PDA

View Full Version : টেকনিকাল বিষয় গুলু লাইভ শেয়ার হলে অনেকে ই 



Ekram
2015-11-29, 12:00 PM
টেকনিকাল বিষয় গুলু যদি লাইভ শেয়ার হয় তাহলে অনেকেই উপকৃত হবে বিভিন্য সময়ে। কারন অনেক সময় আমরা কনফিউস থাকি বাই দিব না সেল দিব? তাই আশা করি টেকনিকাল বিষয় গুলু শেয়ার করে বিশেষ করে নতুন দের কে উদ্ভুদ্ধ করবেন।

HKProduction
2015-12-12, 05:05 PM
টেকনিক্যাল বিষয়গুলো এতই ব্যাপক যে অত্যন্ত সময় নিয়ে এসব শিখতে হয়। আর এত কষ্টের অর্জিত অভিজ্ঞতা কেউ কাউকে শেয়ার করতে চান না। আমরা যদি একটু সহনশীল হই তবে আমাদের গোটা জাতি উন্নতির চরম শিখরে আরোহণ করবে। এজন্যে আমাদের প্রতিটি ঘরে ঘরে ফরেক্স বিপ্লব ঘটিয়ে প্রমাণ করতে হবে, আমরাও জিতব।

yasir arafat
2016-04-03, 08:10 PM
টেকনিকাল বিষয় গুলু যদি লাইভ শেয়ার হয় তাহলে অনেকেই উপকৃত হবে বিভিন্য সময়ে। কারন অনেক সময় আমরা কনফিউস থাকি বাই দিব না সেল দিব? তাই আশা করি টেকনিকাল বিষয় গুলু শেয়ার করে বিশেষ করে নতুন দের কে উদ্ভুদ্ধ করবেন।

সেটা হোক ডেমো অথবা রিয়েল।আপনাকে অবশ্যই একটা অ্যানালাইসিসকে ফলো করতে হয়।আর ফরেক্স শিখতে গেলে ডেমো একাউন্টটাকে রিয়েল মনে করে ট্রেড করতে হয়।আর আমি এখন একটা জিনিস লক্ষ্য করছি যে,ডেমো একাউন্টেও আপনি আপনার ব্যালেন্স বসাতে পারেন।যেটা আপনাকে রিয়েল ট্রেডের অনুভূতি প্রকাশে সাহায্য করবে।

RUBEL MIAH
2016-12-25, 10:23 AM
আমরা যারা রিয়েল ট্রেড করব তারা অবশ্যই যেন টেকনিক্যাল এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব বেশী বেশী করে টেকনিক্যাল এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার বেশী বেশী করে ট্রেড করবে সে অবশ্যই লাভবান হতে পারবে ।

maziz6989
2016-12-29, 10:45 PM
টেকনিক্যাল বিষয় শব্দটা এতই ব্যপক যে আপনি আসলে কোন বিষয়ের উপর আলোকপাত করেছেন তাই বুঝতে পারি নি। তবে আমি মনে করি লেগে থাকলে সব কিছুই করা সম্ভব বা শেখা সম্ভব। আপনি যদি প্রতি দিন কিছু না কিছু নাড়াচাড়া করেন তবে এক সময় অনেক কিছুই জানতে পারবেন যা আপনাকে অনেক উচু জায়গায় নিয়ে যেতে পারে। ধন্যবাদ।