PDA

View Full Version : রেঞ্জিং চলা কালে আসলে বাই সেল না করাই ভাল। 



Ekram
2015-11-17, 12:44 PM
রেঞ্জিং চলা কালে আসলে বাই সেল না করাই ভাল। এই সময় টা খুব জটিল। এই সময় টা তে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে আর সবকিছুই পর্যবেক্ষণে থাকতে হবে। আর সঠিক সময় হলেই বাই সেল অর্ডার প্লেস করতে হবে। আমি মনে করি এই টাই হবে বুদ্ধিমানের কাজ। আপনার কি মনে হয়?

amdad123
2015-11-18, 12:51 AM
রেঞ্জিং চলা কালে আসলে বাই সেল না করাই ভাল। 

রেঞ্জিং চলা কালে আসলে বাই সেল না করাই ভাল। এই সময় টা খুব জটিল। এই সময় টা তে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে আর সবকিছুই পর্যবেক্ষণে থাকতে হবে। আর সঠিক সময় হলেই বাই সেল অর্ডার প্লেস করতে হবে। আমি মনে করি এই টাই হবে বুদ্ধিমানের কাজ। আপনার কি মনে হয়?


আসলে রেঞ্জিং ব্লতে আপনি কি বুজিয়েছেন, তা আমি ভালো বুজিনাই। দয়া করে যদি বিস্তারিত লিখেন তাহলে আমরা সবাই জানতে পারবো।

maziz6989
2015-11-19, 11:06 AM
আসলে রেঞ্জিং ব্লতে আপনি কি বুজিয়েছেন, তা আমি ভালো বুজিনাই। দয়া করে যদি বিস্তারিত লিখেন তাহলে আমরা সবাই জানতে পারবো।

আসলে রেন্জিং হল এমন একটা অবস্থা যখন মার্কেট নির্দিষ্ট রেন্জ এর মধ্যে উঠা নামা করে। যেমন ইউরো/ডলার গত এক সপ্তাহ ধরে ১.০৮০০-১.০৭০০ লেভেল এর মধ্যে আছে। আসলে রেন্জ বলতে বুঝায় যে মার্কেট এ ডাউন বা আপ ট্রেন্ড এর অনুপস্থিতি। কোন বড় ধরণের ব্রেক আউটের আগে মার্কেট রেন্জ হয়ে যায় বা কোন বড় নিউজের আগে মার্কেট রেন্জ রাউন্ড হয়ে যায়। রেন্জ ঠিক ভাবে নির্নয় করতে পারলে বেশ ভাল রকম প্রফিট করা যায় তবে ছোট ছোট।

iqbalearth
2015-11-21, 12:35 AM
আসলে রেন্জিং হল এমন একটা অবস্থা যখন মার্কেট নির্দিষ্ট রেন্জ এর মধ্যে উঠা নামা করে। যেমন ইউরো/ডলার গত এক সপ্তাহ ধরে ১.০৮০০-১.০৭০০ লেভেল এর মধ্যে আছে। আসলে রেন্জ বলতে বুঝায় যে মার্কেট এ ডাউন বা আপ ট্রেন্ড এর অনুপস্থিতি। কোন বড় ধরণের ব্রেক আউটের আগে মার্কেট রেন্জ হয়ে যায় বা কোন বড় নিউজের আগে মার্কেট রেন্জ রাউন্ড হয়ে যায়। রেন্জ ঠিক ভাবে নির্নয় করতে পারলে বেশ ভাল রকম প্রফিট করা যায় তবে ছোট ছোট।

abdulguffer
2016-03-21, 12:27 AM
ফরেক্স মার্কেটে রেন্জিং চলা কালে যদি কোন প্রকার হাই ইম্পেক্ট নিউজ না থাকে তবে বুঝতে হবে রেন্জিং অনেক সময় ধরে চলবে। তাই আপনি হাই ইম্পেক্ট নিউজ আসার আগ পর্যন্ত প্রাইস সাপোর্ট লেভেল এ আসলে বাই ট্রেড করতে পারেন এবং প্রাইস যখন রেজিস্টানস লেভেল এ আসবে তখন সেল ট্রেড ওপেন করতে পারেন এবং বাই ট্রেড টি ক্লোজ করে দিতে পারেন, আবার সাপোর্ট এলে সেল ট্রেড ক্লোজ করে বাই ট্রেড ওপেন করতে পারেন। রেন্জিং এর সময় এই পদ্ধতি ব্যবহার করে ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে পারেন।

yasir arafat
2016-04-07, 12:37 AM
এটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে যে যখন আমরা দেখবো যে মার্কেট রেঞ্জে চলে গেছে, তখন আমাদেরকে ট্রেডিং থেকে বিরত থাকা।কারণ এসময় প্রায় স্ট্রাটেজি বা অ্যানালাইসিস ফলাফল খুব খারাপ দেয় ।এটার ফলাফল সরুপ আমরা শুধু লসই করি।সুতরা এসময় ট্রেড না করাই উত্তম।

dwipFX
2016-05-14, 11:54 AM
আমি আপনার সাথে একমত কারন রেন্জিন চলাকালে আমাদের ট্রেড থেকে দুরে থাকলে ভাল হবে কারন সে সময় মার্কেট যে কোন দিকে মুভ করতে পারে। তাই আমাদের কে সে সময় ধৈর্য ধরে মার্কেটেরর দিক। লক্ষ রাখতে হবে।

sharifulbaf
2016-05-17, 04:42 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমরা অনেক সময় কারেন্সি পেয়ার কোন রেঞ্জের মধ্যে চলা চল করে থাকে,তাই আমাদের এই সময় ট্রেডিং করতে হলে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে,,যদি কোন বড় ধরনের মুভমেন্ট হয় সে সময় যাতে বেশি লস যাতে না হয় সে জন্য।

md mehedi hasan
2016-11-09, 02:11 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার না হন তাহলে রেঞ্জ বাউন্স চলা কালে ট্রেড করা থেকে বিরত থাকবেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হন তাহলে রেজ্ঞবাউন্স চলাকালে ট্রেড করতে পারেন।মার্কেট প্রাইস যখন সাপোর্ট লেভেলে আসবে তখন বাই আর প্রাইস যখন রেসিসটেন্স লেভেলে আসবে তখন সেল দিয়ে ট্রেড করতে হয়।

RUBEL MIAH
2016-12-06, 10:02 PM
যে ট্রেডার ফরেক্স মার্কেট সব সময় এ্যানালাইসিস করে তার দ্বারা রেঞ্জের মধ্যে ট্রেড করা ভালো । অামরা যদি ভালোভাবে দক্ষতা অর্জন করতে না পারি তাহলে কখনো এই কাজ করতে যাবো না । আমরা যত লোভ কম করব ততই আমরা লাভবান হতে পারব । অতএব অামরা রেঞ্জ চলাকালে কখনোই ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-11-22, 09:12 PM
আসলে মার্কেটে যখন ট্রেডারগণ সঠিক সিদ্ধান্তের অভাবে কিছু সময় ধরে একটা নির্দিষ্ট সীমারেখার বা রেন্জের ভিতরে ট্রেড ওপেন/ক্লোজ করতে থাকে তখনই এই রেনজিং মার্কেটের পরিস্হিতির সৃষ্টি হয়৷এসময় ট্রেড করা খুব কঠিন হয়ে দাড়ায়৷পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা না থাকলে এই সময়ে ট্রেড না করে অপেক্ষা করাই উত্তম হবে৷

Grimm
2018-02-07, 11:20 PM
আমি আপনার সাথে সহমত। রেঞ্জিং বাজারে ট্রেড না করাই ভাল কারণ এই সময় বাজার কোন দিকে যাবে এটা ধরা খুবই কঠিন ব্যপার। আর যারা এই সময়টাতে ট্রেড করতে যান তাদের বেশিরভাগ ট্রেডাররাই লসের শিকারী হোন। আমি সবসময় এই সময়টা এড়িয়ে চলতে পছন্দ করি। কারণ এই সময়ে লস খাওয়ার অনেক অভিজ্ঞতা আমার আছে।

amreta
2020-01-25, 06:52 PM
প্রিয় ট্রেডার সুপ্রভাত আজ বৃহস্পতিবার সকালে জিবিপি ইউএস ডলার মুদ্রা জোড়া উপরের দিকে যাচ্ছে এবং পাশের কেনার জন্য এটি খুব ভাল সুযোগ তাই প্রিয় ব্যবসায়ী আপনি জিবিপিএসডি জোড় সম্পর্কে ঠিক বলেছেন, আমিও মনে করি যে এই জুটি আরও নিচে নেমে যাবে এবং বর্তমানে এই জুটি সংশোধনের বিপরীত কারণের দিকে চলেছে, সুতরাং এখনই এই জোড়ায় দীর্ঘ অবস্থানের জন্য প্রবেশ আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, এখনও আমি এই জুটিটি সংক্ষিপ্ত অবস্থানের জন্য ফোকাস করছি এবং 1.3000 স্তর ভাঙ্গার অপেক্ষায় রয়েছি, আমি আশা করি খুব শীঘ্রই এই জুটিটি এটি ভেঙে দেবে স্তর এবং সংক্ষিপ্ত অবস্থানের জন্য এই জুটিতে প্রবেশ করতে আমাদের সহায়তা করুন। বর্তমান চার্ট বিশ্লেষণ 1.3048।

Fxxx
2020-01-31, 03:40 PM
আসলে মার্কেট রেন্জিং অবস্তায় যে একেবারেই ট্রেড করা যাবে না তা নয়। রেন্জিং অবস্থায় ট্রেড করেও ভালো প্রফিট করা সম্ভব। তবে এজন্য টেক প্রফিট ও স্টপলস ব্যাবহারে করতে হবে অল্প করে। এবং মার্কেট নতুন ট্রেন্ড শুরু করলে তখন মার্কেটের সাথেই চলতে হবে তাহলেই ভালো প্রফিট করা সম্ভব হবে।

Rokibul7
2020-02-25, 01:27 PM
ও আচ্ছা রেঞ্জিং মানে হচ্ছে এই ভাই আমি আসলে ফরেক্স মার্কেট একেবারে নতুন তাই এই সমস্ত ব্যাপার সম্পর্কে আমার কোন ধারণা নেই আপনার পোস্ট পড়ে আমরা রেঞ্চিং ব্যাপারটা বুঝতে পারলাম অতএব আর কিছু বুঝলাম যে কোন নিউজ এর কারনে কোন কারেন্সি ব্রেকআউট এর আগে মার্কেট নির্দিষ্ট একটা সেলফি তুলতে চলাফেরা করে অতএব এ সময় ট্রেড থেকে বিরত থাকাই ভালো হবে ধন্যবাদ ভাই আপনাদের সকল টুকিটাকি উপকারে জিনিস পোস্ট করে আমাদের মত নতুনদের অনেক সাহায্য করেন ধন্যবাদ সবাইকে

jasminbd
2020-02-27, 05:06 PM
যখন কোনও কারেন্সি পেয়ারের দাম একই সময়ে অনেকগুলি হাই বা লো হয় তখন মার্কেটিকে রেঞ্জিং মার্কেট বলে। আরো সহজভাবে বলতে গেলে যখন কোন কারেন্সি পেয়ারের দাম তিনবার একই সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল হিট করে তখন রেঞ্জিং মার্কেট বলে। কম ভোলাটিলিটি সহ একটি রেঞ্জিং মার্কেটকে ফ্ল্যাট মার্কেটও বলা যেতে পারে। রেঞ্জিং মার্কেটের বিপরীতে হল একটি ট্রেন্ডিং মার্কেট, যেখানে মার্কেট হয় আপট্রেন্ড না হয় ডাউনট্রেন্ড থাকে। যখন সাপোর্ট বা রেসিস্টেন্স লেভেল ব্রেক হয় তখন কারেন্সিপেয়ার বাই বা সেল অর্ডার দিয়ে থাকে।

উদাহরণস্বরূপ, নীচের চার্টে, প্রাইস সীমার বাইরে বের হওয়ার আগে বেশ কয়েকবার একই সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মুখোমুখি হয়।
10204

SHARIFfx
2020-02-27, 05:37 PM
জি হা, তবে নিশ্চিত হয়ে টিপি আর স্টোপ লস ইউজ করতে পারেন। আর ডেইলি ১-২ ট্রেড নিতে পারেন। কারন এটি এমন একটি মারকেট জেটি আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে ট্রেড করিয়ে ছাড়ে। তাই এই জিটিল মারকেট থেকে মুক্তি পেতে সেন্টমেন্ট এনালাইসিস অতি জরুরী।

Fxhuman
2020-02-28, 09:19 PM
এটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে যে যখন আমরা দেখবো যে মার্কেট রেঞ্জে চলে গেছে, তখন আমাদেরকে ট্রেডিং থেকে বিরত থাকা।কারণ এসময় প্রায় স্ট্রাটেজি বা অ্যানালাইসিস ফলাফল খুব খারাপ দেয় ।এটার ফলাফল সরুপ আমরা শুধু লসই করি।সুতরা এসময় ট্রেড না করাই উত্তম।

amreta
2020-02-29, 12:52 PM
রেঞ্জিং চলা কালে আসলে বাই সেল না করাই ভাল। এই সময় টা খুব জটিল। এই সময় টা তে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে আর সবকিছুই পর্যবেক্ষণে থাকতে হবে। আর সঠিক সময় হলেই বাই সেল অর্ডার প্লেস করতে হবে। আমি মনে করি এই টাই হবে বুদ্ধিমানের কাজ। আপনার কি মনে হয়?
এটি কেবল প্রণয়ীর ক্ষেত্রেই সম্ভব, আপনি যদি এই জুটি সম্পর্কে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেন তবেই আপনি খুব ভাল লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবেন তবেই আপনি খুব ভাল আগ্রহ অর্জন করতে পারবেন এবং আপনি ভাল লাভও অর্জন করতে পারবেন f যদি আপনি জোড়ায় প্রশিক্ষণ নিতে পারেন জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যতীত, তবে আপনি কেবল কল দিয়ে করবেন এবং অন্য কিছুই করবেন না

Sohagzaman22
2020-03-03, 12:52 PM
রেন্জ মাকেটে ট্রেড না করারেই ভালো তবে আপনি ঐ সময় স্কেলপিং করতে পারেন যদি আপনার স্কেলপিং সম্পকে ধারণা থাকে তবে আপনাকে ছোট লটে ট্রেড নিতে হবে আর রেন্জ মাকেটে ট্রেড না কারাই ভালো

Rokibul7
2020-03-03, 11:39 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার না হন তাহলে রেঞ্জ বাউন্স চলা কালে ট্রেড করা থেকে বিরত থাকবেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হন তাহলে রেজ্ঞবাউন্স চলাকালে ট্রেড করতে পারেন।মার্কেট প্রাইস যখন সাপোর্ট লেভেলে আসবে তখন বাই আর প্রাইস যখন রেসিসটেন্স লেভেলে আসবে তখন সেল দিয়ে ট্রেড করতে হয়।

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ,আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে ফোরামে পোষ্ট লিখেন।আপনার লেখা গুলো খুব ভাল।আপনার লেখায় কোন জড়তা নেই,সুন্দর সাজানো এবং সহজ করে লিখেন,এতে প্রতিটা লেখা বুঝতে খিব সহজ হয়।ধন্যবাদ আপনাকে ভাই,আমাদের সাথে থাকার জন্য।

SR12
2020-03-25, 11:04 AM
রেন্জিং চলাকালে ট্রেড করা ঠিক না এটা আমি মনে করি না। মুলত রেন্জিং চলাকালে স্কাল্পিংটা খুব ভালো করে করা যায়। মুলত সাইডওয়ে ট্রেন্ড বলে একে আর অনেক ট্রেডাররাই এসময় মার্কেট থেকে ভালো প্রফিট তুলে নিতে পারে। এবং সাইডওয়ে ট্রেন্ড ভেংগে গেলে তখন আপ বা ডাউন যেকোন ট্রেন্ডের সাথেই তারা চলতে পারে।

FREEDOM
2020-04-15, 12:01 PM
রেঞ্জিং চলা কালে আসলে বাই সেল না করাই ভাল। এই সময় টা খুব জটিল। এই সময় টা তে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে আর সবকিছুই পর্যবেক্ষণে থাকতে হবে। আর সঠিক সময় হলেই বাই সেল অর্ডার প্লেস করতে হবে। আমি মনে করি এই টাই হবে বুদ্ধিমানের কাজ। আপনার কি মনে হয়?

রেন্জিং চলাকালেও অনেক সময় ভালো প্রফিট করা সম্ভব হয়। যদি নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা যায় তাহলে অবশ্যই ভালো করা সম্ভব হবে। এ সময়টা মুলত স্ক্যাল্পিং এর জন্য উপযুক্ত বলে মনে হয় আমার কাছে। তবে রেন্জিং চলাকালে ট্রেডিং না করলেও যখন রেন্জিং ব্রেক হয় তখন ট্রেড করার জন্য বলা চলে একটা সুবর্ন সুযোগ পাওয়া যায়।