PDA

View Full Version : ধন্যবাদ বাংলা ফরেক্স ফোরাম।



md mehedi hasan
2015-12-07, 01:45 PM
আমি বাংলা ফরেক্স ফোরামে পোষ্ট লিখে প্রায় 67 ডলারের মত নিয়েছিলাম।প্রথম নিয়ে ছিলাম 2 তারপর 7 তারপর12 ডালার নিয়ে লস খেয়ে ছিলাম।এরপর আমি এক মাসে 45 ডলার নিয়ে খুব ধৈর্য সহকারে ট্রেড করে 45ডালার থেকে 75 ডলার পর্জন্ত করেছি।যখন আমি লাভের টাকা তুলতে গেলাম তখন আমাকে অনকে বললো নূন্যতম 1 ডালার ডিপজিট না করে আমি যদি আমার একাউন্ট থেকে টাকা উত্তোলন করি তাহলে আমার একাউন্ট বন্ধ করে দিবে।আর বাংলাদেশে ডলার কিনা কতযে কষ্ট কর ব্যাপার তখন আমি হারে হারে টের পেয়েছি।আমার পক্ষে একসাথে 50 ডলার কেনা সম্ভব ছিলনা।আর 50 ডলারের নিচে কেউ আমাকে রাজি হয়নি।এমনকি আমার কাছের মানুষও।আমি পরে মনেকরাম যা হবার হবে।আমি আমি আমার লাভের অংশ ট্রান্সফার করবো এবং সফলতার সাথে 5 ডলার ট্রান্সফার করলাম।এতে আমার একাউন্টে কোন অসুবিধা হয়নি।এজন্য আমি অন্তরেের অন্তরস্থল থেকে বাংলা ফরেক্স ফোরাম কে অসংখ্য ধন্যবাদ জানাই।:yahoo:

yasir arafat
2015-12-16, 07:50 PM
আমিও ফোরামের ডলার থেকে ট্রেড করে ২.৫ ডলার উত্তলন করেছিলাম।কোন সমস্যা হয় নি আমার।এরা তিন দিনের দিন আমার নেটেলারে ডিপোজিট করে দিয়েছিল ।এজন্য আমি ফরেক্স বাংলাকে অনেক ধন্যবাদ জানাই।এ ফোরামের মাধ্যমে আমরা ফরেক্স শেখার পাশাপাশি ভাল আয় করে তা দিয়ে রিস্ক ফ্রি ট্রেড করতে সক্ষম হচ্ছি।

jaman71
2015-12-19, 05:04 PM
ফরেক্স-এ আমার একাউন্ট থেকে কিভাবে টাকা ট্রান্সফার করব এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই। এ ব্যাপারে যদি কোন পোস্ট থেকে থাকে তবে দয়া করে লিংক টা আমাকে জানান। ধন্যবাদ।

basaki
2015-12-19, 05:12 PM
ফরেক্স ফোরাম থেকে অনেকে অনেক ডলার ইনকাম করে রিয়াল ফরেক্স ট্রেড করে ফরেক্স ত্থেকে টাকা উপারজন করছে। যেমন আমার এক বন্ধু প্রথমে ফরেক্স ফোরাম করে ১০০ ডলার দিয়ে শুরু করে ১৪০ডলার হওয়ার পর ৪০ ডলার উথড্রও করে ফেলেছে।এর জন্য বাংলা ফরেক্স ফরামকে অনেক ধন্যবাদ।

owalith
2015-12-25, 12:34 AM
আমিও ধন্যবাদ বাংলা ফরেক্স ফোরাম জানাতে চাই। কারন ফরেক্সে ট্রেড করার অনেক সমস্যারর সমাধান পেয়েছি। অনেক ধন্যবাদ বাংলা ফরেক্স ফোরাম।

nestbdit
2016-05-07, 08:04 PM
আমি মে মাসেই শুরু করেছি। আষা করছি আগামী মাসে পেমেন্ট পাবো।

RUBEL MIAH
2016-05-26, 12:23 PM
বাংলা ফরেক্স ফোরামকে সব সময় ধন্যবাদ জানাই কারণ এই ফোরাম থেকে অনেক ট্রেডার ডলার আয় করে তারপর ব্যবসা করে । তাদের আর অতিরিক্তভাবে ডলারের প্রয়োজন হয় না । আমরা সব সময় এই চেষ্টাই করব যে ফোরাম থেকে ডলার আয় করে তা্রপর ট্রেড করব তাহলে আমাদের অর্থনৈতিক স্বচ্ছল থাকবে ।

saiful977
2016-05-28, 04:45 PM
বাংলাতে ফোরাম থাকাতে ভালই হয়েছে নিজের ভাব তুলে ধরা যায় খুব সহজে