PDA

View Full Version : নিজস্ব জ্ঞান ছাড়াও দরকারী বিষয়



mlbasumata
2015-10-21, 07:06 PM
আমি আমার ফরেক্স জ্ঞানে ট্রেড করছি, এখন আমি লাভের হার আর নিশ্চয়তা বাড়াতে চাই, কি করতে হবে? কার সাহায্য নিতে হবে? সঠিক পথ দেখানোর অনুরোধ থাকল।

shihab
2015-12-10, 12:13 PM
দেখুন ফরেক্স এর ৭০% ই হল সাইকোলজিক্যাল বেবসা আর ৩০% হল টেকনিক্যাল ও ফান্দামেন্তাল। আপনার ট্রেডিং সাইকলজির সাথে আমার ট্রেডিং সাইকোলজি নাও মিলতে পারে, ধরেন আপনি পছন্দ করে ১ ঘণ্টা, ৩০ মিনিট এর টাইম ফ্রেম কিন্তু আমি পছন্দ করি ৪ ঘণ্টা ও ১ দিনের টাইম ফ্রেম। সুতরাং আমাদের ট্রেডিং প্লান ও আইডিয়া কখন এক হবে না।

HKProduction
2015-12-12, 06:37 PM
আপনি যদি আপনার মেন্টাল কন্ট্রোল নিয়ে থাকেন তাহলে এই মার্কেটে আপনার যথেষ্ট উন্নতি হয়েছে। এখানে শেখার কোন শেষ নেই আর কেউ কাউকে উপদেশ দিয়ে লাভ করিয়ে দিতে পারে না। তাই যে এনালাইসিস করে আপনি এগিয়ে আছেন তাই শক্ত করে ধরে রাখুন। এখানে লাভের জন্য একটি সূত্রই যথেষ্ট। অযথা সময় আর অর্থ নষ্ট করে কোন লাভ নেই।

sharifulbaf
2015-12-13, 03:10 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে চাইলে নিজস্ব জ্ঞানের পাশাপাশি ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে। ট্রেকনিকেল এনালাইসিস করে ট্রেড ওপেনিং করা ভাল। ফরেক্স নিউজ দেখতে হবে কোন সময় কি নিউজ দেয় তার প্রতি খেয়াল রাখতে পারলে ফরেক্স থাকে ভাল কিছু আশাকরা যায়।

basaki
2016-03-15, 12:48 PM
অনেক সময়ে আপনার নিজের মত চাড়াও অনেক কিছু অন্যের কাছ থেকে শিখতে হতে পারে কারন আপিনি যে সব জানেন এইরকম কিছু নেই তাই আপনাকে ভাল কিছু করতে হলে আগে ফরেক্স মার্কেট শিখে তারপর ট্রেড করলেই অনেক ভাল হবে বলে আমি মনে করি কারন জ্ঞান ছাড়া ফরেক্স করা যায় না।

gmgmgm
2016-03-23, 08:27 PM
আপনি বেশি বেশি ফরেক্স নিয়ে পড়াশুনা করেন। ডেমো ট্রেড করেন আর লাভ লসের কারন হিসেব করেন। কোন ট্রেডে লাভ বেশি হয় কোন ট্রেডে লাভ কম হয় বাছাই করেন। বেশি বেশি ক্যান্ডেল স্ট্রাটেজি ফলো করেন। আশা করি ভাল করবেন।

Md Akter Hossain
2016-03-23, 10:09 PM
আমার মতে আপনার মূল সমস্যা হল আপনার সাইকোলজি । আপনার অতি দ্রুত ফরেক্স সাইকোলজি নিয়ে কাজ করতে হবে । তানা হলে আপনি এই সমস্যা থেকে বের হতে পারবেন না । এজন্যে অনলাইনে আপনি অনেক ধরনের বই পাবেন যেগুলো থেকে আপনি বেশ কিছু প্রযোজনীয় গাইড লাইন পাবেন ।

RUBEL MIAH
2016-04-29, 09:06 PM
নিজস্ব জ্ঞান ছাড়াও ফরেক্স মার্কেটেরও অতিরিক্ত জ্ঞান থাকা প্রয়োজন । যার যত বেশী মার্কেটের উপর জ্ঞান থাকবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সর্বদা নিজস্ব জ্ঞানের পাশাপাশি মার্কেটের জ্ঞান রাখব তাহলেই উন্নতি করতে পারব ।

nestbdit
2016-05-05, 01:25 PM
প্রতিদিন অনেক ট্রেড না করে শুধু মাত্র সুযোগ বুঝে ট্রেড করুন। বেশি মুনাফার লোভে বড় বড় লটে ট্রেড করবেন না। মানি ম্যানেজমেন্ট করুন। সাপোর্ট লেভেলের দিকে খেয়াল রেখে ট্রেড করুন।

dwipFX
2016-05-12, 12:20 PM
আমার মনে হয় বড় বুল হল প্রতিদিন বেশি বেশি ট্রেড করার ফলে লস বেশি করি।কারন আমাদের কে বুঝে একটা ট্রেড দিলে আরও ভাল হবে তাহলে রসের পরিমান টা কমে যায় লাভ যায় তা আমরা ধরে রাখতে পারি।বেশি ট্রেডের কারন বেশি লোভ।

Sahed
2016-07-29, 05:14 PM
লোভে পাপ আর পাপে মৃত্যু । ফরেক্স মার্কেটে আপনি লোভ করলেন তো মরলেন । মার্কেটে আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । লোভের বসে আপনার নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি পরিবর্তন করা মোটেও উচিত নয় । মার্কেটে আপনার ট্রেডিং প্লান ধরে রাখুন দেখবেন আপনি মার্কেটে সফলতা লাভ করবেন । *আপনি যে স্ট্রেট্রেজিতে ট্রেড করছেন সেই স্ট্রেট্রেজি ধরে রাখুন । সফলতা আসবেই ।

milonkhanfx1993
2016-09-23, 11:10 PM
আমি যতটুকু ভাবে তাতে আমার মতে বড় টাইমফ্রেম দেখে আগে থেকে দেখে নিয় মার্কেট পরে কোন দিকে যেতে পারে কিন্তু আবার অন্য ক্ষেত্রে দেখা যায় আমার এস এল হিট করে আবার মার্কেট আমার দিকে আসছে্*

Rahamat123
2016-11-09, 09:36 AM
কোন কাজের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জণ করাই হল অভিজ্ঞতা । একজন ফরেক্স ট্রেডার দীর্ঘদিন ধরে যত বেশি ট্রেড করবে সে তত বেশি পমিাণে দক্ষ হতে পারবে । আর একজন অভিজ্ঞ ট্রেডারের মূল্য ফরেক্স মার্কেট অনেক বেশি । ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার মূল্য হল এটাকে ব্যবাহার করে আপনি অনেক দুর এগিয়ে যেতে পারবেন এবং হতে পারবেন একজন সেরা ট্রেডার ।

nisho5533
2016-11-11, 09:00 PM
আপনার জ্ঞান সব সময় কাজে লাগবে না আমি মনে করি যদি আপনার দক্ষতা থাকে তবে আপনি ফরেক্স করতে পারবেন আর আয় করতে পারবেন | ফরেক্স এমন মাকেটে যা সে নিজের গতিতে চলে ফরেক্স লাভ করা যেমন সহজ তেমইন লস করাও সহজ |

shimul77ss
2016-11-23, 06:42 PM
ফরেক্স মার্কেটে সাফলতা নির্ভর করে মার্কেট এনালাইসিসের উপর।মার্কেট এনালাইসিস ৩ প্রকার যথাঃ
১।টেকনিকাল এনালাইসিস
২।ফান্ডামেন্টাল এনালাইসিস
৩।সেন্টিমেন্টাল এনালাইসিস
মার্কেটের সাফলতার ৭০% নির্ভর করে সেন্টিমেন্টাল এনালাইসিস এর উপর
আর বাকি ৩০%আসে ফান্ডামেন্টাল এনালাইসিস
ও সেন্টিমেন্টাল এনালাইসিস

riponinsta
2016-12-10, 04:29 PM
আপনার লাভ এর হার বারাতে হলে আপনাকে ইনভেস্ত বারাতে হবে । ইনভেস্ত কম করে আপনি লাভ এর হার বারাতে পারবেন না আর যদি করতে জান তা হলে আপনার জন্য রিস্ক হয়ে যাবে । তাই আপনার উচিত ভাল একটা টেড ইন সিস্টেম দার করায়ে বড় একটা ইনভেস্ত করে বেশি লাভ করা এতাই আপনাকে করতে হবে ।

nbfx
2016-12-10, 08:22 PM
ফরেক্স মার্কেটের গতি চেনা । আর জানতে হবে ট্রেন্ডের ইতিহাস। কারন ফরেক্স মার্কেটে ইতিহাস বারবার ফিরে আসে। দৈনিক,সাপ্তাহিক বা মাসিক লাভের হিসাব রাখুন ডলারে নয় গ্রিন পিপসের। তাহলেই দীর্ঘমেয়াদী টিকে থাকে সম্ভব। যেমন ধরুন আপনি মাসিক ১০০০ গ্রিন পিপস লাভ করতে পারেন। তাহলে ঘটনা ঘটলো এই যে, এখন শুধু আপনার ইনভেস্ট বাড়াবেন আর লাভের পরিমান বাড়বে। মনে করুন ০.১০ লটের ১০০০ পিপস লাভে আয় হবে ১০০ ডলার আর ১.০০ লটে ১০০০ পিপসে লাভ হবে ১০০০ ডলার ।

Mamun13
2017-11-06, 08:16 PM
ফরেক্স মার্কেটে সফল ভাবে ট্রেড করার ক্ষেত্রে বিভিন্ন মানুষের জ্ঞান,মেধা,যোগ্যতা,অভিজ্ঞতা,দক্ষতা,ট্রেডিং কৌশল,মন-মানষিকতা বা ট্রেডিং সেন্টিমেন্ট অবশ্যই ভিন্ন ভিন্ন হবে৷আপনি যদি সঠিকভাবে এনালাইসিস গুলো করতে পারেন,সঠিক-বাস্তব সম্মত-কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজী ব্যাবহার করতে পারেন,মানি ও রিস্ক মেনেজমেন্ট সঠিক ভাবে যদি ফলো করে ট্রেড ওপেন করতে পারেন এবং আপনার ট্রেডিং সাইকোলোজী যদি স্ট্রং থাকে তাহলে আর অন্য কোনোও কিছুর সাহায্যের প্রয়োজন পড়বেনা৷ এগুলো সঠিক থাকলে নিঃসন্দেহে অবশ্যই আপনি নিয়মিত আরোও ভালো প্রফিট করতে পারবেন৷

FREEDOM
2020-11-24, 07:13 PM
আমার মনে হয় বড় বুল হল প্রতিদিন বেশি বেশি ট্রেড করার ফলে লস বেশি করি।কারন আমাদের কে বুঝে একটা ট্রেড দিলে আরও ভাল হবে তাহলে রসের পরিমান টা কমে যায় লাভ যায় তা আমরা ধরে রাখতে পারি।বেশি ট্রেডের কারন বেশি লোভ।