PDA

View Full Version : ৫ ও ৪ ডিজিট ট্রেডিং এর কোন পার্থক্য আছে?



owalith
2015-12-09, 05:15 PM
৫ ও ৪ ডিজিট ট্রেডিং এর কোন পার্থক্য আছে?
আমরা দেখেছি অনেক বকারে ৫ ডিজিটে এবং ৪ ডিজিটে ট্রেডিং করে থাকি। যদি পার্থক্য থাকে তাহলে ৫ ও ৪ ডিজিটে এর কোনটি রিক্স বেশি থাকে?

shihab
2015-12-09, 06:27 PM
আমার জানা মতে ৫ ও ৪ ডিজিট এর মদ্ধে কোনও পারথক্ক আছে। আপনার যদি সেন্ত অ্যাকাউন্ট হয়ে থাকে তবে সে ক্ষেত্রে তা কাজে আশ্তে পারে। যে বিশয়তি খেয়াল রাখবেন তা হল round নাম্বার, এটি খুবি গুরুত্তপুন একটি বিষয়।

sharifulbaf
2016-01-14, 05:36 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করা ভাল হল ফিক্সড ৪ ডিজিট করা ভাল, ডিজিট যাই হোকনা কেন ফরেক্স মার্কেট এ যদি ট্রেডিং ভাল ভাবে করা শিখতে পারেন তার জন্য প্রথমে আমাদের ফরেক্স শিক্ষা ভাল করে যদি লাইভ একাউন্ট করে ট্রেডিং করতে পারি তাহলে আমাদের অনেক প্রফিট হবে।

Marufa
2016-01-14, 05:40 PM
আমার মতে কোন ধরেনের পাথর্ক্য নেই । তবে ৪ ডিজিট ব্যবহার করার চেয়ে ৫ ডিজিট ব্যবহার করাই উত্তম বলে আমি মনে করি । চার ডিজিটে মার্কেট খুব ভাল ভাবে বোঝা ঝায় । আর ৫ ডিজিটে মার্কেট খুব ভালভাবে বোঝা যায় না । এটাই সমস্যা । তবে সেন্ট একাউন্ট হলে চার বা পাচ যে কোন ডিজিট ব্যবহার করতে পারেন ।

Selim BU
2016-01-14, 06:35 PM
চার ডিজিটের ব্রোকারে দশমিকের পর চার ঘর থাকে। চতুর্থ ঘর কে পিপস বলে। কিন্তু ৫ ডিজিটের ক্ষেত্রে দশমিকের পর ৫টি ঘর থাকে। পঞ্চম ঘরকে বলে পিপেটিস। না এটা একেক ব্রোকারের ক্ষেত্রে একেক রম=কম । আমার মতে এতে কোনো ঝুকি নেই।

force22
2016-03-12, 06:25 PM
একেক ব্রোকারে একেক রকম ডিজিট ব্যবহার হয়ে থাকে।কোন কোন ব্রোকার ৪ ডিজিট আবার কোন কোনটি ৫ডিজিটের কোড ব্যবহার করে থাকে।তবে আমি যতদুর জানি ৪ ডিজিট হতে ৫ ডিজিটের ব্রোকারে সাধারনত স্প্রেড কম থাকে।

Md Akter Hossain
2016-03-12, 08:16 PM
সাধারনত ৪ ও ৫ ডিজিটের মধ্যে তেমন কোন পার্থক্য নেই । ৪ ডিজিটের ট্রেডিং এ দশমিক এর পরে ৪ টা সংখ্যা থাকে । আর ৫ ডিজিটের ট্রেডিং এ দশমিক এর পরে ৫ টা সংখ্যা থাকে । আপনি যদি ৫ ডিজিটের ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেড করেন তাহলে সর্বশেষ সংখ্যাটি বিবেচনা না করলে ফলাফল একই হবে ।

Tazul Islam
2016-11-06, 07:05 AM
একেক ব্রোকারে একেক রকম ডিজিট ব্যবহার হয়ে থাকে। কোন কোন ব্রোকার ৪ ডিজিট আবার কোন কোনটি ৫ ডিজিটের কোড ব্যবহার করে থাকে। তবে আমি যতদুর জানি ৪ ডিজিট হতে ৫ ডিজিটের ব্রোকারে ট্রেড করার কিছু সুবিধা আছে। যেমন আমি ৫ ডিজিটের ব্রোকারে নিউজির সময় ট্রেড ক্লজ করার ক্ষেত্রে ট্রেইলিং দিয়ে ট্রেড ক্লজ করি যেটা ৪ ডিজিটের ব্রোকারে পাই নি।

MoinFX
2016-11-06, 10:52 AM
ফরেক্স মার্কেটে ৪ এবং ৫ ডিজিটে ট্রেড করার মধ্যে সমস্যা নেই তবে আমাদের কে ভাল করে দেখতে আমি কত ভলিউমে ট্রেড করি কারন আমাদের কে ভলিউম ঠিক রেখে ট্রেড করতে হয়। ফরেক্স মার্কেটে আমাদের বে নির্দিষ্ট ভলিউমে ট্রেড করলে লাভ লস এক থাকবে।

udaydebnath
2016-11-06, 01:41 PM
আমার মতে 4 ও 5 ডিজিটের মধ্যে পার্থক্য আছে। ভাল ভাবে ট্রেড করতে চাইলে বিশেষ করে স্ক্যাল্পিং করার সময় 5 ডিজিট ভাল ফলাফল দেয়। 4 ডিজিট মানে মুভমেন্ট প্রতি পিপস হয়। আর 5 ডিজিট মানে মুভমেন্ট প্রতি পিপেটিস হয়। যা ট্রেডকে আরও সুবিধা প্রদান করে।

Mamun13
2017-11-13, 07:34 PM
আমরা যখন সেন্ট একাউন্টে ট্রেড করবো তখন একাউন্ট ওপেনের সময়ে ৫ ডিজিটের একাউন্ট সিলেক্ট করে ট্রেড করবো আর স্ট্যানডার্ড একাউন্টে ট্রেড করলে তখন একাউন্ট ওপেনের সময়ে ৪ ডিজিটের একাউন্ট সিলেক্ট করে ট্রেড করবো৷৪ ডিজিট ও ৫ ডিজিটের মধ্যে সামান্য কিছু পিপেটেরই সূক্ষ্ণ পার্থক্য ছাড়া আর তেমন কোনোও পার্থক্য নাই বললেই চলে৷