PDA

View Full Version : ডেমো আমাদের জন্য কত টুকু সহায়ক



Ekram
2015-11-30, 11:47 PM
ডেমো আসলে আমাদের কে অনেক বেশি সাহায্য করে ভবিষ্যতে ভাল ভাবে ট্রেড করার জন্য এবং একজন ভাল ট্রেডার হওয়ার জন্য। ডেমোতে যদি অন্তত ২/৩ মাস ভাল ভাবে চর্চা করে আমরা রিয়াল ট্রেড শুরু করি তাহলে ভবিষ্যতে একজন ভাল ট্রেডার হিসাবে ফরেক্সের জগতে নাম লিখাতে পারব। আশা করি সবাই একমত হবেন।

Ekram
2015-11-30, 11:53 PM
ডেমো আসলে আমাদের কে অনেক বেশি সাহায্য করে ভবিষ্যতে ভাল ভাবে ট্রেড করার জন্য এবং একজন ভাল ট্রেডার হওয়ার জন্য। ডেমোতে যদি অন্তত ২/৩ মাস ভাল ভাবে চর্চা করে আমরা রিয়াল ট্রেড শুরু করি তাহলে ভবিষ্যতে একজন ভাল ট্রেডার হিসাবে ফরেক্সের জগতে নাম লিখাতে পারব। আশা করি সবাই একমত হবেন।

ডেমো তে ট্রেড করার সময় আরেক টা বিষয় আমাদের কে খেয়াল রাখতে হবে যে, ডেমো কে সুধু ডেমো হিসেবে দেখলে চলবে না। ডেমো কে রিয়াল ট্রেড মনে করে আমদের কে ট্রেড করতে হবে। আর তা না হলে আসলে তেমন কিছুই শিখা হবে না আমাদের। কারন আমরা সবাই জানি যে ডেমো আসলে রিয়াল ট্রেডের ই ছায়া।

samrat
2015-12-01, 06:42 PM
আমার জানা মতে ডেমো না করলে আমরা রিয়েল ভালো ভাবে করতে পারব না। তবে প্রথমে আমরা যদি রিয়েল শুরু করি তাহলে আমরা অনেক লস করদত পারি যা
আমাদের জন্য অনেক কষ্টদায়ক । এজন্য আমরা সবাই ডেমো
করে রিয়েলে হাত দিব । আপনাদের মতে খক?

Marufa
2015-12-01, 08:51 PM
আমার মতে ডেমো ট্রেড করা খুব বেশি সহায়ক হয় না । এর থাকে ভাল ফোরাম পোষ্টিং করে কিছু অর্থ সংগ্রহ করে সেটি দিয়ে ট্রেড করা । কারন ডেমো ট্রেড কখনই রিয়েল ট্রেড এর মত হয় না । তাই বোনাস দিয়েই ট্রেড করা ভাল ।

resmi
2015-12-03, 12:16 PM
ডেমো তে ট্রেড করার সময় আরেক টা বিষয় আমাদের কে খেয়াল রাখতে হবে যে, ডেমো কে সুধু ডেমো হিসেবে দেখলে চলবে না। ডেমো কে রিয়াল ট্রেড মনে করে আমদের কে ট্রেড করতে হবে। আর তা না হলে আসলে তেমন কিছুই শিখা হবে না আমাদের। কারন আমরা সবাই জানি যে ডেমো আসলে রিয়াল ট্রেডের ই ছায়া।

dinner
2015-12-03, 06:11 PM
আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়। কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে। তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত।

sharifulbaf
2015-12-04, 10:19 AM
ফরেক্স মার্কেট এ লাইভ একাউন্ট করার আগে ডেমো একাউন্টস করে ট্রেডিং করলে অনেক ভাল।কিছু দিন ডেমো ট্রেড করার পর বুঝা য়ায় কিভাবে ট্রেড ওপেন বা ক্লোজ করা য়ায়।তার পর লাইভ একাউন্ট করে সফলতা পাওয়া য়ায়।

HKProduction
2015-12-09, 12:49 PM
আমি মনে করি প্রত্যেক নতুন ট্রেডার প্রথম ছয় মাস ডেমোতে ট্রেড করা উচিত। এটা আমার মতামত নয়। এটা অনেক অভিজ্ঞ ট্রেডারদের কথা। তাই ডেমো ট্রেড এতই গুরুত্ব বহন করে যে যা বলার অপেক্ষা রাখে না। আমরা ডেমো ছাড়া কখনোই লাভ করার নিয়ম কানুন তাড়াতাড়ি শিখতে পারব না। তাই ডেমোকে অধিক মূল্য দেয়া উচিত।

sayem11
2015-12-09, 03:15 PM
ডেমো ট্রেড মানে হচ্ছে ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করা । আমাদের সবারই ভালভাবে ট্রেডিং শেখার আগে রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়, আর ভালো ট্রেডিং শিখতে হলে আগে অবশ্যই ডেমো ট্রেড করতে হবে । ডেমো ট্রেড শুধুমাত্র আমাদের দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আমি যত ট্রেড করব, ততই ট্রেড শিখতে পারবো । ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আমরা ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে্র পারি, বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারি, আমাদের লস করার কারন গুলো চিহ্নিত করতে পারি, এবং তা শুধরে নিতেও পারি । তাই ফরেক্সে ভালো ট্রেডার হতে হলে অবশ্যই আগে ডেমো ট্রেড ভালো করতে হবে ।

AbuRaihan
2015-12-10, 02:21 AM
ফরেক্স মার্কেটে ট্রেড শিখা ও করার জন্য আমাদের প্রত্যকের ক্ষেত্রে ডেমো ট্রেডের গরুত্ব অনিস্বিকার্য ৤ ফরেক্স একটা বিশাল মার্কেট প্লেস এবং সবচেয়ে যে জিনিসটি ভাবার বিষয় তা হল ফরেক্স মার্কেট বিষয়ে আমরা তথা বাঙালিরা অত বেশি অজ্ঞ নয় , এক্ষেত্রে ডেমো একাউন্ট এর মাধ্যমে এবং ফোরাম পোস্টিং বোনাস এর মাধ্যমে আমরা অনেক দূর অগ্রসর হতে পারি ৤ মূলত ফরেক্স ডেমো একাউন্ট নতুনদের জন্য শিক্ষক হিসেবে কাজ করে ৤

mzkhanom
2015-12-10, 11:59 AM
আমাদের প্রথমে ফরেক্স সম্পর্কে জানতে হবে । ট্রেড করা শিখতে হবে । প্রথম অবস্থাতে ট্রেড করা সম্ভব না । টাকা থাকলেই যে ট্রেড করতে পারব তা কিন্তু নয় । আর ট্রেড করা শিখতে হলে আগে অবশ্যই ডেমো ট্রেড করে শিখে নিয়ে তার পর রিয়েল ট্রেড করতে হবে । তাই আমার মতে ডেমো আমাদের জন্য অনেক গুরুত্তপুর্ন ।

RUBEL MIAH
2015-12-19, 02:21 PM
ডেমো এ্যাকাউন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এর কারণ হল ডেমো এ্যাকাউন্টের মাধ্যমে আমরা রিয়েল এ্যাকাউন্টকে ভালোভাবে করতে পারব । সুতরাং আমাদের সকলকে ডেমো এ্যাকাউন্টের উপর খুব জোড় দেওয়া উচিত । কেননা ডেমোর মাধ্যমেই আমরা দক্ষতাবান হতে পারব ।

jaman71
2015-12-19, 04:45 PM
ফরেক্স মার্কেটে ট্রেড শিখা ও করার জন্য আমাদের প্রত্যকের ক্ষেত্রে ডেমো ট্রেডের গরুত্ব অনিস্বিকার্য। একথা কতটুকু important?

Realifat
2015-12-20, 10:30 AM
ডেমো ট্রেডিং আমাদের জন্য ১০০% সহায়ক একটা ট্রেডিং সিস্টেম যা আমরা আমাদের ট্রেডে প্রয়োগ করতে পারি। আমার মতে মিনিমাম ১ বছর ডেমো ট্রেডিং করলে ফরেক্স ট্রেডের ব্যাপারে অনেক দক্ষতা তৈরী হবে যা আমার ট্রেড বিষয়ে অনেক দক্ষতার সৃষ্টি করবে। সর্বোপরি ডেমো ট্রেড আমাদের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে।

basaki
2016-03-18, 05:44 PM
ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল করে লাভ করতে চান তবে আপনি ভাল করে ফরেক্স শিখতে হবে আর এটাকে ভাল করে আয়েত্ব করতে হলে আপনাকে ভাল করে বেশি বেশি ফরেক্স ডেমো ট্রেড করতে হবে বলে আমি মনে করি তাই ডেমো করার কোন বিকল্প নেই যারা বেশি বেশি ট্রেড করবে বেশি শিখবে।

Md Akter Hossain
2016-03-18, 06:47 PM
ডেমো অ্যাকাউন্ট অনেক উপকারী । ডেমো ট্রেডের মাধ্যমে একজন ট্রেডার প্রকৃত ট্রেডার হয়ে ওঠের । আপনি যত ডেমো ট্রেড করবেন আপনি ততই দক্ষতা অর্জন করবেন । আপনি আপনার বর্তমান স্ট্যাটেজি কতটা কাজ করে তার একটা পরীক্ষা করে নিতে পারেন ডেমোতে ।

abdulguffer
2016-03-19, 08:55 AM
ফরেক্স এ প্রাথমিক জ্ঞান লাভের পর ডেমো একাউন্ট এ ট্রেড করে ফরেক্স ট্রেডিং এর সিস্টেম ও বিভিন্ন ধরনের কৌশল জানতে পারি। ফরেক্স এ সফল হতে হলে দক্ষ হতে হবে । আর দক্ষতা বৃদ্ধির জন্য ডেমো ট্রেড এর কোনো বিকল্প নেই। একজন ট্রেডার এর কমপক্ষে দুই থেকে ছয় মাস ডেমো ট্রেড করা উচিত।

yasir arafat
2016-04-01, 02:39 AM
আমি বলব এটা যেহেতু ফরেক্স মার্কেট এবং এটা থেকে আমরা কারন্সি এক্সচেঞ্জ করি,সেহেতু আমরা এটাও জানি যে এটা রিস্কি ব্যবসা।যেহেতু রিস্কি ব্যবসা সেহেতু আপনার রিয়েল টাকা ব্যয় বা লস করেতো ট্রেড করতে পারেন না।কারণ আপনাকে আগে শিখতে হবে।সেজন্য ডেমোটা আমাদের জন্য অনেক উপকারী।

Sahed
2016-07-26, 10:03 PM
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেডিং শেখার প্রথম ধাপ হচ্ছে ডেমো ট্রেডিং । ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি মার্কেট বিষয়ে অনেক সহায়তা পেতে পারেন । যেমন মার্কেটে কিভবে লাভ বা লস হয়ে থাকে কোন পেয়ারে স্প্রেড কি রকম তা জানা যায় । তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে বেশি বেশি ডেমো ট্রেডিং করা ভাল ।

nisho5533
2016-08-20, 10:03 PM
হা ভাই আপনি থিক বলেছেন ডেমো আমাদের অনেক ভাবে সাহায্র করে আপনি আমার সাথে এক মত হবেন যে ফরেক্স সিকতে হলে ডেমো পেড়টীশ করতে হবে | আপনি যত ডেমো চরছা করবেন তত আপনি কিছু না কিছু নতুন শিক্তে পারবেন|

milonkhanfx1993
2016-09-25, 10:44 PM
ডেমো আসলে আমাদের কে অনেক বেশি সাহায্য করে ভবিষ্যতে ভাল ভাবে ট্রেড করার জন্য এবং একজন ভাল ট্রেডার হওয়ার জন্য। ডেমোতে যদি অন্তত ২/৩ মাস ভাল ভাবে চর্চা করে আমরা রিয়াল ট্রেড শুরু করি তাহলে ভবিষ্যতে একজন ভাল ট্রেডার হিসাবে ফরেক্সের জগতে নাম লিখাতে পারব। আশা করি সবাই একমত হবেন।

ডেমো আপনার জন্য ততটুকুই সহায়ক যতটুকু আপনি ডেমো কে সহায়ক হিসেবে ব্যাবহার করতে পারবেন কারন ডেমো দেয়া হয় নিজে প্র্যাক্টিস করার জন্য শুধু ব্যালেন্স বারানোর জন্য নয়।

Rahat015
2016-09-25, 11:20 PM
আমি মনেকরি ডেমো আমাদের জন্য অনেক বেশি সহায়ক। কারন আমরা আমাদের যাবতীয় করনীয় ভুল গুলা ডেমোতে করতে পারি যা রিয়াল এ করলে নিশ্চিত সর্বনাশ হত আমাদের। তাই আমরা ডেমো থেকে অনেক কিছু শিখতে পারি। আর ডেমো হচ্ছে ফরেক্স শিখার জন্য প্লাটফর্ম।

milonkhanfx1993
2016-09-26, 08:09 AM
ততটুকুই সহায়ক যতটুকু আপনি কাজে লাগাতে পারবেন আর যদি কিছু না বুঝেই শুধু ব্যালেন্স বাড়ানোর কাজে লেগে যান তাহলে সেটা আপনার জন্য সহায়ক হবে না শুধু প্র্যাক্টিস করেন আর বুঝেন তাহলে অনেক ভাল হবে।

Forex Boy
2016-09-26, 12:43 PM
প্রফেশনাল ট্রেডা হোক অথবা নিউ ট্রেডার প্রতিটি ট্রেডারের জন্য ডেমো ট্রেডিং খবিি গুরুত্বপূর্ন। কারন একমাত্র ডেমো ই হলো একমাত্র মার্কেট এনালাইস করার সঠিক পথ যেখানে লস করলে তার মাশুল ভোগ করতে হয় না। তাই ডেমো তে প্যাকটিস করা এবং রিয়েল ট্রেডিং করার পুর্বে ডেমো থেকে শিওর হোয়ে ট্রেড দিতে হয়। তাহলে ট্রেড মিস কম হয়।

md mehedi hasan
2016-11-12, 02:35 PM
ফরেক্স মার্কেটে নিজেকে টিকে রাখতে হলে এবং নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে হলে ডেমো প্রাক্টিসের কোন বিকল্প নেই।আপনি যদি ডেমো প্রাক্টিস না করে সরাসরি ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড করেন তাহলে আপনি ১০০ ভাগ লস খাবেন।ডেমো প্রাক্টিসের মাধ্যমে আপনি নিজেকে রিয়েল ট্রেড করার জন্য প্রস্তুত করতে পারেন।

riponinsta
2017-01-28, 12:45 PM
ফরেক্স মার্কেট এ ডেমো টেড অনেক উপকারি আপনি যত ভাল ভাবে টেড করতে পারবেন আপনি ফরেক্স মার্কেট এ তত বেশি লাভ করছে আমি বড় বড় টেড আর কে দেখছি তারা ফরেক্স মার্কেট থেকে অনেক ডলার লাভ করে তারপর ও তারা ডেমো টেড করে আপনি একটা ভাল টেড ইং সিস্টেম পাইলেন সেটা যাচাই করার জন্য আপনাকে ডেমো টেড করতে করতে হবে যারা ফরেক্স মার্কেট এর সফল টেড আর তারা সবাই ডেমো টেড কে ভাল বলছে

amdad123
2017-01-30, 11:29 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য ডেমো একাউন্ট অনেক গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। একজন নতুন ট্রেডার যখন ফরেক্স মার্কেটে নতুন করে প্রবেশ করে তখন সে ট্রেডার মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়ে জানে না তখন ঐ ট্রেডার কোন অর্থ ব্যয় না করে ডেমো ট্রেডিংয়ের মাধ্যেমে ট্রেড করার যাবতীয় নিয়ম কানুন শিখতে পারে। আসলে এটি রিয়েল ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়ে তা শিখার অন্যতম একটি উপায়। তাই একজন নতুন ট্রেডারের জন্য ডেমো ট্রেডিং কতটুকু সহায়ক তা বলার অপেক্ষা রাখে না।

nbfx
2017-03-27, 10:04 PM
ডেমো একাউন্ট করা একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য প্রথম শর্ত। নিজস্ব ট্রেডের কৌশল যাচাই বাছ্ইা করতে । কোন ইন্ডিকেটরের ব্যবহার পরিক্ষা করতে ডেমো একাউন্টের প্রয়োজন পরে। ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে।

Mamun13
2017-03-27, 10:49 PM
প্রত্যেক ব্রোকারই ডেমো ট্রেডিং এর ভার্চুয়াল ব্যালেন্স বিশেষ সুবিধা দিচ্ছেন যেন আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেডিং শিখতে না হয়৷ইচ্ছামত ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷আর রিয়েল ট্রেডিং এ অবশ্যই আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেড করতে হবে ট্রেডিং দক্ষতা অর্জনের পর৷ডেমো ট্রডিং এর লাভ লস সম্পূর্ণই ভার্চুয়াল আর রিয়েল ট্রেডিং এর লাভ লস আপনার নিজের গুনতে হবে৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷

mahbubhb
2017-08-11, 03:33 AM
ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে প্রথমেই আপনাকে ডেমো একাউন্টে অনুশীলন করতে হবে। ফরেক্স বিগেনারদের জন্য ডেমো একাউন্টের বিকল্প নাই। যদি ডেমো একাউন্ট না থাকতো তাহলে আপনার কিন্তু আপনার রিয়েল একাউন্টে ডিপোজিট করেই অনুশীলন করতে হত। ডেমো একাউন্ট যেমন দিবে অভিজ্ঞতা তেমনি দিবে আপনাকে দক্ষতা। তাই ডেমো একাউন্টের বিকল্প কিছুই নেই।