PDA

View Full Version : ইউরোপের অথনিতিতে এখন অনেক দিন ধরেই মন্দা ó



Ekram
2015-11-17, 01:21 PM
ইউরোপের অথনিতিতে এখন অনেক দিন ধরেই মন্দা অবস্থা চলছে। সাম্প্রতিক গ্রীস সংকট ইউরোপের অর্থনীতিক দুরবলতাকে আরও প্রকট করেছে।তবে গ্রীস সারা বিশ্বের অরথনিতিকে ততটা ধাক্কা দিতে পারে নাই, যততা পেরেছে চীন। চিনের যোগান ও চাহিদার উপর নিরভর করছে এখন বিশ্ব অরথনিতির উঠানামা।

iqbalearth
2015-11-19, 01:38 AM
সাম্প্রতিক গ্রীস সংকট ইউরোপের অর্থনীতিক দুরবলতাকে আরও প্রকট করেছে। ইউরোপের অথনিতিতে এখন অনেক দিন ধরেই মন্দা অবস্থা চলছে। তবে গ্রীস সারা বিশ্বের অরথনিতিকে ততটা ধাক্কা দিতে পারে নাই, যততা পেরেছে চীন। চিনের যোগান ও চাহিদার উপর নিরভর করছে এখন বিশ্ব অরথনিতির উঠানামা।

yasir arafat
2016-04-06, 12:39 PM
আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে,চীনের চেয়ে ইউরোপের অর্থনীতি খুব দ্রুত গেইন করে।সুতরাং আপনি যদি ইউরোপের নিউজ এবং অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করেন,তাহলে একটা জিনিস ভালভাবে লক্ষ্য করবেন যে একটা কোরিলেশন তাদের মধ্যে কাজ করছে।

dwipFX
2016-05-18, 08:34 PM
ইউরোপের অর্থনীতিক অনেক দিন যাবত মন্দা ছিল যা কিছুটা কেটে উঠতে পারছে। তবে আবার কিছুটা দুর্ভল হতে পারে যদি যুক্তরাজ্য ইউরোপ থেকে বের হয়ে যায়। ইউরোপ সমস্যা কেটে উঠটে বেশি দিন লাগবেনা এখনো তারা গুরে দাড়াইছে। ইউরো বাড়ার সম্বাভনা আছে।

RUBEL MIAH
2016-05-27, 09:47 PM
মার্কেট আমিও লক্ষ্য করেছি যে ইউরোপের মার্কেট অনেক দিন পর্যন্ত মন্দা বিরাজ করতেছে । কিন্তু অাশা করা যায় অল্পের ভিতরেই উপরে উঠতে পারে যদি সে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো হয় । সুতরাং আমরা সব সময় বুঝতে পারব দেশের পরিস্থিতি বুুঝে ।

Realifat
2016-06-18, 02:23 PM
আমি আপনার সাথে একমত। বর্তমানে বিশ্বের অর্থনীতিতে চীনের মত প্রভাব সৃষ্টিকারী রাষ্ট্র খুবই কম রয়েছে। কিছুদিন আগে গ্রিসের অর্থনীতির বাজে অবস্থানের কারনে ইউরোপের অবস্থান আরও দুর্বলতায় পর্যুবসিত হযেছে। তাই ইউরোর অনেকটা মন্দাভাব এবং দুর্বল অবস্থান মার্কেটে পরিলক্ষিত হচ্ছে।