PDA

View Full Version : মেটা ট্রেডার ৪ ও ৫ নাম্বার প্লাটফর্ম পার্ö



owalith
2015-11-21, 01:46 AM
মেটা ট্রেডার ৪ ও ৫ নাম্বার প্লাটফর্ম পার্থক্য বলতে আমরা অনেক কিছু বুঝি। কিন্তু তেমন কিছু নই। সুধু একটি জেনে রাখা থিক হবে ৪ নাম্বার প্লাটফর্ম উইন্ডোজ ৩২ বিট এবং ৫ নাম্বার প্লাটফর্ম উইন্ডোজ ৬৪ বিট এর জন্য।

iqbalearth
2015-11-23, 01:23 AM
মেটা ট্রেডার ৪ ও ৫ নাম্বার প্লাটফর্ম পার্থক্য বলতে আমরা অনেক কিছু বুঝি। কিন্তু তেমন কিছু নই। সুধু একটি জেনে রাখা থিক হবে ৪ নাম্বার প্লাটফর্ম উইন্ডোজ ৩২ বিট এবং ৫ নাম্বার প্লাটফর্ম উইন্ডোজ ৬৪ বিট এর জন্য।

HKProduction
2015-12-15, 12:13 PM
আমাদের ল্যাপটপ 64 বিট হলে যদি মেটা পাঁচ সেট আপ করি তাহলে মেটা পাঁচ দিয়ে ফোরাম পোস্ট করতে পারব কিনা এ বিষয়ে আমার কোন কিছু জানা নেই। আমি আমার ল্যাপটপের উইন্ডো আট বাদ দিয়ে উইন্ডো সাত করে তাতে মেটা চার ডাউনলোড করেছি। এখন আর কোন সমস্যা হচ্ছে না।

yasir arafat
2016-04-02, 05:09 PM
মেটা ট্রেডার ৪ ও ৫ নাম্বার প্লাটফর্ম পার্থক্য বলতে আমরা অনেক কিছু বুঝি। কিন্তু তেমন কিছু নই। সুধু একটি জেনে রাখা থিক হবে ৪ নাম্বার প্লাটফর্ম উইন্ডোজ ৩২ বিট এবং ৫ নাম্বার প্লাটফর্ম উইন্ডোজ ৬৪ বিট এর জন্য।

আমি এটা অনেক বার লক্ষ্য করেছি এবং দেখিছি যে সবতো আগের মতই আছে শুধু ইন্টারফেসটা পাল্টানো হইছে।সবগুলোর কাজ হচ্ছে ট্রেড করা ।এর বেশি কিছু না।

maziz6989
2016-07-20, 01:07 AM
আসলে মেটা ৫ হল আপডেট ভার্সন মেটা ৪ এর। তবে আমি মনে করি আমরা মেটা ৪ই ঠিকমত সব গুলো ফিচার ব্যবহার করতে পারি না সেখানে ৫ নিয়ে এত চিন্তার কি আছে। আরে ভাই আগে তো চার শেষ করুন। এর পরে যদি সময় পান তবে ৫ এ যাবেন।

HasanXM
2016-08-25, 10:50 AM
মেটা ট্রেডার ভার্সন ৪ এবং ৫ দুটিই ট্রেডের ক্ষেত্রে জনপ্রিয়, তবে ট্রেডার অভিরুচি এবং সুবিধ অসুবিধার বিচার বিবেচনায় দুটি ভার্সন এর মধ্যে কিছু পার্থক্য আছে, যেমনঃ mt4 প্ল্যাটফর্মে ইন্ডিকেটর ৩০ এর মত, mt5 প্ল্যাটফর্মে আরো বেসি ৩৮+; mt4 প্ল্যাটফর্মে অর্ডার মেইক এর তুলনায় mt5 এ বেশি অর্ডার মেইক করা যায়, যারা ইন্সটাফরেক্সের ক্লায়েন্টরা এখন থাকে অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসে বিনামূল্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং প্ল্যাটফর্মের এমটি ৪ ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন।