PDA

View Full Version : ১ম ও ২য় ভেরিফিকেসনে প্রব্লেম?



owalith
2015-12-10, 09:55 PM
আমি আকাউনট খুলেছি কিন্তু ভেরিফিকেসন এ সমসসা হচ্ছে কি করব? অনেক ভালে চেসটা করেছি কিন্তু বুঝতে পারতেছি না।

AbuRaihan
2015-12-10, 11:53 PM
ভেরিপিকেশনে সমস্য প্রথম দিকেই হয়েই থাকে অধিকাংশ ক্ষেত্রে ৤ তাই আমাদেরকে একটু ধৈর্য্য ধরে ভেরিপিকেশন এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে ৤ ফরেক্স মার্কেটে আমাদের বৈধতা ও সত্যতা নিশ্চিত করার লক্ষ্যই ভেরিপিকেশন বাধ্যতামূলক করা হয়েছে ৤ ভেরিপিকেশন ব্যাতিত কোন ব্রোকার টাকা উঠাতে দেয়না যদিও ট্রেড করা যায় ৤ প্রথম ও দ্বিতীয় লেভেলের ভেরিপিকেশন এর জন্য আমাদেরকে অবশ্যই ব্রোকারের চাহিদা অনুযায়ী কাগজপত্র আমাদেরকে আপলোড করতে হবে ৤

basaki
2016-01-07, 06:22 PM
ফরেক্স মার্কেট করতে হলে একজন সদস্যকে প্রথমে তার ফরেক্স একাউন্ট এবং মানিব্রকার একাউন্ট অবশ্যই ভেরিফাই করতে হবে। আপনার কি ধরনের সমস্যা হয়েছে তা কিন্তু উল্লেখ করেন নাই। আপনি আবার পুনরাই সব ডকুমেন্ট সবমিট করেন আশা করি হয়ে যাবে। আর যদি না হয় তাহলে তাদের সাথে চেট করে নিবেন।

oviice
2016-01-07, 06:24 PM
ফরেক্স মার্কেটে আমাদের বৈধতা ও সত্যতা নিশ্চিত করার লক্ষ্যই ভেরিপিকেশন বাধ্যতামূলক করা হয়েছে . ভেরিপিকেশন ব্যাতিত কোন ব্রোকার টাকা উঠাতে দেয়না যদিও ট্রেড করা যায় . প্রথম ও দ্বিতীয় লেভেলের ভেরিপিকেশন এর জন্য আমাদেরকে অবশ্যই ব্রোকারের চাহিদা অনুযায়ী কাগজপত্র আমাদেরকে আপলোড করতে হবে .

sharifulbaf
2016-01-08, 09:00 AM
ফরেক্স মার্কেট এর ইনিস্ট্রা ফরেক্স এর একাউন্ট ভেরিফাই করতে হলে ন্যাশনাল আইডি কার্ড এর সামনের ও পেছনের সাইটের স্কেন কপি ও আইডি কার্ড হাতে রেখে ফেস সহ ছবি প্রথম লেভেলে আপলোড করতে হবে,তার পর ঠিকানা ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট এর স্কেন কপি আপলোড করতে হবে ২য় লেভেলে।

Marufa
2016-02-16, 06:23 PM
অনেকের ইন্সটাফরেক্স এর ভেরিফিকেশনে অনেক রকম সমস্যা হয় । কারন ইন্সটাফরেক্স এর দুই লেভেলের ভেরিফিকেশন করতে হয় । তবে আপনি ডকুমেন্ট সাবমিট করার পূর্বে ভালভাবে নিয়ম কানুন পরে নিন তাহলে আপনার ভেরিফিকশনে সমস্যা হবে না ।

golam0000
2016-02-18, 03:38 AM
প্রথমত verification এর জন্য তাদের যে রুলস এবং রেগুলেশন আছে তা পূরণ করেছেন কিনা তা সুরে হন.তা করার পর যদি verification না হয়ে থাকে তবে অব্বশ্হই তারা verification না হবার কারণ উল্লেখ করে থাকে ওই কারণ সমাধান করার চেষ্টা করুন.সাধারণত কমন বহুল হলো যে ফটো আপলোড করা হয়ে থাকে তা নিম্নমানের হয় যার ফলে বাতিল হয়.

Realifat
2016-02-18, 06:45 AM
ইন্সটাফরেক্সের যাবতীয় সুবিধা পাওয়া জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টের অবশ্যই প্রথম এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন সম্পুর্ন হতে হবে।এজন্য আপনাকে ভেরিফিকেশন করার ডকুমেন্ট ভালোভাবে স্ক্যান করে ভেরিফিকেশন ডিপার্টমেন্টে আপলোড করতে হবে।কোনোধরনের ত্রুটি থাকলে ভেরিফিকেশন অ্যাপ্রুভ হতে বিভিন্ন ধরনের সমস্যা দেখাতে পারে তাই ডকুমেন্টে ত্রুটি রোধ করে আপলোড করার চেষ্টা করুন।

InstaForex Sushantay
2016-02-18, 10:27 AM
প্রিয় ফোরাম সদস্য,
​​​​​​​​​​​​প্রথম লেভেল ভেরিফিকেশনের জন্য আপনাকে​ ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর স্ক্যানকপি সঠিকভাবে আপলোড করতে হবে​ (আপনার হাতে ধরে মুখমন্ডলসহ ছবি)​।
​http://support.instaforex.com/en/types_of_client_authentication​

এবং ​​দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টে​র​ উল্লেখিত ঠিকানা সম্বলিত আপনার যে কোন যে ব্যাংক অ্যাকাউন্টের (তিন মাসের অধিক পুরানো নয়) এক মাসের ব্যাংক Statement, গ্যাস বিলের কপি, বা বিদ্যুৎ বিলের কপি দিয়ে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে পারবেন।
আর ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/verification.php
​ইন্সটাফরেক্স: সবসময় এক ধাপ এগিয়ে! ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন।​

Vision
2016-02-18, 12:18 PM
ভেরিপিকেশন এমন একটা বিষয় যেটাতে আমরা বেশিরভাগ ট্রেডার বাঁধাগ্রস্থ হই । আর সেই বাঁধাগ্রস্থ হওয়ার মূল কারণ হল আমরা এই বিষয় নিয়ে যথেষ্ট্ অজ্ঞ । অার বেশিরভাগ ক্ষেত্রে আমরা যথার্থ নিয়ম জানি না বলেই বাঁধাগ্রস্থ হই । তবে যে বিষয়টা উল্লেখ্য হল তা হবে কোন ব্রোকারই ভেরিপিকেশন বিষয়ে ছাড় দেই না , আর এ বিষয়ে সব ব্রোকারই এ বিষয়ে সিরিয়াস । তবে আমার পরামর্শ হল নতুন ট্রেডারদের উচিত হবে যে ব্রোকারে ট্রেড করে সেই ব্রোকারের ভেরিপিকেশন শর্তাদি ভালভাবে পড়ে নেওয়া ।

MotinFX
2016-02-18, 01:20 PM
আমার জানা মতে অনেকের আইডি কার্ড পাইনি তারা কি ভাবে ভেরিপাই করতে কি পাসপোর্ট এর স্কেন কপি আপলোড করলে হবে। হাতে ধরে ছবি তোলে স্কেন করা পাসপোর্ট আপলোড করলে হবে। সেকেন্ড লেভেল ভেরিপাই করার জন্য আপনাকে একই ঠিকানাই ব্যাংক স্টেটমেন আপলোড করতে হবে। কোন সমস্যা হয় তাহলে সাপোর্ট সেন্টারে কথা বলতে পারেন। আশা করি সমাধান হয়ে যাবে।

hkabirshas
2016-02-18, 09:19 PM
ভেরিফিকেশনের জন্য বেশির ভাগ ট্রেডারগনিই ভোগান্তিতে পড়ে থাকেন, এর কারণ হলো এই বিষয়ে তাদের অজ্ঞতা। এই ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, ফরেক্স মার্কেটে ট্রেডার-এর বৈধতা ও সত্যতা যাচাই করার জন্য। ভেরিফিকেশন ছাড়া কোন ব্রোকার টাকা উঠাতে দেয় না। ১ম ও ২য় ভেরিফিকেশনের জন্য যে নীতিমালা আছে তা অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে তা না হলে একাউন্ট ভেরিফাই হবে না।

MoinFX
2016-02-18, 09:39 PM
ফরেক্স হল আন্তর্জাতিক কারেন্সি মার্কেট তাই এই খানে ট্রেড করতে হলে আমাদের ভেরিফিশান প্রয়োজন হয় । আমি আমার একাউন্ট ভেরিফাই করিনাই এখনো ফাইল বা ডুকোমেন আপলোড করিনাই । আমার আইডি কার্ড নেই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা যাবে ।

uzzal05
2016-06-29, 03:10 PM
বর্ত্অমানে ফরেক্স একাউন্ট ভেরিফাই সমস্যা করে থাকে। আগে এরকম হত না। কিন্তু এখন যদি কোন প্রকার ভুল হয় তাহলে তারা সহজে ভেরিফাই করতে চায় না।। আপনি প্রথম লেভেলে এ আপনার ভোটার আইডি কার্ডের স্কান কপি দিন। তারপর ২য় লেভেল এ যেয়ে বাংক স্টেটমেন্ট দিন। তাহলেই চেরিফাই হয়ে যাবে।

InstaForex Sushantay
2016-06-29, 03:45 PM
ফরেক্স হল আন্তর্জাতিক কারেন্সি মার্কেট তাই এই খানে ট্রেড করতে হলে আমাদের ভেরিফিশান প্রয়োজন হয় । আমি আমার একাউন্ট ভেরিফাই করিনাই এখনো ফাইল বা ডুকোমেন আপলোড করিনাই । আমার আইডি কার্ড নেই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা যাবে ।

​প্রিয় ট্রেডার ভাইয়েরা,
ভেরিফিকেশন বা মূল্যায়ন মানে হল গ্রাহক চিহ্নিতকরণ বা খোঁজ নেওয়া। এটা আপনার পাসওয়ার্ড অথবা অন্যান্য গোপনীয় তথ্যসহ ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপত্তা দিয়ে থাকে। ​​​​​​ইন্সটাফরেক্স চুক্তির শর্তানুসারে, ট্রেডিং অ্যাকাউন্ট ​​ভেরিফিকেশন একটি ঐচ্ছিক বিষয়।
যদিও ভেরিফাই অ্যাকাউন্টের জন্য ইন্সটাফরেক্সের বিশেষ কিছু অফার বা সুবিধা আছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন আপনার ট্রেডিং এ কোন প্রভাব ফেলেনা।
​​​​​​অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনী শর্ত বা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যাখ্যানের ঝুঁকি কমানোর জন্য অনুগ্রহ করে ​​নিয়মগুলো আর একবার দেখে নিন।
০১- স্ক্যান কপি স্পষ্ট এবং রঙিন হতে হবে.
০২- স্ক্যান অনুলিপিটি কোণার কিংবা পরবর্তী সীমানা পর্যন্ত দুই পাতা ছড়িয়ে (গুলি) থাকা আবশ্যক আবশ্যক ।
- পরিচয় পত্রের উভয় পাশের স্ক্যান থাকা আবশ্যক.
- গ্রাহকের নিজ দেশের নিয়ম অনুযায়ী , পাসপোর্ট এ প্রদত্ত বয়স, মেয়াদ শেষ হওয়ার তারিখ অথবা পুরাতন ছবি জায়গায় নতুন ছবির পরিবর্তন ইত্যাদি যদি নবায়ন করা হয় , তাহলে ঐ পৃষ্ঠার অনুলিপিও অন্তর্ভুক্ত করা আবশ্যক।
- পাসপোর্টে গ্রাহকের নাম দুটি ভাষায় , কিন্তু এই তথ্য বিভিন্ন পেজ যদি থাকে, দুটিরই স্ক্যান কপি থাকতেই হবে।
০৩- যদি কোন সুস্পষ্ট তথ্য মুছিয়া বা ঘষিয়া তুলিয়া ফেলা না হয়, মুছিয়া ফেলে সংযোজন করা না হয়, তাহলে বা অন্যান্য অননুমোদিত পরিবর্তন বা সম্পাদনা অনুমতি দেওয়া হয়।
০৪- ছবির উচ্চ মানের হতে হবে।
০৫- ট্রেডিং অ্যাকাউন্টের নাম ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৬- ট্রেডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট ঠিকানা ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৭- ডকুমেন্ট বা নথিপত্র বৈধ হতে হবে।
০৮- একই ডকুমেন্ট বা নথিপত্র দুটি স্তর এ ভেরিফিকেশন বা যাচাইয়ের জন্য পাঠানো যাবে না।
​​​​​​ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর । আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন।
​​প্র​থম লেভেল ভেরিফিকেশনের জন্য আপনাকে​​​ ​​ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর স্ক্যানকপি সঠিকভাবে আপলোড করতে হবে​ (আপনার হাতে ধরে মুখমন্ডলসহ ছবি)​।
​http://support.instaforex.com/en/types_of_client_authentication​
এবং ​​দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টে​র​ উল্লেখিত ঠিকানা সম্বলিত আপনার যে কোন যে ব্যাংক অ্যাকাউন্টের (তিন মাসের অধিক পুরানো নয়) এক মাসের ব্যাংক Statement, গ্যাস বিলের কপি, বা বিদ্যুৎ বিলের কপি দিয়ে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে পারবেন।
আর ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/verification.php

আপলোড এর ৭২ ঘন্টার মধ্যে এই নথি চেক করার পর আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে আপগ্রেড করা হবে। অথবা অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন আছে হলে তা জানানো হবে।
​ইন্সটাফরেক্স: সবসময় এক ধাপ এগিয়ে! ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন।​

Md Sanuwar Hossain Hossai
2016-06-29, 04:11 PM
ফরেক্স আপনার একাউন্ট দুই স্টেপে ভেরিফাই করতে হয়। ১। বিগিনার লেভেল ভেরিফাই ২.হাই লেভেল ভেরিফাই।। বিগিনার লেভেল ভেরিফাই করতে আপনার ন্যাশনাল আইডি অথবা আপনার পাসপোর্ট এর স্ক্যান কপি লাগবে এর সাথে আপনার নিজ হাতে করে ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট নিয়ে ভালো ক্যামেরায় ছবি তুলে আপলোড দিতে হবে। আর হাই লেভেল ভেরিফাই করার জন্য আপনার ব্যাংক একাউন্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা বিদ্যুৎ বিলের পেপার স্ক্যান করে দিতিয় লেভেলের জন্য আপলোড দিতে হবে।।

MD ALAMIN ARIF
2016-06-29, 04:13 PM
আমাদেরকে একটু ধৈর্য্য ধরে ভেরিপিকেশন এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে ফরেক্স মার্কেটে আমাদের বৈধতা ও সত্যতা নিশ্চিত করার লক্ষ্যই ভেরিপিকেশন বাধ্যতামূলক করা হয়েছে ভেরিপিকেশন ব্যাতিত কোন ব্রোকার টাকা উঠাতে দেয়না যদিও ট্রেড করা যায়। আমার পরামর্শ হল নতুন ট্রেডারদের উচিত হবে যে ব্রোকারে ট্রেড করে সেই ব্রোকারের ভেরিপিকেশন শর্তাদি ভালভাবে পড়ে নেওয়া ।

RUBEL MIAH
2016-12-12, 09:17 PM
আমরা যখন ১ম ও ২য় ভেরিফিকেশন করে থাকি তখনই আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাই । যেমন অামরা আমাদের আইডি কার্ড ঠিক মত দিতে পারি না । যদি প্রথম অংশ দেই তাহলে আবার দ্বিতীয় অংশ দেই না । অতএব অামরা সব সময় ফরেক্স ব্যবসা করার জন্য ভালোভাবে উপর্যুক্ত ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

nazib72
2016-12-12, 11:18 PM
ফরেক্স এর একাউন্ট ভেরিফাই করতে হলে ন্যাশনাল আইডি কার্ড এর সামনের ও পেছনের সাইটের স্কেন কপি ও আইডি কার্ড হাতে রেখে ফেস সহ ছবি প্রথম লেভেলে আপলোড করতে হবে,তার পর ঠিকানা ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট এর স্কেন কপি আপলোড করতে হবে ২য় লেভেলে।তবে স্ক্যান করা সাদা কালো কপি গ্রহন যোগ্য নাও হতে পারে শেক্ষেত্রে আপনাকে রঙ্গিন স্টেট্মেন্ট কপি দিতে হতে পারে।

Skfarid
2016-12-15, 01:50 PM
ফরেক্স একাউন্টের ১ম ও ২য পর্যার ভেরিপিকেশন টা হয় আপনার ঠিকানা ও ছবি যাচাই করার জন্য, এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এন আইডি হতে নিয়ে ছবি তুলে দিতে হবে , আর যে ঠিকানা একাউন্ট ওপেন করার সময় দিয়েছেন সে আলোকে আপনি ডুকোমেন্ট সাবমিট না করলে আপনার ভেরিফিকেশন নিবে না। তাই আপনি যে ঠিকানা দিয়েছেন তার ডুকমেন্ট দিন, অথবা আপনার ডুকমেন্ট অনুযায়ি আপনি ঠিকানা দিন, এতে আর কোন সমস্যা থাকবেনা। তবে ডকমেন্ট স্পষ্ট বুঝা যেতে হবে না হয় তাও একসেপ্ট করবেনা।

Competitor
2016-12-18, 10:19 PM
ভেরিপিকেশন একটা অত্যন্ত গুরুত্বর্পূণ স্টেপ । আপনি যদি এই স্টেপ ভালমতে পার হতে পারেন তবেই আপনি সফল হতে পারেন । ফরেক্সে মুূলত আইডন্টিটি সৃষ্টি হয় মূল ভেরিপাইয়েড হওয়ার মাধ্যমেই । ভেরিপাই করলেই ট্রেডাররা বাড়তি সুবিধা পায় । আর সেই সুবিধা কাজে লাগিয়ে ট্রেডাররা সফল হতে পারে । তাই সাময়িক ভেরিপাইয়ে সমস্য হলেও আপানার চেষ্টা অব্যহত থাকতে হবে এবং সমস্যগুলোকে সমাধান করতে হবে ।

biplopkumardas007
2017-02-28, 05:51 PM
আমার দেখামতে অনেকের ইন্সটাফরেক্স এর ভেরিফিকেশনে অনেক রকম সমস্যা হয় । কারন ইন্সটাফরেক্স এর দুই লেভেলের ভেরিফিকেশন করতে হয় । তবে আপনি ডকুমেন্ট সাবমিট করার পূর্বে ভালভাবে নিয়ম কানুন পরে নিন তাহলে আপনার ভেরিফিকশনে সমস্যা হবে না ।

shohanjacksion
2017-03-10, 11:20 AM
প্রথম করনিয় কাজ হলো আপনি ব্রোকারের ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। আর আপনি ভেরিফিকেশন করার ডকুমেন্টগুলো নিজ হাতে নিয়ে আপনার ছবি সহ আপলোড করুন। কোন ধরনের ভোয়া কাগজ-পত্রাদি ব্রোকারে জমা দিয়ে কোন লাভ নেই। যদি আপনার কাগজ-পত্রাদি সঠিক থাকে এবং ভেরিফাই না হয় তবে ব্রোকারের লাইভ চ্যাটিং অথবা ই-মেইলের মাধ্যমে তাদের সহযোগীতা নিতে পারেন।

boltu
2017-03-10, 11:27 AM
যারা নতুন তারা যদি ফরেক্স সম্পর্কে ভাল ভাবে না জানে তাহলে লস করবে আর যা ফরেক্স পুরাতন তারা ফরেক্স সম্পর্কে জানে ও বুঝে তাই তারা লাভ করে ফরেক্স ভালো উন্নতি করতে প্রত্যেক ব্যবসায়ীর টাকাতা ও অভিজ্ঞতা থাকতে হবে ।

Momen
2017-07-23, 02:56 PM
আপনি আপনার ব্রোকার এর অনলাইন সাপোর্টে কথা বলুন। এরপরও যদি কাজ না হয় তাহলে আপনি সরাসরি আপনার ব্রোকারে মেইল পাঠান। যদি আপনি Valid ডকোমান্ট আপলোড করে থাকেন আশা করছি আপনার একাউন্ট ভেরিফাই ভেরিফাই হয়ে যাবে। যদি তাতেও আপনি ভারিফাই সম্পন্ন না করতে পারেন তাহলে কল ব্যাক রিকুয়েস্ট করুন।

BDFOREX TRADER
2018-05-13, 05:51 PM
যদিও লাইভ অ্যাকাউন্টে ট্রেডিং করার জন্য কোন​​ ভেরিফিকেশন​ ​এর প্রয়োজন নেই কিন্তু ​​​​​ভেরিফিকেশন ছাড়া আপনি অর্থ লেনদেন করতে পারবেন না, যেহেতু এটা আমার অ্যকাউন্টের নিরাপত্তার দেয়। ইন্সটাফরেক্স ব্রেকারে দুটি​​ ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়। ১লেভেল ভেরিফিকেশনে হল পরিচয় যাচাই আর ​​২য় লেভেল হল ভেরিফিকেশন ঠিকানা যাচাই। ​​​​​​ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন-​ http://bit.ly/2redUEj এছাড়াও ইন্সটাফরেক্স ব্রোকারে আপনার একটি ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকলে সেটা দিয়ে অন্য অ্যাকাউন্টও ভেরিফাই করতে পারবেন। এজন্য আপনার ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে ইন্সটাফরেক্স ক্লাইন্ট ক্যাবিনেটে প্রবেশ করে বাকী অ্যাকাউন্টগুলো শুধু সংযুক্ত করে নিতে হবে।

abilkis7
2019-11-17, 09:42 AM
যে কোন ব্রোকারে ট্রেড করে টাকা লেন-দেন করতে হলে অবশ্যই আপনাকে ভেরিফিকেশন সম্পূর্ণ করতেই হবে। আর ইন্সটাফরেক্সেও যাবতীয় সুবিধা পাওয়া জন্য ট্রেডিং অ্যাকাউন্টের অবশ্যই প্রথম এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন সম্পুর্ন করতে হবে। এজন্য আপনাকে ভেরিফিকেশন করার ডকুমেন্ট ভালোভাবে স্ক্যান করে ভেরিফিকেশন ডিপার্টমেন্টে আপলোড করতে হবে। কোন ধরনের সমস্যা থাকলে ভেরিফিকেশন অসম্পূর্ণ থেকে যাবে। তাই ডকুমেন্ট আপলোড করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ডকুমেন্ট এর কোন সমস্যা যাতে না থাকে।