PDA

View Full Version : মার্কেট এনালাইসিস



syed_rana
2015-10-28, 12:33 PM
্ট্রেড করার আগে কোন ধরনের এনালাইসিস করা ভাল ? ফরেক্স মার্কেটে লাভের ক্ষেত্রে এনালাইসিস কতটুকু গুরুত্ব বহন করে?

swadip chakma
2015-10-28, 07:00 PM
ফরেক্স ব্যবসা ক্ষেত্রে মার্কেট এনালাইসিস জিনিস্টা খুব গুরুত্ত্বপূন্ন ,কেননা কোন একটা জিনিস না বুজে কাজ করলে লস হতে পারে টিক ফরেক্সকেও যদি এনালাইসিস না করে ট্রেড করে হয়তো ভাল ফলের চেয়ে খারাপ ফল বেশি হতে পারে,তাই আমি বলব যারা ফরেক্স মার্কেট এর মধ্যে পা দিয়েছেন তারা অবসস্যাই ভাল করে এনালাইসিস করবেন যেন ভালো্র দিক টা বেশি থাকে।

mlbasumata
2015-10-28, 07:09 PM
ফরেক্স মার্কেটের বেসিক টার্ম শেখা শেষে জানা দরকার যে কিভাবে আপনি বুঝবেন মার্কেট এখন আপে যাবে কিংবা ডাউনে যাবে, আন্দাজ বা ধারণা করেও তো আর ট্রেড করা যাবে না। তাই যদি হত তাহলে এত শেখারই বা কি দরকার। অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। আপনার প্রত্যেকটি অর্ডারের পেছনে একটি ভাল গবেষণা থাকতে হবে। তখনই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।

monorom
2015-10-28, 08:32 PM
আপনার ট্রেড করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এনালাইসিস । আপনি যদি সঠিক এনালাইসিস করে একটি ট্রেড এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ঐ ট্রেড থেকে লাভ করতে পারবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে ।

AbuRaihan
2015-12-15, 03:56 PM
আমরাতো চাইলেই এমনিতে ট্রেড নিতে পারতাম কিন্ত আমরা যদি এমনিতে নিজের ইচ্ছামত বাই সেল করি দিই তবে বেশিরভাগ ক্ষেত্রেই লসের অধিক সম্ভাবনা থাকে ৤ আর কিছু সময় হয়তবা ভাগ্যোর জোরে কিছু প্রফিট করা যায় কিন্ত কোন ধরনের ধারাবাহিকতা থাকেনা ৤ তাই আমি মনে করি যে একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে টেকনিকেল এনলাইসিস করে নিতে হবে যাতে করে এটা নিশ্চিত হওয়া যায় যে মার্কেট আমাদের খুব বেশি বিপরীতে যাবেনা এবং গেলেও বেশি লস বহন করতে হবে না ৤

kawsar302
2015-12-15, 04:44 PM
ফরেক্স মার্কেট এনালাইসিস করাটা খুবই গরুত্বপূর্ণ কারন আপনি যদি ফরেক্স ট্রেড করেন তাহলে আপনাকে ফরেক্স এনালাইসিস করতে হবে।কারন মার্কেট এনালাইসিস করার পর আপনি অনেক ধারনা অর্জন করতে পারবেন।কারন মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনি অনেক কিছু বিষয়ে জানতে পারবেন।

sayem11
2015-12-15, 06:45 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেডার না হয়ে একজন এনালিস্ট হওয়া উত্তম । কারন ফরেক্স মার্কেটে সবসময় এনালাইসিস করতে থাকলে ট্রেড করা সহজ হয়ে যায় । যেহেতু ফরেক্স মার্কেটে একটা মুদ্রা একটা পুরো দেশের অর্থনীতি উপস্থাপিত করে। তাই পুরো দেশের অর্থনীতি'র কোথায় কি হচ্ছে সেগুলো সম্পর্কে ফরেক্স ট্রেডারের জানা থাকতে হবে। আর এই জানা থার জন্য অবশ্যই এনালাইসিস করতে হবেই, আর এনালাইসিস করলে ট্রেড আপনার জন্য সহজ হবে এবং ট্রেডে আপনি লাভবান হবেন । তাই ফরেক্স মার্কেটে লাভের ক্ষেত্রে এনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ণ ।

yasir arafat
2015-12-15, 07:07 PM
আমি মনে করি ট্রেড করার আগে টেকনিকেল অ্যানালাইসিস করা একান্ত প্রয়োজন।কারণ এই ফরেক্স মার্কেটটাই হচ্ছে গাণিতিক ।সুতরাং আমরা যদি এর একটা ভাল দিক নির্নয় করতে পারি এবং যাবতীয় লোভ থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের অ্যানালাইসিসগুলো ভাল ফল দিবে।আর এর পাশাপাশি আমরা নিউজ অ্যানালাইসিস করে একটি ভাল ফলাফল পেতে পারি।

shakil302
2015-12-16, 02:41 AM
ফরেক্স মার্কেটে লাভের ক্ষেত্রে এনালাইসিস খুব জরুরী,মার্কেট এনালাইসিস করলে সঠিক ধারনা পাওয়া যায় আপ ডাউন সমর্কে ,তাই সব সময় এনালাইসিস করেই কাজ করা দরকার।

Marufa
2015-12-16, 10:30 AM
ফরেক্স মার্কেট টিকে থাকতে হলে সব ধরনের এনালাইসিস করাই ভাল । ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুই ধরনের এনালাইসিসই ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ভাল ফলাফল করতে হলে প্রতিদিন হোমওর্য়াক করতে হবে ।

RUBEL MIAH
2015-12-22, 10:18 PM
মার্কেট সব সময় এ্যানালাইসিস করা দরকার ।এর কারণ হল মার্কেট কোন সময়ে কি অবস্থান নেয় তা সব সময় এ্যানালাইসিস করা দরকার । মার্কেট এ্যানালাইসিস করলে ট্রেডারগণ অবশ্যই সফলকাম হতে পারবে ।

shihab
2015-12-23, 12:38 PM
মার্কেট এনালাইস করবেন সব দিক বিবেচনা করেই, আপনি যেমন টেকনিকাল এনালাইস করে রাখবেন ঠিক তেমনি বরতমান কন কারেন্সি এর অবসথা কেমন সাই বিশয় শম্পরকেও আপনার ধারনা থাকতে হবে।

uzzalbd
2015-12-23, 12:59 PM
ট্রেড করার জন্য আপনাকে সব ধরনের এনালাইসিস ই করতে হবে। ফান্ডামেন্টালের সাথে টেকনিকাল মিলিয়ে ট্রেড করতে হবে। আর সেন্টিমেটিক্যাল তো আছেই। এ তিনটা আনালাইসিস ই আপনাকে প্রাধান্য দিতে হবে। ফরেক্স এ সফলতার জন্য সব ধরনের আনালাইসিস করা উচিত। এক্টিকে বাদ দিলে আপনার ট্রেড ভুল হতে পারে এবং আপনি লসে পরে যেতে পারেন।

Selim BU
2015-12-23, 05:48 PM
ফরেক্সে মার্কেট এনালাইসিস খুবই গুরুত্বপূর্ন। প্রতিটা ট্রেড নেয়ার আগে বিভিন্ন উপায়ে মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেটের গতিবিধি নির্নয়ের জন্য ইন্ডিকেটর গুলি কার্যকরি ভূমিকা পালন করে। একেক ইন্ডিকেটরের কাজ একেক রকম। তাই মার্কেট এনালাইসিসের জন্য ইন্ডিকেটর গুলো কার্যকরী ভূমিকা রাখে। মার্কেট ভালোভাবে এনালাইসিস করতে চাইলে একাধিক ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। যেমন মুভিং এভারেজ, জিগজ্যাগ, আর এস আই ইত্যাদি।

sharifulbaf
2016-01-21, 09:08 AM
ফরেক্স মার্কেট এ এনালাইসিস করি আমরা বেশি প্রফিট করার জন্য আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে তার সাথে সাথে ফরেক্স মার্কেট এর ট্রেন্ড দেখিতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে হবে,এনালাইসিস আমরা তিনভাবে করে থাকি,যথা টেকনিক্যাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেডিং করি।

basaki
2016-01-31, 06:30 PM
যে কোন কিছু করতে গেলে প্রথমত সেই বিষয়ের উপরে জ্ঞান লাভ করে করতে পারলে সেই ব্যবসায় অনেক ভাল করা যায়।ফরেক্স মার্কেটে জ্ঞান লাভ করার জন্য আপনাকে ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে আর এই এনালাইসিসটা কর*্যে হবে আপিনার ডেমো একাউন্টে তাহলে কোন রিক্স থাকবে না।

Vision
2016-01-31, 07:30 PM
ফরেক্স মার্কেটে সবচেয়ে যে জিনিসিটি প্রয়োজন তা হল ট্রেডিং দক্ষতা অর্জন করতে পারা । আর এই ট্রেডিং দক্ষতার মধ্যই বিদ্যমান এনালাইসিস পাওয়ার । একজন ট্রেডার যত বেশি সুনিপূণ এনালাইসিস করতে পারবে তার তত বেশি লাভবান হওয়ার ও অভিজ্ঞ ট্রেডার হওয়ার সম্ভাবনা বেশি । আর এনালাইসিস করে করে আপনি একসময় ট্রেডিং দক্ষতা অর্জন করতে পারবেন । একজন ট্রেডার যত সূনিপুণ বিশ্লেষন করতে পারবে তত বেশি মানসম্পন্ন ট্রেডার হতে পারবে । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনালাইসিস হল টেকনিকেল কিংবা কৈশলগত এনালাইসিস ।

Moon
2016-05-20, 11:04 PM
ফরেক্সে যে জিনিসগুলোর কারণেই বেশি লাভ করা যায় ও কম লস হয় তার মধ্য অন্যতম হল মার্কেট এনালাইসিস । এটা অনেক বেশি গুরুত্ব বহন করে । আর এই কারণেই ফরেক্স মার্কেটে মার্কেট এনালাইসিস ব্যাতিত ট্রেডকে লস ট্রেড বলে আখ্যায়িত করা হয় । আসলে মার্কেট এনালাইসিসের মাধ্যমেই কিন্ত আমরা প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারি যে মার্কেট কোন দিকে যাবে । এক্ষেত্রে টেকনিকেল এনালাইসিস বিশেষ গুরুত্ব বহন করে ।

md samsul huq
2016-05-21, 01:27 AM
আমার মনে হয় আপনার ট্রেড করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এনালাইসিস । আপনি যদি সঠিক এনালাইসিস করে একটি ট্রেড এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ঐ ট্রেড থেকে লাভ করতে পারবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে ।

MdRiazulIslam1991
2016-05-21, 01:34 AM
ফরেক্সে কোন ট্রেড ওপেনের পূর্বে যে কারেন্সি দিয়ে ট্রেড ওপেন করতে চান যে কারেন্সির মুভমেন্ট ভার করে অ্যানালাইসিস করে ট্রেড ওপেন করা হলে সেক্ষেত্রে প্রফিট লাভের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। আর আমি মনে করি টেকনিক্যাল অ্যানালাইসিসই এক্ষেত্রে অনেক বেশি কার্যকর।

dwipFX
2016-05-21, 05:48 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় এনালাইসিস করে যে যত নিখুত ভাবে এনালাইসিস করতে পারে সে ফরেক্স মার্কেটে সফল ট্রেড করতে পারে। তিন ভাবে এনালাইসিস করা হয় টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডামেন্টাল এনালাইসিস,সেন্টিমেন্টাল এনালাইসিস।এই তিন প্রকার এনালাইসিস করে আমাদের ট্রেড করতে হবে।

amin rabby
2016-05-21, 08:24 PM
নতুন কোন ট্রেড করার পূর্বে টেকনিক্যাল এনালাইসিস করা বেশি জরুরি। কারন এ এনালাইসিস এর মাধ্যমে বুঝতে সহায়তা করে কারেন্সির প্রাইস বাড়বে না কমবে। কারন ইতিহাস বারবার প্রতিফলিত হয়। অর্থাৎ পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করি ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।

Md Sanuwar Hossain Hossai
2016-05-21, 09:11 PM
ফরেক্সে ট্রেডিং এর আগে অবশ্যই অবশ্যই ফরেক্স বাজার ভালভাবে এনালাইসিস করে ট্রেড করা উচিৎ।। ফরেক্স বাজার আগে কোন অবশ্যায় ছিল এখন কোন অবসথায় আছে এবং ভবিষ্যৎ এ কোন দিকে মুভ করতে পারে তা এনালাইসিস করে কমপক্ষে ৯০ % সিউর হয়ে তারপর ট্রেড ওপেন করা উচিৎ।।।।

Sahed
2016-07-31, 03:11 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় ।

cloud
2016-08-14, 06:44 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট এনালাইসিস করাটা খুবই গরুত্বপূর্ণ কারন আপনি যদি ফরেক্স ট্রেড করেন তাহলে আপনাকে ফরেক্স এনালাইসিস করতে হবে।কারন মার্কেট এনালাইসিস করার পর আপনি অনেক ধারনা অর্জন করতে পারবেন।কারন মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনি অনেক কিছু বিষয়ে জানতে পারবেন।

MD ALAMIN ARIF
2016-08-14, 08:14 PM
মার্কেট এনালাইসিস জিনিস্টা খুব গুরুত্ত্বপূন্ন ,কেননা কোন একটা জিনিস না বুজে কাজ করলে লস হতে পারে টিক ফরেক্সকেও যদি এনালাইসিস না করে ট্রেড করে হয়তো ভাল ফলের চেয়ে খারাপ ফল বেশি হতে পারে,তাই সব সময় এনালাইসিস করেই কাজ করা দরকার।

শিমুলআক্তার
2016-08-14, 08:30 PM
হ্যা ট্রেড ওপেন করার আগে আপনাকে অবশ্যয় মার্কেট ভাল ভাবে এনা লাইসিস করে ট্রেড ওপেন করা উচিত আর ফরেক্স মার্কেটের কোন পেয়ারের এনালাইসিস করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে একটা হল ফান্ডামেন্টাল এনালাইসিস আর একটা টেকনিকাল এনালাইসিস তবে ট্রেড ওপেন করার পুর্বে দুইভাবেই মার্কেট বিশ্লেষন করা উচিৎ, ধন্যবাদ।

motiar
2016-08-14, 08:52 PM
ফরক্সে মারকেট এনালাইসেস এর কোন বিকল্প নাই । এনালাইসেস ব্যতিত ট্রেড করে কখনো প্রফিট করা সম্ভব না । টেকনিক্যাল/ফান্ডামেন্টাল এনালাইসিস বিশশ করে এগুলি অবশ্যই করতে হবে ।

Afroza
2016-08-14, 09:00 PM
ফরেক্স মার্কেটে এনালাইসিস ছাড়া কোনভাবেই ট্রেড করা সম্ভব না , এনালাইসিস ছাড়া ট্রেড করতে গেলে অবশ্যই আমরা লস আর সম্মুখিন হব এবং আমরা আমাদের সকল বিনিয়োগ হারাবো । এনালাইসিস করলে অনেক ধারনা করা যায় এবং বড় লস এর হাত থেকে রেহাই পাব । সুতুরাং ফরেক্স এ ট্রেড করতে গেলে অবশ্যই সকল ধরনের এনালাইসিস সম্পর্কে জ্ঞান অর্জন করে ট্রেড কোরা ভালো ।

sujon30
2016-08-14, 09:21 PM
ফরেক্স মার্কেট এ কেউ ধারনা করে বলতে পাবে না যে মার্কেট আপ এ যাবে না ডাউন এ যাবে। আমরা কেউ এটা সিওর *দিয়ে বলতে পারব না। তাই ফরেক্স এ এমন কিছু সিসটেম আছে যে গুলো দ্বারা আমরা কিছুটা হলেও ধারনা করতে পারি মার্কেট কোন দিকে যেতে পারে। আর সেটা হলো এনালাইসিস। এই এনালাইসিস দ্বারা আপনি ফলো করে ট্টেড করতে পারবেন দেখবন যে আপিনার কিছুটা হলেও লাভ হবে।

MoinFX
2016-08-14, 09:25 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে তিন প্রকার এনালাইসিস করতে হবে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস এই প্রকার এনালাইসিস যারা সঠিক ভাবে করতে পারে তারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করতে পারে।

SAHADAT
2016-08-14, 09:27 PM
আপনি যদি সঠিক এনালাইসিস করে একটি ট্রেড এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ঐ ট্রেড থেকে লাভ করতে পারবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে ।

sujon30
2016-08-15, 01:53 PM
ফরেক্স মার্কেট এনালাইসিস অনেকটা গুরুপ্তপূর্ন। আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভালো ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজেটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভালো ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভালো প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। আপনার প্রত্যেকটি অর্ডার আর পেছনে একটি ভালো গবেষণা থাকতে হবে। তখনই আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। তাই এনালাইসিস দেখে কাজ করলে অনেকটা সফল হওয়া যায়।

Tanmoi
2016-08-15, 05:14 PM
এনালাইসিস ফরেক্স মার্কেট এর জন্য অনেক বেশি গুরুত্বপুর্ণ।কেননা একজন ভালো এনালাসিস্ট অনেক ভালো লাভ করতে পারেন ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে।আম্রা যারাই ট্রেড করি না কেনো আমাদের কারো উচিৎ না এনালাইসিস ছাড়া কোনো ট্রেড শুরু করা,কারণ এনালাইসিস এর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা পেতে পারেন এবং আপনি বুঝতে পারবেন আপনার কোন ফহরনের ট্রেড নেওয়া উচিৎ।এতে করে আপনি সহজে ফরেক্স বিজনেস করে লাভবান হতে পারেন।

Rana mollah
2016-08-18, 11:04 PM
মার্কেট এনালাইসিস সবথেকে গুরুত্তপূর্ন একটা বিষয় । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ট্রেডের আগে মার্কেট ভালোভাবে মার্কেট এনালাইসিস করে নেওয়া ভালো । এতে ট্রেড করে সুবিধা পাওয়া যায় । যারা ট্রেড সম্পর্কে অনেক অভিজ্ঞ তারা ফরেক্স মার্কেটে এনালাইসিস ছাড়া ট্রেড করলেও ভালো লাভ করে থাকে । আর যারা মার্কেট সম্পর্কে তেমন অভিজ্ঞ নন তারা ফরেক্সে ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড করলে ভাল হয় । এনালাইসিসের মাধ্যমে জানা যায় যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে । এর মাধ্যমে ট্রেড করা সহজ হয় ।

Challange
2016-08-19, 10:12 PM
একটা সফল ট্রেড করার জন্য মার্কেট এনালাইসিস সবচেয়ে বেশি গুরত্ব বহন করে । অার আামি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে এমনিতেই যারা এখানে ট্রেড দেয় তারা সাধারণত লুজার হয়ে থাকে । আর তাই প্রতিটা ট্রেড থেকে ভাল ফলাফল লাভের জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সঠিক বিশ্লেষণ করতে হবে । আর এক্ষেত্রে টেকনিকেল এনালাইসিসই হল প্রধান ।

hipo777
2016-08-19, 10:14 PM
কারো মাঝে আবেগ বেশি আবার কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।

hipo777
2016-08-19, 10:25 PM
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো

hipo777
2016-08-19, 10:27 PM
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।

hipo777
2016-08-19, 10:29 PM
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।

hipo777
2016-08-19, 10:40 PM
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।

Realifat
2016-08-20, 10:09 AM
আপনি যদি ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত লাভ করতে চান তবে আপনাকে অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড করকরকে হবে। কেননা অ্যানালাইসিস ছাড়া সঠিকভাবে সবসময়ই ট্রেড নেওয়া যায়না।তাই প্রতিটি ট্রেড ওপেনের পূর্বে ভালোভাবে ফান্ডামেন্টাল এবং টেকিনিকাল অ্যানালাইসিস করে নিতে হবে। পাশাপাশি সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলটাও বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে।

md arif khan
2016-08-20, 11:38 AM
আসলে আমি মনে করিফরেক্স মার্কেট এনালাইসিস করাটা খুবই গরুত্বপূর্ণ। কারন আপনি যদি ফরেক্স ট্রেড করেন তাহলে আপনাকে ফরেক্স এনালাইসিস করতে হবে।কারন মার্কেট এনালাইসিস করার পর আপনি অনেক ধারনা অর্জন করতে পারবেন। মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনি অনেক কিছু বিষয়ে জানতে পারবেন।ধন্যবাদ

asaa
2017-03-21, 04:58 AM
আমি বলবো ফরেক্স মার্কেটের বেসিক টার্ম শেখা শেষে জানা দরকার যে কিভাবে আপনি বুঝবেন মার্কেট এখন আপে যাবে কিংবা ডাউনে যাবে, আন্দাজ বা ধারণা করেও তো আর ট্রেড করা যাবে না। তাই যদি হত তাহলে এত শেখারই বা কি দরকার। অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। আপনার প্রত্যেকটি অর্ডারের পেছনে একটি ভাল গবেষণা থাকতে হবে। তখনই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।

Md Masud
2017-05-14, 03:06 PM
ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না । ভালো ফলাফল করতে হলে প্রতিদিন হোমওর্য়াক করতে হবে । যাবতীয় লোভ থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের অ্যানালাইসিসগুলো ভালো ফল দিবে । তাহলেই অামরা ট্রেড করে লাভবান হতে পারব ।

uzzal05
2017-05-19, 09:56 AM
সর্বপ্রথম আমার মতে ফান্ডামেন্টাল্ কে প্রাধান্য দেওয়া উচিত। কারন ফান্ডামেন্টাল নিউজ যদি ভালো আসে সেই দেশের কারন্সি অব্যশোই শক্তিশালি হবে। আর তাই ফান্ডামেন্টালে দেখে টেকনিক্যলা এর সাথে মিলিয়ে ট্রেড নেওয়া উচিত।

riponinsta
2017-05-20, 01:39 PM
বাংলাদেশ এ ফরেক্স মার্কেট এ যারা ট্রেড করে তারা বেশির ভাগ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যে যত ভাল ফরেক্স মার্কেট এনালাইসিস করতে পারে সে তত বেশি ফরেক্স মার্কেট থেকে বেশি পিপ্স লাভ করতে পারে তাই আপনি যদি ভাল ট্রেড করতে পারেন তা হলে বেশি পিপ্স লাভ করতে চাইলে আপনাকে ভাল করে ফরেক্স মার্কেট এনালাইসিস শিখতে পারেন তা হলে ভাল হবে

uzzal05
2017-05-20, 01:55 PM
আমি সাধারনত আগে টেকনিক্যাল এনালাইসিস করে থাকি। তারপর ফান্ডামেন্টাল এর দিকে নজর দেই। আমি বিভিন্ন সাইট এ যেয়ে দেখে কোন দেশের কারনেসির অবস্থা কি রকম। সেই অবস্থার উপর ভিত্তি করে মারকেত এ ট্রেড নিয়ে থাকি।

Competitor
2017-06-13, 07:42 PM
ফরেক্সে মার্কেট এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা মার্কেটে এনালাইসিসেরে মাধ্যমেই আমরা মূলত মার্কেটের অবস্থা সম্পর্কে অবগত হতে পারি । যে যত বেশি পরিমাণে আমরা ফরেক্সে সময় দিব আমরা তত বেশি পরিমাণে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জণ করব । ফরেক্সে অভিজ্ঞ হতে হলে জানার ও শিখার কোন বিকল্প নেই । যে যত শিখে সে তত বেশি পরিমাণে ফরেক্সে ভালো কিছু করতে পারে বলেই আমি মনে করি ।

uzzal05
2017-06-13, 08:53 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড নেওয়ার আগে আমাদের এনালাইসিস করে ট্রেড নেওয়া উচিত। এনালাইসিস না করে ট্রেড নিলে আমাদের ট্রেড এ ভুল বা লস হতে পারে। অব্যশ্য ফরেক্স এ ভুল এনালাইসিস হলে ট্রেড এ লস হবে এটা স্বাভাবিক। আর এনালাইসিস ভালো ভাবে না করলে আমরা লসেই পরে থাকব।

Mamun13
2018-01-23, 08:11 PM
্ট্রেড করার আগে কোন ধরনের এনালাইসিস করা ভাল ? ফরেক্স মার্কেটে লাভের ক্ষেত্রে এনালাইসিস কতটুকু গুরুত্ব বহন করে?

ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হলে মার্কেটের সার্বিক পরিস্হিতি এনালাইসিস করা অন্যতম প্রধান শর্ত৷ট্রেডে এন্ট্রী করার জন্য আপনাকে অবশ্যই তিন ধরনের এনালাইসিসকেই গুরুত্ব দিতে হবে৷ফান্ডামেন্টাল,টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস ইত্যাদি সঠিকভাবে এনালাইজ করার পরে সুযোগ দেখে বুঝে ট্রেন্ডে এন্ট্রী করা উচিত৷

iloveyou
2018-08-17, 12:20 PM
হ্যা ভাই এখানে ট্রেডিং লাইফে আপনাকে জয়লাভ করতে হলে সবকিছু ভাল করে পর্যবেক্ষণ করতে হবে। যদি এটা সঠিভাবে না করতে পারেন তাহলে আপনি ভুল ডিরেকশনে আগাবেন, বার বার লস করবেন, একটার পর আরেকটা পদ্ধতি অবলম্বন করে কাজ করবেন তবুও কোন কূল কিনারা খুঁজে পাবেন না। তাই আমার পরামর্শ হলো আপনি যে সিস্টেমের বেসিসে ট্রেড করছেন সেটাকে একটু উন্নত করে সামনে এগিয়ে যান, আর এর জন্য প্রয়োজন হবে নিখুঁদ/ সঠিকভাবে এ্যানালাইসিসের।

expkhaled
2018-08-17, 12:34 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য এনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ন। কারন একটি ট্রেড নেওয়ার আগে ভালভাবে চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, আইডিয়া করতে হবে মার্কেট কোন দিকে যেতে পারে। আসলে এনলাইসিস হলো মার্কেট কোথা থেকে কোথায় যেতে পারে এবং কিরকম মুভমেন্ট হতে পারে সেটা আগে থেকে আন্দাজ করার ক্ষমতা। আপনি যত আইডিয়া করতে থাকবেন ততবেশী কারেক্ট করতে পারবেন। তাই মার্কেট এনালাইসিস করার প্রয়োজন আছে। আর অতিরিক্ত এনালাইসিস কখনও করা ঠিক নয়। শুধু মাত্র চার্ট দেখবেন এবং ট্রেন্ড চেক করবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখবেন এবং ক্যান্ডেলস্টীক ফরমেশন দেখবেন ব্যস হয়ে গেল।

yasir
2018-08-18, 10:27 AM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় ।

Md_MhorroM
2018-11-07, 04:02 PM
আমার মনে হয় নতুন কোন ট্রেড করার পূর্বে টেকনিক্যাল এনালাইসিস করা বেশি জরুরি। কারন এ এনালাইসিস এর মাধ্যমে বুঝতে সহায়তা করে কারেন্সির প্রাইস বাড়বে না কমবে। কারন ইতিহাস বারবার প্রতিফলিত হয়। অর্থাৎ পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করি ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।

edottc
2019-03-19, 12:43 PM
ফরেক্সে ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইস করতে হবে ।তাহলে আপনি মার্কেটের অবস্থা সম্পর্কে জানতে পারবেন ।এবং সেই অনুযায়ী ট্রেড করলে লাভ করা যাবে ।এজন্য মার্কেট এনালাইস এর গুরুত্ব অনেক ।

NasirMollah739
2019-03-19, 01:27 PM
আপনার ট্রেড করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এনালাইসিস । আপনি যদি সঠিক এনালাইসিস করে একটি ট্রেড এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ঐ ট্রেড থেকে লাভ করতে পারবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে ।

Ronesh186
2019-03-19, 02:18 PM
মার্কেট এনালাইসিস ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করেন তাহলে আপনার লসে থাকার সম্ভবনা বেশি থাকবে। কারণ ফরেক্স মার্কেট সব সময় ট্রেড করার জন্য উপযোগী থাকে না। তাই সঠিকভাবে এনালাইসিস করাটা খুবই জরুরী। প্রত্যেকটি টাইম ফ্রেমে টাইম ফ্রেমের সময় অনুযায়ী কি পরিমাণ মার্কেট আপ ডাউন করেছে তা পরবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেট ট্রেড করার উপযোগী কিনা। এছাড়াও ব্রোকারের ইকনমিক ক্যালেন্ডার সেকশনের আপকামিং নিউজগুলি নিয়মিত অনুসরণ করা খুবই জরুরী। এতে মার্কেট এনালাইসিসে আপনার সুবিধা হবে। কারণ এখানে দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নিউজ প্রকাশিত হয় এবং মুদ্রার মুল্য ওঠা নামা একটি দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে।

fxjaman
2019-03-19, 02:50 PM
এ্যানালাইসিস ফরেক্স মার্কেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং এটাকে বাদ দিয়ে কখনো কিছু করা বা করতে যাওয়া মোটেই উচিত নয়। কারন এই এ্যানালাইসিস মার্কেটে আপনার অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করবে। সুতরাং ভুল করেও এ্যানালাইসিস ব্যতিত কখনও কারও টেডে যাওয়া মোটেই উচিত হবে না।

sumon918
2019-03-19, 11:12 PM
ফরেক্সে টিকে থাকার জন্য এবং ফরেক্সে ট্রেড করতে হলে এবং লাভ করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস জানা খুবই জরুরি। ফরেক্সে মার্কেট এ আপনি ট্রেড করার আগে বিভিন্ন নিউজ পড়বেন এবং কারেন্সির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস করে নিয়ে ট্রেড করলে আপনি ভাল কওছু করতে পারবেন। মুলত ট্রেড করার পূর্বে মার্কেটে বিগত বর্তমান এবং ভবিষ্যত অনুসন্ধান করাকে মার্কেট এনালাইসিস বলে।তবে এর কিছু পদ্ধতি রয়েছে সেগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে।

fardin
2019-03-24, 09:01 AM
ফরক্সে মারকেট এনালাইসেস এর কোন বিকল্প নাই । এনালাইসেস ব্যতিত ট্রেড করে কখনো প্রফিট করা সম্ভব না । টেকনিক্যাল/ফান্ডামেন্টাল এনালাইসিস বিশশ করে এগুলি অবশ্যই করতে হবে

bdunity
2019-03-24, 10:58 AM
আমার মতে ফরেক্স এ টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে।ফরেক্স এ ট্রেড করার আগে আপনাকে এনালাইসিস করে নিতে হবে।আর না হলে লস হওয়ার সম্ভবনা থাকে।এবং ফরেক্স এ টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে।ধৈর্য্য ফরেক্স ব্যবসার একটা অন্যতম উৎস।

morshed naim
2019-03-24, 10:44 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না ।ভাল ভাবে এনা লাইসিস করে ট্রেড ওপেন করা উচিত আর ফরেক্স মার্কেটের কোন পেয়ারের এনালাইসিস করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে একটা হল ফান্ডামেন্টাল এনালাইসিস আর একটা টেকনিকাল এনালাইসিস তবে ট্রেড ওপেন করার পুর্বে দুইভাবেই মার্কেট বিশ্লেষন করা উচিৎ এই এনালাইসিস দ্বারা আপনি ফলো করে ট্টেড করতে পারবেন দেখবন যে আপিনার কিছুটা হলেও লাভ হবে।

RASELRANA562917
2019-03-25, 05:40 AM
ফরেক্স সম্পর্কে আপনার বেসিক ধারণা আসার পর আপনি ট্রেড শুরু করার আগে যে বিষয়টি খুব ভাল জানতে হবে সেটা হল মার্কেট এনালাইসিস।মার্কে এনালাইসিস না করতে পারলে আপনি ফরেক্স এ টিকতেই পারবেন না।ফরেক্স এ আপনাকে টিকতে হলে মার্কেট এনালাইস করার ক্ষমতা আপনাকে অর্জন করতেই হবে।ফরেক্স এ কোন ট্রেডিং শুরু করার আগে ভাল ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।ফরেক্স এ কোন ট্রেড ওপেন করার জন্য দুইটা পদ্বতি রয়েছে।একটা হল ফান্ডামেন্টাল এনালাইসিস আর একটা হল টেকনিক্যাল এনালাইসিস।ট্রেডি শুরু করার পূর্বে দুইভাবেই মার্কেট বিশ্লেষণ করা উচিত।এভাবে আপনাকে মার্কেট এনালাইসিস করার ক্ষমতা বাড়াতে হবে তবেই ফরেক্স এ সফল হওয়া যাবে।মার্কেট এনালাইস না করতে পারলে ফরেক্স এ ট্রেড সফল করা সম্ভব না।মার্কেট এনালাইসিস করেই ট্রেড করা উচিত।

morshed naim
2019-03-25, 10:58 PM
ফরেক্স মার্কেট এনালাইসিস অনেকটা গুরুপ্তপূর্ন। আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভালো ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজেটিভ হয়।আর যারা মার্কেট সম্পর্কে তেমন অভিজ্ঞ নন তারা ফরেক্সে ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড করলে ভাল হয়।এনালাইসিসের মাধ্যমে জানা যায় যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে।এর মাধ্যমে ট্রেড করা সহজ হয় ।আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না।

bdunity
2019-03-26, 09:04 AM
আমার মতে ফরেক্স এ ভালো প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস করে তাই ফরেক্স এ ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেট কোন অবস্হায় আছে কি অবস্হায় আছে সেটা দেখে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করা।এজন্য ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে জানতে হবে মার্কেট এনালাইসিস কি কিভাবে মার্কেট এনালাইসিস করতে হবে।

TanjirKhandokar1994
2019-03-26, 09:18 AM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেট এনালাইসিস করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা কোন একটা কাজ না বুজে করলে লস হতেই পারে।তাই কাজটি যদি বুঝে শুনে করা হয় তাহলে কোন প্রকার ঝুঁকি থাকেনা। তাই আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিংএ ট্রেড করার সময় অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেড করা।এখানে অভিজ্ঞ ট্রেডার মার্কেট এনালাইসিস করে ট্রেড করে। তাইতো তাদের প্রফিট ভালো হয়। আর আমরাও যদি মার্কেট এনালাইসিস করে ট্রেড করি তাহলে আমরাও তাদের মতো সফল হতে পারবো।

edottc
2019-03-26, 09:27 AM
ফরেক্সে ট্রেড করার আগে আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে । কারন ফরেক্স হল একটি আন্তর্জাতিক ও অনলাইন ব্যবসা এখানে একটু ভুল ট্রেড করলে অনেক বড় ক্ষতি হয় ।এমন কি একাউন্ট জিরো হতে পারে । তাই ফরেক্স মার্কেটের অবস্থা জানতে আপনাকে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে ।

babubd
2019-04-23, 03:47 PM
ফরেক্সে ট্রেড করার আগে অবশ্যেই মার্কেট এনালাইসিস করতে হবে । কারন ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা তাই এই মার্কেট সবসময় উঠানামা করে থাকে । এজন্য ট্রেড করার আগে মার্কেটের অবস্থা জানতে অবশ্যই মার্কেট এনালাইসিস করতে হবে । তাহলে ফরেক্সে ট্রেড করে লাভ করতে পারবেন ।

KaziBayzid162
2019-04-23, 11:28 PM
মার্কেট এনালািসিস ফরেক্সের ক্ষেত্রে খুব গুরত্বপূর্ন কারন কেঊ যদি এনালাইসিস ছাড়া ট্রেড করে তবে সেখান থেকে লাভ হওয়া সম্ভাবনা খুবই কম বরং লস করার ঝুকি বেশি তাকে, তাই শুধু মার্কেট এনালাইসিস না সাথে টেকনিক্যাল এনালািসিস করাও জরুরী, কারন এসবের মাধ্যমে কোন দেশের মুদ্রার তাৎক্ষনিক অবস্থা সমন্ধে ধারনা লাভ করা যাবে,এছাড়া আপডেট নিউজ গুলো এনালাইসিসি করতে পারেন,যার ফলে ট্রেড করা সহজ হবে,তাই বলব যদি ফরেক্স থেকে ভাল ফল আসা করেন তা হলে এনালাইসিস এর কোন বিকল্প না,প্রতিদিন রূটিন মাফিক এনালাইসিস করতে হবে।

SAGOR_HALDER944
2019-04-23, 11:36 PM
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস আছে।যথা টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এন্ড সেন্টিমেন্টাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস কোন কারেন্সির ক্যান্ডেল চার্ট দেখে করতে হয় আর ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস মার্কেট সম্পর্কিত বিভিন্ন নিউজ দেখে বা বুঝেশুনে করতে হয়।ফরেক্স মার্কেটের অনেক ট্রেডারই টেকনিক্যাল এনালাইসিস কে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।আবার ফরেক্সে সফল অনেক ট্রেডারই ফান্ডামেন্টাল এনালাইসিস কে সবথেকে বেশি গুরুত্ব দেন।তাই ট্রেডিং এর আগে টেকনিক্যাল এনালাইসিস এর সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস মিলিয়ে ট্রেডিং করলে সব থেকে উত্তম হয়।

KaziBayzid162
2019-04-24, 11:20 AM
মার্কেট এনালািসিস ফরেক্সের ক্ষেত্রে খুব গুরত্বপূর্ন কারন কেঊ যদি এনালাইসিস ছাড়া ট্রেড করে তবে সেখান থেকে লাভ হওয়া সম্ভাবনা খুবই কম বরং লস করার ঝুকি বেশি তাকে, তাই শুধু মার্কেট এনালাইসিস না সাথে টেকনিক্যাল এনালািসিস করাও জরুরী, কারন এসবের মাধ্যমে কোন দেশের মুদ্রার তাৎক্ষনিক অবস্থা সমন্ধে ধারনা লাভ করা যাবে,এছাড়া আপডেট নিউজ গুলো এনালাইসিসি করতে পারেন,যার ফলে ট্রেড করা সহজ হবে,তাই বলব যদি ফরেক্স থেকে ভাল ফল আসা করেন তা হলে এনালাইসিস এর কোন বিকল্প না,প্রতিদিন রূটিন মাফিক এনালাইসিস করতে হবে।

RASELRANA562917
2019-04-26, 10:09 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে সব বিষয়ে জানা জরুরি।আপনি যদি মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার চিন্তা করেন সেটা হবে আপনার বোকামী।ফরেক্স মার্কেট এ আজ পর্যন্ত এনালাইসিস না করে ট্রেড করে কেউ সফল হতে পারেনি।ফরেক্স মার্কেট এ আগে মার্কেট এর গতি আপনাকে বুঝতে হবে।মার্কেটট উর্ধমূখী না নিম্নমূখী এটাই যদি আপনি না বোঝেন বাই এ ট্রেড নিবেন না সেল এ সেটা তো বুঝতে পারবেন না।তাই ফরেক্স মার্কেট এ যদি সফলভাবে টিকে থাকতে চান তবে দক্ষতার সাথে আপনাকে মার্কেট এনালাইসিস করে ট্রেড এন্ট্রি করতে হবে।তবেই আপনি ফরেক্স এ ভাল করতে পারবেন।

AMIRSHIKDER976
2019-04-26, 10:30 PM
যে কোন ব্যবসা শুরু করার সময় ব্যবসার সম্পর্কে যাবতীয় তথ্য জানা অথবা ব্যবসা চলাকালীন ব্যবসায় লস লাভ ইত্যাদি বিশ্লেষণ করাই হলো এনালাইসিস করা। ইনস্টা ফরেক্স এনালাইসিস করে ট্রেড করলে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আমরা এনালাইসিস করে ট্রেড করি। এতে করে যে কোন বিষয় ভালভাবে বুঝে শুনে কাজকর্ম করা যায় এবং তাতে কাজের প্রতি স্বচ্ছন্দবোধ পাওয়া যায়।

MdSohagMiah
2019-04-30, 09:19 PM
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে প্রতিনিয়ত মার্কেট অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন।

ফরেক্স মার্কেটে মূলত ৩ ধরনের অ্যানালাইসিস করা হয়:

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)

একজন ভালো বা সফল ট্রেডার হওয়ার জন্য আপনার এই ৩টি অ্যানালাইসিসই প্রয়োজন হবে।

MdPiashHasan6080892
2019-05-01, 10:36 PM
সফল ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেট এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।একজন সফল ট্রেডার সবসময় ট্রেড ওপেন করার পুর্বে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করে। কেননা মাকের এনালাইসিস না করে ট্রেড করলে বেশিরভাগ ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকে। চোখ বন্ধ করে গাড়ি চালানো আর এনালাইসিস না করে ট্রেড করা সমান কথা।
ট্রেড ওপেন করার পূর্বে আপনাকে তিন ধরনের এনালাইসিস করতে হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে । এ সকল নিয়ম মেনে ট্রেড করলে আপনি একজন সফল ট্রেডারের পরিণত হতে পারবেন।

KaziBayzid162
2019-05-02, 01:03 PM
ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করার পূর্বে,সর্ব প্রথম আপনাকে ফরেক্স এর সম্পর্কে জানতে হবে বেসিক বিষয় গুলো আয়ত্ব করতে হবে,এরপর খেয়াল রাখতে হবে যে আপনার ট্রেডের ফলাফল কোনদিকে যাচ্ছে,অথ্যাৎ মার্কেট কি আপ না ডাউন,এটা না বুঝে ট্রেড করলে তার ফল ভাল না বরং খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে,আর এটা বুঝার জন্য আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে,কেননা মার্কেট এনালাইসিস ছাড়া কখনই বুজতে পারা সম্ভব না,এখন পর্যন্ত যারাই মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড সম্পাদন করেছে তাদের বেশির ভাগই লসের সমূক্ষিন হয়েছে,তাই ফরেক্স থেকে লাভ করতে হলে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে,কেননা ফরেক্সে মার্কেট এনালাইসিসের গুরত্ব অপরিশীম।

bdunity
2019-05-02, 03:48 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে মার্কেট এনালাইসিস করা অত্যান্ত জরুরী । তা নাহলে আপনার ট্রেডটাই বিফলে যেতে পারে । প্রফিটের জাগায় লস হওয়ার সম্ভাবনাই থাকবে শত ভাগ । তাই ফরেক্সে ট্রেড করতে মার্কেট এনালাইসিসের বিকল্প নেই । সুতারাং মার্কেট এনালাইসিসের গুরুত্ব সীমাহীন।

Mazharul777
2019-05-24, 11:03 PM
আমার মতে নতুন কোন ট্রেড করার পূর্বে টেকনিক্যাল এনালাইসিস করা বেশি জরুরি। কারন এ এনালাইসিস এর মাধ্যমে বুঝতে সহায়তা করে কারেন্সির প্রাইস বাড়বে না কমবে। কারন ইতিহাস বারবার প্রতিফলিত হয়। অর্থাৎ পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করি ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।

ARIFULISLAM1996
2019-05-26, 05:27 PM
ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা বলে আমি মনে করি।এনালাইসিস করে অর্থাৎ পরিকল্পনা মোতাবেক কাজ করলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। পরিকল্পনা ব্যতিত কোন কাজেই ভাল ফলাফল আসে না।ফরেক্স থেকে লাভ পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেটের অবস্থা সম্পর্কে জানতে হবে।কারণ যেকোন ব্যবসারই মেইন অর্থাৎ প্রধান জায়গা হচ্ছে মার্কেট বা বাজার।এই বাজার সম্পর্কে যে যত অভিজ্ঞ সে ততো লাভবান। মার্কেটে আপনার চাহিদা কতটুকু তা জেনেই আপনাকে বাজারে নামতে হবে।লোভের তাড়নায় পড়ে ঝুঁকি নিয়ে কাজ করতে যাবেন না।যেহেতু ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রার বাজার কাজেই সেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ট্রেডারের ধারণা থাকতে হবে।মার্কেট এনালাইসিস করে কাজ করলে আপনি অবশ্যই সফল হবেন।

SOMARANITHAKUR1995
2019-05-26, 06:00 PM
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি এনালাইসিস ছড়া যদি ট্রেড ওপেন করেন তাহলে আপনকে দীর্ঘদিন ধরে লসে থাকতে হতে পারে নইলে মার্কেট অতিরিক্ত লসে চলে গেলে আপনার ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। তাই ট্রেড করার পূর্বে প্রথমে মার্কেটের মুভমেন্টটা ভাল করে পর্যবেক্ষণ নেওয়াটা জরুরী। তাছাড়া আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করতে চান তার পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা ক্যান্ডেল স্টিকের মাধ্যমে পর্যবেক্ষণ করুন। ফরেক্স নিউজ নিয়মিত দেখুন এবং আপনি যে মুদ্রা নিয়ে ট্রেড করতে চাইছেন ওই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ফরেক্স নিউজের মাধ্যমে জানুন। এরপর বর্তমান অবস্থা ও ফরেক্স নিউজের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়ে তারপর সঠিক সময়ে ট্রেড ওপেন করুন।

samun
2019-05-26, 06:23 PM
ফরেক্স বিজনেসে মার্কেটিং এনালাইসিস করা খুব গুরুত্বপূর্ণ। মার্কেট এনালাইসিস এর মাধ্যমে বোঝা যায় মার্কেট কখন ডাউন হবে আর কখন উঠবে সর্বদা মার্কেট এনালাইসিস করলে ট্রেড করতে সুবিধা হয়।আপনি যদি সঠিক এনালাইসিস করে একটি ট্রেড এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ঐ ট্রেড থেকে লাভ করতে পারবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে ।

Rion
2019-08-19, 12:31 AM
ফরেক্স মার্কেট টিকে থাকতে হলে সব ধরনের এনালাইসিস করাই ভাল । ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুই ধরনের এনালাইসিসই ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ভাল ফলাফল করতে হলে প্রতিদিন হোমওর্য়াক করতে হবে ।

Rokibul7
2019-08-19, 12:37 AM
আমি আপনাদের মাঝে নতুন,আপনাদের মতামত আমার অনেক কাজে লাগে।অনেক ব্যাপার যানতাম না,শুধু বুঝতাম টেড করে লাভ হয়।আর টেড গুলা বুঝে করতে হয়।আপনাদের মতামত শেয়ারে বুঝলাম কি কি জিনিস বুঝতে হবে টেড করতে এনালাইসিস কিভাবে করতে হয় ইত্যাদি।সব মিলিয়ে আপনার আমাকে দারুন হেল্প করছেন। ধন্যবাদ

Panna1989
2019-08-25, 11:56 AM
আমরা জানি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি এনালাইসিস ছড়া যদি ট্রেড ওপেন করেন তাহলে আপনকে দীর্ঘদিন ধরে লসে থাকতে হতে পারে নইলে মার্কেট অতিরিক্ত লসে চলে গেলে আপনার ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। তাই ট্রেড করার পূর্বে প্রথমে মার্কেটের মুভমেন্টটা ভাল করে পর্যবেক্ষণ নেওয়াটা জরুরী। তাছাড়া আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করতে চান তার পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা ক্যান্ডেল স্টিকের মাধ্যমে পর্যবেক্ষণ করুন। ফরেক্স নিউজ নিয়মিত দেখুন এবং আপনি যে মুদ্রা নিয়ে ট্রেড করতে চাইছেন ওই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ফরেক্স নিউজের মাধ্যমে জানুন। এরপর বর্তমান অবস্থা ও ফরেক্স নিউজের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়ে তারপর সঠিক সময়ে ট্রেড ওপেন করুন।

Mahmud1984fx
2019-08-25, 12:26 PM
ফান্ডামেন্টাল,টেক িক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস । এই তিনপ্রকার এনালাইসিস ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে খুবই জরুরী। মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশী । কারণ মার্কেট যে কোন সময় যে কোন দিকে ট্রেন্ড করতে পারে । আর সেটা খোজ খবর না রেখে এ্যান্ট্রি দিলে লস ও হতে পারে।

DuckHunt
2019-08-28, 05:42 PM
আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো ফরেক্স মার্কেটের বেসিক টার্ম শেখা শেষে জানা দরকার যে কিভাবে আপনি বুঝবেন মার্কেট এখন আপে যাবে কিংবা ডাউনে যাবে, আন্দাজ বা ধারণা করেও তো আর ট্রেড করা যাবে না। তাই যদি হত তাহলে এত শেখারই বা কি দরকার। অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। আপনার প্রত্যেকটি অর্ডারের পেছনে একটি ভাল গবেষণা থাকতে হবে। তখনই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।

marjahan
2019-08-29, 01:00 AM
ফরেক্সে মার্কেট এনালাইসিস খুবই গুরুত্বপূর্ন। প্রতিটা ট্রেড নেয়ার আগে বিভিন্ন উপায়ে মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেটের গতিবিধি নির্নয়ের জন্য ইন্ডিকেটর গুলি কার্যকরি ভূমিকা পালন করে। একেক ইন্ডিকেটরের কাজ একেক রকম। তাই মার্কেট এনালাইসিসের জন্য ইন্ডিকেটর গুলো কার্যকরী ভূমিকা রাখে। মার্কেট ভালোভাবে এনালাইসিস করতে চাইলে একাধিক ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। যেমন মুভিং এভারেজ, জিগজ্যাগ, আর এস আই ইত্যাদি।

MANIK6642
2019-08-29, 01:14 AM
ফরেক্সের বেসিক জিনিসগুলো জানার পর আপনাকে ফরেক্স মার্কেট এনালাইসিস কিভাবে করে জানতে হবে।আপনি যদি এনালাইসিস ই না করতে পারেন ট্রেড এন্ট্রি করবেন কিভাবে।মার্কেট কখন আপে যাবে কখন ডাউনে যাবে এটা তে এনালাইসিস করতে পারলে আপনি নিজে বুঝেই ট্রেড এন্ট্রি করতে পারবেন।ফরেক্স মার্কেট এ তিন ধরনের এনালাইসিস রয়েছে।যেমন- টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্ট্রাল এনালাইসিস ও সেন্ট্রিমেন্ট্রা এনালাইসিস।ফরেক্স মার্কেট এ টেকনিক্যাল এনালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ।এটা থেকেই আপনি জানতে পারবেন মার্কেট আপে যাবে না ডাউনে যাবে।সবগুলো এনালাইসিস ই জানা দরকার ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে।

KGF
2019-08-30, 02:44 PM
হ্যা ট্রেড ওপেন করার আগে আপনাকে অবশ্যয় মার্কেট ভাল ভাবে এনা লাইসিস করে ট্রেড ওপেন করা উচিত আর ফরেক্স মার্কেটের কোন পেয়ারের এনালাইসিস করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে একটা হল ফান্ডামেন্টাল এনালাইসিস আর একটা টেকনিকাল এনালাইসিস তবে ট্রেড ওপেন করার পুর্বে দুইভাবেই মার্কেট বিশ্লেষন করা উচিৎ।

Mdsofizuddin
2019-08-31, 12:01 AM
ফরেক্সে ট্রেডিং এর আগে অবশ্যই অবশ্যই ফরেক্স বাজার ভালভাবে এনালাইসিস করে ট্রেড করা উচিৎ।। ফরেক্স বাজার আগে কোন অবশ্যায় ছিল এখন কোন অবসথায় আছে এবং ভবিষ্যৎ এ কোন দিকে মুভ করতে পারে তা এনালাইসিস করে কমপক্ষে ৯০ % সিউর হয়ে তারপর ট্রেড ওপেন করা উচিৎ।।।।

sofiz
2019-08-31, 12:20 AM
ট্রেড করার জন্য আপনাকে সব ধরনের এনালাইসিস ই করতে হবে। ফান্ডামেন্টালের সাথে টেকনিকাল মিলিয়ে ট্রেড করতে হবে। আর সেন্টিমেটিক্যাল তো আছেই। এ তিনটা আনালাইসিস ই আপনাকে প্রাধান্য দিতে হবে। ফরেক্স এ সফলতার জন্য সব ধরনের আনালাইসিস করা উচিত। এক্টিকে বাদ দিলে আপনার ট্রেড ভুল হতে পারে এবং আপনি লসে পরে যেতে পারেন।

KANIZFATEMA1997
2019-08-31, 12:56 AM
এনালাইসিস করা খুবই গুরুত্ব পূর্ণ বিষয়।এনালাইসিস করে ট্রেড করলে ভালো হয়।মাকের্ট ভালো করে এনালাইসিস করার পর ট্রেড ওপেন করলে প্রফিট ভালো হয়।লস হওয়ার সম্ভবনা কম থাকে।এনালাইসিস করলে মাকের্ট সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।মাকের্টের দরের ওঠানামা,মাকের্টের মুদ্রার দাম সব কিছু এনালাইসিস করে ট্রেড ওপেন করা।এনালাইসিস করলে ভূল কম হয়।

Fxxx
2020-02-15, 04:21 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত লাভ করতে চান তবে আপনাকে অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড করকরকে হবে। কেননা অ্যানালাইসিস ছাড়া সঠিকভাবে সবসময়ই ট্রেড নেওয়া যায়না।তাই প্রতিটি ট্রেড ওপেনের পূর্বে ভালোভাবে ফান্ডামেন্টাল এবং টেকিনিকাল অ্যানালাইসিস করে নিতে হবে। পাশাপাশি সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলটাও বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে।

Rad96
2020-02-15, 04:25 PM
আপনার ট্রেড করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এনালাইসিস । আপনি যদি সঠিক এনালাইসিস করে একটি ট্রেড এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ঐ ট্রেড থেকে লাভ করতে পারবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে ।

Leee
2020-02-15, 05:09 PM
ফরেক্স মার্কেটের বেসিক টার্ম শেখা শেষে জানা দরকার যে কিভাবে আপনি বুঝবেন মার্কেট এখন আপে যাবে কিংবা ডাউনে যাবে, আন্দাজ বা ধারণা করেও তো আর ট্রেড করা যাবে না। তাই যদি হত তাহলে এত শেখারই বা কি দরকার। অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। আপনার প্রত্যেকটি অর্ডারের পেছনে একটি ভাল গবেষণা থাকতে হবে। তখনই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।

Hredy
2020-02-15, 05:14 PM
ফরেক্স মার্কেটের বেসিক টার্ম শেখা শেষে জানা দরকার যে কিভাবে আপনি বুঝবেন মার্কেট এখন আপে যাবে কিংবা ডাউনে যাবে, আন্দাজ বা ধারণা করেও তো আর ট্রেড করা যাবে না। তাই যদি হত তাহলে এত শেখারই বা কি দরকার। অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। আপনার প্রত্যেকটি অর্ডারের পেছনে একটি ভাল গবেষণা থাকতে হবে। তখনই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।

KGF3010
2020-02-15, 09:57 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায়

Fardin02
2020-02-15, 10:02 PM
যদি ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত লাভ করতে চান তবে আপনাকে অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড করকরকে হবে। কেননা অ্যানালাইসিস ছাড়া সঠিকভাবে সবসময়ই ট্রেড নেওয়া যায়না।তাই প্রতিটি ট্রেড ওপেনের পূর্বে ভালোভাবে ফান্ডামেন্টাল এবং টেকিনিকাল অ্যানালাইসিস করে নিতে হবে। পাশাপাশি সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলটাও বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে।

Rion83
2020-02-15, 10:18 PM
একটা সফল ট্রেড করার জন্য মার্কেট এনালাইসিস সবচেয়ে বেশি গুরত্ব বহন করে । অার আামি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে এমনিতেই যারা এখানে ট্রেড দেয় তারা সাধারণত লুজার হয়ে থাকে । আর তাই প্রতিটা ট্রেড থেকে ভাল ফলাফল লাভের জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সঠিক বিশ্লেষণ করতে হবে । আর এক্ষেত্রে টেকনিকেল এনালাইসিসই হল প্রধান ।

PK_SHIKDER
2020-02-16, 04:27 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এনালাইসিস করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । যদি আমরা সঠিক নিয়মে ট্রেড মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারি তাহলে আমরা ট্রেডিং মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবো নতুবা আমরা কখনো ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবো না,,,,, তাই আমাদের উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা এবং মার্কেট এনালাইসিস সম্পর্কে ভালো ধারনা অর্জন করা,,,,,,, ধন্যবাদ ।

amreta
2020-02-18, 12:52 PM
্ট্রেড করার আগে কোন ধরনের এনালাইসিস করা ভাল ? ফরেক্স মার্কেটে লাভের ক্ষেত্রে এনালাইসিস কতটুকু গুরুত্ব বহন করে?

ডিয়ার মেম্বার মার্কেট করি নাই কেনঅকেনা হলে যাওয়ার এক্সপিরিয়েন্স পারেগাতোকে জাব তাক আপকে পাস না হলে জ্বর এক্সপেরিয়া স্নেহ গাআপনার নলেজ অর এক্সপেরিয়েন্স ওয়ালি ট্রেডিং করতে হবেওর আপকা বিবি এক আচ্ছা প্রফিট নেহি মিলেগাআগার আপ মার্কেট কো সমঝানা চাহাতে হেকপালে আপকো নলেজ অর এক্সপেরিয়েন্স না চাইলে মার্কেটকে হয়েছেআর আপনার ডেমোক্রাট বেবি বহত আচ্ছা প্রাক্টিস কিয়া হো

Rx100
2020-02-18, 01:56 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় ।

rakib.r
2020-02-18, 04:45 PM
ফরেক্সে নিজেকে টিকিয়ে রাখার জন্য এই এনালাইজ জিনিস টার কোন বিকল্প নাই। এনালাইজ করে বের করতে হবে যে আসলে কোন দিকে সেইফ মুভ হবে । কোন দিকে ট্রেড করলে আসলে লাভ বা লস হবে সেটা এই এনালাইজ থেকেই বুঝতে পারা যায় । তার মার্কেট এনালাইজের গুরুত্ব অনেক এটাকে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে

black-hill
2020-02-18, 05:55 PM
এনালাইসিস শব্দটার মাঝেই বোঝা যাই যে এইটার গুরুত্বপূর্ণ কতটুকু। যে কোন কাজে সফল হতে চাইলে প্রথমে এনালাইসিস এর বিকল্প নাই। কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যদি কোন কাজ শুরু করার আগে সেটির ভাল করে এনালাইসিস করা হয় তাহলে সেই কাজের সুফল এবং কুফল অনুমান করা যাবে। আর যদি মাকেটে এনালাইসিস না করা হয় তাহলে সেই মাকেটের সম্পর্কে কোন ধারণা হবে না ফলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা বেশি।

saraa
2020-02-26, 12:48 PM
আমি মনে করি যে কেবলমাত্র একটি সূত্র রয়েছে যার কারণে কোনও ব্যবসায়ী সফল হতে পারে যে কোনও ব্যবসায়ী এই ফরেক্স ট্রেডিং ব্যবসায় সম্পর্কে আরও বেশি করে জানার চেষ্টা করবে এবং ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে সর্বাধিক অনুশীলন করবে যাতে সে রিয়েল ট্রেড করার সর্বোচ্চ অভিজ্ঞতা অর্জন করে অ্যাকাউন্ট এবং এই ফরেক্স বাজারের একটি খুব ভাল ব্যবসায়ী হয়ে।

Sapna1212
2020-02-27, 01:24 AM
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা বাজারে বাণিজ্য করি তাই এতে বাণিজ্য করার জন্য আমাদের যতটা জ্ঞান অর্জন করা দরকার এটি যদি আমাদের জ্ঞান থাকে তবে আমরা বাণিজ্য করতে সক্ষম হব এবং আমরা বাণিজ্য করতে সক্ষম হব। আমাদের ভাল বাণিজ্য করা উচিত তাই আমরা লাভও চালিয়ে যাব

KF84
2020-04-28, 02:33 AM
আপনি কোন ট্রেড ওপেন করার আগে মার্কেট মুভমেন্ট এর একটি ভালো কার্যকরী বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজেটিভ হয় । আর যারা মার্কেট সম্পর্কে তেমন অভিজ্ঞ নন তারা ফরেক্সে ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড করলে ভাল হয় । এনালাইসিসের মাধ্যমে জানা যায় যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে । এর মাধ্যমে ট্রেড করা সহজ হয় । তাই এনালাইসিস এ বেশি গুরুত্ত দিন ।

martin
2020-04-30, 12:54 AM
মার্কেট এনালাইসিস ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করেন তাহলে আপনার লসে থাকার সম্ভবনা বেশি থাকবে। কারণ ফরেক্স মার্কেট সব সময় ট্রেড করার জন্য উপযোগী থাকে না। তাই সঠিকভাবে এনালাইসিস করাটা খুবই জরুরী। প্রত্যেকটি টাইম ফ্রেমে টাইম ফ্রেমের সময় অনুযায়ী কি পরিমাণ মার্কেট আপ ডাউন করেছে তা পরবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেট ট্রেড করার উপযোগী কিনা। এছাড়াও ব্রোকারের ইকনমিক ক্যালেন্ডার সেকশনের আপকামিং নিউজগুলি নিয়মিত অনুসরণ করা খুবই জরুরী। এতে মার্কেট এনালাইসিসে আপনার সুবিধা হবে। কারণ এখানে দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নিউজ প্রকাশিত হয় এবং মুদ্রার মুল্য ওঠা নামা একটি দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে।

Fxhuman
2020-04-30, 01:00 AM
আমি মনে করি ফরেক্স মার্কেট এনালাইসিস করাটা খুবই গরুত্বপূর্ণ কারন আপনি যদি ফরেক্স ট্রেড করেন তাহলে আপনাকে ফরেক্স এনালাইসিস করতে হবে।কারন মার্কেট এনালাইসিস করার পর আপনি অনেক ধারনা অর্জন করতে পারবেন।কারন মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনি অনেক কিছু বিষয়ে জানতে পারবেন।

smbiplob
2020-04-30, 05:17 PM
ফরেক্স মার্কেটে আপনি যত ভালো ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভালো প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না আপনার প্রত্যেকটি অর্ডার আর পেছনে একটি ভালো গবেষণা থাকতে হবে তখনই আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন ব্রোকারের ইকনমিক ক্যালেন্ডার সেকশনের আপকামিং নিউজগুলি নিয়মিত অনুসরণ করা খুবই জরুরী এতে মার্কেট এনালাইসিসে আপনার সুবিধা হবে কারণ এখানে দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নিউজ প্রকাশিত হয় এবং মুদ্রার মুল্য ওঠা নামা একটি দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে ।

zakia
2020-06-11, 06:08 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় । এই তিনপ্রকার এনালাইসিস ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে খুবই জরুরী। মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশী । কারণ মার্কেট যে কোন সময় যে কোন দিকে ট্রেন্ড করতে পারে । আর সেটা খোজ খবর না রেখে এ্যান্ট্রি দিলে লস ও হতে পারে।

Soh1952
2020-06-27, 09:48 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে সব বিষয়ে জানা জরুরি।আপনি যদি মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার চিন্তা করেন সেটা হবে আপনার বোকামী।ফরেক্স মার্কেট এ আজ পর্যন্ত এনালাইসিস না করে ট্রেড করে কেউ সফল হতে পারেনি।ফরেক্স মার্কেট এ আগে মার্কেট এর গতি আপনাকে বুঝতে হবে।লোভের তাড়নায় পড়ে ঝুঁকি নিয়ে কাজ করতে যাবেন না।যেহেতু ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রার বাজার কাজেই সেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ট্রেডারের ধারণা থাকতে হবে।মার্কেট এনালাইসিস করে কাজ করলে আপনি অবশ্যই সফল হবেন।

Mahmud1984fx
2020-06-27, 10:02 AM
আমার মনে হয় ফরেক্স ট্রেডিংয়ে ট্রেড করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেট এ্যানালাইসিস। অর্থাৎ এ্যান্ট্রি দেওয়ার আগে মার্কেট তথা ফান্ডামেন্টাল,টেক িক্যাল এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করতে হবে, তাছাড়া আপনাকে নিউজ আপডেট দেখতে হবে,ক্যান্ডেলস্টি গুলো বিভিন্ন টাইমফ্রেমসহ অন্যান্য বিষয়গুলো নিয়ে এ্যানালাইসিস করে নিতে হবে। এ্যান্ট্রি দেওয়ার পরে কত লাভে বা কত লসে ট্রেড ক্লোজ করবেন,সংশ্লিষ্ট প্রাইসে টেক প্রফিট ও সটপ লস সেট করতেও এ্যানালাইসিস করতে হয়। অর্থাৎ ফরেক্স বিজনেসটা হলো অনেকটা এ্যানালাইসিস নির্ভর । সবক্ষেত্রেই এ্যানালাইসিস করতে হয়।

konok
2020-06-27, 02:54 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় এনালাইসিস করে যে যত নিখুত ভাবে এনালাইসিস করতে পারে সে ফরেক্স মার্কেটে সফল ট্রেড করতে পারে। তিন ভাবে এনালাইসিস করা হয় টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডাম ন্টাল এনালাইসিস,সেন্টিম ন্টাল এনালাইসিস।এই তিন প্রকার এনালাইসিস করে আমাদের ট্রেড করতে হবে। এই এনালাইসিস দ্বারা আপনি ফলো করে ট্টেড করতে পারবেন দেখবন যে আপিনার কিছুটা হলেও লাভ হবে।

FREEDOM
2020-06-27, 02:59 PM
্ট্রেড করার আগে কোন ধরনের এনালাইসিস করা ভাল ? ফরেক্স মার্কেটে লাভের ক্ষেত্রে এনালাইসিস কতটুকু গুরুত্ব বহন করে?

ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট এনালাইসিস করেই ট্রেড করতে হবে । আমরা সাধারনত টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর বেজ করেই ট্রেড করে থাকি। তবে ফান্ডামেন্টাল এনালাইসিস ভালো করে বোঝা আমাদের পক্ষে অনেক কষ্টকর। তাই আমার মতে টেকনিক্যাল এনালাইসিস এর বিশেষ ফোকাস রাখা উচিত। আমরা যদি মার্কেটে ভালো টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করতে পারি তাহলেও ৮০% ট্রেডে প্রফিট করা সম্ভব হবে বলেই মনে করি।

DEARMUM100
2020-06-27, 06:48 PM
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য এনালাইসিস করার গুরুত্ব অপরিসীম। এনালাইসিস করে ট্রেড করা ভালো ও।এতে লসের ঝুকিঁ কম থাকে।ট্রেড করার জন্য সঠিক আউডিয়া দিতেও এনালাইসিস হেল্প করে।ফরেক্স মাকের্টে টিকে থাকার জন্য সবধরণের এনালাইসিস করা ভালোও।ফরেক্স মাকের্টে প্রফিট করার জন্য এনালাইসিস করা খুবই জরুরী।মাকের্ট এনালাইসিস করলে সঠিক ধারণা পাওয়া যায় আপডাউন সম্পর্কে।তাই প্রতিদিন এনালাইসিস করা দরকার।ভালো ফলাফল পাওয়ার জন্য এনালাইসিস করার বিকল্প কিছু নাই।

Hredy
2020-06-27, 07:49 PM
ফরেক্স মার্কেট এনালাইসিস করাটা খুবই গরুত্বপূর্ণ কারন আপনি যদি ফরেক্স ট্রেড করেন তাহলে আপনাকে ফরেক্স এনালাইসিস করতে হবে।কারন মার্কেট এনালাইসিস করার পর আপনি অনেক ধারনা অর্জন করতে পারবেন।কারন মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনি অনেক কিছু বিষয়ে জানতে পারবেন।

Hasinapx
2020-06-27, 07:56 PM
মার্কেট এ্যানালাইসিস তথা ফান্ডামেন্টাল,টেক িক্যাল এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিসগুলো যেমন ফরেক্স ট্রেডিংয়ের অবিচ্ছেদ্য অংশ তেমনি বিভিন্ন চার্ট টাইমফ্রেমসহ ,ট্রেন্ড লাইন এবং আপডেট নিউজ ইত্যাদি এ্যানালাইসিস করাও জরুরী। এ্যানালাইসিস ছাড়া ট্রেড করা একরকম অন্ধকারে ঢিল ছোড়ার মত। লাভও হতে পারে আবার লসও হতে পারে। এভাবে ফরেক্স ট্রেডিং করলে বেশীদিন টিকে থাকা যাবে না। সাময়িক লাভ হলেও এগুলো স্থায়ী নয়।

muslima
2020-06-28, 02:34 AM
আপনি যত আইডিয়া করতে থাকবেন ততবেশী কারেক্ট করতে পারবেন। তাই মার্কেট এনালাইসিস করার প্রয়োজন আছে। আর অতিরিক্ত এনালাইসিস কখনও করা ঠিক নয়। শুধু মাত্র চার্ট দেখবেন এবং ট্রেন্ড চেক করবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে ।

IFXmehedi
2020-06-28, 12:43 PM
্ট্রেড করার আগে কোন ধরনের এনালাইসিস করা ভাল ? ফরেক্স মার্কেটে লাভের ক্ষেত্রে এনালাইসিস কতটুকু গুরুত্ব বহন করে?

মার্কেট এনালাইসিস ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারি শুধুমাত্র মার্কেট এনালাইসিস এর দ্বারা । তাহলে বুঝতেই পারছেন ফরেক্স মার্কেটে এনালাইসিস এর গুরুত্ব কতটা! অ্যানালাইসিস ছাড়া আমরা এই মার্কেট এ কোন কিছু বুঝতে পারব না যার কারণে ট্রেড করলে আন্দাজে ট্রেড করতে হবে আর আন্দাজে ট্রেডিং করলে লাভ তো দূরের কথা লস কমতে কমতে শেষ হয়ে যাব আমরা । তাই ট্রেডিং করার পূর্বে খুব মনোযোগ সহকারে মার্কেট এনালাইসিস করুন ।

Sakib42
2020-06-28, 06:41 PM
এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা বাজারকে এত ভালভাবে বিশ্লেষণ করতে সময় নিই যে আমরা আমাদের ট্রেডগুলি সঠিকভাবে সম্পাদন করি এবং সময়ের সাথে সাথে জিনিসগুলি আমাদের কাছে সহজ হয়ে যায়, কারণ আমরা যখন বাজারের ভাল বিশ্লেষণ করতে ভাল হয়ে যাই তখন সঠিক ট্রেডগুলি কার্যকর করা তাই হয়ে যায় সহজ এবং উপার্জনযোগ্য অর্থ বেশিরভাগ সময় খুব সামঞ্জস্যপূর্ণ হয়। সুতরাং আমাদের সত্যিকার অর্থে আমাদের সময়কে যেভাবে বাজারের যথেষ্ট পরিমাণে বিশ্লেষণ করতে হবে তা শেখার এবং আয়ত্ত করার ক্ষেত্রে আমাদের বিনিয়োগ করা উচিত।

Mas26
2020-06-28, 06:47 PM
আমরাতো চাইলেই এমনিতে ট্রেড নিতে পারতাম কিন্ত আমরা যদি এমনিতে নিজের ইচ্ছামত বাই সেল করি দিই তবে বেশিরভাগ ক্ষেত্রেই লসের অধিক সম্ভাবনা থাকে ৤ আর কিছু সময় হয়তবা ভাগ্যোর জোরে কিছু প্রফিট করা যায় কিন্ত কোন ধরনের ধারাবাহিকতা থাকেনা ৤ তাই আমি মনে করি যে একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে টেকনিকেল এনলাইসিস করে নিতে হবে যাতে করে এটা নিশ্চিত হওয়া যায় যে মার্কেট আমাদের খুব বেশি বিপরীতে যাবেনা এবং গেলেও বেশি লস বহন করতে হবে না ৤

Hredy
2020-06-28, 07:24 PM
আপনার ট্রেড করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এনালাইসিস । আপনি যদি সঠিক এনালাইসিস করে একটি ট্রেড এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ঐ ট্রেড থেকে লাভ করতে পারবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে ।

mamunjd97
2020-06-28, 07:34 PM
মার্কেট এ্যানালাইসিস ছাড়া ফরেক্স ট্রেডিং করা অনেকটা আন্দাজে কাজ করার মত। আন্দাজে কাজ করলে যেমন সঠিক হতেও পারে আবার ভূলও হতে পারে। ভাল ফলাফল খুব বেশী আশা করা যায় না। তেমনি ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে বিভিন্ন বিষয় যেমন-ফান্ডামেন্টাল,টেক িক্যাল ,সেন্টিমেন্টাল ,বিভিন্ন চার্ট, আপডেট নিউজ ইত্যাদিসহ নানা রকম বিষয়গুলো নিয়ে এ্যানালাইসিস করে এ্যান্ট্রি দিতে হয়। মার্কেট এ্যানালাইসিস যত ভাল হবে ফলাফল তত ভাল আসবে।

jimislam
2020-08-14, 08:01 PM
হ্যা ভাই এখানে ট্রেডিং লাইফে আপনাকে জয়লাভ করতে হলে সবকিছু ভাল করে পর্যবেক্ষণ করতে হবে। যদি এটা সঠিভাবে না করতে পারেন তাহলে আপনি ভুল ডিরেকশনে আগাবেন, বার বার লস করবেন, একটার পর আরেকটা পদ্ধতি অবলম্বন করে কাজ করবেন তবুও কোন কূল কিনারা খুঁজে পাবেন না। আমরা আশা করি ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।

milu
2020-08-14, 11:27 PM
নতুন কোন ট্রেড করার পূর্বে টেকনিক্যাল এনালাইসিস করা বেশি জরুরি। কারন এ এনালাইসিস এর মাধ্যমে বুঝতে সহায়তা করে কারেন্সির প্রাইস বাড়বে না কমবে। কারন ইতিহাস বারবার প্রতিফলিত হয়। অর্থাৎ পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করি ভবিষ্যতেও তাই ঘটতে পারে।ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে তিন প্রকার এনালাইসিস করতে হবে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস এই প্রকার এনালাইসিস যারা সঠিক ভাবে করতে পারে তারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করতে পারে।

ABDUSSALAM2020
2020-08-14, 11:40 PM
একজন ফরেক্স ট্রেডার মার্কেটের টেকনিক্যাল এনালাইসি মাধ্যমে মুদ্রার দামের উপর নির্ভর করে তাকে ইনকাম করে পরিশ্রমের মাধ্যমে পরিবর্তন করে গড়ে তুলতে হবে।

FREEDOM
2020-10-30, 12:52 AM
মার্কেট এনালাইসিস জিনিস্টা খুব গুরুত্ত্বপূন্ন ,কেননা কোন একটা জিনিস না বুজে কাজ করলে লস হতে পারে টিক ফরেক্সকেও যদি এনালাইসিস না করে ট্রেড করে হয়তো ভাল ফলের চেয়ে খারাপ ফল বেশি হতে পারে,তাই সব সময় এনালাইসিস করেই কাজ করা দরকার।

Smd
2020-10-30, 06:34 AM
আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। সুতরাং আমরা যদি এর একটা ভাল দিক নির্নয় করতে পারি এবং যাবতীয় লোভ থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের অ্যানালাইসিসগুলো ভাল ফল দিবে।

FRK75
2020-10-30, 09:55 AM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস ।

Smd
2020-10-30, 10:49 AM
আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। সুতরাং আমরা যদি এর একটা ভাল দিক নির্নয় করতে পারি এবং যাবতীয় লোভ থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের অ্যানালাইসিসগুলো ভাল ফল দিবে।

Md.shohag
2020-10-30, 12:10 PM
আমি মনে করি ট্রেড করার আগে টেকনিকেল অ্যানালাইসিস করা একান্ত প্রয়োজন।কারণ এই ফরেক্স মার্কেটটাই হচ্ছে গাণিতিক ।সুতরাং আমরা যদি এর একটা ভাল দিক নির্নয় করতে পারি এবং যাবতীয় লোভ থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের অ্যানালাইসিসগুলো ভাল ফল দিবে।আর এর পাশাপাশি আমরা নিউজ অ্যানালাইসিস করে একটি ভাল ফলাফল পেতে পারি।

sss21
2020-10-30, 01:40 PM
মার্কেট সব সময় এ্যানালাইসিস করা দরকার ।এর কারণ হল মার্কেট কোন সময়ে কি অবস্থান নেয় তা সব সময় এ্যানালাইসিস করা দরকার । মার্কেট এ্যানালাইসিস করলে ট্রেডারগণ অবশ্যই সফলকাম হতে পারবে ।

Md.shohag
2020-10-30, 02:39 PM
মার্কেট সব সময় এ্যানালাইসিস করা দরকার ।এর কারণ হল মার্কেট কোন সময়ে কি অবস্থান নেয় তা সব সময় এ্যানালাইসিস করা দরকার । মার্কেট এ্যানালাইসিস করলে ট্রেডারগণ অবশ্যই সফলকাম হতে পারবে ।

Fahmida1
2020-10-30, 02:59 PM
ফরেক্স মার্কেটে এনালাইসিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এনালাইসিস তিন ধরনের। টেকনিকেল, ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস। এনালাইসিস কোনটায় কম নয়। তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। তবে টেকনিকেল ও ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হলে অবশ্যই এনালাইসিস এর প্রতি গুরুত্ব দিতে হবে। কিভাবে এনালাইসিস করলে লস ঠেকানো যাবে, লাভবান হওয়া যাবে তা এনালাইসিস এর মাধ্যমে জানা যায়।

Smd
2020-10-30, 03:34 PM
আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। সুতরাং আমরা যদি এর একটা ভাল দিক নির্নয় করতে পারি এবং যাবতীয় লোভ থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের অ্যানালাইসিসগুলো ভাল ফল দিবে।

EmonFX
2020-10-30, 03:43 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।মার্কেট এনালাইসিস না করে কোনো অবস্থাতেই ট্রেড নেয়া উচিত নয়। আমরা ফরেক্স মার্কেটে সাধারনতো তিন ধরনের এনালাইসিস দেখি। এর একটি অন্যটির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। একটি কে বাদ দিয়ে অন্যটি গুরুত্বহীন। তিন ধরনের এনালাইসিস হলোঃ-
>টেকনিক্যাল এনালাইসিস
>ফান্ডামেন্টাল এনালাইসিস
>সেন্টিমেন্টাল এনালাইসিস

আমরা অনেক সময় দিধা দ্বন্দ্বে পড়ে যাই আসলে আমরা কোন ধরনের এনালাইসিস ফলো করবো। আমি মনে করি তিন ধরনের এনালাইসিস করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এখন বাই নিবেন নাকি সেল নিবেন।
ফরেক্স কে আপনি একটা ক্রিকেট ম্যাচের সাথে তুলনা করতে পারেন। ক্রিকেটে জয় লাভ করার জন্য তিনটি জিনিস দরকার, ১। ভালো ব্যাটিং ২। ভালো বলিং এবং ৩। ভালো ফিল্ডিং। এখন জয়লাভ করার জন্য দরকার ব্যাটিং, বলিং ও ফিল্ডিং। দেখা গেলো একটি দল অনেক ভালো ব্যাটিং করলো বাট ভালো বলিং করতে পারলো না তাহলে ঐ দলের জয়লাভ করার সম্ভাবনা কতোটুকু। আমি বলবো খুবই কম। আবার দেখা গেলো ভালো ব্যাটিং ও বলিং করলো বাট ভালো ফিল্ডিং দিতে পারলো না। তাহলেও জয়ের সম্ভাবনা কতোটুকু, খুবই কম। দেখা যায় জয়ের দ্বারপ্রান্তে দড়িয়েও একটি বাঝে ফিল্ডিং এর জন্য দল হেরে গেলো। তাই কোন কিছুতে ভালো করতে হলে সকল ইউনিটকে একসাথে পারফর্মেন্স করতে হবে।

অনুরুপ ভাবে ফরেক্সে সফলতার জন্যও সকল ধরনের এনালাইসিস করে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। অন্যথায় আপনি মাঝে মাঝে সফলতা পেলেও তাকে সামগ্রিক সফলতা বলা যায় না। টেকনিক্যাল অফ ফান্ডামেন্টাল এনালাইসিস এর সাথে নিজের সেন্টিমেন্টের সংমিশ্রণ করে ট্রেড নিতে হবে।

DreamFX
2020-10-30, 04:12 PM
ফরেক্স মার্কেট টি এমন একটি ব্যবসা যেখানে টিকে থাকা টা খুবি কঠিন। ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে সব ধরনের এনালাসিস করতে হবে। ফান্টামেন্টাল অ্যানালাইসিস, টেকনিকেল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এই তিন ধরনের অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটির মধ্যে একটির অভাব হলে অন্য দুটি ও অচল হবে।

JoyantyThakur71
2020-10-30, 05:02 PM
ট্রেড করার পূর্বে মার্কেট সঠিকভাবে এনালাইসিস করা জরুরী। আপনার ট্রেড লস করবে নাকি লাভ করবে এনালাইসিস এর উপর নির্ভর করে। এর মাধ্যমে ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের পূর্বে প্রাইস কেমন ছিল, বর্তমানে কত আছে এবং ভবিষ্যতে কত হতে পারে এটা জানা যায়। ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস প্রচলিত। যথা; ১. টেকনিক্যাল এনালাইসিস, ২. ফান্ডামেন্টাল এনালাইসিস, ও ৩. সেন্টিমেন্টাল এনালাইসিস।

১.টেকনিক্যাল এনালাইসিস: ক্যান্ডেলস্টিক চার্টের মাধ্যমে এই এনালাইসিস করা হয়। কোন কারেন্সি পেয়ারের প্রাইস পূর্বে কত ছিল এবং বর্তমানে কত আছে এটার উপর নির্ভর করেই মূলত এই এনালাইসিস করা হয়। এটা একটি জনপ্রিয় এনালাইসিস। তবে এটা পূর্ণাঙ্গ এনালাইসিস নয়। পূর্ণাঙ্গ অ্যানালাইসিসের জন্য
এই এনালাইসিস এর পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস এর প্রয়োজন হয়।

২. ফান্ডামেন্টাল এনালাইসিস: ফরেক্স মার্কেটের কারেন্সির প্রাইস মূলত দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ইত্যাদি অবস্থার উপর নির্ভর করে ওঠানামা করে। এই বিষয়গুলোর উপর নির্ভর করে ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডার সেকশনে ফরেক্স নিউজ প্রকাশিত হয়। এই নিউজ এনালাইসিস করলেই বোঝা যায় যে ভবিষ্যতে কোন পেয়ারের প্রাইস বাড়বে না কমবে। এনালাইসিসগুলির মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিসের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি এবং বড় বড় এনালাইজার মূলত এই এনালাইসিস এর উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
৩.সেন্টিমেন্টাল এনালাইসিস: ফরেক্স মার্কেটে যারা দীর্ঘদিন ধরে ট্রেড করে আসছেন তারা তাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে যে এনালাইসিস করে থাকেন একে সেন্টিমেন্টাল এনালাইসিস বলে।
পরিশেষে বলা যায় একটা এনালাইসিস আরেকটা এনালাইসিস এর পরিপূরক। টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে যেমন মার্কেটের পূর্বের এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায় অন্যদিকে সেন্টিমেন্টাল এনালাইসিসের মাধ্যমে ভবিষ্যতে মার্কেটের অবস্থা কেমন হতে পারে সেটা জানা যায়। সুতরাং প্রত্যেক এনালাইসিস এর প্রতি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।

Smd
2020-10-30, 05:58 PM
আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। সুতরাং আমরা যদি এর একটা ভাল দিক নির্নয় করতে পারি এবং যাবতীয় লোভ থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের অ্যানালাইসিসগুলো ভাল ফল দিবে।

Sid
2020-11-18, 02:47 PM
ফরেক্স মার্কেট এনালাইসিস করাটা খুবই গরুত্বপূর্ণ কারন আপনি যদি ফরেক্স ট্রেড করেন তাহলে আপনাকে ফরেক্স এনালাইসিস করতে হবে।কারন মার্কেট এনালাইসিস করার পর আপনি অনেক ধারনা অর্জন করতে পারবেন।কারন মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনি অনেক কিছু বিষয়ে জানতে পারবেন।

Tariq
2020-11-18, 02:54 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় এনালাইসিস করে যে যত নিখুত ভাবে এনালাইসিস করতে পারে সে ফরেক্স মার্কেটে সফল ট্রেড করতে পারে। তিন ভাবে এনালাইসিস করা হয় টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডাম ন্টাল এনালাইসিস,সেন্টিম ন্টাল এনালাইসিস।এই তিন প্রকার এনালাইসিস করে আমাদের ট্রেড করতে হবে।

micky1212
2020-11-18, 03:16 PM
ফরেক্স এক্সচেঞ্জিংয়ে মার্কেট পরীক্ষাটি তাৎপর্যপূর্ণ, যেহেতু মনে করে আপনি কোনও নির্দিষ্ট কিছু বুঝতে পারছেন না, আপনি হেরে যেতে পারেন। আপনি তদন্ত ছাড়াই ফরেক্স বিনিময় ইভেন্টে, আপনি দুর্দান্ত ফলাফলের চেয়ে আরও ভয়াবহ ফলাফল পেতে পারেন, তাই আমি ফরেক্স মার্কেটে প্রবেশকারী ব্যক্তিদের একটি শালীন পরীক্ষা করবো বলে বলব যাতে দুর্দান্ত দিকটি আরও থাকে।

SHARIFfx
2020-11-18, 03:47 PM
মারকেট এনালাইসিস ৩ প্রকার। টেকনিক্যাল, ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্টাল। প্রায় ৯৫% ট্রেডার লস করে থাকেন সেন্টিমেন্টাল এনালাইসিস ভালো না পারার কারনে। তাই সময় থাকতে সেন্টিমেন্টাল এনালাইসিস এ নজর দিন। নিজেকে ঠিক করুন। দক্ষতার বিকল্প নাই। তাই লোভ না করে মানিমেনেজমান্ট করে প্রফিট বের করুন।

OLIYOURRAHMAN2021
2020-11-18, 04:52 PM
এনালাইসিস ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা একজন ট্রেডার এর অসম্ভব। টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এই দুটি এনালাইসিস থে ফরেক্স মার্কেটের মূল ভিত্তি বলা হয়। এনালাইসিস ছাড়া ফরেক্স মার্কেটে কাজ করলে নিজের অ্যাকাউন্ট খুব রিক্সের মধ্যে থাকে এমনকি জিরো হয়ে যেতে পারে। এনালাইসিস করে ফরেক্স মার্কেটে একজন ফরেক্স ট্রেডারের গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই সকল ট্রেডার এর এনালাইসিস সম্পর্কে প্রয়োজনীয় ধারণা থাকা অবশ্যক।

Smd
2020-11-18, 04:57 PM
সঠিক এনালাইসিস করে একটি ট্রেড এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ঐ ট্রেড থেকে লাভ করতে পারবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । সুতরাং আমরা যদি এর একটা ভাল দিক নির্নয় করতে পারি এবং যাবতীয় লোভ থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের অ্যানালাইসিসগুলো ভাল ফল দিবে।

zakia
2020-11-19, 08:12 PM
আমি সাধারনত আগে টেকনিক্যাল এনালাইসিস করে থাকি। তারপর ফান্ডামেন্টাল এর দিকে নজর দেই। আমি বিভিন্ন সাইট এ যেয়ে দেখে কোন দেশের কারনেসির অবস্থা কি রকম। সেই অবস্থার উপর ভিত্তি করে মারকেত এ ট্রেড নিয়ে থাকি। আমার মতে ফরেক্স এ ভালো প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস করে তাই ফরেক্স এ ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেট কোন অবস্হায় আছে কি অবস্হায় আছে সেটা দেখে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করা।এজন্য ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে জানতে হবে মার্কেট এনালাইসিস কি কিভাবে মার্কেট এনালাইসিস করতে হবে।

FRK75
2021-07-01, 09:53 PM
এনালাইসিস করে একটি ট্রেড এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ঐ ট্রেড থেকে লাভ করতে পারবেন । আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে ।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।

Smd
2021-09-28, 11:26 PM
আপনি যদি কোন রকম এনালাইসিস ছাড়া ট্রেড করে তাহলে আপনি অনেক লস এর সম্মুখীন হতে পারেন । আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না।

Starship
2021-09-29, 10:09 PM
ট্রেড করার জন্য আমরা সাধারণত তিন ধরনের এনালাইসিস করে থাকি। এই তিন ধরনের এনালাইসিস প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ। কোনটাকে তুচ্ছ করে দেখার কোন অপশন নেই। এজন্য আমাদের প্রতিটি এনালাইসিস করার মাধ্যমে ট্রেড সিদ্ধান্ত নিতে হবে যদি প্রফিট করতে চান। আমি সাধারণত ট্রিট করার পূর্বে টেকনিক্যাল এনালাইসিস করে থাকি পাশাপাশি নিউজ ফলাফলের মাধ্যমে ফান্ডামেন্টাল এনালাইসিস করে সিদ্ধান্ত নেই। আশাকরি পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে এনালাইসিস করে সঠিক সিদ্ধান্ত নিতে পারব।

FRK75
2021-12-11, 11:49 AM
ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়।

FRK75
2022-02-22, 09:35 AM
ট্রেডিং লাইফে আপনাকে জয়লাভ করতে হলে সবকিছু ভাল করে পর্যবেক্ষণ করতে হবে। যদি এটা সঠিভাবে না করতে পারেন তাহলে আপনি ভুল ডিরেকশনে আগাবেন, বার বার লস করবেন, একটার পর আরেকটা পদ্ধতি অবলম্বন করে কাজ করবেন তবুও কোন কূল কিনারা খুঁজে পাবেন না। তাই আমার পরামর্শ হলো আপনি যে সিস্টেমের বেসিসে ট্রেড করছেন সেটাকে একটু উন্নত করে সামনে এগিয়ে যান, আর এর জন্য প্রয়োজন হবে নিখুঁদ/ সঠিকভাবে এ্যানালাইসিসের।

FREEDOM
2022-05-27, 02:53 PM
ফরেক্স মার্কেট এনালাইসিস করাটা খুবই গরুত্বপূর্ণ কারন আপনি যদি ফরেক্স ট্রেড করেন তাহলে আপনাকে ফরেক্স এনালাইসিস করতে হবে।কারন মার্কেট এনালাইসিস করার পর আপনি অনেক ধারনা অর্জন করতে পারবেন।কারন মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনি অনেক কিছু বিষয়ে জানতে পারবেন।

samun
2022-06-07, 11:25 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এনালাইসিস করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । যদি আমরা সঠিক নিয়মে ট্রেড মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারি তাহলে আমরা ট্রেডিং মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবো। যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করেন তাহলে আপনার লসে থাকার সম্ভবনা বেশি থাকবে। কারণ ফরেক্স মার্কেট সব সময় ট্রেড করার জন্য উপযোগী থাকে না। তাই সঠিকভাবে এনালাইসিস করাটা খুবই জরুরী। প্রত্যেকটি টাইম ফ্রেমে টাইম ফ্রেমের সময় অনুযায়ী কি পরিমাণ মার্কেট আপ ডাউন করেছে তা পরবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেট ট্রেড করার উপযোগী কিনা। কোন দিকে ট্রেড করলে আসলে লাভ বা লস হবে সেটা এই এনালাইজ থেকেই বুঝতে পারা যায় । তার মার্কেট এনালাইজের গুরুত্ব অনেক এটাকে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে

samun
2022-06-07, 11:27 PM
যদি ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত লাভ করতে চান তবে আপনাকে অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড করকরকে হবে। কেননা অ্যানালাইসিস ছাড়া সঠিকভাবে সবসময়ই ট্রেড নেওয়া যায়না।তাই প্রতিটি ট্রেড ওপেনের পূর্বে ভালোভাবে ফান্ডামেন্টাল এবং টেকিনিকাল অ্যানালাইসিস করে নিতে হবে। এনালাইসিস না করে ট্রেড নিলে আমাদের ট্রেড এ ভুল বা লস হতে পারে। অব্যশ্য ফরেক্স এ ভুল এনালাইসিস হলে ট্রেড এ লস হবে এটা স্বাভাবিক। আর এনালাইসিস ভালো ভাবে না করলে আমরা লসেই পরে থাকব। ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যে যত ভাল ফরেক্স মার্কেট এনালাইসিস করতে পারে সে তত বেশি ফরেক্স মার্কেট থেকে বেশি পিপ্স লাভ করতে পারে তাই আপনি যদি ভাল ট্রেড করতে পারেন তা হলে বেশি পিপ্স লাভ করতে চাইলে আপনাকে ভাল করে ফরেক্স মার্কেট এনালাইসিস শিখতে পারেন তা হলে ভাল হবে

FRK75
2023-02-21, 07:38 PM
মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না ।ভাল ভাবে এনা লাইসিস করে ট্রেড ওপেন করা উচিত আর ফরেক্স মার্কেটের কোন পেয়ারের এনালাইসিস করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে একটা হল ফান্ডামেন্টাল এনালাইসিস আর একটা টেকনিকাল এনালাইসিস তবে ট্রেড ওপেন করার পুর্বে দুইভাবেই মার্কেট বিশ্লেষন করা উচিৎ এই এনালাইসিস দ্বারা আপনি ফলো করে ট্টেড করতে পারবেন দেখবন যে আপিনার কিছুটা হলেও লাভ হবে।ফরেক্সের ক্ষেত্রে খুব গুরত্বপূর্ন কারন কেঊ যদি এনালাইসিস ছাড়া ট্রেড করে তবে সেখান থেকে লাভ হওয়া সম্ভাবনা খুবই কম বরং লস করার ঝুকি বেশি তাকে, তাই শুধু মার্কেট এনালাইসিস না সাথে টেকনিক্যাল এনালািসিস করাও জরুরী, কারন এসবের মাধ্যমে কোন দেশের মুদ্রার তাৎক্ষনিক অবস্থা সমন্ধে ধারনা লাভ করা যাবে,এছাড়া আপডেট নিউজ গুলো এনালাইসিসি করতে পারেন,যার ফলে ট্রেড করা সহজ হবে,তাই বলব যদি ফরেক্স থেকে ভাল ফল আসা করেন তা হলে এনালাইসিস এর কোন বিকল্প না,প্রতিদিন রূটিন মাফিক এনালাইসিস করতে হবে।

Smd
2023-02-21, 09:57 PM
ভাল ভাবে এনা লাইসিস করে ট্রেড ওপেন করা উচিত আর ফরেক্স মার্কেটের কোন পেয়ারের এনালাইসিস করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে একটা হল ফান্ডামেন্টাল এনালাইসিস আর একটা টেকনিকাল এনালাইসিস তবে ট্রেড ওপেন করার পুর্বে দুইভাবেই মার্কেট বিশ্লেষন করা উচিৎ এই এনালাইসিস দ্বারা আপনি ফলো করে ট্টেড করতে পারবেন। তাই শুধু মার্কেট এনালাইসিস না সাথে টেকনিক্যাল এনালািসিস করাও জরুরী, কারন এসবের মাধ্যমে কোন দেশের মুদ্রার তাৎক্ষনিক অবস্থা সমন্ধে ধারনা লাভ করা যাবে,এছাড়া আপডেট নিউজ গুলো এনালাইসিসি করতে পারেন,যার ফলে ট্রেড করা সহজ হবে,তাই বলব যদি ফরেক্স থেকে ভাল ফল আসা করেন তা হলে এনালাইসিস এর কোন বিকল্প নেই।

SkAbdullahaAlMamun464893
2023-02-22, 09:39 PM
ফরেক্স মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান তাহলে অবশ্যই ভালো দক্ষ ও অভিজ্ঞ হতে হবে এর পাশাপাশি মার্কেট সেহেতু ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে পারা। যদি আপনি মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে পারেন তাহলে মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে আমি মনে করি। না হলে এখানে কোন মূল্য নাই

FRK75
2023-08-10, 04:11 PM
ভাই এখানে ট্রেডিং লাইফে আপনাকে জয়লাভ করতে হলে সবকিছু ভাল করে পর্যবেক্ষণ করতে হবে। যদি এটা সঠিভাবে না করতে পারেন তাহলে আপনি ভুল ডিরেকশনে আগাবেন, বার বার লস করবেন, একটার পর আরেকটা পদ্ধতি অবলম্বন করে কাজ করবেন তবুও কোন কূল কিনারা খুঁজে পাবেন না। তাই আমার পরামর্শ হলো আপনি যে সিস্টেমের বেসিসে ট্রেড করছেন সেটাকে একটু উন্নত করে সামনে এগিয়ে যান, আর এর জন্য প্রয়োজন হবে নিখুঁদ/ সঠিকভাবে এ্যানালাইসিসের।ফ েক্সে টিকে থাকার জন্য এবং ফরেক্সে ট্রেড করতে হলে এবং লাভ করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস জানা খুবই জরুরি। ফরেক্সে মার্কেট এ আপনি ট্রেড করার আগে বিভিন্ন নিউজ পড়বেন এবং কারেন্সির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস করে নিয়ে ট্রেড করলে আপনি ভাল কওছু করতে পারবেন। মুলত ট্রেড করার পূর্বে মার্কেটে বিগত বর্তমান এবং ভবিষ্যত অনুসন্ধান করাকে মার্কেট এনালাইসিস বলে।তবে এর কিছু পদ্ধতি রয়েছে সেগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে।এ্যানালাইসিস ফরেক্স মার্কেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং এটাকে বাদ দিয়ে কখনো কিছু করা বা করতে যাওয়া মোটেই উচিত নয়। কারন এই এ্যানালাইসিস মার্কেটে আপনার অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করবে। সুতরাং ভুল করেও এ্যানালাইসিস ব্যতিত কখনও কারও টেডে যাওয়া মোটেই উচিত হবে না।