PDA

View Full Version : ফরেক্সে সফল হতে হলে আপনাকে যা মানতে হবে



sayem11
2015-12-10, 08:33 PM
আমি অনেক দিন ফরেক্সের সাথে জড়িয়ে আছি । প্রথম প্রথম ভাবতাম ফরেক্স অনেক সহজ একটি ব্যবসা, তাই ভেবে কোন রুলস না মেনে অনেক ট্রেড করেছি, আর এভাবে অনেক লসই করেছি । আর এখন আমার মনে হচ্ছে ফরেক্সে ট্রেড করতে হলে কিছু রুলস মানা অবশ্যই উচিৎ আর সেগুলো হল, সুন্দর একটি স্ট্রাটেজি কন্টিনিউ মানতে হবে। শৃংখলামত ট্রেড করতে হবে। টার্মিনালে ডিফল্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। হাজারো সুযোগ আসুক নিজের ট্রাকেই থাকতে হবে। অবশ্যই লং টাইমফ্রেম ফলো করতে হবে। লটসাইজ সবসময় সমান রাখতে হবে। মেন্টালী দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। লোভমুক্ত থাকতে হবে। পরিবার , বন্ধুবান্ধব, সমাজকে সময় দিতে হবে। নিজেকে মনে করতে হবে আমি একজন স্মার্ট ব্যবসায়ী। আমি মনে করি কোন ট্রেডার যদি এই বিষয়গুলি সঠিকভাবে মেনে চলতে পারে তাহলে সফলতা একদিন ধরা দিবেই । :ok:

dinner
2015-12-11, 12:00 PM
ফরেক্স এ আমি একজন নতুন এক জন টে্রেডার । আমার মতে ফরেক্স এ সফল হতে হলে নিম্নের কাজ করতে হবে
* জ্ঞান অজন করে ট্রেড করতে হবে ।
* মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে ।
* লোভে পরে ট্রেড করা যাবেনা ।
* ধৈয্য ধারন করতে হবে ।

Talha
2015-12-11, 05:37 PM
ফরেক্স মার্কেটে সবাই সফল হতে চায় সবাই সফল ট্রেডার হতে চায় তবে সবাই হতে পারেনা কারন নিজেকে বর পন্ডিত মনে করে কিন্তু লোভের ফাদে ধরা দিয়ে নিজেকে পন্ডিত মনে করা ঠিক না মনবল স্থির রাখতেই হবে যেকোন ভাবে ফরেক্স এর রুলস্ অভিজ্ঞ ট্রেডারদের রুলস সবই মানতে হবে তাহলে সফলতা চলে আসবে ইনশা-আল্লাহ

basaki
2015-12-11, 06:29 PM
ফরেক্স ট্রেডিং করতে হলে অনেক কিছুই মানতে হবে।ফরেক্স ট্রেডিং এ সফল হওয়ার জন্য প্রথমত আপনানে ফরেক্স সমন্ধে ধারনা অর্জন করা। ফরেক্স এ ওভার ট্রেডকরা থেকে বিরত থাকতে হবে। আপনাকে ফরেক্স মার্কেটে সফল হতে চাইলে লোভকে মন থেকে চিরতরে পরিহার করতে হবে। মানি মেনেজমেন্টের নিয়ম সমন্ধে ধারনা থাকতে হবে।

AbuRaihan
2015-12-14, 04:04 PM
সংক্ষিপ্তভাবে অনেক গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছে আপনার লেখায় ৤ ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত অনেক ট্রেডার আসে কিন্ত সঠিক জ্ঞান আর গাইডলাইন না থাকার কারণে অনেক ট্রেডার উল্টাপাল্টা ট্রেড করে নিজেদের একাউন্ট জিরো করে ফেলে ৤ আমি মনে করি যে ফরেক্স মার্কেট অনেক বেশি চ্যালেন্জিং বিষয় হল দীর্ঘ সময়ের জন্য মার্কেটে টিকে থাকা ৤ আর এই কাজটা করার জন্য কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের একটা স্ট্রাটেজি মোতাবেক ট্রেড করুন দেখবেন অনেক বেশি ইনকাম করতে পারবেন ৤

hasan019
2015-12-14, 06:30 PM
সফল হতে চাইলে লোভ বাদ দেন আর স্টপ লস দেন টা না হলে আমার মত পচতাবেন। আমি অনেক বড় ভুল করছি। আর ট্রেড গুলা নিয়মিত দেখুন। নিউজ দেখে আর ত্রেন্দ দ্র করে ট্রেড ওপেন করুন।

HKProduction
2015-12-16, 02:07 PM
সবচেয়ে বড় কথা হল আমাদের মানসিকতা সব সময় ফ্রেস থাকতে হবে। আমরা যদি কোন চিন্তা নিয়ে কাজ করি তাহলে ট্রেডে ভুল হতে পারে। আমাদের একটি ছোট ভুল অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই ভাল প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ছাড়া এখানে ট্রেড করা উচিত নয়।

RUBEL MIAH
2015-12-19, 05:11 PM
ফরেক্সে সফল হতে হলে আপনাকে অবশ্যই কিছু নয়িম অবলম্বন করতে হবে । যেমন , ওভার ট্রেড করা যাবে না , বেশী ঝুকি নেয়া যাবে না , দক্সতা অর্জন করতে হবে , ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করতেহবে তাহলেই সফলকাম সম্ভব ।

Realifat
2015-12-20, 10:03 AM
ফরেক্সে সফল হতে হলে অনেক বিষয় মানতে হবে। প্রথমত ফরেক্স ট্রেডিং ভালেমতো শিখতে হবে। ডেমো ট্ররডিং প্রাকটিস করতে হবে। নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করতে হবে, ফরেক্স ট্রেডিংকে ভাগ্যের পরিহাস না ভেবে দক্ষদার ফসল মনে করতে হবে। সর্বোপরি সফল হতে হলে অনেককিছু মানতে হবে।

abdulguffer
2016-03-18, 01:38 AM
ফরেক্স না জানলে মনে হয় অনেক সহজ। আর যখন জানতে , বুঝতে ও শিখতে শুরু করবেন তখন এটা কঠিন থেকে কঠিনতর হতে থাকে। ফরেক্স এ সফল হতে হলে আগে এর বেসিক জ্ঞান অর্জন করতে হবে, লোভ সামলাতে হবে, ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করতে শিখতে হবে। ডেমো ট্রেড করে ফরেক্স এর কৌশল আয়ত্ত করে ফরেক্স এর দক্ষতা অর্জন করতে পারলে , সফল হতে পারবেন।

Md Akter Hossain
2016-03-18, 10:17 AM
আসলে ফরেক্স মার্কেটে সবাই তো সফল হতেই আসে । তবে বেশির ভাগ ক্ষেত্রেই ষফল হতে পারেনা । এটা তাদের নিজের কারণেই । কেননা ফরেক্স থেকে রাতারাতি সফল হওয়া যায়না । সফল হবার জন্যে সময় প্রয়োজন । প্রয়োজন ধৈর্যের । এভাবেই আপনার দক।সতা বাড়বে এবং আপনি হয়ে ওঠবেন একজন দক্ষ ট্রেডার ।

yasir arafat
2016-04-01, 02:22 AM
প্রথমে আমি লো টাইমফ্রেম ব্যবহার করতাম।পরে বুঝতে পারলাম লো টাইম ফ্রেম ব্যবহার করা মানে হল সময় নষ্ট করা আর বেশি রিস্ক নেওয়া ।তাই আমি ১ ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে ট্রেড করতে লাগলাম।আর আমি ট্রেডিং এর নিয়মগুলো মেনে চলি।

ASADUR RAHMAN
2016-04-06, 08:45 PM
ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রথমেই ফরেক্স মার্কেটের সম্পর্কে এবং ফরেক্স মার্কেটের বিষয়বস্তু সম্পর্কে ভাল ভাবে জানা অত্যাবশ্যকীয় । ফরেক্স মার্কেটে সফল হতে হলে ট্রেড সম্পর্কে সব ধরণের খবরাখবর রাখতে হবে । কারেঞ্চী সম্পর্কে বুজতে এবং জানতে হবে । যেমন আপনি যদি না বুঝে কোন ট্রেড করেন হয়তো আপনার লাভ হবে কিন্তু এভাবে লাভ করতে পারলেও ভবিষ্যতে বেশি পরিমাণ লস করার ঝুঁকি থেকে যায় । তাই ফরেক্স এ সফল হতে হলে বুঝে শুনে ট্রেড করাই ভাল ।।

sharifulbaf
2016-05-19, 11:12 PM
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করার পুর্বে মার্কেট এনালাইসিস করতে হবে,ফরেক্স মার্কেটের নিউজ দেখতে হবে,ট্রেডিং করার সময় স্টপ লস ব্যাবহার করতে হবে,মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করতে হবে,অভার ট্রেডিং পরিহার করতে হবে,তাহলে ভাল ট্রেডার হুয়া যাবে।

md mehedi hasan
2016-12-03, 05:15 PM
ফরেক্স মার্কেটে নিজেকে সফল করতে চাইলে আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে।একটি শক্তিশালী স্ট্রেজি বানাতে হবে এবং সেই অনুসারে ট্রেড করতে হবে।সঠিকভাবে মানিমেনেজমেন্ট,ওভার ট্রেড না করা,লোভ ত্যাগ ও ধৈর্যশীলতা রক্ষা করতে হবে।

Lipu
2016-12-09, 01:09 PM
দাদা আপনি থিক বলেছেন আমিও আপনার সাথে একমত আপনি বলেছেন , আমি অনেক দিন ফরেক্সের সাথে জড়িয়ে আছি । প্রথম প্রথম ভাবতাম ফরেক্স অনেক সহজ একটি ব্যবসা, তাই ভেবে কোন রুলস না মেনে অনেক ট্রেড করেছি, আর এভাবে অনেক লসই করেছি । আর এখন আমার মনে হচ্ছে ফরেক্সে ট্রেড করতে হলে কিছু রুলস মানা অবশ্যই উচিৎ আর সেগুলো হল, সুন্দর একটি স্ট্রাটেজি কন্টিনিউ মানতে হবে। শৃংখলামত ট্রেড করতে হবে। টার্মিনালে ডিফল্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। হাজারো সুযোগ আসুক নিজের ট্রাকেই থাকতে হবে। অবশ্যই লং টাইমফ্রেম ফলো করতে হবে। লটসাইজ সবসময় সমান রাখতে হবে। মেন্টালী দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। লোভমুক্ত থাকতে হবে। পরিবার , বন্ধুবান্ধব, সমাজকে সময় দিতে হবে। নিজেকে মনে করতে হবে আমি একজন স্মার্ট ব্যবসায়ী। আমি মনে করি কোন ট্রেডার যদি এই বিষয়গুলি সঠিকভাবে মেনে চলতে পারে তাহলে সফলতা একদিন ধরা দিবেই ।

Mamun13
2017-11-20, 08:06 PM
ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডার হতে হলে একটা সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজী অত্যাবশ্যক৷আর এই নির্দিষ্ট স্ট্র্যাটেজীতে অবশ্যই দৃঢ় থাকতে হবে৷ট্রেডিং কৌশল ও নিয়মনীতি কঠোর ভাবে ফলো করে ট্রেডে থাকতে হবে৷মানি মেনেজমেন্ট ও রিস্ক রিওয়ার্ড রেশিও ফলো করে ট্রেড করতে হবে৷প্রতিষ্ঠিত হওয়ার জন্য আরোও লাগবে ধৈর্য্য,লোভ নিয়ন্ত্রন,দীর্ঘদিনের ডেমো প্র্যাকটিস,অভিজ্ঞতা ও দক্ষতা৷