PDA

View Full Version : ইউরো ইউএসডি পেয়ার এই মাসে ভোলাটিলিটি কেন õ



Harun1650
2015-11-04, 09:21 PM
আমি ফরেক্স মার্কেট এ অনেক দিন যাবত ট্রেড করে আসতেছি কিন্তু এই মাসে ফরেক্স মার্কেট এর ইউরো ইউএসডি পেয়ার অনেক বেশি ভোলাটিলিটি হয়ে গেছে এই পেয়ার এক দিনে ১০০ পিপ এর বেশি উঠানামা করেছে । এই রকম কয়েকমাসের মধ্যে আমি এই মাসে দেখতে পেয়েছি। কেউ কি এর সঠিক রিজন বলতে পারেন কেন এটা এত বেশি নিচের দিকে নামছে? অভিজ্ঞরা মতামত দিবেন।

maziz6989
2015-11-22, 10:38 PM
আসলে নভেম্বর ডিসেম্বর মাসে ফরেক্স মার্কেট এ আমার মত কিছু ছেচড়া ট্রেডার ছাড়া কেউ একটা উপস্থিত থাকেনা কেননা এই দুটো মাস কে বলা হয় আনপ্রেডিকটেবল মাস। কেননা সব বড় বড় আর্থিক প্রতিষ্টান তাদের হিসাব গুটিয়ে লাভ লসের হিসাব করে তাই মার্কেট এ লিকুইডিটি সংকট থাকে। তবে এই সপ্তাহে ডলার কিছুটা দুর্বল থাকতে পারে তাই ইউরো পুলব্যাক করতে পারে। ইউরো এত পতনের কারণ ডলার যে কোন সময়ের তুলনায় খুব বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।

sharifulbaf
2016-01-15, 09:09 AM
ফরেক্স মার্কেট এ ফরেক্স নিউজ প্রকাশের কারনে ফরেক্স মার্কেট অনেক ভোলাট্যালিটি হয়ে যায়,তাই আমাদের ফরেক্স মার্কেট এর কারেন্সি নিউজের সময় ট্রেডিং করা হতে বিরত থাকতে হবে তাহলে আমাদের অনেক প্রফিট হবে তার জন্য আমাদের এই ফরেক্স মার্কেট এর ভোলাট্যালিটি থেকে রক্ষা পাব।

Marufa
2016-02-27, 12:06 PM
আসলে ইউরো ইউএসডি এমন একটি পেয়ার যেখানে সব সময়ই মার্কেট ভলাটিলিটি অত্যন্ত বেশি থাকে । মার্কেট ভলাটিলিটি বেশির থাকার অন্যতম একটি কারন হচ্ছে বেশিরভাগ ট্রেডার এই পেয়ার এ ট্রেড করে থাকে । তবে এ জন্যই এই পেয়ার এ অনেক সময় কোন এনালাইসিস ই কাজে লাগে না । তাই সব সময় সচেতন থাকতে হবে ।

basaki
2016-02-27, 03:18 PM
আসলে সব সময়ে সব কিছু একই রকম থাকে না। তাই সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে থাকে তাই আমি মনে করি ইউরো ইউএসডির এই রকম পরিবর্তন হচ্ছে তবে আপনি যদি ভাল করে বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি এই মার্কেটেই অনেক লাভ করতে পারবেন।

Mamun13
2017-05-16, 09:47 PM
আসলে এই ধরণের পোষ্ট গুলোর জন্য আলাদা সেকশন যেমন "লাইভ ট্রেডিং নিয়ে আলোচনা" রয়েছে৷সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে৷আমরা যদি সেকশন অনুসারে পোষ্ট লেখি তাহলে ফোরামের স্বার্থকতা ও পরিবেশ অনেক মানসম্মত থাকবে৷

uzzal05
2017-06-15, 09:53 PM
ফরেক্স এ এই দুইটা কারন্সি খুব মুভ করে। ফরেক্স এ যত বেশি মার্কেট মুভ করবে ততই আমাদের লাভ হওয়ার সম্ভবনা বেশি। যে ্পেয়ার যত মুভ করে সেই পেয়ায় স্টপ লস ও হট করতে পারে। আমি মূলত যেটি বেশি মুব করে সেই কারন্সির দিকে নজর বেশি দেই।

RUBEL MIAH
2017-06-30, 03:46 PM
বড় বড় আর্থিক প্রতিষ্টান তাদের হিসাব গুটিয়ে লাভ লসের হিসাব করে তাই মার্কেট এ লিকুইডিটি সংকট থাকে। তবে এই সপ্তাহে ডলার কিছুটা দুর্বল থাকতে পারে তাই ইউরো পুলব্যাক করতে পারে। ইউরো এত পতনের কারণ ডলার যে কোন সময়ের তুলনায় খুব বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।

01797733223
2018-01-07, 05:55 PM
ভাই মার্কেটে ভোলাটিলিটি বেড়ে যাওয়ার অনেকগুলো কারন হতে পারে। এর মধ্যে অন্যতম কারন হল মার্কেটে যদি বায়ার কিংবা সেলারের উপস্থিতি বেশি হওয়ার কারনে ট্রেডের পরিমানও স্বাভাবিক ভাবে বেড়ে যাবে। দ্বিতীয়ত বছরের শেষের দিকে সবকিছু ক্লোজিং এর একটা ব্যপার আছে আর তাছাড়া অন্যান্য পেয়ারগুলোর তুলনায় ইউরো ইউএসডি মার্কেট একটু বেশি মুভমেন্ট সবসময় লক্ষ করা যায়।

samun
2021-07-27, 05:06 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার অনেক বিষয় সম্পর্কে আমি এখনো অবগত নই এবং সকল বিষয় সম্পর্কে জানার জন্য আমি ফোরামে সকল পোষ্ট পড়ে থাকে এতে করে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দক্ষতা জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ট্রেডিং ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এজন্য সকল অভিজ্ঞদের মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি