PDA

View Full Version : ফরেক্স শিখা কী খুব কঠিন? না



zobairi007bd
2015-12-14, 01:17 AM
আসলে যে যা জানেনা সেটা তার জন্য অবশ্যই কঠিন । আমার মতে, ফরেক্স শেখা খুব কঠিন কিছু নয়। অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় । তবে দ্রুত ভাল সাফল্য নাও আসতে পারে । আমি বিশ্বাস করি যে, ট্রেডিং-এ যিনি যত ভাল বুঝে সময় দিতে পারবেন তিনি তত ভাল করতে পারবেন । সর্বোপরি ভালভাবে ফরেক্স শেখা অনেকটা সময়ের ব্যাপার । তবে তা কখনই কঠিন কিছু নয় ।

https://www.facebook.com/bdforex

Mdalam
2015-12-14, 11:47 AM
ফরেক্সের কাজ যে জানেনা তার জন্য খুব কঠিন। কিন্তু যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

Md . iqbal Hossain
2015-12-14, 11:52 AM
আসলে যে যা জানেনা সেটা তার জন্য অবশ্যই কঠিন । আমার মতে, ফরেক্স শেখা খুব কঠিন কিছু নয়

Md . iqbal Hossain
2015-12-14, 11:53 AM
ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

Md . iqbal Hossain
2015-12-14, 12:08 PM
সর্বোপরি ভালভাবে ফরেক্স শেখা অনেকটা সময়ের ব্যাপার
আমি বিশ্বাস করি যে, ট্রেডিং-এ যিনি যত ভাল বুঝে সময় দিতে পারবেন তিনি তত ভাল করতে পারবেন ।

AbuRaihan
2015-12-14, 01:20 PM
ফরেক্স শিখা কোন কঠিন কাজ নয় বরং ফরেক্স শিখার মাধ্যমে আমরা আমাদের নিজেদের সুন্দর এবং উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারি ৤ ফরেক্স বাংলাদেশের প্রেক্ষিতে একটা নতুন ব্যবসায় বলে সবাই এটাকে অনেক বেশি কঠিন মনে করে ৤ কিন্ত আমি মনে করি যে যদিও প্রথম দিকে এটা আয়ত্তে আনা কঠিন তবে ধৈর্য্যর সাথে যদি লেগে থাকতে পারেন তবে দেখবেন অাপনিও একজন ভালো ফরেক্স ট্রেডার হয়ে উঠবেন ৤ ফরেক্স এর কলাকৈশল শিখে তা আপনি যথার্থভাবে প্রয়োগ করতে পারলেই আপনি সফল ৤

hasan019
2015-12-14, 08:14 PM
ফরেক্স এ আপনি থিওরি পরে এক্সপার্ট হবেন না আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আর আপনি তার জন্ন বেছে নিতে পারেন ডেমো অ্যাকাউন্ট। এপানি প্রথমে ছোট লটে ট্রেড করেন।

sharifulbaf
2016-01-09, 01:22 PM
অনেকে মনেকরে ফরেক্স শিখা অনেক সহজ কিন্তু আমি মনেকরি ফরেক্স শিখা অনেক কঠিন,কারন ফরেক্স শিখার প্রথম ধাপ হল ডেমো একাউন্টকরে ৬ থেকে ৭ মাস প্রেক্টিস করে অভিজ্ঞতা আসার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে তার পরে ফরেক্স মার্কেট এর এনালাইসিস শিখা।

basaki
2016-01-09, 01:48 PM
ফরেক্স মাররকেট শিখা খুব কটিন কাজ না বলে আমি মনে করি। ফরেক্স মার্কেট শিখতে হলে একজন ব্যাক্তিকে প্রথমে ফরেক্সের বই পড়লে অনেক কিছু শিখতে পারবে। আর যদি সে নিয়মিত ফরেক্স ডেমো ট্রেড করে তাহলেও ভাল ট্রেদার হতে পারবে। যত বেশি ফরেক্স মার্কেটেকে সময় দিবে তত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে।

Audhidul
2016-01-09, 09:39 PM
ফরেক্স শিখার দারা আমরা নিজেদের উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।ফরেক্স শিখতে হলে এ প্রথমে ফরেক্সের বই পড়লে অনেক কিছু শিখতে হবে ।যদি কেউ নিয়মিত ফরেক্স ডেমো ট্রেড করে তাহলেও ভাল ট্রেডার হতে পারবে।

fatemaakhter
2016-01-09, 10:12 PM
ফরেক্স আমি যখন প্রথম শুরু করি ,তখন আমার কাছে এটা অনেক কঠিন মনে হয়েছে । তারপর যত সময় যায় ,তত আমি এটা ভাল সিখিছি । এ জন্য আগে আমাদের ডেমো ট্রেড করা উচিত।

maziz6989
2016-01-25, 09:39 PM
আসলেই ফরেক্স মার্কেট এর ট্রেডিং শিখা খুবই কঠিন একটা কাজ।
আমি অনেক বছর ধরে মার্কেট এ আছি আজও নিজেকে ট্রেডার ভাবতে কেমন যেন লাগে। মনে হয় এখনও ট্রেডার হয়ে উঠতে পারিনি।

Sahed
2016-01-26, 02:11 PM
ফরেক্স শিখা খুব একটা কঠিন বলে আমি মনে করি না । তবে ফরেক্স মার্কেট থেকে আয় করা খুবই কঠিন বিষয় । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে বা ফরেক্স মার্কেট শিখতে হলে প্রয়োজন আপনার দৈর্য্য শক্তি মেধা এবং কঠোর পরিশ্রম । আপনি যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফরেক্স আপনার আয়ত্বে নিয়ে আসতে পারবেন । ভাল ট্রেডার হতে হলে আপনাকে কমপক্ষে ১ থেকে ২ থেকে বছর সময় দিতে হবে ॥ তবে অনেকেই ৬ থেকে ৭ মাসের মধ্যেই ফরেক্স নিজের আয়ত্বে নিয়ে আসতে পারে ।

raju0000
2016-01-26, 11:09 PM
ফরেক্স শিখা তেমন কোনো কঠিন বেপারনা.কিন্তু আইটি শেখার জন্য ৬ মাস থেকে ১ বছরের মত একটি সময় পরিস্স্রম করতে হয় যা আপনি পোস্ট এ বুঝিয়েছেন.এই লম্বা পরিশ্রম তাই মানুষ করতে গিয়ে ধর্য হারিয়ে ফেলে এবং সামান্য লাভ এর দেখা পেয়েই মানুষ নিজের যোগ্যতা সম্পর্কে বিচার করে ফেলে যে তারা রিয়েল ট্রেড করার জন্য উপযুক্ত.যার ফলে তারা বের্থ হয় এবং ভাবে আইটি একটি কঠিন বেপার.

RUBEL MIAH
2016-01-27, 05:34 PM
ফরেক্স শেখা খুব কঠিন কাজ নয় । ফরেক্স মার্কেটে শুধু একটু ধৈর্য্য ধারণ করে করতে পারলেই সফলতা সহজ । ধৈর্য্য ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ । সুতরাং আমি বলব ফরেক্স শেখা খুব একটা কঠিন কাজ নয় ।

Vision
2016-01-27, 05:41 PM
যে কাজ আমরা আগে করিনি তা অবশ্যিই আমাদের জণ্য অনেক কঠিন হবে । যেমন এই ফরেক্সের কথাই ধরুন এটা আমাদের দেশের জণ্য সম্পূর্ণরুপে নতুন একটা ব্যবসায় ধারণা । কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই মার্কেট প্লেসের সাথে জড়িত না । তাই আমি মনে করি যে কঠিন প্রথম প্রথম মনে হলেও পরবর্তীতে চেষ্টা অব্যহত রাখলে কঠিনতাকে জয় করা সম্ভব । একজন অভিজ্ঞ ট্রেডারের কাছে ফরেক্স শুরুর সময়টা অনেক কঠিন ছিল তবে তার চেষ্টাই সে এখন এ বিষয়ে অভিজ্ঞ ।

real80
2016-01-28, 05:57 PM
ফরেক্স বিজনেস শেখা সহজ কাজ নয়। তার মানে এই না যে আপনি ফরেক্স শিখতে পারবেন না অথবা ফরেক্স বিজনেস শেখা অনেক বেশি কঠিন। আপনি যদি কঠিন পরিশ্রম করেন তাহলে আপনি ফরেক্স অবশ্যই শিখতে পারবেন। এর জন্য আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে। দেমন ট্রেড করে করে নিজের অভিজ্ঞতা বারাতে হবে।

uzzalbd
2016-01-28, 06:00 PM
আসলে সব কিছুই সহজ যদি আপনি করতে পারেন। ফরেক্স কেন যেকোন কাজঅই প্রথমে অনেক কঠিন মনে হবে। ফরেক্স আপনি যদি তিন মাস শেখা এবং সাথে ট্রেড করেন তাহলে খুব তারাতারি আপনি ফরেক্স এ সফল হতে পারবেন।

Marufa
2016-02-20, 10:48 AM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং শেখাটা খুব কঠিন কোন বিষয় নয় । কারন ফরেক্স ট্রেডিং এর মাধম্যে আমরা যে মুনাফা অর্জন করব এটাই প্রধান লক্ষ্য । আর শেখার জন্য অনলাইনে হাজার হাজার রিসোর্স পা্ওয়া যায় । এসব রিসোর্স ব্যবহার করেও আমরা ফরেক্স ট্রেডিং শিখতে পারি । ফরেক্স ট্রেডিং শেখার জন্য প্রযোজন সময় এবং ধৈর্য ।

MoinFX
2016-02-20, 11:50 AM
আমার মনে হয় ফরেক্স শিখা অনেক কঠিন কারন ফরেক্স সম্পর্কে সব কিছু শিখার পরও লাভ করতে পারছি না ডেমো ট্রেড করে । আমাকে এমন কোন ইনডিকেটর বা এনালইসিস এর কথা বলেন যে ভাবে ট্রেড করলে ভাল লাভ করতে পারব ।

syed_rana
2016-02-20, 12:11 PM
ফরেক্স শিখা কঠিন কিছুনা,তুলনামূলকভাবে সহজ । আপনি যদি অর্থনীতির ছাত্র হয়ে থাকেন তবে এই মার্কেট খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং এখানে ভাল করবেন । ফরেক্স শিখতে হলে আপনাকে ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে । বিভিন্ন ব্লগ সাইট,ফোরাম ,ইউটুবের ভিডিও সহ অনেক রিসোর্স আছে ফরেক্স শেখার জন্য । অল্প করে নিয়মিত শিখতে থাকলে ফরেক্স আপনার কাছে আর কঠিন মনে হবেনা । যারা অর্থনীতির ছাত্র না,তার ও যদি নিয়মিত কম করে ও শেখে,তবে সে ও এই মার্কেটে ভাল করতে পারবে ।

Swing Trader
2016-02-20, 02:53 PM
আপনার কথা ঠিক আছে ফরেক্স টা আসলে কঠিন যদি না আামার ধর্য্য ও প্রোপার গাইড না থাকে। কিন্তু আমি আমার সংকল্প ঠিক রেখে কোন প্রোপার গাইডের মাধ্যমে প্রোপার ট্রিটমেন্ট নিতে পারি তবে এটা কঠিন কিছু থাকে না।

arvi
2016-02-20, 03:50 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে আমার প্রথম প্রথম এমনি ধারনা ছিল। যে ফরেক্স মার্কেট মনে হয় অনেক কঠিন একটি কাজ । কিন্তু পরবর্তীতে যখন থেকে এই ডিসকাশন ফরামে আলচনা দেখতে লাগ্লাম অনেক কিছুই এখন বুঝতে পারি। পাশাপাশি আমার একজন পরিচিত ত্রেদার আছেন যিনি অনেকদিন এই ফরেক্স এর সাথে জড়িত তার সহযোগিতায় ও অনেক কিছু জানতে পেরেছি। তাই আমি বলব ফরেক্স মার্কেট কঠিন কিছু না । শুধু একটু মনোযোগ দিয়ে জানতে হবে।

Fxaziz
2016-03-24, 10:00 PM
ফরেক্স শিখা কঠিন কোন কাজ নয় কিন্তু ফরেক্স মার্কেট এ টিকে থাকা কষ্ট।ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।আপনি চাইলে ১ মাস এর মধ্যে ফরেক্স শিখতে পারেন কিন্তু আপনি চাইলে ১ মাস এর ভেতর ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে ;পারবেননা।তাই ফরেক্স শিখা কোন কষ্টের কাজ নয় কিন্তু ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকা কষ্টকর।তাই শিখার ছেয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকার শেষটা করুণ।

gmgmgm
2016-03-24, 10:19 PM
ফরেক্স শেখা যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কিন্তু না। ফরেক্স শিখতে হলে দরকার মনোযোগ। একটু ভাল করে মনোযোগ দিয়ে ফরেক্স নিয়ে এনালাইসিস করলে ফরেক্স ট্রেডিং শিখতে খুব বেশি কষ্ট হয়না। তবে যারা অমনোযোগী তাদের জন্য ফরেক্স শেখা খুব কঠিন।

MOHAMMAD SHADAT HOSSEN
2016-03-25, 01:13 AM
আমের মতে ফরেক্স শিকা খুব কতিন না , মনের ইছা থাকলে জানা যাবে।

md samsulhuq786
2016-03-25, 01:35 AM
ামি বলবো ফরেক্সের কাজ যে জানেনা তার জন্য খুব কঠিন। কিন্তু যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

Moon
2016-06-26, 11:28 PM
যে ফরেক্স সম্পর্কে পুর্বে কিছুেই শোনেনি কিংবা সম্পর্ণ নতুন অবস্থায় শুরু করবে অবশ্যই ফরেক্স তার জন্য অনেক বেশি কঠিন হবে । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ফরেক্স থেকে ইনকাম করতে হলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিমাণে ফরেক্স শুরুর দিকে নিজেদের ধৈর্য্যর পরীক্ষা দিতে হবে । তবে অল্প সময়ে এটা সহজ মনে হবে যদিও পরিশ্রম নিয়মিত করেই যেতে হবে ।

Sahed Srabon
2016-06-27, 02:36 PM
আসলে ফরেক্স নিয়ে একেক জনের মতামত একেক রকম । কারও মতে ফরেক্স মার্কেট শিখা খুবই সহজ আবার কারও মতে খুবই কঠিন । তবে আমি মনে করি ফরেক্স মার্কেট শিখা খুবই কঠিন একটি কাজ । কারন এই মার্কেট শিখে কখনও শেষ করা যাবে না্ । প্রতিনিয়ত এই মার্কেটে নতুন নতুন জিনিস সংযোজন হচ্ছে এবং প্রতিনিয়তই আমাদের এই বিষয়ে ধারণা রাখতে হচ্ছে । তাই আমি মনে করি ফরেক্স কোন সহজ ব্যবসায় নয় । ধন্যবাদ ।

Foyazur
2016-06-27, 03:02 PM
ফরেক্স শিখা এতোটা কঠিন কিছু নয়।তবে আবার ফরেক্স বিজনেস শিখা ও এতো সহজ কিছু নয় তবে নিজের বিতরে অধ্যাবসায় থাকলে ফরেক্স শিখার যদি আগ্রহ থাকে তাহলে গুগলে ফরেক্স সম্পর্কে বিভিন্ন টিওটোরিয়াল পাওয়া যায় যাদ্বারা ফরেক্স বিজনেস শিখা যায় আর আপনে ফরেক্স শিখতে চাইলে একজন অবিজ্ঞ ট্রেডার এর মাধ্যমে ফরেক্স শিখতে পারেন আর মুল কথা হল ফরেক্স মার্কেট যতবেশি সময় দিবেন ততবেশি ফরেক্স সম্পর্কে অবিজ্ঞতা অর্জন করবেন।

kader
2016-06-30, 11:40 AM
আমার মতে ফরেক্স শিখা কোন কঠিন কাজ নয় বরং ফরেক্স শিখার মাধ্যমে আমরা আমাদের নিজেদের পরিবর্তন করতে পারি । নতুন ব্যবসা বলে সবাই এটাকে অনেক বেশি কঠিন মনে করে ৤ কিন্ত আমি মনে করি যে সময় আর শ্রম দিয়ে যদি লেগে থাকতে পারেন তবে একজন ভালো ফরেক্স ট্রেডার হয়ে উঠবেন ৤।

Md. Tariqul Islam
2016-06-30, 11:50 AM
যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে। একাউন্টকরে ৬ থেকে ৭ মাস প্রেক্টিস করে অভিজ্ঞতা আসার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে তার পরে ফরেক্স মার্কেট এর এনালাইসিস শিখা।

HKProduction
2016-06-30, 01:00 PM
ফরেক্স শেখা মোটেই কঠিন কিছু নয়। ফরেক্স খুবই সহজ একটি বিষয়। ফরেক্সে সবচেয়ে কঠিন বিষয় হর নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা। আমরা আমাদের আচরণের স্বাভাবিক ব্যবহার ঠিক রাখতে পারি না বলেই বেশিরভাগ ট্রেডেই লস করে থাকি। আমরা যদি আমাদের আবেগ, লোভ ইত্যাদিকে কন্ট্রোল করে ধীরে সুস্থে ট্রেড করি তাহলে নিশ্চিতভাবে প্রফিট করতে না পারলেও অন্তত ট্রেড শিখতে পারি। তাই আয়ের চেয়ে ট্রেড শেখা আমাদের জন্যে সবচেয়ে জরুরী।

SAHADAT
2016-08-22, 05:41 PM
যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

sujon30
2016-08-22, 05:50 PM
ফরেক্স এ যারা নতুন আসবে বা এখনো নতুন তাদের কাছে অনেক কঠিন মনে হবে। আর যারা জানে তাদের কাছে অনেক সুবিধা হয়েছে । কারন ফরেক্স এর যে কাজ গুলো তা আমাদেশের যে পাঠ বই গুলো আছে তার চেয়ে অনেকটা ভিন্ন যা বুঝতে অনেকটা সমস্যা হয়। তবে এখন অনেকটা *সুবিধা হয়েছে। কারন এখন বিভিন্ন ধরনের বই বের হয়েছে এই ফরেক্স এর এবং ভিডিও আছে যা দেখে অনেকটা শেখা যায়।

Challange
2016-08-22, 06:03 PM
যে কোন কাজ যা আপনি আগে করেননি তা স্বাভাবিকভাবেই কঠিন লাগতে পারে । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে কঠিন বলে যদি আপনি সামনে এগুতে না চান তবে আপনার কঠিনই মনে হবে । আর আপনি যদি বুকে সাহস নিয়ে এগিয়ে যান তবে একটা সময় কঠিনতাকে জয় করেই ফরেক্সকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন । কঠিন বলেতো কেউ বসে থাকে নি সেটাই আমাদের মনে রাখতে হবে ।

md arif khan
2016-08-22, 08:45 PM
ফোরাম থেকে আপনি ফরেক্স বিষয়ে ধারনা পেতে পারেন।তাছাড়া অনলাইন বা ফরেক্স বিষয়ক অনেক বই পুস্তক পড়েও আপনি ফরেক্স শিখতে পারেন।আসলে আমি মনে করি ফরেক্স শিখা খুব কঠিন কাজ না।তবে ফরেক্স এ টিকে থাকা খুব কঠিন।কারন ফরেক্স এ টিকে থাকতে হলে অনেক অভিজ্ঞতা এবং ধৈর্য্যের প্রয়োজন।

SHOYEB
2016-08-22, 09:09 PM
পৃখিবীতে কঠিন কোন জিনিস আছে বরে আমার মনে হয় না । ফরেক্স শিখা কোন কঠিন কাজ না । ফরেক্স ট্রেডিয়ের বেসিক জিনিস গুলো জানতে হবে এবং ফরেক্স সংক্রান্ত ওয়েভসাইট গুলো ভিজিট করতে হবে তাহলে আপনি ফরেক্স শিখে ভালভাবে ট্রেড করতে পারবেন আপনার একটু চেষ্টার কারনে ফরেক্স মার্কেটে প্রচুর ইনকাম করতে পারবেন ।

monirapk
2016-08-22, 09:10 PM
ফরেক্স সেখা খুব কঠিন কাজ না । তবে ভাল ফরেক্স ফরেক্স সেখা এতো সহজ কাজ না । কারন ফরেক্স ভাল করে সেখতে হলে আগে সেখা দরকার টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি । আর আমি মনে করি এর গুলো সেখা অনেক কঠিন কাজ । তবে আসা ছাড়া ঠিক না । লেগে থাকলে একটা সময়ে সেখা যায় ।

MD ALAMIN ARIF
2016-08-22, 09:13 PM
যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তকন আপনার কাসে ফরেক্স অনেক ভাল লাগবে।

Afroza
2016-08-22, 09:27 PM
একটা নতুন জিনিস শিখতে গেলে প্রথমে সবারি কস্ট হয় ফরেক্স এর ব্যতিক্রম নয় , ফরেক্স শিখতে একটু কষ্ট কম কার যদি ধৈর্য ধরে মনোযোগ সহকারে যদি শিখা যায় তাহলে খুব সহজেই রপ্ত কোরা যায় । ডেমো দিয়ে ৬ - ৭মাস ট্রেড করলেই ফরেক্স এর সবকিছু খুব সহজেই শিখা যায় ।

spring
2016-11-28, 12:42 PM
আমি আপনার সাথে সহমত ফরেক্স শিখা কোন কঠিন কাজ নয় বরং ফরেক্স শিখার মাধ্যমে আমরা আমাদের নিজেদের সুন্দর এবং উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারি ৤ ফরেক্স বাংলাদেশের প্রেক্ষিতে একটা নতুন ব্যবসায় বলে সবাই এটাকে অনেক বেশি কঠিন মনে করে ৤ কিন্ত আমি মনে করি যে যদিও প্রথম দিকে এটা আয়ত্তে আনা কঠিন তবে ধৈর্য্যর সাথে যদি লেগে থাকতে পারেন তবে দেখবেন অাপনিও একজন ভালো ফরেক্স ট্রেডার হয়ে উঠবেন ৤ ফরেক্স এর কলাকৈশল শিখে তা আপনি যথার্থভাবে প্রয়োগ করতে পারলেই আপনি সফল ৤

ONLINE IT
2016-11-28, 07:14 PM
না আমার কাছে ফরেক্স শিখা খুব বেশি কঠিন মনে হয় না। তবে ফরেক্স আয়ত্ব করা বা ফরেক্স এর নিয়মে চলা খুবই কঠিন। এখানে টিকে থাকা অনেক কষ্ট সাধ্য ব্যাপার। আমরা যদি ফরেক্স এর নিয়ম গুলি মেনে চলতে পারি তাহলে আমরা লাভবান হব। আর যদি আমরা আমাদের মনগড়া ট্রেড করে থাকি তাহলে আমাদের লস হবেই তাতে কোন সন্দেহ নেই।

Mamun13
2016-11-28, 07:24 PM
সহজে কোনো কাজ কখোনোই করা যায় না৷অবশ্যই অনেক লেখাপড়া,অনেক কষ্ট করে ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে পারবেন৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷

MADADEE
2016-11-28, 09:39 PM
ফরেক্স মাকেটে আমি নতুন তাই আমি মনে করি ফরেক্স মাকেট সম্পরকে শেখা বেশি কথিন না চাইলে যে কেও শিখতে পারে | ফরেক্স মাকেট শেখার জন্য যা প্রযোজন তা হল ধয্য | আপনি যদি ধয্য ধরে ফরেক্স করতে পারেন তবে আমি আশা রাখি আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |

Competitor
2016-12-30, 11:50 AM
একটা জিনিস সহজ নাকি জটিল তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপরেই । আমরা একটা বিষয়কে ঠিক কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি তাই আমাদের অবস্থাকে নির্ধারণ করে দেয় । একজন ট্রেডার জানে যে ফরেক্স একটা নতুন বিষয় আর তা শিখতে গেলে একটু আধটু কঠিন লাগতেই পারে । তাই সে চেষ্টার সাথে ধৈর্য্যসহকারে এগিয়ে যেতে থাকে । অন্যদিকে একজন ট্রেডার না করার আগেই ধরে নিল যে ফরেক্স অনেক কঠিন তাই অামার দ্বারা হবে না । আসলে সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়।

sujon30
2016-12-30, 12:57 PM
ফরেক্স এর কাজ জানা থাকলে তার কাছে কোন কঠিন মনে হয় না। আর যার এই ফরেক্স সম্পর্কে জানা নেই তার কাছে এই ফরেক্স অনেক কঠিন লাগবে তা স্বাভাবিক। ফরেক্স মার্কেট এ যে যত বেশী কাজ করে সে তত বেশী ফরেক্স সম্পর্কে জানতে পারবে এবং ফরেক্স মার্কেট থেকৈ আয় করতে পারবে।

pkboy
2016-12-30, 01:47 PM
আমি বলবো ফরেক্সের কাজ যে জানেনা তার জন্য খুব কঠিন। কিন্তু যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

the viper
2016-12-30, 01:52 PM
ফরেক্স শেখা কঠিন না যদি আপনি মন যোগ স০হকারে কাজ করতে পারে৪ন।আপনি যদি মার্কেটে কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে।

sujon30
2017-01-17, 10:38 AM
যারা ফরেক্স করে নি বা ফরেক্স মার্কেট এ নতুন তাদের কাছে এই ফরেক্স এর কাজ অনেক কঠিন বলে মনে হবে। আবার যদি ফরেক্স এর কাজ করে তাহলে তারা বুঝতে পারবে যে ফরেক্স মার্কেট কী। ফরেক্স মার্কেট হল একটি আন্তজার্তিক মুদ্রা বাজার। এই ফরেক্স মার্কেট এ একটু পরিশ্রম করে র্ধৈয্য ধরে কাজ করে তাহলে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করা যাবে।

riponhosen
2017-01-17, 11:01 AM
আমি মনে করি ফরেক্স শেখা খুব বেশি কঠিন না কারন আপনি যদি একজন ভালো ট্রেডারের কাছ থেকে ৬ মাস ফরেক্স শেখেন আর সেই ৬ মাস যদি আপনি ফরেক্সে ডেমো প্রাকটিস করেন তাহলে ফরেক্সে আপনার শেক্ষার কিছু বাকি থাকবে না ।তাই আমি মনে করি ফরেক্স শেখা কোনো কঠিন কাজ না যে কেও ইচ্ছা করলে শিখতে পারবে ।

riponinsta
2017-01-17, 11:34 AM
আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেট এ ভাল করে সময় দিয়ে শিখতে পারেন তা হলে আপনার কাছে ফরেক্স মার্কেট কে আর কঠিন মনে হবে না । তাই আপনি যখন ফরেক্স মার্কেট এ টেড করা সিখবেন তখন দেখবেন আপনি যেন সব বিষয় গুল ভাল ভাবে বুজতে পারেন আর লাভ করতে পারেন তা হলে আপনার কাছে ফরেক্স মার্কেট অনেক সহজ হুয়ে যাবে ।

Ajobja12
2017-01-17, 04:50 PM
হ্যা ফরেক্স শিখা খুব কথিন ফরেক্স শিখতে হলে অনেক পরিশ্রম করতে হয় | ফরেক্স থেকে আপনি যদি ভাল লাভ করতে চান তবে আপনাকে দক্ষতা অজন করতে হলে | ফরেক্স মাকেটে আপনি যদি ডেমো পারতিস না করেন তবে আপনি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবেন না আপনি লস করবেন | ফরেক্স মাকেটে ভালো ভাবে শিখতে হলে আপনাকে ২ থেকে ৩ বছর লাগতে পারে |

RUBEL MIAH
2017-02-19, 09:35 AM
ফরেক্স ব্যবসা শেখা তেমন একটা কঠিন কাজ নয় । আমরা যদি ধৈর্য্যের সহিত এই ব্যবসা করি তাহলে অবশ্যই আমরা সহজ মনে করব । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন কিভাবে লাভবান হবেন । আমরা সকলেই ধৈর্য্যের সহিতি কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতেে পারব ।

shohanjacksion
2017-02-19, 10:37 AM
আমি মনে করি ফরেক্স শেখা খুব বেশি কঠিন না কারন আপনি যদি একজন ভালো ট্রেডারের কাছ থেকে ৬ মাস ফরেক্স শেখেন আর সেই ৬ মাস যদি আপনি ফরেক্সে ডেমো প্রাকটিস করেন তাহলে ফরেক্সে আপনার শেক্ষার কিছু বাকি থাকবে না ।তাই আমি মনে করি ফরেক্স শেখা কোনো কঠিন কাজ না যে কেও ইচ্ছা করলে শিখতে পারবে ।
ভাই ফরেক্স শিখা খুব সহজ কিন্তু সফল হওয়া খুব কঠিন। ছয় মাসে কউ ফরেক্স শিখিয়ে নিশ্চয়তা দিতে পারবেনা। আর ফরেক্স কেউ কাউকে শিখাতে পারেনা। নিজে নিজে শিখতে হয় এবং অনেক লস করতে হয়। চার বা পাঁচ বছরের অভিজ্ঞ হলে সফল হওয়া সম্ভব। তবে ফরেক্স শিখা খুব কঠিন নয়। অভিজ্ঞতা অর্জনই হলো কঠিন।

cane
2017-02-19, 10:55 AM
সত্যি বলতে কি আমার কাছে ফরেক্স শিখা অনেক কঠিন মনে হয়েছে,কারন ফরেক্স শিখার প্রথম ধাপ হল ডেমো একাউন্টকরে ৬ থেকে ৭ মাস প্রেক্টিস করে অভিজ্ঞতা আসার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে তার পরে ফরেক্স মার্কেট এর এনালাইসিস শিখা।

mdtorikul
2017-02-25, 10:46 PM
এটা একটু কঠিন হলেও ভালো কারন ফরেক্স শিখার দারা আমরা নিজেদের উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।ফরেক্স শিখতে হলে এ প্রথমে ফরেক্সের বই পড়লে অনেক কিছু শিখতে হবে ।যদি কেউ নিয়মিত ফরেক্স ডেমো ট্রেড করে তাহলেও ভাল ট্রেডার হতে পারবে।

Nodi roy
2017-02-25, 11:06 PM
কনো কাজ যখন আপনি প্রথম এ করতে যাবেন তখন আপনার কাছে কাজ গুলা খুভ কঠীন মনে হতে পারে তবে আপনি যদি মন দিয়ে কাজ শিখেন তবে ফরেক্স এর কাজ আপনার কাছে আর কঠিন ম্নে হবে না। আপনি যখন ফরেক্স এর কাজ ভাল করে শিখে যাবেন তখন দেখবেন ফরেক্স এর কাজ আপনার কাছে কত সহজ মনে হবে।

Md Masud
2017-05-08, 02:27 PM
ফরেক্স শেখা তেমন একটা কঠিন ব্যাপার নয় । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে সময় দেওয়ার চেষ্টা করব । যে ট্রেডার যত বেশী সময় দিবে সে তত বেশী লাভবান হতে পারব । অামরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ফরেক্স ব্যবসা ভালোভাবে করার চেষ্টা করব ।

uzzal05
2017-05-22, 05:20 AM
প্রথম দিকে ফরেক্স সবার কাছে কঠিন মনে হতে পারে। কারন ফরেক্স ট্রেড সফটয়্যার এর মাধ্যমে করতে হয়। এই সফট্যার দেখে প্রথমে অনেকে বুঝতে কস্ট হয়। কিন্তু যারা একটু বেশী মেধাবী তারা ঠিকই বুঝে পারে। বেশী দেরী ও লাগে না বুঝতে ফরেক্স ট্রেড কিভাবে করতে হয়।

Nur Alam
2017-05-22, 11:26 AM
ফরেক্সে একজন নতুন ট্রেডার হিসেবে আমি মনে করি, ফরেক্স ট্রেড শেখা কোনো কঠীন কাজ নয়। ফরেক্স বিষয়ে কিছু লেখাপড়া করে আপনি ফরেক্সে একজন এক্সপার্ট ট্রেডার হতে পারেন। ফরেক্সে আপনি যদি ভাল করে বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স আপনাকে সফলতা এনে দেবে।

01797733223
2018-01-12, 12:45 PM
না ভাই ফরেক্স শেখা কোন কঠিন কাজ নয় ফরেক্স থেকে প্রফিট করা খুব কঠিন। কারন এর জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম, সাধনা ও অধ্যবসায়ের প্রয়োজন আছে এখানে। কেননা এখানে যদি ভালভাবে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ফরেক্স মার্কেটের উপর প্রচুর জ্ঞান ও দক্ষতা অর্জন করে সামনে অগ্রসর হতে হবে। আর এভাবেই আপনি ফরেক্স শিখতে পারবেন আশা করা যায়। তাই এটা কোন কঠিন কাজ নয়।

Mahidul84
2018-01-12, 05:11 PM
না ভাই ফরেক্স শিখা তেমন একটা কঠিন বিষয় না। কারণ আপনি যদি কঠোর মনো যোগ সহকারে দীর্ঘ সময় ব্যয় করে, নিজের অভিজ্ঞতা কঠোর ভাবে কাজে লাগিয়ে ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই ভাল কিছু অর্জন করতে পারবেন। এবং উক্ত দক্ষতা দ্বারা আপনি একদিন এই মার্কেটে সফলতা অর্জনে সক্ষম হতে পারবেন। আর পাশাপাশি ডেমো অনুশীলন দ্বারা আপনি যদি নিয়মিত ট্রেডিং কৌশল ও ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জনে সক্ষম হতে পারেন তাহলে আপনার কাছে অবশ্যই ফরেক্স ব্যবসা শিখা সহজ হয়ে যাবে এমনটাই আমার বিশ্বাস।

Grimm
2018-01-12, 06:47 PM
আমার মতে ফরেক্স শেখা খুব কঠিনও নয় আবার খুব একটা সহজও নয়। যদি এটা শিখা খুব সহজ হত তাহলে আজ আমরা অনেক সাফল্য ট্রেডার দেখতে পারতাম। কিন্তু দুর্ভাঘ্যবশত আমরা বেশিরভাগ ট্রেডাররা ক্ষতিই বেশি করেছি। কারণ আমরা মনে করি ফরেক্স শেখা খুবই সহজ এবং একটু জ্ঞান পেলেই আমরা আর বেশি কিছু জানতে চাই না, যা পাই ঠিক ততটুকু দিয়েই বেশি উপার্জন করতে চেষ্টা করি।

Sajib044
2018-01-12, 07:35 PM
ফরেক্স শেখা তেমন কঠিন না । শুধু একটু কষ্ট করে ফরেক্স ও ফরেক্স ট্রেড একটু সময় ব্যয় করে শিখতে হবে। আর ফরেক্স তেমন সোজা ও নয় তাই একে হেও করে চললে সফলতা আসবে না।

expkhaled
2018-01-12, 08:49 PM
ফরেক্স শেখাটা কঠিন কিছু না কিন্তু ফরেক্স এ ট্রেড করে লাভবান হওয়াটা কঠিন। অত্যান্ত জটিল এবং সময় সাপেক্ষ বিদ্যা এটা। আপনি ফরেক্স কে যদি আয়ত্ব করতে চান তাহলে সময় দেওয়া ছাড়া আর কোন রাস্তা নাই। কঠিন পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যেমে জয় করতে হবে। প্রতিদিন একটু একটু করে জানতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে।

reser
2018-03-31, 11:51 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং শেখাটা খুব কঠিন কোন বিষয় নয় । কারন ফরেক্স ট্রেডিং এর মাধম্যে আমরা যে মুনাফা অর্জন করব এটাই প্রধান লক্ষ্য । আর শেখার জন্য অনলাইনে হাজার হাজার রিসোর্স পা্ওয়া যায় । এসব রিসোর্স ব্যবহার করেও আমরা ফরেক্স ট্রেডিং শিখতে পারি । ফরেক্স ট্রেডিং শেখার জন্য প্রযোজন সময় এবং ধৈর্য ।

cane
2018-03-31, 11:59 PM
আপনি ঠিকই বলেছেন যে জানে না বা জানার চেষ্টা করে না তার জন্যই ফরেক্স কঠিন বলে মনে হয় অন্যদিকে সঠিক অধ্যাবসয়ের মাধ্যমে একজন ট্রেডার সাধারন ট্রেডার থেকে ধীরে ধীরে দক্ষ ট্রেডারে পরিনত হয়ে যায়।তাই আমাদেরও উচিত সঠিকভাবে চেষ্টা করা।

RASHEDUZZAMAN420
2018-04-01, 01:13 AM
মানুষের কাছে অসাধ্য বলে কিছুই নেই মানুস চাইলে সকল অধ্যকে সাধ্য করা সম্ভাব আর তার জন্য তাকে অবশ্যই অনেক বেশি প্ররিশ্রমী এবং অধ্যাবসায়ী হতে হবে। ফরেক্স ট্রেডিং কোন কঠিন বিষয় বস্তু নয় যে কেউ নিয়মিত ভাবে অনুশীলনের মাধ্যমে এখানে অনেক ভাল পারদর্শিতার প্রমান রাখতে পারে।

iloveyou
2018-04-01, 06:43 AM
ফরেক্স এর সকল বিষয় শেখা কঠিন নয়, কিছু কিছু বিষয় কঠিন ,আবার কিছু কিছু বিষয় অনেক সহজ। কঠিন বিষয়ের মধ্যে পড়েঃ মানি-ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং মোটিভ ইত্যাদি। এর ছাড়া আর সবকিছুই সহজ। যদি কেউ ফরেক্স শিখতে চায় , তাহলে আমি বলবো আগে ইন্টারনেট থেকে ফরেক্স এর মূল বিষয় গুলো সম্পর্কে ধারণা নিতে , কারণ বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে ধারণা না থাকলে কখই জটিল বিষয় বোঝা যায় না।

expkhaled
2018-04-01, 11:21 AM
ফরেক্স শেখা অত্যান্ত সহজ কিন্তু ফরেক্স থেকে লাভবান হওয়াটা কঠিন। কারণ হলো মার্কেট এর মুভমেন্ট কখন কোন দিকে হয় এটা বুঝা খুবই কষ্টকর ব্যপার। আর মার্কেট এনালাইসিস করাটা সঠিক পর্যায়ে নিয়ে যেতে হলে অনেক পরিক্ষা নিরিক্ষা করতে হয়। তাই ফরেক্স শেখা যতটুকু সহজ তার চাইতে বেশী কঠিন ফরেক্স থেকে লাভবান হওয়া। তবে সময় নিয়ে চেষ্টা চালিয়ে গেলে একদিন অবশ্যই এটাকে বাগে আনা সম্ভব। তবে তার জন্য দরকার ধৈর্য্য সহকারে কঠিন অধ্যবসায়।

Mahidul84
2018-04-01, 08:01 PM
আমি মনে করি শুধু ফরেক্স না যে কোন কাজই প্রথম অবস্থায় কঠিনই হবে। যখন আপনি ফরেক্স সম্পর্কে ধীরে ধীরে জ্ঞান অর্জন করতে পারবেন তখন আপনার কাছে ফরেক্স অবশ্যই সহজ মনে হবে। আর পাশাপাশি আপনি যদি একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তাহলে আপনার কাছে ফরেক্স ব্যবসা সহজ বলে মনে হবে।

sofi
2018-04-01, 08:05 PM
ফরেক্স শিখা খুব একটা কঠিন বলে আমি মনে করি না । তবে ফরেক্স মার্কেট থেকে আয় করা খুবই কঠিন বিষয় । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে বা ফরেক্স মার্কেট শিখতে হলে প্রয়োজন আপনার দৈর্য্য শক্তি মেধা এবং কঠোর পরিশ্রম । আপনি যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফরেক্স আপনার আয়ত্বে নিয়ে আসতে পারবেন । ভাল ট্রেডার হতে হলে আপনাকে কমপক্ষে ১ থেকে ২ থেকে বছর সময় দিতে হবে ॥ তবে অনেকেই ৬ থেকে ৭ মাসের মধ্যেই ফরেক্স নিজের আয়ত্বে নিয়ে আসতে পারে ।

marjahan
2018-04-02, 12:34 AM
ফরেক্স শিখা আমার কাছে খুব সহজ বা খুব কঠিন নয় ।মূলত ফরেক্স শিখার জন্য মন মানসিকতার প্রয়োজন কারন একটা দীর্ঘ সময় আমাদেরকে ফরেক্স শিক্ষায় ব্যায় করতে হবে যার জন্য প্রচুর ধৈর্য্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের প্রয়োজন পড়বে ।

al amin
2018-09-28, 10:06 PM
ফরেক্স মাররকেট শিখা খুব কটিন কাজ না বলে আমি মনে করি। ফরেক্স মার্কেট শিখতে হলে একজন ব্যাক্তিকে প্রথমে ফরেক্সের বই পড়লে অনেক কিছু শিখতে পারবে। আর যদি সে নিয়মিত ফরেক্স ডেমো ট্রেড করে তাহলেও ভাল ট্রেদার হতে পারবে। যত বেশি ফরেক্স মার্কেটেকে সময় দিবে তত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে।

SHARIFfx
2018-09-28, 11:37 PM
ফরেক্স শিখা কঠিন না সহজ সে বিষয়ে পরে আসছি। তবে জারা ইকনমি নিয়ে পড়ালেখা করেছেন তাদের জন্যে ফরেক্স শিখা অনেকটা সহজ। কারন তারা ফান্ডামেন্টাল এনালাইসিস অনেক সহজে বুজতে পারবে। তাই আমার মতে ফরেক্স শিখা কঠিন কিছু না অনেক সহজ।

sr ritu
2018-09-28, 11:41 PM
আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই মার্কেট প্লেসের সাথে জড়িত না । তাই আমি মনে করি যে কঠিন প্রথম প্রথম মনে হলেও পরবর্তীতে চেষ্টা অব্যহত রাখলে কঠিনতাকে জয় করা সম্ভব । একজন অভিজ্ঞ ট্রেডারের কাছে ফরেক্স শুরুর সময়টা অনেক কঠিন ছিল তবে তার চেষ্টাই সে এখন এ বিষয়ে অভিজ্ঞ ।

Mahidul84
2018-10-04, 06:49 PM
আমি মনে করি আপনি যদি কোন ধরনের জ্ঞান অভিজ্ঞতা অর্জন না করেই ফরেক্স ব্যবসাটি করতে চান তাহলে আপনার কাছে অবশ্যই এই ব্যবসাটি কঠিন বলে মনে হবে। কারণ ফরেক্স এমন একটি ব্যবসা আপনি অভিজ্ঞতা ছাড়া কখনই মুনাফা উপার্জন করতে পারবেন না। আর যদি আপনি ফরেক্স করে ভাল মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই দীর্ঘদিন এই মার্কেটের সাথে লেগে থাকতে হবে। এমনকি ডেমো ট্রেড দ্বারা মার্কেটের ট্রেডিং কৌশলগুলো জানতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। যখন আপনি এভাবে দীর্ঘ কয়েক বছর মার্কেটে লেগে থাকতে পারবেন তখন অবশ্যই আপনি এই মার্কেট সম্পর্কে মোটামুটি ভাল অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠতে পারবেন। আর তখন অবশ্যই আপনার কাছে ফরেক্স ব্যবসাটি সহজ বলে মনে হবে।

Yousuf Habib
2018-10-04, 07:07 PM
আমি যখন পরেস্ক শিখি তখন আমার মনে হয়ে ছিল ফরেস্ক না জানি কি কঠিন ব্যাপার যখন শুরি করেছি তখনও মনে হয়েছিল পার কিনা হয় কিনা যখন আমি মন থেকে বল্লাম আমি পারবো পারতেই হবে তখন আমার আগ্রহ ১০০%,যখন ডেমো দিয়ে এ্যাকাউন্ট সত্যিই ট্রেডিং শুরু করলাম তখন দেখি ফরেস্ক একটা অসাধারণ সাইট এটা শিখা আমার কাছে কো ব্যাপার না তাই আমি বলি ফরেস্ক শেখেন অপনারও কোন প্রাবলেম্স হবেনা আশা করি

expkhaled
2018-10-05, 11:32 AM
ফরেক্স শিখতে হলে একই কাজ বার বার করতে হয় তাই অনেক সময় বোরিং লাগে। কিন্ত একবার যদি ঠিকঠাক মত ধরতে পারা যায় তখন ভালই লাগে। কিন্ত ঐ যে, প্রতিদিন একটি সিস্টেম এবং একটি নিয়মে কাজ করে যেতে হবে। আর ফরেক্স এর শুরু আছে কিন্তু শেষ নেই। আমিও মাঝে মাঝে মনে করি ফরেক্স ট্রেড কি আসলেই আমি করতে পারবো। আবার পরোক্ষনেই মনে করি এত মানুষ ফরেক্স ট্রেড করছে এবং এটার মধ্যে থেকে আয় করছেন তাহলে আমি কেন পারবো না? তার পরেই আবার নতুন উদ্যেমে শুরু করি। এভাবেই চলছে আমার শেখার চক্রটা। আর একসময় গিয়ে মনে চাইবে ফরেক্স শেখা ছেড়ে দিতে তখন একটু ব্রেক নিবেন এবং নতুন উদ্যেমে কাজ শুরু করবেন তাহলে ভাল লাগবে।

Mahidul84
2018-10-14, 07:19 PM
না ভাই ফরেক্স শিখা এমন একটা কঠিন বিষয় না যদি আপনি দৃঢ় মনে প্রত্যয় নিয়ে এই মার্কেটে দীর্ঘদিন লোভ বিহীন হয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই এক সময় আপনার কাছে ফরেক্স খুবই সহজ বলে মনে হবে। এছাড়া ফরেক্সকে আপনি সহজ করে পেতে চাইলে আপনাকে দীর্ঘ ১/২ বছর ডেমো ট্রেড দ্বারা ট্রেড করে ফরেক্স এর খুটিনাটি বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করতে হবে। যখন আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে ভাল জ্ঞান অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারবেন তখন অবশ্যই আপনার কাছে ফরেক্স খুবই সহজ একটা ব্যবসা বলে মনে হবে। আর যদি কোন রকম জ্ঞান অভিজ্ঞতা অর্জন না করেই আপনি লাভ করতে চান তাহলে আপনার কাছে ফরেক্স খুবই একটা জটিল ব্যবসা মনে হবে।

Runil
2018-10-14, 07:34 PM
কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

Md_MhorroM
2018-10-14, 08:42 PM
আমার মনে হয় ফরেক্স শিখা কঠিন কিছুনা,তুলনামূলকভ বে সহজ । আপনি যদি অর্থনীতির ছাত্র হয়ে থাকেন তবে এই মার্কেট খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং এখানে ভাল করবেন । ফরেক্স শিখতে হলে আপনাকে ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে । বিভিন্ন ব্লগ সাইট,ফোরাম ,ইউটুবের ভিডিও সহ অনেক রিসোর্স আছে ফরেক্স শেখার জন্য । অল্প করে নিয়মিত শিখতে থাকলে ফরেক্স আপনার কাছে আর কঠিন মনে হবেনা । যারা অর্থনীতির ছাত্র না,তার ও যদি নিয়মিত কম করে ও শেখে,তবে সে ও এই মার্কেটে ভাল করতে পারবে ।

saha
2018-10-14, 10:40 PM
ফরেক্স শিখা কঠিন কোন কাজ নয় কিন্তু ফরেক্স মার্কেট এ টিকে থাকা কষ্ট।ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।আপনি চাইলে ১ মাস এর মধ্যে ফরেক্স শিখতে পারেন কিন্তু আপনি চাইলে ১ মাস এর ভেতর ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে ;পারবেননা।তাই ফরেক্স শিখা কোন কষ্টের কাজ নয় কিন্তু ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকা কষ্টকর।তাই শিখার ছেয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকার শেষটা করুণ।

fardin
2018-10-19, 03:41 PM
ফরেক্সের কাজ যে জানেনা তার জন্য খুব কঠিন। কিন্তু যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে।যত বেশি ফরেক্স মার্কেটেকে সময় দিবে তত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে।

Mahidul84
2018-10-19, 06:28 PM
ফরেক্স এমন একটি পেশা যার যত বেশি ফরেক্স সম্পর্কে জ্ঞান আছে, সে তত বেশি এই মার্কেটে সফলতা অর্জন করতে পারবে। সে হিসেবে এই মার্কেট সম্পর্কে যে যত বেশি দক্ষ ও অভিজ্ঞ তার কাছে ফরেক্স তত বেশি সহজ হয়ে উঠবে। আর যে ট্রেডার এই মার্কেট সম্পর্কে কোন রকম জ্ঞান অভিজ্ঞতা অর্জন না করে শুধুমাত্র লাভের উদ্দেশ্য নিয়ে ট্রেড করতে আসে তার কাছে মূলত ফরেক্স তখন শিখা কঠিন হয়ে যায়। আসলে ফরেক্স মার্কেটে যে ট্রেডার নিজের স্বার্থ ত্যাগ করে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারবে সেই একমাত্র এই মার্কেট সম্পর্কে সহজভাবে শিখতে পারবে।

ruman
2018-12-28, 12:29 AM
আসলে সব কিছুই সহজ যদি আপনি করতে পারেন। ফরেক্স কেন যেকোন কাজঅই প্রথমে অনেক কঠিন মনে হবে। ফরেক্স আপনি যদি তিন মাস শেখা এবং সাথে ট্রেড করেন তাহলে খুব তারাতারি আপনি ফরেক্স এ সফল হতে পারবেন।

Rider
2018-12-29, 10:24 PM
ফরেক্সের কাজ যে জানেনা তার জন্য খুব কঠিন। কিন্তু যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

TanjirKhandokar1994
2019-01-14, 11:03 PM
আমরা জানি কোন কাজ প্রথমে শুরু করলে সেটি একটু কঠিন মনে হয়। তবে কাজটি শিখে গেলে আর কঠিন থাকেনা নিজের কাছে তখন আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আর ফরেক্স ব্যবসাও এমনি একটি ব্যবসা এটি প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে পারবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

Jony Shill
2019-01-15, 09:59 AM
ছোটো থাকতে মা যখন অ আ ই ঈ শিখাত তখন সবার কাছে অঙ্ক কথিন লাগত কিনতু আমরা আস্তে আস্তে সব কিছু শিখি এবং যোগ্যতা অর্জন করি।তেমনি ফরেক্স মার্কেট অ ঠিক একি।প্রথম প্রথম আপনার অনেক কঠিন লাগবে ট্রেড করতে করতে আপনার সহজ ন্মনে হিবে।

SkAbdullahaAlMamun464893
2019-01-15, 11:39 AM
আসলে মানুষ চাইলে পারে না এমন কোন বিষয় নেই ফলে ফরেক্স ট্রেডিং পারা যাবে না বা বেশ কঠিন হবে এমনটা ভাবার কোন কারন নেই ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে সকলেই চায় মার্কেট থেকে আয় করতে তবে সবাই সফল না হওয়ার প্রধান কারন হল ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতার স্বল্পতা বা অভাব।

Mahidul84
2019-01-15, 05:53 PM
আসলে ফরেক্স শিখাটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। আপনি যদি মনে করেন এই ব্যবসা সকল ধরনের খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। তবে এজন্য আপনাকে ধৈর্য্য সহকারে কঠোর পরিশ্রম করতে হবে। আর যখন জ্ঞান অভিজ্ঞতা সম্পর্কে ধীরে ধীরে বুঝতে পারবেন তখন অবশ্যই ফরেক্স আপনাকে কাছে সহজ মনে হবে। আর যদি কোন রকম জ্ঞান অভিজ্ঞতা ছাড়াই ট্রেড করতে আসেন তাহলে আপনার কাছে কঠিন ছাড়া কিছুই মনে হবে না।

Mazharul777
2019-05-28, 09:30 PM
আমার মনে হয় ফরেক্স শিখা কঠিন কিছুনা,তুলনামূলকভ বে সহজ । আপনি যদি অর্থনীতির ছাত্র হয়ে থাকেন তবে এই মার্কেট খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং এখানে ভাল করবেন । ফরেক্স শিখতে হলে আপনাকে ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে । বিভিন্ন ব্লগ সাইট,ফোরাম ,ইউটুবের ভিডিও সহ অনেক রিসোর্স আছে ফরেক্স শেখার জন্য । অল্প করে নিয়মিত শিখতে থাকলে ফরেক্স আপনার কাছে আর কঠিন মনে হবেনা । যারা অর্থনীতির ছাত্র না,তার ও যদি নিয়মিত কম করে ও শেখে,তবে সে ও এই মার্কেটে ভাল করতে পারবে ।

souravkumarhazra6763
2019-06-06, 10:37 AM
যারা নতুন ফরেক্স মার্কেট এ জইন করেছে তাদের জন্য ফরেক্স একটি কঠিন বিজিনেস কিন্তু ফরেক্স শিখা মোটেও কঠিন বিষয় নয়,ফরেক্স লার্ন করতে হলে আপবাকে প্রচুর প্ররিশ্রমী হতে হবে তাহলে আপনি ফরেক্স শিখতে পারবেন,আপনি যদি ৬ মাস ডেমো একটানা অনুশীলন করেন তাহলে ফরেক্স খুব সহজে লার্ন করতে হবে।

samun
2019-06-07, 12:44 PM
প্রাথমিকভাবে কোন কাজই সহজ নয়, সবই কঠিন লাগে।কাজ বুঝে গেলে তা অনেক সহজ হয়ে যায়।ফরেক্স প্রথমে একটু কঠিন লাগ্লেও করতে করতে তা সহজ হয়ে যায়।এখানে শারীরিক পরিশ্রমের কাজ নেই।মেধা ও বুদ্ধিমত্তার দারা কাজ করতে হয়। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন হবে তখন ফরেক্স খুব সহজ মনে হবে।

ARIFULISLAM1996
2019-06-13, 05:32 PM
পৃথিবীতে কোন ব্যবসায় সহজ নয়, সব ব্যবসায় সহজ করে নিতে হয়। আমি জানি যে ফরেক্স খুব সহজ ব্যবসা নয়,ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা।ফরেক্স শিখার কোন শেষ নেই।আপনি যতো বেশি ফরেক্স সম্পর্কে জানবেন,শিখবেন ততো বেশি অভারকাম করবেন।ফরেক্স সম্পর্কে যদি আপনার পুরোপুরি ধারণা থাকে তাহলে ফরেক্স আপনার কাছে খুব সহজ মনে হবে।ফরেক্স জানার জন্য অনেক ছোট ছোট বই আছে যা আপনাকে সাহায্য করবে।ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেও আপনি ফরেক্স সম্পর্কে ধারণা পেতে পারেন।মনে রাখবেন আপনি যত বেশি সময় নিয়ে ফরেক্স নিয়ে ভাববেন ততো বেশি ফরেক্স এ দক্ষতা অর্জন করতে পারবেন।

AMIRSHIKDER976
2019-06-13, 07:39 PM
ফরেক্স শিখাটা বা কাজ করাটা মোটেও কঠিন কাজ নয়। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে সময় শ্রম বেশি দিতে হবে একটু ঝামেলা মনে হলেও পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন যদি এমন কোন ব্যক্তি হয় যে সে ফরজ সম্পর্কে কিছুই জানেনা তবে তার কাছে অবশ্যই কঠিন মনে হবে কিন্তু আসলে মূলত ফরেক্স কোন কঠিন বিষয় না।

SOMARANITHAKUR1995
2019-06-13, 07:45 PM
প্রাথমিক অবস্থায় একজন নতুন ফরেক্স মেম্বার এর কাছে অবশ্যই ফরেক্স কঠিন লাগবে এটা স্বাভাবিক। তাই প্রাথমিক অবস্থায় একজন নতুন ফরেক্স মেম্বারকে ডেমো ট্রেডিং করতে হয়। ধৈর্য সহকারে একটু দীর্ঘ সময় নিয়ে ডেমোতে ট্রেডিং প্র্যাকটিস করলে অবশ্যই আপনি ট্রেডিং শিখতে পারবেন। তবে শেখার মত অবশ্যই আগ্রহ থাকতে হবে। প্রাথমিক অবস্থায় কখনো ডলার আয় এর প্রতি মনোযোগ দেওয়া যাবে না। এই মুহূর্তে আপনার টার্গেট থাকতে হবে আপনি যাতে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারেন। এছাড়া ফরেক্স ট্রেডিং শেখার আরো কিছু মাধ্যম আছে। এখান থেকেও আপনি চাইলে অনেক কিছুই শিখতে পারেন। যেমন ফোরামে নিয়মিত পোস্ট করলে এখান থেকে অনেক কিছু শেখা যায়। ইন্টারনেটে সার্চ করলেও ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। ইউটিউবেও কিছু ফরেক্স এর উপর টিউটোরিয়াল আছে এগুলো থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন। এভাবে আপনি খুব সহজে ফরেক্স শিখতে পারেন।

KaziBayzid162
2019-06-20, 11:42 AM
না ফরেক্স শেখা খুব কঠিন কোন কাজ না, আপনার যদি শেখার আগ্রহ , ধৈর্য এবং মেধা থাকে তাহলে আপনি খুব সহজেই ফরেক্স শিখতে পারবেন, তবে তার জন্য আপনার পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, ফরেক্স এর সম্পর্কে অনেক বই আছে যেগুলো আপনাকে পড়তে হবে,এবং অনলাইনে অনেক সাইট আছে যেখানে ঘোরাঘুরি করে আপনি ফরেক্স সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন,তাছাড়া ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যা দেখে আপনি পরে সম্পর্কে শিখতে পারবেন, এছাড়া ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ বা দীর্ঘদিন ফরেক্স এ সফলতার সাথে ব্যবসা করে আসছে এমন কোন ট্রেডারের সহযোগিতা নিউ আপনি পড়ে শিখতে পারবেন,এবং অনুশীলন করার জন্য আপনাকে ফরেক্স এর ডেমো অ্যাকাউন্ট ওপেন করে ডেমোতে ৩ থেকে ৬ মাসপ্র্যাকটিস করতে হবে, এভাবে প্র্যাকটিস করলে আপনি খুব সহজেই ফরেক্স শিখতে পারবেন।

KANIZFATEMA1997
2019-06-20, 01:24 PM
কোন কিছু সহজ না আবার কঠিনও না।আসলে যে যেটা পারে তার কাছে সেটা সহজ মনে হয়।আর কেউ যদি সে বিষয়ে বেশী না জানে তাহলে তার কাছে কঠিন মনে হয়।যে ভালো গাড়ী চালাতে জানে সে যেকোন রাস্তা চালাতে পারে খুব ভালো করে।আর কোন সমস্যা হলে ও খুব সহজেই সে বুঝতে পারে।আর যে পারেনা তার কাছে গাড়ি যন্ত্র পাতি দেখলেই অনেক খারাপ অবস্থা হয়।ফরেক্স শেখা কঠিন কিছু না তবে যাদের জ্ঞানের পরিমাণ কম তার কাছে কঠিন।তবে চেষ্টা করলে কঠিন ও সহজহয়।তাই চেষ্টা করতে হবে।

MANIK6642
2019-06-21, 04:57 AM
ফরেক্স শেখা আসলে কঠিন তবে অসম্ভব কিছু না।আপনি যদি মন থেকে ভাবেন ফরেক্স শিখবেন আপনি শিখতে পারবেন।কিন্তু কারো দেখে লোভে পড়ে ফরেক্স এ আসলে আপনি ফরেক্স শিখতে পারবেন না।ফরেক্স শিখতে হলে লোভ পরিহার করে ধৈর্য বাড়িয়ে নিয়ে আপনাকে ফরেক্স শিখতে হবে।ফরেক্স এর সব বিষয়গুলো প্রতিনিয়ত স্টাডি করতে হবে।আর ফরেক্সের বিষয়গুলো জানার জন্য আমার মনে হয় ফরেক্স বাংলা ফোরাম সব থেকে ভাল।এখানে আপনি নিয়মিত পোস্ট করতে থাকুন অন্যরা কি পোস্ট করেছে সেগুলো নিয়ে স্টাডি করুন দেখবেন ফরেক্স দ্রুত বুঝতে পারছেন।আর সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হল ডেমো ট্রেডিং।ফরেক্স মার্কেট এ ফরেক্স শেখার জন্য ডেমো ট্রেডের বিকল্প কিছু নাই।ডেমোতে আপনি যত ভাল ট্রেডিং করতে পারবেন রিয়্যাল ট্রেড এও তত ভাল করতে পারবেন কারণ ডেমো ট্রেড আর রিয়্যাল ট্রেড একই পার্থক্য শুধু ডেমোতে যে প্রফিট হয় ওটা উইথড্র দেয়া যায়না। নিয়মিত ৬ মাস ডেমো প্র্যাক্টিস করলে ফরেক্স এ রিয়্যাল ট্রেড করতে পারার মত দক্ষতা অর্জন করা যায়।এভাবে ফরেক্স এ ট্রেডিং শিখতে হয়।

MdPiashHasan6080892
2019-06-21, 05:28 AM
যে কোন নতুন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা টা কিছুটা কষ্টসাধ্য বটে তবে অসম্ভব নয়। অদম্য ইচ্ছাশক্তির বলে মানুষ যদি এভারেস্টের চূড়ায় পৌঁছতে পারে। তবে আপনি কেন কঠিন কাজটা করতে পারবেন না ? ফরেক্স শেখা খুব একটা কঠিন কাজ নয়।ফরেক্স শেখার জন্য আপনাকে প্রতিনিয়ত ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য ডেমো ট্রেডিং প্র্যাকটিস করতে হবে। ফরেক্সে এ অভিজ্ঞ ব্যক্তিদের সাথে ফরেক্স মার্কেট নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ই আপনি ফরেক্স শিখতে পারবেন।

Panna1989
2019-09-05, 02:58 PM
আমার মতে ফরেক্সের কাজ যে জানেনা তার জন্য খুব কঠিন। কিন্তু যে কোন কাজ প্রথমে শুরু করলে কঠিন মনে হলেও পরে হইত নিজের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

mamunjd97
2019-09-05, 03:21 PM
আমি ফরেক্সে নতুন হিসাবে বলবো যে, ফরেক্স শিখা কঠিন নয় তবে মনোযোগ দিয়ে শিখতে হবে। এর পিছনে লেগে থাকতে হবে। তাহলে এক সময় ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা যাবে । যতদূর শিখেছি তাতে মনে হয়েছে মোটামুটি সহজই মনে হয় ফরেক্স।

abcdilip
2019-09-13, 10:01 AM
ধৈয্যসহকারে শিখলে ফরেক্স কঠিন কোন বিষয় না। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

Rion
2019-09-13, 07:06 PM
ফরেক্স শেখা খুব কঠিন কাজ নয় । ফরেক্স মার্কেটে শুধু একটু ধৈর্য্য ধারণ করে করতে পারলেই সফলতা সহজ । ধৈর্য্য ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ । সুতরাং আমি বলব ফরেক্স শেখা খুব একটা কঠিন কাজ নয় ।

KGF
2019-09-13, 07:25 PM
আপনার কথা ঠিক আছে ফরেক্স টা আসলে কঠিন যদি না আামার ধর্য্য ও প্রোপার গাইড না থাকে। কিন্তু আমি আমার সংকল্প ঠিক রেখে কোন প্রোপার গাইডের মাধ্যমে প্রোপার ট্রিটমেন্ট নিতে পারি তবে এটা কঠিন কিছু থাকে না।

badboy
2019-09-26, 02:51 AM
স্বাভাবিকভাবেই যেকোনো কাজ সহজে কখোনোই করা যায় না৷অবশ্যই অনেক লেখাপড়া,অনেক কষ্ট করে ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে পারবেন৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷২ থেকে ৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷

sofiz
2019-09-26, 03:46 AM
যদি আপনার মাথায় ছাদ না থাকে মানে আপনাকে ফরেক্স শেখাতে কেউ সাহায্য না করে তবে ফরেক্স শিখা আসলেই অনেক কঠিন হয়ে পড়বে আপনার জন্য।কারন যদি কেউ সাহায্য করে তাহলে খুব অল্পদিনেই ফরেক্সের বেসিক শিখা হয়ে যাবে আর কারো সাহায্য না পেলে আপনাকে অনেক অনলাইন ব্লগ ফরেক্স বুক টিউটোরিয়াল এসব দেখে ফরেক্স শিখতে হবে যা একটু কষ্টকর বটে।

nurulazim
2019-09-26, 08:21 PM
যে কোন কাজ শুরু করলে যদি প্রথমে কঠিন ও মনে হই তার পর ও সে কাজ ধরে থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

Hredy
2020-02-23, 03:31 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে আমার প্রথম প্রথম এমনি ধারনা ছিল। যে ফরেক্স মার্কেট মনে হয় অনেক কঠিন একটি কাজ । কিন্তু পরবর্তীতে যখন থেকে এই ডিসকাশন ফরামে আলচনা দেখতে লাগ্লাম অনেক কিছুই এখন বুঝতে পারি। পাশাপাশি আমার একজন পরিচিত ত্রেদার আছেন যিনি অনেকদিন এই ফরেক্স এর সাথে জড়িত তার সহযোগিতায় ও অনেক কিছু জানতে পেরেছি। তাই আমি বলব ফরেক্স মার্কেট কঠিন কিছু না । শুধু একটু মনোযোগ দিয়ে জানতে হবে।

Kane
2020-02-23, 04:06 PM
ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

martin
2020-02-23, 04:11 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং শেখাটা খুব কঠিন কোন বিষয় নয় । কারন ফরেক্স ট্রেডিং এর মাধম্যে আমরা যে মুনাফা অর্জন করব এটাই প্রধান লক্ষ্য । আর শেখার জন্য অনলাইনে হাজার হাজার রিসোর্স পা্ওয়া যায় । এসব রিসোর্স ব্যবহার করেও আমরা ফরেক্স ট্রেডিং শিখতে পারি । ফরেক্স ট্রেডিং শেখার জন্য প্রযোজন সময় এবং ধৈর্য ।

Fxhuman
2020-02-23, 04:13 PM
ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।

Fxxx
2020-02-23, 04:52 PM
না আমার কাছে ফরেক্স শিখা খুব বেশি কঠিন মনে হয় না। তবে ফরেক্স আয়ত্ব করা বা ফরেক্স এর নিয়মে চলা খুবই কঠিন। এখানে টিকে থাকা অনেক কষ্ট সাধ্য ব্যাপার। আমরা যদি ফরেক্স এর নিয়ম গুলি মেনে চলতে পারি তাহলে আমরা লাভবান হব। আর যদি আমরা আমাদের মনগড়া ট্রেড করে থাকি তাহলে আমাদের লস হবেই তাতে কোন সন্দেহ নেই।

amreta
2020-02-23, 06:42 PM
যদি মধুর সূত্রগুলি কঠোর পরিশ্রম করে তবে আপনি ফর্মটির সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন।আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে অবশ্যই সফল হবেন this আমার মতে আমার মতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি সাফল্যের আসল রাত হয়ে উঠতে পারেন, তাই আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।

Sapna1212
2020-02-23, 10:26 PM
ফরেক্স ট্রেডিং খুব কঠিন শব্দ নয় এটি একটি সহজ ব্যবসা We আমাদের সেই কঠোর পরিশ্রমের দরকার When যখন আমরা খুব ভাল কাজ করি তখন আমরা দ্রুত সাফল্য খুঁজে পাব এবং আমার গণনা থেকে এটি খুব সহজ এবং আমরা একটি বোনাস পাই যা আমরা এটি ভালবাসার মাধ্যমে উপার্জন করতে পারি

rakib.r
2020-02-23, 10:42 PM
ফরেক্স শেখাটা একবারে কঠিন ও না আবার একবারে সহজ যে তাও না। ফরেক্স আসলে শেখা না শেখাটা নির্ভর করে আপনার ইচ্ছা শক্তি আর ধৈর্য শক্তির উপর। ফরেএক্স শিখতে গেলে আসলে ইচ্ছা আর ধৈর্যশক্তির দরকার হয় । যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ফরেক্স শেখাটা আপনার কাছে খুব বেশী কঠিন কিছু মনে হবে না । মন দিয়ে শিখুন দেখবেন ফরেক্স এত টা কঠিন কিছু নয় শুধু বার বার প্র্যাক্টিসের প্রয়োজন

saraa
2020-02-24, 10:56 AM
হ্যাঁ অবশ্যই আমরা শৃঙ্খলা ছাড়াই উপার্জন করতে পারি তবে দিনের শেষে শৃঙ্খলা ছাড়াই আমরা যা অর্জন করি তা হারাতে চলেছি। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের সাথে জড়িত ঝুঁকির কারণে ফরেক্স আয়ের শৃঙ্খলার সাথে অনেক কিছুই রয়েছে, যদি আমরা বাজারের নিয়মকানুনগুলি অনুসরণ করতে ব্যর্থ হই যা শৃঙ্খলার ইঙ্গিত দেয় তবে আমাদের উপার্জন কেবল সুযোগেই আসে এবং সেখানেও রয়েছে কোনও গ্যারান্টি নেই যে এ জাতীয় উপার্জন দীর্ঘকাল স্থায়ী হতে পারে।

KGF3010
2020-02-24, 10:59 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ ভাল করে সময় দিয়ে শিখতে পারেন তা হলে আপনার কাছে ফরেক্স মার্কেট কে আর কঠিন মনে হবে না । তাই আপনি যখন ফরেক্স মার্কেট এ টেড করা সিখবেন তখন দেখবেন আপনি যেন সব বিষয় গুল ভাল ভাবে বুজতে পারেন আর লাভ করতে পারেন তা হলে আপনার কাছে ফরেক্স মার্কেট অনেক সহজ হুয়ে যাবে

mahmudfx84
2020-09-07, 11:14 AM
ফরেক্স শেখা খুব কঠিন নয় আবার খুব সহজ ও নয়। কারণ আপনাকে অনলাইনের মাধ্যমে বেশ পরিশ্রম করেই শিখতে হবে ফরেক্স ট্রেডিং। যদি কোন সিনিয়র ট্রেডারের সহযোগীতা পাওয়া যায় তবে একটু সহজ হতে পারে , বাস্তবে শেখাটা অনেক সহজ । কারণ হাতে কলমে শেখার মাধ্যমে হলে বেশ সহজ হয় ফরেক্স শেখাটা । না হলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হলে ব্যাপক পড়াশোনা করতে হবে এবং কঠোর পরিশ্রম করেই শিখতে হবে। ডেমোর মাধ্যমে বাস্তবে বুঝতে হবে। ধন্যবাদ।

Pavel66
2020-11-12, 10:04 PM
ফরেক্স শিখা কঠিন কিছুনা,তুলনামূলকভ বে সহজ । আপনি যদি অর্থনীতির ছাত্র হয়ে থাকেন তবে এই মার্কেট খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং এখানে ভাল করবেন । ফরেক্স শিখতে হলে আপনাকে ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে । বিভিন্ন ব্লগ সাইট,ফোরাম ,ইউটুবের ভিডিও সহ অনেক রিসোর্স আছে ফরেক্স শেখার জন্য । অল্প করে নিয়মিত শিখতে থাকলে ফরেক্স আপনার কাছে আর কঠিন মনে হবেনা । যারা অর্থনীতির ছাত্র না,তার ও যদি নিয়মিত কম করে ও শেখে,তবে সে ও এই মার্কেটে ভাল করতে পারবে ।

EmonFX
2020-12-28, 09:40 AM
ফরেক্স শেখার কিছুটা কঠিন বটে তবে খুব কঠিন নয়। ফরেক্স মার্কেটে টিকে থেকে প্রফিট অর্জন করা কিছুটা কঠিন বটে। ফরেক্স মানে নতুন কিছু শেখা, নিজেকে একটু একটু করে তৈরি করা এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ফরেক্স মার্কেটে শেখার ও জানার পরিধি ব্যাপক ও বিশাল। খুব স্বল্প সময়ে ফরেক্স জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ফরেক্স জ্ঞান অর্জন করার জন্য দীর্ঘ সময় মার্কেটের সাথে থাকতে হবে। ফরেক্স রিলেটেড বিভিন্ন ধরনের স্টাডি, মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, মার্কেটের সূচক, সাপোর্ট রেজিস্ট্যান্স সনাক্ত করণ এবং প্রাকটিসের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে।

ফরেক্স মার্কেটে যারা 10 বছর ধরে সম্পৃক্ত আছেন তারাও প্রতিনিয়ত শিখে যাচ্ছেন। প্রতিদিন নতুন কিছু শিখছেন এবং নিজেকে অভিজ্ঞ করে গড়ে তুলছেন। এখানে জানার বা শেখার কোন শেষ নেই, আপনি যত বেশি মার্কেটে সময় দিবেন তত বেশি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। নতুবা কখনোই ফরেক্স জ্ঞান অর্জন করা এবং সফল হওয়া সম্ভব নয়। সফলতার জন্য অবশ্যই কঠোর অধ্যাবসায় এবং পরিশ্রমের মাধ্যমে ফরেক্স জ্ঞান অর্জন করে ধৈর্য ধরে ফরেক্স ট্রেডিং করতে হবে।

Mas26
2021-05-31, 11:08 PM
ফরেক্স এ আপনি থিওরি পরে এক্সপার্ট হবেন না আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আর আপনি তার জন্ন বেছে নিতে পারেন ডেমো অ্যাকাউন্ট। এপানি প্রথমে ছোট লটে ট্রেড করেন।ফরেক্স ব্যবসা এমনি একটি ব্যবসা যে প্রথমে কঠিন মনে হলেও যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করবেন তখন আপনার কাছে ফরেক্স খুব সহজ মনে হবে।