PDA

View Full Version : একজন ভাল ট্রেডার হতে হলে কি কি মানতে হয়



Furkan
2015-11-14, 11:30 PM
আমরা সবাই ফরেক্র মারকেটে ট্রেড করতে পারি কিন্তু বেশির ভাগ ট্রেডে লস খাই । কম সংখ্যাক ট্রেডে লাভ করতে পারি । আমি চাই ফরেক্র মারকেটে ভাল ট্রেডার হতে অন্য দের কেউ ভাল ট্রেডার হওয়ার জন্য সাহায্য করতাম যাতে তারা এই মারকেটে লস না দেয়।

Fxaziz
2015-11-16, 07:35 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করতে হলে প্রথমেই ফরেক্স মার্কেটের সম্পর্কে এবং ফরেক্স মার্কেটের বিষয়বস্তু সম্পর্কে ভাল ভাবে জানা অত্যাবশ্যকীয় । ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে ট্রেড সম্পর্কে সব ধরণের খবরাখবর রাখতে হবে । কারেঞ্চী সম্পর্কে বুজতে এবং জানতে হবে । যেমন আপনি যদি না বুঝে কোন ট্রেড করেন হয়তো আপনার লাভ হবে কিন্তু এভাবে লাভ করতে পারলেও ভবিষ্যতে বেশি পরিমাণ লস করার ঝুঁকি থেকে যায় । তাই ভাল ট্রেডার হতে হলে বুঝে শুনে ট্রেড করাই ভাল ।।

Furkan
2015-11-17, 02:14 AM
ফরেক্র মারকেট সম্পরকে ভিবিন্ন লোক থেকে ভিবিন্ন কথা শুনি কিন্তু কার কাছ থেকে এই কথা তেমন শুনি না যে আমি আছকে এত ডলার লাভ করছি। আমি চাই আমরা যারা ফরেক্র শিকতেছি তারা সবাই এক হয়ে জ্ঞান কে কাজে লাগিয়ে দৈনিক ৫০ ডলার ইনকামের ব্যবস্তা করতে।

amdad123
2015-11-18, 12:42 AM
আমি যদি একজন ভালো ট্রেডার হতে চাই, তাহলে আমাকে আগে অন্য একজন ভালো ট্রেডারকে ফলো করতে হবে। আমি মনে করি একজন ভালো ট্রেডার তার নিজের ভালো একটা ব্যালেন্স থাকা সত্তেও তিনি কোন ওভার ট্রেড করেন না। একটি ট্রেড দেওয়ার আগে অনেকগুলো বিষয় নিয়ে এনালাইসিস করেন। যেমন যেই কারেন্সিতে ট্রেড করবে সেই কারেন্সির দেশের অর্থনৈতিক অবস্থা কেমন যাচ্ছে, বা সামনে কেমন যেতে পারে। পাশাপাশি নিজের ব্যালেন্স যা আছে তা নিয়ে ভালো মানি ম্যানেজমেন্ট করে কত পিপসের ট্রেড দেওয়া যাবে সেই বিশ্লেষণ করে ট্রেড এন্ট্রি করেন। আর তাই এই রকম ট্রেডারকে একজন ভালো ট্রেডার বলা যেতে পারে।

sayem11
2015-11-24, 08:16 AM
ভালো ট্রেডার হতে হলে আগে ভালো এনালাইসিস্ত হওয়া জরুরী । এনালাইসিস বলতে বিশেষ করে ফান্ডামেন্তাল ও টেকনিক্যাল এনালাইসিস করা যেমন, ফরেক্সের ট্রেড দেওয়ার আগে ট্রেডের উপযোগী কোন ইকনমিক্যাল নিউজ আছে কিনা দেখে নেয়া, মানি ম্যানেজমেন্ট করা, পিভট পয়েন্টের হিসেব করা, সাথে মার্কেটের সাপোর্ট রেসিস্ত্যান্স দেখে তারপর ট্রেডের এন্ট্রি দেওয়া যায় কিনা চিন্তা করে ট্রেড করা । তবে রিয়েল ট্রেড করার আগে এইসব নিয়ন মেনে বেশ কিছুদিন ডেমো ট্রেড করা একজন ভালো প্রত্যাশি ট্রেডারের কাজ বলে আমি মনে করি ।

Ekram
2015-11-24, 01:10 PM
আমরা সবাই ফরেক্র মারকেটে ট্রেড করতে পারি কিন্তু বেশির ভাগ ট্রেডে লস খাই । কম সংখ্যাক ট্রেডে লাভ করতে পারি । আমি চাই ফরেক্র মারকেটে ভাল ট্রেডার হতে অন্য দের কেউ ভাল ট্রেডার হওয়ার জন্য সাহায্য করতাম যাতে তারা এই মারকেটে লস না দেয়।

নিঃসন্দেহে ভাল চিন্তা ভাবনা। তবে নিজে ভাল ট্রেডার না হতে পারলে অন্যকে শিখাব কিভাবে? তাই আগে নিজে ভাল ট্রেডার হয়ে এই মার্কেটে সফল হতে হবে। তারপর ধিরে ধিরে অন্যকে শিখাতে পারব। ভাল ট্রেডার হওয়ার জন্য ফরেক্স নিয়ে অনেক পরাশুনা করতে হবে। এবং ভাল একজন ট্রেডার এর সান্নিধ্যে থেকে ট্রেড সন্মন্ধে বিস্তারিত শিখে নিলে আশা করি উপকৃত হওয়া যাবে।

MotinFX
2015-11-25, 05:11 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি। সবাই চাই ট্রেড করে লাভ করতে তাই সবার মত আমি একজন সফল ট্রেডার হতে চাই। আর একজন সফল ট্রেডার হওয়ার জন্য কি কি গুন থাকা প্রয়োজন তা আপনাদের কাছে জানতে চাই আশা করি সিনিয়র ট্রেডাররা আমাদের সাথে শেয়ার করবেন।

maziz6989
2015-11-25, 08:58 PM
এটা সব ফরেক্স ট্রেডারের স্বপ্ন একজন সফল ট্রেডার হওয়া। কেউ পারে আর বাকী সবাই হারে। তবে একটা ব্যপার হল যদি আপনি নিয়মের সাথে শক্ত ভাবে লেগে না থাকতে পারেন তবে হারা নিশ্চিত। কেননা এখানে টিকে থাকতে হলে একটা কথা মনে রাখতে হবে শেষ হাসি তারাই হাসতে পারে যারা তার যোগ্য।

AbuRaihan
2015-11-26, 11:16 PM
ব্যবসা মানেই লাভ লসের একটা অনিবার্য একটা হিসেব থাকবেই ৤ কেননা ফরেক্স হল একটা গ্লোবাল বিজনেস ৤ এই ফরেক্স ব্যবসায় আসতে হলে আপনাকে লাভ যেভাবে গ্রহণ করবেন ঠিক সেভাবে লস গ্রহণ করার মানষিকতা থাকতে হবে ৤ অন্য সব ব্যবসা থেকে ফরেক্সে সবচেয়ে বেশি লাভ করা যায় আবার লস করাটাও তেমন কঠিন নয় ৤ কারণ এখানে লস এবং লাভ হতে কিছু সময়ই যথেষ্ট ৤ তাই ফরেক্সে লাভ করতে হলে প্রথমত ধৈর্য্য সহকারে মার্কেট নিযে প্রচুর স্টাডি করতে হবে ৤ তারপর নিয়মিত ট্রেডিং এর বাস্তব অভিজ্ঞতা নিতে হবে ৤

dinner
2015-11-29, 12:01 PM
ফরেক্স মাকেটে আপনি এক জন ভালো ট্রেডার হতে হলে আপনাকে
* ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে হবে ।
* মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে ।
* লোভ করে ট্রেড করা যাবেনা ।
* ধৈয্য দারন করতে হবে ।
* না বুঝে ট্রেড করা যাবেনা ।

Marufa
2015-11-29, 03:09 PM
অনেক ভাল কিছু কথা বলেছেন । আসলে ফরেক্স ট্রেডিং এ এগুলোই মূল বিষয় । এসব নিয়ম কানুন সঠিকভাবে মেনে চলতে পারলে আপনি সহজেই সফলতা অর্জন করতে পারবেন । আর ধৈর্যও থাকতে হবে ।

sharifulbaf
2015-11-29, 03:53 PM
একজন ভাল ট্রেডার হইতে হইলে অনেক নিয়ম নিতি অনুসরন করলে ভাল ট্রেডার হওয়া য়ায়, তাই আমাদের মাথা ঠাণ্ডা রেখে ট্রেডিং করতে হবে,লুভে পরে বেশি ওভার ট্রেড করা য়াবে না।মানি মেনেজমেন্ট ঠিক রাখিতে পারলে ভাল ট্রেডার হোওয়া য়ায়।

RUBEL MIAH
2015-12-20, 11:58 AM
একজন ভালো ট্র্রেডার হতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে । কিছু নিয়ম নিম্নে দেওয়া হল :
(১) ওভার ট্রেড করা যাবে না ।
(২) ট্রেডে বেশী ঝুঁকি নেয়া যাবে না ।
(৩) ট্রেড করার আগে মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৪) ফরেক্স স্কুল নিয়ে এ্যানালাইসিস করতে হবে ।
(৫) ওভার ধৈর্য্য ধারণ করার ক্ষমতা রাখতে হবে ।

Realifat
2015-12-20, 12:43 PM
একজন ভালো ট্রেডার হতে হলে অনেক কিছুই মানতে হয়। কারন ভালো ট্রেডার তাকেই বলা হয় যে নিয়মিত প্রফিট করতে পারে। নিয়মিত প্রফিট করার জন্য ফরেক্স বিষয়ে অনেক দক্ষ এবং অবিজ্ঞ হতে হয়। সর্বোপরি একজন ভালো ট্রেডার হতে হলে নিয়মিতই প্রফিট করতে পারা মত দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজন।

basaki
2015-12-20, 10:04 PM
একজন ফরেক্স ট্রেডার হয়া খুব সহজ। কিন্তু একজন ভাল দক্ষ ট্রেডার হয়া খুবই কঠিন একটা বেপার। একজন ভাল ট্রেডার হতে হলে প্রথমে থাকতে হবে ধ্যের্য্য।থাকতে হবে অবিজ্ঞতা, থাকতে হবে অনেক পরিশ্রমি তাহলেই ভাল ট্রেডার হওয়া যাবে।

real80
2016-02-16, 12:14 AM
ফরেক্স মার্কেটের সব ট্রেডার ভাল ট্রেডার নয়। ভাল ট্রেডার হতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হবে নিয়মিত ভাবে। ফরেক্স মার্কেটে সেই ভাল ট্রেডার যার ট্রেডিং এর উপর ভাল রকমের অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতা ছাড়া কেউ কোনদিন ভাল ট্রেডার হতে পারবে না। মার্কেট সম্পর্কে ভালভাবে দক্ষ হতে হবে। ফরেক্স সম্পর্কে অনেক বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে।

abdulguffer
2016-03-21, 07:30 PM
সব ট্রেডারই ফরেক্স এ দক্ষ ও সফল ট্রেডার হতে চায় । সফল হতে হলে ফরেক্সের বেসিক শিক্ষা গ্রহণ করতে হবে, ডেমো কম্পিটিশন এ অংশ নিতে পারেন, ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করতে শিখতে হবে , লোভ ত্যাগ করতে হবে , ধৈর্য্য ধরে ট্রেড কন্টিনিউ করতে হবে তা রিয়েল বা ডেমো , লস ও ও ভুল থেকে শিক্ষা গ্রহন করতে হবে।

Fxaziz
2016-03-22, 11:04 PM
ফরেক্স মার্কেট এ আপনি যদি একজন ভালো ট্রেডার হতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে।যেমন-ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় বেসি বেসি এনালাইসিস করে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে।অন্নের এনালাইসিস কে অনুস্মরণ করা যাবে না।ট্রেড করার সময় বেসি লোভ করা যাবে না।আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় বেসি লোভ করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ করে লস করবেন।

yasir arafat
2016-04-01, 02:59 AM
আমি বলব যে ভাল ফরেক্স ট্রেডার এবং ভাল ফরেক্স ট্রেডিং এর মধ্যে পার্থক্য হল নিজের অভিঙ্গতা ।কারণ আপনি যদি ভাল অভিঙ্গতা নিয়ে ট্রেড করেন তাহলে ফরেক্সে ভাল কিছু করতে পারবেন।আর ভাল ট্রেডার হতে হলে আমাদের যা করতে হবে তা হল ভাল করে শিখতে হবে।তাহলে অবশ্যই আমরা ফরেক্স থেকে কিছু পাব এবং শিখতে পাব।

Sahed
2016-07-26, 10:07 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর ভাল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে ।

mithun30
2016-11-11, 11:57 PM
বেকার সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। সব দেশই কম বেশি এ সমস্যায় ভুগছে। বাংলাদেশও এর ব্যাতিক্রম না। বেকার সমস্যা সমাধানে ফরেক্স ট্রেডিং একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। নিজেকে স্বাবলম্বি করে তুলার জন্য ফরেক্সে ট্রেডিং এর জুড়ি নেই।

shimul77ss
2016-11-14, 10:01 PM
একজন ভাল ট্রেডারের নিম্নের বিষয় গুলো মাথাই রাখতে হবে-
১।বেশি ট্রেড ওপেন করা যাবে না।
২।সব সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে।
৩।কখনো ওভার কনফিডেন্স দেখানো যাবে না।কারন মার্কেটে যা কিছু ঘটতে পারে।
৪।্ট্রেডের সময় হতাশ হওয়া যাবে না।
৫।সবসময় ধৈর্য ধারন করতে হবে।

nasir7
2016-11-15, 05:01 PM
সফল ট্রেডার হতে হলে কিছু জিনিস মানতে হবে -একসময় প্রচুর ব্লগিং করতাম বলে লেখালেখির নেশা আছে। কাজের চাপে এখন সেটা কমে গেছে তারপরো ফরেক্স নিয়ে কিছু লেখা লেখি যাতে ট্রেডারদের মানসিকতা চেঞ্জ হয়। আজকে নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে লিখব, আশাকরি মানতে পারলে ভাল হবে। ফরেক্স সাগরে পিপ শিকার করার . এখন আপনি যদি মনে করেন ধুর পিচ্ছি পিচ্ছি মৌমাছ আমার কি করবে? আমি সরাসরি গাছে উঠেই মধু অনেক সময় দেখা যায় একজন একটা সিস্টেম এপ্লাই করে প্রচুর প্রফিট করছে কিন্তু আপনি পারছেননা। তার কারণ একটাই আপনি ...

nasir7
2016-11-15, 05:05 PM
সব কথার শ্রেষ্ঠ কথা হল ডেমো ট্রেডিং। ডেমো ট্রেডিং আপনাকে আপনার নতুন ট্রেডিং এর ভুল গুলো ধরিয়ে দিবে এবং ট্রেডিং এ খারাপ অভ্যাস ত্যাগ করতে সাহায্য করবে। ডেমো ট্রেড ভিবিন্ন ব্রোকারের লাইভ ট্রেড থেকে সুপার যেমন ভালো আক্সিকিউশন স্পীড। প্রত্যেক ট্রেডিং মেথড এর টেস্ট হল ডেমো। ডেমো সাকসেস রেইট ভালো হলে তা লাইভ ট্রেডে ব্যাবহার করুন। আপনার যত স্টাইল আছে তা সর্বপ্রথম ডেমোতে ব্যাবহার করুন। যেমন ইচ্ছে ট্রেড গুলো ডেমোতে ফলান। তারপর সিলেক্ট করুন কোন স্ট্রেটিজি গুলো রিয়েল ট্রেডে ব্যবহার করুন।:woo:

nasir7
2016-11-15, 05:08 PM
প্রতিবারের টেস্ট ট্রেড গুলোর সাকসেস এবং ফেইলার নোট নিন। পরপর তিনটি ব্যর্থ ট্রেডে কিছু সময়ের জন্য (আরো বেশি হতে পারে) ট্রেড থেকে অবসর নিন। এবং ব্রেকের পরে ঠান্ডা মাথায় আবার সময় দিন। তিনবার লস ট্রেডিং মেথড এ চতুর্থ বারের সাকসেস চিন্তা করে লাইভ করতে জাবেন না। লস ট্রেডগুলো নিয়ে এনালাইসিস শুরু করেন, ভুলটা কোথায় ছিল বা কেনো ঠিক কাজ করেনি। যথাঝথ কারন বের করে ভুল গুলো শুদ্রে পরবর্তী ট্রেডে অগ্রসর হউন।

Momen
2016-11-20, 01:54 PM
একজন ভালো ট্রেডার হতে গেলে প্রথমত আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমনঃ-
১। লোভ পরিহার করা।
২। ধৌর্যশক্তি বৃদ্ধি করা।
৩। ফরেক্স মার্কেটের নিউজ সম্পর্কে খুজ রাখা।
৪। ভুল সময় ট্রেড ওপেন না করা।
৫। প্রতি ট্রেডে স্টপলস ব্যবহার করা।
৬। এনালাইসিস ছাড়া ট্রেড না নেয়া ইত্যাদি।।

shaminfx
2016-11-20, 02:36 PM
একজন ভাল ট্রেডার হতে হলে অনেক গুলি ধাপ এগিয়ে যেতে হবে,যেমন প্রথম আপনাকে আপনার লোভ থেকে বিরত থাকতে হবে, মানিমানাজমেন্ট ফলো করে সেভ রাখতে হবে,ধিরে ধিরে আপনাকে ৩-৪ বছর ধরে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে, নিজের এনালিয়স এ সর্বক্ষণ মেনে চলতে হবে।। আরও অনেক নিওম কানুন আছে সেগুলো মানতে হবে।

Shimul77
2016-11-23, 05:18 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের নিম্নোক্ত বিষয়গুলো ফলো করতে হবে-
১।মার্কেটে মানি ম্যনেজম্যান্ট রেখে ট্রেড করতে হবে
২।প্রতিটা ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস ঠিকভাবে সেরে ফেলতে হবে
৩।একটা ট্রেডে লস করলে মার্কেটে হতাশ হওয়া যাবে না
৪।ট্রেডে লোভ করা যাবে না

sohrab
2016-11-23, 06:24 PM
ফরেক্স ট্রেডিং এর একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে অনেক কিছুই মানতে হবে এবং শিখতে হবে । প্রথমত আপনাকে শিখতে হবে এবং দক্ষ হতে হবে । এজন্য আপনাকে ডেমো ট্রেড করতে হবে । মানি ম্যনেজমেনট করতে হবে , মার্কেট এনালাইসিস করতে হবে ,লোভকে সংবরন করতে হবে ।

nisho5533
2016-11-26, 08:10 PM
আমি মনে করি ফরেক্স মাকেটে একজন ট্রেডার হতে হলে আপনাকে নিয়মিত ফরেক্স মাকেটে থাকতে হবে | ফরেক্স মাকেটে ডেমো পারতিস করতে হবে অনেক মাস ধরে তবে তবে আপনি ফরেক্স মাকেটে দক্ষতা অজন করতে পারবে আর ফরেক্স মাকেট থেকে আয় করতে পারবেন |ফরেক্স মাকেটের সাথে থাকেন আর ফরেক্স থেকে আয় করেন ধন্যবাদ|

riponinsta
2017-04-05, 11:51 AM
একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে আপনি যদি নিয়ম না মেনে ট্রেড করেন তা হলে আপনার লস হতে পারে আপনি ফরেক্স মার্কেট এ ২ % রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন তা হলে আপনি যদি পরপর ৫০ টা ট্রেড লস করেন তা হলে আপনার অ্যাকাউন্ট জিরো হবে আর কেও সাধারনত লস করে না তাই আপনি এই নিয়ম মানলে ভাল লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ নিয়ম মানলে লাভ হবেই ফরেক্স মার্কেট এ

nbfx
2017-04-07, 06:42 AM
ফরেক্স মার্কেটে সফল হতে হলে অনেকগুলো বিবেচ্য বিষয় আছে যার অধিকাংশ আপনারা আলোচনা করেছেন। আমি কিছুটা সংযোজন করছি। ফরেক্সের প্রতি প্রচন্ড ভালবাসা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।জানার অদম্য আগ্রহ থাকতে হবে। ফরেক্সের মূল অস্ত্র হলো অভিজ্ঞতা আর সেটা অর্জন করতে টাকা খরচ না করে দীর্ঘদিন ডেমো চর্চা করুন। আর নিজস্ব স্বকীয় একটি ট্রেডিং কৌশল আবিস্কার করতে না পারলে কখনোই ফরেক্সে ভাল করতে পারবেন না।
একজন আদর্শ ফরেক্স ট্রেডারকে অনেকগুলো গুণের অধিকারী হতে হবে ঃ-
(ক) মেটাট্রেডার-৪ সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে।যাতে যে কোন পরিস্থিতিতে সফটওয়্যার নিয়ন্ত্রন করা যায়।
(খ) লোভ থেকে দূরে থাকতে হবে। লোভ ফরেক্স ব্যবসার জন্য ধ্বংসাত্মক।
(গ) টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে নিজস্ব এনালাইসিস করতে হবে।
(ঘ) নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করতে হবে। অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(ঙ) মানি ম্যানেজমেন্ট ও রিস্ক রেশিও সঠিক ভাবে পালন করতে হবে।
(চ) মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে লিভারেজ কমিয়ে রাখা।
(ছ) একসাথে অনেক কারেন্সি বা অধিক ট্রেড নেয়া থেকে বিরত থাকা।
(জ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।

zobairi007bd
2017-04-25, 10:48 AM
ব্যবসা মানেই লাভ লসের একটা অনিবার্য একটা হিসেব থাকবেই ৤ কেননা ফরেক্স হল একটা গ্লোবাল বিজনেস ৤ এই ফরেক্স ব্যবসায় আসতে হলে আপনাকে লাভ যেভাবে গ্রহণ করবেন ঠিক সেভাবে লস গ্রহণ করার মানষিকতা থাকতে হবে ৤ ফরেক্স মাকেটে আপনি এক জন ভালো ট্রেডার হতে হলে আপনাকে
* ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে হবে ।
* মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে ।
* লোভ করে ট্রেড করা যাবেনা ।
* ধৈয্য দারন করতে হবে ।
* না বুঝে ট্রেড করা যাবেনা ।

Nodi roy
2017-04-27, 05:08 AM
ফরেক্স এ ভাল ট্রেডার হতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ফরেক্স মার্কেট অনেক সময় দিতে হবে। আপনি যত বেশি সময় দিবেন তত বেশি ভাল করে ট্রেড শিখতে পারবেন। ভাল ট্রেদ করতে শিখতে পারলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। আর এর জন্য আপনি ডেমো একাউন্ট করে তাতে বেশি বেশি ট্রেড করে ভাল ট্রেডার হয়ে উঠতে পারেন।

Md Masud
2017-05-25, 04:49 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে ট্রেড সম্পর্কে সব ধরণের খবরা খবর রাখতে হবে । এই ফরেক্স ব্যবসায় আসতে হলে আপনাকে লাভ যেভাবে গ্রহণ করবেন ঠিক সেভাবে লস গ্রহণ করার মানসিকতা থাকতে হবে । তাই ফরেক্সে লাভ করতে হলে প্রথমত ধৈর্য্য সহকারে মার্কেট নিযে প্রচুর অধ্যয়ন করতে হবে ।

Mamun13
2017-05-31, 11:06 PM
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷

Rahat015
2017-06-16, 02:20 PM
ভাল ট্রেডার হরে হলে আপনাকে নিচের বিষয়গুলাতে ঝোর দিতে হবে
* ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে হবে ।
* মার্কেট মুভমেন্ট ধরতে হবে
* মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে ।
* লোভ করে ট্রেড করা যাবেনা ।
* ধৈয্য দারন করতে হবে ।
* না বুঝে ট্রেড করা যাবেনা ।

maziz6989
2017-06-28, 09:26 AM
একজন ভাল ট্রেডার হতে হলে তাকে অনেক কিছুই মানতে হয়। যেমন সবার আগে মানতে হয় ডিসিপ্লিন। এর কোন বিকল্প আছে বলে আজ অবদি শুনি নি। আর সব কিছু আপনি কম বেশি করতে পারবেন কিন্তু ডিসিপ্লিন এর ক্ষেত্রে নো কমপ্রোমাইজ। তাই একজন ্রেডার কে হতে হবে শতভাগ ডিসিপ্লিনড।

Zubaer54
2017-07-09, 09:23 AM
ফরেক্স ব্যবসা খুব জনপ্রিয় হওয়ার কারন হচ্ছে ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। ফরেক্স মাকেটে আপনি এক জন ভালো ট্রেডার হতে হলে দক্ষতা জ্ঞান এবং কৈৗশল জানতে হবে। ফরেক্স মার্কেটে অবশ্যই এনালাইসিস করা জরুরি। ফরেক্স মার্কেটে প্রাইস বাড়বে না কমবে এনালাইসিস করতে হবে।

Zubaer54
2017-07-15, 10:50 PM
পরিশ্রম সৌভাগের চাবিকাঠি। অনেকের মধ্যেই ফরেক্স সম্পর্কে অনেক দুশ্চিন্তা কাজ করে, কী শিখতে হবে, কিভাবে শিখব, কতটুকু শিখব এরকম অনেক প্রশ্ন উঁকি দেয় মনে।ফরেক্সে ডেমো প্রাক্টিস করার পাশাপাশি রিয়েল-এ একাউন্ট করা উচিত।আর ফরেক্স সম্পর্কে মুদ্রার গতিবিধি বিশ্লেষণ-এর পাশাপাশি কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে, ক্লোজিং পজিশনের সময়,অর্থনৈতিক নিউজগুলো ইত্যাদি সম্পর্কে জানা উচিত।কঠোর পরিশ্রম ও অধ্যবসায় মাধ্যমে ট্রেড করে ভালো প্রফিট করা সম্ভব।

Shadhin
2017-07-18, 07:48 PM
আমরা সবাই জানি যে ফরেক্স ট্রেড ব্যবসা অনেক বর একতা ব্যবসা আর আপনি যদি এই ব্যবসা টাতে একজন ভাল মানের ট্রেডার হতে চান তাহলে আপনাকে আগে এনালাইসিস করতে হবে আর আপনাকে একজন ভাল মানের ব্রকার এর সাথে সুসম্পক রাখতে হবে তবেই আপনি একজন ভাল মানের ট্রেডার হতে পারবেন এছাড়াও আপনাকে ঠান্ডা মাথায় ভেবে চিনতে কাজ করতে হবে তবেই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন

mahbubhb
2017-08-13, 10:54 AM
ফরেক্সে কাজ করে টাকা আয় করতে হলে শুরু থেকেই অনেক নিয়ম মেনে চলতে হয়। আর সেই নিয়ম না মেনে চললে লস হবে এমনকি ব্যালেন্স খালি হওয়ারও সম্ভাবনা বেড়ে যায়। তাই এই জিনিস টা মাথায় রেখে ফরেক্সে কাজ করলে ফরেক্সে সফল হয়ে ভাল আয় করা সম্ভব বলে মনে করি। কিছু নিয়ম মেনে চলার জন্য সকলে পরামর্শ দিয়ে থাকে তা হল ফরেক্স সম্পর্কে জ্ঞান নিতে হবে, ডেমো অনুশীলন করতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে, মার্কেট এনালাইসিস করা যানতে হবে।

Zubaer54
2017-08-14, 04:47 PM
ফরেক্সে সবাই ট্রেড করতে পারেন কারণ ফরেক্স একটা স্বাধীন বিজনেস। নতুন ট্রেডারদের ট্রেডিং শেথার জন্য দিনে ৩-৪ ঘন্টা ফরেক্স মার্কেটে বা ফোরামে ফরেক্সে ডেমো ট্রেড করার পাশাপাশি মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,ক্লোজিং পজিশনের সময়,মানি ম্যানেজমেন্ট ,অর্থনৈতিক নিউজগুলো পরিবর্তন,ক্যান্ডেলস্টিক বিনিময় হার ইত্যাদি পরিসংখ্যান সম্পর্কে জানলে ফরেক্সে লস এড়াতে পারি এবং লাভও করতে পারি। আর আমরা ফোরাম পোস্টিং করে ফিরেক্সে ইনভেস্ট করে ডলার ইনকাম করতে পারি।