PDA

View Full Version : শর্ট ট্রেড নাকি লং ট্রেড?



Alif777
2015-11-12, 01:53 AM
আপনি ফরেক্সে শর্টটাইম ট্রেড করেন নাকি লংটাইম ট্রেড করেন। নতুনদের জন্য কোন স্টাইলে ট্রেড করা উচিৎ বলে আপনি মনে করেন? দয়াকরে শেয়ার করে সবাইকে জানান।

maziz6989
2015-11-22, 06:33 PM
যারা নতুন ট্রেডার তাদের উচিত শর্ট লং এর চক্করে না পড়ে মোটামুটি পজিশন ট্রেডিং জিনিসটা বুজা এবং যদি সম্ভব হয় ডে ট্রেডার হওয়া। নতুনদের অত ধৈর্য নেই দিনের পর দিন একটা ট্রেড নিয়ে বসে থাকার। তাই আমার মনে হয় নতুনদের জন্য এর থেকে ভাল পরামর্শ হতে পারে না।

sharifulbaf
2015-12-27, 06:05 PM
ফরেক্স মার্কেট এ আমরা দুই ধরনের ট্রেড করে থাকি,অনেকে লং ট্রেড করে,আবার অনেকে শর্ট ট্রেড করে,তাই আমি লং ট্রেড করি,লং টাইম ফ্রেম দেখে অনেক সময় যদি মনেকরি শর্ট টাইম এ শর্ট ট্রেড করে প্রফিট করা যাবে সে ক্ষেত্রে শর্ট ট্রেড করি,।

Marufa
2015-12-27, 06:07 PM
আমি শর্ট টাইম ট্রেড করি আবার মাঝে মাঝে লং টাইম ট্রেড ও করি । এটা নির্ভর করে ট্রেডের ধরনের উপর । যখন যেটা লাভবান মনে করি সেটাই করার চেষ্টা করি । কারন মার্কেট কখন কোন দিকে মুভ করবে কেউ বলতে পারে না ।

HKProduction
2015-12-27, 06:13 PM
আমি প্রথম থেকেই সুইং ট্রেড করি। মাঝে মাঝে স্কাল্পিং করি। নতুন ট্রেডারদের জন্য লং ট্রেড খুবই বিরক্তিকর। এতে তারা মার্কেটের কিছুই বুঝবে না। ডেমোতে শর্ট ট্রেড করলে তারা ধীরে ধীরে লং টার্ম ট্রেডের মূল্য উপলব্ধি করতে পারবে। এভাবে তারা মার্কেটে থাকার আন্ন্দটুকু উপভোগ করতে পারবে।

Selim BU
2015-12-27, 07:51 PM
ফরেক্স মার্কেটে ট্রেড দুই ধরনের। এক হলো শর্ট টাইম ট্রেড আর দ্বিতীয়টা হলো লং টাইম ট্রেড। শর্ট টাইম ট্রেড হলো অল্প সময়ে প্রফিট করেই ট্রেড ক্লোজ করে দেয়া। কিন্তু লং টাইম ট্রেড হলো দীর্ঘ সময় ধরে ট্রেড রাখা। এতে এক ট্রেডেই অঙ্ক প্রফিট নেয়। আমি লং ট্রেড কেই সমর্থন করি মূলত।

rafiqfx619
2015-12-27, 08:08 PM
আমি প্রথম দিকে শর্ট ট্রেড করতাম। এতে আমার কিছু লাভ হত, কিন্তু হঠাত লস হলে অনেক বেশী হত। শেষে দেখলাম আমার লসই হচ্ছে। তাই আমি এখন লং ট্রেড করি। তাছাড়া বড় ট্রেডাররা প্রায় সবাই লং ট্রেড করেন। তাই লং ট্রেড করাই ভালো।

force22
2016-03-14, 08:30 PM
আমার জানা মতে যারা খুব অভিজ্ঞ ট্রেডার তারা স্ক্যাল্পিং বা শরট টাইমে ট্রেড করে সফলতা পেয়ে থাকেন।আর যারা নতুন তাদের জন্য আমার মতে হাইয়ার টাইম ফ্রেম ভালো হবে। কারন হাইয়ার টাইম ফ্রেমে সহজেই মারকেট ট্রেন্ড বুঝে এন্ট্রি দেওয়া যায়।

Realifat
2016-03-14, 08:33 PM
আমি লং টার্মে ট্রেডিং করে থাকি।এতে করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করাটা সহজ হয়।কারন দিনের মধ্যে একটা ট্রেড করলে চিন্তাভাবনা করে ট্রেড করা হয় এবং সেটা ভালো হবে সেটা স্বাভাবিক। নতুনদের উচিত লং টার্মে ট্রেড করে যাওয়া।কারন লং ট্রেড করলে একটা সময় মার্কেটের উঠানামায় প্রফিট হতে পারে।তাই আমার মতে নতুনদের লং টার্মে ট্রেড করাই ভালো।

RUBEL MIAH
2016-12-23, 08:25 PM
শর্ট ট্রেড করলে আমরা লসে পড়ে যেতে পারি । কারণ শর্ট ট্রেডের মাধ্যমে আমরা কিছু স্বাভাবিক আয় করতে পারি কিন্তু স্থায়ীত্বের অায়ের জন্য আমাদের লং ট্রেড করা প্রয়োজন । অবশ্যই আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আমরা সব সময় লং ট্রেড করার পক্ষপাত্বি হব ।

ONLINE IT
2016-12-24, 07:12 PM
আপনি লং ট্রেড করবেন নাকি শর্ট ট্রেড করবেন তা নির্ভর করে আপনার এ্যানালাইসিসের উপর। আপনি যদি টেকনিক্যাল এ্যানালাইসিস করে থাকেন তাহলে অবশ্যই আপনি শর্ট ট্রেড করবেন। আর যদি আপনি ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ভাল ভাবে বুঝতে পারেন এবং করে থাকেন তাহলে আপনার জন্য লং ট্রেড। মুলত লং ট্রেডের জন্য আপনার বেশি ব্যালেন্স এর প্রয়োজন হয়ে থাকে। একটি ট্রেড ওপেন করে আপনাকে 1 সপ্তাহ বা তারও বেশি সময় অপেক্ষা করতে হতে পারে লাভের জন্য।

nazib72
2016-12-24, 07:34 PM
ফরেক্স এ প্রফিট করার জন্য ট্রেড এর ধরন খুবি গুরুত্ত্বপূর্ন।তবে ট্রেডার যদি দক্ষ হন টাহলে লং বা শর্ট যাই হোক না কেনো নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে প্রফিট করাযাবে।তাই ট্রেড এর ধরন প্রফিটের পরিমান নির্ধারনের আগে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে প্রমান করাটা বেশি গুরুত্ত্বপূর্ন।

vampire
2016-12-24, 11:35 PM
ফরেক্স মার্কেটে নতুন দের জন্য সব সময় ভাল লং টাইমের ট্রেড করা উচিত ।এতে লসের ঝুকি কম থাকে কিন্তু শর্ট টাইমের ট্রেড করলে ঐ ট্রেডে লসের পরিমান অনেকাংশে বেড়ে যাই।

md noor hasan
2017-01-27, 10:22 AM
শর্ট ট্রেড আমার কাছে খুবই ঝুকিপূর্ন বলে মনে হয় কারন কারণ শর্ট ট্রেডের মাধ্যমে আমরা কিছু স্বাভাবিক আয় করতে পারি কিন্তু স্থায়ীত্বের অায়ের জন্য আমাদের লং ট্রেড করা প্রয়োজন । অবশ্যই আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আমরা সব সময় লং ট্রেড করার পক্ষপাত্বি হব ।

tumtumtum
2017-01-27, 01:55 PM
আমি একজন নতুন ট্রেডার । আমি ডেমো তে ট্রেড করি। আমি যখন প্রথম তগ্রেদ ওপেন করছিলাম তখন শর্ট -টাইম ট্রেড করতাম। এখন লং টাইম ট্রেড করি। আমি মনে করি শর্ট টাইম ট্রেড টা অনেক ভাল আমরা যারা নতুন ট্রেডার আছি তাদের জন্য কারন আমারা অনেকক্ষণ সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করি না।

Eefatali
2017-01-27, 05:14 PM
নতুনদের জন্য অবশ্যই লং টার্মের ট্রেড করতে হবে। লং টার্মের ট্রেডে ঝুকি শর্ট টার্মের ট্রেডের চাইতে অনেক কম। শর্ট টার্মে ট্রেড করতে গিয়ে একই প্রাইসে অনেক লস হয়ে যেতে পারে।কিস্তু লং টার্মের ট্রেডে একই প্রাইসে একের অধিক লস হওয়ার সম্ভবনা কম। তাই নতুনদেরকে লং টার্মের ট্রেড করাই ভালো বলে মনে করি।

tumtumtum
2017-01-27, 07:59 PM
আমি ফরেক্সে নতুন আমি এখন ডেমোতে ট্রেড করি। আমি যখন ডেমোতে প্রথম ট্রেড ওপেন করি তখন আমি শর্ট টাইম ট্রেড ওপেন করি। ভালই লাগত ট্রেড করতে খুব মনোযোগ দিয়ে ট্রেড করতাম। এখন আমি লং টাইম ট্রেড করি ট্রেড ওপেন করার আগে অনেক সময় পায় মার্কেট আনালাইসিস করার জন্য। কিন্তু আমি একটা সমস্যা অনুভব করছি যে লং টাইম ট্রেডে অনেক সময় নিয়ে মার্কেট আনালাইসিস করতে হয় এ জন্য নতুনদের জন্য কষ্ট হয়ে যাবে।

sujon30
2017-02-14, 08:30 AM
আমার মতে ফরেক্স এ যারা নতুন তাদের জন্য সর্ট টাইম ফ্রেম ব্যবহার করা উচিৎ। কারন আগে সর্ট গুলো ভাল করে ট্টেড করা শিখলে ভাল হবে । তার পর লঙ্গ টাইম ব্যবহার করা উচিৎ। আমি যখন এই ফরেক্স মার্কেট এ জয়েন করেছি তখন আমি সর্ট টাইম ব্যবহার করেছি ৫ মাস। তারপর আমি লঙ্গ টাইম ফ্রেম ব্যবহার করেছি। এখন আমি মোটামাটি ভাল ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স থেকে আয় করছি।

riponinsta
2017-02-15, 01:00 PM
আমার মতে আপনার যদি হাতে প্রচুর সময় থাকে তা হলে আপনি শর্ট টাইম এ ট্রেড করবেন আর আপনার হাতে যদি কম সময় থাকে তা হলে আপনি লং টাইম এ ট্রেড করবেন তবে যারা ফরেক্স মার্কেট এ লং টাইম এ ট্রেড করে তারা ফরেক্স মার্কেট এ বেশি দিন টিকে থাকে আর লাভ ও করে বেশি তাই বড় বড় ফরেক্স ট্রেডার বলে লং টাইম এ ট্রেড করতে

Mamun13
2017-02-15, 01:10 PM
অবশ্যই,অবশ্যই এবং অবশ্যই লং টার্ম ট্রেড করা ভালো৷শর্ট টার্ম ট্রেডিং শুধুমাত্র দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারদের জন্যই শোভনীয়৷লং টার্ম ট্রেডের তুলনায় শর্ট টার্ম ট্রেডে প্রফিট বেশি করা যায়৷এই বেশি প্রফিটের কারনেই শর্ট টার্ম ট্রেডে অনেক রিস্ক চলে আসে৷তাই নতুনদের ব্যালেন্স প্রায়ই জিরো হয়!!!

nbfx
2017-02-15, 10:36 PM
ফরেক্স ট্রেডিংয়ে শর্ট ট্রেড এবং লং ট্রেডের সকল ব্যবস্থা আছে।একজন ট্রেডারের পছন্দ অনুযায়ী সে যে কোন ট্রেড করতে পারেন। একজন আদর্শ ট্রেডার যেভাবেই ট্রেড করুন না কেন অবশ্যই এনালাইসিস করে ্েট্রড করে থাকেন। নতুন ট্রেডাররা শর্ট ট্রেড বেশি পছন্দ করে থাকে, সেটা কোন সমস্যা নয়।সমস্যা হলো এনালাইসিস না করে ট্রেড করা।

H M R Al Amin
2017-03-21, 07:13 PM
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে আপনাকে বড়সি পেতে রাখবেন আর মাছ পাবেন একটু দেরিতে কারণ বড় মাছ পেতে হলে একটু অপেক্ষা করতে হবে আর যদি তারাতারি যদি বড় মাছের আশা করেন তাহলে আপনি মাছতো পাবেন ই না বরং মাছে আপনার খাবারটা নিয়ে যাবে তাই ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে একটু ধর্য ধারন করে কাজ করতে হবে । এবং লং টাইম ট্রেড করতে হবে শর্ট টাইম ট্রেড না করা ভাল ।

H M R Al Amin
2017-03-26, 08:00 PM
ফরেক্স মার্কেটে যারা বিজ্ঞ ট্রেডার তারাই এই ফরেক্স মার্কেটে শর্ট টাইমে ব্যবসা করে প্রচুর টা্কা ইংকাম করতে পারেন কিন্তু যারা নতুন বা অনবিজ্ঞ তাদের জন্য উচিৎ হবে লং টাইমের ট্রেড করা কারন তারা মার্কেটের অনেক কিছুই বুঝতে পারবেনা । তাই তাদের উচিৎ হবে শর্ট টাইমের ব্যবসা না করে লং টাইমের ট্রেড করা তাহলে মার্কেটে সফলতা অর্জন করতে পারবে এতে যে কেউ সফলতা করতে পারবে ।