PDA

View Full Version : লাইভ ট্রেডিং করার আগে এনালাইসিস।



owalith
2015-12-09, 04:59 PM
লাইভ ট্রেডিং করার আগে ফরেক্স এনালাইসিস করে ট্রেড করা ভাল। কারন ফরেক্সে অনেক ধরনের কারেঞ্চির অপর ট্রেড করা হই যেটা সরবদা কারেঞ্চির মান পরিবরতন হই। যে কন ভুল শিদ্ধান্ত অনেক বড় ক্ষতি করতে পারে। আর ট্রেডিং কিভাবে করতে হবে এই ব্যাপারটা খুব ভাল ভাবে জানতে হবে।

sayem11
2015-12-10, 12:55 AM
এনালাইসিস ছাড়া কোন ট্রেড করাটাই তো সম্পূর্ণ বোকামি । এনালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন । আপনার পছন্দ করা চার্টে কারেন্সিগুল সামনে কোনদিকে মুভমেন্ট করতে পারে তার একটি আইডিয়া নেওয়া হল এনালাইসিস । ফরেক্সের ক্ষেত্রে আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল অথবা ভুল হয় তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ।

HKProduction
2015-12-12, 04:26 PM
ট্রেডিং এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। এনালাইসিস ছাড়া কেহ এখানে কোন অভিজ্ঞতা অর্জন করতে পারে না। তাই ফরেক্স ট্রেড শিখতে হলে প্রত্যেক ট্রেডারকে বিভিন্ন এনালাইসিসের উপর নজর দিয়ে অগ্রসর হতে হয়। এখানে যেহেতু ভুল হলেই লসের সম্ভাবনা তাই প্রাকটিসের আর কোন বিকল্প পথ নাই।

mac
2015-12-14, 01:19 AM
লাইভ ট্রেডিং করার আগে ফরেক্স এনালাইসিস করে ট্রেড করা ভাল। কারন ফরেক্সে অনেক ধরনের কারেঞ্চির অপর ট্রেড করা হই যেটা সরবদা কারেঞ্চির মান পরিবরতন হই। যে কন ভুল শিদ্ধান্ত অনেক বড় ক্ষতি করতে পারে। আর ট্রেডিং কিভাবে করতে হবে এই ব্যাপারটা খুব ভাল ভাবে জানতে হবে।

আমিও এক মত পেশন করছি। লাইভ ট্রেডিং করার আগে ফরেক্স এনালাইসিস করে ট্রেড করা ভাল। কারন ফরেক্সে অনেক ধরনের কারেঞ্চির অপর ট্রেড করা হই যেটা সরবদা কারেঞ্চির মান পরিবরতন হই।

HKProduction
2015-12-20, 01:29 PM
আমাদের সব এনালাইসিস ডেমোতে করে যখন মার্কেট সম্পর্কে আমাদের আর কোন ভয় থাকবে না ঠিক তখনি রিয়েল ট্রেড করা উচিত। আপনি যতই দক্ষ ডেমো ট্রেডার হন না কেন , আপনি যদি রিয়েল ট্রেডে এক টানা ৩ মাস 0.01 সিঙ্গেল লট ব্যবহার করে ট্রেড করেন তাহলে আপনি কখনো বড় কোন ক্ষতির সম্মুখীন হবেন না । বরং ভাল ট্রেডার হয়ে উঠবেন।

Rahat015
2015-12-21, 10:30 AM
অনেকে আছে যারা ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকে। আরে ভাই , আপনি যদি আনাড়ি হন তাহলে ত ভাগ্য কে দোষারপ করে কোন লাভ নায়। তাই না জেনে শুনে ট্রেড করাটা বোকামি ছাড়া আর কিছুই না। যা জানা আবশ্যক তা হল মার্কেট বোঝা। আর মার্কেট বুজতে হলে অবশ্যি মার্কেট এনালাইসিস এর কোন বিকল্প নায়।

maziz6989
2015-12-21, 09:49 PM
এনালাইসিস ছাড়া ট্রেড আর অন্ধকারে ডিল ছোড়া একই কথা। এখানেই ট্রেডার এবং গ্যাম্বলার এর পার্থক্য। জুয়াড়িরা একটা বাই বা সেল নিয়ে ভাবে একটু পরে তো মার্কেট এই দিকেই যাবে। অনেক সময় ঝড়ে বক মরে আর জুয়াড়ি খুশির চোটে লাফায়। কিন্তু ঠিক পরক্ষণে মার্কেট তার আসল চেহারা দেখায় আর জুয়াড়িকে মার্কেট থেকে বিদায় করে। তাই জুয়াড়ি না হয়ে ট্রেডার হোন আখেরে ফল আপনারই হবে।

basaki
2015-12-21, 10:07 PM
ফরেক্স ট্রেডিং ভাল ভাবে শিখতে হলে আগে ফরেক্সে ডেমো একাউমট করে ডেমোতে এনালাইসিস করলে আমার মনে হয় অনেক ভাল হবে। কারন ফরেক্সে লাইভ ট্রেডিং এর উপর এনালাইসিস করতে গেলে লসের সম্মক্ষিন হওয়ার সম্ববনা থাকতে পারে।

hasan019
2015-12-27, 08:23 AM
এনালাইসিস করে ট্রেড করা সুধু ভাল না আমাদের করতেই হবে। আমরা সবাই আনাল্যসিস করতে চাই। কিন্তু কিভাবে আনাল্যসিস করতে হয় তাই অনেকে বোঝে না। নেটে অনেক ধরনের আনাল্যসিস থাকায় আসলে আমাদের প্রবলেম হয় কোনটা বেছে নিব।

yasir arafat
2016-04-03, 07:50 PM
এনালাইসিস করে ট্রেড করা সুধু ভাল না আমাদের করতেই হবে। আমরা সবাই আনাল্যসিস করতে চাই। কিন্তু কিভাবে আনাল্যসিস করতে হয় তাই অনেকে বোঝে না। নেটে অনেক ধরনের আনাল্যসিস থাকায় আসলে আমাদের প্রবলেম হয় কোনটা বেছে নিব।

কারণ ফরেক্সে যারা সফল হয়েছেন,তারা অবশ্যই নিজেদের ধৈর্য কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছেন।যা আমাদের জন্য একটা বড় আশাসরুপ।আমরও ব্যালেন্সকে নিয়ে টানাটানি করবো না।

RUBEL MIAH
2016-04-29, 10:09 PM
লাইভ ট্রেডিং করার আগে অবশ্যই এ্যানালাইসিস করা দরকার । যে ট্রেডার যত বেশী লাইভ ট্রেড করার আগে এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা কোন সময়ে অবহেলা না করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।

Tazul Islam
2016-04-30, 08:35 AM
এনালাইসিস করে এন্ট্রি না নিলে আমাদের পুজি না হারালেও অনেক দিন বন্ধ হয়ে থাকে , যার ফলে আমরা নতুন এন্ট্রি নিতে পারি না্ । পারিনা প্রফিট করতে । তাই কোন ট্রেড ওপেন করার আাগে আমাদের প্রাইস একশান , ডে কেন্ডল , মাসিক কেন্ডল ইত্যাদির উপর ভিত্তি করে অনুমান নিঢে ট্রেড ওপেন করতে হয় ।

Sahed
2016-07-23, 02:59 PM
ফরেক্স *মার্কেটে আন্দাজে ট্রেড করলেন তো আপনি মরলেন । ফরেক্স মার্কেটে মার্কেট এ্যানালাইসিস না করে ট্রেড করা আর নিজের পায়ে কোড়াল মারা একই কথা । তা্ই আমি বলব আগে সময় দিয়ে মার্কেটে এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট ভালভাবে শিখুন তারপর রিয়েল ট্রেডিং করুন । ধন্যবাদ ।