PDA

View Full Version : লাইভ ট্রেড করার আগে ভাল ভাবে ডেমু শিখুন



zobairi007bd
2015-12-14, 12:47 AM
1956
লাইভ ট্রেড করার আগে ভাল ভাবে ডেমু শিখুন
একবার না পারিলে দেখ শত বার এবং সাফল্য নিশ্চিত। লাইভ ট্রেড করার আগে ডেমু শিখুন বার বার। আমি ১ বৎসর ধওে লাইভ ট্রেড করছি কিন্তু এখনও আমি ডেমু চর্চা করি।

https://www.facebook.com/bdforex

HKProduction
2015-12-16, 08:19 PM
ডেমো আমাদের জন্য খুবই সহায়ক। আমরা ডেমো থেকে এই ট্রেড শিখতে পারি। এতে আমাদের কোন লস হয় না। কিন্তু আমরা যদি রিয়েল ট্রেড থেকে শিখতে চাই তাহলে আমাদেরকে অনেক লস দিয়ে ট্রেড শিখতে হবে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। কেননা আমরা এতটা লস বহন করতে পারব না।

owalith
2015-12-17, 11:04 PM
ফরেক্সে ট্রেড করার আগে অনেক অনেক ডেমো ট্রেড অনুশিলন করতে হবে। কারন ডেমো ট্রেড ছাড়া ফরেক্স সম্পরকে ভাল জ্ঞেন হবে না তাই ফরেক্স করার আগে অনেক বেশি বেশি করে ডেমো ট্রেডিং করতে হবে। আর নতুন দের জন্য ডেমো ট্রেডি ং করাটা অবসসই বাদ্দতা।

AbuRaihan
2015-12-18, 02:24 PM
ডেমো ট্রেড করার মাধ্যমে আমরা ফরেক্সে পরিণত হই ৤ অর্থ্যাৎ একজন ব্যাক্তি যখন ফরেক্স মার্কেটে নতুন আসে তখন সে কিন্ত ঠিক জানবে না কিভাবে লাইভ ট্রেড করতে হয় ৤ এক্ষেত্রে অনেক সময় অনেক নতুন ট্রেডার লোভ করে লাইভ ট্রেডে প্রচুর বিনিয়োগ করে কোন ট্রেডিং দক্ষতা ছাড়াই ৤ তাই প্রতিটা নতুন এবং পুরাতন ট্রেডার যখন ডেমো ট্রেড করার মাধ্যমে কিছুটা হলেও ট্রেডিং দক্ষতা অর্জন করে এবং তার মাধ্যমে লাইভ ট্রেডিং-এ ট্রেড করে আরো ভালোভাবে অভিজ্ঞ হয়ে থাকে ৤

basaki
2015-12-18, 04:25 PM
ফরেক্স মার্কেটকে ভাল ভাবে জানতে হলে ভাল ভাবে শীখতে হলে ফরেক্স ডেমো ট্রেডিং এর কোন বিকল্প নেই।যদি কোন একজন ট্রেডার ট্রেড করে মুনাফা অর্জন করতে চায় তাহলে অবশ্যই তাকে কম্পক্ষে এক বছর ডেমো ট্রেড করা ঊচিত।তাপর লাইভ।

RUBEL MIAH
2016-04-02, 11:18 PM
লাইভ ট্রেড করার আগে অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে । যার যত বেশী দক্ষতা আছে সে তত বেশী সফলকাম হতে পারবে । ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই আমাদের এই সর্ম্পকে অভিজ্ঞতা অর্জন করতে হবে । অভিজ্ঞতা ছাড়া এই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব নয় । সুতরাং আমরা সর্বদা লাইভ ট্রেড করার আগে দক্ষতাবান হব তারপর ট্রেড করব ।

ahal
2016-04-03, 04:09 PM
একদম ঠিক, লাইভ ট্রেড করার আগে অবস্যয় দিরঘদিন ডেম ট্রেড করলে ভাল হয়। ডেমো ট্রেড এর মাধ্যমে ট্রেডিং এএ সকল কউশল শেখাযায়। তা ছারা ডেমো ট্রডিং এ লস করলেও সমস্যা নেই। তাতে ভালো ভাবে ট্রেডিং শেখা যায়। আমি অনেক দিন ধরেই ডেমো প্র*্যাক্তিস করছি।

yasir arafat
2016-04-03, 08:11 PM
লাইভ ট্রেডিং এর মাধ্যমে আপনি প্রকূত ট্রেডার হতে পারেন।এর মাধ্যমে আমরা ফরেক্সে আয়ের পথে পা বাড়ায়।আমাদেরকে ফরেক্স থেকে আয় করার জন্য বা ফরেক্স শেখার জন্য অবশ্যই সেখানে ট্রেড করতে হয়।

nbfx
2017-03-26, 02:29 PM
ততদিন ডেমো চর্চা করবেন যতদিন আপনার মনের ভিতর থেকে তাগিদ আসে আপনি সফলভাবে রিয়েল ট্রেড করতে পারবেন।ডেমো একাউন্ট করা একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য প্রথম শর্ত। নিজস্ব ট্রেডের কৌশল যাচাই বাছ্ইা করতে । কোন ইন্ডিকেটরের ব্যবহার পরিক্ষা করতে ডেমো একাউন্টের প্রয়োজন পরে। ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে। ডেমো একাউন্ট ও রিয়েল একাউন্টের মধ্যে কোন পার্থক্য নেই। একই সফটওয়্যার একই প্লাটফ্রমে ট্রেড ওপেন ও ক্লোজ হয়। কারেন্সি পেয়ার এর উঠা-নামা, লাভ লস সবই একই। কাজেই আমার মতে ডেমো একাউন্ট দ্বারা সব কাজ শিখা যাবে।