PDA

View Full Version : বৃহস্পতিবার তেলের দাম কমে আসে



aamenis
2015-11-26, 10:56 PM
তুরস্ক রাশিয়ান বিমান ভূপাতিত করায় ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির ফলে মধ্য প্রাচ্যে দিয়ে তেলের সরবরাহ আঘাত আনার পরিপ্রেক্ষিতে টানা ৬ দিন ঊর্ধ্বগতির পর বৃহস্পতিবার তেলের দাম নিচে নেমে আসে।

ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড ৭৭ সেন্ট নেমে আসে যার বাজার মুল্য দাঁড়ায় $৪৫.৪০ ডলার এবং West Texas Intermediate (WTI) futures ৩২ সেন্ট নিচে নেমে দাঁড়ায় $৪২.৭২ ডলার। পরবর্তীতে U.S. ক্রুড $৪৫.৩০ ডলার বেড়ে যায়।

OPEC এবং ইরানের সহযোগিতায় (প্রতিদিন ৩২ মিলিয়ন ব্যারেল উৎপাদনে সক্ষম) তেলের শেয়ার এবং তেলের দাম নিয়ন্ত্রণে, তেল উৎপাদন বাড়ানোর কথা ভাবলেও, এর সদস্যদের মতে তেলের দাম $২০ ডলার-এ নেমে আসতে পারে।

translated by aamenis
source: Reuters news (http://www.reuters.com/article/2015/11/26/us-global-oil-idUSKBN0TF06620151126)

Marufa
2015-11-27, 02:41 PM
আমিও তাই মনে করি । আমার মতে তেলের দামের উর্ধ্বগতি সাময়িক । ২০১৫ এবং ২০১৬ সাল তেলের দাম অস্বাভাবিক ভাবে কমার সম্ভাবনা রয়েছে । ব্যারেল প্রতি তেলের দাম ২৫ ডলার হতে পারে । এটি আমার ধারনা মাত্র ।

sharifulbaf
2015-12-13, 10:51 PM
আমার মতে ফরেক্স মার্কেট এ তৈলের দাম অনেক কমে গেছে,আগে তেলের দাম অনেক ছিল বাজারে এখন তেলের দাম কমাতে সবাই কম দামে তেল কিনে জালানি হিসেবে বিভিন্ন ধরনের ব্যাবহার করতে পারে।তেলের দাম কমে কারন বিশ্বে তেলের উৎপাদন বেড়ে যাওয়ার ফলে ফরেক্স মার্কেট এ তেলের দাম কমে গেছে।

yasir arafat
2016-04-06, 12:45 PM
ভাই এই পেয়ারটাতে আমি ভাল কোন নিউজ পাচ্ছি না।আপনারা যদি এখানে ভাল কিছু নিউজ পেয়ে থাকেন তাহলে শেয়ার করতে ভুলবেন না।আমাদের উচিত নিউজগুলো ভালভাবে ফলো করা।আর তেলের ক্ষেত্রে সে দেশের অর্থনৈতিক অবস্থা বেশি প্রভাব বিস্তার করে।

Realifat
2016-06-22, 08:34 AM
আপনি অনেক ভালো তখ্য উপস্থাপন করেছেন। ফরেক্স মার্কেটে আপনার এমন তথ্য অনেক ভালো উপকার করতে পারে বলে আমি বিশ্বাস করে থাকি। কারন ফরেক্সে তেলেরও ট্রেড হয়ে খাকে। তেলের চাহিদা কমে যাওয়ায় তেলের দাম কমে যাচ্ছে। এটা ভালোভাবে বিবেচনা করে বিচক্ষনতার সাথো ট্রেড নিতে ভালো ইতিবাচক ফলাফল তৈরি হবে।

basaki
2016-07-21, 06:37 AM
বিভিন্ন কারনে তেলের দাম কমে আসে।তাই ফরেক্স মার্কেটে যদি তেলের দাম কমে আসে তাহলে এর পাশা পাশি সব কিছুর দাম কমে আসে। তাই আপনি যদি এই দিন ফরেক্স মার্কেটে ট্রেড করেন তবে ভাল করে ফরেক্স মার্কেট এনালাইসিস করেই আপনি ট্রেড করেবন না হলে আপনি লস করবে।

shohanjacksion
2017-02-05, 06:38 PM
তেলের দাম কমলে বা বাড়লে কোন পেয়ারে কি ধরনের ট্রেড করা উচ্তি ?

RUBEL MIAH
2017-04-28, 02:22 PM
ব্যারেল প্রতি তেলের দাম ০৫ ডলার হতে পারে । ফরেক্স মার্কেটে ট্রেড করেন তবে ভাল করে ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করেই আপনি ট্রেড করেবন না হলে আপনি লস করবে । তেলের ক্ষেত্রে সে দেশের অর্থনৈতিক অবস্থা বেশি প্রভাব বিস্তার করে । বিশ্বে তেলের উৎপাদন বেড়ে যাওয়ার ফলে ফরেক্স মার্কেট এ তেলের দাম কমে গেছে ।