PDA

View Full Version : ট্রেড করার উপযুক্ত সময়



zobairi007bd
2015-12-14, 01:11 AM
ট্রেড সময়

প্রতিটি ব্যবসায় কিছু নিদিষ্ট সময় বেচা কেনা ভাল বা মন্দ হয় তেমনি ফরেক্স ভাল মন্দ হয়। আপনি যদি বেশি লাভ করতে চান তবে হট সময় দুপুর ২-৩টা, ৫-৬টা, ৭-৮টা, ১০-১১টা এই সময় গুলো বেশি উঠা নামা করে এতএব লাভ বেশি আবার লস বেশি।

https://www.facebook.com/bdforex

AbuRaihan
2015-12-14, 02:43 PM
ফরেক্স মার্কেটে অনেক বেশি প্রাইস উঠানামা করে ৤ ফরেক্সে প্রাইসের দাম কখনো স্থির থাকেন সবসময় এটা উঠা নামা করে ৤ তাই এটার মুভমেন্ট খুব বেশি থাকে ৤ মুভমেন্ট পর্যবেক্ষণ করেই ট্রেডাররা ট্রেড নিয়ে থাকে ৤ কিন্ত তার জন্য আমাদেরকে টেকনিকেল এবং ফান্ডমেন্টাল এনালাইসিস করে তার প্রভাব দেখতে হয় ৤ ফরেক্স মার্কেটে মার্কেটের মুভমেন্ট বেশি থাকে ইকোনমি ডিকলার হওযার সময় ৤ তাই ঠিক সময়ে ট্রেড করতে পারলে লাভের সম্ভাবনা অনেক বেশি৤

hasan019
2015-12-14, 04:35 PM
জখন নিউজ রিলিজ হয় তখন কিন্তু অনেক উথানামা করে আর দুপুর ২ টা থেকে রাত পর্যন্ত মার্কেট অনেক উথানামা করে। তাই আমাদের সেই সময় ট্রেড করা উচিৎ। কারন এ সময় লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে।

shakil302
2015-12-14, 09:11 PM
প্রতিটি পেশার একটা নির্দিষ্ট টাইম থাকে যেটা ঐ ব্যাবসার বেস্ট টাইম।ওই সময় টাকে ধরে কাজ করলে সাফল্য আসবেই,তাই আমাদের এনালাইসিস করে সেই দিক গুলো খেয়াল রাখতে হবে।

rafiqfx619
2015-12-14, 10:13 PM
আমি যেহেতু লং ট্রেড করি তাই নির্দিষ্ট সময় এর অপেক্ষা করি না। নির্দিষ্ট সময়ে যেহেতু মার্কেট বেশী উঠানামা করে তাই সেসময় লাভ অথবা লসের পরিমানও বেশি হতে বাধ্য। এ সময়ের মধ্যে ট্রেড করলে মানসিক অস্থিরতা বেশী থাকে যা লং ট্রেডের সময় থাকে না।

kawsar302
2015-12-14, 10:33 PM
আপনি যেকোনো সময় ট্রেড করতে পারেন।ফরেক্স মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনি যেকোন সময় ট্রেড করতে পারেন তার জন্য আপনার অনেক অভিজ্ঞতার দরকার আছে।বিশেষ করে রাতে ট্রেড করলে ভাল হয়।

Realifat
2015-12-15, 09:37 PM
হ্যা, আপনি অনাকটা ঠিকই বলেছেন। ট্রেডিংয়ে কিছু সময় থাকে মার্কেটের মুভমেন্ট কম হয়। তখন মনে হয় মার্কেট যেনো ঘুমিয়ে গেছে। কিন্তু পরক্ষনে আবার ঘুমিয়ে যাওয়া মার্কেট দেখে আমাদের ইমোশন নষ্ট হয়। কিন্তু দিনে এমন কিছু হট সময় রয়েছে যখন মাূকেটের মুভমেন্ট ভালো হয়। সময়গুলো দুপুর ২- রাত ১০ টা পর্যন্তের ভেতর

HKProduction
2015-12-16, 06:47 PM
আমাদেরকে সেশন টাইম ধরে ট্রেড করতে হবে । সেশন টাইমে মার্কেটে ভাল মোভমেন্ট থাকে। মোভমেন্ট না থাকলে ট্রেড করে কোন প্রফিট করা যায় না। তাই সেশন টাইম একজন ট্রেডারের জন্য খুবই অর্থবহ। আমি সেশন টাইমে ট্রেড করে ভাল প্রফিট পাই। তবে ছোট লটে ট্রেড করি।

RUBEL MIAH
2015-12-16, 11:26 PM
ট্র্রেড করার সময় হল সপ্তাহে পাঁচ দিন ।শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে । সুতরাং যে পাঁচদিন মার্কেট খোলা থাকে তার ও সব সময়ে ট্র্রেড করা যায় না । ট্র্রেড করার সময়ে হল দুপুর থেকে রাত দশটা পর্যন্ত । আর অন্য সময়ে মার্কেট মুভমেন্টট কম করে । অতএব আমরা যখনই ট্র্রেড করব বুঝে শুনে ট্র্রেডকরব যাত করে সমস্যা পড়তে হয় না ।

owalith
2015-12-16, 11:54 PM
ট্রেড করার জন্য নির্দিষ্ট সময় আছে কিন্তু ফরেক্সে অনলাইনে সব সময় ট্রেড করা যায়। ফরেক্সে টেড করা সব চেয়ে ভাল সময় হচ্ছে সন্ধা ৭-১২ এবং সকাল ৬-১২ পর*্যন্ত। কারন এই সময় ফরেক্স মার্কেট ক্রিটিকাল অবস্তাই থাকে। অনেক লাভ বা অনেক লস হতে পারে।

sharifulbaf
2016-01-10, 03:12 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা অনেকে অনেক টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,তাই আমি ফরেএক্স ট্রেডিং করি আমাদের বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত, এই সময়ে ট্রেডার বেশি ট্রেডিং করে থাকে ফরেক্স মার্কেট এ।

Sahed
2016-01-28, 11:05 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । ফরেক্স মার্কেটে সাধারনত চারটি সেশন রয়েছে । এই চারটি সেশনের মধ্যে আমার মতে নিউইয়র্ক সেশনে ট্রেড করা সবচেয়ে ভাল ।মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম । তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।

basaki
2016-01-28, 03:25 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আপনি যে কোন সময় আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন কারন ফরেক্স মার্কেটে পাচ দিনের ২৪ ঘন্টাই খোলা থাকে। আর আপনি যেকোন সময় এই পাচ দিনের মধ্য ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি নিয়মিতি ইনাকাম করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে।

raju0000
2016-01-28, 06:10 PM
ফরেক্স এ লাভ করার জন্য আপনি যেই সময় গুলোর কথা উল্লেখ করেছেন আমি মনে করি আইটি আপনার ধারণা এবং আপনি এই সময় এ ট্রেড করে হিত সফল হয়েছেন এবং আপনি আমাদের কল্যাণ আর জন্য এই বেপারটা আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ.আমি এনালাইসিস করে দেখব এই সময় গুলোতে ট্রেড করার মাধ্যমে.আশা করি জিনিস তা পসিটিভ হবে.

uzzalbd
2016-01-28, 06:20 PM
ফরেক্স মার্কেট মুভ হওইয়ার কোন ধরা বাধা নিয়ম নেই। মার্কেট যেকোন সময় মুভ হতে পারে। তাই আপনি মার্কেট কন্ডীশন বুঝে ট্রেড নিতে পারেন। ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে আপনি নিজেই নিজের বস।

Marufa
2016-02-01, 03:55 PM
ট্রেডিং করার সবচেয়ে ভাল সময় হচ্ছে বাংলাদেশের সময় অনুসারে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারটা পযর্ন্ত । কারন এ সময় মার্কেট নিউইয়র্ক সেশনে থাকে । আর এই সেশনে মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে । ফলে সহজেই মুনাফা অর্জন করা যায় । ট্রেডিং প্লান এবং সুবিধা অনুসারে নিজের ট্রেডিং প্লান গড়ে তুলতে হবে ।

yasir arafat
2016-04-04, 04:30 PM
আসল কথা হল ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন এবং দিন রাত খোলা থাকলেও এখাধ থেকে আপনি সবসময় ভাল ট্রেড করতে পারবেন না।কারণ এখানে সময় অনুযায়ী মার্কেটের ভোলালিটিটা নির্ভর করে।যেমন লন্ডন সেশন ১ টা থেকে শুরু ।তখন মার্কের পরিবর্তন ভালই দেখা যায়।

Md Masud
2017-05-08, 03:27 PM
ফরেক্স মার্কেটের সময়গুলো দুপুর ২- রাত ১০ টা পর্যন্ত । অামরা ফরেক্স মার্কেটে ট্রেড করব এ্যানালাইসিসের মাধ্যমে । অামরা ফরেক্সে ভালোভাবে সময় দেওয়ার চেষ্টা করব । বেশী করে সময় দিলেই অামরা ভালো ফল পাব । অামরা ডেমোতে সময় দেওয়ার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-05-08, 07:29 PM
প্রকৃতপক্ষে সঠিক বিষয় হলো আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের একটা নির্দিষ্ট সময় আছে যাকে আমরা সেশন বলে থাকি৷বিশ্বে ৪টি বৃহৎ ট্রেডিং মার্কেট রয়েছে এবং তাদের নি্র্দিষ্ট সেশনও রয়েছে৷ঐ নির্দিষ্ট সেশন অনুযায়ী ঐ মার্কেটে সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷যেমন লন্ডন,নিউইয়র্ক,টোকিও,এবং,সিডনী মার্কেট৷ধরুন আপনি যদি eur/usd বা gbp/usd পেয়ারে ট্রেড করতে চান তাহলে অবশ্যই লন্ডন ও নিউইয়র্ক সেশনে ট্রেড করবেন৷ঐ মার্কেটগুলোর ব্যাংকিং আওয়ারকেই ঐ মার্কে্টের সেশন বলে৷তাই সেশন দেখে বুঝে ট্রেড করবেন৷সার বিশ্বের সাথে সময়মতো ট্রেড করবেন,আশা করি লাভবান হবেন৷অফসেশনে কখোনোও ট্রেড করবেন না৷

aysha
2017-05-09, 11:33 AM
যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন টাইম টেবল নাই । তবে রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক উপযুক্ত সময় ।

riponinsta
2017-05-09, 12:36 PM
আপনি ফরেক্স মার্কেট এ সব সময় ট্রেড করতে পারবেন তবে বাংলাদেশ সময় সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টেড করলে ভাল করবেন কারন এই সময় ফরেক্স মার্কেট ভাল মুভ করে তাই এই সময় ট্রেড করলে আপনি ভাল লাভ করতে পারছেন আর আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে প্রতিদিন সকাল এ চাট দেখে ট্রেড করতে পারেন আপনি কোন সময় ট্রেড করবেন এটা নিরভর করে আপনার ট্রেডিং সিস্টেম এর উপর

Rahat015
2017-05-09, 12:43 PM
ফরেক্স মার্কেট যেহেতু গ্লোবাল কারেন্সি নিয়ে কাজ করে, তাই প্রতিটা দেশের ইকোনমি নিয়ে ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্ত কিছু দেশের মুদ্রা বিশ্ব মার্কেট এ অনেক প্রভাব বিস্তার করে, তাই ওই দেশের মুদ্রার প্রতি ,সার্বিক অবস্থার প্রতি বিশেষ নজর রাখা উচিত। আর এদের সেশন গুলোতে প্রাইস ভালো মুভমেন্ট করে তাই ওই সেশন গুলোতে ট্রেড করে ভালো লাভবান হওয়া যায়।

uzzal05
2017-05-16, 10:46 PM
যারা ইন্ট্রেডে ট্রেডার তারা স্ক্লাপিং করেন। এবং সারা দিন সাধারন্ত ট্রেড খুজতে থাকেন। কিন্তু লন্ডন শেশনে বসলেও ভালো ট্রেড পাওয়া যায়। বাংলাদেশ সময় ১১ টার পর থেকে মোটামুটি মার্কেট মুভ করে থাকে। তারপর দুপুরের পর থেকে আরো বেশী মার্কেট মুভ করে।

Rahat015
2017-05-17, 06:17 AM
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তাই বলে আপনি ল্যাপটপ নিয়ে ২৪ ঘন্টা বসে থাকবেন না। ফরেক্স মার্কেট যেহেতু বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করা তাই প্রভাবশালী দেশের মুদ্রাএ প্রভাব এই মার্কেট এ বিদ্যামান। আর তাই সেই দেশের সেশন গুলো তে ফরেক্স মার্কেট ভালোই উঠানামা করে এবং ঐ সময় ভালো লাভ করা যায়।

uzzal05
2017-05-17, 04:41 PM
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। তবে মার্কেট সারাদিন খোলা থাকে। কিন্তু মার্কেট সারা দিন যে দ্রুত মুভ করে তা কিন্তু নয়। ফরেক্স মার্কেট এ বাংলাদেশ টাইম অনুযায়ী দুপুর ২ টার পর থেকে প্রচুর মুভ শূরু করে।

uzzal05
2017-05-19, 07:00 AM
প্রতিদিন শেষে মানে মার্কেট যখন ক্লোজিং হয় তখন আমাদের কে মারকেট দেখা উচিত। কারন মার্কেট ডেইলী টাইম্ফ্রেম দেখে এনালাইস না করে লোয়ার টাইম্ফ্রেম এনালাইসিস করলে আমরা বুঝতে পারব না মার্কেট কি করতে চাচ্ছে।

01797733223
2017-12-11, 08:57 PM
ভাই আপনি এখানে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়ে ট্রেড করে প্রফিট নিতে পারবেন, কারন মার্কেটা সারাদিন খোলা থাকে । তবে ট্রেড করার ক্ষেত্রে উপযুক্ত সময় হল দিনের বেলা দুপুরের পর আর রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে মার্কেটের মুভ একটু একটু করে বেশি হতে শুরু করে তখন এই সময়গুলোতে আপনি ট্রেডে যেতে পারেন । সুতরাং উপযুক্ত সময় নির্ণয় করে ট্রেড করা আমাদের সকলের একটা গুরু দায়িত্ব বলে আমি মনে করি ।

Grimm
2018-01-25, 11:24 PM
আপনি যদি মুদ্রাতে ট্রেড করেন তাহলে আপনি যে কোন সময় ট্রেড করতে পারেন কারণ এই বাজার ২৪ ঘণ্টাই খোলা থাকে, তবে আপনি যদি পন্যদ্রব্যে ট্রেড করতে চান তাহলে সেই বাজার খোলার নির্দিষ্ট একটি সময় আছে তখন আপনি ট্রেড করতে পারবেন। সাধারণত আমরা মুদ্রাতেই বেশি ট্রেড করে থাকি আর এই মুদ্রাগুলো বেশি নড়াচড়া করে লন্ডন এবং আমেরিকান সময়ে, আপনি যদি সেই সময় ট্রেড করেন তাহলে অল্প সময়েই আপনি বেশি মুনাফা উপার্জন করতে পারবেন।

expkhaled
2018-01-26, 03:47 PM
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তবে সবসময় মুভমেন্ট ভাল থাকে না কিছু কিছু সময়ে ভাল মুভমেন্ট থাকে যেমন: নিউইয়র্ক সেশন, লন্ডন সেশন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকাল ৪টা আবার সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত। যারা স্ক্যালপিং করেন তারা সাধারণত এই টাইমগুলোতে ট্রেড করে থাকেন বেশী প্রফিটের জন্য। লং টাইমে ট্রেড করলে সেশন দেখার প্রয়োজন হয় না যেকোন সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করা যেতে পারে। লং টাইমফ্রেমের ট্রেড সাধারণ ২/৩দিন থেকে শুরু করে ১/২ সপ্তাহ বা মাস ব্যাপীও চলতে থাকে।

Mahidul84
2018-01-26, 06:21 PM
আমার মতে প্রতিদিন প্রত্যেক ট্রেডারের উচিত মার্কেট ক্লোজিং এবং ওপেনিং ফলো করা। এছাড়া আপনি বাংলাদেশের সময় অনুযায়ী ফরেক্স মার্কেট ফলো আপ করতে পারেন দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত। আশা করি এই সময়টুকুতে আপনি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারবেন।

Md_MhorroM
2018-11-28, 01:45 AM
ফরেক্স মার্কেটে আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের একটা নির্দিষ্ট সময় আছে যাকে আমরা সেশন বলে থাকি৷বিশ্বে ৪টি বৃহৎ ট্রেডিং মার্কেট রয়েছে এবং তাদের নি্র্দিষ্ট সেশনও রয়েছে৷ঐ নির্দিষ্ট সেশন অনুযায়ী ঐ মার্কেটে সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷যেমন লন্ডন,নিউইয়র্ক,টো কিও,এবং,সিডনী মার্কেট৷ধরুন আপনি যদি eur/usd বা gbp/usd পেয়ারে ট্রেড করতে চান তাহলে অবশ্যই লন্ডন ও নিউইয়র্ক সেশনে ট্রেড করবেন৷ঐ মার্কেটগুলোর ব্যাংকিং আওয়ারকেই ঐ মার্কে্টের সেশন বলে৷তাই সেশন দেখে বুঝে ট্রেড করবেন৷সার বিশ্বের সাথে সময়মতো ট্রেড করবেন,আশা করি লাভবান হবেন৷

sr ritu
2018-11-28, 12:01 PM
যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন টাইম টেবল নাই । তবে রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক উপযুক্ত সময় ।

marjahan
2018-12-09, 12:57 PM
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তাই বলে আপনি ল্যাপটপ নিয়ে ২৪ ঘন্টা বসে থাকবেন না। ফরেক্স মার্কেট যেহেতু বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করা তাই প্রভাবশালী দেশের মুদ্রাএ প্রভাব এই মার্কেট এ বিদ্যামান। আর তাই সেই দেশের সেশন গুলো তে ফরেক্স মার্কেট ভালোই উঠানামা করে এবং ঐ সময় ভালো লাভ করা যায়।

fxjaman
2019-02-22, 02:43 PM
ভাই ফরেক্স ট্রেডিং এর জন্য উপযুক্ত কিংবা নির্ধারিত কোন সময় নেই। আপনার যদি এই মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা কিংবা ভালো ধারনা থাকে তাহলে আপনি যে কোন সময়ে ট্রেড করে প্রফিট নিতে পারবেন। তবে উপযুক্ত সময় সেটা আপনার কারেন্সির সেসন অনুযায়ী আপনাকে বের করে নিতে হবে যে, আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে কাজ করেন সেটার সেসন কখন থেকে শুরু হয়।

Saykat5279
2019-02-24, 07:22 PM
ফরেক্স মার্কেট পরিবর্তনশীল। তবে ট্রেড করার সঠিক সময় হচ্চে সেশন এর সময় এ ট্রেড করা। তিনটি সেশনঃ নিউইয়র্ক সেশন, লন্ডন সেশন, টোকিও সেশন। এই তিন সেশনে মার্কেটের ভাল মুভমেন্ট হই। তাই ভাল একটা সেশন সিলেক্ট করে উপযুক্ত সময়ে ট্রেড করা উচিত, তাইলে ভাল প্রফিট করতে পারবেন। তবে ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা দরকার।

Ronesh186
2019-02-24, 11:38 PM
ফরেক্সের বাজার কখনো স্থির নয়। তাই কখন ট্রেড করার উপযুক্ত সময় তা নিদৃষ্ট করে বলা কঠিন। তবে আমি মনে করি ট্রেড করার উপযুক্ততা নির্ভর করছে মার্কেটের মুভমেন্টের ওপর। এই মুভমেন্ট পর্যবেক্ষণ করে যদি মনে করি বাজার ট্রেড করার উপযোগী ঠিক তখনি ট্রেড করি। এছাড়া ফরেক্স নিউজ দেখে কোন দেশের অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করেও ট্রেড করা হয়।

sumon918
2019-02-25, 02:24 AM
আসলে ট্রেড করার নির্দিষ্ট কোন সময় সেরকম ভাবে নেই এটা সম্পূর্ণ নির্ভর করে মার্কেটের উপর মার্কেটের আপ এবং ডাউন এর উপর ভিত্তি করে ট্রেড করা হয়, কিছু এনালাইসিস আছে যেগুলো মার্কেটের আগাম পরিস্থিতি নির্নয় করে ট্রেড করতে হয় টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এগুলো বুঝে মার্কেটের অবস্থা নির্নয় করে তবেই ট্রেড করা উচিত। ট্রেড করার জন্য কোন আলাদা বা নির্দিষ্ট কোন সময় আছে বলে আমি মনে করি না।

SkAbdullahaAlMamun464893
2019-02-25, 04:59 AM
ফরেক্সে ট্রেড করার জন্য ঐ ভাবে ধরা বাধা কোন বিশেষ সময় বা মূহত্ব নেই তবে ভাল প্রফিট লাভ করার জন্য ফরেক্সে ট্রেড করতে হয় সেই সকল সময়ে যে ময়ে মার্কেট বড় ধরনের মুভমেন্ট করবে আর এটি কখন সংগঠিত হবে তা বুঝতে হলে প্রথমে আপনাকে মার্কেট অ্যানালাইসিস কি এবং কিভাবে করতে হয় এটির ব্যাপারে পরিপূর্ন জ্ঞান লাভ করতে হবে।সর্বপরি মার্কেট বুঝে সঠিক সময়ে ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে হলে পরিপূর্ন ট্রেডিং জ্ঞানের কোন বিকল্প নেই।

SHARIFfx
2019-02-25, 09:51 AM
এক কথায় বলতে গেলে ফরেক্স ট্রেডিং এর উত্তম সময় হচ্ছে নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নেওয়া। আপনি এখানে ডেইলি কেন্ডেল এর আচার বিধি দেখে প্রজেটিব নিউজ দেখে নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিয়ে অন্তত ২০-৪০ পিপ্স শিকার করতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস এর উপরে সফল হতে হবে।

SAGOR_HALDER944
2019-03-03, 08:48 PM
ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই ভাল করে মার্কেট সম্পর্কে জানতে হবে। ট্রেডিং করার জন্য ভাল করে মার্কেট এনালাইসিস করে উপযুক্ত সময় নির্ধারন করতে হবে। এনালাইসিস শেষে যখন আপনি বুঝবেন মার্কেট আপনার অনুকুলে তখন আপনি চাইলে ট্রেড ধরতে পারবেন। এতে আপনার লস হওয়ার সম্ভাবনা কম হবে এবং বেশি প্রফিট লাভ করতে পারবেন।

kdipon01
2019-03-04, 12:43 AM
উপযুক্ত টাইম এ ট্রেড করার জন্য আপনাকে নিজেদেরকে ঘুম বাদ দিয়ে সকাল দুপুর খালি কথার কথা বলে যেতে হবেজমিদারি দেব

kdipon01
2019-03-04, 12:44 AM
যত কিছুই হোক আপনি যদি সোনা নিয়ে ট্রেড করে থাকেন কোনদিনই অন্য কোন পেয়ার ট্রেড করবেন না বিষয়বস্তুর দিকে লক্ষ্য রাখবেন সব দিকে সবসময় সোনা পাওয়ার দিকেই লক্ষ্য রাখবেন আর তার সব থেকে উপযুক্ত টাইম রাত বারোটার পর এবং সকাল 5 টার আগে

MdPiashHasan6080892
2019-03-08, 02:52 AM
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। শনিবার আর রবিবার এ ফরেক্স মার্কেট বন্দ থাকে। এই ২ দিন ছাড়া আপনি যেকোন দিন যে কোন সময় ই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। তবে বিকেল থেকে রাত ১১ টা পরজন্ত মার্কেট বেসি মুভমেন্ট করে।এই সময় ট্রেড করাই ভাল।

Mazharul777
2019-05-28, 08:19 PM
আমরা জানি ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তবে সবসময় মুভমেন্ট ভাল থাকে না কিছু কিছু সময়ে ভাল মুভমেন্ট থাকে যেমন: নিউইয়র্ক সেশন, লন্ডন সেশন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকাল ৪টা আবার সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত। যারা স্ক্যালপিং করেন তারা সাধারণত এই টাইমগুলোতে ট্রেড করে থাকেন বেশী প্রফিটের জন্য। লং টাইমে ট্রেড করলে সেশন দেখার প্রয়োজন হয় না যেকোন সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করা যেতে পারে। লং টাইমফ্রেমের ট্রেড সাধারণ ২/৩দিন থেকে শুরু করে ১/২ সপ্তাহ বা মাস ব্যাপীও চলতে থাকে।

souravkumarhazra6763
2019-06-06, 10:44 AM
আমার কাছে ট্রেড করার উপযুক্ত কোন সময় নেই,আমি আমার এন্যালাইসিস অনুসরন করে ট্রেড নিই,যখন আমি আমার ট্রেড এর কনফারমেশন পাই ঠিক তখন আমি মার্কেট এ এন্ট্রি নিয়,আমার কাছে ট্রেড করার দিন বা রাত নেই আমি মনে করি ট্রেড সব সময় করা যাই ভালো কনফারমেশন পাওয়া গেলে।

samun
2019-06-08, 11:13 AM
প্রতিটা ব্যবসায়ের নিদ্রিস্ট একটা সময় থাকে।যে সময়টা মারকেট জমজমাট থাকে।সেই সময়টাকে কাজে লাগাতে পারলে ভালো কিছু আশা করা সম্ভব। ফরেক্স মার্কেট এর একটি নির্দিষ্ট সময় আছে যখন মার্কেটে ট্রেড করলে বড় ধরনের লাভ / ক্ষতি হবার সম্ভাবনা আছে।সপ্তাহে 5 দিন দুপুর 2 টা থেকে 5 টা, 7 টা থেকে 11, টা পর্যন্ত ফরেক্স মার্কেট উঠানামা করে। এই সময় যদি কেউ মার্কেট ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করে তবে লাভ করা সম্ভব।কিন্তু মার্কেট সম্পর্কে না বুঝে ট্রেড করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতএব যখন ট্রেড করবো তখন সময় বুঝে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করবো।

TanjirKhandokar1994
2019-06-08, 01:27 PM
আমার কাছে মনে হয় ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। তবে আমি এটাও মনে করি বা যানি যে প্রতিটি ব্যাবসার ক্রয় বিক্রয়এর একটা সময় থাকে।অথবা মৌসুম। তবে এখানে ফরেক্স মার্কেটে সপ্তাহে পাঁচ দিন ২৪ ঘন্টা খোলা থাকে এবং সেই সময় ট্রেড করা যায়। কিন্তু আমার মবে হয় দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমাদের বাংলাদেশের জন্য ট্রেড করার একটি গুরুত্বপূর্ণ সময়। কেননা এই সময় মার্কেট বেশি মুভ করে থাকে।

SOMARANITHAKUR1995
2019-06-13, 09:41 PM
ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করছেন দেখা যায় তার কখনো মূল্য বৃদ্ধি পায় আবার কখনো মূল্য হ্রাস পায়। এই মূল্য হ্রাস বৃদ্ধি টা ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। এইজন্য ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করে নিতে হয়। এনালাইসিস অনুযায়ী যদি মনে করেন বাজার ট্রেড করার উপযোগী ঠিক তখনই ট্রেড ওপেন করা উচিত। তবে কিছু কিছু সময়ে মুদ্রার প্রাইস বেশি ওঠা-নামা করে অর্থাৎ এই সময় মুদ্রা কেনাবেচা বেশি হয়। তবে আমি মনে বিশেষ করে দুপুর 2 টা থেকে রাত 10 টা পর্যন্ত।

KaziBayzid162
2019-06-14, 12:44 PM
ট্রেড করার কোন নির্দিষ্ট বা বাধা ধরা কোন সময় নেই, তবে আমার মতে দুপুর 2 টা থেকে রাত 10 টা ভিতরে ট্রেড করা উচিত কেননা এই সময় মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট করে থাকে, আর এই সময় যদি আপনি ট্রেড ভাই বা সেল যেটাই করেন না কেন লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আমি মনে করি ট্রেডিং এর উপযুক্ত সময় হচ্ছে দুপুর 2 টা থেকে রাত 10 টা, তবে আপনি চাইলে গভীর রাতে ট্রেড করতে পারেন কেননা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে বা পরিবেশটা ঠান্ডা থাকে তখন ঠান্ডা মাথায় বিচার-বিশ্লেষণ করে ঠিক করা যায়,

ARIFULISLAM1996
2019-06-21, 11:02 PM
ফরেক্স করার জন্য নির্ধারিত কোনো সময়সীমা নেই।সপ্তাহে দুই দিন বাদে প্রতিদিনই ফরেক্স করতে পারবেন এবং ফরেক্স মার্কেট দিন-রাত 24 ঘন্টায় খোলা থাকে। তবে কিছু কিছু সময় আছে যে সময় গুলোতে মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। সেই সময় গুলো কে কাজে লাগিয়ে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে বিশ্বের বিভিন্ন দেশের ট্রেডাররা ট্রেড করে থাকেন। একেক দেশের টাইম জোন একেক রকম হয়ে থাকে। তাই ফরেক্স মার্কেট দিন রাত খোলা থাকে। আপনি আপনার সময় বুঝে ফরেক্স এর সময় দিতে পারবেন।তবে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার মাঝামাঝি মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। আমি এই সময়গুলোতে ট্রেড করে থাকি।এর চেয়েও যদি কারো বেশি ভালো জানা থাকে তাহলে তাদের মতামত আশা করছি।

KANIZFATEMA1997
2019-06-22, 02:48 PM
সব ব্যবসারই কিছু সময় আছে যখন কেনা বেচা করলে লাভ বেশী হয় তেমনি ফরেক্সেট্র্রেড করার সময় হল সপ্তাহে পাঁচ দিন ।শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে । সুতরাং যে পাঁচদিন মার্কেট খোলা থাকে তার ও সব সময়ে ট্র্রেড করা যায় না । ট্র্রেড করার সময়ে হল দুপুর থেকে রাত দশটা পর্যন্ত । আর অন্য সময়ে মার্কেট মুভমেন্টট কম করে । অতএব আমরা যখনই ট্র্রেড করব বুঝে শুনে ট্র্রেডকরব যাত করে সমস্যা পড়তে হয় না ।
তবে দুপুর২-৩,সণ্ধ্যা ৭-৮,রাত ১১-১২টায় করলে ভালো হবে বলে আমি মনে করি।

MANIK6642
2019-06-23, 04:42 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার নির্দিষ্ট কিংবা বাধাধরা সময় নেই।আপনি সপ্তাহের শনি ও রবিবার বাদে ৫ দিনই ২৪ ঘন্টা যেকোন সময় ট্রেড করতে পারেন।তবে ট্রেড সবসময় করলে লাভ হবেনা।আপনি নিউজ যখন রিলিজ হয় সেই সময়টাতে মার্কেটের মুভমেন্ট অনেক ভাল থাকে তখন ট্রেড করতে পারেন।অর্থাৎ মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করতে পারলে ভাল প্রফিট করা যায়।আর সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আপনি ট্রেড করতে পারেন কারণ এই সময়টাতে মার্কেটের মুভমেন্ট ভাল থাকে কারণ তখন লন্ডন এবং নিউইয়র্কে মার্কেট এর প্রভাব পড়ে।তাই আপনি চাইলে এই সময়টাকেও বেছে নিতে পারেন ট্রেডিং এর জন্য।

1998am
2019-07-30, 10:36 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আপনি যে কোন সময় আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন কারন ফরেক্স মার্কেটে পাচ দিনের ২৪ ঘন্টাই খোলা থাকে। আর আপনি যেকোন সময় এই পাচ দিনের মধ্য ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি নিয়মিতি ইনাকাম করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে।

KF84
2019-07-30, 10:51 PM
অনেক সদস্যরাই যে সময়ের কথা উল্লেখ করেছেন তা ফরেক্স মার্কেটের নিউজ আওয়ারের সময় । এই সময়গুলোতে মার্কেট দ্রুত উঠা নামা করে । এই সময়ে ট্রেড করলে যেমন লাভ হওয়ার সম্ভাবনা বেশী তার চেয়ে বেশী সম্ভাবনা হল লস খাওয়া । কারণ এই সময়ে মার্কেট মুভমেন্টের নির্দিষ্ট কোন প্যাটার্ন থাকে না তাই অনেক সময়ই এনালাইসিস অনুযায়ী ফল পাওয়া যায় না । ফরেক্সে অনেক অভিজ্ঞ ট্রেডাররাও এই সময়ে এড়িয়ে চলতে চান বিশেষ করে যারা ফরেক্সে অনেকদিন যাবত টিকে থাকতে চান । তাই বলব একটু বেশী লাভের আশায় নিজের ক্যাপিটাল কে রিস্কে ফেলবেন না । আর যদি কেউ রিস্ক নিতে চান তাহলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করুন এবং অবশ্যই স্টপ লস ব্যবহার করুন ।

IFXmehedi
2019-07-31, 12:42 AM
ভাই আমি আপনার সাথে একমত । আমি আসলে একজন পজিসন ট্রেডার এবং আমি লং টার্ম ট্রেডিং করতে ভালবাসি । লং টার্ম ট্রেডিং আসলে কম লাভজনক হলেও রিস্ক অনেক কম । আমার মনে হয় যেকোনো নিউজ আওর এর পরে আপনি ভাল ভাবে মার্কেট এনাল্যসিস করলে ট্রেড করার উপযুক্ত টাইম পেয়ে যাবেন এবং ট্রেন্ড অনুসারে ট্রেড করতে পারবেন ।

Rion
2019-07-31, 10:12 AM
আমার মতে ফরেক্স মার্কেট এ সব সময় ট্রেড করতে পারবেন তবে বাংলাদেশ সময় সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টেড করলে ভাল করবেন কারন এই সময় ফরেক্স মার্কেট ভাল মুভ করে তাই এই সময় ট্রেড করলে আপনি ভাল লাভ করতে পারছেন আর আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে প্রতিদিন সকাল এ চাট দেখে ট্রেড করতে পারেন আপনি কোন সময় ট্রেড করবেন এটা নিরভর করে আপনার ট্রেডিং সিস্টেম এর উপর।

Hredy
2019-07-31, 04:06 PM
ফরেক্স এ সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা যে কোন সময় ট্রেড করা যায়। তবে এর মধ্যে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেট মুভমেন্ট বেশি হয়ে থাকে এই সময়ে ট্রেড করলে লাভ লস বেশি হয়ে থাকে। অন্যান্য সময়ে মার্কেট মুভমেন্ট কম থাকে। এজন্য আমি মনে করি সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা এর মধ্যে ট্রেড করা ভালো।

DJSUMON777
2019-07-31, 08:11 PM
ফরেক্স এ ট্রেড করার জন্য কোন উপযুক্ত সময় নেই। ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে শনিবার এবং রবিবার বন্ধ থাকে। বাকি পাঁচ দিনের 24 ঘন্টাই মার্কেট ওপেন থাকে আপনি এর যে কোন সময়ে ট্রেড করতে পারেন। আপনি কখন ট্রেড ধরবেন এটা সম্পূর্ণ নির্ভর করে মার্কেটে মুভমেন্ট এর উপর। মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করতে হয়।

sofiz
2019-09-14, 10:49 PM
আমরা সকলেই জানি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । ফরেক্স মার্কেটে সাধারনত চারটি সেশন রয়েছে । এই চারটি সেশনের মধ্যে আমার মতে নিউইয়র্ক সেশনে ট্রেড করা সবচেয়ে ভাল ।মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম । তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।

reser
2019-09-17, 10:51 PM
হ্যা ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা অনেকে অনেক টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,তাই আমি ফরেএক্স ট্রেডিং করি আমাদের বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত, এই সময়ে ট্রেডার বেশি ট্রেডিং করে থাকে ফরেক্স মার্কেট এ।

bravtrader
2019-09-17, 11:30 PM
আমাদের সর্বোত্তম সময়ের জন্য ধৈর্য থাকা উচিত আমাদের জানা উচিত যে আমরা যদি ট্রেডের জন্য নিখুঁত সময় এবং দিন সন্ধান করতে থাকি তবে আমরা সফল হবো না, বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের যতটুকু নিখুঁত কিছুই নেই, তাই আমাদের যা করা উচিত তা হ'ল আমাদের আসলে কী তা জানা, জেনে রাখা আমাদের জন্য কী কাজ করে এবং তারপরে সঠিক উপায়ে এটি ব্যবহার করে।

KGF3010
2020-04-23, 11:47 AM
ফরেক্স মার্কেট যেহেতু গ্লোবাল কারেন্সি নিয়ে কাজ করে, তাই প্রতিটা দেশের ইকোনমি নিয়ে ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্ত কিছু দেশের মুদ্রা বিশ্ব মার্কেট এ অনেক প্রভাব বিস্তার করে, তাই ওই দেশের মুদ্রার প্রতি ,সার্বিক অবস্থার প্রতি বিশেষ নজর রাখা উচিত। আর এদের সেশন গুলোতে প্রাইস ভালো মুভমেন্ট করে তাই ওই সেশন গুলোতে ট্রেড করে ভালো লাভবান হওয়া যায়।

Rion83
2020-04-23, 11:59 AM
ট্রেডিং করার সবচেয়ে ভাল সময় হচ্ছে বাংলাদেশের সময় অনুসারে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারটা পযর্ন্ত । কারন এ সময় মার্কেট নিউইয়র্ক সেশনে থাকে । আর এই সেশনে মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে । ফলে সহজেই মুনাফা অর্জন করা যায় । ট্রেডিং প্লান এবং সুবিধা অনুসারে নিজের ট্রেডিং প্লান গড়ে তুলতে হবে ।

Fardin02
2020-04-23, 12:03 PM
যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন টাইম টেবল নাই । তবে রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক উপযুক্ত সময়

FREEDOM
2020-04-23, 12:42 PM
ট্রেড করার জন্য ভালো সময় হতে পারে দুপুর দুইটার পর থেকে রাত দশটা পর্যন্ত যেকোন সময়ের মধ্যে। কারন এই সময়ের মধ্যে মার্কেট মুভমেন্ট ভালো হয়। তাই এই সময়ের মধ্যে মার্কেট এনালাইসিস করে যখন সুবিধা হবে এবং ভালো ট্রেড পজিশন পাওয়া যাবে ঠিক তখনই ট্রেড এন্ট্রি করে নিতে পারেন। আমি সাধারনত এই সময়ের মধ্যেই ট্রেড করার চেষ্টা করি।

Dibakar Biswas
2020-04-23, 01:13 PM
প্রত্যেকটি পেয়ারের জন্য আলাদা সময় আছে। কোন পেয়ারে দুপুরে মুভমেন্ট বেশি থাকে আবার অন্য কোন পেয়ারে হয়তো বিকালে বেশী থাকে । তাই আগে আপনাকে পেয়ার সিলেক্ট করতে হবে । যেমন আপনি যদি ইউরো ট্রেড করেন হবে আপনাতে আগে জানতে হবে ইউরোপ মার্কেট ওপেন হয় কখন । সাধারনত মার্কেট সে দেশের সকাল ৯.০০ টার সময় থেকে ভালো মুভমেন্ট করে । আবার অনেক সময় ক্লোজিং এর সময়ও বেশি ওঠানামা করে । তাই আমি বলব আগে পেয়ার সিলেক্ট তারপর সে দেশের মার্কেট ওপেনিং টাইম জেনে সেই সময় ট্রেড করুন। তবে সব সময় নিউজ টাইমে সতর্ক থাকবেন ।

martin
2020-04-28, 02:54 PM
ফরেক্সে ট্রেড করার জন্য ঐ ভাবে ধরা বাধা কোন বিশেষ সময় বা মূহত্ব নেই তবে ভাল প্রফিট লাভ করার জন্য ফরেক্সে ট্রেড করতে হয় সেই সকল সময়ে যে ময়ে মার্কেট বড় ধরনের মুভমেন্ট করবে আর এটি কখন সংগঠিত হবে তা বুঝতে হলে প্রথমে আপনাকে মার্কেট অ্যানালাইসিস কি এবং কিভাবে করতে হয় এটির ব্যাপারে পরিপূর্ন জ্ঞান লাভ করতে হবে।সর্বপরি মার্কেট বুঝে সঠিক সময়ে ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে হলে পরিপূর্ন ট্রেডিং জ্ঞানের কোন বিকল্প নেই।

Kane
2020-04-28, 04:32 PM
প্রতিটি পেশার একটা নির্দিষ্ট টাইম থাকে যেটা ঐ ব্যাবসার বেস্ট টাইম।ওই সময় টাকে ধরে কাজ করলে সাফল্য আসবেই,তাই আমাদের এনালাইসিস করে সেই দিক গুলো খেয়াল রাখতে হবে।

Fxxx
2020-04-28, 04:57 PM
আপনি ফরেক্স মার্কেট এ সব সময় ট্রেড করতে পারবেন তবে বাংলাদেশ সময় সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টেড করলে ভাল করবেন কারন এই সময় ফরেক্স মার্কেট ভাল মুভ করে তাই এই সময় ট্রেড করলে আপনি ভাল লাভ করতে পারছেন আর আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে প্রতিদিন সকাল এ চাট দেখে ট্রেড করতে পারেন আপনি কোন সময় ট্রেড করবেন এটা নিরভর করে আপনার ট্রেডিং সিস্টেম এর উপর

Jid13
2020-04-29, 12:21 AM
আমার কাছে মনে হয় ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। তবে আমি এটাও মনে করি বা যানি যে প্রতিটি ব্যাবসার ক্রয় বিক্রয়এর একটা সময় থাকে।অথবা মৌসুম। তবে এখানে ফরেক্স মার্কেটে সপ্তাহে পাঁচ দিন ২৪ ঘন্টা খোলা থাকে এবং সেই সময় ট্রেড করা যায়। কিন্তু আমার মবে হয় দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমাদের বাংলাদেশের জন্য ট্রেড করার একটি গুরুত্বপূর্ণ সময়। কেননা এই সময় মার্কেট বেশি মুভ করে থাকে।

Soh1952
2020-08-10, 08:02 PM
ফরেক্স মার্কেট যেহেতু গ্লোবাল কারেন্সি নিয়ে কাজ করে, তাই প্রতিটা দেশের ইকোনমি নিয়ে ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্ত কিছু দেশের মুদ্রা বিশ্ব মার্কেট এ অনেক প্রভাব বিস্তার করে, তাই ওই দেশের মুদ্রার প্রতি ,সার্বিক অবস্থার প্রতি বিশেষ নজর রাখা উচিত। লং টাইমে ট্রেড করলে সেশন দেখার প্রয়োজন হয় না যেকোন সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করা যেতে পারে। লং টাইমফ্রেমের ট্রেড সাধারণ ২/৩দিন থেকে শুরু করে ১/২ সপ্তাহ বা মাস ব্যাপীও চলতে থাকে।

Mas26
2020-08-10, 10:23 PM
ট্রেড সময়

প্রতিটি ব্যবসায় কিছু নিদিষ্ট সময় বেচা কেনা ভাল বা মন্দ হয় তেমনি ফরেক্স ভাল মন্দ হয়। আপনি যদি বেশি লাভ করতে চান তবে হট সময় দুপুর ২-৩টা, ৫-৬টা, ৭-৮টা, ১০-১১টা এই সময় গুলো বেশি উঠা নামা করে এতএব লাভ বেশি আবার লস বেশি।

[url]https://www.facebook.com/bdforex[/url

opudey
2020-08-10, 11:00 PM
প্রতিটি ট্রেডার তার সুবিধা অনুযায়ী ট্রেড করে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড যেকোনো সময় করা যায় তবে এটি করার জন্য প্রায় সকলেই নির্দিষ্ট একটি সময় বেছে নেয়। ফরেক্সে প্রাইস সকল সময় ওঠানামা করে। তবে দুপুরের পর থেকে রাত দশটা পর্যন্ত মার্কেটের মুভমেন্ট বেশি থাকে। তাই নিজের সুবিধা অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় বেছে নেওয়া উচিত।

ABDUSSALAM2020
2020-08-10, 11:17 PM
ফরেক্স ট্রেড করার জন্য সব সময় উন্মুক্ত কারন ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে তবে মার্কেটে মুদ্রার দাম কম অথবা বেশি থাকে তবে ফরেক্স ট্রেড আপনি সব সময় করতে পারবেন।

Md.shohag
2020-08-10, 11:53 PM
ট্রেড করার জন্য নির্দিষ্ট সময় আছে কিন্তু ফরেক্সে অনলাইনে সব সময় ট্রেড করা যায়। ফরেক্সে টেড করা সব চেয়ে ভাল সময় হচ্ছে সন্ধা ৭-১২ এবং সকাল ৬-১২ পর*্যন্ত। কারন এই সময় ফরেক্স মার্কেট ক্রিটিকাল অবস্তাই থাকে। অনেক লাভ বা অনেক লস হতে পারে।

Starship
2020-08-11, 12:03 AM
ফরেক্স ট্রেড করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই সপ্তাহে পাঁচদিন টুয়েন্টি ফোর আওয়ার এখানে ট্রেড করা যায়। তবে একটা নির্দিষ্ট সময়ে মার্কেট বেশি মুভমেন্ট করে থাকে। এর জন্য ফরেক্স মার্কেটে চারটি স্টেশনে ভাগ করা হয়েছে। প্রথমটি হল নিউইয়র্ক সেশন, দ্বিতীয়ত সিডনি সেশন, তৃতীয়ত লন্ডন সেশন, চতুর্থত টোকিও সেশন। সাধারণত এই সেশন আওয়ারে অন্যান্য সময়ের তুলনায় বেশি মার্কেট উঠানামা করে।

milu
2020-08-11, 10:28 AM
আপনি ফরেক্স মার্কেট এ সব সময় ট্রেড করতে পারবেন তবে বাংলাদেশ সময় সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টেড করলে ভাল করবেন কারন এই সময় ফরেক্স মার্কেট ভাল মুভ করে তাই এই সময় ট্রেড করলে আপনি ভাল লাভ করতে পারছেন আর আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে প্রতিদিন সকাল এ চাট দেখে ট্রেড করতে পারেন।তবে ট্রেড করার ক্ষেত্রে উপযুক্ত সময় হল দিনের বেলা দুপুরের পর আর রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে মার্কেটের মুভ একটু একটু করে বেশি হতে শুরু করে তখন এই সময়গুলোতে আপনি ট্রেডে যেতে পারেন । সুতরাং উপযুক্ত সময় নির্ণয় করে ট্রেড করা আমাদের সকলের একটা গুরু দায়িত্ব বলে আমি মনে করি ।

konok
2020-08-11, 11:58 AM
যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।

muslima
2020-08-12, 01:57 AM
২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন টাইম টেবল নাই । তবে রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক উপযুক্ত সময় । যে পাঁচদিন মার্কেট খোলা থাকে তার ও সব সময়ে ট্র্রেড করা যায় না । ট্র্রেড করার সময়ে হল দুপুর থেকে রাত দশটা পর্যন্ত । আর অন্য সময়ে মার্কেট মুভমেন্টট কম করে । অতএব আমরা যখনই ট্র্রেড করব বুঝে শুনে ট্র্রেডকরব যাত করে সমস্যা পড়তে হয় না ।

jimislam
2020-09-06, 01:41 PM
ভাই ফরেক্স ট্রেডিং এর জন্য উপযুক্ত কিংবা নির্ধারিত কোন সময় নেই। আপনার যদি এই মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা কিংবা ভালো ধারনা থাকে তাহলে আপনি যে কোন সময়ে ট্রেড করে প্রফিট নিতে পারবেন। আপনি ভাল লাভ করতে পারছেন আর আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে প্রতিদিন সকাল এ চাট দেখে ট্রেড করতে পারেন আপনি কোন সময় ট্রেড করবেন এটা নিরভর করে আপনার ট্রেডিং সিস্টেম এর উপর

sss21
2020-09-06, 02:02 PM
যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন টাইম টেবল নাই । তবে রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক উপযুক্ত সময় ।

KAZIMAJHARULISLAM
2020-09-06, 02:05 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার।এখানে সাধারণত চারটা টাইমফ্রেমে বা পেয়ারে কাজ করা হয়ে থাকে।প্রতিটা মুহূর্তেই এই কারেন্সির মানের পরিবর্তন হয় বলে,একেক দেশের সাধারণত এক একটা টাইমফ্রেমে কাজ করলে বেশি পরিমাণ প্রফিট উপার্জন করা যায়।বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি 4 টা থেকে রাত 10 টা পর্যন্ত টাইমফ্রেমে কাজ করলে তুলনামূলক প্রফিট উপার্জন করতে পারবেন। এছাড়াও আপনি আপনার সুবিধামতো যেকোনো প্রাইম টাইমে কাজ করতে পারেন। এছাড়া আপনি এই টাইমফ্রেম ছাড়াও, চাইলেই শর্ট টাইম ফ্রেমে ও কাজ করতে পারেন।

Sakib42
2020-09-06, 02:09 PM
ট্রেড সময়

প্রতিটি ব্যবসায় কিছু নিদিষ্ট সময় বেচা কেনা ভাল বা মন্দ হয় তেমনি ফরেক্স ভাল মন্দ হয়। আপনি যদি বেশি লাভ করতে চান তবে হট সময় দুপুর ২-৩টা, ৫-৬টা, ৭-৮টা, ১০-১১টা এই সময় গুলো বেশি উঠা নামা করে এতএব লাভ বেশি আবার লস বেশি।

https://www.facebook.com/bdforex

আমার মত ট্রেড করার কোনো উপযুক্ত সময় নেই সপ্তাহে দুই দিন বন্ধ থাকে এছাড়া যে কোনো সময় আপনি ট্রেড করতে পারবেন তার জন্য আপনার কোন সময় নির্ধারণ করা লাগবে না যারা বলে যে যেই সময় দেখিয়ে সোনার মার্কেট মুভমেন্ট করে তারা একদম না জেনেই বলে কারণ মার্কেট মুভমেন্ট থেকে সমান হতে পারে এবং এর পিছনের নিউজ ট্রেডিং এর ভূমিকা থাকে তাই তাদের কথা না শুনে নিউজ ট্রেডিং করুন দেখবেন আপনার সফলতা অর্জন করতে পেরেছেন এবং মার্কেটে কোন সময় মন্তব্যটি কোন নির্দিষ্ট সময়সীমা নেই যে এই সময়ে মধ্যে এটি এদিকে যাবে

Fahmida1
2020-09-12, 11:31 AM
যে কোন ব্যবসায় লাভ করার একটা উপযুক্ত সময় থাকে তেমনি ফরেক্স ফোরামের ক্ষেত্রেও ট্রেড করার জন্য একটা উপযুক্ত সময় রয়েছে। যেটা ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে জানা যায় ফরেক্স মার্কেট কোন সময়টাতে মুভমেন্ট বেশি হয়ে থাকে সে অনুযায়ী ট্রেড করলে সেটাই হবে উপযুক্ত সময়। এমনকি ফরেক্স নিউজ গুলো সম্পর্কে অনুসরণ করে ফরেক্সের ট্রেড করা ভাল।

jimislam
2020-09-12, 11:56 AM
মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম । তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে প্রতিদিন সকাল এ চাট দেখে ট্রেড করতে পারেন আপনি কোন সময় ট্রেড করবেন এটা নিরভর করে আপনার ট্রেডিং সিস্টেম এর উপর

tutul07
2020-09-27, 10:00 AM
আপনি ভাল লাভ করতে পারছেন আর আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে প্রতিদিন সকাল এ চাট দেখে ট্রেড করতে পারেন আপনি কোন সময় ট্রেড করবেন এটা নিরভর করে আপনার ট্রেডিং সিস্টেম এর উপর ।আমি এই সময়গুলোতে ট্রেড করে থাকি।এর চেয়েও যদি কারো বেশি ভালো জানা থাকে তাহলে তাদের মতামত আশা করছি।

Sid
2020-09-28, 05:20 PM
নিউজ রিলিজ হয় তখন কিন্তু অনেক উথানামা করে আর দুপুর ২ টা থেকে রাত পর্যন্ত মার্কেট অনেক উথানামা করে। তাই আমাদের সেই সময় ট্রেড করা উচিৎ। কারন এ সময় লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে।

zakia
2020-10-04, 03:43 PM
ফরেক্স মার্কেট যেহেতু গ্লোবাল কারেন্সি নিয়ে কাজ করে, তাই প্রতিটা দেশের ইকোনমি নিয়ে ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্ত কিছু দেশের মুদ্রা বিশ্ব মার্কেট এ অনেক প্রভাব বিস্তার করে, তাই ওই দেশের মুদ্রার প্রতি ,সার্বিক অবস্থার প্রতি বিশেষ নজর রাখা উচিত। আর এদের সেশন গুলোতে প্রাইস ভালো মুভমেন্ট করে তাই ওই সেশন গুলোতে ট্রেড করে ভালো লাভবান হওয়া যায়। ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। শনিবার আর রবিবার এ ফরেক্স মার্কেট বন্দ থাকে। এই ২ দিন ছাড়া আপনি যেকোন দিন যে কোন সময় ই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। তবে বিকেল থেকে রাত ১১ টা পরজন্ত মার্কেট বেসি মুভমেন্ট করে।এই সময় ট্রেড করাই ভাল।

Suriya Sultana Hira
2020-10-04, 04:09 PM
ফরেক্স ট্রেডিং মার্কেটে ট্রেড করার জন্য কোনো প্রকার সময় নির্ধারণ করে থাকে হয়নাই । ফরেক্স ট্রেডিং মার্কেট রাত দিন ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিন খোলা থাকে । শুধুমাত্র শনিবার ও রবিবার এই দুই দিন বাদে বাকি ৫ দিনের যেকোনো সময় আপনি ট্রেড করতে পারবেন । তবে কিছু কিছু সময় আছে সেই সময়ে মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে আর তখন যদি ট্রেড করা যায় তাহলে হয়তো বেশি লাভ করা যায় । এছাড়া নির্দিষ্ট করে কোনো সময় নির্ধারণ করা নাই,,,,, ধন্যবাদ ।

EmonFX
2020-10-05, 01:18 PM
আমি মনে করি সপ্তাহের ৫ দিনের ২৪ ঘন্টাই ট্রেড করার জন্য উপযুক্ত সময়। তারপরেও ব্যক্তি ক্ষেত্রে এটা বিভিন্ন রকম নির্ধারিত হয়ে থাকে। একেক জনের ট্রেডিং করার সময় একেক রকেম। একজন ট্রেডার কখন ট্রেড করবেন করবেন সেটা নির্ভর করে তার সময় ও সুযোগ উপর। এক এক জনের সময়-সুযোগ ও ট্রেডিয় সাইক্লোজি এক এক ধরনের। আমদের একেক জনের ট্রেডিং সাইক্লোজির পার্থাক্যটা অনেক বেশি কারন আমাদের শেখার মাধ্যমটা ভিন্ন ভিন্ন। আমি মনে করি মার্কেট খোলার প্রথম দিন ও মার্কেট ক্লোজিং এর দিন ট্রেড থেকে বিরত থাকা ভালো। বিভিন্ন ট্রেডিং সেশনের মধ্যে আমেরিকান সেশন আমার কাছে ভালো মনে হয়। এই সময়ে অস্ট্রেলিয়া, টোকিও ও লন্ডন মার্কেট বন্ধ থাকে তাই মার্কেটের গতি প্রকৃতি বেশির ভাগ আমেরিকা সেশনে সিফট হয়ে থাকে।

এক এক জন ট্রেডার একেক সেশনে ট্রেড করেন। যারা শুধু মেজন কারেন্সি পেয়ারে ট্রেড করেন তাদের জন্য আমেরিকান সেশনই বেস্ট ট্রেডিং সেশন। সময়ের পার্থাক্যের কারনে বাংলাদেশ সময় সন্ধা ছয়টায় আমেটিকান সেশন শুরু হয়। তাই এই সময় ট্রেড নিলে সারাদিন মার্কেট পর্যবেক্ষন করা যায়। তাই আমি মনে করি এসব বিষয় মাথায় রেখে ট্রেডিং করা উচিৎ। সর্বোপরি বলা যায় আপনি যদি দ্ক্ষ ট্রেডার হন তাহলে পাঁচ দিনের চব্বিশ ঘন্টাই আপনার জন্য উপযুক্ত সময়।

zakia
2020-10-07, 03:53 PM
যারা ইন্ট্রেডে ট্রেডার তারা স্ক্লাপিং করেন। এবং সারা দিন সাধারন্ত ট্রেড খুজতে থাকেন। কিন্তু লন্ডন শেশনে বসলেও ভালো ট্রেড পাওয়া যায়। বাংলাদেশ সময় ১১ টার পর থেকে মোটামুটি মার্কেট মুভ করে থাকে। তারপর দুপুরের পর থেকে আরো বেশী মার্কেট মুভ করে। ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন টাইম টেবল নাই । তবে রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক উপযুক্ত সময় ।

FRK75
2020-12-16, 10:08 AM
ফরেক্স মার্কেট যেহেতু গ্লোবাল কারেন্সি নিয়ে কাজ করে, তাই প্রতিটা দেশের ইকোনমি নিয়ে ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্ত কিছু দেশের মুদ্রা বিশ্ব মার্কেট এ অনেক প্রভাব বিস্তার করে, তাই ওই দেশের মুদ্রার প্রতি ,সার্বিক অবস্থার প্রতি বিশেষ নজর রাখা উচিত। আর এদের সেশন গুলোতে প্রাইস ভালো মুভমেন্ট করে তাই ওই সেশন গুলোতে ট্রেড করে ভালো লাভবান হওয়া যায়।

Suruj
2020-12-16, 11:12 AM
ফরেক্স করার জন্য নিদির্ষ্ট কোনো সময় নেই । আপনার যখন ইচ্ছা আপনি তখন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন । ফরেক্স েএমন একটি ব্যবসা যে এখানে যতবেশি অভিজ্ঞ সে তত তাড়াতাড়ি ফরেক্স এ সফপলতা লাভ করতে পারবে । আপনি যদি ফরেক্স এ অভিজ্ঞ হন তাহলে আপনি যেকোনো সময় ট্রেড করে ফরেক্স থেকে টাকাট আয় করতে পারবেন ।

JOCKY
2020-12-16, 12:48 PM
যত কিছুই হোক আপনি যদি সোনা নিয়ে ট্রেড করে থাকেন কোনদিনই অন্য কোন পেয়ার ট্রেড করবেন না বিষয়বস্তুর দিকে লক্ষ্য রাখবেন সব দিকে সবসময় সোনা পাওয়ার দিকেই লক্ষ্য রাখবেন আর তার সব থেকে উপযুক্ত টাইম রাত বারোটার পর এবং সকাল 5 টার আগে

Sun
2020-12-22, 04:09 PM
জখন নিউজ রিলিজ হয় তখন কিন্তু অনেক উথানামা করে আর দুপুর ২ টা থেকে রাত পর্যন্ত মার্কেট অনেক উথানামা করে। তাই আমাদের সেই সময় ট্রেড করা উচিৎ। কারন এ সময় লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে।

sss21
2021-02-23, 10:08 PM
ফরেক্স মার্কেট যেহেতু গ্লোবাল কারেন্সি নিয়ে কাজ করে এজন্য প্রতিটা দেশের ইকোনমি নিয়ে ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্ত কিছু দেশের মুদ্রা বিশ্ব মার্কেট এ অনেক প্রভাব বিস্তার করে, তাই ওই দেশের মুদ্রার প্রতি ,সার্বিক অবস্থার প্রতি বিশেষ নজর রাখা উচিত। আর এদের সেশন গুলোতে প্রাইস ভালো মুভমেন্ট করে তাই ওই সেশন গুলোতে ট্রেড করে ভালো অর্থ আয় ও সফল ট্রেডার হওয়া সম্ভব।

Smd
2021-05-07, 06:58 AM
ফরেক্স মার্কেটে সাধারনত চারটি সেশন রয়েছে । এই চারটি সেশনের মধ্যে আমার মতে নিউইয়র্ক সেশনে ট্রেড করা সবচেয়ে ভাল ।মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম । তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ।বাংলাদেশের সময় অনুসারে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারটা পযর্ন্ত । কারন এ সময় মার্কেট নিউইয়র্ক সেশনে থাকে । আর এই সেশনে মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে । ফলে সহজেই মুনাফা অর্জন করা যায় ।

FRK75
2021-09-08, 06:52 PM
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তবে সবসময় মুভমেন্ট ভাল থাকে না কিছু কিছু সময়ে ভাল মুভমেন্ট থাকে যেমন: নিউইয়র্ক সেশন, লন্ডন সেশন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকাল ৪টা আবার সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত। যারা স্ক্যালপিং করেন তারা সাধারণত এই টাইমগুলোতে ট্রেড করে থাকেন বেশী প্রফিটের জন্য। লং টাইমে ট্রেড করলে সেশন দেখার প্রয়োজন হয় না যেকোন সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করা যেতে পারে। লং টাইমফ্রেমের ট্রেড সাধারণ ২/৩দিন থেকে শুরু করে ১/২ সপ্তাহ বা মাস ব্যাপীও চলতে থাকে।

FRK75
2021-11-02, 10:35 AM
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তবে সবসময় মুভমেন্ট ভাল থাকে না কিছু কিছু সময়ে ভাল মুভমেন্ট থাকে যেমন: নিউইয়র্ক সেশন, লন্ডন সেশন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকাল ৪টা আবার সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত। যারা স্ক্যালপিং করেন তারা সাধারণত এই টাইমগুলোতে ট্রেড করে থাকেন বেশী প্রফিটের জন্য। লং টাইমে ট্রেড করলে সেশন দেখার প্রয়োজন হয় না যেকোন সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করা যেতে পারে। লং টাইমফ্রেমের ট্রেড সাধারণ ২/৩দিন থেকে শুরু করে ১/২ সপ্তাহ বা মাস ব্যাপীও চলতে থাকে।

Smd
2022-02-16, 10:55 PM
আমি আমার এন্যালাইসিস অনুসরন করে ট্রেড নিই,যখন আমি আমার ট্রেড এর কনফারমেশন পাই ঠিক তখন আমি মার্কেট এ এন্ট্রি নিয়,আমার কাছে ট্রেড করার দিন বা রাত নেই আমি মনে করি ট্রেড সব সময় করা যাই। আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করছেন দেখা যায় তার কখনো মূল্য বৃদ্ধি পায় আবার কখনো মূল্য হ্রাস পায়। এই মূল্য হ্রাস বৃদ্ধি টা ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। এইজন্য ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করে নিতে হয়। এনালাইসিস অনুযায়ী যদি মনে করেন বাজার ট্রেড করার উপযোগী ঠিক তখনই ট্রেড ওপেন করা উচিত। তবে কিছু কিছু সময়ে মুদ্রার প্রাইস বেশি ওঠা-নামা করে থাকে।

IFXmehedi
2022-02-17, 10:42 PM
আমি যেহেতু লং ট্রেড করি তাই নির্দিষ্ট সময় এর অপেক্ষা করি না। নির্দিষ্ট সময়ে যেহেতু মার্কেট বেশী উঠানামা করে তাই সেসময় লাভ অথবা লসের পরিমানও বেশি হতে বাধ্য। এ সময়ের মধ্যে ট্রেড করলে মানসিক অস্থিরতা বেশী থাকে যা লং ট্রেডের সময় থাকে না।

সত্যি কথা বলতে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই । অর্থাৎ আপনি ইচ্ছা করলে যেকোনো সময় ট্রেড করতে পারেন । আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টাই খোলা থাকে । আর এই সময়ের মধ্যে ই ট্রেড করতে পারা যায় । তবে এক্ষেত্রে মার্কেট টা কে সঠিকভাবে এনালাইসিস করে এবং মার্কেট মুভমেন্ট বুঝে তারপরে ট্রেড করা উচিত বলে আমি মনে করি । সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।

Mas26
2022-02-17, 11:27 PM
ট্র্রেড করার সময় হল সপ্তাহে পাঁচ দিন ।শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে । সুতরাং যে পাঁচদিন মার্কেট খোলা থাকে তার ও সব সময়ে ট্র্রেড করা যায় না । ট্র্রেড করার সময়ে হল দুপুর থেকে রাত দশটা পর্যন্ত । আর অন্য সময়ে মার্কেট মুভমেন্টট কম করে । অতএব আমরা যখনই ট্র্রেড করব বুঝে শুনে ট্র্রেডকরব যাত করে সমস্যা পড়তে হয় না ।

IFXmehedi
2022-02-20, 08:36 PM
প্রতিটি পেশার একটা নির্দিষ্ট টাইম থাকে যেটা ঐ ব্যাবসার বেস্ট টাইম।ওই সময় টাকে ধরে কাজ করলে সাফল্য আসবেই,তাই আমাদের এনালাইসিস করে সেই দিক গুলো খেয়াল রাখতে হবে।

একজন ফরেক্স ট্রেডার চাইলে যেকোন সময় ট্রেড করতে পারে *। আমরা যারা নিয়মিত ফরেক্স মার্কেটে কাজ করি তারা সকলেই জানি যে ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচদিন করে রাত দিন 24 ঘন্টা খোলা থাকে অর্থাৎ আপনি চাইলে এই সময়ের মধ্যে যেকোনো উপযুক্ত সময় বেছে নিয়ে ট্রেড করতে পারেন এতে কোনো বাধা নেই । তবে আমি মনে করি হুটহাট করে ট্রেড না করে বরং সঠিকভাবে মার্কেট বিবেচনা করে তারপরে ট্রেড করতে হয় । ফরেক্স মার্কেট সব সময় ওঠানামা করে আর এজন্যই মার্কেট পরিস্থিতি খেয়াল করে যেকোনো সময়ের মধ্যে ট্রেড করতে হয় ।

FREEDOM
2022-05-17, 10:48 AM
প্রতিটি পেশার একটা নির্দিষ্ট টাইম থাকে যেটা ঐ ব্যাবসার বেস্ট টাইম।ওই সময় টাকে ধরে কাজ করলে সাফল্য আসবেই,তাই আমাদের এনালাইসিস করে সেই দিক গুলো খেয়াল রাখতে হবে।

samun
2022-06-16, 11:26 AM
ফরেক্স ট্রেড করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই সপ্তাহে পাঁচদিন টুয়েন্টি ফোর আওয়ার এখানে ট্রেড করা যায়। তবে একটা নির্দিষ্ট সময়ে মার্কেট বেশি মুভমেন্ট করে থাকে। কারেন্সি নিউজ টাইমে মার্কেটের মুভমেন্ট বেশি থাকে। তাছাড়া ফরেক্স মার্কেটে চারটি স্টেশনে ভাগ করা হয়েছে। প্রথমটি হল নিউইয়র্ক সেশন, দ্বিতীয়ত সিডনি সেশন, তৃতীয়ত লন্ডন সেশন, চতুর্থত টোকিও সেশন। এই সেশন আওয়ারে অন্যান্য সময়ের তুলনায় বেশি মার্কেট উঠানামা করে। এছাড়া যেকোন সময় ট্রেড করলে লাভ করা সম্ভব।

FRK75
2023-02-11, 11:53 PM
ব্যবসারই কিছু সময় আছে যখন কেনা বেচা করলে লাভ বেশী হয় তেমনি ফরেক্সেট্র্রেড করার সময় হল সপ্তাহে পাঁচ দিন ।শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে । সুতরাং যে পাঁচদিন মার্কেট খোলা থাকে তার ও সব সময়ে ট্র্রেড করা যায় না । ট্র্রেড করার সময়ে হল দুপুর থেকে রাত দশটা পর্যন্ত । আর অন্য সময়ে মার্কেট মুভমেন্টট কম করে । অতএব আমরা যখনই ট্র্রেড করব বুঝে শুনে ট্র্রেডকরব যাত করে সমস্যা পড়তে হয় না ।
তবে দুপুর২-৩,সণ্ধ্যা ৭-৮,রাত ১১-১২টায় করলে ভালো হবে বলে আমি মনে করি।ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা অনেকে অনেক টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,তাই আমি ফরেএক্স ট্রেডিং করি আমাদের বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত, এই সময়ে ট্রেডার বেশি ট্রেডিং করে থাকে ফরেক্স মার্কেট এ।

FRK75
2023-08-30, 06:58 AM
ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করছেন দেখা যায় তার কখনো মূল্য বৃদ্ধি পায় আবার কখনো মূল্য হ্রাস পায়। এই মূল্য হ্রাস বৃদ্ধি টা ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। এইজন্য ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করে নিতে হয়। এনালাইসিস অনুযায়ী যদি মনে করেন বাজার ট্রেড করার উপযোগী ঠিক তখনই ট্রেড ওপেন করা উচিত। তবে কিছু কিছু সময়ে মুদ্রার প্রাইস বেশি ওঠা-নামা করে অর্থাৎ এই সময় মুদ্রা কেনাবেচা বেশি হয়। তবে আমি মনে বিশেষ করে দুপুর 2 টা থেকে রাত 10 টা পর্যন্ত।
ফরেক্স করার জন্য নির্ধারিত কোনো সময়সীমা নেই।সপ্তাহে দুই দিন বাদে প্রতিদিনই ফরেক্স করতে পারবেন এবং ফরেক্স মার্কেট দিন-রাত 24 ঘন্টায় খোলা থাকে। তবে কিছু কিছু সময় আছে যে সময় গুলোতে মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। সেই সময় গুলো কে কাজে লাগিয়ে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে বিশ্বের বিভিন্ন দেশের ট্রেডাররা ট্রেড করে থাকেন। একেক দেশের টাইম জোন একেক রকম হয়ে থাকে।

Mas26
2023-08-31, 06:31 PM
আমি যেহেতু লং ট্রেড করি তাই নির্দিষ্ট সময় এর অপেক্ষা করি না। নির্দিষ্ট সময়ে যেহেতু মার্কেট বেশী উঠানামা করে তাই সেসময় লাভ অথবা লসের পরিমানও বেশি হতে বাধ্য। এ সময়ের মধ্যে ট্রেড করলে মানসিক অস্থিরতা বেশী থাকে যা লং ট্রেডের সময় থাকে না।