PDA

View Full Version : মেটা টেডার ৪ ও ৫ প্লাটফরম কি ভাল



Furkan
2015-11-28, 04:11 AM
আমরা সবার কাজ থেকে শুনে আসতেছি মেটা ট্রেডার ৪ ও ৫ নাম্বার প্লাটফরম এর কথা বাট আমি এগুলোর ব্যাপারে তেমন জানি না। আপনাদের মধ্যে যারা ভাল যানেন তারা আমাদেরকে জানাবেন।

Marufa
2015-12-01, 08:04 PM
মেটা ট্রেডার ৪ সবচেয়ে বেশি ব্যববহৃত সফটওয়্যার । মেটা ট্রেডার ৪ এবং ৫ দুটোতেই বিশেষ কিছু সুবিধা আছে । যার জন্য যেটা দরকার সে সেটাই ব্যবহার করতে পারে । আপনি প্লে স্টোর থেকে নামিয়ে ডেমো দিয়ে ট্রাই করতে পারেন ।

HKProduction
2015-12-08, 10:55 AM
আমি মেটাট্রেডার চার-এ ট্রেড করে থাকি। এটি আমার কাছে খুবই সহজ বলে মনে হয়। মেটাট্রেডার পাঁচ আমি কখনও ব্যবহার করিনি। আমাদের প্রয়োজন অনুসারে যা কিছু দরকার তার সব কিছুই আমরা মেটাট্রেডার চার ব্যবহার করে পাই। মেটাট্রেডার পাঁচ এর বিশেষ তারতম্য কেউ তুলে ধরলে বিশেষভাবে উপকৃত হব।

basaki
2015-12-29, 07:15 AM
ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে যে কোন একটি প্লাটফর্ম ব্যবহার করতে হবেই। হয় মেটা ট্রেডার ৪ অথবা মেটা ট্রেডার ৫। আমি মনে করি মেটা ট্রেফার ৪ ফরেক্স ট্রেডিং এর জন্য অনেক ভাল। আপনি ইচ্ছে করলে ৪ দিয়ে ট্রেড করতে পারেন।

yasir arafat
2016-04-02, 05:12 PM
আমরা সবার কাজ থেকে শুনে আসতেছি মেটা ট্রেডার ৪ ও ৫ নাম্বার প্লাটফরম এর কথা বাট আমি এগুলোর ব্যাপারে তেমন জানি না। আপনাদের মধ্যে যারা ভাল যানেন তারা আমাদেরকে জানাবেন।

আসলে মেটাট্রেডার ৪ এবং মেটাট্রেডার ৫ এর মধ্যে আমি তেমন ভিন্ন কিছু লক্ষ্য করি নি।দুটোর কাজই প্রায় এক।আপনি যেকোন প্লাটফর্মে একাউন্ট করে নিতে পারেন।তবে আমি মনে করি মেটাট্রেডার ৪ অনেক ভাল।কারণ এর ট্রেডিং টুলসগুলো অনেক সিম্পল।

RUBEL MIAH
2016-05-27, 10:09 PM
অবশ্যই মেটা ট্রেডার ৪ এবং মেটা ট্রেডার ৫ খুবই ভালো এই ফরেক্স ব্যবসা করার জন্য । আমরা সব সময় মেটা ৫ এর চেয়ে মেটা ৪ টাকে বেছে নেব তাহলেই ফরেক্স সর্ম্পকে ভালোভাবে বুুঝে শূনে তারপর ট্রেড করতে পারব ।

maziz6989
2016-07-20, 12:47 AM
আমরা সবার কাজ থেকে শুনে আসতেছি মেটা ট্রেডার ৪ ও ৫ নাম্বার প্লাটফরম এর কথা বাট আমি এগুলোর ব্যাপারে তেমন জানি না। আপনাদের মধ্যে যারা ভাল যানেন তারা আমাদেরকে জানাবেন।

আসলে আমি মনে করি যারা নতুন তাদের জন্য মেটা ৪ ই উত্তম। আপনাকে ট্রেড করতে হবে যে চার্টের সামনে বসে তাই মেটা ৪ বা ৫। তবে নতুনদের জন্য সব থেকে ভাল হয় মেটা ৫ কেননা এখানে একই সময়ে একটা বাই সেল বা হেজ করা যায় না। তাই নতুনদের বাই সেল করে ছেরা ব্যারা অবস্থা না হবার সম্ভাবনা খুবই প্রকট।

nisho5533
2016-08-02, 06:04 PM
আমি যখন থেক মেটা ট্রেডার ব্যবহার করি তখন শুধু মেটা ট্রেডার ৪ আমার ভাল মনে হয়েছে । আমি মেটা ট্রেডার ফোর ই ব্যবহার করি।। ভাল লাগে তাই আমি এটা ব্যবহার করব| মেটা ট্রেডার ৪ সবচেয়ে বেশি ব্যববহৃত সফটওয়্যার |

Momen
2017-07-24, 11:09 PM
হ্যা, মেটা ট্রেডার ৪ এবং ৫ দুটো প্লাটফর্মই ভালো। এক এক ট্রেডার এক এক মেটা ট্রেডার ব্যবহার করেন। কারো কাছে হয়তো ৪ বেশি ভালো লাগে ও সহজ মনে হয়। আবার কারো কাছে এর বিপরীত ঘটে। তবে দুটো প্লাটফর্মই অনেক বেশি কাজের। এগুলোর মধ্যে ডিফল্ট ভাবে অনেক ইন্ডিকেটর দেওয়া আছে, যেগুলো ফরেক্স মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে সিগন্যাল প্রদান করে থাকে।

Mahidul84
2017-08-28, 07:28 PM
হ্যা আমি মনে করি মেটা ট্রেডার ৪ এবং ৫ দুটো প্লাটফর্মই সবচেয়ে বেশি ভাল। এবং বিশ্বের অধিকাংশ ট্রেডাররা মেটা ৪ এবং ৫ বেশি ব্যবহার করেন। যদিও দুটোও ভাল এখন যার কাছে যেটা বেশি পছন্দ সে সেটাই ব্যবহার করবে। বিশেষ করে এই দুটো ট্রেডার এর মধ্যে বিশেষ কিছু সুবিধা আছে যেগুলো পাওয়ার জন্যই অধিকাংশ ট্রেডাররাই এই দুটো প্লাটফর্ম ব্যবহার করে।

Grimm
2018-01-30, 02:34 PM
বর্তমানে মেটাট্রেডার ৪ ও ৫ খুবই জনপ্রিয প্লাটফর্ম এই ব্যবসার জন্য তবে আমার দেখা মতে ৫ এর থেকে ৪ টাই বেশি জনপ্রিয়। আপনি যদি খুব সহজভাবে এই ব্যবসায় ট্রেড করতে চান তাহলে আপনিও মেটাট্রেডার ৪ ব্যবহার করতে পারেন। এই প্লাটফর্ম এর অনেক উপাদান আপনি ইন্টারনেট থেকে খুব সহজেই পেতে পারেন যা আপনাকে বাজার বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে।

alamsat
2018-02-07, 10:51 AM
আমি মনে করি মেটা ট্রেডার ৪ প্লাটফর্মই সবচেয়ে বেশি ভাল ও সহজ.

abilkis7
2019-11-17, 05:05 PM
হ্যাঁ মেটাট্রেডার-৪ এবং ৫ দুটোই খুভ ভাল প্লাটফর্ম। বিশ্বের অধিকাংশ ট্রেডারা মেটাট্রেডার ৪ এবং ৫ বেশি ব্যবহার করে থাকেন। যদিও দুটোর মধ্যে যে যেটার মধ্যে ট্রেড করতে আনন্দ পায় তার কাছে সেটা বেশি ভাল। দুটো মেটাট্রেডারের মধ্যে বিশেষ কিছু সুবিধা রয়েছে। সেগুলো দিয়ে ট্রেড করতে অনেক সুবিধা পাওয়া যায় বলে সবাই এই দুটো প্লাটফর্ম ব্যবহার করেন।