PDA

View Full Version : নিউজ দেখে কি ভাবে ট্রড করবো



Furkan
2015-11-28, 12:53 AM
ফরেক্র মারকেটে কি ভাবে নিউজ দেখে ট্রেড করব। আর নিউজ দেখে কি ভাবে ট্রেড করলে লাভমান হওয়া যায়। আপনারা যারা যানেন তারা আমদের কে যানাবেন

amdad123
2015-11-28, 01:06 AM
আমার মতে যারা এখনও নতুন অথবা এখনো নিউজ ট্রেড করেন নাই, তাদের এখনি নিউজ ট্রেড না করাটাই ভালো, এখন কাজ হল শুধু প্রত্যেকটি নিউজ নিয়ে মার্কেটে এনালাইসিস করা । কোন নিউজ কোন কারেন্সিতে কেমন হিত করে, কোন নিউজে মার্কেটের উঠানামা বেশি করে, নিউজের পয়েন্ট আগের চেয়ে কত পার্থক্য হলে সেটি মার্কেটে বেশি মুভমেন্ট করে । দেখবেন একসময় আপনি নিজেই কোন নিউজে কিভাবে ট্রেড করতে হবে তা বুজতে পারবেন ।

sayem11
2015-11-28, 04:09 AM
যারা নতুন ট্রেডার তারা অথবা নিউজ ট্রেড সম্পর্কে ধারণা নাই তাদের অনেকেই নিউজের সময় নিজের ক্যাপিটাল হারিয়ে ফেলে, কারণ নিউজ রিলিজ হওয়ার ৫-১০ মিনিটেই ৩০-৫০ পিপস মুভ হতে পারে। সেটা নির্ভর করে কতটুকু গুরুত্বপূর্ণ নিউজ সেটার উপরে। কিন্তু ওই সময় বুজে উঠার আগেই লসে পরে যায় । নিউজ ট্রেডিং রিয়েল একাউন্টে করার আগে ডেমো ট্রেড করে নিবেন market volatility আপনি কতটুকু ভালভাবে handle করতে পারছেন সেটি আগে যাচাই করে নিবেন । নিউজ ট্রেড যেমন লাভজনক তেমন ঝুকিপূর্ন । কিছু নিউজ আছে নিউজ চলাকালে 2 দিকেই স্পাইক করে । তখন আপনার ট্রেডটি আরও বেশি বিপদে পড়ে যেতে পারে । তাই নিউজ ট্রেডে অত্যান্ত সতর্ক হতে হবে ।

hasan019
2015-11-29, 01:31 AM
নিউজ ট্রেডিং রিয়েল একাউন্টে করার আগে ডেমো ট্রেড করে নিবেন। এখন বলতাছি কিভাবে করবেন। সাধারন কথা আপনি forexfactory.com এ জাবেন সেখানে আপনি আপনার টাইম এর সাথে অয়েবসাইট এর টাইম মেলাবেন। তারপর নিউজ দেখবেন। সেখানে ধরুন usd নিউজ ভাল আসছে তাহলে আপনি usd কিনবেন আর খারাপ আসলে usd না কিনে তার সাথে জেটা আছে সেটা কিনবেন।

AbuRaihan
2015-11-30, 06:56 PM
ফরেক্সে যে সব ট্রেড করার পদ্ধতি আছে তার মধ্য অন্যতম হল নিউজ ট্রেডিং ৤ অর্থ্যৎ বৈশ্বিক নিউজ যখন পাবলিশ হয় তখন অভিজ্ঞ ট্রেডাররা এসব নিউজের ফান্ডমেন্টাল বিশ্লেষণ এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা ঠিক কি ধরনের অর্ডার মার্কেটে রিপ্লেস করতে চায় ৤ বেশিরভাগ ট্রেডার নিউজ ট্রেড করে থাকে ৤ এতে যারা যথার্থ অভিজ্ঞ তারাই শুধু এর সুফল ভোগ করতে পারে ৤

samrat
2015-12-06, 09:53 PM
নিউজ দেখে কি ভাবে ট্রেড করবো? ট্রেডিং এর জন্যে ভালো নিউজ কোথাই পাব। আমি এখনো
নিউজ দেখে ট্রেড করিনি। আপনারা কি নিউজ দেখে ট্রেড করেন? তবে এই নিউজ কোথা থেকে আমি পেতে পারি। আসলে আমি জানি না। অনুগ্রহ পূর্বক আমাদেরকে জানাবেন।

HKProduction
2015-12-07, 07:17 PM
আমি মনে করি নিউজ ট্রেড না করাটাই উত্তম। এটা আমাদের চিন্তা চেতনাকে ট্রেডের মূল পথ থেকে কল্পনার জগতে নিয়ে যায়। আসলে এখানে কোন সোনার কাঠি কিংবা রূপার কাঠিও নেই আর রাজকন্যাও নেই। আছে শুধু ফরেক্সের বিশাল রাজ্য। নিউজ বাদ দিয়ে প্রাকটিক্যাল মার্কেটে ট্রেড করে আমাদেরকে ট্রেড শিখতে হবে।

sharifulbaf
2015-12-13, 03:46 PM
ফরেক্স মার্কেট হল অনলাইনে ইনকাম করার অন্যতম মাধ্যম এই মাধ্যম কে কাজে লাগিয়ে অনেকে অবসর সময় এ ফরেক্স নিউজ দেখে ট্রেড করে থাকে।ফরেক্স নিউজ প্রকাশ পাবার পরে দেখতে হবে নিউজ কত গুরুত্ব পূর্ন সেই নিউজে মার্কেট যে দিকে মুভ করবে সেই দিকে ট্রেড ওপেনিং করতে হবে।

basaki
2016-03-15, 09:32 AM
নিউজ ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি শুধু নিউজ দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি ব্যবপারটা অনেক ভাল হবে কারন আমি অনেককে ধেখেছি যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে শুধু নিউজ দেখে এবং তারা ফরেক্স মার্কেটে অনেক ভাল করে।

gmgmgm
2016-03-15, 07:20 PM
আমার মনে হয় যারা বিগেনার তাদের নিউজ ট্রেড করা উচিতনা। কারন যারা বিগেনার তারা বলতে পারবেনা মার্কেট আসলে কোনদিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশিরভাগ ক্ষেত্রে লসের সম্ভাবনা থাকে। কিন্তু যার অভিজ্ঞ তারা নিউজট্রেড করতে অসুবিধা নেই।

Tazul Islam
2016-03-26, 10:14 PM
ফরেক্স মার্কেটে ট্রেন্ড করতে হলে আমাদের কে নিউজ জানতে হবে। নিউজের সময় ব্যবসা করি আর না করি নিউজ জানতে হবে। যেমন আমি নিউজ জানতাম না , আমার ইউরো ইউএসডি সেল ছিল নিউজের কারনে মার্কেট বাই এ চলে গেল আর আমার -২২ ডলার হল। তাই বলছি নিইজ জানতে হবে।

uzzal05
2016-03-28, 04:23 PM
আমার মতে নিউজ দেখে ট্রেড না করাই ভালো। কারন নিউজ এর সময় ফরেক্স মার্কেট উলটা পাল্টাভাবে মুভ করে। নিউজ টাইমে ট্রেড করলে আপনি মার্কেট কোন কিছুই ভালোভাবে বুঝতে পারবেন না। নিউজ এর বদলে আপনি প্রাইচ আকশ্ন দেখে ট্রেড নিতে পারেন।

abdulguffer
2016-03-29, 06:00 PM
নিউজ দেখে ট্রেড করতে হলে আগে বুঝতে হবে নিউজ টি কি কারেন্সির জন্য ভালো না খারাপ । সেজন্য আমরা বহুল প্রচলিত একটি সুত্র ব্যবহার করবো। সুত্রটি হলো -- একচুয়াল > ফরকাস্ট = গুড ফর কারেন্সি এবং একচুয়াল < ফরকাস্ট = বেড ফর কারেন্সি ।

abdulguffer
2016-03-29, 06:10 PM
"একচুয়াল > ফরকাস্ট = গুড ফর কারেন্সি এবং একচুয়াল < ফরকাস্ট = বেড ফর কারেন্সি" - এই সুত্র ধরে নিউজ এর রেজাল্ট যদি " গুড ফর কারেন্সি " হয় তাহলে বুঝতে হবে এই কারেন্সির দাম বাড়ছে বা বাড়বে, তখন যে পেয়ারে এই কারেন্সিটি মেইন কারেন্সি হিসেবে থাকবে ঐ পেয়ার এ বাই ট্রেড করতে হবে এবং যে পেয়ারে এটি বেইজ কারেন্সি হিসেবে থাকবে ঐ পেয়ারে সেল ট্রেড করতে হবে ।

abdulguffer
2016-03-29, 06:14 PM
ঐ সুত্র ধরে নিউজ এর রেজাল্ট যদি " বেড ফর কারেন্সি " হয় তাহলে বুঝতে হবে এই কারেন্সির দাম কমছে বা কমবে, তখন যে পেয়ারে এই কারেন্সিটি মেইন কারেন্সি হিসেবে থাকবে ঐ পেয়ার এ সেল ট্রেড করতে হবে এবং যে পেয়ারে এটি বেইজ কারেন্সি হিসেবে থাকবে ঐ পেয়ারে বাই ট্রেড করতে হবে ।

Fxaziz
2016-04-02, 09:30 AM
যে কোন জায়গায় যেনে শুনে পা দেওয়া উত্তম । যখন কোন ব্যক্তি ট্রেড করার ইচ্ছা করবে তখন তার উচিৎ নিউজ দেখে ট্রেড করা । কেননা এতে অনেক ফায়দা রয়েছে । ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে । এ ছাড়াও যারা নিউজ দেখে ট্রেড করেছে তারা আজ সফলতার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌছেছে । নিউজ দেখা উচিৎ ।

yasir arafat
2016-04-06, 01:23 PM
আমরা যদি এর সঠিক ব্যবহার না করি তাহলে উন্নতি করতে পারব না।আর যদি করি তাহলে অবশ্যই সফল হবো ।কারণ মানুষ বিফল হয়েই সফলতা অর্জন করে।যা আমাদেরকে পরবর্তিতে ভুলগুলো শুদ্রিয়ে চলার অনুপ্রেরণা যোগায়।ফরক্সে লাভ লসের মাধ্যমে বিভিন্ন ধৈর্য শক্তির পরীক্ষা হয়ে থাকে। কারণ মার্কেট থেকে তো সবসময় লাভ করা যায় না।

RUBEL MIAH
2016-04-30, 10:33 AM
নিউজ দেখে ট্রেড করা খুবই সহজ কিন্তু আসল কথা হল নিউজ বুঝতে হবে । যে যত বেশী নিউজ বুঝতে পারবে সে তত বেশী ট্রেড করে উন্নতি করতে পারবে । সুতরাং আমরা সর্বদা নিউজ ট্রেড করার সময় বুঝে শুনে তারপর এই ট্রেড ব্যবসা করব তাহলেই লাভবান হতে পারব ।

dwipFX
2016-05-04, 03:41 PM
আমাদের কে একটা ট্রেড করার আগে অবশ্যই নিউজ দেখে ট্রেড করতে হবে কারন নিউজ ফরেক্স মার্কেটে প্রান সংচার করে যখন নিউজ ভাল কিছু করে তখন মার্কেটে সব কিছু ভেজ্ঞে মার্কেট নিউজের দিকে যায়।

nestbdit
2016-05-05, 01:15 PM
নিউজ টেড এর ক্ষেত্রে অবশ্যই ECN একাউন্ট ব্যাবহার করতে হবে। FOMC বা High নিউজ এর সময় মার্কেট কনেক উঠা নাকা করে, ঐ সময় নিউজ ট্রেড করতে হয়। আমি নিউজের সময় ২-১ মিনিট আগে দুই দিকে দুইটে পেন্ডিং buy stop এবং sell stop দিয়ে রাখি। অবশ্যই stop loss দিয়ে রাখতে হবে। Take profit বা trailing দিয়ে রাখতে হবে। সে ক্ষেত্রে এক দিকে stop loss হিট করলেও অন্য দিকে প্রফিট পাবেন। তাই stop loss বেশি না দেওয়ায় ভালো। তবে ECN ব্রকার না হলে আপনি প্রফিটের বদলে লস করতে পারেন।

Sahed
2016-07-29, 05:45 PM
ফরেক্স মার্কেটে নিউজ গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে । নিউজ ট্রেডিং করার জন্য আপনাকে আগে নিউজটি ভালভাবে বুঝতে হবে ।নিইজের ইফেক্ট কি আসবে তা জানা দরকার । তাছাড়া ফরেকাস্ট এবং একচুয়াল কি সে বিষয়ে ধারনা থাকতে হবে । তবে আমার মতে নিউজের সময় মার্কেটে ট্রেড না করাই ভাল কারন তখন মার্কেট খুব বেশি উটা নামা করে ।

fardin222333
2016-08-18, 04:28 PM
নিউজ দেখে ট্রেড করা ভাল। নিউজ দেখার জন্য অনেক সাইট আছে। তার মধ্যে forexfactory.com সাইটে আপনি ওপেন করে বিভিন্ন নিউজ দেথবেন, তাতে আপনি ফলো করবেন যে আপনার টাইম ফ্রেম এবং ওয়েবসাইট এর টাইম এক আছে কিনা। যদি না থাকে মিলিয়ে নিবেন। তারপরে নিউজ দেখবেন। যেমন- ইউএসডি নিউজ ভাল হয় তাহলে আপনি ইউএসডি কিনবেন আর যদি খারাপ হয় তাহলে ইউএসডির সাথে যেটা আছে তা কিনতে হবে।

HasanXM
2016-08-23, 11:27 AM
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।

vodrolok
2016-09-12, 02:11 PM
বিভিন্ন সাইটে প্রকাশিতব্য নিউজের তালিকা দেয়া থাকে এবং মার্কেটে এর প্রভাব কিরূপ পড়তে পারে বর্ণনাও দেয়া থাকে। এর পর কারেন্সি পেয়ারের তিনটি এনালাইসিস করার পর কারেন্সি পেয়ারের মধ্যে ভালো নিউজ আসলে তার উপযুক্ত ট্রেডের পেয়ার আর খারাপ আসলে তার উপযুক্ত ট্রেডের পেয়ার নির্বাচন করতে হবে। অতঃপর সে অনুযায়ী ট্রেড দিতে হবে। বাই স্টপ আর সেল স্টপের সাহায্য নিতে হবে।

Rahat015
2016-09-16, 04:35 PM
ফরেক্স মার্কেট এ ভাল করতে হলে নিউজ ট্রেডিং এর কোন বিকল্প নাই। অনেক অভিজ্ঞ ট্রেডার ও কিন্তু নিউজ ট্রেড করে ভাল লাভবান হচ্ছে। কিন্তু আমি বলব নিউজ ট্রেড করার আগে যারা অনভিজ্ঞ তারা আগের নিউজ এর সাথে মার্কেট মুভমেন্ট এনালাইসিস করে কোন কোন নিউজ কি ধরনের প্রভাব বিস্তার করে তা শিখা। এরপর ট্রেড করা।

shariful
2016-09-21, 12:26 PM
আজ পর্যন্ত যত বার নিউজ ট্রেড করেছি ততবার অজস্য লস করেছি আমি ও বড় ও অভিজ্ঞ ভাই দের কাছে জানতে চাই কিভাবে নিউজ ট্রেড করা যায়,আপনারা যদি স্টেপ বাই স্টেপ বলেন তাইলে হয়ত জানা সম্ভব।

Dilip05
2016-09-22, 09:20 AM
ফরেক্সে যে সব ট্রেড করার পদ্ধতি আছে তার মধ্য অন্যতম হল নিউজ ট্রেডিং । অর্থ্যৎ বৈশ্বিক নিউজ যখন পাবলিশ হয় তখন অভিজ্ঞ ট্রেডাররা এসব নিউজের ফান্ডমেন্টাল বিশ্লেষণ এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা ঠিক কি ধরনের অর্ডার মার্কেটে রিপ্লেস করতে চায় । তবে নিউস ট্রেড বুঝে করা উচিত।

milonkhanfx1993
2016-09-23, 10:33 PM
নিউজ এ আমার কাছে সব চেয়ে বেশি যেটা সমস্যা মনে হয় তাহলো স্পাইক, যখন মার্কেট দুই দিকেই যেতে থাকে,আবার মার্কেট এর এসকল সমস্যা থেকে উত্তরন করতে আপনাকে ডেমো তে ভালকরে প্র্যক্টিস করে যেতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে কোন সময় কি হতে পারে,আপ্নি এসব ডাটা পরবর্তী সময়ের জন্য সেভ অ করে রাখতে পারেন,কাজে লাগবে।

shimul77ss
2016-11-22, 11:56 PM
মার্কেতে যারা নতুন তারা নিউজ না দেখেই ট্রেড করা উচিত ।কারন সব নিউজ এর ফল এক রকম হই না।মার্কেটে ৩ ধরনের নিউজ পাব্লিশ হই
১।হাই ইম্পেক্ট নিউজ যার প্রভাব মার্কেটে বেশি পড়ে
২।মিডিয়াম ইম্পেক্ট নিউজ যার প্রভাব মার্কেটে মোটামোটি পড়ে
৩।নো ইফেক্ট নিউজ যার প্রভাব মার্কেটে পড়ে না।

Hassan Raja
2016-12-08, 10:25 PM
শুধু নিউজ নয় যখন আপনি ট্রেডিং করবেন তখন আপনাকে অনেক কিছুই দেখে ট্রেড করতে হবে। নিউজ এর কারনে মার্কেট মুভটেন্ট করে তাই নিয়মিত নিউজ দেখতে হবে আবার নিউজ এর পাশাপাসি মার্কেট এ্যানালাইসিস করতে হবে । প্রত্যেক বোকার হাউস তাদের সাইটে প্রত্যেটা ক্যারেন্সি পেয়ারের উপর মার্কেট এ্যনালাইসিস প্রকাশ করে থাকে । নিয়মিত তা পড়তে হবে নিজেনিজে তার উপর এ্যানালাইসিসি করতে হবে।

maziz6989
2016-12-10, 03:07 PM
নিউজ বা ইভেন্ট ট্রেডিং অনেক বড় একটা জিনিস। এই বিষয়টাকে অনেক সিনিয়র ট্রেডারও এড়িয়ে চলেন। আমরা তো চুনোপুটি তাই আমার মনে হয় নিউজ ট্রেড করার আগে খুব ভাল ভাবে পড়াশোনা করে নিজেকে তৈরী করে নিতে হবে তার পরে আপনার সাফল্য দেখা হতে পারে। তবে আগুন নিয়ে খেলার আগে খেলার নিয়মকানুন শিখে নিতে ভূলবেন না।

RUBEL MIAH
2017-02-28, 07:19 AM
আমরা নিউজ দেখে ট্রেড করব না বরং নিউজ দেখে মার্কেট এ্যানালাইসিস করব যে কোন দিকে আমরা ট্রেড করলে লাভবান হওয়া যাবে । আমরা নিউজের সময়ে ট্রেড করার চিন্তাও করব না । যে ট্রেডার নিউজ ট্রেড করে সে কখনোই সফরকাম হতে পারে না । আমরা ধৈর্য্যের সহিত সব সময় কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা ডেমো ট্রেড বেশী বেশী করে করব ।

Nur Alam
2017-03-08, 05:01 PM
সধারনত ফরেক্স মার্কেটং এ অনেক নতুন ট্রেডার আপডেড নিউজ না জেনে ট্রেড করে থাকেন এবং অনেক বড় লস খায়। আসলে ট্রেড করার জন্ন্য প্রতি দিন আপডেড নিউজ সম্পর্কে জানা খুবই জরুরি। আপনি যদি আপডেড নিউজ গুলো সঠীক ভাবে জেনে আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে একটি ভাল মানের ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স মার্কেটিং খুব সহজ ভাবে আপনাকে নিয়ে যাবে উন্নতির চরম শেখরে।

riponinsta
2017-03-13, 11:36 AM
ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেড অনেক ভাল খুব কম সময় এর মধ্য অনেক অনেক লাভ করা জাই নিউজ ট্রেড করা হয় এই ভাবে যেই পেয়ার এ নিউজ আসবে আপনি সেই পেয়ার এ ৫ মিনিট আগে আপনি সেই পেয়ার এ পেন্দিং বাই ও সেল ট্রেড করে রাখবেন যখন মার্কেট নিউজ এ মুভ শুরু করলে আপনার পেন্দিং ট্রেড ওপেন হয়ে তারপর আপনার লাভ এ টেড বন্ধ হয়ে যাবে এই ভাবে ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেড করা হয়

Mamun13
2017-03-22, 11:07 PM
এক্সপার্ট ট্রেডারগণ নিউজ বুঝে ট্রেড করে থাকেন৷আপনার মতো নতুন ট্রেডারদের উচিত নিউজ আওয়ারে ট্রেড না করা৷নতুনদের ব্যালেন্স প্রায়ই শুন্য হয়ে যায় এই নিউজ ট্রেডিং এ ৷তাই সাবধান হবেন নিউজ আওয়ারে৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷নিউজ ট্রেডিং শেখার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে ডেমো তে প্র্যাকটিস করতে হবে৷

uzzal05
2017-06-11, 06:46 AM
যদি কোন দেশের অর্থনইতিক নিউজ রিলিজ হয় তাহলে দেখতে হবে নিউজ কি আসচ্ছে। সে জন্য আপনাকে ফরেক্স ফ্যাক্টরি বা অন্যান্য অনেক সাইট আছে আপনি দেখতে পারেন। তখন নিউজ এর ডিটেলস পরে আপনি বুঝতে পারেন নিউজ ভাল নাকি খারাপ আসচ্ছে।

Nur Alam
2017-06-11, 11:36 PM
ফরেক্স মার্কেটিং এ আপনি যদি নিউজ দেখে ট্রেদ করেন তাহলে আপনিও ট্রেডে অনেক সফলতা পেতে পারেন। ফরেক্স সাধারনত অনলাইনে একটি আধুনিক ব্যবসা ফরেক্সে সাধারনত মার্কেটের পরিবেশ দেখে ট্রেড করতে হয়। সুতরাং বলা যায় যে আপনি যদি ফরেক্সে ট্রেড করার আগে মার্কেটের গতিবিধি দেখে ট্রেড করেন তাহলে আপনার ট্রেডে লাভ হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে।

Nur Alam
2017-06-11, 11:42 PM
ফরেক্সে সাধারনত মার্কেট উঠানামা করতে তাকে। ফরেক্সে ট্রেড করে প্রফিট আয় করতে হলে আপনাকে সবার আগে ফরেক্সের মার্কেটের অবস্থা সম্পর্কে অবগত থাকতে হবে। আর আপনি যদি নিয়মিত নিউজ দেখে ফরেক্সে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স থেকে ভাল মানের প্রফিট পেতে পারেন। সুতরাং বলা যায় যে ফরেক্সে নিউজ দেখে ট্রেড করার গুরুত্ব অনেক।

Shadhin
2017-06-12, 12:41 AM
ফরেক্সে ট্রেড করার জন্ন্য নিউজ এর তথ্য জানা খুবই জরুরি। কারন ফরেক্স সাধারনত মার্কেটের গতিবিধির ওপর নির্ভরশীল। ফরেক্সে মার্কেট উঠানামা করে। আর ফরেক্সে মার্কেটের খবরা খবর রাখার জন্ন্য নিউজ দেখার গুরুত্ব অনেক। সুতরাং বলা যায় যে ফরেক্সে নিউজ দেখে এবং দক্ষতার সাথে ট্রেদ করলে লস হবার সম্ভাবনা অনেক কম থাকে।

Srabon
2017-06-13, 01:56 PM
আমার মনে হয় যে নিউজ ট্রেড না করাই ভাল ,বলে আমি মনে করি ।নিউজ দেখে ট্রেড করলে জিবনে আরো দুসচিন্তা বেড়ে যাই ফলে ট্রেড করতে অনেকেই লস করে বসে তাই আমি বলি যে জাদের নিউজ দ্রকার তারাই নিউজ করুন আর যারা নতুন তাদের জন্য নাকরাই ভাল / ।

Momen
2017-07-24, 12:23 PM
আমি মনে করি নিউজ ট্রেড এ অংশগ্রহন না করায় ভালো। কেননা, নিউজ টাইমে মার্কেট খুব বেশি মুভ করে থাকে। তখন কোনো এনালাইসিসও ভালো কাজে দেয় না। আসলে ফরেক্স মার্কেটের নিউজ কোন ধরনের এনালাইসিস ফলো করে হয়ে থাকে না। এখানে একটি দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে নিউজ প্রকাশিত হয়ে থাকে। যার ফলে তখন মার্কেট অস্বাভাবিক মুভমেন্ট সৃষ্টি করে থাকে। আর ঠিক সেই সময় অনেক ট্রেডার ট্রেড এ অংশগ্রহন করে বিরাট অংকের লস করে থাকে।

FREEDOM
2020-08-23, 04:17 AM
আমার মনে হয় যারা বিগেনার তাদের নিউজ ট্রেড করা উচিতনা। কারন যারা বিগেনার তারা বলতে পারবেনা মার্কেট আসলে কোনদিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশিরভাগ ক্ষেত্রে লসের সম্ভাবনা থাকে। কিন্তু যার অভিজ্ঞ তারা নিউজট্রেড করতে অসুবিধা নেই।

Salman1
2020-08-23, 01:32 PM
1. বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এমন সর্বাধিক গুরুত্বপূর্ণ খবরে ফোকাস করুন
২. নির্বাচিত প্রকাশের প্রকাশের জন্য অপেক্ষা করুন এবং তারপরে পরিকল্পনা অনুসারে বাণিজ্যে ডুব দিন।
৩. মনে রাখবেন যে কোনও সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাজারের প্রতিক্রিয়া সাধারণত 30 মিনিট থেকে 2 ঘন্টা অবধি থাকে।