PDA

View Full Version : টেকনিকাল বিষয় গুলু যদি শেয়ার হয় তাহলে অনেõ



Ekram
2015-11-29, 12:05 PM
ফিবনক্কি বিষয় টা নিয়ে বিস্তারিত যদি আলোচনা হয় তাহলে হয়তু আমরা উনেকে ই উপকৃত হতাম। কারন ফিবনক্কি পদ্দতিতে অনেক কিছুই সফল ভাবে করা সম্ভব। এই পদ্দতি যে সুধু ফরেক্সে ব্যবহার হয় তা নয়। অনেক ক্ষেত্রেই এই পদ্দতি ব্যবহার হয় সফল ভাবে। ফরেক্সে এই পদ্দতি নিয়ে আশা করি অভিজ্ঞ যারা আছেন শেয়ার করবেন।

Marufa
2015-11-29, 02:58 PM
এ বিষয়ের উপর এভাবে বর্ণনা করা সম্ভব নয় । তবে অনলাইনে সার্চ করলে বিভিন্ন সাইটে ভাল ভাল ইবুক পাবেন । সেগুলো মনোযোগ সহকারে পড়তে পারেন ভাল ফলাফল পাবেন । তবে সব সিস্টেমের দুর্বলতাও আছে ।

dinner
2015-11-30, 11:34 AM
আমার মতে ,আপনার চার্টে পূর্বের সকল প্রাইসের মুভমেন্ট চার্ট আকারে দেয়া থাকবে। তাই আপনি চাইলেই পূর্বে কি হয়েছিল তা দেখতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, "ইতিহাস বারবার প্রতিফলিত হয়"?টেকনিক্যাল অ্যানালাইসিস এমনই। পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করেতে পারি হয়তো ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একই প্যাটার্ন মেলানোর চেষ্টা করি যা পূর্বে ঘটেছিল। এবং যেহেতু তা পূর্বে ঘটেছিল, তাই আমরা আশা করবো এবারও হয়ত আগের মত একই জিনিস ঘটতে পারে।র

HKProduction
2015-12-17, 07:25 PM
আমি এই ইন্ডিকেটরটি কখনো ব্যবহার করিনি। কোন বড় ভাই যদি এটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত লিখেন তাহলে অনেকেই উপকৃত হব। আমি অবশ্য কাস্টম ইন্ডিকেটর দ্বারা ট্রেড করে থাকি। ফিবোনাক্কি নিয়ে ডেমো ট্রেড করার চিন্তা অনেক দিন থেকেই করছি।

abdulguffer
2016-03-19, 11:08 AM
ফিবোনেসি হচ্ছে ফরেক্স এ টেকনিক্যাল এনালাইসিস করার একটি কৌশল। ফিবোনেসি ব্যবহার করে সঠিক ভাবে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করা যায়। অনঅনলাইনে ফরেক্স এডুকেশনাল সাইট থেকে ফিবোনেসি সম্পর্কে বিস্তারিত পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিয়ে শিখতে পারেন।।

yasir arafat
2016-04-01, 04:06 AM
ফিবোনাক্কি এক প্রকার ধরতে গেলে পিভট পয়েন্টের মত।আপনি হাই লো কে মডিফাই করে ট্রেড লাইন বরাবর কিছু ফিবোনাক্কি লাইন ড্রয়িং করতে পারেন।যা সম্পূর্ণ পিভটের উপর নির্ভরশীল।আর আপনি চাইলে ফিবোনাক্তি ইন্ডিকেটরটি ব্যবহার করতে পারেন।

sharifulbaf
2016-05-20, 09:35 PM
ফরেক্স মার্কেটের টেকনিক্যাল বিষয় গুলি নিয়ে আমাদের আলোচনা করতে পারলে অনেক ভাল হয়,কারন অনেকে অনেক বিষয় জানতে পারে,তাই আমি ফরেক্স মার্কেটে টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করে থাকি দক্ষ ফরেক্স ট্রেডার দের সাথে এই আলোচনা করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি।

md mehedi hasan
2016-12-03, 05:12 PM
আমি মূলত ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে থাকি।আমি যখন ট্রেড ওপেন করি তা সব সময় লেভেল থেকে ওপেন করার চেষ্টা করি সেটা সাপোর্ট বা রেসিসটেন্স লেভেলই হকনা কেন।কয়েকটি ইন্ডিকেটরের সাহায্য নিই ও ট্রেন্ড নির্ধারণ করে ট্রেড কর থাকি।

RUBEL MIAH
2016-12-13, 02:41 PM
কথাটা ঠিক আছে । আমাদের মধ্যে যারা দক্ষতাবান ট্রেডার রয়েছে তারা যদি ফরেক্স মার্কেটের টেকনিক্যাল সাইডগুলো শেয়ার করে দেয় তাহলে অবশ্যই আমরা উপকৃত হতে পারব । আমরা সব সময় ফরেক্স ব্যবসায়ীদেরকে কম বেশী উপকার করার চেষ্টা করব তাহলেই সবাই লাভবান হতে পারবে । এর মাধ্যমেই এ দেশ উন্নতির আশা করতে পারে ।

riponinsta
2017-01-25, 12:49 PM
ফরেক্স মার্কেট এ আপনি যদি টেকনিকাল বিষয় গুল ভাল করে শিখতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক ডলার লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ অনেক টেড আর আছে যারা সুধু টেকনিকাল বিষয় গুল ভাল করে সিখে অনেক ভাল করছে ফরেক্স মার্কেট এ আমি ফিবনি দিয়ে আমি কিছু দিন ফরেক্স মার্কেট এ টেড করছি পরে কিছু দিন না করার কারন ভুলে গেছি ফিবনি আকতে আমার একটু সমস্যা হয়

Mamun13
2017-11-21, 06:09 PM
টেকনিক্যাল এনালাইসিসের জন্য ফিবোনাকী পদ্ধতি একটি বহুল ব্যাবহৃত টুলস বা ইনডিকেটর৷এতে অনেকগুলো রেশিও বা অনুপাত রয়েছে যা ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেগুলো চিনতে বুঝতে সাহায্য করে৷ফিবোনাকী রেশিও d1 টাইমফ্রেমে সর্বাধিক পরিষ্কার ভাবে দেখা যায়৷