PDA

View Full Version : ফরেক্স করে আপনি কি লাভবান?



Alif777
2015-11-14, 01:37 AM
আপনি ফরেক্স ব্যবসার সাথে কতদিন ধরে জরিত আছেন। এই পর্যন্ত আপনি ফরেক্স থেকে কতটুকু সফল হতে পেরেছেন? লাভ-লস সব ব্যবসায়ই থাকে তবে আপনি কি ফরেক্স থেকে লাভবান হয়েছেন নাকি লস হয়েছে? আমি এখোনো রিয়েল ট্রেড করিনি আমি ফরেক্সে নতুন তাই শিখছি।

Mintuhossen93
2015-11-14, 04:39 AM
সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান।

selena
2015-11-14, 10:09 AM
আমি এখানে নতুন।তাই এখন আমি তেমন কিছু করতে পারিনি।তবে আমি বিশ্বাস করি আমি একদিন এখান থেকে ভাল কিছু করতে পারব। তাই আমি সবার কাছে দোয়া চাই।

dinner
2015-12-03, 04:32 PM
ফরেক্স মাকেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মাকেট এমন একটি মাকেট যেখানে জ্ঞান অজন না থাকলে লস করতে হয় । আমি তেমন ভাবে ভালো জ্ঞান অজন করতে পারিনী তাই সফল হতে পারি নাই । তবে অনেক তাড়াতাড়ি সফল এর মুখ দেখব বলে আশা করছি ।

tanzilfx
2015-12-03, 04:44 PM
সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান ।

AbuRaihan
2015-12-04, 01:50 AM
লাভ লস প্রত্যকটা ব্যবসার জন্য মৈলিক বিষয় ৤ কারণ শুধু লাভ কিংবা শূধু লস দিয়ে কোন ব্যবসা হতে পারেনা ৤ আমি ফরেক্স এর সাথে জড়িত আছি এ নিয়ে চার মাস কিংবা তার বেশি কিছু সময় হবে হয়ত ৤ আসলে কোন কিছু করতে গেলে তার পিছনে লেগে থাকার মানসিকতা সৃষ্টি করতে না পারলে আমাদের উন্নতি লাভ হবে না ৤ আমিই তার শ্রেষ্ট উদাহরণ ! আমি ফরেক্স শুরু করছি বেশ কিছুদিন হলেও লেগে থাকার মানসিকতা ,ধৈর্য্য এবং একাগ্রতা এসব বিষয় না থাকয় সফল হতে খুব বেশি কষ্ট করতে হচ্ছে ৤

sharifulbaf
2015-12-04, 06:58 AM
ফরেক্স হল অনলাইনে আয়ের মাধ্যম। আমি ফরেক্স মার্কেট এ নতুন একজন ট্রেডার আমার মতে এই মার্কেট থেকে লাভবান হতে হয়লে ফরেক্স সমন্ধে অনেক পরালেখা করে ফরেক্স ট্রেডিং করলে তাতেই লাভবান হওয়া য়ায়।তাই ফরেক্স থেকে লাভবান হওয়ার জন্য এ বিষয়ে সমন্ধে জানতে হ বে।

samrat
2015-12-04, 09:02 AM
ফরেক্স করে প্রথমে আমি লস করি। প্রথমে আমি যতো লস করেছি বর্তমানে তা মার্কেট থেকে তুলার চেষ্টায় আছি। তবে আমি আগের থেকে অনেকটা ভলো ট্রেড করতেছি। আমি আখন অর্ধেক তুলতে পেরেছি। ফরেক্স থেকে আখন আপনাদের কামন লাভ?

tonmoy7
2015-12-06, 01:25 AM
ফরেক্স করে প্রথমে আমি লস করি। প্রথমে আমি যতো লস করেছি বর্তমানে তা মার্কেট থেকে তুলার চেষ্টায় আছি। তবে আমি আগের থেকে অনেকটা ভলো ট্রেড করতেছি। আমি আখন অর্ধেক তুলতে পেরেছি। আমি নিজেকে ফরেক্স থেকে নিজেকে সফল করবো।

HKProduction
2015-12-06, 10:28 AM
আমি মাত্র ৯.৮০ ডলার ফোরাম মানি নিয়ে আমার যাত্রা শুরু করেছি। আমার ট্রেড রানিং অবস্থায় আছে। তবে আমার বর্তমান ইকুইটি ১০.১২। আমার কাছে আপাতত এটি লাভজনক হবে বলে মনে হয়। আমি খুবই আশাবাদী। যদি সফল হই তবে নিজস্ব রিয়েল মানি দিয়ে ট্রেড করব।

Mdalam
2015-12-06, 02:51 PM
ফরেক্সে আমি নতুন তাই কতটা লাভবান হবো জানিনা।আমি চেষ্টা করবো ফরেক্স করে লাভবান হওয়ার জন্য। যদি আমি আমার সকল চেষ্টা করি তবে লাভবান হতে পারবো। কারন ফরেক্স করা অনেক চেষ্টা লাগে এবং অনেক সময় ব্যায় করতে হয়।তাহলে আমি লাভবান হতে পারবো।

evibangladesh
2015-12-06, 03:18 PM
হে আমি এ পর্যন্ত ১০ থেকে ১২০০০ টাকার মত লাভ করেছি, কারন আমার ইনভেস্ট কম, ইনভেস্ট বেশি হলে লাভ আরও বেশি হত, ফরেক্স এমন একটা বেবসা যেখান থেকে প্রচুর লাভ করা যায়, যা অন্য কোন বেবসায় করা যায় না, ফরেক্স আসলে অনেক মজার একটা বেবসা, লাভবান হওয়া কোন বেপারই না - যদি আপনি সুন্দরভাবে বেশি পরিমানে ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট যত বেশি হবে লাভও তত বেশি হবে।

MotinFX
2015-12-06, 04:52 PM
ফরেক্স করে আমি এখনো লাভ করতে পারিনাই। আমার লস হয়েছে এখনো লসের মধ্যে আছি। তবে আশা করি লাভ করতে পারব। একটা সবুরে মেওয়া ফলে। ফরেক্স মার্কেটে জেনে বুঝে ট্রেড করতে হবে।

raju0000
2015-12-06, 08:11 PM
ফরেক্স করছি হলো কিছু মাস...আগে ও করে যাব.এবং আগে করে জাবের ডিসিশন যেহেতু নিয়েছি তার মানে আমি ট্রেডিং এ লাভবান হচ্ছি.এবং আরো লভে করার জন্যই সামনে ট্রেডিং চালিয়ে যাব ডিসিশন নিয়েছি.আর প্রফিট দৈনিক হিসেব করে বের করা জানা কারণ কোনো দিন লাভ হয় আবার কোনো দিন লস.কিন্তু মাস শেষে একটা হিসেব করলে বোঝা যায় যে আমি লাভ করতে শিক্ষম হয়েছি.

hasan019
2015-12-07, 12:24 AM
আমি এখনও সেভাবে লাভ করি নাই কারন আমি নতুন। আপাতত আমার টার্গেট মার্কেট এ টিকে থাকা তাহলেই আমি এক সময় ভাল লাভ করব। এ যায়গায় আমি এখনও সফল।

basaki
2016-01-23, 06:31 PM
আসলে লাভ শব্দটা খুব ছোট হলেও এইটা পাওয়েটা কিন্তু খুব সহজ কাজ বলে আমি মনে করি না আমিতো কেবল চয় মাস ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। কিন্তু দেখা গেছে যে ফরেক্স মার্কেটে যারা অনেক পুরাতন তাদেরো নাকি লাভ করতে অনেক হিমসিম খেতে হয়।তাই লাভ করা যায় তবে অবিজ্ঞ হয়ে।

Realifat
2016-01-23, 08:13 PM
ফরেক্স করে আমি আর্থিকভাবে পরিপূর্ণ তা না পেলেও পরিপূর্ণ তা পাওয়ার চেষ্টায় রয়েছি। এজন্য আমি এখনও ফরেক্স করে পুরোপুরি লাভবান না। কারন আমি খুব বেশি পুরোনো ট্রেডার না। তবে আমি নিজে বাস্তবে অনেক পুরোনো এবং অভিজ্ঞ ট্রেডারদের চিনি এবং জানি যারা ফরেক্স করে অনেক লাভবান হয়েছে।

Sahed
2016-01-23, 09:18 PM
ফরেক্স মার্কেট অত্যান্ত জঠিল একটি ব্যবসা বলে আমি মনে করি । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে থাকে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । ফরেক্স মার্কেটে আমি এখনও উল্লেখ যোগ্য লাভ করতে পারিনি । তবে আমি আশা করি ফরেক্স মার্কেট থেকে আমি আমার অর্থনৈতিক চাহিদা মেটাতে পারব ।

jony01
2016-01-25, 03:44 PM
আমি যখন ফরেক্স শুরু করলাম তখন আমার লাভ ছিল না । এখন আমি ফরেক্স করে লাভ করতে পারি তাই আমি এখন ফরেক্সে লাভবান । ফরেক্স করে সব সময় লাভ হবে তা ধরে রাখা যাবে না । এখানে লাভ লস হবে । সবাই লাভ করবে তা না এখানে লাভ লস হতেই পারে তার পরেও আমি ফরেক্স করে লাভবান আছি আপনি কি ফরেক্স করে লাভবান আছেন ।

Vision
2016-01-25, 03:58 PM
আমি এখনো ফরেক্স শিক্ষানবিশ এবং ফরেক্স শিখছি । তবে আমি এখনো লাভবান কিনা লস সেটা এই মূহূর্তে বলতে পারছি না । কারণ আমি এখনো রিয়েল ট্রেডিং এর স্বাদ গ্রহণ করতে পারিনি । তাই আমি মনে করি একজন ট্রেডার যদি ভালভাবে ফরেক্স শিখে তবে সে কখনো লাভবান না হয়ে পারে না । কারণ ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে লস করার কোন সম্ভাবনা আছে তবে সবসময় লস হবে এমন এ কোন কথা নেই । দক্ষ ট্রেডাররা এখান থেকে ভালই লাভবান হতে পারে ।

Md Akter Hossain
2016-01-25, 04:36 PM
না ভাই ফরেক্স করে আমি এখনো লাভের মুখ দেখতে পারিনি । প্রতিদিন কেবল লসই করি । মাঝে মাঝে মনে হয় এইটা বাদ দিয়ে দেই । অন্যকিছু করি । এতো অন্যালাইসিস করি তারপরও আমি সেল করলে মার্কেট বাই হয় আবার আমি বাই করলে মার্কেট সেল হয় । বুঝতেছিনা সমস্যাটা কোথায় ।

RUBEL MIAH
2016-01-30, 06:38 PM
হ্যা , ফরেক্স করে আমি খুবই লাভবান । কেননা ফরেক্স ব্যবসা হল একটি আর্ন্তজাতিক ব্যবসা । এই ব্যবসা যদি দক্ষতার সাথে করা যায় অবশ্যই সফলতা অর্জন করা যায় । সুতরাং আমরা সব সময় ফরক্সে দক্ষতার সহিত করার চেষ্টা করব যাতে করে সফরতা অর্জন করা যায় ।

real80
2016-01-30, 07:31 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন একজন ট্রেডার। আমি বর্তমানে ফোরাম পোস্টিং করে বোনাস সংগ্রহ করছি। ফরেক্স ট্রেডিং করতে অনেক অভিজ্ঞতার দরকার হয়। আমার এখনে অই পরিমান অভিজ্ঞতা হই নি বলে আমি এখনু রিয়েল ট্রেডিং করছি না। আমি এখন ডেমো ট্রেডিং করে নিজের অভিজ্ঞতা বাড়াচ্ছি।

Marufa
2016-02-19, 09:39 AM
আমি এখনও নিজেকে ফরেক্স করে লাভবান মনে করি না । আমি মনে করি আমি সেইদিনই লাভবান হতে পারব যখন আমি নিয়মিত ভাবে একটি নিদির্ষ্ট পরিমান অর্থ আয় করতে পরারব । আসলে ফরেক্স ট্রেডিং িএর মূল কথা হচ্ছে মেক পিপস্ , কিপ পিপস্ । শুধু পিপস্ আয় করলেই হবে না । পিপস্ কে ধরে রাখতে জানতে হবে ।

mmlm
2016-02-19, 10:35 AM
ফরেক্স এমন একটি পেশা। যার মাধ্যমে যে কারো ক্যারিয়ার গড়া সম্ভব। আমি নিজে প্রতি মাসে ফরেক্স থেকে ৪০০ ডলার ইনকাম করে থাকি। এটা আমার পার্ট টাইম পেশা। তবে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অবশ্যই আপানাকে দক্ষ হতে হবে। প্রচুর পড়াশোনা করতে হবে। ফরেক্স বুজে ট্রেড করতে হবে। তা না হলে লস করার সম্ভাবনা থেকে যায়।

siyambd
2016-08-10, 11:16 AM
ফরেক্স আমি প্রতিমাসে কমবেশী হলে ২০০/৩০০ ডলার আয় করি। যাহা দিয়ে আমি আমার পরিবারের খরচ যোগাতে সাহায্য করে। তাই আমি ফরেক্স মার্কেটকে আমি আমার ব্যবসার হাতিয়ার হিসেবে বেচে নিয়েছি।

motiar
2016-08-10, 12:07 PM
আমি এখন পরযন্ত আরথিক লাভ করতে পারি নাই । তবে আমি লাভবান কারন আমি অনেক শিখেছি যাতে আমি ধীরে ধীরে উন্নতি করছি এখন আশারাখি ভাল করবো । এটাই আমার সান্তনা ।

MoinFX
2016-08-10, 02:35 PM
ফরেক্স করে কি আমি লাভবান হতে পারি তবে আমাকে ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করতে পারলে লাববান হতে পারি।ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া অনেক কঠিন তাই আমাদের কে ফরেক্স মার্কেটে অনেক ধৈর্য ধরে ট্রেড করতে হবে।

Rahat015
2016-08-10, 04:17 PM
আমি ফরেক্স শুরু করি কয়েক মাস আগ থেকে। তাতে আমি যা বুজেছি ফরেক্স এ যদি ভালভাবে দক্ষতা অর্জন করা যায় তাহলে ভাল লাভবান হওয়া যাবে। তবে লস এ হতাশ হওয়া চলবে না। লেগে থাকার মানসিকতা নিয়ে আগাতে হবে। ফরেক্স এ ভাল দক্ষতা অর্জন করতে পারলে ভাল লাভবান হওয়া যাবে।

Md Sanuwar Hossain Hossai
2016-08-10, 04:43 PM
ফরেক্সের সাথে আমি মুটামুটি ৬,৭ মাস যাবত জরিত আছি। আমি ৩ মাস ধরে ফরেক্সে রিয়েল ট্রেড করতেছি এবং আরো ৪ মাস ডেমো প্রাকটিস করেছি। ফরেক্সে লাভ লস দুটাই আছে।। ফরেক্স করতে হলে আগে ফরেক্সে দক্ষতা লাভ করতে হবে তারপর ফরেক্স থেকে ইনকাম করতে হবে।। লাভ লস মিলিয়ে আমি ফরেক্স থেকে ১০০ ডলার প্রফিট করেছি আর ২ বার একাউন্টস জিরো করেছি।

rafiqulislam191
2016-08-10, 05:10 PM
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স মাকেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মাকেট এমন একটি মাকেট যেখানে জ্ঞান অজন না থাকলে লস করতে হয় । আমি তেমন ভাবে ভালো জ্ঞান অর্জন করতে পারিনী তাই সফল হতে পারি নাই । তবে অনেক তাড়াতাড়ি সফল এর মুখ দেখবো বলে আশা করছি ।

siyambd
2016-08-10, 10:24 PM
আমি বিগত কয়েক বছর ধরে ফরেক্স এর সাথে জরিত। আমি প্রতি মাসে ৩০০/৪০০ ডলার ফরেক্স দিয়ে আয় করি। আমি মোটামুটি লাভবান হয়েছি। কারন আমাকে কোন অফিসে গিয়ে কাজ করতে হয় না। আমি বাড়ীতে বসে এ কাজ করতে পারি। তাছাড়া আমার বেশী ইনভেষ্ট ও লাগে না। কারন আমি ফোমামে প্রতি মাসে ৫০-১০০ ডলার বোনাস পাই সেই দিয়া ট্রেড করে আয় করি।

sujon30
2016-08-10, 10:26 PM
ফরেক্স থেকে আমি এখনো লাভ বান হইনি। কারন আমি মাত্র কয়েকদিন আগে খুম কম টাকা দিয়ে মনে ১০ ডলার দিয়ে ট্টেড করেছি। এখন আমার ফরেক্স একাউন্ট এ মাত্র ০.৬০ ডলার লাভে আছে। তো আমার মতে আমি হয়তো লাভের দিকে আছি তো আমি লাভ করতে পারব।

SAHADAT
2016-08-10, 11:08 PM
আমি ফরেক্স মার্কেট এ নতুন একজন ট্রেডার আমার মতে এই মার্কেট থেকে লাভবান হতে হয়লে ফরেক্স সমন্ধে অনেক পরালেখা করে ফরেক্স ট্রেডিং করলে তাতেই লাভবান হওয়া য়ায়।তাই ফরেক্স থেকে লাভবান হওয়ার জন্য এ বিষয়ে সমন্ধে জানতে হ বে।

rafizul
2016-08-10, 11:41 PM
অবশ্যই ফরেক্স করে আমি লাভবান তা না হলে শুধু শুধু এখনো কেন ফরেক্ম করবো । সঠিক ভাবে যারা ফরেক্স করে তারা প্রায় বেশি সময় লাভবান হয়ে থাকে ফরেক্স থেকে । তবে যারা লোভে পরে ফরেক্স করে তারা তাদের উপার্জনতো দূরের কথা নিজেরাই লোকসানে পরে থাকে ।

MD ALAMIN ARIF
2016-08-11, 08:44 PM
লাভ লস প্রত্যকটা ব্যবসার জন্য মৈলিক বিষয় । কারণ শুধু লাভ কিংবা শূধু লস দিয়ে কোন ব্যবসা হতে পারেনা।আমি আগের থেকে অনেকটা ভলো ট্রেড করতে পারতেছি। তাই ফরেক্স থেকে আমি কিছুটা লাভবান হইচি।

Md Sanuwar Hossain Hossai
2016-08-11, 10:07 PM
আমি মনেকরি,, ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। ফরেক্স ট্রেডিং শিখতে মিনিমাম ১ বছর টাইম নেয়া উচিৎ।। তাই ফরেক্স করে আমরা যে যতই লাভ বা লস করি না কেন আমি বলতে পারি ফরেক্স আমাকে ভালই লাভ আসে আবার লস ও আসে।। তাই ফরেক্স করতে হলে লাভ লস নিয়েই ব্যাবসা।। তাই ফরেক্স করতে হলে আমাদের লস থেকে শিখতে হবে।।।

Md Sanuwar Hossain Hossai
2016-08-11, 10:24 PM
ফরেক্সে আমি প্রায় ১বছর যাবত ট্রেডিং করতেছি।। এর মধ্যে প্রায় কয়েক বার আমার একাউন্ট জিরো করে ফেলেছি।। একাউন্ট জিরো হওয়ার পেছনে কারন ছিলো অত্যাধিক লোভ আর ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট না মানা।। তবে আমি সব সময় ফোরাম পোস্ট এর বোনাস দিয়ে ট্রেডিং করি।।

sujon30
2016-08-11, 11:11 PM
আমরা সবাই জানি যে ফরেক্স এ সবাই ভাল করার জন্য আসে। তবে আমাদের লাভের চিন্তা করে ফরেক্স এ আসা যায় না। এ ফরেক্স এ লাভ লস মিলেই আয় করতে হয়। আমি এখনো রিয়েল লাভ করতে পারি নি। তবে আমি ডেমো ট্টেডিং এ অনেকটা লাভ করেছি প্রায় 700 ডলার এর মতো। আমি অনেকটা পরিশ্রম করে ধৈয্য ধরে ডেমো ট্টেডিং এ লাভ করেছি। এখন আমার বিস্বাস আমি এখন রিয়েল একাউন্ট এ লাভ করতে পারব।

Rana mollah
2016-08-18, 11:13 PM
ফরেক্স থেকে নাকি অনেক টাকা আয় করা যায় প্রতি মাসে । ফরেক্স করে আমি এখনো লাভবান হতে পারিনি । কারন আমি ফরেক্সে নতুন , ফরেক্সে কেবল কাজ শুরু করেছি । মাস শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আমি ফরেক্স করে লাভবান হয়েছি কিনা । তবে আমি মনে করি আমি ফরেক্স করে লাভবান হতে পারি । কারন আমি ফরেক্সে কিভাবে , কোন সময় ট্রেড করতে হয় তা ভালো ভাবে শিখছি । আশা করি আমি ফরেক্স মার্কেটে ভালো ভাবে ট্রেড করে লাভ করতে পারবো । লাভ করতে পারলে সবারি ভালো লাগে ।

uzzal05
2016-08-19, 06:30 AM
ফরেক্স এ আসে সবাই লাভ করার জন্য। আর ফরেক্স একটি আয়ের পথ। যেখানে অন্যন্য ব্যবসার মত এখানেও পুজি খাটাতে হয়। ফরেক্স এ লাভ লস মিলিয়ে লাভ করতে হয়। ফরেক্স করে অব্যশই লাভবান হতে হবে। ফরেক্স ট্রেড করে কম হোক এর বেশি হোক লাভ হয়। আর এটা নির্ভর করে ক্যপিটালের এর উপর।

jamal191khan
2016-09-23, 05:49 PM
ব্যক্তাগতভাবে সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান।

Forex Boy
2016-09-24, 11:27 AM
হ্যা আমি ফরেক্স করে অনেক লাভ কোরেছি। স্পেসিয়ালি আমি ধন্যবাদ জানাই ইনস্টাফরেক্স কে কারন আমি প্রথম ইনস্টাফরেক্র এর বোনাসের সাহায্যে ট্রেড করা আরম্ভ করেছিলাম আজ আমুু নিজেই ইনভেস্টমেন্ট করতে সমর্থক হয়েছি। বোনাসের দিক থেকে ইনস্টাফরেক্স খুবি উপকারি যা আপনাকে বিনা পুজিতে ফরেক্স ট্রেড করতে সাহায্য করবে।

shukumar8099
2016-09-24, 09:39 PM
ামি ফরেক্স মাকেটে কিছু দিন করছি তবে আমি আমার দক্ষতাই ফরেক্স মাকেট থেকে লাভ করছি | আমার মনে হয় আমি যদি ফরেক্স সম্পরকে আর ও দক্ষতা অজন করতে পারি তবে আমি ফরেক্স থেকে আয় করতে পারব|

Fxaziz
2016-09-24, 11:16 PM
হ্যাঁ আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল।আমি ফরেক্স মার্কেট এ যখন ট্রেড করা শুরু করি তখন আমি ফরেক্স মার্কেট এ অনেক লস করি।তার পরেও আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।কারণ আমি এখন ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারতেছি।তাই আমি মনেকরি আমরা যদি ফরেক্স এ টিকে থাকতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।ফরেক্স মার্কেট এ সফল হতে হলে টিকে থাকতে হবে।

blue
2016-10-24, 01:29 AM
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স করে আমি আর্থিকভাবে পরিপূর্ণ তা না পেলেও পরিপূর্ণ তা পাওয়ার চেষ্টায় রয়েছি। এজন্য আমি এখনও ফরেক্স করে পুরোপুরি লাভবান না। কারন আমি খুব বেশি পুরোনো ট্রেডার না। তবে আমি নিজে বাস্তবে অনেক পুরোনো এবং অভিজ্ঞ ট্রেডারদের চিনি এবং জানি যারা ফরেক্স করে অনেক লাভবান হয়েছে।

MONIRABEGUM8080
2016-10-24, 01:41 AM
ফরেক্স ট্রেডিং জগতে আসার পূবে আমি অনেকগুলো অনলাইনভিত্তিক আয়ের মাধ্যমের সাথে যুক্ত ছিলাম তবে সেখানে আয়ের সুযোগ ছিল খুবই কম এবং ঝুকিপূর্ন কিন্তু ফরেক্স ট্রেডিংযে সেদিক দিয়ে আয়ের রয়েছে বিশাল সুযোগ এবং সম্ভাবনা। আর আমি এখান থেকে একন প্রর্যন্ত বেশ ভালই আয় করেছি ফলে আমি মনে করি আমি এখান থেকে অন্যান্য অনলাইভিত্তিক আযের মাধ্যমগুলো অপেক্ষা বেশি আয় করতে পেরেছি।

sujon30
2016-10-24, 09:22 AM
ফরেক্স করে আমি এখনো লাভ বান হতে পারি নি। আমি ফরেক্স এ এখন নতুন। আমি ফরেক্স এ আমি এখন শিখছি তাই আমি এখনো লাভবান হতে পারি নি। তবে আমি আশা করছি ফরেক্স এ ভাল জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে আমি ফরেক্স থেকে লাভবান করতে পারব।

Bindu72
2016-10-24, 09:43 AM
ফরেক্স ব্যবসায়ের সাথে আমি খুব বেশি দিন জড়িত নয়। আমি এখান থেকে শুধু মাত্র ৫০ ডলার তুলতে পেরেছি। তবে আমি আশা করি এখান থেকে আমি প্রফিট করতে পারব।

SHOYEB
2016-10-24, 10:44 AM
ফরেক্স করে আমি এখনও লাভবান হতে পারি নাই এখনও লসের মধ্যে আছি ফরেক্স মার্কেটে লাভ করা অনেক কঠিন একটা কাজ ভালভাবে ব্যবসা না শিখে করলে সারাজীবন আফসোস করতে হবে আর যদি শিখে ব্যবসায় নামেন তাহলে তাহলে লাভের সংস্পর্শে আসতে পারবেন ।

janasa
2016-10-24, 12:36 PM
হা, আমি ফরেক্স ব্যবসা করে অনেক লাভবান । কারন আমি অনেক দিন ধরে ফরেক্স ব্যবসা করি । আমি প্রথমে ফরেক্স থেকে অনেক লস করেছি । কিন্তু এখন আমি অনেক অনেক প্রফিট করি । তাই আমি ফরেক্স ব্যবসায় অনেক অনেক লাভবান । আমি ফরেক্স থেকে কখনো দূরে যেতে চাই না । আমি ফরেক্স ব্যবসাকে অনেক অনেক ভালবাসি ।

sujon30
2016-10-24, 02:42 PM
ফরেক্স এ আমি এখনো কোন লাভ করি নি। যদি আমি ফরেক্স থেকে লাভবান হতাল তাহলে আমি বলতাম যে আমি ফরেক্স থেকে লাভবান। আর এই লাভবান হওয়ার জন্য আমি ফরেক্স এ অনেক কাজ করতেছি ফরেক্স সমন্ধে অনেক কিছু জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতেছি যাতে আামি ফরেক্স থেকে লাভবান হতে পারি।

sheam
2016-10-24, 04:39 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন একজন ট্রেডার। আমি বর্তমানে ফোরাম পোস্টিং করে বোনাস সংগ্রহ করছি। ফরেক্স ট্রেডিং করতে অনেক অভিজ্ঞতার দরকার হয়। আমার এখনে অই পরিমান অভিজ্ঞতা হই নি বলে আমি এখনু রিয়েল ট্রেডিং করছি না। আমি এখন ডেমো ট্রেডিং করে নিজের অভিজ্ঞতা বাড়াচ্ছি।

shimul77ss
2016-10-24, 05:04 PM
ফরেক্স মার্কেট এ আমি এখনো নতুন।আমি ২০ ডলার মত ইনভেস্ট করছিলাম।কিন্তু মার্কেতের সম্পর্কে অদক্ষ হবার কারনে আমার একাউন্ট ০ হতে মাত্র ২ ঘন্টা সময় লেগেছিল।তাই এখন আবার ডেমো প্রাকটিস করি রিয়েল একাউন্ট ভেবে ট্রেড করি এবং মানি ম্যনেজমেন্ট ঠিক রেখে ট্রেড ওপেন করি।

RUBEL MIAH
2016-10-26, 07:02 PM
ফরেক্স ব্যবসা করে এখনো আমি লাভবান হতে পারিনি কারণ এখন পর্যন্ত আমি ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করতে পারিনি । কিন্তু আশাকরি অঅমি আমার চেষ্টা চালিয়ে যাই তাহলেই সম্ভব । সুতরাং আর অবহেলা নয় ধৈর্য্যের সহিত এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব যতটুকু শিখতে পেরেছি তাতে অামি খুবই লাভবান ।

sujon30
2016-10-26, 07:59 PM
ফরেক্স করে আমি এখনো লাভবান হতে পারি নি। ফরেক্স এ আমি এখন নতুন। ফরেক্স এ আমি অনেকটাা সময় *দিতেছি এবং ফরেক্স এর কাজ শিখতেছি। আমি আশা করছি ফরেক্স এ আমি ভাল করতে পারলে অনেকটা আয় করতে পারব এবং লাভবান হতে পারব।

md sahid howladar99
2016-10-26, 08:12 PM
সত্যি বলতে কী সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান ।

Sahed Srabon
2016-10-26, 08:13 PM
হা ফরেক্স মার্কেট করে আমি আমি আসলেব খুব একটা লাভ করতে পারি নাই কারন প্রতিদিন অনেক লস করে তাকি। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করে তাই আপনি ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন বলে মনে করি তাই ভাল করে ট্রেড করতে পারেন।

Bangle
2016-10-26, 08:39 PM
ফরেক্স করে আমি অনেক লভ করছি। আমি ফোরাম পোস্ট করে বোনাস ডলার দিয়ে ট্রেড করে আয় করি। আপনরা চাইলে আমার মত আয় করতে পারবেন। এজন্য আপনাকে আমার মত ট্রেড শকিখতে হবে । ট্রেড শিখে ডেমোতে অনুশীলন করতে হবে। দক্ষতা ছাড়া ফরেক্স থেকে কোন আয় করা যায় না এটা খেয়াল রাখতে হবে।

aida
2016-11-11, 03:53 AM
আমি এখনও নিজেকে ফরেক্স করে লাভবান মনে করি না । আমি মনে করি আমি সেইদিনই লাভবান হতে পারব যখন আমি নিয়মিত ভাবে একটি নিদির্ষ্ট পরিমান অর্থ আয় করতে পরারব । আসলে ফরেক্স ট্রেডিং িএর মূল কথা হচ্ছে মেক পিপস্ , কিপ পিপস্ । শুধু পিপস্ আয় করলেই হবে না । পিপস্ কে ধরে রাখতে জানতে হবে ।

RUBEL MIAH
2016-11-11, 11:47 AM
হ্যা, ফরেক্স ব্যবসা করে আমি মোটামুটি লাভ করেছি । আমার ইচ্ছা এই ব্যবসা করে আমি স্বাবলম্বী হব । আপনারাও এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করেন অবশ্যই সফলকাম হতে পারবেনে । আর বেশী বেশী করে মার্কেট এ্যানালাইসিস করা একান্ত দরকার তাহলেই সফলকাম হওয়া সম্ভব । সুতরাং আমরা বেশী বেশী করে দক্ষতা অর্জন করে নেব ।

sss426
2016-11-11, 03:44 PM
ভাই আমি ফরেক্স মার্কেটে এ একবারেই নতুন এক্কজন ট্রেডার বর্তমানে ডেমু অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করতেছি এখন পর্যন্ত আমি ডেমু ট্রেডের ক্ষেত্রে লাভোবা্ন হতে পারিনি প্রথ ২ মাসে প্রায় ২০০০ লস করেছি এবং বর্তমান মাসে এখন পর্যন্ত ২০০ লাভ করেছি

Competitor
2016-11-11, 04:03 PM
ফরেক্স করে আমি লাভবান নাকি লুজার সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হযে উঠবে যখন আমি ফরেক্সে নিদ্দিষ্ট একটা লেবেল অর্থ্যাৎ একটা নিদ্দিষ্ট স্টেপ পার হয়ে আসব । ফরেক্সে প্রতিটা মানের ট্রেডারের জন্য একেকটা ধাপ বিদ্যমান । আমি এখনো বিগিনার লেবেলের ট্রেডার বলে লাভ লসের হিসাব করতে প্রস্তুত নই । আমরা যদি ফরেক্সে সফল হতে চায় তবে অবশ্যই আমাদেরকে সে জন্য কাজ করতে হবে উপযুক্ত পদ্ধতিতে ।

nisho5533
2016-11-15, 12:47 AM
্ভাই আমি ফরেক্স করতে আসছি বেশি দিন না তবে এর মধ্যে আমি ফরেক্স মাকেট থেকে ৫ ডলার আয় করছি তাই আমি ফরেক্স করতে পেরে অনেক খুশি | আমরা সাধারনত ফরেক্স করি আয় করার জন্য যদি সেখান থেকে আয় না করতে পারি তবে কিভাবে ভাল থাকব বলেন |তবে আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারব তাই আমি ফরেক্স কে বুঝার চেষ্টা করছি|

sujon30
2016-11-15, 09:12 AM
আমি ফরেক্স মার্কেট এ নতুন ট্টেইনার। আমি ফরেক্স মার্কেট এ সবে কয়েক মাস হল জনেন্ট করেছি। ফরেক্স মার্কেট এ আমি এখনো লাভ করতে পারি নি। আমি ফরেক্স মার্কেট এ ডেমোতে ভাল লাভ করেছি। আমি রিয়েল একাউন্ট এখনো খোলি নি। আমি ডেমোতে ভাল লাভ করছি তো আশা করছি আমি রিয়েল একাউন্ট এ ভাল আয় করতে পা্রব।

ONLINE IT
2016-11-15, 12:35 PM
ফরেক্স মার্কেটের সাথে আমি দীর্ঘ দিন ধরেই আছি। তবে এখনো আমি সে ভাবে লাভ করতে পারিনি। বলতে পারেন হিসেবের খাতায় এখনো আমি ব্যর্থ ট্রেডার। এখন পর্যন্ত আমার পুরো ইনভেষ্ট আমি ফিরিয়ে আনতে পারিনি ফরেক্স মার্কেট হতে। তবে এখন লসের পরিমানটা অনেকটা কমিয়ে আনতে পেরেছি।

Shimul77
2016-11-15, 01:10 PM
ফরেক্স মার্কেটে ৪ মাস হল ট্রেড করছি কিন্তু আমার এখনো কোন লাভ হয়নি আর তার কারন হল আমি মার্কেট সম্পর্কে একদমই অজ্ঞ।কিন্তু আমি হতাশ না আমি আরো বেশি আশাবাদি হয়েছি যে মার্কেট থেকে একদিন আমি সফল ট্রেডার হবই।আমি মার্কেটে অনেক পরিশ্রম ও সময় দিই।বাংলা ফোরামের প্রতিটা নিউজ পরার চেষ্টা করি।

nisho5533
2016-11-15, 04:24 PM
আমি কিছু দিন যাবত ফরেক্স করছি ফরেক্সচ করে আমি এখন লাভে আছি আমার মনে হয় আমি যদি নিয়মিত ফরেক্স করি আর ফরেক্স মাকেটে থাকি তবে ফরেক্স থেকে এক দিন ভাল ভাবে আয় করতে পারব |আমি ফরেক্স থেকে আয় করছি আর ফরেক্স থেকে আয় করতে চায় ফরেক্স আমাকে ছারলে ও আমি ফরেক্স কে চারব না |

nisho5533
2016-11-19, 04:58 PM
আসলে আমাদের দেশ অনেক বেশি সম্বৃদ্ধ নয় আর ফোরেক্স মার্খেপে অনেক বেশি অর্থের আদান প্রদান হয়ে থাকে যা যে কোন দেশের অর্থনীতিতে অনেক প্রভাব বিরাজ করে। তা্ই আমাদের দেশের জন্য ফোরেক্স সম্পূর্ণ ক্লিয়ার করা ঠিক নয়। তবে অবশ্যই আমরা আরো উন্নত হবো এবং ধিরে ধিরে ফোরেক্স মার্কেট সরকারী ভাবে সমৃদ্ধ বা বীকৃত হবে।

spring
2016-11-19, 05:10 PM
আমি ফরেক্স মার্কেটে লসটাই বেশি করেছি। আসলে আমি ফরেক্স মার্কেট এ নতুন একজন ট্রেডার আমার মতে এই মার্কেট থেকে লাভবান হতে হলে ফরেক্স সমন্ধে অনেক পড়ালেখা করে ফরেক্স ট্রেডিং করলে তাতেই লাভবান হওয়া য়ায়।তাই ফরেক্স থেকে লাভবান হওয়ার জন্য ভালোকরে ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে তাহলে হয়তো লাভ করতে পারবো।

FOREX.NB
2016-11-19, 06:08 PM
ফরেক্স করে নিজেকে লাভবান মনে করি কারন এখানে অন্য ব্যবসার মত সরাসরি ইনভেস্ট না করে ও ট্রেড করা যায়। । এখানে বনাস অর্জন করে ত্রেদ করে প্রফিট তলা যায় আর নিজেকে ক্ষতিগ্রস্থ না করে ট্রেড শেখার সুজগ রয়েছে। । আর এই ভাবে ফরেক্স এ কাজ করে আর্থিক দিক দিয়ে না হলেও নিজেকে ট্রেরেড এর জন্ক্সয যোগ্য ও দক্ষ করতে পারছি।

sohrab
2016-11-19, 06:10 PM
ফরেক্স ট্রেডিং করে আমি লাভ বান হয়েছি । ফরেক্স ট্রেডিং করতে আমার প্রথম থেকেই শেখার প্রচেষ্টা । তাই আমি লাভ কে প্রধান্য না দিয়ে দক্ষতা অর্জনকে বেশী প্রধান্য দিয়ে আসছি ।শুরু থেকেই ছোট ছো্ট লটে ট্রেড করছি এবং অল্প লাভেই সন্তুষ্ট থাকি । কেননা ফরেক্স ট্রেডিং এ লোভ নিষিদ্ধ ।

shaminfx
2016-11-19, 06:43 PM
সত্য কথা বলতে কি, আমি আসলে আমার নিজের টাকা দিয়া যত বার ডিপোজিট করছি আমি ততো বার লস করেছি,খুব একটা প্রফিট করতে পারি নাই, তার পর থেকে আমি শেষ মেশ বোনাসের কাজ করতে ছি, এখন দেখা যাক কি হয়, তবে আমার মনে হচ্ছে আমি এখন থেকে প্রফিট করতে পাড়ে......

uzzal05
2016-12-14, 12:03 PM
ফরেক্স করে আমি এখনো লাভবান হতে পারি নি। কারন তিন বছরে আমি মাত্র ২০ ডলার লাভ উঠাইছি। এখানে আপনি যদি প্রফিট করতে চান তাহলে অভিজ্ঞতা দরকার। কিন্তু আমি এখনো লেগে আছি। আশা করি আমি অতি শীঘ্রই প্রফিট তুলতে পারবো ফরেএক্স থেকে।

Fazlul
2016-12-14, 12:10 PM
আমি একেবারে এখানে নতুন।তাই এখন আমি ফরেক্স নিয়ে পড়াশুনা করতেছি। এখনো ট্রেডিং শুরু করতে পারিনি। তবে ডেমু ট্রেড এ অনুশীলন করতেছি ভাল ফলাফল পাইতেছি।আশা করি আমি একদিন এখান থেকে ভাল কিছু করতে পারব এবং সফল ফরেক্স ট্রেডার হব।

Skfarid
2016-12-14, 01:58 PM
আমি এখনও রিয়েল ট্রেড শুরু করি নাই। ভাল করে মার্কেট আয়ত্ব করার চেষ্ট করছি। আশা করি ভাল করে দক্ষতা অর্জন করে রিয়েল ট্রেড শুরু করবো। কারণ আমি দেখেছি অনেকে প্রথম দিকে ট্রেড় করে লুজার হয়। কারণ মানি ম্যানেজমন্ট না করে ট্রেড ওপেন করে এতে তারা লাভের পরিবর্তে লুজার হয়। তবে আমি যত টুকু শিখেছি আশা করি ফরেক্স আমার চাহিদা পূরণর্ করবে ইনশা- আল্লাহ। তবে এখনও বলার মত কিছুই পাই নাই, ভাল করে অভিজ্ঞতা অর্জনের জন্য সময় ও শ্রম দাচ্ছি। আশা করি কাঙখীত ফল আসবে।

cool razu
2016-12-14, 03:31 PM
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স করে আমি আর্থিকভাবে পরিপূর্ণ তা না পেলেও পরিপূর্ণ তা পাওয়ার চেষ্টায় রয়েছি। এজন্য আমি এখনও ফরেক্স করে পুরোপুরি লাভবান না। কারন আমি খুব বেশি পুরোনো ট্রেডার না। তবে আমি নিজে বাস্তবে অনেক পুরোনো এবং অভিজ্ঞ ট্রেডারদের চিনি এবং জানি যারা ফরেক্স করে অনেক লাভবান হয়েছে।

vampire
2016-12-14, 05:07 PM
আমি ফররেক্স মার্কেটে এখনো লাভ করতে পারি নি কারন আমি মার্কেটে নতুন।আর এখন আমি আয় নিয়ে ভাবছি না।কারন আগে ফরেক্স মার্কেটে ভাল করে শিখে নিতে হবে তারপর আয়ের কথা ভাবতে হবে। আর প্রতিটা ট্রেড করার আগে মানি ম্যানেজম্যান্ট ফলো করা খুব জরুরি।

nazib72
2016-12-14, 06:08 PM
আমি নতুন তাই অবশ্যি ফরেক্স এ লস করছি মাঝে মাঝে একটু প্রফিট করতে পারলেও তা শুধু একাউন্ট জিরো হওয়া থেকে বাচাচ্ছে।যাহেতু নতুন তাই আমি এটাকে যথেষ্ট মনে করি। তবে আমি এটা আশা করি ফরেক্স এ ট্রেড করে আমি ভালো প্রফিট অর্জন করতে পারবো।

shukumar8099
2016-12-14, 06:30 PM
ভাই ফরেক্স মাকেট লাভবান কি না তা জানতে হলে আমি মনে করি মাসের শেষ জানা যাবে ফরেক্স থেকে লাভ করা সহজ যদি ফরেক্স মাকেটে দক্ষতা অজন করা যায় | ফরেক্স থেকে দক্ষতা ছারা আয় করা অসম্ভব আমি ফরেক্স করে লাভবান ফরেক্স থেকে আমি আয় করছি আশা করি ফরেক্স থেকে আরও আয় করতে পারব |

md noor hasan
2017-02-04, 10:41 PM
আমি ফরেক্স করে এখনো লাভবান নই কারন আমি এখন পর্যন্ত ট্রেড করে শুধু লসই খেয়েছি।তবে আমি ফরেক্স সম্পর্কে অনেকটাই বেসিক ধারনা লাভ করেছি তাই আশা রাখি সামনে থেকে আমি আয়ের মুখ দেখতে পারবো।

ucall
2017-02-04, 10:49 PM
ব্যক্তিগতভাবে বলতে গেলে সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান।

riponinsta
2017-02-05, 11:23 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি লাভবান ফরেক্স মার্কেট এ অনেক দিন ধরে ট্রেড করে তারা প্রাই সবাই ফরেক্স মার্কেট এ লাভবান অনেক আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক দিন ধরে ট্রেড করেন আর টিকে থাকতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ শুরুর দিকে লাভ করতে পারে নাই কিন্তু পরে তারা অনেক অনেক ডলার লাভ করছে ফরেক্স মার্কেট থেকে আপনি ও পারবেন লেগে থাকলে

siddiquecec
2017-02-07, 05:32 PM
আপনি ফরেক্স ব্যবসার সাথে কতদিন ধরে জরিত আছেন। এই পর্যন্ত আপনি ফরেক্স থেকে কতটুকু সফল হতে পেরেছেন? লাভ-লস সব ব্যবসায়ই থাকে তবে আপনি কি ফরেক্স থেকে লাভবান হয়েছেন নাকি লস হয়েছে? আমি এখোনো রিয়েল ট্রেড করিনি আমি ফরেক্সে নতুন তাই শিখছি।

আমি 7 বছর ধরে এখানে আছি তেমন কোন সফলতা পাই নাই। তো আশা ছাড়ছি না কারন আমার মনে হচ্ছে ভাল দিনগুলো আমার জন্য অপেক্ষা করছে। দোয়া করবেন আমি যেন পারি সফল হতে। লেগে আছি দেখা যাক কি ঘটে।

shohanjacksion
2017-02-07, 06:43 PM
ভাই , আপনি সফল হয়েছেন ঠিকই কিন্তু সফলতাকে ধরে রাখতে পারতেছেন না। কারন আপনার অভিজ্ঞতা অনেক বেশি। আপনি মানি ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রাখুন তাতেই আপনার সফলতা আপনাকে ধরা দিবে।

Fxaziz
2017-02-07, 11:54 PM
আসলে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে লাব লস দোনটাই রয়েছে।আপনি যত বেশী ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে পারবেন তত বেশী আপনি ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করে আয় করতে পারবেন। তবে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি অনেক ভালো আয় করতে পারেছি।ফরেক্স মার্কেট এর মাধ্যমে আমি অনেক ভালোভাবে ছলতে পারি।আসলে আমি লাব লস মিলাই ফরেক্স মার্কেট এ ট্রেড করি।

Peace
2017-02-08, 04:06 PM
ফরেক্স করে আমি আমার প্রথম ডিপোজিট হারিয়েছি। দ্বিতীয় ডিপোজিটে আমার অবস্থান এখন ভাল। কিছুটা উন্নতি হয়েছে। আশা করি সামনের দিকে আরও ভাল করতে পারব। আমি আশা বাদী যে সহসায় ফরেক্স থেকে ভাল কিছু করতে পারব। আপাতত আমার কাছে ফরেক্স লাভজনক বলে মনে হচ্ছে।

Mamun13
2017-02-08, 08:18 PM
আমি ব্যাক্তিগত ট্রেড করি খুবই কম৷মাসিক গড় হিসাব ১০-১৫ পারসেন্ট হয়৷আবার অনেক সময় লসও হয়৷তিন বছরের বেশি সময় ধরে ট্রেড করছি৷আগে শুধু লস আর লস হতো৷এখন কিছু লাভও হয়৷যথেষ্ঠ ভালো আছি,মর্কেটে নিয়মিত ট্রেড করতে পারছি৷

instasaiful
2017-02-08, 10:51 PM
ফরেক্স করে এখনও লাভবান হইনি, তবে হব বলে আশাবাদি।এর বেশি অামি আপনাকে আর এমন কি আশার বানী শুনাতে পারি বলুণ। এখন পর্যন্ত যে টুকু জানতে পেরেছি, তাতে এখানে টিকতে পারলে একদিন না একদিন সফল হবই হব। এ আশায় পথ চেয়ে আছি।।।

sujon30
2017-02-11, 08:16 PM
আমি ফরেক্স এ নতুন। আমি ফরেক্স থেকে এখনো আয় করতে পারি নি। আমি ফরেক্স সবে মাত্র শিখতেছি। আমি ফরেক্স করে অনেকটা আনন্দিত। আমি ফরেক্স করে অনেকটা মজা পাচ্ছি। তাই আমি ভাবতেছি যে আমি ফরেক্স করে আয় করতে পারব এবং আমি লাভবান হব।

maziz6989
2017-02-11, 08:20 PM
আমি এখনও লাভবান হতে পারি নি ।কিন্ত মনে হচ্ছে যে জিনিস শিখলাম গত তিন বছরে তার দাম লাখ টাকা হলেও কম হবে। কেননা আমি এই বছরের মধ্যে লাভের মুখ দেখব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমি পারবই পারব। তবে আগামী মাস থেকে শুরু হবে আমার সত্যিকারের ট্রেডিং।

lemon777
2017-02-14, 06:48 PM
আমি বলবো সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান ।

sujon30
2017-02-15, 01:58 PM
ফরেক্স মার্কেট এ আমি নতুন। আমি ফরেক্স মার্কেট এ সবে মাত্র জয়েন করেছি। আমি এখনো ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারি নি। তবে আমি আশা করছি যে আমি এই ফরেক্স মার্কেট থেকে ভাল একজন ফরেক্স ট্টেইনার হয়ে আমি ফরেক্স এ কাজ করব এবং আয় করব। তাই আমি ভাবছি যে আমি ফরেক্স করে লাভবান হব।

RUBEL MIAH
2017-02-15, 05:16 PM
অবশ্যই ফরেক্স ব্যবসা করে আমি লাভবান হতে পেরেছি । যে ট্রেডার যত বেশী মার্কটে এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অতএব বেশী বেশী আমরা মার্কেট এ্যানালাইসিস করতে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও ধৈর্য্যের সহিত কাজ করতে থাকেন তাহলেই আমরা লাভবান হতে পারবেন ।

01797733223
2017-11-24, 07:32 PM
হ্যা, যেহেতু আমি অনেকদিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত এবং প্রচুর পরিশ্রম ও স্বচেষ্টার মাধ্যমে এখন জোর দিয়ে বলতে পারি যে, ফরেক্স ব্যবসা করে আমি আসলেই অনেক লাভবাভ " আলহামদুলিল্লাহ " । কারন আমি এই ব্যবসার সাথে প্রায় পাঁচ বছর ধরে লেগে আছি । ভাই আপনি যেহেতু নতুন তাই চেষ্টা করে যান একদিন অবশ্যই সফল হবেন ।

Mamun13
2017-11-24, 07:43 PM
আমি গত ৪ বছর যাবৎ ফরেক্স ট্রেড শেখা শুরু করেছি আর কিছুদিন হলো মোটামুটি সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী ট্রেডিং কৌশলগুলো পরিষ্কার বুঝতে পারছি৷এই মাত্র কয়েক দিন হলো আমার ট্রেডিং স্ট্র্যাটেজী নিশ্চিত হয়েছি এবং তা ভালো ফলাফল দিচ্ছে৷গত ৪ বছরে শিক্ষানবীশ সময়েও প্রায় ৪ লক্ষ টাকার মতো লাভবান হয়েছি৷লসও করেছি প্রচুর পরিমাণ৷

Torun50
2017-11-24, 11:29 PM
আমি ফরেক্স এ নতুন কাজ করি তায় আমি এখও রিয়াল ট্রেড করিনি । আমি এখন ডেমো অ্যাকাউনএ ট্রেড করি ।

Mahidul84
2017-11-25, 05:42 PM
আমি যেহেতু ফরেক্স মার্কেট অল্প কিছুদিন হলো এসেছি তাই আমি মার্কেট সম্পর্কে তেমন একটা জানি না, তবে ফোরাম এবং অন্যান্য সাইট হতে ফরেক্স সম্পর্কে অনেক ভাল অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়েছি। এছাড়া আমি নিয়মিত ডেমো অনুশীলন দ্বারা মোটামুটি ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করতে পারছি। তবে আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট নয় বরং আমাকে আরোও কঠোর পরিশ্রম করতে হবে এবং এটা স্পট বুঝেছি এখানে কোন ভাবে লোভ করা যাবে না বরং ধৈর্য্য সহকারে ট্রেড করার চিন্তা করতে হবে। তাহলে অবশ্যই আমি ভবিষ্যতে ফরেক্স হতে ভাল প্রফিট অর্জন করতে পারব এটা আমার পূর্ণ বিশ্বাস।

yasir
2017-11-28, 08:14 PM
আমি ফরেক্স এ প্রায় প্রতিদিনই পোষ্ট করি। আমি হিসাব কোরে পোষ্ট করি না। যখন যা করতে পারি । তবে চেষ্টা করি বেশি করে পোষ্ট করার।

expkhaled
2017-11-28, 08:27 PM
আমি ফরেক্স এ নতুন ৬মাস যাবত ডেমো ট্রেড করছি। আমি মাত্র আমার ট্রেডিং স্ট্রেটেজি ঠিক করছি। আরও হয়তো ৬ মাসের মত লাগবে রিয়েল ট্রেড করতে। প্রথমে আমি যে স্ট্রেটেজি ব্যবহার করতাম সেটা খুব একটা কার্যকর না হওয়াতে আমি ডেমোতে তেমন বেশী লাভ করতে পারিনি করলেও পরে লস এর পরিমান বেশী হওয়াতে ভাল কিছু করতে পারিনি। তবে আমি চেষ্টা করছি দেখা যাক কি হয়। আমি এখন প্রাইস অ্যাকশন স্ট্রেটেজি নিয়ে কাজ করছি এবং আমার মনে হয় এটাতে দক্ষতা অর্জন করতে পারলে ভাল কিছু হতে পারে।

ankus
2018-01-31, 11:20 AM
আমি ফরেক্স করতে আসছি বেশি দিন না তবে এর মধ্যে আমি ফরেক্স মাকেট থেকে ৫ ডলার আয় করছি তাই আমি ফরেক্স করতে পেরে অনেক খুশি | আমরা সাধারনত ফরেক্স করি আয় করার জন্য যদি সেখান থেকে আয় না করতে পারি তবে কিভাবে ভাল থাকব বলেন |তবে আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারব তাই আমি ফরেক্স কে বুঝার চেষ্টা করছি|

Mahidul84
2018-01-31, 07:59 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন তবে এই মার্কেট সম্পর্কে আমি যতটুকু বুঝতে পেরেছি তাতেই এটা বুঝেছি এই মার্কেটে আমি যদি সঠিকভাবে আমার দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই এখান থেকে ভাল আয় করা সম্ভব। তবে এজন্য আমাকে দীর্ঘদিন ডেমো ট্রেডিং দ্বারা মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। আর যখন আপমি অভিজ্ঞ হয়ে উঠতে পারব তখন আমার বিশ্বাস আমি ফরেক্স থেকে আয় করে লাভবান হতে পারব।

Grimm
2018-02-01, 11:41 PM
এখন পর্যন্ত আমি এই ব্যবসা হতে লাভবান হই নাই। কারণ আমি এখন পর্যন্ত এই ব্যবসা সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারি নাই। তবে আমার বিশ্বাস আমি যদি এই ব্যবসা সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমি এই ব্যবসা হতে ভাল মুনাফা উপার্জন করতে পারবো আর সেই টাকা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার জীবনধারা নির্ধারণ করতে পারবো।

kazol76
2018-02-02, 10:47 PM
ফরেক্স খুবই লাভবান ব্যবসা এই মুদ্রা বিনিময় ব্যবসার দুইদিকেই মুনাফা করতে পারে যে কেউ যেকোন দিকেই ট্রেড করে মুনাফা করতে পারে তাইতো এই ব্যবসা এতো বেশী পছন্দ সকলের কাছে। আমি অনেকদিন হয় এই ব্যবসাতে এখন আমি বুঝতে পারছি এখানে সফল হতে হলে অবশ্যই তাকে অনেকবেশী এই ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই ব্যবসা সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে কোন অবস্থাতেই লাভবান হতে পারবে না। আমি এখনও চেষ্টা করছি আমার জ্ঞান দ্বারা এখানে সফল হওয়ার জন্য।

iloveyou
2018-02-03, 01:11 PM
সবে তো শুরু করলাম দেখা যাক চেষ্টা করে যাই, সামনে গিয়ে কতটুকু কি করতে পারব সেটা বুঝে উঠতে পারছিনা। তাই যতটুকু এখান থেকে জ্ঞান ও অভিজ্ঞতা পাচ্ছি ফোরামের অন্যান্য বড় ভাইদের পোস্টগুলো পড়ে তাতেই অনেকটা লাভবান হতে পারব আশা করছি। কারন এই বিজনেজটা শিখতে বা এখানে থেকে লাভবান হওয়ার জন্য সামনে অনেক পরিশ্রম করতে হবে, তাই একদিক থেকে ফরেক্স করতে পেরে আমি আনন্দিত।

masud017
2018-02-03, 03:16 PM
যেহেতু নতুন তাই আমি ডেমো করি , ডেমোতে তো ভালোই হচ্ছে । ডেমো আর রিয়েল যদিে এক হয় তাহলে লাভ হবে বলে মনে হয় । লস হচ্ছে না তানা, তব লসের চেয়ে লাভ বেশি হচ্ছে রিয়েলে ও এভাবে হবে বলে মনে হয় । কড়া মানিমেনেজমেন্ট করি তবে এর ধারাবাহিকতা বজায় রাখত হবে । বেশি লোভ করা যাবে না , ভলো ট্রেড গুলো নিতে হবে । তবে ধিরে ধিরে ভালো ট্রেডার হতে পারবো এটাই আশা করি । নতুনরা প্রথমে একটু লস বেশি করে ।

Mahidul84
2018-02-03, 07:01 PM
হ্যা আমি ফরেক্স করে অনেক বেশি লাভবান হয়েছি। আর এজন্য আমাকে অনেক বেশি পরিশ্রম ও ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়েছে। রীতিমত ডেমো ট্রেডিং কার্যপরিচালনা করতে হয়েছে। পাশাপাশি মানি ম্যনেজমেন্ট ভাল অভিজ্ঞতাও অর্জন করতে হয়েছে। তবে একটা জিনিস পুরোপুরি ভালভাবে বুঝতে সক্ষম হয়েছি সেটা হচ্ছে লোভ। কারণ লোভ করে এই ব্যবসায় আপনি কোন দিন টিকে থাকতে পারবেন না। হয়তো বা আপনি যদি লোভ করে কোন সময় ভাল আয় করতে পেরেছেন কিন্তু সেটা লোভের কারণেই ধরে রাখতে পারেনাই এটাই একদম সত্য।

Sajib044
2018-02-03, 08:05 PM
ফরেক্স মার্কেটে আমি এখোনো রিয়েল ট্রেড শুরু করি নি । যদি রিয়েল ট্রেড শুরু করি তবেই ফরেক্স এর লাভ লোকসান কী হলো না হলো তা সবাইকে জানাতে পারবো।

sr ritu
2018-09-24, 01:54 AM
আমি যখন ফরেক্স শুরু করলাম তখন আমার লাভ ছিল না । এখন আমি ফরেক্স করে লাভ করতে পারি তাই আমি এখন ফরেক্সে লাভবান । ফরেক্স করে সব সময় লাভ হবে তা ধরে রাখা যাবে না । এখানে লাভ লস হবে । সবাই লাভ করবে তা না এখানে লাভ লস হতেই পারে তার পরেও আমি ফরেক্স করে লাভবান আছি আপনি কি ফরেক্স করে লাভবান আছেন

martin
2018-09-24, 01:07 PM
আমি এখন পরযন্ত আরথিক লাভ করতে পারি নাই । তবে আমি লাভবান কারন আমি অনেক শিখেছি যাতে আমি ধীরে ধীরে উন্নতি করছি এখন আশারাখি ভাল করবো । এটাই আমার সান্তনা ।

al amin
2018-09-24, 01:30 PM
শুধু লাভ কিংবা শূধু লস দিয়ে কোন ব্যবসা হতে পারেনা ৤ আমি ফরেক্স এর সাথে জড়িত আছি এ নিয়ে চার মাস কিংবা তার বেশি কিছু সময় হবে হয়ত ৤ আসলে কোন কিছু করতে গেলে তার পিছনে লেগে থাকার মানসিকতা সৃষ্টি করতে না পারলে আমাদের উন্নতি লাভ হবে না ৤ আমিই তার শ্রেষ্ট উদাহরণ ! আমি ফরেক্স শুরু করছি বেশ কিছুদিন হলেও লেগে থাকার মানসিকতা ,ধৈর্য্য এবং একাগ্রতা এসব বিষয় না থাকয় সফল হতে খুব বেশি কষ্ট করতে হচ্ছে ৤

Mahidul84
2018-09-24, 07:22 PM
ফরেক্স করে শুধু আমি লাভবান হয়নি বরং আমার ব্যক্তিগত জীবনকেও অনেক বেশি সুন্দরভাবে গড়ে তুলত সক্ষম হয়েছি। মোটকথা ফরেক্স এমন একটি ব্যবসা যে কেউ এই ব্যবসাটি করতে পারবেন এখানে শুধু যেটা দরকার পড়ে সেটা হচ্ছে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা। আপনি যদি সঠিকভাবে নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে খাটিয়ে এই মার্কেট সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করে এক সময় ভাল লাভবান হতে পারবেন। তবে এজন্য আপনাকে মিনিমাম ১/২ বছর এই মার্কেট সম্পর্কে লেগে থাকতে হবে। তাহলে অবশ্যই ভবিষ্যতে একদিন লাভবান হতে পারবেন।

marjahan
2018-09-24, 11:29 PM
ফরেক্স এ যদি ভালভাবে দক্ষতা অর্জন করা যায় তাহলে ভাল লাভবান হওয়া যাবে। তবে লস এ হতাশ হওয়া চলবে না। লেগে থাকার মানসিকতা নিয়ে আগাতে হবে। ফরেক্স এ ভাল দক্ষতা অর্জন করতে পারলে ভাল লাভবান হওয়া যাবে।

Mahidul84
2018-09-25, 08:15 PM
ভাই আমি ফরেক্স খুব একটা লাভবান না হতে পারলেও মোটামুটি ফরেক্স থেকে আমি অনেক কিছুই অর্জন করতে সক্ষম হতে পারছি। আর ঐ হিসেবে আমি বলতে পারি শুধু ফরেক্স সম্পর্কে অর্জনটা বড় কথা নয় বরং এই মার্কেট থেকে জীবনের অনেক কিছুই শিখার আছে। অতএব একদিকে যেমন আপনার শিক্ষা গ্রহণ করা যায় অন্যদিকে ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং কৌশলগুলো শিখে ফরেক্স মার্কেটে *ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করা সম্ভব। অতএব ফরেক্স একদিকে যেমন শিক্ষা গ্রহণ করা যায় অন্যদিকে অর্থনৈতিকভাবে সফলতা এনে দিতে পারে বলে আমার বিশ্বাস।

fardin
2018-10-20, 10:13 AM
আমি এখানে নতুন।তাই এখন আমি তেমন কিছু করতে পারিনি।তবে আমি বিশ্বাস করি আমি একদিন এখান থেকে ভাল কিছু করতে পারব।

saha
2018-10-30, 11:50 PM
ফরেক্স ট্রেডিং জগতে আসার পূবে আমি অনেকগুলো অনলাইনভিত্তিক আয়ের মাধ্যমের সাথে যুক্ত ছিলাম তবে সেখানে আয়ের সুযোগ ছিল খুবই কম এবং ঝুকিপূর্ন কিন্তু ফরেক্স ট্রেডিংযে সেদিক দিয়ে আয়ের রয়েছে বিশাল সুযোগ এবং সম্ভাবনা। আর আমি এখান থেকে একন প্রর্যন্ত বেশ ভালই আয় করেছি ফলে আমি মনে করি আমি এখান থেকে অন্যান্য অনলাইভিত্তিক আযের মাধ্যমগুলো অপেক্ষা বেশি আয় করতে পেরেছি।

Runil
2018-10-31, 12:20 PM
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স মাকেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মাকেট এমন একটি মাকেট যেখানে জ্ঞান অজন না থাকলে লস করতে হয় । আমি তেমন ভাবে ভালো জ্ঞান অর্জন করতে পারিনী তাই সফল হতে পারি নাই । তবে অনেক তাড়াতাড়ি সফল এর মুখ দেখবো বলে আশা করছি ।

Md_MhorroM
2019-01-26, 01:23 AM
আমি ফরেক্সের সাথে আমি মুটামুটি ৬,৭ মাস যাবত জরিত আছি। আমি ৩ মাস ধরে ফরেক্সে রিয়েল ট্রেড করতেছি এবং আরো ৪ মাস ডেমো প্রাকটিস করেছি। ফরেক্সে লাভ লস দুটাই আছে।। ফরেক্স করতে হলে আগে ফরেক্সে দক্ষতা লাভ করতে হবে তারপর ফরেক্স থেকে ইনকাম করতে হবে।। লাভ লস মিলিয়ে আমি ফরেক্স থেকে ১০০ ডলার প্রফিট করেছি আর ২ বার একাউন্টস জিরো করেছি।

Panna1989
2019-01-26, 01:23 AM
ফরেক্স হল অনলাইনে আয়ের মাধ্যম। আমি ফরেক্স মার্কেট এ নতুন একজন ট্রেডার আমার মতে এই মার্কেট থেকে লাভবান হতে হয়লে ফরেক্স সমন্ধে অনেক পরালেখা করে ফরেক্স ট্রেডিং করলে তাতেই লাভবান হওয়া য়ায়।তাই ফরেক্স থেকে লাভবান হওয়ার জন্য এ বিষয়ে সমন্ধে জানতে হ বে।

Mazharul777
2019-01-26, 01:25 AM
ফরেক্স মার্কেট অত্যান্ত জঠিল একটি ব্যবসা বলে আমি মনে করি । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে থাকে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । ফরেক্স মার্কেটে আমি এখনও উল্লেখ যোগ্য লাভ করতে পারিনি । তবে আমি আশা করি ফরেক্স মার্কেট থেকে আমি আমার অর্থনৈতিক চাহিদা মেটাতে পারবো।

TanjirKhandokar1994
2019-01-26, 10:19 AM
যে কোন কাজে সফল হতে হলে সময়ের প্রয়োজন এবং সেই কাজের অভিজ্ঞতারও দরকার। ঠিক তেমনি ফরেক্স এ যদি ভালভাবে দক্ষতা অর্জন করা যায় তাহলে ভাল লাভবান হওয়া যাবে। তবে আবার লস এ হতাশ হওয়া চলবে না। লেগে থাকার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ফরেক্স এ ভাল দক্ষতা অর্জন করতে পারলে এখানে সফলতা আসবেই।

Grimm
2019-01-26, 10:20 AM
ভাই ফরেক্স করে যে আপনি লাভবান হতে পারবেন সেটা বলা যাবে না বরং কিভাবে এই বাজারে টিকে থাকা সম্ভব সেই কৌশলগুলো আগে নিজের মধ্যে আয়ত্ব করতে হবে। পরবর্তীতে এই বাজারের সকল ধরনের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জনের অভিজ্ঞ হয়ে উঠুন। দেখবেন ভবিষ্যতে আপনি এমনিতেই এই বাজারে ট্রেড করে ভাল মুনাফা উপার্জনে সক্ষম হতে পারবেন। তখন আপনি অবশ্যই বলবেন ফরেক্স করে লাভবান হতে পেরেছেন।

ujoy
2019-01-27, 01:08 AM
লাভ লস প্রত্যকটা ব্যবসার জন্য মৈলিক বিষয় । কারণ শুধু লাভ কিংবা শূধু লস দিয়ে কোন ব্যবসা হতে পারেনা।আমি আগের থেকে অনেকটা ভলো ট্রেড করতে পারতেছি। তাই ফরেক্স থেকে আমি কিছুটা লাভবান হইচি।

cane
2019-01-29, 03:10 PM
সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান ।

edottc
2019-03-14, 11:58 AM
হ্যাঁ ফরেক্স করে আমি লাভবান । আমি ফরেক্স সম্পর্কে জেনে এই বিষয় জ্ঞান লাভ করে ফরেক্সে ট্রেড করেছি এবং এখান থেকে আমি লাভ করতে সক্ষম হয়েছি । শুধু যে লাভ করেছি তা কিন্তু নয় প্রথম দিকে লস ও করেছি ।তো সব দিক থেকে ভাবলে ফরেক্স করে আমি লাভবান ।

bdunity
2019-03-14, 12:27 PM
আমার জানামতে ফরেক্স করে আমি লাভবান।আমি মাত্র৩০.৪০ ফরেক্স এ ট্রেড শুরু করি।আমার প্রথমে ৪ডলার লস হয় তার পর আমি আমার বস এর কাছ থেকে কিছু ধারণা নেই তার পর বস এ ধারণা মাপিক আমি ট্রেড করতে থাকি এখোন আমার একাউন্টে ৮৫.৬০ ডলার আছে তাহলে আমি মনে করি আমি লাভবান।

Rion
2019-11-09, 05:38 PM
ফরেক্স করে আমি খুবই লাভবান । কেননা ফরেক্স ব্যবসা হল একটি আর্ন্তজাতিক ব্যবসা । এই ব্যবসা যদি দক্ষতার সাথে করা যায় অবশ্যই সফলতা অর্জন করা যায় । সুতরাং আমরা সব সময় ফরক্সে দক্ষতার সহিত করার চেষ্টা করব যাতে করে সফরতা অর্জন করা যায়

KGF
2019-11-09, 05:49 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন একজন ট্রেডার। আমি বর্তমানে ফোরাম পোস্টিং করে বোনাস সংগ্রহ করছি। ফরেক্স ট্রেডিং করতে অনেক অভিজ্ঞতার দরকার হয়। আমার এখনে অই পরিমান অভিজ্ঞতা হই নি বলে আমি এখনু রিয়েল ট্রেডিং করছি না। আমি এখন ডেমো ট্রেডিং করে নিজের অভিজ্ঞতা বাড়াচ্ছি।

KaziBayzid162
2019-11-09, 05:57 PM
আমি ফরেক্স মার্কেটে এক বছর যাবৎ ট্রেডিং করে আসছি তবে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে আমি ফরেক্স থেকে মোটামুটি খুব ভালো অংকের প্রফিট করতে পেরেছি। কিন্তু ব্যবসায় যেহেতু লাভ-লস থাকে তাই লাভের পাশাপাশি লস ও করেছি। তবে সমস্ত লস বাদ দিয়েও প্রতিমাসে 80 থেকে 100 ডলার এর মত লাভ করতে পারি। এবং আশা করছি ভবিষ্যতে আমার প্রফিট করার পরিমাণ বাড়তে থাকবে।

PK_SHIKDER
2019-11-09, 06:11 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম আছে । তবে আমার জানামতে এই ফরেক্স মার্কেট থেকে অনেকে অনেক ভালো প্রফিট অর্জন করে সফল হয়েছে । তবে আমার এই ফরেক্স মার্কেট থেকে ভালো প্রফিট অর্জন করতে চাইলে,,, আমাকে প্রথমে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে । বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করতে হবে । তাহলে আমি ও একজন সফল ট্রেডার্স হতে পারবো এবং ফরেক্স মার্কেট থেকে ভালো প্রফিট অর্জন করতে পারবো ।

এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,, ধন্যবাদ ।

ARD
2019-11-10, 09:04 PM
ডেমো অ্যাকাউন্ট হ'ল এক ধরণের অ্যাকাউন্ট যা ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হয় যা প্রত্যাবর্তন করা হয় যে কোনও নকল অর্থ যে কোনও সম্ভাব্য গ্রাহককে ট্রেডিং প্ল্যাটফর্ম এবং তার বিভিন্ন ভবিষ্যতের সাথে পরীক্ষার জন্য সক্ষম করে গ্রাহকের সক্রিয় অর্থ ডেমো অ্যাকাউন্টগুলির সাথে অর্থায়িত একটি আসল অ্যাকাউন্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার আগে স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম বৈদেশিক এক্সচেঞ্জ ট্রেডিং ভেন্যু এবং পণ্য বিনিময় সহ বিবিধ অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহিত

saraa
2020-03-17, 05:29 PM
হ্যাঁ বন্ধুরা এই ব্যবসায় আপনি যত বেশি অনুশীলন করবেন ততই আপনি আরও শক্তিশালী হবেন। আপনি যদি মাসেরও বেশি অনুশীলন করেন এবং আমার কাছে মনে হয় এটি আপনার পক্ষে পর্যাপ্ত সময়। আপনার ভাল ধৈর্য এবং অধ্যবসায়ের প্রয়োজন হবে যাতে আপনি এই ব্যবসায়টিতে সাফল্য অর্জন করতে পারেন। শেখার সময় আপনার ধৈর্য দরকার এবং ভাল সুযোগ আসার অপেক্ষায় আপনার ধৈর্যও দরকার। আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডার হিসাবে ডাকা হবে যতক্ষণ না শিখতে হবে

amreta
2020-03-17, 06:02 PM
আপনি ফরেক্স ব্যবসার সাথে কতদিন ধরে জরিত আছেন। এই পর্যন্ত আপনি ফরেক্স থেকে কতটুকু সফল হতে পেরেছেন? লাভ-লস সব ব্যবসায়ই থাকে তবে আপনি কি ফরেক্স থেকে লাভবান হয়েছেন নাকি লস হয়েছে? আমি এখোনো রিয়েল ট্রেড করিনি আমি ফরেক্সে নতুন তাই শিখছি।

প্রিয় সদস্য ফরেক্স সে আপন আঁচা তবি উত্তর, কর সাক্তে হবেন জব আপন ইসমিন মেহনাতে কারেঙ্গে আর মার্কেট কো সমাজনে কি কোশিশ কারেঙ্গে কিউঙ্কি আজকাল করণাভাইরাস কি বাজাহে এপকি বহুত জ্যাদা নীচে কি তরাফ একটি রাহি হ্যায় আর হাম করমেন পেছনে খবর কো সমঝকার কারেঙ্গে বাজার বিশ্লেষণ করেছেন কো অর এফআইআর ট্রেড

Mdsofizuddin
2020-04-25, 11:47 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন একজন ট্রেডার। আমি বর্তমানে ফোরাম পোস্টিং করে বোনাস সংগ্রহ করছি। ফরেক্স ট্রেডিং করতে অনেক অভিজ্ঞতার দরকার হয়। আমার এখনে অই পরিমান অভিজ্ঞতা হই নি বলে আমি এখনু রিয়েল ট্রেডিং করছি না। আমি এখন ডেমো ট্রেডিং করে নিজের অভিজ্ঞতা বাড়াচ্ছি।

Fxhuman
2020-04-26, 12:41 AM
ফরেক্সে আমি নতুন তাই কতটা লাভবান হবো জানিনা।আমি চেষ্টা করবো ফরেক্স করে লাভবান হওয়ার জন্য। যদি আমি আমার সকল চেষ্টা করি তবে লাভবান হতে পারবো। কারন ফরেক্স করা অনেক চেষ্টা লাগে এবং অনেক সময় ব্যায় করতে হয়।তাহলে আমি লাভবান হতে পারবো।

rakib.r
2020-04-26, 01:02 AM
আমি আসলে খুব বেশি দিন না ফরেক্সের সাথে । ফরেক্স সম্পর্কে আসলে আমি জেনে বুঝেই আসছি । এখানে খুব জলদি কোন ভাবে সফল হওয়া যায় না আমি জানি। ফরেক্সে সফল হতে হলে বেশ খানিক টা সময়ের দরকার হয়। আমি ৬ মাস ধরে আছি। হয়তো আমার ফরেক্স থেকে ভালো কিছুর জন্য আরো বছর খানেক বা তারচে বেশি সময়ের দরকার হইতে পারে।

smbiplob
2020-04-26, 01:37 AM
ফরেক্স এ লাভ লস মিলেই আয় করতে হয় আমি এখনো রিয়েল লাভ করতে পারি নি তবে আমি ডেমো ট্টেডিং এ অনেকটা লাভ করেছি প্রায় ৫০০ ডলার এর মতো আমি অনেকটা পরিশ্রম করে ধৈয্য ধরে ডেমো ট্টেডিং এ লাভ করেছি মানি ম্যানেজমন্ট না করে ট্রেড ওপেন করে এতে তারা লাভের পরিবর্তে লুজার হয় তবে আমি যত টুকু শিখেছি আশা করি ফরেক্স আমার চাহিদা পূরণর্ করবে ইনশা আল্লাহ তবে এখনও বলার মত কিছুই পাই নাই ভাল করে অভিজ্ঞতা অর্জনের জন্য সময় ও শ্রম দিচ্ছি ।

Fxxx
2020-04-26, 02:41 AM
ফরেক্স এ আসে সবাই লাভ করার জন্য। আর ফরেক্স একটি আয়ের পথ। যেখানে অন্যন্য ব্যবসার মত এখানেও পুজি খাটাতে হয়। ফরেক্স এ লাভ লস মিলিয়ে লাভ করতে হয়। ফরেক্স করে অব্যশই লাভবান হতে হবে। ফরেক্স ট্রেড করে কম হোক এর বেশি হোক লাভ হয়। আর এটা নির্ভর করে ক্যপিটালের এর উপর।

Jid13
2020-04-26, 02:58 AM
ফরেক্স এমন একটি পেশা। যার মাধ্যমে যে কারো ক্যারিয়ার গড়া সম্ভব। আমি নিজে প্রতি মাসে ফরেক্স থেকে ৪০০ ডলার ইনকাম করে থাকি। এটা আমার পার্ট টাইম পেশা। তবে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অবশ্যই আপানাকে দক্ষ হতে হবে। প্রচুর পড়াশোনা করতে হবে। ফরেক্স বুজে ট্রেড করতে হবে। তা না হলে লস করার সম্ভাবনা থেকে যায়।

KF84
2020-04-27, 02:59 PM
ফরেক্স মার্কেট এ অনেক দিন ধরে ট্রেড করে তারা প্রায় সবাই ফরেক্স মার্কেট এ লাভবান অনেক । আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক দিন ধরে ট্রেড করেন আর টিকে থাকতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন । অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ শুরুর দিকে লাভ করতে পারে নাই কিন্তু পরে তারা অনেক অনেক ডলার লাভ করছে, ফরেক্স মার্কেট থেকে আপনি ও পারবেন লেগে থাকলে ।

Dibakar Biswas
2020-04-27, 03:21 PM
আমি ফরেক্সে মোটামুটি লাভবান। আমি আমার ব্যালেন্স কয়েকগুন বৃদ্ধি করেছি। আর এখনও ট্রেড করছি। আশা করি নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো।

SHARIFfx
2020-04-27, 03:29 PM
আসলে ফরেক্স লাভবান হতে হলে ধারাবাহিক বাবে নিয়ম মেনে একটি প্রফিটেবল স্ট্যাটেজি মেনে ট্রেডিং পরিচালনা করতে হবে। একজন ট্রেড্রার তার যে ট্রেডিং স্টাইলে সফল সেটি দরে ট্রেড পরিচালনা করতে হবে। খেয়াল রাখতে হবে রিস্ক বা মানিম্যানেজমান্ট এর বেপারে। আর প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ব্যাবহার করতে হবে ঝুঁকি রক্ষার জন্য। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড শুরু করতে হবে।

sanjida
2020-04-27, 04:14 PM
আমি মনে করি ফরেক্স সবার জন্য লাভ জনক হয় না। ফরেক্সে কেও লস করে আর কেও লাভ করে থাকে। ফরেক্স আসলে অনেকে না বুঝেই করতে চলে আসে আর সেখানেই মূল সমস্যা টা হয়। আমাদের আসলে ডেমো করতে গেলে মনে হয় আমরা লাখ লাখ টাকা লস করে ফেলতেছি ডেমো করে। যদি রিয়েল ট্রেড করতাম তাইলে অনেক লাভ হয়ে যেতো আমাদের। ব্যাপার টা এমন না। ফরেক্সে লাভ করতে গেলে আগে ধৈর্য নিয়ে শিখতে হবে

FATEMAKHATUN
2020-04-27, 04:32 PM
আমি ফরেক্স এ নতুন। কয়েকদিন হল কাজ শুরু করেছি। এখনও শিখছি। ট্রেড করা শুরু করিনি। মোটামুটি শেখার পর ট্রেড করা শুরু করবো ইনশাআল্লাহ।

Channo111
2020-04-27, 04:33 PM
আমি ফরেক্স মার্কেটে একেবারে নতুন ডিলার। ফরেক্স মার্কেটপ্লেস এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনার জ্ঞান না থাকলে আপনাকে হারাতে হবে। আমি এখন সঠিক পদ্ধতিতে এই পদ্ধতিতে সঠিকভাবে সংগ্রহ করিনি যাতে আমি বিজয়ী হতে পারি না। তবে আমি খুব দ্রুত কৃতিত্বের মুখটি দেখতে চাই।

smbiplob
2020-04-27, 05:37 PM
আমি যে স্ট্রেটেজি ব্যবহার করতাম সেটা খুব একটা কার্যকর না হওয়াতে আমি ডেমোতে তেমন বেশী লাভ করতে পারিনি করলেও পরে লস এর পরিমান বেশী হওয়াতে ভাল কিছু করতে পারিনি তবে আমি চেষ্টা করছি দেখা যাক কি হয় ফরেক্স মার্কেট থেকে অনেকে অনেক ভালো প্রফিট অর্জন করে সফল হয়েছে তবে আমার এই ফরেক্স মার্কেট থেকে ভালো প্রফিট অর্জন করতে চাইলে আমাকে প্রথমে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করতে হবে ।

SR12
2020-04-27, 08:11 PM
ফরেক্স করে আমিও এখনো লাভবান হতে পারিনি কারন আমার ইনভেস্টের চেয়ে লস অনেক বেশি তবে চেষ্টা করছি লস কিছুটা রিকোভার করার আশা করি সামনের দিকে লস কমে লাভের দেখা পেতো পারবো।

IslamMdMerajul
2020-04-27, 09:22 PM
আমি অবশ্যই এখনো ফরেক্স করে লাভবান হতে পারিনি। কারণ আমি ফরেক্স সম্পর্কে আগে ভালোভাবে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করছি। বা কিছুটা হলেও ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা হয়েছে। তাই এই দক্ষতা অভিজ্ঞতা এখন ফরেক্স মার্কেটে কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে হয়তোবা ভালো কিছু করতে পারবো। কারণ কোন কিছু থেকে লাভবান হতে গেলে সর্বপ্রথম সেই বিষয় সম্পর্কে ভালো অভিজ্ঞতার প্রয়োজন হয়। কোন কিছু জানা না থাকলে সেটা থেকে ভালো কিছু বা লাভবান হওয়ার আশা করা ঠিক না।

zakia
2020-04-27, 11:10 PM
হ্যাঁ অবশ্যই আমি ফরেক্স করে লাভবান । কারন ফরেক্স এমনই ব্যবসা যেখান থেকে প্রচুর অর্থ করা সম্ভব । কিন্তু এর জন্য অবশ্যই ফরেক্সের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় । ফরেক্স এর পেছনে সময় ব্যয় করতে হবে, ফরেক্স নিয়ে চিন্তা ভাবনা বৃদ্ধি করতে হবে, প্রচুর পরিমানে প্র্যাকটিস করতে হবে এবং পর্যবেক্ষণের মাধ্যমে ট্রেড দিতে হবে তাহলে সহজেই ফরেক্স থেকে আয় করতে এবং লাভবান হতে পারা যাবে ।

Rion83
2020-05-07, 10:20 PM
ফরেক্স এ আসে সবাই লাভ করার জন্য। আর ফরেক্স একটি আয়ের পথ। যেখানে অন্যন্য ব্যবসার মত এখানেও পুজি খাটাতে হয়। ফরেক্স এ লাভ লস মিলিয়ে লাভ করতে হয়। ফরেক্স করে অব্যশই লাভবান হতে হবে। ফরেক্স ট্রেড করে কম হোক এর বেশি হোক লাভ হয়। আর এটা নির্ভর করে ক্যপিটালের এর উপর।

Fardin02
2020-05-07, 10:22 PM
অবশ্যই ফরেক্স করে আমি লাভবান তা না হলে শুধু শুধু এখনো কেন ফরেক্ম করবো । সঠিক ভাবে যারা ফরেক্স করে তারা প্রায় বেশি সময় লাভবান হয়ে থাকে ফরেক্স থেকে । তবে যারা লোভে পরে ফরেক্স করে তারা তাদের উপার্জনতো দূরের কথা নিজেরাই লোকসানে পরে থাকে

zakia
2020-05-08, 10:07 AM
কোন ব্যবসাতেই যে সব সময় লাভ হবে এটা কখনোই সঠিক নয় । ফরেক্স ব্যবসা ও ঠিক একই রকম, এখানেও কোন সময় লাভ হবে আবার কোন সময় লস হবে । তবে ফরেক্স মার্কেট এ ট্রেডিং এর মাধ্যমে যতোটুকু লাভ করতে পারা যায় সেটাই ভাল, এখানে অতিরিক্ত লোভের বশবর্তী হওয়া যাবে না । এছাড়া ফরেক্স থেকে যে পরিমান জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা যায় তা ভাষায় প্রকাশ করার মত নয় । তাই আমি বলব সব দিক থেকে বিবেচনা
সাপেক্ষে আমি ফরেক্স করে লাভবান ।

Hridoy6763
2020-05-08, 10:21 AM
জী ভাই ফরেক্স করে আমি অনেক লাভবান,বর্তমান সময়ে একটি জব পাও্যা খুব কষ্টের,তাছাড়া ১০০০০ টাকার জব এর জন্য বস এর অনেক প্যারা নিতে হয়,আমি সেই হিসেবে খুব ভালো লাভবান এবং ভালো আছি,ফরেক্স থেকে আমি মাসে যা পাই তা দিয়ে ভালো ভাবে নিজেকে পরিচালনা করতে পারি,তাই আমি ফরেক্স বিজিনেস করতে পেরে নিজেকে লাভবান মনে করি।

Mas26
2020-05-08, 10:42 AM
লাভ লস প্রত্যকটা ব্যবসার জন্য মৈলিক বিষয় ৤ কারণ শুধু লাভ কিংবা শূধু লস দিয়ে কোন ব্যবসা হতে পারেনা ৤ আমি ফরেক্স এর সাথে জড়িত আছি এ নিয়ে চার মাস কিংবা তার বেশি কিছু সময় হবে হয়ত ৤ আসলে কোন কিছু করতে গেলে তার পিছনে লেগে থাকার মানসিকতা সৃষ্টি করতে না পারলে আমাদের উন্নতি লাভ হবে না ৤ আমিই তার শ্রেষ্ট উদাহরণ ! আমি ফরেক্স শুরু করছি বেশ কিছুদিন হলেও লেগে থাকার মানসিকতা ,ধৈর্য্য এবং একাগ্রতা এসব বিষয় না থাকয় সফল হতে খুব বেশি কষ্ট করতে হচ্ছে ৤

Hredy
2020-05-08, 11:24 AM
সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান ।

Dibakar Biswas
2020-05-08, 11:39 AM
আমি রিয়েলে অনেক আগে থেকেই আছি। আর নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পেরেছি। তবে বর্তমানে যেহেতু চাকরী করছি তাই পূর্বের তুলনায় লাভের পরিমান কমে গেছে। তারপরও আমি খুশি। কারন আমি লাভে আছি। আমি মনে করি প্রত্যেক ট্রেডারের কাছে লস না করে ব্যালেন্স ধরে রাখাটাই বড় বিষয়। আমার মতে কেউ যদি নিজের ব্যালেন্স ধরে রাখতে পারে তবে সেই ফরেক্সে সফল।

আপনি কি মনে করেন?

Suriya Sultana Hira
2020-05-08, 05:23 PM
হ্যাঁ বন্ধু,, আমি এই ফরেক্স মার্কেটে কাজ করে লাভবান হতে পেরেছি । আমি এই ফরেক্স মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করতে পেরেছি যেটা আমার সাধ্যের বাইরে ছিলো । তবে আমি আরো ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছি এবং এই ফরেক্স মার্কেট থেকে আরো ভালো সফলতা অর্জন করার চেষ্টা করছি,,,,, ধন্যবাদ ।

Mas26
2020-05-08, 05:38 PM
আপনি ফরেক্স ব্যবসার সাথে কতদিন ধরে জরিত আছেন। এই পর্যন্ত আপনি ফরেক্স থেকে কতটুকু সফল হতে পেরেছেন? লাভ-লস সব ব্যবসায়ই থাকে তবে আপনি কি ফরেক্স থেকে লাভবান হয়েছেন নাকি লস হয়েছে? আমি এখোনো রিয়েল ট্রেড করিনি আমি ফরেক্সে নতুন তাই শিখছি।

IFXmehedi
2020-05-09, 03:59 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি যেমন লাভ করেছি ঠিক তেমনই আবার লসও করেছি । ফরেক্স ট্রেডিং এ লাভ হবে লস হবে এটাই স্বাভাবিক । কিন্তু যখন অভারঅল হিসেব করা যাবে তখনই বুঝা যাবে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান কি না ! আমি ফরেক্স মার্কেটে ট্রেড করে সেই দিক থেকে লাভবান এবং আমি বিশ্বাস করি যদি ভালোভাবে কেউ শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করে তাহলে সে অবশ্যই ফরেক্স থেকে প্রফিট করতে পারবে ।

HASIBURRAHMAN
2020-05-09, 04:17 AM
ফরেক্স এ কাজ করে আমি অবশ্যই লাভবান। তাই ফরেক্সের প্রতি পজেটিভ। কিন্তু ম্যাক্সিমাম লকি ফরেক্স এর প্রতি নেগেটিভ কারণ তারা ব্যর্থ হয়।

rakib.r
2020-05-10, 04:59 PM
ফরেক্স একটি দীর্ঘ মেয়াদি ব্যাবসা। এটা শিখতে বুঝতে মার্কেটের সাথে খাপ খাইয়ে উঠতে একজন ট্রেডারের অনেক সময় লেগে যায়। ফরেক্স ব্যাবসাতে মুলত আপনি লাভ যদি দেখতে চান তাহলে আপনাকে কম পক্ষে এক থেকে দেড় বছর সময় দিতে হবে। অন্য বাকি সব ব্যবসার মত ফরেক্স ব্যাবসায় কয়েক মাসেই লাভ দেখা যায় না। আমি প্রায় ৬ মাস যাবত ফরেক্সের সাথে আছি। আমি এখন পর্যন্ত কোন লাভ উত্তোলন করতে পারি নাই। আমি এখনো শিখছি। ইনশাআল্লাহ্* একদিন আমি ও ফরেক্স থেকে প্রফিট উত্তোলন করতে পারবো

TJWORLD777
2020-05-11, 12:13 AM
আসলে বর্তমান পেক্ষাপটে ফরেক্স ট্রেডিং খুবই লাভজনক একটি অনলাইন বিজনেস যদিওবা আমি এখানে এখন পর্যন্ত তেমন কোনো লাভবান হতে পারেনি তবে আশা করি ফরেক্স ট্রেডিং এ একজন দক্ষ ও অভিজ্ঞ হয় এখানে লাভ করব । তবে এর জন্য আমাকে আগে ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিশদভাবে জানতে হবে এবং এটা সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে এরপরে আমি এখানে লাভ করতে পারব বলে আশা করি । ধন্যবাদ

souravkumarhazra6763
2020-05-11, 06:16 PM
ভাই আমি ফরেক্স বিজিনেস এ জইন করেছিলাম ২০১৭ সাল থেকে,প্রথম ২ বছর আমি অনেক লস করেছি,লাভ তো পরের কথা আমি আমার ব্যালেন্স শূন্য করেছি অগনিত বার,কিন্তু আমি লস করতে করতে মোটামুটি এখন ফরেক্স ভালো ভাবে লার্ন করে ফেলছি,আর এখন আমি প্রতেক মাসে আমার ব্যালেন্স এর ১৫ পারসেন্ট প্রতেক মাস এ লাভ করতে সক্ষম,মোটামুটি আমি এখন ফরেক্স বিজিনেস করে লাভবান।

Emamul
2020-05-12, 10:38 AM
আমি ফরেক্সে নতুন মাত্র কিছুদিন হলো শুরু করেছি আমি এখনো তেমন কোনো প্রফিট করতে পারিনি। একটা পেয়ারে লাভ হলে অন্য একটাতে লস হয়ে এভারেজে সমান হয়ে যায় এমন্টাই হচ্ছে আমার সাথে, নিশ্চয়ই এর কোনো কারন আছে। যেহেতু আমি নতুন তাই এখনো সব কিছু বুঝে উঠতে পারিনি। ইনশাল্লাহ একদিন এখান থেকে সফল হবো।

Lubna1212
2020-05-26, 10:51 PM
বেনিফিট দুর্ভাগ্য হ'ল প্রতিটি ব্যবসায়ের জন্য এই সুবিধার আলোকে যে কোনও ব্যবসায়ই সম্ভব হয় না বা লাভ বা দুর্ভাগ্য দিয়েই একা ফোরেক্সের সাথে আমি প্রায় চার মাস বা তার বেশি সময় ধরে নিযুক্ত থাকি না, তবে আমরা উন্নতি করব না আমি সেরা মডেল ! আমি দীর্ঘদিন ধরে ফরেক্সের সূচনা করছি তবে আমি দৃ determination় সংকল্প, অধ্যবসায় এবং মনোনিবেশ না করে বিজয়ী হওয়ার চেষ্টা করে যাচ্ছি।

Mahmud1984fx
2020-05-27, 08:44 AM
অবশ্যই ফরেক্স করে আমরা সবাই লাভবান। হয়ত প্রথমদিকে অর্থনৈতিকভাবে লাভবান না হলেও এটাকে লস বলা যাবে না। কারণ অল্প কিছুর বিনিময়ে আমরা যে ফরেক্সের মত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক অনলাইন ব্যবসা সম্পর্কে জানতে পেরেছি তাই বা কম কিসের । আবার অনেকেই ইতিমধ্যে ফরেক্সের মাধ্যমে অর্থনৈতিকভাবেও লাভবান হয়েছে । আর আমরা যারা এখনো অর্থনৈতিকভাবে লাভবান হতে পারিনি অচিরেই ভাল কিছু করতে পারব । ইনশা আল্লাহ।

Soh1952
2020-05-27, 06:06 PM
হ্যা, ফরেক্স ব্যবসা করে আমি মোটামুটি লাভ করেছি । আমার ইচ্ছা এই ব্যবসা করে আমি স্বাবলম্বী হব । আপনারাও এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করেন অবশ্যই সফলকাম হতে পারবেনে । আর বেশী বেশী করে মার্কেট এ্যানালাইসিস করা একান্ত দরকার তাহলেই সফলকাম হওয়া সম্ভব ।তবে অবশ্যই আমরা আরো উন্নত হবো এবং ধিরে ধিরে ফোরেক্স মার্কেট সরকারী ভাবে সমৃদ্ধ বা বীকৃত হবে।

Mas26
2020-05-27, 06:13 PM
আমি এখানে নতুন।তাই এখন আমি তেমন কিছু করতে পারিনি।তবে আমি বিশ্বাস করি আমি একদিন এখান থেকে ভাল কিছু করতে পারব। তাই আমি সবার কাছে দোয়া চাই।

smbiplob
2020-05-28, 11:15 AM
ফরেক্স এমন একটি ব্যবসা যে কেউ এই ব্যবসাটি করতে পারবেন এখানে শুধু যেটা দরকার পড়ে সেটা হচ্ছে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা। আপনি যদি সঠিকভাবে নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে খাটিয়ে এই মার্কেট সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন ।আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক দিন ধরে ট্রেড করেন আর টিকে থাকতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন । অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ শুরুর দিকে লাভ করতে পারে নাই কিন্তু পরে তারা অনেক অনেক ডলার লাভ করছে ।

sanjida
2020-05-28, 12:48 PM
আমি দুই মাস হলো ফরেক্সের সাথে আছি। আমি এখন ডেমো ট্রেড করে যাচ্ছি। আমি ডেমোতে আসতে আসতে নিজেকে ডেভলপ করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাইতেছি। আমি মুটামুটি নিজেকে অনেক টা মার্কেটের সাথে পরিচিত করতে পেরেছি। আমার ইচ্ছা আছে আমি আরো মাস তিনেক ডেমোই করে যাবো যাতে আমি মার্কেটের সাথে নিজেকে আরো খাপ খাইয়ে নিতে পারি। মার্কেটের সাথে খাপ খাইয়ে নিতে পারলে তবেই আমি লাভ করতে পারবো

zakia
2020-06-12, 10:59 PM
হ্যাঁ বন্ধুরা এই ব্যবসায় আপনি যত বেশি অনুশীলন করবেন ততই আপনি আরও শক্তিশালী হবেন। আপনি যদি মাসেরও বেশি অনুশীলন করেন এবং আমার কাছে মনে হয় এটি আপনার পক্ষে পর্যাপ্ত সময়। আপনার ভাল ধৈর্য এবং অধ্যবসায়ের প্রয়োজন হবে যাতে আপনি এই ব্যবসায়টিতে সাফল্য অর্জন করতে পারেন। শেখার সময় আপনার ধৈর্য দরকার এবং ভাল সুযোগ আসার অপেক্ষায় আপনার ধৈর্যও দরকার। আপনি যদি সঠিকভাবে নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে খাটিয়ে এই মার্কেট সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করে এক সময় ভাল লাভবান হতে পারবেন। তবে এজন্য আপনাকে মিনিমাম ১/২ বছর এই মার্কেট সম্পর্কে লেগে থাকতে হবে। তাহলে অবশ্যই ভবিষ্যতে একদিন লাভবান হতে পারবেন।

samun
2020-06-12, 11:12 PM
যখন ফরেক্স শুরু করলাম তখন আমার লাভ ছিল না । এখন আমি ফরেক্স করে লাভ করতে পারি তাই আমি এখন ফরেক্সে লাভবান । ফরেক্স করে সব সময় লাভ হবে তা ঠিক নয় । এখানে লাভ লস নিয়ে ব্যবসায় করতে হবে । সবাই লাভ করবে তা না এখানে লাভ লস হতেই পারে। তবে ফরেক্স এর থেকে আমি আমার চাহিদা পূরণ করতে সক্ষম।

HASIBURRAHMAN
2020-06-13, 07:08 AM
ফরেক্সে আমি কতটুকু লাভবান সেটা এখনো পুরোপুরি বুঝতে পারছিনা। মাঝে মাঝে মনে হয় আমি সফল আমার কখনও মনে হয় আমি ব্যর্থ।

FATEMAKHATUN
2020-06-13, 07:20 AM
ফরেক্সে আমি লাভবান। লস মাঝে মাঝে করে থাকি। তবে লঞ্চ থেকে সবসময় শেখার চেষ্টা করি। আর ভবিষ্যতের লস না হয় সেদিকে খেয়াল রাখি।

FATEMARUMA
2020-06-13, 08:27 AM
ফরেক্স থেকে আমি কতটুকু এই মুহূর্তে লাভবান হতে পেরেছি সেটা বড় কথা নয়। মূল কথা হচ্ছে আমি ফরেক্স এর কাজ কতটুকু শিখতে পেরেছি। কাজ ভালোভাবে শিখতে পারলে সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ।

konok
2020-06-29, 08:00 AM
ফরেক্স হল অনলাইনে আয়ের মাধ্যম। আমি ফরেক্স মার্কেট এ নতুন একজন ট্রেডার আমার মতে এই মার্কেট থেকে লাভবান হতে হয়লে ফরেক্স সমন্ধে অনেক পরালেখা করে ফরেক্স ট্রেডিং করলে তাতেই লাভবান হওয়া য়ায়।তাই ফরেক্স থেকে লাভবান হওয়ার জন্য এ বিষয়ে সমন্ধে জানতে হবে।

Devdas
2020-06-29, 10:30 AM
ফরেক্স করে আমি এখনো কোন লাভবান হতে পারি নি। কারন আমি ফরেক্স মার্কেট এ এখন নতুন। তবে আমি ফরেক্স মার্কেট এ অনেক পরিশ্রম করব যাতে আমি ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারি। তবে আমি আশা করছি যে আমি ফরেক্স মার্কেট থেকে ভাল কিছু পাব এবং লাভবান হব। ধন্যবাদ।

FREEDOM
2020-06-29, 08:52 PM
আপনি ফরেক্স ব্যবসার সাথে কতদিন ধরে জরিত আছেন। এই পর্যন্ত আপনি ফরেক্স থেকে কতটুকু সফল হতে পেরেছেন? লাভ-লস সব ব্যবসায়ই থাকে তবে আপনি কি ফরেক্স থেকে লাভবান হয়েছেন নাকি লস হয়েছে? আমি এখোনো রিয়েল ট্রেড করিনি আমি ফরেক্সে নতুন তাই শিখছি।

ফরেক্স করে আমি এখনো তেমন লাভবান হতে পারিনি তবে একদিক থেকে অনেক লাভবান আর তাহলো ফরেক্স শিখতে পারছি এবং ফরেক্স শেখার প্রতি অনেক বেশি আগ্রহ তৈরি হচ্ছে। এতে করে এখন খুব বেশি লাভবান হতে না পারলেও সামনের দিকে যে নিজের ট্রেডিং মান ধীরে ধীরে বৃদ্ধি করতে পারবো সেটা অনেকটাই আশাবাদী।

milu
2020-06-29, 10:34 PM
ব্যবসা সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে কোন অবস্থাতেই লাভবান হতে পারবে না। আমি এখনও চেষ্টা করছি আমার জ্ঞান দ্বারা এখানে সফল হওয়ার জন্য।শুধু লাভ কিংবা শূধু লস দিয়ে কোন ব্যবসা হতে পারেনা ৤ আমি ফরেক্স এর সাথে জড়িত আছি এ নিয়ে চার মাস কিংবা তার বেশি কিছু সময় হবে হয়ত ৤ আসলে কোন কিছু করতে গেলে তার পিছনে লেগে থাকার মানসিকতা সৃষ্টি করতে না পারলে আমাদের উন্নতি লাভ হবে না।

Starship
2020-06-29, 10:40 PM
আমার অনেক ফেন্ড আছে যারা ফরেক্স এ অনেক দিন থেকেই কাজ করছে এবং অনেক লাভ করছে। এটা যেমন লাভ আছে তেমনি লসও আছে। এটা লাভ লস নির্ভর করবে ট্রেড করার উপর। সঠিকভাবে এনালাইসিস না করে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবণা বেশী থাকে। ডেমো একাউন্টে অনুশীলন ও সঠিক এনালাইসিস না জেনে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবণা বেশী।

ধন্যবাদ

muslima
2020-06-30, 01:03 AM
আমি অনেক দিন ধরে ফরেক্স ব্যবসা করি । আমি প্রথমে ফরেক্স থেকে অনেক লস করেছি । কিন্তু এখন আমি অনেক অনেক প্রফিট করি । তাই আমি ফরেক্স ব্যবসায় অনেক অনেক লাভবান । আমি ফরেক্স থেকে কখনো দূরে যেতে চাই না । এখনো ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারি নি। তবে আমি আশা করছি যে আমি এই ফরেক্স মার্কেট থেকে ভাল একজন ফরেক্স ট্টেইনার হয়ে আমি ফরেক্স এ কাজ করব এবং আয় করব। তাই আমি ভাবছি যে আমি ফরেক্স করে লাভবান হব।

jimislam
2020-08-14, 04:40 PM
ফরেক্স ট্রেডিং জগতে আসার পূবে আমি অনেকগুলো অনলাইনভিত্তিক আয়ের মাধ্যমের সাথে যুক্ত ছিলাম তবে সেখানে আয়ের সুযোগ ছিল খুবই কম এবং ঝুকিপূর্ন কিন্তু ফরেক্স ট্রেডিংযে সেদিক দিয়ে আয়ের রয়েছে বিশাল সুযোগ এবং সম্ভাবনা। ফরেক্স এর পেছনে সময় ব্যয় করতে হবে, ফরেক্স নিয়ে চিন্তা ভাবনা বৃদ্ধি করতে হবে, প্রচুর পরিমানে প্র্যাকটিস করতে হবে এবং পর্যবেক্ষণের মাধ্যমে ট্রেড দিতে হবে তাহলে সহজেই ফরেক্স থেকে আয় করতে এবং লাভবান হতে পারা যাবে ।

Devdas
2020-08-14, 08:49 PM
ফরেক্স মার্কেট এ আমি এখনো ফরেক্স করে আয় করতে পারি নি। আমি ফরেক্স মার্কেট এ সবে মাত্র কয়েক মাস হল জয়েন করে ফরেক্স করে যাচ্ছি। ফরেক্স মার্কেট থেকে যেহেতু অনেক টাকা আয় করা যায়। তাই আমি ফরেক্স করে যাচ্ছি। আমার বিশ্বাস যে আমি ফরেক্স করে লাভবান হব এবং আমি ফরেক্স থেকে ভাল কিছু পাব সেই জন্যই আমি ফরেক্স এ অনেক পরিশ্রম করে ধৈর্য্য ধরে ফরেক্স করে যাচ্ছি।

ABDUSSALAM2020
2020-08-14, 09:51 PM
হ্যা ফরেক্স যারা করে তারা বেশির ভাগ লোক সফল হয়েছে এবং লাভ করে নিজের জীবনকে পরিবর্তন করেছে ফরেক্স মাধ্যমে তাই ফরেক্স করে লাভ করা সম্ভাব।

Md.shohag
2020-08-15, 12:22 AM
আমি এখানে নতুন।তাই এখন আমি তেমন কিছু করতে পারিনি।তবে আমি বিশ্বাস করি আমি একদিন এখান থেকে ভাল কিছু করতে পারব। তাই আমি সবার কাছে দোয়া চাই।

IFXmehedi
2020-08-31, 07:10 PM
ফরেক্স মাকেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মাকেট এমন একটি মাকেট যেখানে জ্ঞান অজন না থাকলে লস করতে হয় । আমি তেমন ভাবে ভালো জ্ঞান অজন করতে পারিনী তাই সফল হতে পারি নাই । তবে অনেক তাড়াতাড়ি সফল এর মুখ দেখব বলে আশা করছি ।

ভাই বর্তমানে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করছি কিন্তু খুব বেশি প্রফিট করতে পারছিনা । আসলে আমি এখনো ফরেক্স ট্রেডিং সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারেনি যার কারণে হয়তো এমন হচ্ছে । আমরা ফরেক্স ট্রেডিংয়ে যত বেশি অনুশীলন এবং পরিশ্রম করব আমরা ততবেশি ফরেক্স মার্কেটে দক্ষ হব । তাই প্রথমদিকে অনুশীলন করতে একটু কষ্ট হলেও আমাদের ধৈর্য সহকারে এটা ধরে রাখতে হবে যেন পরবর্তীতে এর সুফল ভোগ করতে পারি ।

sss21
2020-08-31, 07:26 PM
সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান।

BangaliBabu
2020-08-31, 07:38 PM
আপনি ফরেক্স ব্যবসার সাথে কতদিন ধরে জরিত আছেন। এই পর্যন্ত আপনি ফরেক্স থেকে কতটুকু সফল হতে পেরেছেন? লাভ-লস সব ব্যবসায়ই থাকে তবে আপনি কি ফরেক্স থেকে লাভবান হয়েছেন নাকি লস হয়েছে? আমি এখোনো রিয়েল ট্রেড করিনি আমি ফরেক্সে নতুন তাই শিখছি।

আমি ২০১১ সাল থেকে ফরেক্স ট্রেডিংয়ের সাথে আছি তবে নিজে রিয়েল ট্রেডিং করছি ২০১৮ থেকে। যেভাবে ফরেক্সে এসেছি সেভাবে ঠিকঠাকভাবে ফরেক্স শেখা হয়নি। কারণ আমার গুরু আমাকে সময় দিতে পারতেন না। পরে তিনি চাকুরীর সুবাদে অন্য কোথাও শিফট হয়ে গেলে তারপর আর ফরেক্স চালু রাখা সম্ভব হয়নি। তবে আমিও যখন ২০১৫ তে ঢাকাতে শিফট হয়ে গেলাম তখন থেকে ডেমো ট্রেডিং করতাম কিন্তু কাজের কাজ কিছুই হত না। কারণ আমি ফরেক্সের আগামাথা কিছুই বুঝতাম না। শুরুতে বিডিপিপস পড়েছিলাম তারপর আর কোন সাইট বা মেন্টর পাইনি যেখান থেকে শিখতে পারব। পরে এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম পোষ্টিং করে বোনাসও পাওয়া যায় প্লাস ফরেক্স শেখাও যায় এমন কিছু সাইট আছে। সেখান থেকে রিয়েল ট্রেডিং শুরু। বিগত দুই বছরের ট্রেডিং লাইফে আমার লাভ-লস সমান সমান। আস্তে আস্তে করে এগোচ্ছি।

Fahmida1
2020-08-31, 07:51 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার এর জন্য আমি ফরেক্স বিষয়ে জ্ঞান অর্জন করছি ও দক্ষতা অর্জন করার চেষ্টা করছি। তবে আমার জানামতে এমন অনেকেই রয়েছে যারা ফরেক্স থেকে অনেক টাকা আয় করে।
আমিও আশা করি ফরেক্স থেকে অভিজ্ঞতা ও এক্সপেরিয়েন্স অর্জন করতে পারলে আমিও একসময় ফরেক্স থেকে অনেক লাভবান হব। অভিজ্ঞতা ব্যতিত ফরেক্স থেকে লাভবান হওয়া যাবে না তাই আমি প্রথমে অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে বেশি গুরুত্ব প্রদান করব।

Sid
2020-08-31, 07:54 PM
ফরেক্স মাকেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মাকেট এমন একটি মাকেট যেখানে জ্ঞান অজন না থাকলে লস করতে হয় । আমি তেমন ভাবে ভালো জ্ঞান অজন করতে পারিনী তাই সফল হতে পারি নাই । তবে অনেক তাড়াতাড়ি সফল এর মুখ দেখব বলে আশা করছি ।

FRK75
2020-12-19, 11:18 AM
ফরেক্স করতে আসছি বেশি দিন না তবে এর মধ্যে আমি ফরেক্স মাকেট থেকে ৫ ডলার আয় করছি তাই আমি ফরেক্স করতে পেরে অনেক খুশি | আমরা সাধারনত ফরেক্স করি আয় করার জন্য যদি সেখান থেকে আয় না করতে পারি তবে কিভাবে ভাল থাকব বলেন |তবে আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারব তাই আমি ফরেক্স কে বুঝার চেষ্টা করছি|

Smd
2020-12-19, 12:56 PM
আমি ফরেক্স এর সাথে জড়িত আছি এ নিয়ে চার মাস কিংবা তার বেশি কিছু সময় হবে হয়ত ৤ আসলে কোন কিছু করতে গেলে তার পিছনে লেগে থাকার মানসিকতা সৃষ্টি করতে না পারলে আমাদের উন্নতি লাভ হবে না। প্রথমে আমি যতো লস করেছি বর্তমানে তা মার্কেট থেকে তুলার চেষ্টায় আছি। তবে আমি আগের থেকে অনেকটা ভলো ট্রেড করতেছি। আমি আখন অর্ধেক তুলতে পেরেছি।

JOCKY
2020-12-20, 08:42 AM
ফরেক্স করে আমি লাভবান নাকি লুজার সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হযে উঠবে যখন আমি ফরেক্সে নিদ্দিষ্ট একটা লেবেল অর্থ্যাৎ একটা নিদ্দিষ্ট স্টেপ পার হয়ে আসব । ফরেক্সে প্রতিটা মানের ট্রেডারের জন্য একেকটা ধাপ বিদ্যমান । আমি এখনো বিগিনার লেবেলের ট্রেডার বলে লাভ লসের হিসাব করতে প্রস্তুত নই । আমরা যদি ফরেক্সে সফল হতে চায় তবে অবশ্যই আমাদেরকে সে জন্য কাজ করতে হবে উপযুক্ত পদ্ধতিতে ।

Sun
2020-12-23, 04:55 PM
সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান।

micky1212
2020-12-23, 07:00 PM
আমি ফরেক্স মার্কেটের আরেক দালাল। ফরেক্স মার্কেট এমন যেখানে আপনার কাছে তথ্য না থাকার অফ সুযোগটি হারাতে হবে। আমি এ জাতীয় পদ্ধতিতে দুর্দান্ত তথ্য সংগ্রহ করতে অক্ষম ছিলাম তাই আমি সফল হতে পারিনি। তবে, আমি খুব শীঘ্রই অগ্রগতির সারাংশ দেখতে চাই।

Smd
2020-12-23, 09:19 PM
ফরেক্স মাকেট এমন একটি মাকেট যেখানে জ্ঞান অজন না থাকলে লস করতে হয় । আমি তেমন ভাবে ভালো জ্ঞান অজন করতে পারিনী তাই সফল হতে পারি নাই। বর্তমানে তা মার্কেট থেকে তুলার চেষ্টায় আছি। তবে আমি আগের থেকে অনেকটা ভলো ট্রেড করতেছি। আমি আখন অর্ধেক তুলতে পেরেছি।

sss21
2021-01-31, 03:47 PM
আমি ফরেক্স এ নতুন।ফরেক্স থেকে নাকি অনেক টাকা আয় করা যায় । আমি এখনো লাভবান হতে পারিনি। ফরেক্সে আমি কেবল কাজ শুরু করেছি । তবে আমি মনে করি ফরেক্স করে আমি লাভবান হতে পারবো।

jedi1212
2021-01-31, 05:05 PM
আপনি কতক্ষণ ফরেক্স ট্রেড করতে আগ্রহী? ফরেক্সের সাথে আপনি এতদূর কত ভাল ছিলেন? সমস্ত ব্যবসায়ের ক্ষেত্রে মুনাফা-লোকসান উপস্থিত রয়েছে, তবে আপনি কি ফরেক্স থেকে লাভ করেছেন বা হারিয়েছেন? আমি এখনও রিয়েল ট্রেডিং করি নি, তাই আমি ফরেক্সে নতুন এবং আমি শিখছি।

Sakib42
2021-01-31, 07:16 PM
জি অবশ্যই আমি ফরেক্স করে লাভবান। সম্পর্কিত হয়ে আমার ক্যারিয়ার গড়তে পারব। ফরেক্স করে আমি অনেক লাভবান হয়েছি তার জন্য ফরেক্সকে অনেক ধন্যবাদ। এই প্লাটফর্ম এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদেরকে একটি সুন্দর সুযোগ করে দিয়েছে জীবন গড়ার জন্য। আমি আমার কর্ম সংস্থান নিয়ে এবং ফরেক্স এর যাবতীয় কার্যকলাপ নিয়ে সন্তুষ্ট। এবং মোটামুটি একজন সফল ট্রেডার।

Smd
2021-04-23, 11:28 PM
ফরেক্স মার্কেট এ নতুন একজন ট্রেডার আমার মতে এই মার্কেট থেকে লাভবান হতে হয়লে ফরেক্স সমন্ধে অনেক পরালেখা করে ফরেক্স ট্রেডিং করলে তাতেই লাভবান হওয়া য়ায়। প্রথমে আমি যতো লস করেছি বর্তমানে তা মার্কেট থেকে তুলার চেষ্টায় আছি। তবে আমি আগের থেকে অনেকটা ভলো ট্রেড করতেছি।

EmonFX
2021-05-26, 05:25 PM
আপনি ফরেক্স ব্যবসার সাথে কতদিন ধরে জরিত আছেন। এই পর্যন্ত আপনি ফরেক্স থেকে কতটুকু সফল হতে পেরেছেন? লাভ-লস সব ব্যবসায়ই থাকে তবে আপনি কি ফরেক্স থেকে লাভবান হয়েছেন নাকি লস হয়েছে? আমি এখোনো রিয়েল ট্রেড করিনি আমি ফরেক্সে নতুন তাই শিখছি।

আমি ফরেক্স এর সাথে দীর্ঘদিন থাকলেও এখন পর্যন্ত লাভবান হতে পারিনি। লাভের থেকে লসের পরিমাণটাই বেশি। ফরেক্সে লাভবান হওয়া মানেই সফলতা। সফলতা বলতে আমি বুঝি যে আমি যেটা চাই সেটা পরিপূর্ণ ভাবে পাওয়াটাই সফলতা। কোন একটা বিষয়ে লক্ষে পৌঁছাতে পারাটাই সফলতা। সে অর্থে বলতে গেলে আমি এখন পর্যন্ত ফরেক্স মার্কেট থেকে তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি। তবে আমার ব্যর্থতা গুলোকে শক্তিতে পরিণত করে একটু একটু করে নিজেকে তৈরী করছি। আমি মনে করি এটাও আমার সফলতার পথে একটা অধ্যায় অতিবাহিত করছি। মূলত চাওয়া এবং পাওয়ার মধ্যে সফলতার একটা গুড কম্বিনেশন রয়েছে। ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে অবশ্যই ট্রেডিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। তার জন্য প্রতিনিয়ত মার্কেটে সময় দিয়ে মার্কেট স্টাডি ও এনালাইসিস করে নিজের ট্রেডিং দক্ষতা বাড়াতে হবে। নইলে সফলতা শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।

Mas26
2021-05-26, 06:16 PM
ফরেক্স করে প্রথমে আমি লস করি। প্রথমে আমি যতো লস করেছি বর্তমানে তা মার্কেট থেকে তুলার চেষ্টায় আছি। তবে আমি আগের থেকে অনেকটা ভলো ট্রেড করতেছি। আমি আখন অর্ধেক তুলতে পেরেছি। ফরেক্স থেকে আখন আপনাদের কামন লাভ।ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান।

Smd
2021-07-31, 09:26 AM
আমি বর্তমানে ফোরাম পোস্টিং করে বোনাস সংগ্রহ করছি। ফরেক্স ট্রেডিং করতে অনেক অভিজ্ঞতার দরকার হয়। আমার এখনে অই পরিমান অভিজ্ঞতা হই নি বলে আমি এখনু রিয়েল ট্রেডিং করছি না। যার মাধ্যমে যে কারো ক্যারিয়ার গড়া সম্ভব। আমি নিজে প্রতি মাসে ফরেক্স থেকে ৪০০ ডলার ইনকাম করে থাকি। এটা আমার পার্ট টাইম পেশা। তবে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অবশ্যই আপানাকে দক্ষ হতে হবে। প্রচুর পড়াশোনা করতে হবে।

samun
2021-08-24, 12:34 PM
ফরেক্স মার্কেটে নতুন তবে এই মার্কেট সম্পর্কে আমি যতটুকু বুঝতে পেরেছি তাতেই এটা বুঝেছি এই মার্কেটে আমি যদি সঠিকভাবে আমার দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই এখান থেকে ভাল আয় করা সম্ভব।আমাকে অনেক বেশি পরিশ্রম ও ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়েছে। রীতিমত ডেমো ট্রেডিং কার্যপরিচালনা করতে হয়েছে। পাশাপাশি মানি ম্যনেজমেন্ট ভাল অভিজ্ঞতাও অর্জন করতে হয়েছে। তবে একটা জিনিস পুরোপুরি ভালভাবে বুঝতে সক্ষম হয়েছি সেটা হচ্ছে লোভ। কারণ লোভ করে এই ব্যবসায় আপনি কোন দিন টিকে থাকতে পারবেন না। হয়তো বা আপনি যদি লোভ করে কোন সময় ভাল আয় করতে পেরেছেন কিন্তু সেটা লোভের কারণেই ধরে রাখতে পারেনাই এটাই একদম সত্য। তবে এজন্য আমাকে দীর্ঘদিন ডেমো ট্রেডিং দ্বারা মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। আর যখন আপমি অভিজ্ঞ হয়ে উঠতে পারব তখন আমার বিশ্বাস আমি ফরেক্স থেকে আয় করে লাভবান হতে পারব।আমার বিশ্বাস আমি যদি এই ব্যবসা সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমি এই ব্যবসা হতে ভাল মুনাফা উপার্জন করতে পারবো আর সেই টাকা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার জীবনধারা নির্ধারণ করতে পারবো।

Smd
2021-11-16, 02:23 PM
আমি ফরেক্স মার্কেট এ যখন ট্রেড করা শুরু করি তখন আমি ফরেক্স মার্কেট এ অনেক লস করি।তার পরেও আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।কারণ আমি এখন ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারতেছি।তাই আমি মনেকরি আমরা যদি ফরেক্স এ টিকে থাকতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো। আমি ফরেক্স এ এখন নতুন। আমি ফরেক্স এ আমি এখন শিখছি তাই আমি এখনো লাভবান হতে পারি নি। তবে আমি আশা করছি ফরেক্স এ ভাল জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে।

FRK75
2022-06-30, 12:53 AM
নিজেকে ফরেক্স করে লাভবান মনে করি না । আমি মনে করি আমি সেইদিনই লাভবান হতে পারব যখন আমি নিয়মিত ভাবে একটি নিদির্ষ্ট পরিমান অর্থ আয় করতে পরারব । আসলে ফরেক্স ট্রেডিং িএর মূল কথা হচ্ছে মেক পিপস্ , কিপ পিপস্ । শুধু পিপস্ আয় করলেই হবে না । পিপস্ কে ধরে রাখতে জানতে হবে ।
ফরেক্স মার্কেট করে আমি আমি আসলেব খুব একটা লাভ করতে পারি নাই কারন প্রতিদিন অনেক লস করে তাকি। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করে তাই আপনি ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন বলে মনে করি তাই ভাল করে ট্রেড করতে পারেন।
ফরেক্স ব্যবসা করে এখনো আমি লাভবান হতে পারিনি কারণ এখন পর্যন্ত আমি ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করতে পারিনি । কিন্তু আশাকরি অঅমি আমার চেষ্টা চালিয়ে যাই তাহলেই সম্ভব । সুতরাং আর অবহেলা নয় ধৈর্য্যের সহিত এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব যতটুকু শিখতে পেরেছি তাতে অামি খুবই লাভবান ।

Mas26
2023-02-23, 11:00 PM
লাভ লস প্রত্যকটা ব্যবসার জন্য মৈলিক বিষয় ৤ কারণ শুধু লাভ কিংবা শূধু লস দিয়ে কোন ব্যবসা হতে পারেনা ৤ আমি ফরেক্স এর সাথে জড়িত আছি এ নিয়ে চার মাস কিংবা তার বেশি কিছু সময় হবে হয়ত ৤ আসলে কোন কিছু করতে গেলে তার পিছনে লেগে থাকার মানসিকতা সৃষ্টি করতে না পারলে আমাদের উন্নতি লাভ হবে না ৤ আমিই তার শ্রেষ্ট উদাহরণ ! আমি ফরেক্স শুরু করছি বেশ কিছুদিন হলেও লেগে থাকার মানসিকতা ,ধৈর্য্য এবং একাগ্রতা এসব বিষয় না থাকয় সফল হতে খুব বেশি কষ্ট করতে হচ্ছে ৤

SkAbdullahaAlMamun464893
2023-02-23, 11:21 PM
এককথায় বলতে গেলে বলবো ফরেক্স করে আমি আসলেই লাভবান। কেননা এখানে আমি কিন্তু আমার নিজের মুলধন ইনভেস্ট না করেই রিয়েল ট্রেডিং করে মোটামুটি ভালো প্রফিট করেছি তবে এর জন্য আমাকে এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে আমার নিজের মুলধন ইনভেস্ট করা লাগেনি সেই দিক থেকে বললে আমি আসলেই লাভবান। ধন্যবাদ

FRK75
2023-08-06, 11:15 AM
ফরেক্স এ আমি এখনো কোন লাভ করি নি। যদি আমি ফরেক্স থেকে লাভবান হতাল তাহলে আমি বলতাম যে আমি ফরেক্স থেকে লাভবান। আর এই লাভবান হওয়ার জন্য আমি ফরেক্স এ অনেক কাজ করতেছি ফরেক্স সমন্ধে অনেক কিছু জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতেছি যাতে আামি ফরেক্স থেকে লাভবান হতে পারি।ফরেক্স করে আমি অনেক লভ করছি। আমি ফোরাম পোস্ট করে বোনাস ডলার দিয়ে ট্রেড করে আয় করি। আপনরা চাইলে আমার মত আয় করতে পারবেন। এজন্য আপনাকে আমার মত ট্রেড শকিখতে হবে । ট্রেড শিখে ডেমোতে অনুশীলন করতে হবে। দক্ষতা ছাড়া ফরেক্স থেকে কোন আয় করা যায় না এটা খেয়াল রাখতে হবে।ফরেক্স ব্যবসা করে এখনো আমি লাভবান হতে পারিনি কারণ এখন পর্যন্ত আমি ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করতে পারিনি । কিন্তু আশাকরি অঅমি আমার চেষ্টা চালিয়ে যাই তাহলেই সম্ভব । সুতরাং আর অবহেলা নয় ধৈর্য্যের সহিত এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব যতটুকু শিখতে পেরেছি তাতে অামি খুবই লাভবান ।

Mas26
2023-08-06, 11:28 AM
সব সময় যে ফরেক্স থেকে প্রফিট করতে পেরেছি তা বলব না তা হলে সেটা মির্থ্যা বলা হবে কখনও কখন লসও করেছি তবে সব মিলিয়ে যদি হিসাব করা হয় তা হলে দেখা যাবে যে লসের চেয়ে লাভের পাল্লাই বেশি ভারি আর তার আলোকে আমি বলতে পারি যে হ্যা আমি ফরেক্স ট্রেডিং করে বেশ লাভবান ।

sss21
2023-08-06, 01:28 PM
লাভ লস প্রত্যকটা ব্যবসার জন্য মৈলিক বিষয় । কারণ শুধু লাভ কিংবা শূধু লস দিয়ে কোন ব্যবসা হতে পারেনা।আমি আগের থেকে অনেকটা ভলো ট্রেড করতে পারতেছি। তাই ফরেক্স থেকে আমি কিছুটা লাভবান হইচি।

sss21
2023-08-06, 03:44 PM
আমি এখনও নিজেকে ফরেক্স করে লাভবান মনে করি না । আমি মনে করি আমি সেইদিনই লাভবান হতে পারব যখন আমি নিয়মিত ভাবে একটি নিদির্ষ্ট পরিমান অর্থ আয় করতে পরারব । আসলে ফরেক্স ট্রেডিং িএর মূল কথা হচ্ছে মেক পিপস্ , কিপ পিপস্ । শুধু পিপস্ আয় করলেই হবে না । পিপস্ কে ধরে রাখতে জানতে হবে ।

IFXmehedi
2023-08-07, 01:04 AM
আপনি ফরেক্স ব্যবসার সাথে কতদিন ধরে জরিত আছেন। এই পর্যন্ত আপনি ফরেক্স থেকে কতটুকু সফল হতে পেরেছেন? লাভ-লস সব ব্যবসায়ই থাকে তবে আপনি কি ফরেক্স থেকে লাভবান হয়েছেন নাকি লস হয়েছে? আমি এখোনো রিয়েল ট্রেড করিনি আমি ফরেক্সে নতুন তাই শিখছি।

দেখুন আমি ফরেক্স মার্কেটের সাথে দীর্ঘদিন যাবৎ জরিত। এই সময় কালের ভেতরে আমি কিছু লাভ করেছি আবার লসও করেছি । আসলে আমি লাভ লস এর হিসাবটা এক্সাক্ট করে দেখিনি যে আমি বর্তমানে লাভে আছি নাকি লসে আছি । কারণ ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমার ভালো লাগে । আসলে সেই ভালোলাগা থেকেই ফরেক্স মার্কেটে ট্রেড করি এবং মাঝে মাঝে লাভ করি আবার মাঝে মাঝে লসও করি ।