। কেননা আপনি এত সত্য একটা বিষয় উপস্থাপন করেছেন যে তা কেউ অস্বীকার করতে পারবে না। কেননা এখানে সবাইকে আসতেই হয় লস করার মানসিকতা নিয়ে। তার পরে আসে লাভের কথা । এখানে লাভ হবেই এই গ্যারান্টি কেউ দিতে পারে না , পারবে ও না। তাই এখানে শতকরা ৯৫ জন ট্রেডার হল লুজার।

majidiqbal
2016-07-20, 04:34 PM
ফরেক্সে ট্রেডিং শুরুর প্রথম ১-৬ মাসের মধ্যে ৯৫% বিগেনার ট্রেডাররা লস খায়। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। যে যে কারন ট্রেডাররা ফরেক্সে লস করেঃ
অভিজ্ঞতার অভাব।
সিগন্যালের ওপর নির্ভরশীলতা।
উদ্দেশবিহীন ট্রেডিং করা।
বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
ট্রেডিং স্ট্রাটেজি না থাকা।
নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা।

KAMIRUN NESA
2016-07-20, 06:07 PM
সকল ব্যবসাতে লাভ আছে আবার লচ ও রয়েছে।ব্যবসা করার আগে ফরেক্স সহজ মনে হয় কিন্তুু যখন ব্যবসা করা হয় তখন অবিগতার অভাবে বেশির ভাগ সময় লস হয়।টিক মতো ট্রেড করতে না পারা। কোন সময় মারকেট কেমন রকম আছে তা ভালে মতো না জানা।এসব এর জন আমাদের ফরেক্স লস হয়ে থাকে।

অনিক বিশ্বাস
2016-09-16, 08:22 PM
ফরেক্স এ লস এর অনেক গুলো কারন থাকতে পারে তার মধ্যে একটি কারন হোল ফরেক্স এ লোভ করা এবং অভিজ্ঞতার অভাব । যারা ফরেক্স এ লোভ করে তারা কখনোই ফরেক্স এ সাফল্য অর্জন করতে পারে না , শুধু তাই নয় আমরা ডেমো ট্রেড এ ভাল করে অভিজ্ঞতা অর্জন না করার ফলে লস খেতে হয় ।

jamal191khan
2016-09-16, 09:12 PM
আপনি যে কথাটা বলেছেন বিগেনার ট্রেডাররা ৯৫% লসের সম্মুক্ষিন হয় এই কথাটার সাথে আমি সম্পুর্ন একমত হতে পারলাম না। আমি বলবো যারা সম্পুর্ন ফরেক্স না শিখে না বুঝে আন্দাজে ট্রেড করে মূলত তারাই লসের সম্মুক্ষিন হয় তবে একথা ঠিক যে এটা বেশিভাগ বিগেনার ট্রেডারদের মাঝেই লক্ষ করা যায়। তার মানে এই না যে সব বিগেনার ট্রেডাররাই এই ভুল করে।

Forex Boy
2016-09-16, 10:26 PM
হ্যা আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ন একই মত যে ফরেক্স এ নতুন ট্রেডার রাই কমাগত লস করতে থাকে শুধুমাত্র অধৈর্যশিলতার কারনে। ফরেক্স করতে গেলে দরকার ধৈর্য যা নতুন ট্রেডার গন মেইনটেইন করতে পারেনা, তাদের মন মানুষিকতা কাজ করে যে কখন তারা ট্রেড করতে পারবে এবং কখন তাদের প্রফিট হবে।

Rahat015
2016-09-17, 08:23 AM
ফরেক্স এ অনেক কারনে লস হয়। যা আমার আগে একজন সববিষয় সুন্দর করে উপস্থাপন করেছেন। তারপরও আমি বলব ফরেক্স মার্কেট এ লস এর মূল কারন হচ্ছে মার্কেট সম্পর্কে অজ্ঞতা বা মার্কেট রুলস না জানা। যে মার্কেট এর যাবতীয় বিষয় মেনে চলবে সে কখনো ফরেক্স মার্কেট এ লুসার এর মধ্যে পরবে না।

SHOYEB
2016-09-17, 10:23 AM
ফরেক্স মার্কেটে লসের কারন কম বেশি আমরা সবাই জানি তারপরও একই ধরনের ভূল আমরা বারবার করি । সুতরাং ইনভেস্ট এর পরিমান দেখে ট্রেড করতে হবে একটা ট্রেড ওপেন করলেন ট্রেডটা পজেটিভ হওয়ার পর লাভ নিয়ে তারপর আর একটা ট্রেড ওপেন করুন । ভূলেও ওভারট্রেড করা যাবে না ।

অনিক বিশ্বাস
2016-09-17, 04:24 PM
ফরেক্স এ লস করার অনেক গুলো কারন থাকতে পারে তবে তার মধ্যে একটি কারন হোল লোভ করা লোভ করলে ফরেক্স এ কখনও লাভ করা যায় না বরং লস খেতে হয় । শুধু তাই নয় ফপ্রেক্স এ যদি ভাল ডেমো ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তবে ফরেক্স এ লাভ করা যায় না লস খেতে হয় ।

Competitor
2016-12-31, 05:28 PM
ফরেক্সে লাভ লস মুলত ফরেক্সের মৈলিক বিষয় । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফরেক্সের নিয়ম কানুন তথা ব্যবসা করার মৈলিক বিষয়গুলোকে আয়ত্তে আনতে হবে । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা কোনভাবেই দক্ষতা ব্যাতিত ফরেক্স হতে আয়ের আশা করতে পারি না । যে যত দক্ষ তার ট্রেডিং সফলতা তত বেশি ।

Fazlul
2016-12-31, 06:28 PM
ফরেক্স এ লসের কারন হল ট্রেডারদের যথেষ্ট জ্ঞানের অভাব । কারন একজন ফরেক্স ট্রেডারকে অবশ্যই ফরেক্স ট্রেড কিভাবে করতে হয় তা ভালোভাবে শিখতে হবে । ট্রেড করার আগে আপনাকে ধীরস্থিরভাবে বাই-সেল করতে হবে অনেক ভেবেচিন্তে । অর্থাৎ ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস, মার্কেটের গতিবিধি ইত্যাদি ভেবে ট্রেড করতে হবে ।অন্যথায় বিরাট লসের সম্মুখীন হতে হবে ।

MONIRABEGUM8080
2016-12-31, 07:15 PM
ফরেক্সে যে সব কারনে ট্রেডাররা বেশি ভাগ ক্ষেত্রে লস করে থাকে তার প্রধান এবং অন্যতম কারন হল ওভার কনফিডেন্স এবং লোভের বসবর্তি হয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা। এছাড়াও ভূল ট্রেডিং জালে জড়িয়ে যাওয়া,মার্কেট অ্যানালাইসিস জ্ঞানের স্বল্পতা প্রভৃতি কারনে এখানে ট্রেডাররা লস করে থাকেন।

Nodi roy
2016-12-31, 07:25 PM
যে কনো ব্যবসায় না বুঝে করলে তো লস এ পড়তে হবে ফরেক্স ও তেম্ন আপনি ফরেক্স এ না বুঝে ফরেক্স এ ট্রেড করলে তো লস খাবেনই। যারা ভাল করে ফরেক্স এ ট্রেড বুঝে না। না বুঝে ট্রেড শুরু করে দেই তারা লাভ তো দূরে থাক লস ছাড়া আর কিছু ফরেক্স থেকে নিতে পারে না। তাই ফরেক্স এ লস করতে না চাইলে কাজ বুঝে তারপর ট্রেড করতে হবে।

JOY33665577
2016-12-31, 09:46 PM
ফরেক্স মাকেটে রিক্সি মাকেট এখাণ থেকে লাভ করা অনেক কথিন | ফরেক্স মাকেট অনেক লস করে থেকে লোভ এড় কারনে ফরেক্স মাকেটে যে বেশি লোভ করবে সে ফরেক্স থেকে লস করতে পারে | আর ফরেক্স যারা নতুন তারা অদক্ষতা থাকার কারনে ফরেক্স মাকেটে লস করে থাকে |

sujon30
2017-01-01, 09:26 AM
ফরেক্স এ লস করার কারন হল:
১) লোভ করে ট্টেড করা
২) বেশী লটে ট্টেড করা
৩) মার্কেট এনালাইসিস না করা
৪) মানি ম্যানেজমেন্ট মেনে না চলা
ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে।

Skfarid
2017-01-01, 11:53 AM
৯৫% ট্রেডার কখনও লস করে না। ৯৫% লস করে তার যারা ফরেক্স না বুঝে, এনালাইসিস ছাড়া ট্রেড করে তারা লস করেন। ট্রেডারেরা হয়ত ৫টি ট্রেড বনালে ২টিতে লুজার হয় বাকী ৩টিতে লাভ বান হয়। সব মিলে লাভ - লস = লাভ থাকে ।আপনার কাছেও ফরেক্স ভাল লাগবে যদি আপনি ফরেক্স দক্ষ হয়ে ট্রেড করে লাভ করেন।

ONLINE IT
2017-01-02, 05:47 PM
ফরেক্স মার্কেটে লসের কারন হলঃ
# অভিজ্ঞতার অভাব
# মার্কেট এ্যানালাইসিস না করা
# মনগড়া ট্রেড করা
# লোভ করা
# অন্যকে অনুসরন করা
# ওভার ট্রেড করা

riponhosen
2017-01-02, 06:17 PM
ফরেক্স একটা ব্যবসা আর ব্যবসায় লাভ লস থাকবেই তবে ন লসের একটা কারন আছে সাধারনত ফরেক্সে যারা নতুন নতুন ট্রেড করে তারা বেশির ভাগই লস করে ।ফরেক্স এ লসের কারন কি লসের কারন হিসেবে আমি মনে করি অতিরিক্ত লোভ করা মার্কেট এনালাইস না করে ট্রেড ওপেন করা ।তাছারা মানিম্যানেজমেন্ট না দেখে ট্রেড ওপেন করা ।আরেকটা বিষয় হচ্ছে একটা ট্রেডে লস হবার পরে মনে করা যে এই লস এখনি আমাকে রিকভার করতে হবে তার কারনে আরো বেশি লস হয় ।

sujon30
2017-01-03, 08:53 AM
ফরেক্স এ যে কারনে লস গুলোা করে থাকে তা হল যে, ফরেক্স এ বেশীর ভাগই লোভ করে ফরেক্স কাজ করে। ফরেক্স এ যারা লোভ করে থাকে তারা ৯০% লস গুলো করে থাকে। এছাড়া আর যে কারনে লস গুলো করে থাকে তা হল মার্কেট এনালাইসিস না করে মানি ম্যানেজমেন্ট না ফলো করে ফরেক্স করে। যখন ব্যালেন্স জিরো হয়ে যায় তখনই লস গুলো করে থাকে।

Biswo72
2017-01-04, 10:18 PM
ফরেক্স যেমন লাভাজনক তেমন খুব রিস্কি ব্যাবসা । তাই ফরেক্স সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর লাইভ ট্রেড শুরু করতে হবে । আপনাকে সর্ব প্রথম ভালোভাবে study, knowledge, practice, experience, all analysis, control emotion এগুলো অর্জন করতে হবে । শতকরা 10 % ট্রেডার ফরেক্স এ সফল হয় বাকি 90% ট্রেডার লস করে তাদের অর্থ । আপনিও যদি লস করে থাকেন তাহলে নিজের কাছে প্রশ্ন করুন কেন বার বার লস করছেন । আপনি চিহ্নিত করুন আপনার ভূল কি, দুর্বল দিক গুলো কি কি একটু গভীরভাবে ভাবুন তাহলে ধরতে পারবেন কেন বার বার লস করছেন ।

sujon30
2017-01-08, 10:15 AM
ফরেক্স লসের কারন গুলো হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম ও ধৈয্যর অভাব
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট মেনে না চলা।

riponinsta
2017-01-08, 10:58 AM
ফরেক্স মার্কেট এ লস হবার অনেক কারন আছে যা আপনি মাঞ্ছেন না তার কারন এ আপনার লস হছে ১, আপনি মনে হয় বারবার আপনার টেড ইং সিস্টেম পরিবর্তন করছেন ২, ফরেক্স মার্কেট এ নিয়মিত টেড না করার কারনেও লস হয় ৩, আপনি যদি আপনার টেড ইং সিস্টেম ভাল করে না বুঝেন তা হলেও আপনি লস করতে পারেন ৪,আপনি টেড করছেন সেই টেড এ লস হবার জন্য কি ভুল হল তা খুজে বের না করার কারনেও লস হয় ।

Rahat015
2017-01-08, 11:05 AM
খুব সুন্দর করে বুজিয়ে দিয়েছেন আপনি। আমি মনে করি বিগেনার ট্রেডাররা এই নিয়ম মেনে চললে মোটামোটি লস কে নিজের কন্ট্রোল এ নিয়ে আসতে পারবে। আর একটু অভিজ্ঞতা অর্জন করতে পারলে ভালো প্রফিট করতে পারবে। নতুন ট্রেডারদের জন্য রইলো শুভ কামনা।

md noor hasan
2017-01-10, 11:59 PM
আসলে অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,

shukumar8099
2017-01-30, 05:01 PM
ধন্যবাদ আপনাকে । *আসলেই আপনার কথায় যুক্তি আছে । আমরা সাধারনত লস করি অতিরিক্ত লোভের কারনে । ফরেক্স মার্কেটে লাভ করার পূর্ব শর্ত হচ্ছে লোভ না করা । মার্কেট এ্যনালাইসিস করে আপনার দেখানো পন্তায় ট্রেড করলে লাভ আসবে তাতে কোন সন্দেহ নেই । আমরা নতুনরা এই পদ্ধতি অভলম্বন করে ট্রেড করতে পারি ।

amdad123
2017-01-30, 05:17 PM
ফরেক্স ট্রেডিংয়ে লস একটি স্পর্শকাতর জিনিস। এখানে লস করেনা এমন ট্রেডার খুজে একটিও খুজে পাওয়া যাবে না। ফরেক্স মার্কেটে ট্রেডাররা কম বেশি সবাই লস করে তবে যারা ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার তাদের লস করা বা ডিপোজিট হারানোর প্রবণতা অনেক বেশি আবার যারা সফল ট্রেডার তাদের লস করার চেয়ে লাভের পরিমান বেশি।এক্ষেত্রে নতুন ট্রেডাররা যে সকল কারনে লস করে যেমন: কোন স্ট্র্যাট্রেজি ছাড়া ট্রেড, ওভার ট্রেড, ইমোশনাল ট্রেড, বিশ্লেষনহীন ট্রেড, মানিম্যানেজমেন্ট বিহীন ট্রেড ইত্যাদির কারনে ফরেক্স মার্কেটে লস হয়।

SheikhAshrafulIslam468
2017-01-30, 11:36 PM
ফরেক্স মার্কেটে লস একটি সাভাবিক বিষয বিভিন্ন কারনে ফরেক্স মার্কেটে লস হয়ে থাকে আপনি যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তবে আপনার হতে পারে , নিজের খেয়াল খুশি মত ট্রেড করলে লস হবে পারে , সঠিক ভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেড করলে লস হতে পারে তাই নতুন করে ট্রেড করার সময় অতীতের ভুল গুলো সরন করে ট্রেড করা উচিত।

Peace
2017-01-31, 01:39 AM
ফরেক্সে লসের অন্যতম ও প্রধান কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। লোভের কারনে আমরা অ্যাকাউন্ট জিরো করে ফেলি। ছোট ছোট ভলিউম নিয়ে ট্রেড করলে লসের আশংকা কমে যায়। কিন্তু আমরা ডিপোজিটের তুলনায় রিস্ক বেশি নিয়ে থাকি। যা আমাদের লসের বড় একটি কারন।

SkRasheduzzaman1990
2017-01-31, 01:42 AM
ফরেক্সে নানা কারনেই আপনি লসের সম্মুখীন হতে পারেন তবে এর মধ্যে সব থেকে কমন যে কারন গুলোতে ট্রেডাররা বেশি ভাগ ক্ষেত্রে লস করে থাকে তা হল অতিরিক্ত প্রফিট লাভের লোভ এবং এভার কনফিডেন্সের কারনে গৃহীত ট্রেডিং সিদ্ধান্ত।

biplopkumardas007
2017-01-31, 01:49 AM
ফরেক্স লস বিভিন্ন করণে হতে পারে যেমন :
১। অতিরিক্ত লোভ করে ট্রেড করলে
২। মন গড়া ট্রেড করলে
৩। সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করলে
৪। নিজের ব্যালেন্স এর উপর মানি ম্যনেজমেন্ট না করে ট্রেড করলে ট্রেড এ বড় ধরণের লস হবার সম্ভাবনা থাকে।

Fxaziz
2017-01-31, 07:27 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার পিছনে অনেক গুলা কারণ থাকতে পারে।আসলে তারাই ফরেক্স মার্কেট এ বেশী বেশী লস করে যারা ফরেক্স মার্কেট এ নতুন।নতুনরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনে ট্রেড করে।আর ট্রেড করে লস করে।তারা ফরেক্স মার্কেট সম্পর্কে যদি ভালোভাবে জেনে ট্রেড করতো তাহলে ব্যর্থ ফরেক্স ট্রেডার এর পরিমার কমে আসতো।তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসুন।

sujon30
2017-02-15, 01:41 PM
যে কারনে লস গুলো করে থাকে তা হল:-
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) না বুঝে ট্টেড করা
৪) নিয়ম-কানুন না মেনে চলা
৫) মার্কেট এনালাইসিস না করা ও
৬) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ।
ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে ফরেক্স থেকে।

Mamun13
2017-02-15, 01:54 PM
প্রথমত ট্রেডিং সম্পর্কে অনবিজ্ঞতা,স্বল্প ও দুর্বল জ্ঞ্যান৷বেশি প্রফিটের লোভ করা,অধৈর্য্য হওয়া,ভালো ভাবে না বুঝেই স্ক্যাল্পিং করা৷সঠিক ভাবে মানি মেনেজম্যান্ট ফলো না করে ওভার ট্রেডিং করা৷দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস না করা৷সঠিক ভাবে এনালাইসিসগুলো না বোঝা৷লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷

Md Masud
2017-03-22, 08:46 AM
ফরেক্স একমাত্র লসের কারণ হল লোভ । লোভ না ছাড়লে কেহই ফরেক্স মার্কেট থেকে উন্নতি করতে পারবে না । অামরা এই লস থেকে রেহাই পেতে অবশ্যই মার্কেটে লেগে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব । অতিরিক্ত কোন কিছুই অামাদের জন্য করা ঠিক হবে না ।

uzzal05
2017-05-31, 09:30 PM
ফরেক্স এ ট্রেডাররা লসে তাদের নিজেদের কারনে পরে। ওভার ট্রেড এবং লোভ হচ্ছে ফরেক্স এ চররম শত্রু। এই দুইটা জিনিস পরিহার করতে পারলে ফরেক্স এ টিকে থাকা যাবে না। লস খেলে মার্কেট বুঝা যাবে। আর যদি লস না হয় তাহলে কেউ মার্কেট বুঝতে পারবে না।

srasel
2017-05-31, 09:35 PM
আসলে উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে। প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে। এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন। মার্কেট অ্যানালাইসিস করতে চেষ্টা করুন,

abdulguffer
2017-06-04, 02:54 AM
আমরা অধিকাংশ মানুষ অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড আরম্ভ করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হই ।তার প্রধান কারণ হলো অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ।

Srabon
2017-06-04, 11:35 AM
ব্যবসা মানেই লাভ অথবা লস। প্রত্যেক ব্যাবসায় লাভ লস রয়েছে। তবে ফরেক্সে যদি সঠীক ভাবে ট্রেড করা যায় তাহলে লসের সম্ভাবনা অনেক কম থাকে। ফরেক্সে দক্ষতা দ্বারা যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে ফরেক্সে আপনি লস খাবেন না।

Rahat015
2017-06-04, 12:39 PM
ফরেক্স মার্কেট এ লস এর কারন হিসেবে অনেক বিষয় উঠে আসে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন মার্কেট ট্রেন্ড ধরতে না পারা। কারন মার্কেট ট্রেন্ড ধরতে না পারলে লস হবে নিশ্চিত। আরো কিছু বিষয় নিচে দেওইয়া হলো।
* মানি ম্যানেজমেন্ট
* স্টপ লস সেট
*টেক প্রফিট সেট
*অতিরিক্ত লোভ

Srabon
2017-06-04, 11:27 PM
অনেক মানুষ আছে যারা ফরেক্স এ কিছু শিগে ,নিজেকে বড় কিছু মনে করে এবং ট্রেড করতে শুরু করে তারা হইত জানে না যে ট্রেড এত সহজ জিনিস নই ।এখানেই তারা ধরা খাই ।আমি মনে করি একজন ট্রেডার হিসবে ফরেক্স এর সব জ্ঞান থাকা কুব দ্রকার সেই সব মানুসের যারা অল্পকিছু শিগে ট্রেড করতে যাই ।

Srabon
2017-06-06, 08:14 AM
অভিজ্ঞতার বিষয় নিয়ে একটি কথা বলি ।যারা ফরেক্স এ নতুন তারা প্রথমে ফরেক্স এ এলে থাদের কাছে মনে হবে এই কাজটি কত সহজ ,তবেকি তাই ।একদ্দম ইনা ।এই ফরেক্স বিষয় টা অনেক জটিল ,অনেক সময় দিতেহয় এই ফরেক্স এর প্রতি তাহলেই কিছু শেখা সম্ভবন ।

Srabon
2017-06-06, 08:18 AM
ফরেক্সের মাধ্যমে জিবনে অনেক উন্নতি করা সম্ভব ,তবে ফরেক্স বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার আছে ।যারা ট্রেড করতে জানে তাদের জন্য এইফরেক্স খুব একটি ভাল বিষয় বলে আমি মনে করি ।এই ফরেক্স ট্রেড করে অনেক লাভবান হউয়া যায় ভাল একজন ট্রেডার হলে ।

Srabon
2017-06-06, 08:23 AM
বাংলাদেশে ফরেক্স এর কাজের কন শেষ নেই।এটি একটি বাজার জাতকরন ব্যাবসা ,এতস তস্মন লস হইনা লাভ এর ই আশা বেশি আছে ।এই ফরেক্স থেকে আমরা বছরেওঙ্ক টাকা ইনকাম করতে পারি ,শুধু এই ফরেক্সথেকে ব্যবসাকরে ।এই ফরেক্সামাদের একটি সুন্দর জীবন দিতে পারে।

Srabon
2017-06-06, 08:30 AM
বাংলাদেশে অনেক মানুষ আছে যারাফরেক্স থেকে অনেক টাকে ইনকাম করে ছে ,এবং তাদের দেখে অন্য মানুষ ফরেক্সকাজে আসে ।কন অভিজ্ঞা ছারাই যুক্ত হই ,তার পর ট্রেড করে শুরু করতে থাকে ,তবে আম্র মনে হই সেই সব মানুস লস করে বেশি ,অভিজ্ঞা থাকতে হবে তাছারা ফরেক্সে লাভ করা সম্ভব নয় ।

Srabon
2017-06-06, 08:37 AM
আমার যে টা মনে হই আর কি ।বাংলাদেশে ফরেক্স ব্যবসা যারা করেন তারা বেশির ভাগ মানুষ এখন চরম উন্নতি করাছে ,সমাজের কাছে তারা এখন মাতঝা উচু করে দারিয়ে আছে ।জ্ঞান দখতা এবং টাকার জন্য ।অনেক মানুস এই কাজে এসে সফলতা অরজন করেছে ।

Srabon
2017-06-06, 08:50 AM
ফরেক্স এ ট্রেড করে আপনি অনেক লাভবান হতে পারেন ।যদি ট্রেড করা টা আপনার সম্পুরন জানা থাকে ।আর না জানলে এই ফরেক্স থেকে লাভবান হউয়া সম্ভব নই ,তাই ফরেক্স এর জন্য জ্ঞান নিয়ে ফরেক্স মার্কেট এ আসা উতম বলে আমি মনে করি তাহলে আপনার সফলতা আসবে তারাতারি

Srabon
2017-06-06, 08:56 AM
ফরেক্স ব্যবসা অনেক বড় মাপের একটি কাজ ।যা থেকে আপনি অনেক বড় লক হতে পারেন তবে এই ফরেক্স এর একটি বিষয় আছে যেখানে থে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ,সেটা হল ফরেক্স এ ট্রেড করতে জানতে হবে ,আমি একজন ট্রেডার হিসবে বলি সফলতা আনতে হলে ট্রেড ক্রা জানতে হবে ।

Srabon
2017-06-06, 01:14 PM
ফরেক্স এ লস হতে পারে আপনার ডলার ।সে টা কামন করে একই ফরাম এ যদি ৫ টার বেশি পোস্ত দেন তাহলে আপনার ডলার লস হতে পারে ,বলে আমি মনে করি ,কেউ না জেনে যদিন দিয়ে থাকেন তাহলে হইতবা জানবেন ,আমার একবার ডলার হারিয়ে গেছে,তাই ভাল করে বুঝে পোস্ট করবেন ।

Srabon
2017-06-06, 04:26 PM
ফরেক্সে এক যে কারনে লস হইয়ে থাকে সেই কারন টা হল,দেখা যায় যে অনেকের ১০০ ডলার আছে সে কি করে ১ডলার পিপস নিয়ে ট্রেড করে তখনি সেই লস এর কারন হিয়ে দাড়ায় ।এবং ১০০ পিপ বিপরীত হইয়ে দারায় ,টোখোণ টাড় লোশ এড় কারন হইয়ে দারায় ।

Jusifa
2017-06-06, 07:04 PM
আমার মতে ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়।

uzzal05
2017-06-09, 10:03 AM
ফরেক্স এ লসের অনেক কারন আছে। ফরেক্স করতে গেলে অনেক নিয়ম কানুন মেনে ট্রেড করতে হয়। আমরা কি পারি সেই নিয়ম গুলো মেনে ট্রেড করতে। আমি যথাসম্ভব চেষ্টা করি সেই নিয়মগুলো মানার জন্য। নিয়মের বাইরে কিছু করা সম্ভব না। আর নিয়মের বাইরে গেলে ফরেএক্স এ টিকে থাকা সম্ভব নয়।

Srabon
2017-06-09, 12:03 PM
ফরেক্স এত যে সহজ তা কিন্তু না ।ফরেক্স এ ট্রেড করতে গিয়ে ৯০% লোক লস খাই ,কেন না তারা ফরেক্সের রুল মেনে চলে না এবং তাদের কন অভিজ্ঞতা না নিয়েই ট্রেড করা শুরু করে দেই ।তাই তাদের এত লস হয়। আমাদের ফরেক্স ট্রেড করার আগে ভাল ভাবে শিখে নিয়া দরকার ।

Srabon
2017-06-09, 12:08 PM
অনেকেই আছে যারা টাকার লভ করতে গিয়ে ,ফরেক্স একটু শিখেই ট্রেড করা শুরু করে দেই ,আর ট্রেড করলেই লস খাই এইটা প্রথম লস এর কারন বলে আমি মনে করি ।ফরেক্স বিষয় টা এত সহজ না ভাল ভাবে শিখতে হবে জানতে হবে তাছাড়া ফরেক্স এ লাভ করা সম্ভব নই ।

Srabon
2017-06-09, 03:03 PM
ফরেক্স লস এর কারন হতে পারে শুধু আপনার কারনে ,যেম্ন না বুজে ট্রেদ কর ,বাজার টা ভাল করে বুঝা ।এই সব না বুজতে পারলে ট্রেড করা থাকে বিরত থাকুন ।তাছারা আপনার অনেক লস র পরিমান বেশি হত্র পারে বলে আমি মনে করি ।তাই বুজে শুনে ট্রেড করুন ।

sr ritu
2017-11-26, 10:55 PM
অধিকাংশ মানুষ অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড আরম্ভ করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হই ।তার প্রধান কারণ হলো অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ।

yasir
2017-11-27, 11:38 AM
অধিকাংশ মানুষ অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড আরম্ভ করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হই ।তার প্রধান কারণ হলো অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ।

expkhaled
2017-11-27, 12:02 PM
ফরেক্স লসের কারণ প্রথম এবং প্রধান হচ্ছে অতিরিক্ত এক্সাইটমেন্ট। আমরা যখন সরাসরি কারেন্সি মার্কেট ট্রেড করি তখন আমরা মানসিক ভাবে খুব আবেগ এবং উতকন্ঠার ভিতর থাকি এটা হয় সাধারণত প্রথম প্রথম ট্রেড করতে আসলে। তখন আমাদের মানসিক ভাবে আমরা খুব ইন্সপায়ারড থাকি যে কারনে ওভার ট্রেড, যেকোন সময় ট্রেড, ভূল ট্রেড, এনালাইসিস ছাড়া ট্রেড ইত্যাদি করার কারনে আমাদের একাউন্ট লস হয়। ফরেক্স লস থেকে যদি বাচতে হয় সময় মার্কেট সটিকভাবে এনালাইসিস করে ট্রেড করা শিখতে হবে।

01797733223
2017-11-27, 12:55 PM
আমরা ফরেক্সে লস করি আমাদের ভুলের কারনে । কারন আমাদের ধৈর্য অনেক কম বলে আমরা প্রতিকূল অবস্থার শিকার হই । আমাদের অভিজ্ঞতা কম আমরা তাড়াহুড়া করে যেখানে সেখানে ভুল জায়গায়, ভুল পজিশনে ট্রেড ওপেন করি বলেই লস খাই এমনকি সেটাকে রিকভার করার জন্যে আরও একটা ভুল জায়গায় ট্রেড ওপেন করি এ চিন্তায় যে এবার লাভ হবে কিন্তু আবারও লস খাই কারন আমাদের দক্ষতার অভাব । আর এগুলোই আমাদের ফরেক্সে লসের মূল কারন হয়ে দাঁড়ায় ।

Mahidul84
2017-11-27, 06:13 PM
ফরেক্স মার্কেটে লস তারাই করে যারা বেশির ভাগ সময় ভুল জায়গায়, ভুল পজিশনে ট্রেড ওপেন করে এবং উক্ত লস কভার করার জন্য আরোও বেশি ভূল করে অতিরিক্ত ট্রেড ওপেন করার ফলে। আর অল্পতেই ট্রেডাররা ধৈর্য্যহারা হয়ে যায়। উক্ত কারণগুলোর জন্যই বেশির ভাগ ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে।

Foyazur
2017-11-27, 06:19 PM
ফরেক্স মার্কেট এ লস হয় ট্রেডারদের অবিজ্ঞত্র অভাবের কারনে আর ভালো জ্ঞান না থাকার কারনে তাই নতুন ট্রেডারদের বলব লস থেকে বাঁচতে হলে আপনাকে আগে ডেমোর দিকে ভালোভাবে প্রাকটিস করতে হবে তাহলে আপনে লস কম করবেন আর নতুন ট্রেডারদের ক্ষেত্রে দেখা যায় ট্রেডার অতিলাভের আসায় ট্রেড ওপেন করে বসে এবং পরে অনেক বেশি লস করে বসে।

morshed naim
2017-12-05, 01:30 PM
বেশি প্রফিটের লোভ করা,অধৈর্য্য হওয়া,ভালো ভাবে না বুঝেই স্ক্যাল্পিং করা৷সঠিক ভাবে মানি মেনেজম্যান্ট ফলো না করে ওভার ট্রেডিং করা৷দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস না করা৷সঠিক ভাবে এনালাইসিসগুলো না বোঝা৷লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷ প্রত্যেক ব্যাবসায় লাভ লস রয়েছে। তবে ফরেক্সে যদি সঠীক ভাবে ট্রেড করা যায় তাহলে লসের সম্ভাবনা অনেক কম থাকে। ফরেক্সে দক্ষতা দ্বারা যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে ফরেক্সে আপনি লস খাবেন না।

ankus
2018-01-30, 09:41 PM
ফরেক্স মার্কেটে লস একটি সাভাবিক বিষয বিভিন্ন কারনে ফরেক্স মার্কেটে লস হয়ে থাকে আপনি যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তবে আপনার হতে পারে , নিজের খেয়াল খুশি মত ট্রেড করলে লস হবে পারে , সঠিক ভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেড করলে লস হতে পারে তাই নতুন করে ট্রেড করার সময় অতীতের ভুল গুলো সরন করে ট্রেড করা উচিত।

Mahidul84
2018-01-31, 08:37 PM
ফরেক্স এমন একটি মার্কেট এখানে লস তো হবে এটাই স্বাভাবিক তবে এখান লস কম বেশি হওয়ার কিছু যুক্তি যুক্ত কাজ রয়েছে সেগুলো যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনি অবশ্যই লস কমাতে পারবেন। ধরুন আপনি কোন ট্রেড ওপেন করেছেন এবং সেটাতে লসে ক্লোজ করতে হয়েছে। পরবর্তীতে সেম একই ভুল করেছেন কিন্তু লস কেন হয়েছে সেই কারণ খোজার চেষ্টা করেন না তাই বার বার একই ভুল হওয়ার কারণে লস হচ্ছে। আমি মনে করি আপনি যদি কোন ট্রেডে ভুল করে থাকেন এবং সেই ভুল পরবর্তীতে খোজে বের করার চেষ্টা করেন যে কি কারণে ট্রেডে ভুল করেছি সেটা যদি ধরতে পারেন তাহলে অবশ্যই পরবর্তী ট্রেডগুলো আর একই ভুল করবেন না। আর এভাবে প্রতিটি ভুল সংশোধন করতে করতে একসময় লসের অংশ কমিয়ে আনতে সক্ষম হবেন তখন দেখবেন লসের চেয়ে লাভ বেশি করছেন।

iloveyou
2018-02-11, 07:53 PM
ফরেক্সে মানুষের লসের কারন হলো তার নিজের কারনে। কারন একটু লক্ষ করলে দেখবেন যে এখানে এরকম ট্রেডার আছেন যাদের মধ্যে বিন্দু মাত্র কোন ধৈর্য্য নেই, না বুঝে রং পজিশনে ট্রেড ওপেন করে লস করেন। এরপর আরেক টাইপের ট্রেডার পাবেন যারা কোন এনালাইসিস করবেন না, এরপর আরও এক ধরনের ট্রেডার আছেন যারা এখানে সবকিছুই ঠিকভাবে করেন তবে কোন মানি ম্যানেজম্যান্ট ফলো করেন না ইত্যাদি এসব কারন গুলোই হল ফরেক্স মার্কেটে মানুষের লসের কারন।

Amiforex
2018-02-11, 09:35 PM
লস হওয়ার একমাত্র কারণ আমার মতে আমাদের ভুল ট্রেড আর সেই সকল ট্রেড যা আমাদের অতিতে ক্ষতি ছাড়া লাভ করে দেইনি। তাই আমার মনে হয় প্রত্যেক ট্রেডারকে অবশ্যই ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরী। যেসকল ভুল গুলো হয় তা খুবই পরিচিত আমাদের কাছে যেমন মার্কেট উপরে গেলে না বুঝেই সেল করা আবার নিচে গেলে না বুঝেই বাই করা, আবার প্রচুর পরিমানে ট্রেড অপেন করা, লস ট্রেড ক্লোজ না করে অপেক্ষা করা আরো অনেক যা আমরা প্রতিনিয়ত করে থাকি। এই সকল ভুল গুলো সংশোধন করতে পারলেই আর লস হবে বলে আমার মনে হয় না।

Grimm
2018-02-11, 09:55 PM
ফরেক্স ব্যবসায় লসের অন্যতম কারণ হলো এই ব্যবসায় বেশি লোভ করা আর বেশি কিছু না জেনে এই ব্যবসা শুরু করা। আমার দেখা মতে সবচেয়ে বেশি লস করে থাকে নতুন ট্রেডাররা। কারণ তারা এই ব্যবসা খুব অল্প জ্ঞান নিয়ে শুরু করে থাকে আর শুরুর প্রথম থেকেই তারা বেশি পরিমাণের মুনাফা উপার্জনের চেষ্টা করে থাকে। আপনি যদি এই ব্যবসায় বেশি লস করতে না চান তাহলে অবশ্যই আগে ভালভাবে এই ব্যবসা সম্পর্কে শিখে তারপর শুরু করবেন।

Amiforex
2018-02-12, 11:16 AM
ফরেক্স ব্যবসায় লসের অন্যতম কারণ হলো এই ব্যবসায় বেশি লোভ করা আর বেশি কিছু না জেনে এই ব্যবসা শুরু করা। আমার দেখা মতে সবচেয়ে বেশি লস করে থাকে নতুন ট্রেডাররা। কারণ তারা এই ব্যবসা খুব অল্প জ্ঞান নিয়ে শুরু করে থাকে আর শুরুর প্রথম থেকেই তারা বেশি পরিমাণের মুনাফা উপার্জনের চেষ্টা করে থাকে। আপনি যদি এই ব্যবসায় বেশি লস করতে না চান তাহলে অবশ্যই আগে ভালভাবে এই ব্যবসা সম্পর্কে শিখে তারপর শুরু করবেন।

লোভ একটি খুবই খারাপ বিষয় ফরেক্স মার্কেটে তাই আমাদের উচিত ফরেক্সে যখন ট্রেড করবো তখন অবশ্যই লোভকে সংবরণ করা। আমার প্রতিনিয়ত মার্কেটের দ্রুত মুভমেন্টের ভিতর পড়ে প্রচুর ভুল ট্রেড করে থাকি যা আমাদের কাল হয়ে দাড়ায়। আবার অনেক সময় আমাদের লোভ আমাদের প্রচুর ট্রেড করতে বাধ্য করে আর বেশী বড় সাইজে ট্রেড করতে অনুপ্রানিত করে যা আমাদের বিনিয়োগকৃত মুলধনকে বিপদে ফেলে দেয় তাই লোভকে সংবরন করা উচিত।

al amin
2018-02-28, 12:20 PM
ফরেক্স মার্কেট এ লস হওয়ার সব থেকে বড় কারণ হল নিয়ম না মানা। উল্টাপাল্টা ট্রেড করা বা ওভার ট্রেড করা। সঠিক জায়গায় এন্ট্রি না নিয়ে ভূল জায়গায় এন্ট্রি নেওয়া। নিউজের প্রতি খেয়াল না রাখা। সর্বোপরি হাজারটা কারণ আছে লস করার। তাই আগে কারণ চিহ্নিত করুন। তার পরে ট্রেডিং করুন।

sofi
2018-04-23, 09:09 AM
আসলে অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,

uzzal05
2018-06-03, 08:50 AM
ডেমো ট্রেড করে লস করলে সমস্যা নেই। আর ডেমো্ ট্রেড করেই আমাদের অভিজ্ঞ হতে হবে। আর ডেমোতে যে কোন অ্যামাউন্ট এর ভলিয়ম এ ট্রেড করে আমরা ট্রেড চালিয়ে যেতে পারি। কিন্তু লাইভ যাওয়ার আগে আমাদের যাচাই বাছাই করে তারপর লাইভ এ নামতে হবে।

souravkumarhazra6763
2018-06-03, 10:03 AM
ফরেক্স লস এর বিভিন্ন কারণ আছে,যেমন ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স না জেনে ফরেক্স ট্রেড জইন করা,বেশি ভাগ ট্রেডার ফরেক্স মার্কেট এ লস এর শিকার হয়ে থাকে তারা মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করে থাকে এবং মার্কেট এর ট্রেন্ড এর বিপরীতে এন্ট্রি নেই,এই সকল কারণে ফরেক্স এ লোকসান হয়ে থাকে।

rafiuqlislam
2018-06-03, 10:10 AM
ফরেক্সে লসের বহুবিধ কারন রয়েছে,তারমধ্যে অন্যতম কারন হলো না বুঝে লোভের বশবর্তী হয়ে ট্রেড করা ।আপনি বুঝে শুনে ফরেক্সের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে মানি ম্যনজেমেন্ট ঠিক রেখে ট্রেড করলে প্রফিট করতে পারবেন।

Didar
2018-06-03, 02:51 PM
হা আপনার কথা ঠিক যে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনার রা লস খায়। আসলে ফরেক্স এমন একটি মার্কেট যেখানে লাভ লস ২ টাই হবে।তবে বিগিনার দের ক্ষেত্রে লাভ করা টা একটু কষ্টকর হয়ে থাকে।প্রাথমিক অবস্থা তে তারা অনেক নিয়ম জানে না ট্রেডিং এর বেপারেই তাই তারা লস করে। তারা তাদের আবেগ ধরে রাখতে পারে না,উল্টা পালটা পজিশনে ট্রেড ফেলে,কিছু মানুষ তো ফরেক্স ট্রেডীং কে জুয়া হিসাবে নিয়ে থাকে। বিগিনার দের উচিত প্রাথমিক ভাবে ডেমো একাউন্ট ট্রেডিং করা কম হলেও ৬ মাস তাহলে তারা তাদের লস এড়াতে পারবে।

alamsat
2018-06-03, 08:14 PM
বড় লট এ ট্রেড করা : একটি একাউন্ট সুরক্ষিত থাকবে তখন যখন ছোট ছোট লট এ ট্রেড করা হবে, কারন বড় লট এ ট্রেড করলে মার্কেট একবার আপনার বিপরীতে গেলে আপনার সব ডলার শুন্য করে ছাড়বে। তাই সব সময় ট্রেড করতে হবে ছোট ছোট লটে তাই লাভ হোক বা না হোক। আর লচ হলেও যেন আপনার একাউন্ট শুন্য না হয়। একাউন্ট এ ডলার থাকলে আপনি পুনরায় ট্রেড করে লচ তুলে আনতে পারবেন।

alamsat
2018-06-03, 08:18 PM
স্টপ লস না দিয়ে ট্রেড করা : একটি একাউন্ট সুরক্ষিত থাকবে তখন যখন স্টপলস ব্যবহার করে ট্রেড করা হবে, কারন স্টপ লস ছাড়া কোন ট্রেড করলে মার্কেট একবার আপনার বিপরীতে গেলে আপনার সব ডলার শুন্য করে ছাড়বে। তাই সব সময় ট্রেড করতে স্টপ লস ব্যবহার করে তাহলে লচ হলেও যেন আপনার একাউন্ট শুন্য না হয়। কারন আপনার একাউন্ট এ ডলার থাকলে আপনি পুনরায় ট্রেড করে লচ তুলে আনতে পারবেন।

marjahan
2018-09-19, 11:21 PM
ফরেক্স মার্কেট এ লস হওয়ার সব থেকে বড় কারণ হল নিয়ম না মানা। উল্টাপাল্টা ট্রেড করা বা ওভার ট্রেড করা। সঠিক জায়গায় এন্ট্রি না নিয়ে ভূল জায়গায় এন্ট্রি নেওয়া। নিউজের প্রতি খেয়াল না রাখা। সর্বোপরি হাজারটা কারণ আছে লস করার। তাই আগে কারণ চিহ্নিত করুন। তার পরে ট্রেডিং করুন।

Md_MhorroM
2018-12-02, 12:24 AM
আমার অভিমত হলো ফরেক্সে লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।

fxjaman
2018-12-02, 11:50 AM
ফরেক্সে লস করে মানুষ তার জ্ঞানের অভাবে। কারন যদি মার্কেট সম্পর্কে আপনার জ্ঞান কম থাকে তাহলে আপনি এখানে লস খাবেন, আপনার সেই সামান্য অভিজ্ঞতা দিয়ে এখানে টিকে থাকা অনেক বড় একটা চ্যালেন্জ হয়ে দাঁড়াবে আপনার সামনে। সুতরাং সঠিক জ্ঞানের মাধ্যমে দক্ষতা বাড়ান একমাত্র তাহলেই এই মার্কেট সম্পর্কে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং আপনি নিজেই আপনার লসের কারন সমূহ বুঝতে পারবেন।

Mahidul84
2018-12-02, 07:07 PM
সাধারণত বেশির ভাগ ট্রেডার লস করে থাকে তাদের অদক্ষতা ও অভিজ্ঞতার অভাবে। কারণ বেশির ভাগ ট্রেডার এই মার্কেটে প্রফিট অংশ দেখে নিজের লোভকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তখন তারা বার বার চিন্তা করে কি করে অল্প সময়ের মধ্যে বেশি লাভ করা যায়। আর সে হিসেবেই বেশির ভাগ ট্রেডার ওভার ট্রেডে লিপ্ত হয়ে থাকে। পাশাপাশি মানি ম্যনেজমেন্ট নিয়ন্ত্রণে রাখে না এবং কোন রকম বাজার বিশ্লেষণ না করেই ট্রেডে লিপ্ত হওয়ার কারণেই লস করে থাকে।

TanjirKhandokar1994
2019-02-05, 12:01 PM
আমি মনে করি ফরেক্সে লস আমাদের কারণেই হয়। এখানে আমরা একটি ভুলই বেশি করে থাকি সেটা হলো লোভের বশবর্তী হয়ে ট্রেড করে থাকি। আবার অনেক সময় অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড করি কিন্তু তাতে করে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হয়। তবে আমরা এগুলো পরিহার করলে এখানে আমরা সকলেই সফল হতে পারি।

bdunity
2019-02-05, 01:51 PM
ফরেক্স লসের কারন অনেক আছে তার ভিতর দুই একটি উল্লেখ করা যাক যেমন ১. অতি লোভ ২.ফোরেক্স সম্পর্কে সঠিক ধারনা না থাকা ৩. মার্কট অ্যানালাইসিস না বুঝা ৪.মানি ম্যানেজমেন্ট না করা। ইত্যাদ্দি কারনে ফরেক্স মার্কেটে লস হয় ।

fardin
2019-03-20, 09:59 AM
উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে।বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে।নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,

bdunity
2019-03-20, 12:09 PM
আমার মতে ফরেক্সে লস হওয়ার কারণ হলো ফরেক্স সম্পর্কে না জেনে ফরেক্স এ ট্রেড করা।এবং অতিরিক্ত লোভ করা।আর ফরেক্স এ অতিরিক্ত লোভ করলে কখোনও লাভ করা সম্ভব না। তাই আপনাকে লসের হাত থেকে বাচতে হলে ফরেক্স সম্পর্কে ভালোভাভে জ্ঞান অর্জন করতে হবে।তাহলে আপনি লসের হাত থেকে বাচতে পারবেন।

Ronesh186
2019-03-20, 12:21 PM
অজ্ঞতা ফরেক্স মার্কেটে লস করার প্রধান কারণ। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে দক্ষতার বিকল্প নেই। এর জন্য একজন নতুন ফরেক্স মেম্বারকে মিনিমাম ছয় মাস থেকে একবছর ডেমো ট্রেডিং করতে হয়। ডেমো ট্রেডিং ছাড়া আপনি যখন রিয়েল ট্রেড করবেন তখন আপনি না বুঝে উল্টো পাল্টা ট্রেড করবেন এবং লস করবেন। কারণ ফরেক্সে ট্রেড করার কিছু নিয়ম আছে। যেমন মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত ট্রেড করা। এটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ মুলধন অনুযায়ী রিস্কের এর একটা অনুপাত আছে। এই অনুপাতের বেশি ট্রেড আপনি যখন করবেন মার্কেট বিপরীতে চলে গেলে আপনার লসে থাকার সম্ভবনা বেশি থাকবে। অন্যদিকে সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ভূল সময়ে ট্রেড করাটাও অনেক ঝুঁকিপূর্ণ। এতে দীর্ঘ মেয়াদী লসে থাকার সম্ভবনা বেশি থাকে। এছাড়া লোভ করাটাও লসের অন্যতম কারণ। মুলধন কম নিয়ে যারা ট্রেড করেন এবং ট্রেড করার সময় কেবলমাত্র টেক প্রফিট ব্যাবহার করেন কিন্তু স্টপ লস ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে অতিরিক্ত লসে থাকার ঝুঁকিটা বেশি থাকে। যারা মার্কেট লসে থাকলে লসটা পুশানোর জন্য ওভার ট্রেড করাটাও ঝুঁকিপূর্ণ। মার্কেট ওখান থেকে আরো বিপরীতে চলে গেলে তাদের লসে থাকার সম্ভবনা বেশি থাকে।

MONASONA77
2019-03-20, 12:52 PM
ফরেক্সে অনেক গুলো কারণে ট্রেডাররা লস করে। তার মধ্যে প্রথমেই বলবো বিবেচনার অভাবের জন্য। অনেকেই কোন কিছু বিবেচনা না করেই, কোন কিছু না বুঝেই ট্রেড করতে থাকে। যেহেতু সে কিছু বোঝে না,তাই সে লস খায় । দূরদর্শিতার অভাবও ফরেক্স লসের অনেক বড় একটা কারণ। অনেকেই অন্যের ফোরাম কপি পেস্ট করে লসে পড়ে। আর ম্যানজম্যান্টের কথা না হয় না ই বললাম।
যদি এগুলোকে ঠিকঠাক ভাবে মাথায় রেখে একজন ট্রেডার ভালোভাবে চলতে পারে তাহলেই তার পক্ষে লস ঠেকানো সম্ভব বলে আমি মনে করি।

Panna1989
2019-07-14, 10:33 PM
ফরেক্সে লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।

Mazharul777
2019-07-14, 10:34 PM
আমরা জানি ফরেক্স একটি কারেন্সি ক্রয় বিক্রয় এর মার্কেট। এখানে সবাই আসে ফরেক্স থেকে আয় করতে। কিন্তু অনেক ট্রেডার বেশি লোভের কারনে ফরেক্স থেকে লস করে ছিটকে পড়ে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার কিছু রুলস আছে। ফরেক্স এ ট্রেড করতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পরকে ভালোভাবে বেসিক কিছু নিয়ম কানুন জানতে হবে। অনেকে ট্রেডার ফরেক্স এ খুব তারাতারি লাভ করতে চাই। আর অতি লোভের কারনে তারা লস করে। বিভিন্ন এনালাইস এর মাধ্যমে ফরেক্স এ ট্রেড করলে ফরেক্স থেকে আপনি লাভ করতে পারবেন।

KaziBayzid162
2019-07-14, 10:59 PM
একথা সত্য যে ফরেক্সে অধিকাংশ ট্রেডার্স করে থাকে। তবে এই লস করার কারণ শুধুমাত্র একটি না, অর্থাৎ ফরেক্স এর লস করার অনেকগুলো কারণ রয়েছে। যেমন:-
১/ফরেক্স সম্পর্কে উপযুক্ত জ্ঞানের অভাব অর্থাৎ ফরেক্স এর ব্যাপারে যথাউপযুক্ত জ্ঞান না থাকা।
২/ফরেক্স এর ব্যাপারে উদাসীনতা, মানে ফর এ সম্বন্ধে সঠিক অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা।
৩/ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস না করা, অর্থাৎ শুরুতেই রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করা।
৪/কোন প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়া কি ট্রেড ওপেন করা।
৫/কোন বিষয়ের তোয়াক্কা না করেই নিজের খুশিমতো ট্রেডিং করা।
৬/লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারা।
৭/অধিক লাভের আশায় বড় বড় লটে ট্রেড ওপেন করা।
৮/অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা।
৯/অতীতের ভুলগুলো থেকে কোন প্রকার শিক্ষা না নেওয়া।
১০/ফরেক্স এর আপডেট নিউজ এর ব্যাপারে কোনো খবর না রাখা।
মূলত এই সকল বিষয়ের কারণেই একজন ট্রেডার ফরেক্স এ লস করে থাকে।আমি বিশ্বাস করি যে কোন ট্রেড আর যদি এই সকল বিষয়কে মূল্যায়ন করে যথা উপযুক্ত ব্যবস্থা নিয়ে ট্রেডিং করে তাহলে সে অবশ্যই ফরেক্স এ লস এড়িয়ে লাভ করতে পারবে।

DJSUMON777
2019-07-14, 11:03 PM
আপনার কথা অনেকাংশে সত্য। ফরেক্সে বিগেনার রা 95 শতাংশ লস করে থাকে। আমি মনে করি এর প্রধান কারণ হলো অনভিজ্ঞতা। প্রথম প্রথম মনে হয় ফরেক্স অনেক সহজ জিনিস ডেমো প্র্যাকটিসের সময় ও তাই মনে হয়। আন্দাজে ট্রেড ধরে অনেক প্রফিট করা হয় তখন তারা লোভের বশবর্তী হয়ে রিয়েল একাউন্ট খুলে বসে ট্রেড করে। আন্দাজে ট্রেড ধরলে কিছু প্রফিট হলেও হতে পারে কিন্তু লস হবে এটা সিদ্ধ সত্য। মার্কেট যখন বিপরীতে যায় তখনকার পরিস্থিতি কি রূপ হতে পারে তা তারা জানেও না। অভিজ্ঞতা একটা বিষয় এছাড়াও মার্কেট বুঝা এবং মানুষের বুঝা ও খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসব কারণে ও বড় বড় লস হয়।সবকিছু ভালোভাবে না জেনে রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করে ট্রেড করা উচিত না।

Nikhil_Halder1966
2019-07-15, 01:53 AM
ফরেক্সে লসের কারন হল নিয়ম না মেনে সঠিক পদ্ধতিতে ট্রেডিং না করা। আমরা যারা ফরেক্স এর ট্রেডিং করে থাকি আমরা ফরেক্স এর সঠিক পদ্ধতিতে ট্রেডিং করি না। এমনকি কিভাবে সঠিকভাবে ট্রেড করতে হয় তাও জানিনা। অপরিকল্পিতভাবে ট্রেডিং করার কারণে আমরা লসে পড়ি। সঠিক মানি ম্যানেজমেন্ট এ ট্রেড না করা, ওভার লটে ট্রেড করা, বেশি পরিমাণ রিক্স নিয়ে ট্রেড করা, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড না করা, ট্রেডিং এর সময় ধৈর্যশীল না হওয়া এবং লোভে পড়ে ট্রেড করার কারণে আমরা সব সময়ই লসে পড়ে থাকি।তাই ফরেক্স মার্কেটে লস এর পরিমাণ কমাতে হলে অবশ্যই আমাদেরকে নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে ফরেক্স ট্রেডিং করতে হবে।

MDRIAZ777
2019-07-15, 03:20 AM
ফরেক্স মার্কেটে লস এর বিবিধ কারণ রয়েছে এর মধ্যে অন্যতম লস এর প্রধান কারণ হলো যদি ট্রেডিং সম্পর্কিত জ্ঞান পর্যাপ্ত পরিমাণে না থাকে এবং সেই অবস্থায় ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে সে ক্ষেত্রে লস এর সম্ভাবনা থেকেই যায়। একজন ট্রেডারকে ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই প্রথমে ভালোভাবে মার্কেট এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট এর আলোকে ট্রেড করতে হবে আর যখনই কোন ট্রেডার উল্লেখিত বিষয় সমূহ অগ্রাহ্য করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে উদ্বুদ্ধ হবে তখনই সে বড় ধরনের লস এর সম্মুখীন হবে। এছাড়াও অধিক প্রফিট অর্জনের লোভ একজন ট্রেডার কে ভুল ট্রেডিং এর দিকে নিয়ে যায় যার ফলশ্রুতিতে উক্ত ট্রেডার ট্রেডে বড় ধরনের লস করে থাকে। তাই পরিশেষে বলতে চাই ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে হলে নিয়মতান্ত্রিকভা ে ফরেক্স ট্রেডিং কৌশল মানি ম্যানেজমেন্ট ইত্যাদির আলোকে ট্রেড করতে হবে।

Rion
2019-07-16, 03:50 PM
ফরেক্স এ লসের কারন বলতে অনেক কারনই বলতে হয়। তার মধ্যে উল্লেখ যোগ্য কারন গুলো হল--
1.ঝুকি বেশি নেয়া
2.মানি ম্যানেজমেন্ট ঠিক না রাখা
3.লোভ করা
4.এ্যানালাইসিস না করা
5.মনগড়া ট্রেড করা
6. রোবোট ব্যবহার করা
7. আপকামিং নিউজে দৃষ্টি না দেয়া
8.কম ব্যলেন্স থাকা।ইত্যাদি

KANIZFATEMA1997
2019-07-16, 04:02 PM
বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,আর অবিশ্বাস জীবনকে দুবির্ষহ করে তোলে। লস করার অনেক কারণ আছে।তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো না বুঝে ট্রেড করা,এনালাইসিস না করে ট্রেড করা,আপডেট নিউজ না দেখা,রোবট দিয়ে ট্রেড করা,নিজের উপর আস্থাশীল না হওয়া,ভালো মানিম্যানেজমেন্ট না করা,উদ্দেশহীন ট্রেড করা,বেশী রিস্কে ট্রেডিং করা।জ্ঞানের অভাব,কারিগরি দক্ষতার অভাব,কম অভিজ্ঞতা।সময় ঠিক না করে ট্রেড করা।বেশী দামে বিক্রয় করা। বেশী লোভ করা।মেধাকে কাজে না লাগানো

sofiz
2019-07-16, 04:23 PM
ফরেক্সে লসের কারন বলতে গেলে সবার প্রথমেই যেটা আসে সেটা হলো অভিজ্ঞতার অভাব এবং তারপরেই অতিরিক্ত লোভ।ফরেক্সে যদি নিজেকে দক্ষ করে তোলা না যায় তবে কখনোই লস থেকে রেহাই পাওয়া সম্ভব না।আবার অনেকের অভিজ্ঞতা থাকা সত্বেও দেখা যায় লস করে তার কারন হিসেবে দেখা যায় অতিরিক্ত লোভ।

1998am
2019-07-16, 06:30 PM
ফরেক্সে লস করার প্রধান হলো বেশি ঝুকি নেওয়া এ ছাড়াও ইচ্ছেমতো ট্রেড করলেও লসে পরতে পারে।অন্যদিকে বেশি লোভ করলেও ফরেক্সে লসের মুখোমুখি হতে পারে।

samun
2019-07-16, 06:43 PM
ফরেক্সে বেশিরভাগ ট্রেডাররা লস করে। লস করার বেশ কয়েকটি কারন আছে-
১। অভিজ্ঞতার অভাব।
২। ডেমো ট্রেড না করে রিয়েল ট্রেড করা।
৩। স্বল্প ফোরাম বোনাস দিয়ে ট্রেড করা।
৪। মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা।
৫। অধিক লাভের আশায় অনেক লটে ট্রেড করা। ইত্যাদি
এসবের কারনেই বেশিরভাগ ট্রেডাররা ক্ষতির মুখে পড়ে।

Hredy
2019-07-16, 07:03 PM
বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে।

DJSUMON777
2019-07-17, 01:09 AM
আমি মনে করি ফরেক্সের লস করার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল অনভিজ্ঞতা এবং অদক্ষতা। এছাড়াও মার্কেট এনালাইসিস না করতে পারা মানি ম্যানেজমেন্ট না বোঝা এবং সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে না পারা এবং ধৈর্য হারা হওয়া এগুলো লস করার অন্যতম কারণ। আপনি যদি ডেমো প্র্যাকটিস করে আসেন এবং ফরেক্স এর সম্পর্কে বুঝেন এবং মার্কেট মুভমেন্ট বুঝেন সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে পারেন এবং মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারেন তাহলে আপনি ভাল প্রফিট করতে পারবেন *।

Apu191
2019-09-04, 09:05 PM
একথা সত্য যে ফরেক্সে অধিকাংশ ট্রেডার্স করে থাকে। তবে এই লস করার কারণ শুধুমাত্র একটি না, অর্থাৎ ফরেক্স এর লস করার অনেকগুলো কারণ রয়েছে। যেমন:-
১/ফরেক্স সম্পর্কে উপযুক্ত জ্ঞানের অভাব অর্থাৎ ফরেক্স এর ব্যাপারে যথাউপযুক্ত জ্ঞান না থাকা।
২/ফরেক্স এর ব্যাপারে উদাসীনতা, মানে ফর এ সম্বন্ধে সঠিক অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা।
৩/ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস না করা, অর্থাৎ শুরুতেই রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করা।
৪/কোন প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়া কি ট্রেড ওপেন করা।
৫/কোন বিষয়ের তোয়াক্কা না করেই নিজের খুশিমতো ট্রেডিং করা।
৬/লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারা।
৭/অধিক লাভের আশায় বড় বড় লটে ট্রেড ওপেন করা।
৮/অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা।
৯/অতীতের ভুলগুলো থেকে কোন প্রকার শিক্ষা না নেওয়া।
১০/ফরেক্স এর আপডেট নিউজ এর ব্যাপারে কোনো খবর না রাখা।
মূলত এই সকল বিষয়ের কারণেই একজন ট্রেডার ফরেক্স এ লস করে থাকে।আমি বিশ্বাস করি যে কোন ট্রেড আর যদি এই সকল বিষয়কে মূল্যায়ন করে যথা উপযুক্ত ব্যবস্থা নিয়ে ট্রেডিং করে তাহলে সে অবশ্যই ফরেক্স এ লস এড়িয়ে লাভ করতে পারবে।

reser
2019-10-27, 06:57 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেটে লাভ করা যতটা কঠিন, লস করা ঠিক ততটাই সহজ। ফরেক্স মার্কেটে লস করার পিছনে বেশ কিছু কারন রয়েছে। প্রথমেই বলতে হয় যথেষ্ট পরিমাণের অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতা ছাড়া এই মার্কেটে লাভ করা সম্ভব নয়। মার্কেট এনালাইসিস না করে যদি ট্রেডিং করা হয় তাহলে সেই ট্রেডিং এর কারনে লস ছাড়া কিছুই হবে না। নিজের দক্ষতা না বাড়িয়ে ট্রেডিং করতে আসলে লস হওয়া স্বাভাবিক।

SOMARANITHAKUR1995
2019-10-27, 07:17 PM
ফরেক্স মার্কেটে অনেকে লস করে এই লসের অনেকগুলো কারণ আছে সেগুলো নিচে আলোচনা করা হলো;
১. অদক্ষতা ফরেক্স মার্কেটে ব্যর্থতার অন্যতম কারণ। বিশেষ করে নতুন ফরেক্স মেম্বাররা প্রাথমিক পর্যায়ে লাইভ ট্রেডিং করতে গিয়ে লস করে থাকে। আপনি জানলে হয়তো অবাক হবেন ফরেক্স মার্কেটে যারা লস করে তাদের মধ্যে ৯৫ শতাংশই বিগেইনারা।
২. সিগন্যাল এর উপর নির্ভরশীলতা লসের এর অন্যতম কারণ। ৩. এনালাইসিস না করে আন্দাজে ট্রেড করা লস এর কারণ।
৪. প্রতিদিন ট্রেড করার প্রবণতা লস এর কারণ।
৫. অতিরিক্ত লোভ করা লসের কারণ।
৬. অধৈর্য্যতা লসের কারণ ইত্যাদি।

samirarman
2019-10-27, 11:04 PM
আমি মনে করি যে, ফরেক্সে ব্যবসায় এ লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।

abilkis7
2019-10-28, 08:39 AM
ফরেক্স লসের প্রধান কান হচ্ছে লোভ। আপনার পুজি আছে ১০০ ডলার আর আপনি ট্রেড দিয়ে থাকেন ১ ডলারে, তাহলে আপনি ক্ষতির সম্মুখিন হবেন না কেন। আপনাকে ক্ষতির হাত থেকে বাঁচতে হলে অবশ্যই মানিম্যানেজমেন্ট করতে হবে।

Grimm
2019-10-28, 08:51 AM
ফরেক্সে আসলে বিভিন্ন কারণে লস হয়ে থাকে এটার আসলে নির্দিষ্ট কোন কারণ নাই। তবে সবথেকে বেশি লস হয়ে থাকে অল্প জ্ঞানের কারণে। এখানে অনেকে প্রবেশ করে কোন প্রকার জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া আর মনে করে এটা খুবই সহজ ব্যবসা শুধুমাত্র ক্রয় বিক্রয করলেই মুনাফা। আসলে এই ক্রয় বিক্রয় করার জন্য যে মার্কেট এনালাইসিস করতে হয় সেটা তারা অবগত থাকে না। যার ফলে তারা সবসময় লসের সম্মুখীন হয়ে থাকে। আপনি যদি এই মার্কেটে লস কম করতে চান তাহলে অবশ্যই আপনি আগে ভালভাবে শিখে তারপর এই ব্যবসা শুরু করবেন।

ARD
2019-11-09, 08:38 PM
কিছু লোক বলে যে এখানে একটি জাল সাইট আছে তবে এটি একটি বাস্তব সাইটের অর্থ যা লোকেরা এই ওয়েবসাইটগুলিতে অর্থ উপার্জন করে। এবং এখানে আরও অনেক লাভ পান এবং যে ব্যক্তিরা অর্থোপার্জন করতে পারবেন না তারা বলে যে এটি একটি নকল ওয়েবসাইট এবং এখানে কোনও অর্থোপার্জন নেই তবে এটি ভাগ্যের উপর নির্ভর করে কারণ এটি ভাগ্য গেমটি জিতেছে।

Md.Nasim Uddin
2020-03-16, 12:39 PM
ফরেক্স বিজনেসের লাভ-লোকসান হবেই। তবে লস হওয়ার কারণ হল মার্কেট সম্পর্কে সঠিক ধারণা না নিয়ে ট্রেড করা। তাই প্রতিটা ট্রেডারকে ট্রেডে অংশগ্রহণ করার আগে মার্কেট সম্পর্কে যথেষ্ট পর্যবেক্ষণ ও দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই ফরেক্স মার্কেট থেকে লাভবান হওয়া যাবে। দক্ষতাও বাজার বিশ্লেষণ না থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে ফরেক্স মার্কেট থেকে লসের সম্ভাবনা বেশি হয়। তাই লসকে পিছনে রেখে লাভের জন্য একজন ট্রেডার কে ফরেক্স মার্কেট সম্পর্কে জেনে শুনে ট্রেডে অংশগ্রহণ করতে।,,,,ধন্যবাদ।

khadiza
2020-03-16, 03:54 PM
ফরেক্সে লসের কারণ;
১|অভিজ্ঞতার অভাব
২|সিগন্যালের ওপর বেশি নিরভরশিলতা
৩|উদ্দেশ্যহিন ট্রেডিং করা
৪|বড় রিস্ক নিয়ে ট্রেড করা
৫|ট্রেডিং স্ট্রাটেজেনা থাকা
৬|নিজের ওপর আন্তবিশাস থকা
৭|অন্তরে লোভ কে লালন করা
৮|এছাড়াও এনালাইসিস না করে নিজের ইচ্ছা মতো ট্রেড করা

forex_fighter
2020-03-16, 05:00 PM
বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে

Runil
2020-03-16, 05:00 PM
অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।

Suriya Sultana Hira
2020-03-16, 05:06 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে লচ যাওয়ার একটাই কারণ তা হলো ভালো অভিজ্ঞতার অভাব । এই ফরেক্স মার্কেটে ৯০% ট্রেডাররা লচের সম্মুখীন হয়ে থাকে শুধুমাত্র ভালো করে অভিজ্ঞতা অর্জন না করার জন্যে । ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনো ভাবেই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা সম্ভব নয়,,,,, ধন্যবাদ ।

TANJIRZOOM2020
2020-03-16, 05:27 PM
ফরেক্স এ লস এর মূল কারণ হলো বেশি লোভ করা। তারপর ধৈর্য হারা হওয়া। এমনকি বর্তমানে করোনাভাইরাসের কারণে ম্যাক্সিমাম ট্রেডারদের লস হচ্ছে।অনেকে আছে ফরেক্স সম্পর্কে বোঝেনা তারপরও ট্ররেড করে থাকে।

amreta
2020-03-16, 05:27 PM
আমার বন্ধুরা, আপনি যদি একজন কৃষক হন এবং আপনি বিশ্বাস করেন যে আপনি কোনও লাভ করতে পারেন তবে আমার মনে হয় আপনার প্রতিটি লাভের জন্য একটি দুর্দান্ত ব্যবসা করা উচিত you আপনার যদি লাভ হয় তবে আপনার লাভও ভাগ করে নেওয়া উচিত। এবং যদি আপনি আঘাত পান তবে আপনার ক্ষতিটি আমাদের সাথে ভাগ করে নেওয়া উচিত we আপনার পরিবার তুরস্ককে ভয় পান যাতে এমনটি চালিয়ে যান

Lubna1212
2020-03-16, 10:14 PM
যাইহোক, একটি নির্দিষ্ট কিছু বিবেচনা করুন, যদি লক্ষণগুলি আসলে ক্রমাগত দুর্দান্ত হত, সাইন সরবরাহকারীরা কী কারণে তাদের বিক্রি করছে? নিজেকে বিনিময় করে তিনি বিল গেটস হয়ে উঠতে পারেন। এইভাবে, কারও সাথে টিউন করে বা গ্রাফটিতে জাঁকজমক নিয়ে বিনিময় করবেন না। আপনি যা বুঝতে পেরেছেন তার সাথে বিনিময় করার চেষ্টা করুন। অতিরিক্ত খুঁজে বের করার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞাসা করুন,

KF84
2020-04-28, 06:03 PM
আমরা যখন সরাসরি কারেন্সি মার্কেট ট্রেড করি তখন আমরা মানসিক ভাবে খুব আবেগ এবং উতকন্ঠার ভিতর থাকি এটা হয় সাধারণত প্রথম প্রথম ট্রেড করতে আসলে । তখন আমাদের মানসিক ভাবে আমরা খুব ইন্সপায়ারড থাকি যে কারনে ওভার ট্রেড, যেকোন সময় ট্রেড, ভূল ট্রেড, এনালাইসিস ছাড়া ট্রেড ইত্যাদি করার কারনে আমাদের একাউন্ট লস হয় । ফরেক্স লস থেকে যদি বাচতে হয় সময় মার্কেট সটিকভাবে এনালাইসিস করে ট্রেড করা শিখতে হবে ।

smbiplob
2020-04-28, 06:20 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেটে সম্পর্কে চুল পরিমান ভুল করা যাবেনা তাহলে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারব ৯৫% ট্রেডার লসের সম্মুক্ষিন হয় এই কথাটার সাথে আমি সম্পুর্ন একমত হতে পারলাম না আমি বলবো যারা সম্পুর্ন ফরেক্স না শিখে না বুঝে আন্দাজে ট্রেড করে মূলত তারাই লসের সম্মুক্ষিন হয় তবে একথা ঠিক যে এটা বেশিভাগ বিগেনার ট্রেডারদের মাঝেই লক্ষ করা যায় ।

Fxxx
2020-04-28, 06:22 PM
ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়

Jid13
2020-04-28, 06:28 PM
ফরেক্স মার্কেটে যেকোনো ট্রেডে লস হতে পারে বলা যাবে না যে আমার এই ট্রেডে কোন দিন লস হবে না তাই তাই লস হয়ার যে কারন আছে কিছু কিছু সেই লারন গুল দেখতে হবে যে আমার এই ট্রেডে লস হোল কেন আর কি কারনে যে লস হয়ছে ফরেক্স মার্কেটে জেমম্ন লস হতে পারে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকলে লস হতে পারে ।

IslamMdMerajul
2020-04-28, 09:13 PM
ফরেক্সে লসের কিছু কারণ রয়েছে। যে কারণগুলো হলো ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন না করে বেশি বেশি ট্রেড করে থাকে। যার ফলে লস হয়। এছাড়া ট্রেড করার সময় অনেকেই ধৈর্য্য হারা হয়ে পড়ে এবং বেশি বেশি ট্রেড করে। যার কারণে বেশিরভাগ লোকেই ফরেক্স মার্কেটে এসে লস বহন করে। পরে ফরেক্স মার্কেটকে দোষারোপ করে।এই জন্য ফরেক্স মার্কেটে কাজ করতে হলে এসব থেকে এড়িয়ে চলতে হবে ।

SHARIFfx
2020-04-28, 09:23 PM
মানিমেনেজমান্ট না করা। ভুল এন্ট্রি থেকে ট্রেড নেওয়া। ভলিউম বাড়িয়ে ট্রেড করা। এনালাইসিস ভালো করে না করা। লোভ করে ট্রেড নেওয়া। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা। ট্রেড করার সময়ে টিপি আর স্টোপ লস ইউজ না করা। অন্যর সিগনালের উপরে নির্ভর করা।

martin
2020-04-29, 07:49 PM
অনেকেই বলে থাকেন ফরেক্স মার্কেট এ নাকি ৯৫% ট্রেডার লস করে।হ্যাঁ ভাই সব বিজনেস এ লাব লস উভইটি রয়েছে।তাই ফরেক্স মার্কেট এ লাব লস রয়েছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু আইন মেনে ট্রেড করতে হবে।আমরা যদি এই আইন গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা আয় করতে পারবো।যেমন-ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড করতে হবে,বুজে শুনে ট্রেড করতে হবে,বেশি বেশি ট্রেড করা জাবেনা,লোব করা জাবেনা।

Fxhuman
2020-04-30, 12:23 AM
ফরেক্স মার্কেট এ লস হওয়ার সব থেকে বড় কারণ হল নিয়ম না মানা। উল্টাপাল্টা ট্রেড করা বা ওভার ট্রেড করা। সঠিক জায়গায় এন্ট্রি না নিয়ে ভূল জায়গায় এন্ট্রি নেওয়া। নিউজের প্রতি খেয়াল না রাখা। সর্বোপরি হাজারটা কারণ আছে লস করার। তাই আগে কারণ চিহ্নিত করুন। তার পরে ট্রেডিং করুন।

Mdsofizuddin
2020-04-30, 12:33 AM
হ্যা আপনার কথাটি অবশ্যই সত্যি যে, অনেক বিগেনার ফরেক্স ট্রেডারেই ফরেক্সে লস করে থাকে, একাউন্ট জিরো করে বসে থাকে এবং আরো বেশী টেনশন করতে থাকে। আবার অনেকে লোভের কারণেও লস করে থাকে। অনেকে অধৈর্য হয়ে লস করে থাকে। অনভিজ্ঞতার করণেও লস করে থাকে।

DEARMUM100
2020-05-02, 05:54 PM
লসের বিভিন্ন কারণ রয়েছে। আমরা না বুঝে না জেনেই ট্রেড ওপেন করে ফেলি যার ফলাফল স্বরূপ লস হয়।বিজনেস বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের অভাব।দক্ষ ও অভিজ্ঞ না হয়েই ট্রেড ওপেন করা। মানি ম্যানেজমেন্ট না করা। এনালাইসিস ছাড়াই ট্রেডিং করা। সিগন্যালনের ওপর নির্ভরশীলতা।ট্রে িং করার কাজে রোবট ব্যবহার করা।বড় রিস্ক নিয়ে ট্রেড করা।উদ্দেশ্যবিহী ভাবে ট্রেড করা।স্টপলস ওটেকপ্রফিট সেট না করা

HASIBURRAHMAN
2020-05-03, 08:22 AM
ফরেক্স মূলত লস হওয়ার প্রধান কারণ এসে থেমে অনভিজ্ঞতা, ধৈর্য না থাকা, আর আবেগের বশবর্তী হয়ে অনিয়ন্ত্রিতভাবে ট্রেড করা।

Hridoy6763
2020-05-03, 09:33 AM
ফরেক্স বিজিনেস এ একজন বিভিন্ন কারনে লস করে থাকে,একজন ট্রেডার নিজের ভুল এ লস করে থাকে,লস পার্ট এই বিজিনেস এর কিন্তু অতিরিক্ত লস কারো কাম্য নয়,ফরেক্স লস এর কারন আমি ৫ টি মনে করি,
১।স্টপ লস বিহীন ট্রেড
২।ওভার ট্রেড
৩।ম্যানি ম্যানেজমেন্ট সঠিক না প্রয়োগ
৪।মার্কেট ট্রেন্ড এর বিপরীতে ট্রেড
৫।অতিরিক্ত লোভ।

TJWORLD777
2020-05-03, 11:42 AM
ফরেক্স ট্রেডিং এ লসের অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে না পারা এবং নতুন অবস্থায় লোভের বশবর্তী হয়ে অধিকহারে বা অধিক লটে ট্রেড ওপেন করা এবং নিউজ অনুযায়ী ট্রেড করতে না পারাও লস এর কারণ বলে আমি মনে করি । ফরেক্স এ লস এর আনার জন্য আমাদের প্রথম অবস্থা থেকেই ফরেক্স সম্পর্কে ভালো করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা উচিত এবং লোভ পরিহার করে ট্রেড করা উচিত আর সব সময় মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করা উচিত তাহলে এখানে সফলতা পাওয়া সম্ভব ।

FATEMAKHATUN
2020-05-03, 05:47 PM
ফরেক্সে লসের প্রথম কারণ হচ্ছে তড়িঘড়ি করে অতিরিক্ত লাভের আশায় অনিয়ন্ত্রিত ট্রেড করা। তাই লসকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।

HASIBURRAHMAN
2020-05-04, 06:16 AM
ফরেক্স যেকোনো কারণে হতে পারে আর এজন্য সব সময় প্রস্তুত থাকতে হয়। তবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে সঠিকভাবে ট্রেড করতে পারলে লস অনেকটাই এড়িয়ে চলা সম্ভব।

Rion83
2020-05-06, 11:20 AM
ফরেক্স মার্কেটে যেকোনো ট্রেডে লস হতে পারে বলা যাবে না যে আমার এই ট্রেডে কোন দিন লস হবে না তাই তাই লস হয়ার যে কারন আছে কিছু কিছু সেই লারন গুল দেখতে হবে যে আমার এই ট্রেডে লস হোল কেন আর কি কারনে যে লস হয়ছে ফরেক্স মার্কেটে জেমম্ন লস হতে পারে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকলে লস হতে পারে ।

Fardin02
2020-05-06, 11:24 AM
যে যে কারন ট্রেডাররা ফরেক্সে লস করেঃ
� অভিজ্ঞতার অভাব।
� সিগন্যালের ওপর নির্ভরশীলতা।
� উদ্দেশবিহীন ট্রেডিং করা।
� বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
� ট্রেডিং স্ট্রাটেজি না থাকা।
� নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা।

zakia
2020-06-13, 11:48 AM
ফরেক্সে লসের কারন বলতে গেলে সবার প্রথমেই যেটা আসে সেটা হলো অভিজ্ঞতার অভাব এবং তারপরেই অতিরিক্ত লোভ।ফরেক্সে যদি নিজেকে দক্ষ করে তোলা না যায় তবে কখনোই লস থেকে রেহাই পাওয়া সম্ভব না।আবার অনেকের অভিজ্ঞতা থাকা সত্বেও দেখা যায় লস করে তার কারন হিসেবে দেখা যায় অতিরিক্ত লোভ। এছাড়া আমি মনে করি যে, ফরেক্সে ব্যবসায় এ লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় ।

IFXmehedi
2020-06-14, 10:14 AM
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে,,,

ফরেক্স ট্রেডিং এ লসের অনেকগুলো কারণ থাকতে পারে । যেমন :
১. আমরা যদি ফরেক্স ট্রেডিং না শিখে ট্রেডিং করি তাহলে আমাদের ট্রেডিংয়ে লস হতে পারে ।
২. আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানলাম কিন্তু সেটা যথাযথ অনুসরণ করলাম না সে ক্ষেত্রে আমাদের ট্রেডিং এ লস হতে পারে ।
৩. আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করে ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনার লস হতে পারে ।
৪. অতিরিক্ত লোভ এর ফলে ফরেক্স ট্রেডিংয়ে আমাদের হতে পারে ।

muslima
2020-06-20, 11:06 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার কিছু রুলস আছে। ফরেক্স এ ট্রেড করতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পরকে ভালোভাবে বেসিক কিছু নিয়ম কানুন জানতে হবে। অনেকে ট্রেডার ফরেক্স এ খুব তারাতারি লাভ করতে চাই। ফরেক্স মার্কেট এ লাব লস রয়েছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু আইন মেনে ট্রেড করতে হবে।আমরা যদি এই আইন গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা আয় করতে পারবো।

Md.shohag
2020-06-21, 12:11 AM
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে,,,

FREEDOM
2020-06-21, 12:15 AM
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে,,,

ফরেক্স মার্কেটে ৯৫% বিগেনার ট্রেডার লস করে থাকে। এর প্রথম কারন হিসাবেই বলতে হয় অজ্ঞতা, কারন নতুন ট্রেডার হিসেবে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অনেক কম থাকে, তাই ভালো করে মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করতে হয় সেক্ষেত্রে লস হওয়াটা স্বাভাবিক। তবে এমন অনেক নতুন ট্রেডার আছে যারা অতি লাভের আশায় ওভার ট্রেডিং করে বা বেশি লটে ট্রেড করে সেক্ষেত্রেও লসেই পড়তে হয় আর মুলধন হারিয়ে ফরেক্সকে বিদায় বলতে হয়।

Soh1952
2020-06-21, 04:26 PM
যে কারনে লস গুলো করে থাকে তা হল:-
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) না বুঝে ট্টেড করা
৪) নিয়ম-কানুন না মেনে চলা
৫) মার্কেট এনালাইসিস না করা ও
৬) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ।
৭)ওভার ট্রেড করা।
৮)না বুজে ট্রেড করা।

konok
2020-06-28, 07:53 PM
প্রথমত ট্রেডিং সম্পর্কে অনবিজ্ঞতা,স্বল্প ও দুর্বল জ্ঞ্যান৷বেশি প্রফিটের লোভ করা,অধৈর্য্য হওয়া,ভালো ভাবে না বুঝেই স্ক্যাল্পিং করা৷সঠিক ভাবে মানি মেনেজম্যান্ট ফলো না করে ওভার ট্রেডিং করা৷দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস না করা৷সঠিক ভাবে এনালাইসিসগুলো না বোঝা৷লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷ অভিজ্ঞতার বিষয় নিয়ে একটি কথা বলি ।যারা ফরেক্স এ নতুন তারা প্রথমে ফরেক্স এ এলে থাদের কাছে মনে হবে এই কাজটি কত সহজ ,তবেকি তাই ।একদ্দম ইনা ।এই ফরেক্স বিষয় টা অনেক জটিল ,অনেক সময় দিতেহয় এই ফরেক্স এর প্রতি তাহলেই কিছু শেখা সম্ভবন ।

jimislam
2020-08-14, 07:59 PM
সব থেকে বেশী ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে লোভ করার জন্য । আসলে আপনি যদি ফরেক্স মার্কেটে লোভ না করেন তাইলে আপনার লস হবে না বরং লাভ হবে । তাই পরিশেষে বলতে চাই ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে হলে নিয়মতান্ত্রিকভা �ে ফরেক্স ট্রেডিং কৌশল মানি ম্যানেজমেন্ট ইত্যাদির আলোকে ট্রেড করতে হবে।

milu
2020-08-15, 12:24 AM
ফরেক্সে লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয়। অনেকে ট্রেডার ফরেক্স এ খুব তারাতারি লাভ করতে চাই। আর অতি লোভের কারনে তারা লস করে। বিভিন্ন এনালাইস এর মাধ্যমে ফরেক্স এ ট্রেড করলে ফরেক্স থেকে আপনি লাভ করতে পারবেন।

Rokibul7
2020-08-15, 12:46 AM
আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন।সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন,টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন

jimislam
2020-08-16, 09:14 PM
আসলেই সত্য কথা অনেকেই আছে ফরেক্স মার্কেট এ লস করে।ফরেক্স মার্কেট এ তারা তাদের কিছু সাধারণ ভুল এর কারনে লস করে।যেমন-ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় তারা বেসি আয় করার, যদি ট্রেডিং করা হয় তাহলে সেই ট্রেডিং এর কারনে লস ছাড়া কিছুই হবে না। নিজের দক্ষতা না বাড়িয়ে ট্রেডিং করতে আসলে লস হওয়া স্বাভাবিক।

Starship
2020-08-16, 09:54 PM
আপনি ঠিক বলেছেন ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে, মূলত যারা ফরেক্স এর নতুন বিগেনার লেভেলে তারাই। অভিজ্ঞ ও দক্ষ ট্রেডাররা মার্কেট এনালাইসিস করে ট্রেড করায় সহজে তারা লসের সম্মুখীন হতে হয় না। নতুন ট্রেডারদের ক্ষেত্রে অনুমানের উপর ট্রেড করে, মার্কেট সম্পর্কে কোনো ধারণা না রেখে একাধিক ট্রেড করার ফলে তারা বেশিরভাগ ক্ষেত্রে লস করে থাকেন। তারা নিয়ম কারণ অনুসরণ না করার কারণেও লস করে থাকেন।

zakia
2020-08-24, 08:17 PM
অনেকেই আছে যারা টাকার লভ করতে গিয়ে ,ফরেক্স একটু শিখেই ট্রেড করা শুরু করে দেই ,আর ট্রেড করলেই লস খাই এইটা প্রথম লস এর কারন বলে আমি মনে করি ।ফরেক্স বিষয় টা এত সহজ না ভাল ভাবে শিখতে হবে জানতে হবে তাছাড়া ফরেক্স এ লাভ করা সম্ভব নই । আমার দেখা মতে সবচেয়ে বেশি লস করে থাকে নতুন ট্রেডাররা। কারণ তারা এই ব্যবসা খুব অল্প জ্ঞান নিয়ে শুরু করে থাকে আর শুরুর প্রথম থেকেই তারা বেশি পরিমাণের মুনাফা উপার্জনের চেষ্টা করে থাকে। আপনি যদি এই ব্যবসায় বেশি লস করতে না চান তাহলে অবশ্যই আগে ভালভাবে এই ব্যবসা সম্পর্কে শিখে তারপর শুরু করবেন।

zubair
2020-08-24, 08:54 PM
আমি কেন ফরেক্সে অর্থ হারাতে থাকব?
ওভারট্রেডিং। ওভারট্রেডিং - হয় ট্রেডিং খুব বড় বা খুব বেশিবার ট্রেডিং - ফরেক্স ট্রেডারদের ব্যর্থ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ। ওভারট্রেডিং অযৌক্তিকভাবে উচ্চ মুনাফার লক্ষ্য, বাজারের আসক্তি বা অপর্যাপ্ত মূলধনের কারণে হতে পারে।

sss21
2020-10-23, 08:48 PM
ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়।

FRK75
2020-10-24, 11:01 AM
ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়।

samun
2020-10-24, 12:45 PM
আমার মনে হয়, প্রথমত ট্রেডিং সম্পর্কে অনবিজ্ঞতা,স্বল্প ও দুর্বল জ্ঞ্যান৷বেশি প্রফিটের লোভ করা,অধৈর্য্য হওয়া,ভালো ভাবে না বুঝেই স্ক্যাল্পিং করা৷সঠিক ভাবে মানি মেনেজম্যান্ট ফলো না করে ওভার ট্রেডিং করা৷দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস না করা৷সঠিক ভাবে এনালাইসিসগুলো না বোঝা৷ লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷ তাই এই সকল বিষয় এড়িয়ে যাওয়াই ভালো।

Sid
2020-12-15, 07:17 PM
সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে,,

Tapujyoti
2020-12-15, 07:48 PM
ফরেক্স থেকে অর্থ উপার্জন বিষয়টা যতটা সহজ আমরা নবগতরা মনে করি আসলে বিষয়টা তার থেকে কয়েকগুণ বেশি কঠিন। তা না হলে আমাদের দেশের অনেকেই এতদিনে শুধুমাত্র ফরেক্স ট্রেড করেই কোটিপতি হয়ে যেত। ফরেক্সে ভালো করতে গেলে আগে আমাদের দীর্ঘদিন ডেমোট্রেড করে নিজেদেরকে এই মার্কেটের সাথে খাপ খাইয়ে নিতে হবে। যথেষ্ট সময় নিয়ে ডেমোট্রেড না করে রিয়েল ট্রেড করলে লাভের থেকে লোকসানের সম্ভাবনাই বেশি। আপনারা কী আমাদের সাথে একমত?

sss21
2020-12-15, 09:25 PM
ফরেক্স মার্কেটে লস তারাই করে যারা বেশির ভাগ সময় ভুল জায়গায়, ভুল পজিশনে ট্রেড ওপেন করে এবং উক্ত লস কভার করার জন্য আরোও বেশি ভূল করে অতিরিক্ত ট্রেড ওপেন করার ফলে। আর অল্পতেই ট্রেডাররা ধৈর্য্যহারা হয়ে যায়। উক্ত কারণগুলোর জন্যই বেশির ভাগ ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে।

ABDUSSALAM2020
2020-12-15, 11:55 PM
ফরেক্সে লসের কারন শুধু সাইকোলোজিক্যাল
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে,,,সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

ashik94
2021-01-27, 02:21 AM
লোভ না ছাড়লে কেহই ফরেক্স মার্কেট ,থেকে উন্নতি করতে পারবে না । অামরা এই লস থেকে রেহাই পেতে অবশ্যই ,মার্কেটে লেগে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব । অতিরিক্ত কোন কিছুই অামাদের ,জন্য করা ঠিক হবে না ।

NEWVISION2020
2021-01-27, 02:31 AM
একজন নতুন ট্রেডারের ফরেক্স মার্কেট এ লস করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে আর সেটা যে শুধুমাত্র সাইকোলজিকাল তা নয়। কেননা একজন নতুন ট্রেডার যে সকল কারণে সবথেকে বেশি লস করে থাকে তা হল প্রপার অভিজ্ঞতা ও দক্ষতার অভাব, পাশাপাশি সে সঠিকভাবে জানে না যে একইভাবে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস করতে হয়, কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, বাংলাদেশের জন্য কোন টাইমে ট্রেডিং করে উপযুক্ত, কিভাবে লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হয়, ইত্যাদি কারণে একজন ট্রেডার বারবার লস করে থাকে। আর যদি কোন ট্রেডার নিজেকে এই লাসেরকরা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা ডেমো অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট এর ভিতরে ট্রেডিং গত দিক থেকে কোন পার্থক্য নেই।

EK092
2021-01-27, 12:06 PM
আমি এই তত্ত্বের সাথে সম্পূর্ণই একমত নই যে 95% ব্যবসায়ী বৈদেশিক মুদ্রা ব্যবসায়ের অর্থ হারাচ্ছেন। কারণ এখানে যদি 95% ব্যবসায়ী অর্থ হারায় তবে কেউ বৈদেশিক মুদ্রায় আগ্রহী হবে না। হ্যাঁ, তবে এখানে বেশিরভাগ নবজাতক হেরে যায়। এর কারণও আছে। প্রথমদিকে, কোনও ব্যবসায়ীর বৈদেশিক মুদ্রার সম্পর্কে ভাল ধারণা ছিল না। অতএব, বেশিরভাগ নবজাতক হেরে যায়। অভিজ্ঞতার অভাবই মূল কারণ।

Smd
2021-01-27, 12:23 PM
ফরেক্স যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। এগুলো এবং সাথে অন্য ইন্ডিকেটর নিয়ে গবেষনা করুন। টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন।

AbdulRazzak
2021-01-27, 01:27 PM
তবে এটি সম্পর্কে চিন্তা করুন, যদি প্যানেলগুলি সর্বদা নিখুঁত ছিল তবে সংকেত সরবরাহকারীরা কেন তাদের বিক্রি করছে? নিজে ব্যবসা করে তিনি বিল গেটস হয়ে উঠতে পারেন। সুতরাং কারও শোনার বা চার্ট দেখার প্রবণতার সাথে বাণিজ্য করবেন না। আপনি যা বোঝেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আরও জানতে চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞাসা করুন,

farooq2021
2021-01-27, 01:39 PM
এজন্য আপনাকে দীর্ঘ সময়ের জন্য ডেমোতে গুরুতরভাবে বাণিজ্য করতে হবে। তবে বেশিরভাগ ব্যক্তি খুব বেশি সময়ের জন্য ডেমোতে বাণিজ্য করতে চান না। আপনি সেই পরিস্থিতিতে সেন্টের জন্য অ্যাকাউন্টে বিনিময় করবেন। ধরুন, আপনি আপনার প্রথম 2 ফরেক্স আমানত হারাতে চলেছেন। বুদ্ধিমানভাবে বাণিজ্য করার চেষ্টা করুন। আপনি ট্রেডিং অনেক মসৃণ হতে পারে, আপনি দেখুন।

EmonFX
2021-03-07, 06:53 PM
আসলেই আপনি যথার্থ বলেছেন, ফরেক্স মার্কেটে 95% বিগেনার ট্রেডাররাই লস করে থাকেন। ফরেক্সে লস হওয়ার নানাবিধ কারন রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারন নিম্নে তুলে ধরা হলোঃ- ১। অদক্ষতা ও অনভিজ্ঞতা- অদক্ষভাবে ট্রেড করতে আসা ফরেক্সে লস first and foremost কারন। ২। অতিরিক্ত লোভ- লোভ নিয়ন্ত্রন করতে না পারা লস করার অন্যতম কারন। ৩। উচ্চাভিলাষী হওয়া- উচ্চাভিলাষী মনোভাব নিয়ে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। ৪। অধৈর্যতা- অধৈর্যতা ফরেক্সে লস করার আর একটি কারন। ৫। স্বাতন্ত্র্যতা- নিজের ট্রেডিং সাইক্লোজি সম্পর্কে স্বচ্ছ ধারনা না থাকা। ৬। অদূরদর্শীতা- ৭। বড় লটে ট্রেড করা এবং মানি ম্যানেজমেন্টের ব্যপারে স্বচ্ছ ধারনা না থাকাও ফরেক্সে লসের কারন।
তাই বলা যায়, একজন ট্রেডার যখন এসব বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবে তখনই সে কেবল প্রফিটেবল ট্রেডারের পরিণত হতে পারবে।

Smd
2021-05-21, 11:29 PM
অবিজ্ঞতাই ফরেক্স এ লস করার আসল কারন।তাছারাও আর কারন রয়েছে। যেমন লুভ, ফরেক্স এর কেত্রে লোভ করলেন তো মরলেন। তাই ককনই লোভ করা যাবে না। অনেক নুতন ট্রেডার ই না বুজে শুনে ট্রেড করে তাই তারা লস করে।ফরেক্সে ট্রেড করা, রাতারাতি বড়লোক হবার ইচ্ছা, অতিরিক্ত ভলিওম দিয়ে ট্রেড করা ইত্যাদি। আমাদের ফরেক্স থেকে সফল হতে হলে এই বিষয়গুলো সবসময় পরিহার করে চলা উচিৎ।

Mas26
2021-05-21, 11:56 PM
সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে।সিগন্যালের ওপর নির্ভরশীলতাঃ অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $100$200 দিয়ে সিগন্যালও কিনে থাকেন।সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞেস করুন।

Smd
2021-09-05, 07:33 AM
এখানে সবাই আসে ফরেক্স থেকে আয় করতে। কিন্তু অনেক ট্রেডার বেশি লোভের কারনে ফরেক্স থেকে লস করে ছিটকে পড়ে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার কিছু রুলস আছে। ফরেক্স এ ট্রেড করতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পরকে ভালোভাবে বেসিক কিছু নিয়ম কানুন জানতে হবে। অনেকে ট্রেডার ফরেক্স এ খুব তারাতারি লাভ করতে চাই। আর অতি লোভের কারনে তারা লস করে। যারা ফরেক্সের কাজ করে তারা যদি লোভ করে থাকে তাহলে সে ভুল করবে। এবং যারা ভুল ট্রেডিং করে থাকে তারা যদি কি কারনে ভুল হল সেটা বের করতে পারে।

FRK75
2022-01-06, 10:57 AM
যেকোনো ট্রেডে লস হতে পারে বলা যাবে না যে আমার এই ট্রেডে কোন দিন লস হবে না তাই তাই লস হয়ার যে কারন আছে কিছু কিছু সেই লারন গুল দেখতে হবে যে আমার এই ট্রেডে লস হোল কেন আর কি কারনে যে লস হয়ছে ফরেক্স মার্কেটে জেমম্ন লস হতে পারে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকলে লস হতে পারে ।

FRK75
2022-05-17, 08:48 AM
যে কারনে লস গুলো করে থাকে তা হল:-
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) না বুঝে ট্টেড করা
৪) নিয়ম-কানুন না মেনে চলা
৫) মার্কেট এনালাইসিস না করা ও
৬) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ।
অভিজ্ঞতার বিষয় নিয়ে একটি কথা বলি ।যারা ফরেক্স এ নতুন তারা প্রথমে ফরেক্স এ এলে থাদের কাছে মনে হবে এই কাজটি কত সহজ ,তবেকি তাই ।একদ্দম ইনা ।এই ফরেক্স বিষয় টা অনেক জটিল ,অনেক সময় দিতেহয় এই ফরেক্স এর প্রতি তাহলেই কিছু শেখা সম্ভবন ।

FRK75
2022-11-29, 06:07 PM
সকল ব্যবসাতে লাভ আছে আবার লচ ও রয়েছে।ব্যবসা করার আগে ফরেক্স সহজ মনে হয় কিন্তুু যখন ব্যবসা করা হয় তখন অবিগতার অভাবে বেশির ভাগ সময় লস হয়।টিক মতো ট্রেড করতে না পারা। কোন সময় মারকেট কেমন রকম আছে তা ভালে মতো না জানা।এসব এর জন আমাদের ফরেক্স লস হয়ে থাকে।ফরেক্স এ লসের কারন হল ট্রেডারদের যথেষ্ট জ্ঞানের অভাব । কারন একজন ফরেক্স ট্রেডারকে অবশ্যই ফরেক্স ট্রেড কিভাবে করতে হয় তা ভালোভাবে শিখতে হবে । ট্রেড করার আগে আপনাকে ধীরস্থিরভাবে বাই-সেল করতে হবে অনেক ভেবেচিন্তে । অর্থাৎ ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস, মার্কেটের গতিবিধি ইত্যাদি ভেবে ট্রেড করতে হবে ।অন্যথায় বিরাট লসের সম্মুখীন হতে হবে ।আপনার বক্তব্যের সাথে সম্পূর্ন একই মত যে ফরেক্স এ নতুন ট্রেডার রাই কমাগত লস করতে থাকে শুধুমাত্র অধৈর্যশিলতার কারনে। ফরেক্স করতে গেলে দরকার ধৈর্য যা নতুন ট্রেডার গন মেইনটেইন করতে পারেনা, তাদের মন মানুষিকতা কাজ করে যে কখন তারা ট্রেড করতে পারবে এবং কখন তাদের প্রফিট হবে।

FRK75
2023-10-23, 09:53 PM
আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ন একই মত যে ফরেক্স এ নতুন ট্রেডার রাই কমাগত লস করতে থাকে শুধুমাত্র অধৈর্যশিলতার কারনে। ফরেক্স করতে গেলে দরকার ধৈর্য যা নতুন ট্রেডার গন মেইনটেইন করতে পারেনা, তাদের মন মানুষিকতা কাজ করে যে কখন তারা ট্রেড করতে পারবে এবং কখন তাদের প্রফিট হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার পিছনে অনেক গুলা কারণ থাকতে পারে।আসলে তারাই ফরেক্স মার্কেট এ বেশী বেশী লস করে যারা ফরেক্স মার্কেট এ নতুন।নতুনরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনে ট্রেড করে।আর ট্রেড করে লস করে।তারা ফরেক্স মার্কেট সম্পর্কে যদি ভালোভাবে জেনে ট্রেড করতো তাহলে ব্যর্থ ফরেক্স ট্রেডার এর পরিমার কমে আসতো।তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসুন।

Mas26
2023-10-25, 08:40 AM
সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না।
অভিজ্ঞতার অভাবঃ প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন।