PDA

View Full Version : ইন্ডিকেটর নিয়ে কিছু কথা



yasir arafat
2015-10-27, 08:46 PM
1712
ইন্ডিকেটরগুলো নির্দেশক হিসেব ব্যবহৃত হয়।যাতে আমরা সিগনাল পেয়ে সে অনুযায়ী ট্রেড বসায়।আসলে কোন ইন্ডিকেটর আপনাকে ভাল ফলাফল সঠিকভাবে দিতে পারবে না।এগুলো শুধু বিভিন্ন সিগনাল দিয়ে হয়রানি করে বসে।অনেকে নাকি ইন্ডিকেটর ব্যবহার করেন না। তাই কম ইন্ডিকেটরে টেকনিকেল এনালাসিস করা ভাল।:dance::p:rules:

HasanXM
2015-11-02, 12:16 PM
আমি বলব যে পিলার ছাড়া যেমন ঘর ঠটকে থাকেনা ঠিকে থাকে না তেমনি ফরেক্স এ ইনডিকেটর তবে মনে রাখবেন ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়। অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে না। তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন। ধন্যবাদ

AbuRaihan
2015-12-16, 10:58 AM
আমি আপনার থ্রেডের বিষয়বস্তুর সাথে সম্পূর্ণভাবে সহমত প্রকাশ করছি ৤ আসলে ফরেক্স মার্কেটে প্রপিট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হল নিজের স্ট্রাটেজি এবং ট্রেডিং দক্ষতা ও কৈশল ৤ ইন্ডিকেটর ব্যবহার করে আমার দেখা মতে খুব কম মনাুষ সাফল্য পায় ৤ কেননা ইন্ডিকেটর সমূহ আমাদের শুধু কিছু নির্দেশনা প্রদান করে মার্কেট সম্পর্কে নিশ্চিত কোন প্রপিট বা লাভের গ্যারান্টি দিতে পারে না ৤ তাই সবসময় নিজের ট্রেডিং স্কিল এর উপর বিশ্বাস রাখুন ৤

HKProduction
2015-12-17, 12:17 PM
পৃথিবীতে এমন কোন ইন্ডিকেটর নেই যে আপনাকে গ্যারান্টেড সিগনাল দিবে। এর কিছু রূপ বৈচিত্র আছে যা দিয়ে আপনাকে মার্কেট মোভমেন্ট বুঝে নিতে হবে। এজন্যে আমি কাস্টম ইন্ডিকেটর সবচেয়ে উপকারী বলে মনে করি। আমাদের এগুলো ভালভাবে প্রাকটিস করা উচিত।

MotinFX
2015-12-20, 09:03 AM
আমার কাছে ইনডিকেটর নিয়ে কাজ করার চেয়ে ক্যান্ডেলস্টীক নিয়ে কাজ করতে অনেক ভাল লাগে। ইনডিকেটর দিয়ে ট্রেড করি আবার কখনো ফান্ডামেন্টাল দেখে ট্রেড করি আমি মনে করি ইনডিকেটর আমাদের কে সঠিক তথ্য দিতে পারেনা।

HKProduction
2015-12-28, 03:26 PM
টেকনিক্যাল এনালাইসিস করতে হলে ইন্ডিকেটর ব্যবহার করতে কাস্টম ইন্ডিকেটর এর সাহায্য, আমাদেরকে ট্রেড শিখাতে বেশ সহায়ক হিসেবে কাজ করে। মোট তিনটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। আমাদেরকে বেশি বেশি করে ট্রেড করে অভিজ্ঞতা অর্জন বিশেষ প্রয়োজন।

Marufa
2015-12-28, 06:44 PM
ইন্ডিকেটর এর অনেক ভাল দিক যেমন রয়েছে তেমনি অনেক ধরনের খারাপ দিকও রয়েছে ।তাই বুঝে শুনে ইন্ডিকেটর ব্যবহার করা উচিত বলে আমি মনে করি । আর যেই ইন্ডকেটরটি ব্যবহার করবেন অবশ্যই সেটি ডেমোতে প্রাকটিস করে নেবেন ।

HKProduction
2016-01-01, 08:53 PM
আপনি যদি মেটা ৪ এর মাত্র কয়েকটি ইন্ডিকেটর নিয়ে ট্রেড করেন তবে বেশ ভাল ফল পাবেন। তবে আপনাকে খুব সময় নিয়ে ডেমোতে টেকনিক্যাল এনালাইসিস করে নিশ্চিত হতে হবে। আশা করি আপনি যদি মার্কেট বোঝেন তাহলে ইন্ডিকেটরের উপর আপনার বিশ্বাস আসবে।

ShariyarSojib
2016-01-04, 10:22 PM
ইন্ডকেটরের জন্য আমি স্টক্যাস্টিক অসিলেটর ব্যবহার করি আর এটা মোটামোটি ভালোই নির্দেশনা দেয়। ট্রেড করার আগে স্টক্যাস্টিক অসিলেটর দেখে নেওয়া উচিত তাহলে সাপোর্ট আর রেসিস্টেন্স সম্পর্কে ভালো ফল পাওয়া যায়

Furkan
2016-01-17, 12:51 AM
আমার ফরেক্র মারকেটের সকল ভাই দেরকে বলি। ইন্ডিকেটর হচ্ছে একটি দিকনিরদেশক। মারকেট কোন দিকে যাচ্ছে তা আমাদের সামনে দেখান ইন্ডিকেটর। মনে রাখবেন যারা ইন্ডিকেটরের উপর নিরভর করে ট্রেড করবেন তারা লস খাবেন। যারা ক্যান্ডেলিসট কে ফল করে মারকেটে ট্রেড করেন তারা অনেক লাভবান হবেন। যারা ক্যান্ডেলিসট ফল করেন না তারা এখন থেকে ফল করেন।

maziz6989
2016-01-17, 10:24 PM
আমি আগে বলতে গেলে ইনডিকেটর এর অন্ধ ভক্ত ছিলাম। আগে বিভিন্ন ইনডিকেটর এর সিগন্যালের উপর নির্ভর করে ট্রেড নিতাম। এখনও যে একদম ইনডিকেটর দেখি না তা নয়। এখন মেকডি, স্টকেটটিক এবং মুভিং এভারেজ টেকনিক্যাল এনালাইসিস করার জন্য ব্যবহার করে থাকি। আসলে অনেক সময় ইনডিকেটর গুলো এত ভাল সিগন্যাল দেয় বলার মত না।

Md Akter Hossain
2016-01-17, 10:31 PM
আমি সাধারণতো কোন ইন্ডিকেটর ব্যবহার করি না । তবে মার্কেটের রিটটেস দেখার জন্য আমি মুভিং অ্যাাভারেজ ব্যবহার করি । তাছাড়া আর কোন ইন্ডিকেটর ব্যবহার করি না । আমি নেকেড চার্টে প্রাইজ দেখে ট্রেড করে থাকি । তবে আমি ইন্ডিকেটর এর দুষ করছি না । মাঝে মাঝে ইন্ডিকেটর ভালো ফলাফল দেয় ।