PDA

View Full Version : বাংলাদেশে বরতমানে বেকারের হার কত ?



Ekram
2015-12-02, 11:54 PM
বাংলাদেশে বরতমানে বেকারের হার কত ? কেহ কি কাছাকাছি % টা বলতে পারবেন? আশা করি বরতমান সময় উন্মুক্ত অর্থনীতিতে আর ফ্রিলেন্সের এই যুগে আমরা বেকারত্তের অভিশাপ থেকে অনেকটা ই বের হয়ে এসেছি। এবং আমাদের তরুন সমাজ এখন অনেক বেশি উজ্জীবিত আগের চেয়ে তাদের মেধা আর মননশিলতা কে কাজে লাগিয়ে।

AbuRaihan
2015-12-07, 09:24 PM
বাংলাদেশের অর্থনীতির জন্য বেকারত্ব হল একটা অভিশাপ ৤ কারণ ক্রমবর্ধমান বিশ্বয়নের যুগে আমরা যদি শুধু বেকার থাকি তবে আমাদে জন্য এটা অনেক বড় একটা অভিশাপের মত ৤ বেকারত্বে হার বাড়ার সাথে সাথে আমাদের অর্থনীতির উপর বিশাল প্রভাব পড়ছে যার কারণে আমরা দিন দিন পিছিয়ে যাচ্চি ৤ তাই ফরেক্স মার্কেটে এর মাধ্যমে আমাদের বেকারত্বের হার কিছুটা কমিয়ে আনা যায় সে ক্ষেত্রে অবশ্যই আমাদের তরুণ প্রজন্মকে উদ্যেগি হতে হবে ৤

sharifulbaf
2015-12-09, 02:47 PM
আমাদের দেশ প্রধানত দরিদ্র ও গরিব, শতকরা ৮০%লোক দরিদ্র ও বেকার, অনেক লোক আছে যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।আমাদের দেশের বড় সমস্যা হল শিক্ষিত বেকার তারা চাহিদামত কাজ পায়না। এই বেকার দূর করার জন্য ফরেক্স অনেক উপকারি।ফরেক্স করে বেকারত্ব দূর করা যায়।

RUBEL MIAH
2016-04-29, 10:01 PM
বাংলাদেশের বেকারত্বের হার ক্রমশই লাগব হচ্ছে । কিন্তু এর কারণ খুজে ও বের করা হয়েছে । তার কারণ হল অনেক বেকাররা আজ ইন্টারনেটের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে । এই ইন্টারনেট ব্যবহার ফরেক্সের উপর প্রভাব ফেলেছে । তাই অাজ বাংলাদেশের ওবেকারত্বের হার কম যাচ্ছে ।

dwipFX
2016-05-05, 11:11 AM
আমাদের দেশের অনেক লোক বেকার আছে তবে কি পরিমান বেকার রয়েছে সে সম্পর্কে আমার ধারনা নেই। আমি যত টুকু জানি ৩০-৪০% লোক দারিদ্র সীমার নিচে বাস করে। এবং দিন দিন বেকার সংখ্যা বাড়ছে কারন নতুন কর্মসংস্থান হচ্ছেনা।

nestbdit
2016-05-07, 12:38 PM
বর্তমানে বাংলাদেশে বেকারের হার কত তার নির্দিষ্ট কোন হিসাব নেই। তবে লক্ষ লক্ষ মানুষ বেকার। আর কোটির বেশে মানুষ কোন রকম জীবন জাপন করে বেঁচে আছে। সরকার যদি জেলা পর্যায়ে ফরেক্স ট্রেনিং এর ব্যাবস্থা করে তাহলে অনেক শিক্ষিত মানুষই বেকারত্বের অভিশাপ থেকে বের হয়ে আসতে পারবে।

Realifat
2016-06-22, 08:07 AM
সঠিক পরিসংখ্যা দেওয়া সম্ভব হচ্ছেনা। তবে বাংলাদেশে প্রচুর খন্ডকালীন এবং স্থায়ী বেকার রয়েছে। এসব বেকাররা নিজের কর্মসংস্থানের জন্য চেষ্টা করেও কোনো কাজ করতে পারছে না বলে এরা চাইলে ফরেক্সে কাজ শুরু করতে পারে।কারন ফরেক্সে কোনো বাধানিষেধ নেই যে কেউ ফরেক্স ব্যবসা করে নিজের বেকারত্ব দূর করতে পারে।

basaki
2016-07-21, 12:01 AM
বাংলাদেশের বেকার সংখ্যা যে কত তা নির্নয় করটা খুব কঠিন বলে আমি মনে করি। তবে সবাই যদি ফরেক্স মার্কেটের দিকে অগ্রসর হয় তবে বেকার সংখ্যা বাংলাদেশের কমতে পারে বলে আমি মনে করি তাই না হিসাব করে বেকারের সংখ্যা বলাটা খুব মুশকিল হয়ে পড়বে বলে মনে করি।

Md Masud
2017-05-25, 09:42 PM
বেকারত্বে হার বাড়ার সাথে সাথে আমাদের অর্থনীতির উপর বিশাল প্রভাব পড়ছে যার কারণে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছে । যদি ফরেক্স মার্কেটের দিকে অগ্রসর হয় তবে বেকার সংখ্যা বাংলাদেশের কমতে পারে । সরকার যদি জেলা পর্যায়ে ফরেক্স ট্রেনিং এর ব্যাবস্থা করে তাহলে অনেক শিক্ষিত মানুষই বেকারত্বের অভিশাপ থেকে বের হয়ে আসতে পারবে ।

Md Masud
2017-05-25, 09:58 PM
ক্রমবর্ধমান বিশ্বয়নের যুগে আমরা যদি শুধু বেকার থাকি তবে আমাদে জন্য এটা অনেক বড় একটা অভিশাপের মত । ফরেক্স মার্কেটের দিকে অগ্রসর হয় তবে বেকার সংখ্যা বাংলাদেশের কমতে পারে বলে আমি মনে করি । কোটির বেশে মানুষ কোন রকম জীবন জাপন করে বেঁচে আছে ।

Nur Alam
2017-06-07, 07:36 PM
বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় বেকারত্বের হার অনেক বেশি । ফরেক্স থেকে ট্রেড করে প্রোফিট ইনকাম এর জন্ন্য আপনার অনেক দক্ষতার দরকাক্র রয়েছে। ফরেক্স বাংলাদেশের জন্য বেকারত্ব দূর করতে অনেক ভুমিকা পালন করতে পারে। ফরেক্স হল অনলাইনে একটি আধুনিক ব্যাবসা। যা যে কেও ঘরে বসে করতে পারে।

Shadhin
2017-06-12, 12:12 AM
বাংলাদেশ এখনও একটি অউন্নত দেশ। বাংলাদেশে এখনও অনেক বেকার আছে। আমার মতে বেকারত্ব দূর করতে ফরেক্স বাংলাদেশে অনেক গুরুত্ব পুর্ন ভুমিকা রাখতে পারে। ফরেক্স এ ট্রেড করে ইতিমধ্যে অনেকেই সফলতা পেয়েছেন। ফরেক্সে ফোরাম পোস্টিং এ বোনাস আছে সেখেক্ষে নতুনেরা কোনো রকম ডিপোজিট ছারায় ফরেক্সে কাজ করে বেকারত্ব দূর করতে পারেন।

Nur Alam
2017-06-12, 12:45 PM
বাংলাদেশ এখনও একটি অউন্নত দেশ । বাংলাদেশে ফরেক্স এখনও তেমন প্রসারতা লাভ করে নি। ফরেক্স আমাদের দেশের বেকারত্ব দূর করতে অনেক ভুমিকা পালন করতে পারে। আমাদের দেশে ইতিমধ্যে অনেকে ফরেক্স থেকে সফলতা পেয়েছে। ফরেক্সে ট্রেড করে যে কেও বেকারত্ব দূর করতে পারেন।

Momen
2017-07-22, 11:04 AM
বাংলাদেশে বর্তমানের থেকে অনেক বেশী বেকারত্ব ছিলো আগে। কালে কালে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দেশের তরুন সমাজ বিভিন্ন ধরনের ফ্রি-ল্যান্সিং, অনলাইন বিজনেস ইত্যাদির সাথে যুক্ত হয়ে বেকারত্বের হার অনেকটা কমিয়ে এনেছে। সেই সাথে ফরেক্স মার্কেট একটি উত্তম উদাহরন হিসেবে আমরা ধরতে পারি। ফরেক্স এ কাজ করে অনেকের বেকারত্ব দূর হয়েছে।

Rahat015
2017-08-31, 09:41 AM
বেকারের হার কত সেটা নিয়ে মাথা না ঘামিয়ে বেকারদের কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে চিন্তা করার সময় এসে গেছে । আমাদের যদি একজন ও বেকার থাকে তবে তাকে কাজে লাগালে সরকার তার থেকে অন্তত মাসে ১০০ টাকা হলেও পাবে। তাই এবার দেশে যদি ১০০০০০ বেকার থাকে তবে পাবে ১০০০০০০০ টাকা মাসে। বছরে পাবে ১২ কোটি টাকা। তাই বেকার সমাজকে কাজে লাগানো হবে প্রধান বুদ্ধিমাত্রার কাজ।