PDA

View Full Version : টেক লস ১০০+১০০+১০০+++++ করা দরকার



zobairi007bd
2015-12-14, 12:57 AM
টেক লস ১০০+১০০+১০০+++++ করা দরকার
টেক লস না মেনে আমি এ যাবত ২০০০ডলার লস করেছি। তবে এত চা কষ্ট লাগে না কারণ আমি ৩০ ডলার দিয়ে যাত্র শুরু করেছিলান। তাই আপনারা টেক প্রফিট আগে টেক লস দিবেন।

https://www.facebook.com/bdforex

HKProduction
2015-12-15, 12:39 PM
স্টপ লস এক জন নতুন ট্রেডারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের গুরুরা এটা ব্যবহার করেন সেখানে অবশ্যই আমাদেরকে এটা ব্যবহার করা উচিত। এর ফলে আমরা অনেক বড় ধরনের লস থেকে রক্ষা পাব। এটা আমাদেরকে দীর্ঘ সময় মার্কেটে টিকে থাকতে সাহায্য করে।

sharifulbaf
2015-12-17, 07:44 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে আমরা অনেক সময় টেক প্রফিট বা স্টপ লস বসাইনে মনেক রি মার্কেট কিছুখন পরে উঠে য়াবে মুলত আমরা ভুল করি তাই একের পর এক লস করে যাই।আমাদের লস থেকে বাচতে হলে অবশ্য স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করতে হবে।তাহ লে আমরা লস অনেক কমে যাবে।

maziz6989
2015-12-20, 10:48 AM
আসলে টেক লস না স্টপ লস *ঠিক মত বুঝলাম না। তবে আমরা আসলে লস মেনে নিতে পারি না তাই আমাদের এতটা কষ্ট হয়। যদি কেউ ছোট লটে ট্রেড করে এবং তার প্রেডিকশান ভাল হয় তবে আমার মনে হয় স্টপলস ছাড়া্ও ট্রেড করা যাবে তবে তা খুবই রিক্সি।

AbuRaihan
2015-12-23, 11:44 PM
পৃথিবীর অনেক বড় বড় অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা পর্যন্ত যেখানে ট্রেড করার সময় স্টপ লস ব্যবহার করে সেখানে অামাদের মত অত্যন্ত সাধারণ নতুন ট্রেডারদেরকে অবশ্যই উচিত হবে স্টপ লস ব্যবহার করা ৤ স্টপ লস ব্যবহারের বহুবিধ সুবিধা রয়েছে তার মধ্য প্রধান হল স্টপ লস ব্যবহারে অামাদের ঝুঁকি হয় সর্বনিম্ন এবং বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা পায় ৤ ফরেক্স মার্কেটে প্রথমদিকে আমি স্টপ লস ব্যবহার না করে অনেক লস করি যা এখনো পর্যন্ত আমি বয়ে বেড়াচ্ছি ৤

basaki
2016-01-31, 07:16 PM
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার সাথে সাথেই ট্রেডের উপর স্টপ লস ব্যবহার করা ধরকার কারন এই স্টপ লস যদি ব্যবহার না করেন তবে আপনার লস ঠেখাতে খুব কস্ট হয়ে যাবে। তাই যে লোটেই আপনি ট্রেড ওপেন করেন না কেন আপনি স্টপ লস ব্যবহার করা উচিত বলে মনে করি।

md mehedi hasan
2016-01-31, 10:42 PM
ফরেক্স মার্কেটে যারা লং ট্রেড করে তাদের অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট দিয়ে ট্রেড করতে হবে।আপনি যদি টেক প্রফিট ব্যবহার নাও করেন কোন অসুবিধা নেই।তবে অবশ্যই প্রতিটি ট্রেডে স্টপ লস দিতে হবে।এতে করে আপনি অনাকাঙ্খিত লসের হাত থেকে রক্ষা পাবেন।আমি আজ পর্জন্ত যতগুলো লং ট্রেড করেছি সবগুলোতে স্টপ লস ব্যবহার করেছি।এজন্য আমি অনেক অনাকাঙ্খিত ঝুকির হাত থেকে রক্ষা পেয়েছি।তবে শর্ট ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করি না।

younus
2016-01-31, 11:01 PM
টেকপ্রফিট যদি ৬০ দেন তবে স্টপলস ৪০ দেয়া ভাল ।

yasir arafat
2016-04-04, 02:07 PM
আসলে ১:১ রেটিও ফলো করা উচিত ।এতে কিছুটা হলেও লসের হাত থেকে বেঁচে প্রফিট থাকবে।আমাদের স্টপ লস ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত না।এর ফলে আমাদের লসের পরিমাণটা আরো রিরাট আকার ধারণ করে বসবে।

Mamun13
2017-09-07, 10:00 AM
জুবায়ের ভাইয়ের মতো আমরা সবাই নতুন অবস্হায় অনবিজ্ঞতার কারনে এই ভাবে স্টপলস সেট না করাতে বার বার লস খাই ! আমরা স্টপলস কোথায় এবং কেন ব্যাবহার করবো-তা নতুন অবস্হায় বুঝিনা৷পড়ে যখন দেখি পুরো ব্যালেন্সটাই জিরো তখনই জানতে চাই স্টপলস কাকে বলে ? 'অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট গুরুত্বপূর্ণ এবং ব্যাবহার করা জরুরী'৷