PDA

View Full Version : Forex Bangla Ebook



shujon
2015-12-11, 07:43 PM
learn about forex just download free Bangla Forex Ebook (http://ebook25.blogspot.com/p/forex-e-book.html)

maziz6989
2015-12-20, 08:35 AM
সবই ঠিক আছে কিন্তু আমি বেশ কিছু বিষয়ের উপর বাংলা ই বুক কোথাও খুজে পাচ্ছি না। যদি কারো কাছে থাকে দয়া করে শেয়ার করবেন। ইলিয়ট ওয়েব, ফিবোনাচ্ছি এবং জোন রিকভারীর উপর যদি কারো জানা মতে বাংলা ই বুক থাকে তবে দয়া করে একটু লিংকটা শেয়ার করবেন। তবে তা যেন ডিটেইল হয়।

Realifat
2015-12-20, 09:32 AM
ফরেক্স শেখার জন্য বাংলা ইবুকের প্রয়োজনরয়েছে। কারন আমরা বাঙালিরা ইংরেজিতে সবাই খুব একটাভালো বুঝতে পারি না। কিন্তু বাংলায় রচিত যেকোন বই ভালোমতো বুঝতে পারি। এজন্য ফরেক্স শিখতে বাংলা ইবুক পেলে সেটা পড়ে বুঝার সুবিধার্থে হলেও বাংলা ইবুকের প্রয়োজন রয়েছে। সর্বোপরি ফরেক্স শিখতে বাংলা ইবুক গুরুত্বপূর্ণ।

yasir arafat
2016-04-01, 02:23 AM
আসলে বাংলাতে ফরেক্স শেখার মজাই আলাদা।আমরা যারা ইংরেজীতে বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছি না,তারা এ ধরণের বাংলা ফোরাম থেকে বাংলাতে ফরেক্সের বিভিন্ন সর্ম্পর্কে সমাধান পাচ্ছি।আর বিভিন্ন সার্পোটতো রয়েছেই।আমি মনে করি বিভিন্ন ভাল উদ্দোগ্যের কারণ আমাদের ফরেক্স শেখাটা অনেক সহজ হয়ে গেছে।

md mehedi hasan
2016-12-13, 03:36 PM
আপনি সঠিক কথা বলেছেন ভাই আমরা বাঙ্গালি আর তাই ফরেক্স বিষয়ে বাংলা বই সহজে পরে জ্ঞান অর্জন করতে পারবো।লিংট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

riponinsta
2017-01-22, 05:02 PM
আপনার ফরেক্স মার্কেট এর বাংলা ই বুক টি পরে আমার অনেক ভাল লাগছে এই বইটি অনেক নতুন টেড আর দের কাজে লাগবে আমি অনেক কিছু জানতাম না যা আমি আপনার ওই বই পরে জানতে পারছি ফরেক্স মার্কেট এ আসলে অনেক কিছু জানার আছে যা আমারা আল্প আল্প করে সিখছি আর কাজে লাগাছি আর পুরুপুরি কাজে লাগাতে পারলে জীবন এ সফল হওয়া যাবে

Eefatali
2017-01-24, 03:29 PM
ফরেক্স ট্রেডিংয়ের ওপর রচিত বাংলা ইবুকটি আমি ডাউনলোড করেছি। এটা অনেক কিছু রয়েছে।ফরেক্স ট্রেডিংয়ের বেসিকগুলো উক্ত বইতে পড়লে শেখা যাবে। আমি তাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর বইয়ের লংক দেওয়ার জন্য। যাইহোক আর কোনো বাংলা ফরেক্স বই লিংক দিতে পারলে দেওয়ার চেষ্টা করবেন।

RUBEL MIAH
2017-03-07, 12:09 PM
আপনার ফরেক্স মার্কেটে Bangla-Ebook টি পরে আমার অনেক ভাল লাগছে । এই বইটি অনেক নতুন ট্রেডারের কাজে লাগবে । বাংলা ফোরাম থেকে বাংলাতে ফরেক্সের বিভিন্ন দিক সর্ম্পর্কে সমাধান পাচ্ছি । আমরা সম্পূর্ণ কাজে লাগাতে পারলে অবশ্যই জীবনে সফল হওয়া যাবে ।

Mamun13
2017-03-27, 09:32 PM
জনাব মো:মিজানুর রহমান স্যারের এই বইটি আমি পড়েছিলাম ৩ বছর আগে৷তাতে একাউন্ট ওপেন করার জন্য ২/১ টা বেসিক কথা ছাড়া আর প্রয়োজনীয় অন্যান্য কোন তথ্যই নাই৷তাছাড়া আমি তেমন একটা ফরেক্স বাংলা ই বুক পড়তে সুযোগ পাইনি৷তবে ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷আর আমাদের দেশীয় কয়েকটা ফোরাম থেকে বাংলা ভাষার কারনেই খুব সহজেই ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি৷আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখতেছি এবং লিখবো যা অতীতে শিখেছি৷

mahbubhb
2017-08-11, 04:04 AM
আমরা সাধারণত বেশিরভাগ সময়ে ফরেক্সে লস করে বসি শুধুমাত্র ফরেক্স ভালভাবে না যানার কারনে। আপনার ইবুক আশা করি আমাদের আরোও অভিজ্ঞতা বাড়াবে। তবে আরও ভাল হয় যদিও কারও কাছে যানা থাকে এমন কোন বইয়ের খোঁজ যাতে বিস্তারিত ভাবে দেওয়া থাকবে কখন কিনতে হবে আর কখন বিক্রি করতে হবে। এরকম কোন তথ্য কারও কাছে থাকলে শেয়ার করে আমাদের যানালে আরও উপকৃত হব!