PDA

View Full Version : আমরা ভাল ট্রেডার কি ভাবে হব



Furkan
2015-11-28, 12:29 AM
আমরা সবাই ভাল ট্রেডার হতে চাই কিন্তু পারতেছি না। আমরা ভাল ট্রেডার কি ভাবে হতে পারি। যারা ভাল ট্রেড করে লাভ মান হয়েছেন তারা আমাদের কে কি বলবেন কি ভাবে লাভমান হতে পারি।

Md Opu
2015-11-28, 02:00 PM
আমি মনে করি ভালো ট্রেডার হতে হলে আপনাকে ভালো ভাবে ডেমো ট্রেড অনুুশিলন করতে হবে যার মাধ্যমে আপনি হতে পারবেন একজন ভলো ট্রেডার তবে আমিও ফরেক্স এ নতুন আর এখোন লাইভ ট্রেড শুরু করিনি ।

MotinFX
2015-11-28, 10:20 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি আপনাদের কাছে একটা সহযোগিতা চাই কিভাবে ভাল ট্রেডার হতে পারি। কারন দক্ষ ট্রেডার হওয়ার জন্য কি প্রয়োজন।

dinner
2015-11-29, 11:12 AM
আমরা যারা নতুন আছি আমরা েএক জন সফল ট্রেডার হওয়ার জন্য
* ফরেক্স সম্পকে সঠিক জ্ঞান অজন করে ট্রেড করতে হবে ।
*মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে ।
* লোভে পড়ে ট্রেড করা যাবে না ।
* ধৈয্য ধারন করতে হবে ।

real80
2016-02-11, 12:38 AM
ফরেক্স মার্কেটের আকর্ষণীয় গল্প শুনে শুনে অনেকেই এই মার্কেটে ট্রেড করার ব্যপারে আগ্রহী হন।কিন্তু এই মার্কেট থেকে সবাই লাভ করে পারে না। এই মার্কেট থেকে লাভবান হয় একমাত্র তারাই যারা ভাল ট্রেডার। ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেদার হতে গেলে দরকার মার্কেট সম্পরকে ভাল অভিজ্ঞতা,মারকেত বোঝার দক্ষতা,মারকেত সম্পরকে ভাল জ্ঞান, নির্লোভ মানসিকতা, ধৈর্য ধরে ট্রেডিং করতে পারার ক্ষমতা।

Hafizur Rahman
2016-02-11, 04:27 PM
ভাল ত্রেদার হতে হলে ফরেক্স এর সব নিয়ম মেনে ট্রেড করতে ।
ভাল ভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে ।
এনালাইসিস করা শিখতে হবে ।
টেকনিক্যাল , ফান্দামেন্তাল , সেন্টিমেন্টাল সব ধরনের এনালাইসিস সিখতে হবে ।

md mehedi hasan
2016-02-11, 06:38 PM
ফরেক্স মার্কেটে নিজেকে ভালো ট্রেডার হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে আপনাকে ভালোভাবে ডেমো প্রাক্টিস করে বিভিন্ন প্রকার ট্রেডিং কৌশল শিখতে হবে এব সে সাথ ফরেক্স বিষয়ে বিভিন্ন প্রকার বই প্রচুর হারে পড়তে হবে।তারপর আপন যখন রিয়েল ট্রেড করবেন তখন আপনাকে কতগুলো নিয়ম মেনে ট্রেড করতে হবে।যেমন আপনি ওভার ট্রে করবেননা,লোভ ত্যাগ করতে হবে,টেক প্রফিট ও স্টপলস সেট করে ট্রেড করতে হবে এবং সঠিকভাবে মানিম্যানেজমেন্ট করে ও মার্কেট এনালাইসিস করে প্রতিটি ট্রেড করতে হবে।

maziz6989
2016-02-11, 08:36 PM
আমরা সবাই ভাল মানের ট্রেডার হতে চাই কিন্তু এর জন্য পরিশ্রম করতে রাজি না। কেননা পরিশ্রম করতে কষ্ট লাগে কিন্তু আমি চাই একজন সফল পেশাদার ট্রেডার হয়ে যাব। তাই আমি বলব যদি চান একজন সফল ট্রেডার হতে তবে কষ্ট করেন কেননা কষ্ট না করলে কেস্ট মেলে না।

Fxaziz
2016-02-12, 01:54 PM
ভাই ফরেক্স মার্কেট এ ভালো ট্রেডার হতে হলে আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জান্তে হবে।আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ একজন ভালো ট্রেডার হিসেবে নিজেকে গুরে তুলতে পারবেন।এছাড়া আপনাকে আরও কিছু বিষয় মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।যেমন-বেশি লোভ করা জাবেনা,যেনে শুনে ট্রেড করতে হবে,এনালাইসিস করে ট্রেড করতে হবে,আর এগুল মেনে ট্রেড করলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন।

Marufa
2016-02-12, 05:53 PM
ভাল ট্রেডার হওয়াটা অনেক কঠিন একটি বিষয় । সবাই চাইলিই ভাল ট্রেডার হতে পারে না । এর জন্য অনেক পরিশ্রম, অনেক চেষ্টা এবং অনেক অনেক ধৈর্য ধরার প্রয়োজন পড়ে । কেউ চাইলেই এক দিনের ভেতর বা কয়েকমাসের ভেতর নিজেকে ভাল ট্রেডার হিসেবে তৈরি করতে পারে না । আসলে পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না । কথাটা চরম সত্য ।

RUBEL MIAH
2016-02-21, 10:05 PM
আমাদের ভালো ট্রেডার হতে হলে অবশ্যই আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেমী সফলবান হতে পারবে । সুতরাং আমাদের সকলকে ভালো ট্রেডার হতে হলে ফরেক্স ব্যবসায় অভিজ্ঞতা অর্জন করা খুবই জরুরী ।

fatemaakhter
2016-02-22, 02:14 PM
আমি ফরেক্সে এক বছরের বেশি সময় ধরে আছি। এর মাঝে বেশ কিছু ব্রোকারে কাজ করেছি। শুরুটা করেছি ডেমো ট্রেডিং দিয়ে কারন আমি জানি ডেমো ট্রেডিং আমার ট্রেড শিখতে সহায়তা করবে। এরপর ইন্সটা ফরেক্স ব্রোকারে ট্রেড করি।ভাল ট্রেডার হতে হলে আমাদেরকে ফরেক্সের খুঁটি নাটি সব বিষয় ভাল ভাবে শিখতে হবে ।

ASADUR RAHMAN
2016-03-14, 08:10 PM
আমি একদম নতুন.তাই আমার মতে আমরা একজন সফল ট্রেডার হওয়ার জন্য প্রথমে ফরেক্স সম্পর্কে জ্ঞ্যান অর্জন করে ট্রেড করতে হবে।আপনার যদি ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ একজন ট্রেডার হিসেবে গরে তুলতে পারবেন।আবার একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ধৈর্য ধারন করতে হবে তা হলে আপনি জীবনে সফল হতে পারবেন

rahmot255
2016-03-16, 01:05 PM
আমার মতে ভাল একজন ট্রেডার হতে হলে আমাদেরকে ফরেক্সের যে সঠিক নিয়মগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে।আমাদের স্ট্রাটেজিটাকে আমাদের কাজে লাগাতে হবে।ছোট প্রফিট হলেও সেই ছোট প্রফিটে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। বিফলতার কারণ হচ্ছে স্ট্রাটেজি মেনে না চলা।

abdulguffer
2016-03-17, 01:16 PM
ভাল ট্রেডার হতে হলে ফরেক্সে সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে এবং বেশি লাভ করার লোভ নিয়ন্ত্রণ করতে হবে এবং এনালাইসিস করতে শিখতে হবে এবং ডেমো একাউন্ট এ সিরিয়াসলি প্রেকটিস করতে হবে। যত বেশি প্রেকটিস করবেন তত বেশি দক্ষতা বারবে।

basaki
2016-03-26, 09:31 PM
ফরেক্স মার্কেটে আপনি যদি একজন ভাল ট্রেডার হতে চান তবে আমি মনে করি আপনি ফরেক্স মার্কেটে বেশি সময় দিয়ে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করেই ট্রেড করতে হবে আর আপনি যদি ফরেক্স মার্কেটে বেশি লোভ করেন তবে আমি মনেবকরি আপনি লোভে পাপ আর পাপে মিত্যুর দিখে এগিয়ে যাবেন।

yasir arafat
2016-04-06, 11:59 PM
আমি মনে করি ভাল একজন ট্রেডার হতে হলে আমাদেরকে ফরেক্সের যে সঠিক নিয়মগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে।আমাদের স্ট্রাটেজিটাকে আমাদের কাজে লাগাতে হবে।ছোট প্রফিট হলেও সেই ছোট প্রফিটে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে।কারণ বিফলতার কারণ হচ্ছে স্ট্রাটেজি মেনে না চলা।

sharifulbaf
2016-05-19, 10:34 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চাইলে আমাদের টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে,প্রতি ট্রেডের সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায়,ফরেক্স মার্কেটের নিউজ নিয়মিত দেখতে হবে,ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।

HKProduction
2016-06-23, 02:35 PM
আসলে ভাল ট্রেডার হওয়া মানেই হচ্ছে নিজেকে একজন সফল ও প্রফিটেবল ট্রেডার হিসেবে তৈরি করে নেওয়া। যারা ফরেক্স মার্কেটের উপরে নির্ভর করে চলছেন এবং এটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন তারা ানেক অনেক ভাল ট্রেডার। আমরা আমাদের শ্রম ও মেধা দিয়ে তাদের অনুসরণ করলে নিশ্চিত ভাল করতে পারব। এজন্যে আমাদেরকে তাদের সংস্পর্শে থেকে ট্রেড পরিচালনার নিয়ম কানুন শিখতে হবে। তবেই আমরা ভাল ট্রেডার হতে পারব।

Sahed
2016-07-28, 06:48 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর ভাল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে ।

Sahed
2016-07-29, 06:48 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর ভাল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে । মার্কেট এ্যনালাইসিস,মানি ম্যানেজমেন্ট ,কঠোর পরিশ্রমী, সততা, ভাল দক্ষতা, রিক্স নেয়ার প্রবনতা এবং নিতুনত্য জানার ইচ্ছা ইত্যাদির উপর ভিত্তি করে ভাল ট্রেডার হতে পারি ।

Realifat
2016-07-30, 02:55 PM
ভালো ট্রেডারহতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে ফরেক্স শিখতে হবে। প্রথমে ভালোভাবে ফরেক্স বিষয়ে পড়ালেখায় করতে হবে এবং পড়ালেখার পাশাপাশি ডেমো ট্রেডিং করতে হবে। তারপর ডেমোতে ভালো করতে পারলে এবং লেখাপড়ার মাধ্যমে ফরেক্সের সকল বিষয়ে ভালো ধারনা করতে পারলে নিজেই বুঝতে পারবেন কিভাবে ভালো ট্রেডার হতে পারবেন।

fatema begum
2016-07-31, 12:30 PM
ভাল ট্রেডার হওয়ার পেছনে সাধনার ব্যপার আছে।যারা সাধনা করতে পেরেছে তারা ভাল ট্রেডার হতে পেরেছে।ভাল ট্রেডার হওয়ার জন্য আমাদেরকে লস করে ভাল করে ফরেক্স শিখতে হয়।যা আমাদের সকলের জন্য কাম্য।একের পর এক ডেমো ট্রেডিং করে আমরা ফরেক্সে নিজেদেরকে প্রফেশনাল করে তুলি।

Md. Tariqul Islam
2016-07-31, 01:14 PM
ফরেক্স মার্কেটের আকর্ষণীয় গল্প শুনে শুনে অনেকেই এই মার্কেটে ট্রেড করার ব্যপারে আগ্রহী হন।কিন্তু এই মার্কেট থেকে সবাই লাভ করে পারে না। এই মার্কেট থেকে লাভবান হয় একমাত্র তারাই যারা ভাল ট্রেডার। ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেদার হতে গেলে দরকার মার্কেট সম্পরকে ভাল অভিজ্ঞতা,মারকেত বোঝার দক্ষতা,মারকেত সম্পরকে ভাল জ্ঞান, নির্লোভ মানসিকতা, ধৈর্য ধরে ট্রেডিং করতে পারার ক্ষমতা।

fardin222333
2016-07-31, 05:37 PM
আমরা যারা নতুন আছি তাদের সফল হওয়ার জন্য ফরেক্স সম্পর্কে জ্ঞান র্অজন করতে হবে। লোভ না করে, মাথা খাটিয়ে, ধৈর্য্য ধরে ট্রেড করতে হবে তাহলেই আপনি ভাল ট্রের্ডাস হতে পারবেন।

Mamun13
2017-07-31, 06:16 PM
প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷

mahbubhb
2017-08-09, 04:25 PM
আমিও আপনার মত নতুন ট্রেডার। তবে আমি মনে করি ভাল একজন ট্রেডার হতে প্রয়োজন অনেক ধৈর্য্য, মার্কেট এনালাইসিস করার মত সামর্থ্য, অর্থ বিনিয়োগ এর মত মানসিকতা, মেধা, বুদ্ধি ইত্যাদি। ফরেক্সে কাজ করতে হলে নিয়মিত ভাবে ফরেক্স মার্কেট এর নিউজ ফলো করতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে আর ডেমো একাউন্ট প্র্যাকটিস করতে হবে।